![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
এটা একটা সিনেমা। আমিও জানি আপনিও জানেন। কথা হল ওরা জানে। যারা রাজনীতি করে?
যাকে হত্যা করা হল সে মানুষ। হুমায়ূন আহমেদ মৃত পথযাত্রীদের সান্তনা দিতে কোরানের একটা কথা প্রায়ই বলতেন, আমি আমার যতটা কাছে তার থেকে আল্লাহ বেশি কাছে।
কেন পেট্রল বোমা কেন ক্রস ফায়ার বন্ধুরা আমার।
ক্ষমতার লোভ আমি দেখেছি।
শুধু বলব-আমার কথা কেউ না শুনলেও তিনি শুনেন, কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
দ্যা আহমেদ মামুন বলেছেন: সবাইকে আগে নৈতিক শিক্ষা দিতে হবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২
উড়োজাহাজ বলেছেন: মানুষ মোহাবিষ্ট হয়ে পড়েছে। তাদের আত্মা কালিমা দ্বারা আবৃত হয়ে গেছে। এদের কাছে ব্যক্তিস্বার্থ ছাড়া অন্য সব কিছু গৌণ। এর চেয়ে ভাল কিছু আশা করাটাই বোকামী। আগের তাদেরকে পবিত্র করার চেষ্টা করুন। বকে লাভ হবে না।