![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
সেদিন একটা শার্ট কিনতে গেলাম। নাম খোকা ৪২০।
দাম কিন্তু ৪২০ না। দাম ২০০০ টাকা।
এই নামে কলকাতার মুভি আছে।
মুভির নামে শার্ট।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: এটা মনে হয় পাখি ড্রেসের ভাই খোকা ড্রেস ভাইয়া।
তবে আমার খোকাভাই এর জন্য একদম পারফেক্ট!!!!!
http://www.somewhereinblog.net/blog/saimahq/29131368
এই যে আমার খোকাভাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬
দ্যা আহমেদ মামুন বলেছেন: খোকা আর খোকা নাই। সে এখন বড় হয়ে গেছে। সে রাজনীতি করে সে ৪২০
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮
গরু গুরু বলেছেন: কি বলব! আমরাও তাই! শুধু বিদেশিদের অনুসরন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭
দ্যা আহমেদ মামুন বলেছেন: মান্না ভাই তুমি বুঝছো কি?
খোকা ৪২০
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১
শায়মা বলেছেন: হায় হায় খোকা আবার ৪২০!!!!!!!!!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২
দ্যা আহমেদ মামুন বলেছেন: এটা আমাদের খোকা যে কিনা পুরোটাই ৪২০
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
দ্যা আহমেদ মামুন বলেছেন: মান্না ভাই সিনেমা দেখলে বেচে যেতেন।