![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
সত্যি বললে পোষ্ট মুছে ফেলা হয়। মডারেটররা তার ইচ্ছা মত কিছু ব্লগার পোশেন। তারা মন্তব্য করেন। আর রাজনীতি বিদরা তাদেরকে সার্থে মানুষ হত্যা করে। এই ব্লগ মডারেটররা তাদেরকে এই সব শকুনদের হাতে তুলে দিতে কুন্ঠা বোদ করেন না।
আর এই হত্যাগুলো করা হয় সাধারণত শান্ত এবং ভদ্র সহজ কথায় বলদ লোকদেরকে। যাদের হত্যা করা হয় তারা কি করবে। বিচার চাইবে তার পরিবার।
পানি এত ঘোলা করে ফেলে রাজনীতি বিদ আর রাষ্ট্র সেখানে কিছুই করার থাকেনা তাদের।
যেমন সাগর রুনি আর এখন অভিজিত সব এই সূত্রে গাথা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫
দ্যা আহমেদ মামুন বলেছেন: কিছু বুঝার দরকার নাই। শুধু দেখে যান। বেশি বুঝতে গেলে আমাদের অবস্থা হয়ে যাবে অভিজিতের মত।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯
সোজা কথা বলেছেন: হাহাহা
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন: কিছুই বুজলাম না ,