![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
১। বই মেলায় গিয়ে একজন আমেরিকান নাগরিক বাংলাদেশের ছেলে অভিজিত নৃশংস ভাবে খুন। তাও ব্শ্বিবিদ্যালয় ক্যাম্পাসে।
২। দেশের মাটিতে কথা বলার স্বাধীনতা নেই তাই হারিকেন হাতে ৬০ বছরের বৃদ্ধ গাছে। শেষ খবার পাওয়া পর্যন্ত সে এখন থানায়।
৩। মন্ত্রি এমপিদের সাবধানে চলতে বললেন প্রধানমন্ত্রি।
৪। বাসের হেলপারকে ধরে নিয়ে ৫৬ টা গুলি।(প্রচলিত সিনেমার জোকস তোকে এত গুলি করব যে খোশা বিক্রি করে ধনি হয়ে যাবি।)
৫। মায়ের সামনে পুলিশের সোর্সকে জবাই।
৭। একটি সংলাপের দাবিতে টানা ৫৬ দিন ধরে অবরোধ, সাথে পেট্রলবোমা, ক্রসফায়ার, পায়ে গুলি।
......................................
আমার বন্ধু জীবন আহমেদ প্রায়ই আমাকে ধরে একটা সিনেমার স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য। ওর অস্কার পাওয়ার খুব শখ। দেশের যেই অবস্থা আমরা সিটি টিভির ফুটেজ জমা দিলে অস্কার পাব ইনশাল্লাহ........
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭
দ্যা আহমেদ মামুন বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: দেশের যেই অবস্থা আমরা সিটি টিভির ফুটেজ জমা দিলে অস্কার পাব ইনশাল্লাহ
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬
দ্যা আহমেদ মামুন বলেছেন: আমার বিশ্বাস আপনার???
৩| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৫৭
দ্যা আহমেদ মামুন বলেছেন: হিন্দু ব্যাক্তির রূহের মাগফিরাত চেয়ে কোরান তিলাওয়াত করাল গণজাগরন মঞ্চ....
৪| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১০
অতন্দ্র প্রহরী বলেছেন: আর যেঁ কতদিন চলবে, মুসলিম মুসলিম হানাহানি...
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০১
দ্যা আহমেদ মামুন বলেছেন: আমি তো হানাহানি দেখছি ক্ষমতার দ্বন্ধে এখানে আবার মুসলিম মুসলিম দেখলেন কি ভাবে???
৫| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:০০
কুষ্টিয়ারশুভ বলেছেন: অভিজিৎ রায় বা রাজীবের হত্যার ঘটনার পরই আমি এদের নাম জেনেছি। ইচ্ছা হয়েছে এরা কী এমন লিখতো তা পড়ে দেখার।
আমি জানি, আমার মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষের আমার মতোই অবস্থা।
কারা চায় আমার মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষকে তাদের ব্লগ পড়াতে?
হজরত মুহম্মদ (সঃ)-কে অভিজিৎ রায় ডাকছেন- হজরত মহা...(!)
রাজীবের মৃত্যুর পর ফেইসবুকে তাঁর কিছু নোট আমি পড়েছিলাম। তিনি হযরত মুহম্মদ (সঃ)-কে ডাকতেন ...(!)
প্রশ্ন: এরা কি পেইড ব্লগার ছিল?
যাদের দ্বারা পেইড ও নিয়ন্ত্রিত হতো তাদের উদ্দেশ্য সাধন হয়ে গিয়েছিল?
এরপর ১. প্রমাণ মুছে ফেলতে, ২. বিশাল প্রচারণার জন্যে তারাই এদেরকে হত্যা করে? ( যেমন শার্লি হেবদো সাধারণত: ছাপা হতো ৫০-৬০ হাজার, আর সন্ত্রাসী হামলার পরের সংখ্যা ছাপা হলো ৩০ লক্ষ)
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০২
দ্যা আহমেদ মামুন বলেছেন: সত্য জানতে পারবেন যত ভয় তত। মূর্খতাই বেচে থাকার একমাত্র পথ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩
পোয়েট ট্রি বলেছেন: 'প্যারা নরমাল'