![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
দেশে আইন আছে। বাংলা সিনেমার কমন ডায়ালগ আইন হাতে তুলে নিবেন না। নাস্তিক আর মূর্তাদ ওরা মানুষ। ওরা অপরাধ করলে জেলে ভর। থানায় মামলা কর। থানায় মামলা নানিলে আদালতে মামলা কর।
কেন শিয়াল বেড়ালে মত মাথায় বাড়ি মেরে হত্যা করবে।
অথচ জঙ্গিরা আইন সহায়তা পায়। পায় জেল খানা। সেখানে পাতলা ডাইল খায়। আবার অনেকে জামিনে বেরও হয়।
আর মুক্ত মনারা এক বাড়িতে প্যান্ট ভিজিয়ে মরে যায়। রাজিবকে মোতায়া ফালাইছে কোপের চোটে। ফেইজ বুকে ওর জিন্সের প্যান ভেজা ছবি ছাপা হয়েছে।
অনেককে আবার হাগায়া ফালায় কোপের চোটে।
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৯
দ্যা আহমেদ মামুন বলেছেন: ফাশি ফাশি বলে উল্লাশ করা ঠিক???
২| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০৪
কুষ্টিয়ারশুভ বলেছেন: Click This Link
ঠিক আপনার মতো।
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০৫
দ্যা আহমেদ মামুন বলেছেন: মুর্খতাই তোমাকে বাজিয়ে রাখবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৫
কুষ্টিয়ারশুভ বলেছেন: এইটা লেখা ঠিক হয় নাই। (দয়া করে প্রশ্ন করবেন না "কোনটা ঠিক হয় নাই? কেন ঠিক হয় নাই?" যা নিজেই জানেন)