![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
আমাদের মিডিয়া একটি শন্তিশালী প্লাট ফর্মের উপর প্রতিষ্ঠিত ছিল।
গনতন্ত্র তথা মানব অধীকার রক্ষা করতে মিডিয়া সক্ষমতাও ছিল।
মিডিয়ার উপর রাজনৈতিক হস্তক্ষেপের কুফল সবচেয়ে বেশি সাফার করবে দেশের অতিসাধারণ জনগন।
ক্রসফায়ার অথবা বিচার বহি:ভূত হত্যাকান্ড বন্ধ করতে পারে শুধু আমাদের মিডিয়া। তারা এর কুফল অথবা কষ্ট আর বেদনাকে মানবিক দৃষ্টিতে তুলে ধরলে পারেন। তার চেয়ে বড় কথা এর আগামী প্রভাব কি তাও বুঝাতে হবে।
মিডিয়া যদি প্রতিটি বিচার বহি:ভূত হত্যাকান্ডকে তাদের পত্রিকায় গুরুত্ব দিয়ে ছাপতে থাকে।
এর যদি একটা ফিনিশিং দেখতে চায় তাহলে আমাদের বিশ্বাস এটা বন্ধ করা সম্ভব। কারণ একটা জীবন অনেক মূল্যবান। মহাকাশের যে থাকে তাকে রক্ষা করার জন্য আমরা কোটিকোটি টাকা খরচ করি। আর আমার পাশের ভাইটিকে রক্ষা করার দরকার নাই তাকে গুলি করব না।
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১২
দ্যা আহমেদ মামুন বলেছেন: আমরা পাশে দাড়াব বিচার বহি:ভুত হত্যা কান্ডের বিরুদ্ধে।
২| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০২
ঢাকাবাসী বলেছেন: এখন আর পারেনা। প্রথম লাইনেই সেটা বলেছেন '..প্রতিষ্ঠিত ছিল'।
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৩
দ্যা আহমেদ মামুন বলেছেন: আমরা ভয় পাব না কোন দানবকে।
৩| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিড়ালের গলায়
ঘণ্টাটি বাধবে কে?
৪| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৯
সুদীপ্ত সরদার বলেছেন: আসলেই,বিড়ালের গলায় ঘন্টাটি বাঁধবে কে?
৫| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
সৃজন আহমদ বলেছেন: চমত্কার লিখেছেন ।
৬| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: যারা মিডিয়া চালায় তারা নিজেরাই দলকানা হয়ে বিভিন্ন দলে বিভক্ত এবং নিয়মিত লেজুড়বৃত্তি করে যায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তাই সহজে তাদের বোধহয় হবে বলে আমি বিশ্বাস করি না। মিডিয়ার মালিক পক্ষের দিকে একবার নজর দিয়ে দেখুন, কেউ সরাসরি আবার কেউ একটু আড়ালে থেকে পছন্দের দলকে সাপোর্ট করে যাচ্ছে। প্রথমে তাদের দলপ্রীতি থেকে বের হয়ে আসতে হবে। তখনই হয়তো তাদের নিরপেক্ষ সংবাদ পরিবেশন মানুষ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।
৭| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:২১
ফা হিম বলেছেন: মিডিয়াতে যদিও মাঝে মাঝে আওয়াজ উঠে, কিন্তু কে শোনে কার কথা?
৮| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:১০
রাজু রহমান বলেছেন: সহমত
৯| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:২২
জ্যামিতিক লাভ বলেছেন: মিডিয়া'ই তো ক্রসফায়ারে মারা গেছে!
১০| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৫
সংগ্রামী বালক বলেছেন: মিডিয়ার শক্তিশালী ভূমিকাই পারে বিচার বহি:ভূত হত্যাকান্ড বন্ধ করতে।
সহমত।
১১| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৮
এনামুল রেজা বলেছেন: আর মিডিয়া।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
যথার্থই বলেছেন। +++
সহমত।