![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
ভারত রাষ্ট্র ছিল রক্ষলশীল সমাজ ব্যাবস্থার অধীন অর্ধশিক্ষিত একটি রাষ্ট্র। কিন্তু এর মিডিয়া তথা বিনোদন সমাজ ব্যবস্থার থেকে বেশি অগ্রসর। নায়িকার ড্রেস দেখে সেই পেশাক পরে মেয়েরা বের হয়।
ছেলেরা এই মিশ্রকালচারে অভ্যস্থ হতে পারে নাই। তারা মনে করে ড্রেস শর্ট তো তাকে শুয়ে ফেল। আর সমাজের নাগামহীন নগ্নতার ফসল হল ধর্ষন।
রাষ্ট্রের বৈশ্যম্য মূলক আচরণ এর অন্যতম কারণ।
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজকে শালিনভাবে পরিচালনা
আর মিডিয়ার নগ্নতা হ্রাস।
পর্যটকদের ভারতে গমনের সময় ড্রেস সম্পর্কে সচেতন করাই পারে ধর্ষক তখমা থেকে ভারত কে মুক্ত করতে।
নয়ত ভারতের নাম শুনে পৃথিবীর মেয়েদের আতঙ্ক থেকে মুক্ত করা যাবে না। হয়ত মেয়েদের ভয় দেখাবে ছেলেরা বেশি লাফালাফি করবি তাহলে ভারত পাঠিয়ে দিব।
২| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০০
দ্যা আহমেদ মামুন বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৩
দ্যা আহমেদ মামুন বলেছেন: https://www.facebook.com/dwbengali?fref=nf