![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।
সব কিছু এগিয়ে গেছে। এগিয়ে গেছে বাংলাদেশের রাজনীতি।
প্রতিভাবানরাই এখন রাজনীতি করে। বি,এন,পির একদল ব্যবসায়ী আছে।
যারা ব্যবসা নিয়ে পড়ে থাকে। আর সরকারের বিরুদ্ধে তর্ক করে।
এর বাহিরে তাদের রাজনীতি নাই। এরা বি,এন,পির গঠনতন্ত্র জীবনে একবারও পড়ে নাই। এরা চায় ব্যবসা করতে। বি,এন,পি এলে ব্যবসায়িক সুবিধা নিবে। তাই তারা বি,এন,পি করে।
এই তারা চায় বি,এন,পি নির্বচনে যাক। নির্বচনে গিয়ে বি,এন,পির প্রার্থী নির্বাচিত হলে লাভ হবে কি? সিলেট গাজীপুরের মেয়রের মত তারাও জেলখানায় গিয়ে মশা মারবে।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১০
রিফাত হোসেন বলেছেন: কি সব বলেন.....
নির্বাচন করার পয়সা কি তাদের আব্বা আর জামাই সুইস ব্যাংক এ রেখে গেসে?
যাদের থেকে অর্থ নিবে তারা কি আজাইরা দিবে? নাকি দাতা হাতেম তাঈ?
আজাইরা পোস্ট