নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

নেতা কর্মিদের বোকা বানিয়ে ম্যাডাম নির্বাচনে যাচ্ছে।

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৬

সবগুলো পত্রিকা পড়ে বুঝতে পারলাম বি,এন,পি নির্বাচনে যাচ্ছে।
তাহলে কেন ডাকল তারা অবরোধ। কে তারা এতগুলো মানুষকে রাস্তায় ডেকে ঘরে ঘুমাচ্ছে। তাদের কথা যারা বার বার প্রতারিত হয় তারা কতটা বিশ্বাস করবে বি,এন,পিকে।
ব্যাবসায়িদের ধরে ধরে নমিনেশন দিলে দলের অবস্থা এমনই হয়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩

ডিজ৪০৩ বলেছেন: এদের রাজনীতি নয় এদের হল ব্যবসা নীতি । এই নীতি ত জনগণ চায় না ।

২| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


ম্যাডামও ব্যবসায়ী; ফালুর ব্যবসার অংশীদার, মামুনের ব্যবসার অংশীদার।

৩| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৭

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ম্যাডামের নেতা কর্মীদের কথা শুনার টাইম কই উনি বিরিয়ানী খাচ্ছেন! এটা হাসিনা হলে তার ব্যাপারেও একই হইতো!! সবগুলাই খান*ী !!!

৪| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

ঢাকাবাসী বলেছেন: কমুনা ডর করে!

৫| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

রামন বলেছেন:
সেই নাচ নাচলি, তবে কেন লোক হাসালি X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.