নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

কাল যদি ব্লগারটা নিহত না হয়ে আহত হত তাহলে বিদেশে যাওয়া ভিসা পেয়ে যেত।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০২

ফকিন্নির পোলারা এখন বিদেশ যাবে।
টাকা ছাড়া পয়শা ছাড়া।
ওখানে গিয়ে আরাম করে খাবে।
আর ঘুরবে।
না হয় একটু চাচাতির কোপ খেল।
তারপর সারাজীবন ফ্রি খাওয়া পরা।
খাওন শোয়ন সব ফ্রি।
কিন্তু অনেকের ক্ষেত্রে অভার ডোজ হয়ে যায়।
আহত থেকে নিহত।
আহরে বিদেশ যেতে পারল না পোলাডা।
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু।
মরল চাপাতি খায়া।
একদম ছ্যাড়াব্যাড়া হয়ে গেছে মাথাটা।
যদি আহত হয়ত দেশ ডলার পাইত।
যেমন আসিফ তশলিমারা পাঠায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.