নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

জীবন মুখী কবিতা -কী ছিল অপরাধ

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

কী ছিল অপরাধ


ব্লগ এল দেশের নগরে
আমি হলাম লেখক।
পরে জানলাম ব্লগার।
সম্মানের উপর সম্মান
নিষেধ করল মুরব্বীরা
কে থামায় কি বোর্ড
যা আসে মাথায়
যাইনা বাথরুমে
ছাড়ি সব কিবোর্ডে।
একদিন এল গনজাগরন
মিশে গিয়ে খেলাম বিরানী।
ফ্রী বিরিয়ানীর এত দাম।
রক্ত দিয়ে শোধ করতে হবে
বিরিয়ানীর দাম-আগে বুঝিনি।


কনডম দিয়ে করে এইডস প্রটেকশন।
একবারই করা যায় এর ব্যবহার।
বারবার ব্যবহারে ফেটে যায়।
যেমন মাঝে মাঝে দু একটা ফাটে।
সেই যে ফাটা শুরু হল কনডম।
কিছু দিন পরে পরে একটা করে ফাটে,
কে ফাটায়?
কার প্রটেশনের জন্য ফাটায় আজ ব্লগার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.