নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম › বিস্তারিত পোস্টঃ

আনুষ্ঠানিক প্রতিবাদ ।

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৪

প্রিয় ব্লগার,

সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট ও মন্তব্যের মাধ্যমে এক জন ব্লগার বলেছেন – "অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সকল অপপ্রচার ও বিষোদগারের কেন্দ্র হলো সামহোয়্যারইন ব্লগ"। আমরা এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে সম্মানিত ব্লগারদের কাছ থেকে আরও সহনশীল ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।

আপনারা জানেন, সামহোয়্যারইন ব্লগ অতীতে সরকারের সমালোচনার কারণে নিষিদ্ধ হয়েছিল, এবং সেই সময়েও আমাদের কাছে সরকারের বিরুদ্ধে লেখালেখি করা ব্লগারদের তথ্য চেয়ে আবেদন আসে। আমরা সবসময় ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছি এবং এই ধরনের অনুরোধে সহায়তা করিনি। অতীতের সরকারের অন্ধ সমর্থকরা যেভাবে ব্লগকে রাজনৈতিক ট্যাগ দিয়েছিলেন, বর্তমানেও সেই ধারা চলছে, যা আমাদের জন্য অপ্রত্যাশিত নয়। তবে আমাদের আশা, যারা নিয়মিত পাঠক তারা নিজেই সেই সময়ের কঠোর সমালোচনামূলক পোস্টগুলো খুঁজে দেখতে পারেন, যা আমরা কোনো চাপের মুখে মুছিনি।

আমরা সামহোয়্যারইন ব্লগে সব ধরনের মতামত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করি। সরকারের পক্ষে-বিপক্ষে আলোচনা এখানে স্বাভাবিক প্রক্রিয়া। সরকারের সমালোচনা মানেই ষড়যন্ত্র নয়, বরং এটি মত প্রকাশের একটি গণতান্ত্রিক অধিকার। ব্লগারদের অনেকেই ঘরোয়া আলাপের ধরনে সমালোচনা করেন, যা ব্লগ সংস্কৃতিরই একটি অংশ।

আমাদের জানা মতে, সামহোয়্যারইন ব্লগে হাতে গোনা দু-একজন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ কোনো কঠোর সমালোচক নেই। আমরা এমন কোনো পোস্ট নীতিমালার আওতায় আনি যা অযৌক্তিক মনে হয়। সরকারি নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংগঠনগুলোর পক্ষে বা হয়ে কিছু লেখার সুযোগ এখানে নেই, তবে নির্বাহী আদেশ সম্পর্কিত যৌক্তিক আলোচনা করতে কোনো বাধা নেই।

অতএব, আমরা প্রত্যাশা করি সম্মানিত ব্লগাররা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা বিরোধের বিষয়গুলো ধৈর্যের সাথে বিবেচনা করবেন এবং পুরো ব্লগকে কোনো ব্যক্তিগত বিতর্কে জড়াবেন না।

ধন্যবাদান্তে,
সামহোয়্যারইন ব্লগ টিম

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৩

রানার ব্লগ বলেছেন: তাহারা ব্লগ খানা কে তাহাদের শৌচালয় বানাতে চায় তো সেখানে এসে কেউ উঁকি দিলে এমন আপাওধোয়া অভিযোগ করতেই পারে । উহা তাহাদের সাংবিধানিক অধিকার । এই সব অধিকার নিজের বেলায় তাহারা কিন্তু ভালই বোঝে , অন্যের বেলায় চোখ রাঙ্গানী ।

২| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১০

মোহামমদ কামরুজজামান বলেছেন: - গঠনমূলক সমালোচনা গ্রহনের যদি মানষিকতা না থাকে, তাহলে যে কোন জায়গায়ই নিজের মতামত প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত। তা সে যে দল-মতেরই হোক না কেন।

এখন কেউ যদি ভাবে বা চায় যে, ন্যায়-অন্যায় যাই হোক না কেন সবাই আমার প্রশংসাই করবে। তাহলে এরা হলো স্বৈরতান্ত্রিক মনোভাবের । যার পুরোধা এখন দেশে অতীত ।

আর সেই স্বৈরতান্ত্রিক মনোভাবের কেউ যদি আবার ফিরে আসতে চায় অন্য নামে কিংবা অন্য কোন লেবাসে, তাহলে তারাও সেই পরিণতি বরণ করবে যা ৩৬ জুলাই বরণ করেছে চেতনার পুজারীরা।

মানুষের সব কিছু কখনোই শতভাগ ভাল হয়না তা সে যতই নিয়ম-নীতির মাঝে চলুক না কেন। আবার দলীয় সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যেই হোক না কেন তাদের পক্ষেও শতভাগ ভাল কাজ করা যেমন সম্ভব নয় তেমনি সম্ভব নয় সবাইকে খুশি করা। সরকার-ব্যক্তি সবারই গঠনমূলক সমালোচনা তাদের ভূলকে সংশোধনের সুযোগ হিসাবে দেখা উচিত।

তবে সমালোচনার নামে কারো ব্যক্তিগত আক্রমণ কিংবা নিজের জিঘাংসা চরিতার্থ কিংবা গোপন agenda বাস্তবায়ন কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারেনা। এ জাতীয় লোকদের যার যার জায়গা থেকে প্রতিহত করা উচিত।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৫

ডার্ক ম্যান বলেছেন: যে ব্লগার বলেছেন তার নাম ও সেই মন্তব্যের স্ক্রিন শট দেয়া উচিত ছিলো।
সমালোচনা কারও কারও কাছে অপপ্রচার বলে মনে হয়।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগারেরা কোমলমতি ব্লগারে পরিণত হয়ে গরুর রচনা ও গরু নিয়ে পদ্য লিখে যাচ্ছেন; ইহাতে বর্তমান সরকার খুশী থাকার কথা।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




উক্ত ব্লগারের ফেসবুক পোস্টটি পড়েছি।

উনি সামুর প্রথম পাতায় প্রকাশিত একটি ভুয়া তথ্য সমৃদ্ধ পোস্টের রেফারেন্স দিয়েছেন।

উক্ত ব্লগারকে জানানো উচিৎ যে, সেই ভুয়া তথ্য সমৃদ্ধ পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলেই মনে হয়, উনি নিজের ভুল শুধরে নিবেন।

সামু কখনোই বেশি সময়ের জন্যে ভুয়া পোস্টের প্রশ্রয়দাতা নয়।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

তানভির জুমার বলেছেন: সোনাগাজী নামক কুলাঙ্গার, আওয়ামী ফ্যাসিবাদের দোসর, তার একটা নিক ব্যান করার পরও সে অন্য নিক নিয়ে এসে ব্লগে নিয়মিত গার্বেজ ছড়িয়ে যাচ্ছে। ছাত্র-জনতার এই মহান অভ্যুত্থান নিয়ে এই কুলাঙ্গার নিয়মিত মিথ্যাচার, কুৎসিত মন্তব্য করেই যাচ্ছে। ব্লগ টিমকে অনুরোধ করবো এর বিরুোদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

আবু উবাইদাহ আল হিন্দী বলেছেন: আপনাদের এখানে অনেকদিন যাবত লিখছি তাও কেনো পোষ্ট অনুমোদন হচ্ছে না

৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ২:২৬

রবিন_২০২০ বলেছেন: মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ব্লগ কি কাউকে অভিযুক্ত করেছে ? ইদানিং কিছু ব্লগার মিথ্যা ছড়িয়ে উদ্ভট সব লিংক দিয়ে সেটাকে প্রথিষ্ঠিত করতে চাচ্ছে। ব্লগ কর্তপক্ষ এই গুলো কিভাবে দেখছে ?
উদাহরণ : ১৬ ই অক্টোবর, ২০২৪ , ব্লগার "এ আর ১৫" এর পোস্ট "৩১০৮ জন পুলিশ সদস্যকে হত্যার বিচার চাই " আবার সেই একই ব্লগে "ডার্ক ম্যান " কমেন্টে লিখেছেন "হাজারের উপর পুলিশকে জবাই করে হত্যা করা হয়েছে".

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১১

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আমরা নিঃসন্দেহে সকল ধরনের গুজব প্রতিরোধে জোর দিচ্ছি। পাশাপাশি সকল সম্মানিত ব্লগারদের অনুরোধ জানাচ্ছি এই বিষয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করার ক্ষেত্রে।

৯| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিযোগটা তো মিথ্যা নয়। বাক্‌ স্বাধীনতা আর অপপ্রচার একসাথে গুলিয়ে ফেলে অনেকেই পোস্টে এবং কমেন্টে বিষোদ্‌গার করে যাচ্ছেন। দ্বিতীয় প্যারায় লিখেছেন, অতীতে সমালোচনার কারণে ব্লগ নিষিদ্ধ হয়েছিল। এখন সমালোচনা হয় খুব কম, বিষোদ্‌গার হচ্ছে বেশি। ব্লগ নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে এখন আরো বেশি পড়বে।

সবারই সুমতি হোক, এই কামনা করি।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১১

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আমরা নিঃসন্দেহে সকল ধরনের গুজব প্রতিরোধে জোর দিচ্ছি। পাশাপাশি সকল সম্মানিত ব্লগারদের অনুরোধ জানাচ্ছি এই বিষয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করার ক্ষেত্রে।

তবে, 'অপপ্রচার' শব্দটি আপেক্ষিক। কারন বিগত সরকারের আমলে তাদের দুর্নীতি নিয়ে কথা বলাকেও সরকারপন্থী এবং অনেক মানুষ অপপ্রচার হিসাবে দেখেছে। ফলে আমরা সেই বিষয়টি পর্যবেক্ষন করি, যদি কোন বিশ্বাসযোগ্য সুত্র পাই বা যে আলোচনায় নুন্যতম যৌক্তিক গ্রহনযোগ্যতা রয়েছে আমরা সেই সকল পোস্টগুলোকে অনুমোদন করছি।

১০| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০১

আমি নই বলেছেন: ব্লগটিম থেকে এই ধরনের পোষ্ট দেয়া আসলেই খুব জরুরি ছিল। ধন্যবাদ ব্লগটিমকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.