নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষণ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৩

প্রিয় ব্লগারবৃন্দ,
আমরা পূর্বের নোটিসে জানিয়েছিলাম, কারিগরি ত্রুটির কারণে মডারেশন সাময়িকভাবে বন্ধ থাকায় কেউ যদি ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে আপত্তিকর কনটেন্ট বা মন্তব্য পোস্ট করেন, তাহলে সংশ্লিষ্ট ব্লগার বা আইডিগুলো কোনো পূর্ব নোটিস ছাড়াই স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।

দুঃখজনকভাবে, আমাদের অনুরোধ সত্ত্বেও কিছু ব্লগার মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় সংবেদনশীল বিষয়গুলোকে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষপূর্ণভাবে উপস্থাপন করছেন, যা ব্লগের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—যেকোনো বিষয়ের যৌক্তিক আলোচনা আমরা স্বাগত জানাই, তা যত রক্ষণশীল বা র‌্যাডিকাল হোক না কেন, তবে মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধরনের কুৎসা বা অযৌক্তিক বিতর্ক গ্রহণযোগ্য নয়।

ফলস্বরূপ, আমরা ইতোমধ্যে একটি ব্লগ নিক স্থায়ীভাবে নিষিদ্ধ করেছি। নীতিমালার আওতায় আনা ব্যক্তি বা ব্যক্তিরা যদি নতুন নিক রেজিস্ট্রেশনের মাধ্যমে পুনরায় একই কার্যকলাপে লিপ্ত হন, তাহলে সেই নিকগুলোকেও স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।

আমাদের আন্তরিক অনুরোধ সত্ত্বেও যারা ব্লগের পরিবেশ নষ্ট করবেন, বিশেষ করে আলোচনার নামে প্রপাগান্ডা, বিদ্বেষমূলক মন্তব্য বা ব্লগের নীতিমালার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে সাইবার অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাবেন, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। ব্লগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্লগার বা আইডির গোপন তথ্য (যেমন নিবন্ধনের সময় প্রদত্ত তথ্য, লগইন সংক্রান্ত আইপি ও ম্যাক অ্যাড্রেসসহ অন্যান্য সংবেদনশীল ডেটা, যা আমরা সাধারণত সর্বোচ্চ গোপনীয়তায় সংরক্ষণ করি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে ব্লগ সংক্রান্ত সমস্যায় উদ্বিগ্ন হবেন না। কারিগরি ত্রুটির কারণে তাৎক্ষণিক মডারেশনে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে, আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই বাংলা ভাষার বৃহত্তম এই প্ল্যাটফর্মটি এখনো ব্যক্তিগত অর্থায়নে, নানা প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও সচল রাখা সম্ভব হচ্ছে।

আপনাদের আন্তরিক সহযোগিতা এবং স্বদিচ্ছা ছাড়া ব্লগের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই, অনুগ্রহ করে আমাদের সহযোগিতা করুন।

বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম

মন্তব্য ১৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৮

কু-ক-রা বলেছেন: উহা (রাজীব নুর) এবং উহার মত উহারা ইহা হইতে শিক্ষা নিক।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১০

এ পথের পথিক বলেছেন: একটি বিষয়ে আমার জানার ইচ্ছা আছে শুধু মাত্র জানার জন্য বলছি, লিখেছেন
ব্লগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্লগার বা আইডির গোপন তথ্য (যেমন নিবন্ধনের সময় প্রদত্ত তথ্য, লগইন সংক্রান্ত আইপি ও ম্যাক অ্যাড্রেসসহ অন্যান্য সংবেদনশীল ডেটা, যা আমরা সাধারণত সর্বোচ্চ গোপনীয়তায় সংরক্ষণ করি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ ।
তবে আমার প্রশ্ন হচ্ছে যদি কোন ব্যক্তি ইসলাম নিয়ে ব্লগে লেখা লেখি করে ( যেমন ধরুন ফারাবির কথা ), জনপ্রিয়তা পায় আর ইসলাম বিদ্বেষীদের জবাব দিয়ে যায়, তিনি যদি খেলাফতের দিকে আহ্বান করে, তুলনামুলক আলোচনা গণতন্ত্র খেলাফতের ওপরে করতে থাকে এবং মাদার অফ অল ডেভিলস এর মত যদি কখনো সরকার আসার পর তাদের নজরে তিনি আসলে তাকে জঙ্গি ট্যাগ দিয়ে যদি তার এসব তথ্য চাওয়া হয় তাহলে কি আপনারা তাদের তথ্য দিয়ে দিবেন ?
[ এখন ফারাবি লিখেছি তাই অনেকে আমার প্রতি বিষদগার করতে পারে, আমি শুধু উদাহরণ দেয়ার জন্য নাম উল্লেখ করেছি ]
তবে কেউ যদি উগ্রতা ছড়ায় আইএসআইএস, আরএসএস মত সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চায় তাহলে এসব ডাটা সরকারকে অবশ্যি দেয়া উচিত বলে মনে করি ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৩

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আপনাকে ধন্যবাদ। ব্লগ যে কোন ধরনের উগ্র মতবাদ ছড়ানোর প্ল্যাটফর্ম নয়। আমরা বিনীতভাবে ব্লগারদের জানিয়েছি যে ব্লগ মুলত ধর্ম প্রচার ও প্রসারের জায়গা নয়। এখানে ধর্ম সংক্রান্ত বিভিন্ন বুদ্ধিদীপ্ত কৌতুহল নিয়ে যৌক্তিক পক্ষে বিপক্ষে আলোচনা হতে পারে। এর বেশি কিছু নয়।

যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে এমন কোনো ফৌজদারি অভিযোগ থাকে যা বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থী এবং যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে, তাহলে আমরা যথাযথভাবে বিষয়টি বিবেচনা করব। আনুষ্ঠানিক অনুরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে বা ইমেইলের মাধ্যমে যথাযথ নাম, পরিচয় ও পদবী উল্লেখ করে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। প্রয়োজন অনুসারে, আমরা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে থেকে যথাযথ তথ্য শেয়ার করতে পারি।

আমাদের নীতিমালার মূল লক্ষ্য একটি সুস্থ, মুক্ত ও দায়িত্বশীল ব্লগিং পরিবেশ নিশ্চিত করা, যেখানে মতামত প্রকাশের স্বাধীনতা ও সামাজিক দায়িত্ববোধের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৭

নতুন নকিব বলেছেন:



ভালো উদ্যোগ। ধন্যবাদ।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অপতথ্য, কূটসারটনা, কূমন্তব্য, দেশবিরোধী প্রপাগান্ডা, ফ্যাসিস্ট আম্লিগের হয়ে দেশবিরোধী চক্রান্তকে রুখে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করায় ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ নিরন্তর।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: কয়েকটি বিষয় জানার আছে :
১- প্রোপাগাণ্ডা বলতে কি বুঝাচ্ছেন ? ডিজ ইনফোরমেশনে সয়লাব সারা দেশ। একটি পত্রিকার খবরের সাথে অন্য পত্রিকার খবর মিলে না।
২- বিরোধী মতের মানুষজন কে কোন ক্যাটাগরিতে ফেলে ব্যানের পক্ষে নই। বিশেষত আওয়ামী পন্থী ব্লগারদের কোন লেখা সরিয়ে ফেলা যাবে না। এতে তাদের মনের কথা বুঝতে অসুবিধা হয়। এমনিতেই তারা অফলাইনে পলাতক! খুজে পাওয়া যাচ্ছে না। অনলাইনে বেচারাদের খোজ খবর নেয়া লাগবে না? ;)

৩- গালাগালি, বাজে শব্দ ব্যবহার করা লেখনী প্রথম পাতায় প্রকাশিত হলে সাথে সাথে সর্বোচ্চ শাস্তি দেয়ার পক্ষপাতী নই। ধীরে ধীরে শাস্তির মাত্রা বাড়াতে হবে। সবশেষ সোনাগাজীর মতো অবস্থা করতে পারেন। কমেন্ট ব্যান, শেষ পাতা ইত্যাদি। তবে ইসলাম সহ যে কোনো ধর্ম নিয়ে নেগেটিভ কিছু লিখলে সর্বোচ্চ শাস্তি দেয়ার ব্যাপারে আপত্তি নেই। কিন্তু এখানেও কথা আছে। যে কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে সমালোচনা করলে ব্যানের পক্ষপাতী নই। কারণ কেউ যদি ধর্মীয় আবেগ ইউজ করে ছলচাতুরী করলে অবশ্যই এসব বিষয় নিয়ে লেখা যাবে। এক্ষেত্রে রাজনৈতিক দলের দোষের দোহাই তুলে ধর্মকে ছোট করলে সর্বোচ্চ শাস্তির দাবী জানাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৪

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আমরা শুধুমাত্র বাংলা ভাষায় লেখা প্রকাশের একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রকাশিত প্রতিটি লেখার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্লগারের নিজের।

১। প্রপাগান্ডা বলতে আমরা সেইসব তথ্যকে বুঝি, যা নির্ভরযোগ্য সূত্রবিহীন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়—এটি সকলের জন্য প্রযোজ্য।

২। আমাদের মডারেশন নীতিতে ব্লগারের রাজনৈতিক পরিচয়, জেন্ডার বা ব্যক্তিগত অবস্থান কোনো বিবেচ্য বিষয় নয়। বরং, আমরা কেবল লেখার গুণগত মান, যৌক্তিক আবেদন, সুসংগত বক্তব্য ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করি। যদি কোনো লেখা আমাদের নীতিমালার পরিপন্থী না হয়, তবে সেটি প্রকাশে আমাদের কোনো আপত্তি থাকে না।

আমাদের উদ্দেশ্য একটি সুস্থ, মুক্ত এবং ভারসাম্যপূর্ণ ব্লগিং পরিবেশ নিশ্চিত করা, যেখানে স্বাধীন মতপ্রকাশের পাশাপাশি দায়িত্বশীলতার চর্চা থাকবে।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৩

নজসু বলেছেন:



যারা ইদানিং উল্লেখিত অপরাধে অপরাধী, তারা কি এবাবের মতো সুযোগ পাচ্ছেন নাকি তাদেরকে শাস্তির আওতায় ।আনা হচ্ছে?

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কতৃপক্ষকে, ব্লগের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য এই কঠোর অবস্থানের প্রয়োজন ছিল। মতপ্রকাশের স্বাধীনতা আমাদের সবার অধিকার, তবে সেই স্বাধীনতা যেন দায়িত্বজ্ঞানহীনতা বা বিদ্বেষমূলক বক্তব্যে রূপ না নেয়, তা আমাদেরই নিশ্চিত করতে হবে। ব্লগটি বরাবরই যুক্তিপূর্ণ আলোচনা এবং জ্ঞানচর্চার জন্য পরিচিত, তাই এই প্ল্যাটফর্মের সুস্থতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।

তবে কারিগরি ত্রুটির কারণে মডারেশনে বিলম্ব হওয়ায় কিছু অনাকাঙ্ক্ষিত কনটেন্ট পোস্ট হচ্ছে, যা দ্রুত সমাধান করা জরুরি। পাশাপাশি, স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে যেন যথাযথ যাচাই-বাছাই করা হয়, তাও নিশ্চিত করা উচিত।

আমরা আশা করি, প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে ব্লগারদের মতপ্রকাশের সুযোগ অক্ষুণ্ণ রাখবে এবং প্রয়োজনে ব্লগারদের মতামত শুনে নীতিমালার উন্নয়ন করবে। বাংলা ভাষার এই বৃহৎ ব্লগিং প্ল্যাটফর্মকে নিরাপদ ও মুক্ত রাখার প্রচেষ্টায় আমরা সকলেই পাশে আছি।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫১

কথামৃত বলেছেন: যা ইচ্ছে তাই বলা মত প্রকাশের স্বাধীনতা নয়।
ধন্যবাদ এই সিদ্ধান্তে।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০৯

আদিত্য ০১ বলেছেন: নিক বন্ধ করে দিলে কি ভাত মাছ আটকে যাবে? ব্লগিং নিতান্তই বিনোদনের একটা অংশ হিসেবে দেখি।
মনে হচ্ছে, ব্লগিং না করলে, না জানি কি হইয়ে যাবে। হাই হাই ব্লগিং ছাড়া আমার জিবন শেষ, ব্যাপারটা এইরকম

এই কথাগুলো বলছি, কারন এইখানে এখন ব্লগারের সংখ্যা বেশি পাকিপ্রেমী। বাংলাদেশ প্রেমীদের ব্যান করা হচ্ছে নয়ত এই সমস্ত আজাইরা যুক্তি দেওয়া হচ্ছে। যাইহোক ব্লগিং করলেই আমার কি এমন দুনিয়া জয় হইয়ে যাবে আর না করলেই কি এমন ক্ষতি হইয়ে যাবে। বরং আসিই না বললেই চলে অনেক গার্বেজ না পড়ার জন্য

ব্লগিং কি এমন আহামরি জিনিস যে এইটা ছাড়া জিবন অচল

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বর্তমান পরিস্হিতিতে,
মত প্রকাশের স্বাধীনতা, লেখকের স্বাধীনতা
বা ব্যক্তি স্বাধীনতার কোন মাণদন্ড আছে কি ?

.......................................................................................
চলমান রাজনৈতিক পরিবেশে তা একেক জনের নিকট একেক রকম ।
ভালো হয় সুনির্দিষ্ট নীতিমালা ঘোষনা করা,
কোনটি বলা যাবে, কোনটি যাবে না ।
সফটওয়্যার ডেভেলপ করে দেয়া হোক,
যেন অটো নীতিমালা ভঙ্গকারীর লেখাই প্রকাশ পাবেনা ।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:২৮

আদিত্য ০১ বলেছেন: বাংলার এই ব্লগিং -এর ভেলুয়েশন মনে হচ্ছে টুইটারকে ছাড়ায়ে যাবে, মানে নিক বন্ধ করা বা ব্যান করা ঠিক যেন টুইটার বা ফেসবুকে ট্রাম্পের আইডি ব্যান করার মত বিশাল কিছু ভাবা হচ্ছে। ব্লগিং টগিং দিয়ে কি হবে বাইয়া, এইটা দিয়ে কি ইউএসের প্রেসিডেন্টের ইলেকশন ক্যাম্পেয়েনিং করা যাবে নাকি এই বঙ্গভান্ডারে কোন ইলেকশনের ব্যানার ফেস্টুনে প্রচারের কাজে লাগবে।

রিসেন্টলি ব্লগিং টীমের হাবভাব দেখে মনে হয় বিশাল কিছু, তোমার নিক বন্ধ করে দিচ্ছি, তোমার আর কোন উপায় নাই, তুমি যাবা কোথায়, তুমি শেষ, তুমি এখন মরে যাও।

হ্যা ব্লগিং টিম আপনারা পাকি প্রেমীদের নিয়ে ব্লগকে আরো আসমানে তুলে ফেলুন, তাতে আমার কিছুই যায় আসে না, আমার নিক বন্ধ করলেও কিছুই যায় আসে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.