নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জুয়ারী

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

সর্বনাশা

আমার জীবনী লিখে গেছেন বুদ্ধদেব বসু, ১৯৪৪-এ, আমার জন্মের বহু আগে, তাঁর 'রাধামাধব উপাধ্যায়ের শেষ উক্তি' কবিতায় : '.............................................. বালক বয়সে তাঁর মুখে কতদিন শুনেছি আমার প্রতিভা অপরিমিতা। কিন্তু আমার গ্রন্থে ছিল না মন, পড়েছি আকাশে রৌদ্র-ছায়ার লেখা, দ্বিপ্রহরের স্নিগ্ধ গাছতলায় বন্ধু ছাগলছানার পেয়েছি দেখা। ............................................ সুরার আবেশে কন্ঠে এসেছে গান, শুনে বলেছেন ওস্তাদ চাঁদ মিঞা, "রেওয়াজ করলে অনায়াসে হ'তে তুমি গৌড়ভূমির শ্রেষ্ঠ কীর্তনিয়া।" হায় রে আমার রেওয়াজে গেলো না মন। নর্তকীদের আসরে-আসরে ভেসে দ্বাদশ বরষ কাটিয়ে দিলাম হেসে। ............................................. সবাই বললে, রাধামাধবের মতো কখনো হয়নি এমন কর্মবীর। তবু তো আমার কর্মে গেলো না মন। শুধু মনে হ'লো, বন্যার জলরাশি অস্বাস্থ্যকর, ব্যর্থ, লক্ষ্যহারা অপব্যয়ের পয়ঃপ্রণালী ছাড়া। .......................................... তখন শুনেছি, ইচ্ছে করলে পারি রম্যতমাকে আনতে আপন ঘরে-- হায় রে আমার বিবাহে ছিল না মন। খেলা শেষ হ'লো, নেই আর কারো দেখা, লাল বাতি জ্বেলে আমি ব'সে আছি একা। .............................................. কৃপা ক'রে তাঁরা আমার দগ্ধভালে মোক্ষলাভের লক্ষণ দেখেছেন-- হায় রে আমার মোক্ষে গেল না মন। বৈতরণীর অবৈতনিক মাঝি পার ক'রে দিতে যদিও ছিলেন রাজি, তবু ফিরে এসে গলিতে, খোলার ঘরে কাব্যপুঁথিতে খেয়েছি চোখের মাথা, ইয়ার ছোঁড়ার রাত বারোটার গানে গুনগুন ক'রে সেধেছি বিকল গলা। এ-পক্ককেশ আমারে ব্যঙ্গ করে। ................................................. বিস্মৃতিলোকে মরেছে যে বেঁচে থেকে জানি না মরণ কী-ক্ষতি করবে তার। মৃত্যু পাবে না অশ্রুজলের ভেট, মুক্তির পথে পিছে টানবে না শোক, লজ্জায় শববাহীদের মাথা হেঁট। আমার মতন ভাগ্য কারো না হোক। হায় এ-জীবন ফিরায়ে পেতাম যদি তাহ'লে অবোধ ভাগ্যে ইচ্ছামতো চালিয়ে নিতাম সার্থকতার পথে। নব উদ্যমে সব তবে হ'তো শুরু.... সব এ-ই হ'তো, সব ঠিক এ-ই হ'তো !'

সর্বনাশা › বিস্তারিত পোস্টঃ

ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ...

১১ ই মে, ২০১২ রাত ২:১৯

বন্ধ করুন এইসব নষ্টামি, সরিয়ে ফেলুন এই স্টিকি পোস্ট ....





আবার, আবারো আজ চোখের সামনে দেখলাম এক নারীকে লাঞ্ছিত হতে, নির্যাতিত হতে ....



যথেষ্ট হয়েছে, enough is enough ... আমরা বিশাল ব্লগীয় বিপ্লব ঘটিয়ে ফেলেছি। হাজার হাজার বার পোস্টটি পড়েছি, জ্ঞানগর্ভ সব মন্তব্য করেছি ... ব্লগীয় আন্দোলনের স্লোগানে অন্তর্জালের দুনিয়া প্রকম্পিত করেছি। আর কি চাই ? ও হ্যাঁ, সেইসাথে পাবলিক বনাম প্রাইভেট যুদ্ধটাতেও খানিকটা শান দিয়ে নিতে পেরেছি !! Bravo !!! তবে এতসব বিশাল অর্জনের পাশাপাশি নিচের এই জাতীয় মামুলি ঘটনা ঘটেই যাচ্ছে --



আজ বিকাল ০৫:০০ মিনিটে (২১ মে ২০১২) জরুরী এক কাজে পাবলিক বাসে করে ধানমন্ডি যাচ্ছিলাম। কাজটির জন্য বের হতে একটু দেরীই হয়ে গিয়েছিল আমার। বাসটি মিরপুর শেওড়াপাড়ার কাছাকাছি পৌঁছতেই নারী কন্ঠের একটি তীক্ষ্ণ চিৎকার শুনতে পাই। জানালা দিয়ে বাইরের রাস্তায় তাকিয়ে দেখি, এক লোক রিকশায় বসা একজন ভদ্রমহিলার হাত ধরে টানছে, ভদ্রমহিলাটি রিকশা থেকে প্রায় পড়ে যাচ্ছেন ... আর তারস্বরে চিৎকার করছেন। ... শুধু এতটুকুই দেখতে পাই আমি ... কয়েক পলকের জন্য। না, নারীটির প্রতি কোন মমত্ববোধ থেকে নয়, বিবেকের তাড়নাতেও নয়, নিজের কাছে ছোট হয়ে যাবার তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে ছুটে যাই -- অর্থহীন জেনেও, চিৎকার করে বাসের ড্রাইভারকে গাড়ীটি থামাতে বলি। ইতোমধ্যে বাসটি বেশ কিছুদূর এগিয়ে গেছে। বাস থেকে নেমে ঐদিকটিতে দ্রুত এগিয়ে যাই। কাছাকাছি পৌঁছে দেখি, লোকে লোকারণ্য। কিন্তু কোন 'মানুষ' নেই !! আমি জিজ্ঞেস করতেই ভদ্রমহিলা হাউমাউ করে কেঁদে ওঠেন। তীব্র ভাষায় বলতে থাকেন, আমার পেটে বাচ্চা, সালোয়ার-কামিজ পরিহিতা তাঁর ঈষৎ স্ফীত পেটের দিকে দেখিয়ে বলতে লাগলেন, ও সবার সামনে আমার পেটে ভীষণ জোরে লাথি মারল, এতগুলো লোক কেউ কিছু বলল না। তিনি দূরে কোন একটি গাড়ীর দিকে ইঙ্গিত করলেন, ঐ যে চলে যাচ্ছে ... রিকশায় তাঁর পাশে আরেকজন তরুণী বসা, সেলফোনে হয়তো কোন নিকটজনকে ঘটনাটি জানাচ্ছেন ... উপস্থিত জনতার কাউকেই তিনি আর বিশ্বাস করেন না, কেননা আমি তাঁর কাছে বিষয়টি জানতে চাইতেই, তীব্র ক্ষোভ, ঘৃণা বা বিরক্তিতে তিনি উপেক্ষা করে কোন নিকটজনকেই হয়তো ব্যাপারটি জানাতে গেলেন। রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলে তিনি শুধু নির্যাতনের ঘটনাটিই বিবৃত করতে পারলেন, আর তেমন বিশদ কিছু নয়।



এবার আর রাতে নয়, গ্রীষ্মের প্রচন্ড সূর্য্যের নিচে, প্রকাশ্য দিবালোকে একজন পুরুষ অত্যন্ত আত্মবিশ্বাসে একজন গর্ভবতী নারী, সন্তানসম্ভবাকে পশুর মত নির্যাতন করলেন। উপস্থিত নারী-পুরুষ সম্মিলিতভাবে এই দৃশ্য উপভোগ করেছেন। আমি, একজন তৃতীয় শ্রেণীর গর্দভ, এই বুদ্ধিমান প্রাণীকুলের কাছে চেঁচিয়ে খুব পুরানো একটি প্রশ্ন জানতে চাইলাম, তাঁদের বিবেক বলে কিছু আছে কি না ? নারীটি যদি তাঁদের কারো বোন হতেন তবে তাঁরা কি করতেন ?? এবং যথারীতি, জাগ্রত জনতা নীরব, ভাবলেশহীন। শুধু একজন বৃদ্ধা জানালেন, তাঁরা নাকি ভেবেছেন যে, পুরুষটি হয়তোবা নারীটির স্বামী। বাহ্‌, কি মোক্ষম যুক্তি, স্বামী হবার ক্ষমতাতেই একজন পুরুষ জনসমক্ষে, প্রকাশ্যে, দিনের গনগনে আলোয় একজন নারীকে পাশবিক নির্যাতন করতে পারেন, পশুর মত নির্দয়ভাবে গর্ভবতী একজন 'মা'-কে আঘাত করতে পারেন। সাবাস !!



যখন একই সময়ে একজন বাঙালি নারী নিশাত মজুমদার আমাদের দেশকে টেনে তুলছেন এভারেস্টের উচ্চতায়, তখনই আমরা দেশের আপামর নারীদের ছুঁড়ে ফেলছি অন্ধকারের অতল গহ্বরে !



আমাদের কন্যা শিশুরা দেখবে কি ভয়ানক এক ভবিষ্যৎ অপেক্ষা করছে তার জন্য।

আমাদের পুত্ররা শিখবে কিভাবে ভবিষ্যতে আত্মগৌরব ও আত্মবিশ্বাস নিয়ে নারীর প্রতি সহিংস হয়ে উঠতে হবে তাকে।

উভয়েই শিখবে, চর্মচোখে চূড়ান্ত অন্যায় দেখেও কিভাবে নির্বিকার মৌনব্রত পালন করতে হয়।



আর আমরা, বিবেকবান ব্লগাররা, আসুন, আসুন .... চলুন এর প্রতিবাদ করে কী-বোর্ডে ঝড় তুলে চমৎকার অগ্নিঝরা সব মন্তব্য লিখতে ঝাঁপিয়ে পড়ি। এবং, তুমুল কিছু করে ফেলেছি, এই আনন্দে আমার মতো ব্লগাতে থাকি। অনেক অনেক হিট হবে, কত-শত বাহারী মন্তব্য, বিশ্লেষণ .... আহ্‌, এত পাওয়া রাখি কোথায় ?! কোন কোন রেকর্ড ভাঙল তা নিয়েও কেউ কেউ পোস্ট দিবেন। তবে কোন কোন বিজ্ঞজন আবার দ্বিমত করবেন ... প্রশ্ন তুলবেন ...



কি ব্যাপার, হিরো হবার শখ হয়েছে নাকি ?

ঢাকা শহরের নারী নির্যাতন কি সব আপনার সামনেই ঘটে ?

শুধু নারী বিষয়ক ব্যাপারেই কি লাফিয়ে নামেন ?

বুঝতে পারছি, আপনার আরো কিছু হিট দরকার।

ব্যাটা বেকুব, দেশ উদ্ধারে নামছে। পুরান পাগল ভাত পায় না, নতুন ....



হ্যাঁ, আমরা সমালোচনা, তর্ক-বিতর্ক-সন্দেহ সবই করছি, করব, কিন্তু আমাদের গোল্ড ফিস মেমোরীতে অল্প কিছুদিনের মধ্যেই বেমালুম ভুলে যাব এইসব বীভৎস ঘটনা আমাদেরই সমাজে ঘটেছিল, স্বাভাবিক হয়ে যাবে অস্বাভাবিক এই মৌনতা।



তবে, কিছু বোকা মানুষ চিৎকার করে বলবে, বলতেই থাকবে .....



বন্ধ করুন এইসব নষ্টামি, সরিয়ে ফেলুন এই স্টিকি পোস্ট।।

পঞ্চাশ হাজার হিটের প্রয়োজন নেই, দয়া করে পাঁচজন এগিয়ে আসুন।।

কী-বোর্ডের কালবৈশাখী যেন অন্তত প্রতিবাদের একটি বর্ষণের জন্ম দেয়।।



নতুবা নিশ্চিত জানুন .....



the very next target will be your daughters, sisters, mothers or your wives -- take it guaranteed.



NOWHERE TO RUN.



........................................................... .................... .............



আপডেট : তদন্ত কমিটিতে ব্লগার প্রতিনিধি পরিবর্তন (২১ মে ২০১২, রাত ০০:১৫ মি.)



জেনে খুবই ভাল লাগছে যে, সম্মানিত ব্লগারদের অনেকেই তাঁদের যাঁর যেধরনের সামর্থ্য, অভিজ্ঞতা, দক্ষতা আছে, সেটি নিয়ে এগিয়ে আসছেন। এক্ষেত্রে সাংবাদিক, মিডিয়া কর্মী, মানবাধিকার কর্মী, নারী অধিকার রক্ষা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বেচ্ছায় তাঁদের সহযোগিতার যে হাতটি বাড়িয়ে দিয়েছেন, সেকারণে আমি তাঁদের প্রতি অকুন্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করছি।



ব্লগার শাহেদ সাইদ (সাইদুল ইসলাম) তেমনি একজন মহানুভব মানুষ, যিনি স্বেচ্ছায় এমন একটি কর্মকান্ডে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে এগিয়ে এসেছেন। এইসব বিশাল-হৃদয় মানুষেরা, যাঁরা সামাজিক দায়বদ্ধতায় নিজের মূল্যবান সময় ব্যয় করে আর্তের পাশে এসে দাঁড়ান, এঁরা আমাদের চারপাশেই আছেন, তাই তো আমরা এগিয়ে যাবার সাহস পাই।



ব্লগার একরামুল হক শামীমের ব্যক্তিগত সমস্যার কথা আমি জানতে পেরেছি, তবুও তাঁর পক্ষে যতখানি সম্ভব, তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তাঁকেও ধন্যবাদ।



ব্লগার শাহেদ সাইদ (সাইদুল ইসলাম)-এঁর প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করছি। মঙ্গলার্থে, সম্মানিত সহব্লগারদের যেকোন সম্মিলিত সিদ্ধান্তে সমর্থন থাকল।

.................................................... ............................ ............





আপডেট : ছোটবেলায় শেখা যাদুকরী মন্ত্র -- "একতাই বল" ও আমার সংগ্রহে থাকা কিছু তথ্য (১৭ মে ২০১২, বিকাল ০৪:৩৩ মি.)



অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ..... ফিফাকে (ফিউশন ফাইভ)



প্রিয় ফিফা, আমার গত পাঁচ/ছয় বছরের অভিজ্ঞতায় দেখেছি যে, সুপরিচিত সেলিব্রেটি ব্লগাররা কেন যেন স্টিকি পোস্টগুলো এড়িয়ে যান, যদি না

লেখাটা তাঁর নিজের বা খুব পরিচিত একই ঘরানার কারো না হয় !!



আপনি ব্যতিক্রম হলেন। ধন্যবাদ।



আপনার মেধা, সমৃদ্ধ তথ্য ও ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে যেকোন বিষয়ে আপনার তীক্ষ্ণ বিশ্লেষণ ও এর সময়োচিত উপস্থাপন সংশ্লিষ্ট ক্ষেত্রটিকে একটি ভিন্ন মাত্রা দান করে, নিঃসন্দেহে। আমি, আমরা একারণে আপনার কাছে ঋণী, কৃতজ্ঞ।



স্টিকি পোস্টের বিষয়বস্তু সম্পর্কে আপনার প্রদেয় তথ্যসমূহ ও বিশ্লেষণ অতি প্রয়োজনীয় ও একই সময়ে গুরুত্বপূর্ণও বটে। এব্যাপারে আমি নিজের বক্তব্য ও অবস্থান সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি।



এক. ইউ ল্যাব কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটিতে ব্লগারদের প্রতিনিধি প্রেরণ যুক্তিযুক্ত কি না ?



যদি তর্কের খাতিরে (এবং অবশ্যই অবস্থাদৃষ্টে) ধরে নিই যে, ইউ ল্যাব কর্তৃপক্ষ প্রকৃত দোষীদের আড়াল করবার উদ্দেশ্যে এই তদন্ত কমিটিকে ব্যবহার করার চেষ্টা করছেন বা করতে পারেন, সেক্ষেত্রেও তাঁদের এই উদ্দেশ্য সাধনকে ব্লগার প্রতিনিধিরা কঠিনতর করে ফেলতে পারবেন। প্রয়োজন শুধু তাঁদের যোগ্যতা ও মেধাকে (যেটা তাঁদের আছে বলে আমরা অবগত) সঠিকভাবে কাজে লাগানো। আর তদন্ত কার্যক্রমের পদ্ধতিগত ব্যাপারগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা। এব্যাপারে আইনী বিষয়ে অবগত ব্যক্তিবর্গ ছাড়াও এই জাতীয় প্রায় ডজন খানেক কমিটিতে কাজ করবার অভিজ্ঞতাসম্পন্ন সহযোদ্ধা ব্লগারদের ভেতর আছেন, যিনি মনোনীত প্রতিনিধিদের এই ব্যাপারে সহযোগিতা করতে পারবেন, তবে পেশাগত ব্যস্ততার কারণে তাঁর পক্ষে কমিটির সদস্য হিসেবে সার্বক্ষণিক কাজ করা সম্ভব নয়। তাছাড়া, কর্তৃপক্ষ সদিচ্ছার অভাব দেখালে, সহযোগিতা না করলে, অথবা প্রয়োজনীয় তথ্য প্রদানে গড়িমসি করলে অথবা সুনির্দিষ্টভাবে তদন্ত ব্যাহত বা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করলে, প্রতিনিধিদ্বয় তদন্ত কমিটি থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে পারেন এবং তা অনলাইন/অফলাইন একটিভিস্টদের অবহিত করতে পারবেন। এর পরবর্তী প্রতিক্রিয়া অনুধাবনের শক্তি ও বুদ্ধিমত্ত্বা সংশ্লিষ্ট সকলের আছে বলে আমি বিশ্বাস করতে চাই।



এছাড়া তদন্ত কমিটির সভাপতি কিংবা সম্পূর্ণ তদন্ত দলের প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশমালার সঙ্গে যেকোন সদস্য দ্বিমত প্রকাশ করলে, তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মতামত সুপারিশমালার সঙ্গে সংযুক্ত করতে পারেন, যাকে আইনী পরিভাষায় সাধারণত Note of Decent বলা হয়।



দুই. ভিডিও ফুটেজ



সবাই ভিডিও ফুটেজের উপর গুরুত্বারোপ করছেন এবং ফিফা, জানাসহ অনেকেই অবিকৃত অবস্থায় সম্পূর্ণ ভিডিও ফুটেজটি হস্তান্তরের দাবী জানিয়েছেন। এই দাবীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। নিশ্চিত করতে হবে, যেন সকল ভিডিও ফুটেজ অবিকৃত অবস্থায় থাকে। তবে একটি প্রয়োজনীয় তথ্য এই যে, মূল ঘটনাটি ঘটেছে রাস্তা ও ফুটপাথের ওপর, খোলা আকাশের নিচে। সেক্ষেত্রে সিসিটিভি, যা সম্ভবত ইউ ল্যাবের মূল ভবনের প্রবেশপথে স্থাপিত থাকতে পারে, বড়জোর, তা থেকে মূল অপরাধীদের সনাক্ত করা এতটা সহজসাধ্য হবে না। সর্বশেষ ছেলেগুলো অবস্থান নিয়েছিল ইউ ল্যাবের ভবনের মূল প্রবেশপথের সরাসরি সামনে ফুটপাথের ওপর ও তার পাশের গলিতে। সুতরাং, সিসিটিভিতে কতটুকু চিত্র ধরা পরেছে, সে ব্যাপারে আমি যথেষ্টই সন্দিহান।



তিন. অপরাধী/অপরাধীরা কি ইতোমধ্যে সনাক্ত হয়েছে ?



এব্যাপারে কিছু তথ্য কয়েকজন উদ্যোগী ব্লগার স্বেচ্ছায় আমাকে পৌঁছে দিচ্ছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ নিচে সন্নিবেশিত হল :



ক. সেই আলোচিত (বলা উচিৎ কি ধিক্কৃত ?) পেঁয়াজু-পুরী বিক্রেতাকে (মাঝখানে সিঁথি) চিহ্নিত করা সম্ভব হয়েছে। তর নাম 'তানভীর' বলে জানা গেছে। গতকাল কয়েকজন স্থানীয় যুবক তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে কাউকে চেনার কথা অস্বীকার করে। পরবর্তিতে চাপের মুখে সে বলে যে, সে ঐ ছেলেগুলোর আবাসিক ঠিকানা জানে। যুবকেরা ঐ ঠিকানায় গিয়ে ছেলেটিকে খুঁজে পেতে ব্যর্থ হয়। ঠিকানাটি একটি মেসের এবং সংশ্লিষ্ট ছাত্রটি ইউ ল্যাবের বলেই জানা যায়। যদিও এর সত্যতা কোনভাবেই নিশ্চিত করা যায়নি। এখন যদি কোন/কয়েকজন সাহসী ব্লগার সাংবাদিক/মিডিয়া কর্মীসহ ঐ এলাকায় যেয়ে এই 'তানভীর'-কে কঠোর জিজ্ঞাসাবাদ করে, তবে অপরাধীদের সনাক্ত করা সহজ হবে।



খ. ফিফা যে শিক্ষার্থীর নামের আদ্যাক্ষর দিয়েছেন, এবং কয়েকজন ব্লগার অত্যন্ত সঠিকভাবেই যার নামটি অনুমান করেছেন, তার সম্পর্কেও যতদূর জানা গেছে যে, সে ২০১১ ব্যাচের সম্ভবত মিডিয়া ও জার্নালিজম বিভাগের ছাত্র। এই সূত্র ধরেও আগানো সম্ভব। এক্ষেত্রেও তথ্যের সত্যতার বিষয়টি অনিশ্চিত।



গ. সবথেকে ভয়াবহ যে তথ্যটি যেটি আমি পেয়েছি, সেটি হচ্ছে ইউ ল্যাব কর্তৃপক্ষ চিহ্নিত সন্দেহভাজন ছাত্রদের সকল তথ্য, ছবি, প্রোফাইলসহ

তাঁদের ডাটাবেজ থেকে মুছে ফেলেছেন। আমি তথ্যটি বিশ্বাস করি না, কারণ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চশিক্ষিত শিক্ষক ও প্রশাসকদের নৈতিকতা এতটা নিচে নামতে পারে না। --দুঃখিত, আমার পক্ষে এটি বিশ্বাস করা সম্ভব নয়। তদন্ত কমিটিতে ব্লগারদের প্রতিনিধিরা চাইলে প্রয়োজনীয় কারিগরী জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের (ব্লগারদের মধ্যেই আছেন, আশা করি) সহয়তায় বিষয়টি তদন্ত করে দেখতে পারেন।



চার. ব্লগাররা কি অসংগঠিত ?



আমি তা মনে করিনা। তবে তাঁদের মধ্যে সমন্বয় সাধন ও আরেকটু দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে।



[আমরা সবাই জানি, প্রধান সমন্বয়কারী হিসেবে অনানুষ্ঠানিকভাবে দায়িত্বপালনকারী মেধাবী ব্লগার পারভেজ আলমের পিতা গতকাল মৃত্যুবরণ করেছেন। পরম করুণাময় মহান আল্লাহ্‌তা'লার কাছে বিদেহী আত্মার অনন্ত শান্তি কামনা করছি, একই সঙ্গে দয়াময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন সহযোদ্ধা পারভেজ ভাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।]



এই পর্যায়ে সহব্লগার নাহিয়ান বিন হোসেন -এর নাম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সমন্বয়কারী হিসেবে প্রস্তাব করলাম। এক্ষেত্রে তাঁর সম্মতি ও ব্লগারদের সমর্থন একান্তভাবে কাম্য।



এছাড়া ফেস বুক, অনান্য ব্লগ, অন লাইন-অফ লাইন মিডিয়ায় বা প্রচলিত যেকোন গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে যাঁরা কাজ করছেন, বা যাঁরা কাজ করতে আগ্রহী, তাঁরা যেন 'সামহোয়্যারইনব্লগ'-এর অন্যতম সত্বাধিকারিণী সৈয়দা গুলশান ফেরদৌস জানা-র সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।

তাঁর মুঠোফোন নম্বর : ০১৭১৩০০৮৯০০



অথবা, আমাকে মেইল করতে পারেন sharbanasha[at]gmail.com



আবারো ধন্যবাদ দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর, ডয়চে ভেলে এবং এবিসি রেডিও-কে -- একদল সাহসী মানুষদের পাশে দাঁড়িয়ে সাহস দেবার জন্য।



........................................ ............................ .........................



জরুরী অতি জরুরী অতি অতি জরুরী আপডেট : ব্লগার প্রতিনিধিদের মনোনয়ন (১৭ মে ২০১২, রাত ০৩:৩৫ মি.)



হরতালের ব্যাপক আতংক ও তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে উপস্থিত ও সরাসরি টেলিফোনে যোগদানকারী ব্লগাদের ব্যাপক আলোচনা তুমুল জমে ওঠে। আজকের প্রধানতম আলোচ্যসূচী ছিল, ইউ ল্যাব কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটিতে ব্লগার তথা অনলাইন/অফলাইন একটিভিস্টদের পক্ষ থেকে দুই জন উপযুক্ত প্রতিনিধি মনোনয়ন। সময়ের স্বল্পতা ও জটিলতা এড়াতে ব্লগারদের সরাসরি অনলাইন ভোটে (মন্তব্যের মাধ্যমে) নির্বাচনের দীর্ঘ প্রক্রিয়াকে এড়িয়ে ব্লগারদের বিভিন্ন পর্যায়ের আলোচনায় সবচাইতে জোরালোভাবে উঠে আসা নামসমূহকে প্রস্তাব আকারে এই পোস্টের মাধ্যমে সকল সাধারণ ব্লগারদের কাছে উপস্থাপনের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। মনোনয়নের ক্ষেত্রে যে যোগ্যতাগুলো বিবেচনা করা হয়েছে তা হলো :



ক. সংশ্লিষ্ট ক্ষেত্রে তথা আইনী বিষয়ে প্রাতিষ্ঠানিক বা প্রায়োগিক অভিজ্ঞতা ও দক্ষতা



খ. তদন্ত বা অনুসন্ধানী পেশার দক্ষতাসম্পন্ন ব্যক্তি, যেমন সাংবাদিক বা মিডিয়া সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্লগার/একটিভিস্ট



উপরোক্ত বিবেচনায়, যাঁদের নাম প্রস্তাব আকারে পেশ করা হচ্ছে তাঁরা হলেন,



১. ব্লগার একরামুল হক শামীম



২. ব্লগার আশীফ এন্তাজ রবি



সকল সম্মানিত ব্লগারদের উপরোক্ত বিষয়ে ও প্রস্তাবিত মনোনয়নের ব্যাপারে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ১৭ মে ২০১২, দুপুর ১২:০০ ঘটিকার আগেই জানানোর অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, তদন্ত সংশ্লিষ্ট কাজে কারো যথাপোযুক্ত পূর্ব অভিজ্ঞতা থাকলে অথবা ভিন্ন ব্লগারের বিকল্প নাম প্রস্তাবের ক্ষেত্রে উপযুক্ত যুক্তিসহ তা দ্রুত উপস্থাপনের আহ্বান জানান হচ্ছে। সর্বক্ষেত্রেই আমাদের স্মরণ রাখা একান্ত প্রয়োজন যে, পুরো প্রক্রিয়াটি ১৭ মে ২০১২, দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে সম্পন্ন করতে হবে।



সকলকে ধন্যবাদ।।

............................................. ............................ ..............



আপডেট (১৬ মে ২০১২, দুপুর ০১:০৬ মি.)



ধন্যবাদ, 'প্রথম আলো' ...



মেইন স্ট্রীম মিডিয়া হিসেবে দায়িত্ব পালনের জন্য যে দৈনিকটি এগিয়ে এলো.... তার নাম কি ? -- 'প্রথম আলো'। এটাই বাস্তবতা। ব্লগারদের আশার জায়গাটা হয়তো একটু বেশী বিশাল ছিল, সেকারণে হয়তো অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে অবশ্যই আমাদের সহিষ্ঞু হয়ে এটা অনুধাবনের চেষ্টা করতে হবে যে, একটি একেবারেই প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকের পক্ষে তার নিরপেক্ষতার প্রশ্নে চূড়ান্ত পেশাদারিত্ব বজায় রাখতে হয়। সেক্ষেত্রে একজন ব্যক্তি বিশেষ বা ব্লগারের ভূমিকার তারীফ করা থেকে ঘটনাটির নির্জলা বর্ণনা বেশী জরুরী। যুগপৎভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষ মদদের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়া পর্যন্ত যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষাও 'প্রথম আলো'র দায়িত্বের মধ্যে পরে। এবং, সে দায়িত্বটি 'প্রথম আলো' নিপুণভাবে পালন করেছে বলেই প্রতীয়মান হয়। আর ব্লগারদের সুতীব্র প্রতিবাদ-প্রতিরোধ-আন্দোলনের ব্যাপারটি বা নারী লাঞ্ছনার বিপক্ষে শক্ত অবস্থানটির বিষয়টি তেমন জোরালোভাবে আসেনি বলে যাঁরা অভিযোগ করছেন, তাঁদের উদ্দেশ্যে এইটুকু বলতে পারি যে, 'প্রথম আলো' কর্তৃপক্ষ এজাতীয় ঘৃণ্য কার্যকলাপের বিপক্ষে শুধু অবস্থান গ্রহণই নয়, অতীতের মত ভবিষ্যতে স্ব-উদ্যোগী হয়ে কার্যক্রম গ্রহণের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।



সুতরাং, কৃপণতা কেন ? ... বলুন, "ধন্যবাদ, 'প্রথম আলো'।"

.......... ............................................ .............. .......



আপডেট (১৬ মে ২০১২, রাত ০৩:০৩ মি.)



মুক্তির মন্দির সোপানতলে ....

এক একজন ক্ষুদিরাম .. ... ....




প্রিয় ব্লগারবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী বন্ধুরা,



ইউ ল্যাব কর্তৃপক্ষ আমাকে একটি ই-মেইল পাঠিয়েছেন। সৈয়দা গুলশান ফেরদৌস জানা-ও তাঁকে পাঠানো ইউ ল্যাব কর্তৃপক্ষের একটি মেইল আমাকে ফরোয়ার্ড করেছেন। উভয়টিতেই ইউ ল্যাব কর্তৃপক্ষ সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন যে, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের গঠিত তদন্ত কমিটিতে ব্লগারদের পক্ষ থেকে যেন দু'জন প্রতিনিধিকে দ্রুত মনোনয়নের মাধ্যমে যথাবিহিত অবহিত করা হয়।



প্রথমত, ইউ ল্যাব কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের এহেন শুভ পদক্ষেপকে স্বাগত জানাই।



দ্বিতীয়ত, জীবিকা ও পেশাগত ব্যস্ততায় অতি দ্রুত প্রতিক্রিয়া ও উত্তর প্রেরণ আমার জন্য কিছুটা দুরূহ, ইউ ল্যাব কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে সেটি যুক্তিগ্রাহ্য বিবেচনায় রেখে সম্মানিত ব্লগারস তথা অনলাইন/অফলাইন একটিভিস্টদের সহযোগিতার সদিচ্ছার ব্যাপারে পূর্ণ আস্থাশীল হতে আহ্বান জানাচ্ছি। সকল সক্রিয় একটিভিস্টই ব্যক্তিজীবনে স্বাভাবিক পেশাগত ও পারিবারিক কর্মকান্ডে ব্যাপৃত থেকেও শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার তাগিদে সকল সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত, আলোচনা ও গঠনমূলক প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকেন -- বিষয়টি যথাযথ অনুধাবন আমাদের সকলের জন্য জরুরী বলে বোধ করি।



তৃতীয়ত, অনলাইন/অফলাইন একটিভিস্টবৃন্দ মাত্র কয়েকঘন্টা পূর্বে ইউ ল্যাবের অনুরোধ সম্পর্কে অবহিত হয়ে তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে ১৬ মে ২০১২ তারিখে একটি সভা শেষে চূড়ান্তভাবে দুই জন প্রতিনিধি মনোনয়নের সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে স্থির করেন। তবে তার পূর্বে নিম্নবর্ণিত তথ্যসমূহ প্রয়োজন বলে তাঁরা অভিমত পোষণ করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য ইউ ল্যাব কর্তৃপক্ষের নিকট উপস্থাপনে ঐকমত্যে পৌঁছেন :



১. তদন্ত কমিটিতে মোট সদস্যসংখ্যা ও তদন্ত কমিটির প্রকৃতি



২. তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত ইউ ল্যাব কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত সদস্যবৃন্দের নাম ও পদবী



৩. তদন্ত কমিটির সূত্র ও পরিধি (Terms and Reference)



৪. তদন্ত পদ্ধতি (Rules & Procedures) [সুপারিশসমূহ অনুমোদন ও বাস্তবায়নের চূড়ান্ত ক্ষমতাসম্পন্ন পদাধিকারী ব্যক্তিবর্গের নামসহ] ও তদন্ত কমিটির ক্ষমতাবলীর বর্ণনা



উপরোক্ত তথ্যসমূহের প্রাপ্তিনিশ্চয়তা সাপেক্ষে আগামী ১৭ মে ২০১২, বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে অনলাইন/অফলাইন একটিভিস্টদের মনোনীত প্রতিনিধিদের নামসমূহ ইউ ল্যাব কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে বলে সংশ্লিষ্ট একটিভিস্টরা আশাবাদী।



ধন্যবাদ।।

..................... ............. .........................



আপডেট - ঘ ( ১৩ মে, ২০১২ রাত ০০:৫০ মি. )



ইউ ল্যাবের বিবৃতি, সাহসী জানা এবং আজকের ব্লগারস্‌ মিটিং



প্রথমেই সকল ব্লগার, অনলাইন একটিভিস্ট এবং আগ্রহী যে কাউকে ব্লগারস্‌ মিটিং প্রসঙ্গে ..



প্রস্তাবিত তারিখ : ১৩ মে ২০১২

প্রস্তাবিত সময় : রাত ০৮:১৫

প্রস্তাবিত স্থান : টি, এস, সি চত্বর, ঢা.বি.



আগ্রহী সবাই দয়া করে মন্তব্যের স্থানে উপস্থিতির ব্যাপারটি নিশ্চিত করুন।



ইউ ল্যাবের বিবৃতিকে অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে পর্দার অন্তরালের যুদ্ধকে উন্মুক্ত করছি, আর কিছুক্ষণ পরেই ... একটু ধৈর্য্য প্লীজ ..



.................... .............................. ...............



আপডেট - গ ( কাজের কথা : কর্মপন্থা ) ( ১২ মে, ২০১২ দপুর ২:০১ মি. )



সরাসরি প্রসঙ্গে চলে যেয়ে বলছি, আমার কাছে সম্মানিত সহব্লগারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব আর আলোচনার মাঝে নিম্নোক্ত পদক্ষেপগুলোই বাস্তবতার নিরীক্ষে বেশী কার্যকরী মনে হচ্ছে ..



১. বসতে হবে একসাথে : এ ব্যাপারে সক্রিয়ভাবে অংশগ্রহণে আগ্রহী সম্মানিত ব্লগারদের/অথবা আগ্রহী যেকোন ব্যক্তি/ব্যক্তিবর্গদের দ্রুতই একত্রে বসতে হবে। এক্ষেত্রে যাঁরা অংশগ্রহণ করতে চান, দয়া করে তাঁদের 'মেইল আইডি' অথবা কন্ট্যাক্ট নম্বর মন্তব্যের ঘরে উল্লেখ করুন। এখানে আমি তথ্যগুলো আপডেট করব।



২. কেন বসব ? : কারণ সকলের আলোচনা ও সম্মতিতে পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেয়া ও সেটা সম্ভবপর হলে তা বাস্তবায়নের জন্য সমন্বয়ের কার্যকরী পদ্ধতি নির্ধারণ করা।



৩. প্রথম কাজ : আমার পোস্টের প্রধান উদ্দেশ্য ছিল, অপরাধীদের সনাক্ত করতে সকলের সাহায্য চাওয়া। সনাক্ত করা সম্ভব হলে তাদেরকে শাস্তির/জবাবদিহিতার আওতায় আনা, বিভিন্নভাবেই সম্ভব হতে পারে। কিন্তু এই মূল জায়গাটিতেই আমরা সবচেয়ে বেশী পিছিয়ে আছি।



৪. সনাক্তকরণ কিভাবে সম্ভব ? : সম্মানিত ব্লগার অিপ্রয় সত্য, অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং আরো কেউ হয়তো সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বর্বরগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এখন পর্যন্ত কোন পজিটিভ আউটপুট পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে অনেকের প্রস্তাব মতে, ব্লগররা একত্রিত হয়ে দলবদ্ধভাবে অনুসন্ধান চালানোর পথটি খুব কার্যকরী বলে মনে হয়। তবে এক্ষেত্রে সমস্যা দু'টি :



(i) এতে করে অপরাধী ও তাদেরকে সহয়তাকারী দোসররা আগে থেকেই সতর্ক হয়ে গা ঢাকা দিতে পারে। তবে অিপ্রয় সত্য তাঁর পোস্টে যে 'পুরি-পেঁয়াজু' -এর দোকানদারের কথা বলছিলেন, এবং যে বর্ণনা দিলেন (মাঝখানে সিঁথি, নেশখোরদের মত চেহারা), তার চেহারাটা আমি স্পষ্টই মনে করতে পারি। পরিস্থিতির শেষ দিকে সে-ই বেশী হম্বি-তম্বি করছিল, আমাকে হুমকিও দিচ্ছিল। ওর কারণেই পরিস্থিতির মোড় অনেকটা ঘুরে যায়। আমি নিশ্চিত, ওর পর্যন্ত পৌঁছতে পারলেই বাকি বদমাসগুলোর খোঁজ বের করা যাবে।



(ii) দ্বিতীয়ত, দলবদ্ধভাবে অনুসন্ধান করতে গেলে ইউ ল্যাবের শিক্ষার্থীরা

(অথবা তাদের নাম ভাঙিয়ে অপরাধের প্রশ্রয়দাতারা), আক্রমণ চালিয়ে বসতে পারে। এক্ষেত্রে অপরাধীর দোসররা ইউ ল্যাবের সাধারণ ছাত্র-ছাত্রীদের উস্‌কে দিয়ে পরস্থিতি ঘোলাটে করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাবে। কয়েকজন তথাকথিত ব্লগার ইউ ল্যাবিয়ানদের পক্ষ নেবার ছুতোয় ফেসবুক ও ব্লগে এই প্রক্রিয়া অলরেডী শুরু করেছে। যদিও আমি আমার পোস্টের কোথাও, ইউ ল্যাব ইউভার্সিটিকে বা এর কর্তৃপক্ষকে অথবা এর সাধারণ ছাত্র-ছাত্রীকে কখনই দায়ী করিনি, তাদের বিরুদ্ধে কোন অভিযোগও করিনি। শুধু দু'টি তথ্য শেয়ার করেছি -- (ক) তারা নিজেদের ইউ ল্যাবের স্টুডেন্ট বলে পরিচয় দেয় এবং (খ) ঐ ইউনিভার্সিটির সামনে আমাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করে, ও তার সামনে যাবার পরপরই তাদের হম্বি-তম্বি, গলার সুর পরিবর্তিত হয়ে যায়। এতে করে আপাত দৃষ্টিতে যদিও মনে হতে পারে যে, তারা ইউ ল্যাবেরই ছাত্র, তবে এটা কোন সুনিশ্চিত প্রমাণ নয়। তারা ইউ ল্যাবের ছাত্র হলেও কিছু এসে যায় না, না হলেও তেমনি। ইউ ল্যাব একটি পবিত্র বিদ্যাপীঠ, একে আমি এখনও যে শ্রদ্ধার চোখে দেখছি, জানোয়ারগুলো তাদের ছাত্র হলে বা না হলেও একইভাবে দেখব। অিপ্রয় সত্য ভাইও বলেছেন যে, পশুটা নিজেকে ইউ ল্যাবের ছাত্র বলেই পরিচয় দিয়েছে। এব্যাপারে ভুল বোঝা-বুঝির কোন অবকাশ দেখি না।



৫. আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা : পুলিশের কাছে সহযোগিতা চাওয়ার ব্যাপারটি গুরুত্বপূর্ণ। তবে পুলিশের ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই তিক্ত। সেক্ষেত্রে, নাহিয়ান বিন হোসেন ভাইয়ের পরামর্শটি আমার খুবই উপযুক্ত মনে হয়েছে -- র‍্যাবের কাছে সরাসরি অভিযোগ জানানো। ব্যক্তিগত সূত্রে যতটুকু জানতে পেরেছি, র‍্যাব এরকম ক্ষেত্রে কঠোর পদক্ষেপই নেয়। তবে তাদেরকে হয়তো অপরাধীদের সনাক্ত করে দিতে হবে।



৬. মিডিয়া কাভারেজ : সুপরিচিত ব্লগার পারভেজ আলম এ ব্যাপারে যা বলেছেন সেটার সাথে আমি একমত। প্রচলিত অন্যান্য সংবাদমাধ্যমে বিষয়টি আসলে আরও বেশী সমর্থন পাওয়া যেতে পারে, এবং এতে করে পরিস্থিতি মোকাবেলা সহজতর হতে পারে। কিন্তু ব্লগের কোন সাংবাদিক ভাই কি অনুগ্রহ করে এগিয়ে আসবেন ? অথবা, যথাযথ যোগাযোগ আছে এমন কেউ ?



৭. প্রশাসনিক সহায়তা : কেউ, কেউ কি আছেন ? ডাক দিয়ে যাই .. এগিয়ে আসুন, প্লীজ ( প্রয়োজনে পরিচয় গোপন রেখে যোগাযোগ করুন ) ? জনতার এই দুঃসময়ে .. আসবেন কি আপনারা ?



৮. ইউ ল্যাব কর্তৃপক্ষের সহায়তা : যেহেতু ঘটনাটির সূত্রে ইউ ল্যাবের ছাত্রদের নাম এসেছে .. সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে .. সেই বিষয়টিতে কার্যকরী ও যথাপোযুক্ত পদক্ষেপ নিয়ে একটি নিরপেক্ষ পক্ষপাতহীন তদন্ত করা -- তা যেন তথাকথিত ঐসব সরকারী "উচ্চপদস্থ তদন্ত কমিটি"-র মত না হয়, যেগুলোর তদন্ত রিপোর্ট কোনদিনই আলোর মুখ দেখে না, বা যেগুলোর তদন্ত প্রতিবেদন তদন্ত শুরুর আগেই লেখা হয়ে যায়। আর ইউ ল্যাব কর্তৃপক্ষকে কথা বলতে হবে (যদি তাঁরা বলতে চান) এই 'সামহোয়্যার ইন ব্লগে'-র সকল প্রতিবাদী ব্লগারের প্রতিনিধিদের সাথে, শুধু মাত্র ভিকটিম, বা সংশ্লিষ্ট ব্লগের ব্লগারের সঙ্গে নয়। যাতে করে ভীতি প্রদর্শন বা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার সকল সম্ভাবনা নিশ্চিতভাবে নাকচ করা যায়। তদন্ত কমিটিতে ব্লগারদের প্রতিনিধিদের অন্তর্ভুক্তিও নিশ্চিত করতে হবে। অনুগ্রহ করে উল্লেখিত বিষয়ে ইউ ল্যাব কর্তৃপক্ষের আন্তরিক ও সহানুভূতিশীল পদক্ষেপ আশা করছি।



৯. মানববন্ধন, প্ল্যাকার্ড প্রদর্শন, মিছিল : এই কর্মসূচীসমূহ সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে যথাক্রমে উৎসাহ যোগাবে ও চাপ সৃষ্টি করতে পারে। এই উদ্দেশ্যে কর্মসূচীগুলো পালন করা যায়। তবে অপরাধীদের বিচার নিশ্চিতে নিকট অতীতে এজাতীয় কর্মসূচীর সরাসরি বা প্রত্যক্ষ ফলাফল কম।



১০. এবার আমি স্বয়ং : সকল ব্লগার ভাই, আপুদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যদি কোনভাবে প্রত্যক্ষ করেন যে, এই পুরো ঘটনাটি থেকে আমি ব্যক্তিগতভাবে লাভবান হবার চেষ্টা করছি, 'নেতা' হিসেবে আবির্ভূত হতে চাইছি, 'হিরো' হবার চেষ্টা করছি, 'হিট' ব্লগার হবার খায়েশ হচ্ছে, প্লীজ ... আমার পশ্চাৎ দেশে, প্রকাশ্যে, উন্মুক্ত দিবালোকে কষে কিছু লাথি দেবেন, আপুরা ছেঁড়া জুতো আনতে ভুলবেন না। আদর্শচ্যুত হবার পরিণতি যেন আমাদের সকলের মনে থাকে।



আমার 'মেইল আইডি' : sharbanasha[at]gmail.com



এবার বলুন, কবে বসতে চান ? আগামীকাল ?



....... .......... ................... ............................



খুব সংক্ষেপে বলছি ..



দাঁড়িয়ে ছিলাম ধানমন্ডি এলাকার রোড ৫/এ, মেডিনোভার উল্টা দিকের মেইন রোডে। রাত তখন প্রায় ৯:৫০ এর মত বাজে। হঠাৎ দেখলাম, ইউ ল্যাব ইউনিভার্সিটির দিক থেকে কিছু উঠতি বয়সী ছেলে হেঁটে হেঁটে স্টার কাবাব যেদিকে, সেদিকে যাচ্ছে । একজন তরুণী দাঁড়িয়ে একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে কথা বলছিলেন। ছেলেগুলো তাঁর থেকে অনেক কম বয়সী হওয়া সত্ত্বেও হঠাৎ তারা মেয়েটির জামার নিচ দিয়ে হাত বাড়িয়ে পাজামার পেছন ধরে টান দিল .. দিয়ে হাসতে হাসতে এগিয়ে চলল .. ঘটনার আকস্মিকতায়, অপমানে তরুণীটি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে, লজ্জায় মুখে কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছে। আর সহ্য করতে পারলাম না, দৌড়ে যেয়ে ছেলেটিকে পাকড়াও করে প্রতিবাদ করলাম। নিমিষেই ছেলেটির সঙ্গী-সাথীরা আমার উপর চড়াও হল। উপুর্যপরি কিল-ঘুষি-লাথি-চড় !! আমি চিৎকার করে এর প্রতিরোধ করতে চাইলে ছেলেগুলো তাদের ইউ ল্যাবের ছাত্র বলে পরিচয় দেয়। আমাকে টেনে সেদিকে নিয়ে যাবার চেষ্টা করে। মেয়েটি আমার সাহায্যে এগিয়ে এসে হাও-মাও করে কাঁদতে থাকে। আশ-পাশে এরই ভেতর অনেক লোক জমে গেছে। তারা জানতে চাইলে আমি তরুণীটিকে দেখিয়ে ঘটনা বর্ণনা করি।



এখন আমার অবাক হবার পালা ..



লক্ষ্য করি যে, ইউ ল্যাবের ছাত্র, পাশের সিগারেটের দোকানদার, ছাত্রদের গাড়ী চালক সবাই ঐ বদমাস ছেলেগুলোর পক্ষে সাফাই গাচ্ছে, কেউ কেউ ওদের সমর্থনও করছে। বলার চেষ্টা করছে, রাস্তা-ঘাটে এরকম হতেই পারে, ওরা হয়তো একটা ভুল করেই ফেলেছে, কিন্তু তা বলে আমার এত বাড়াবাড়ি করা উচিৎ হচ্ছে না, ঝামেলা না বাড়িয়ে আমি যেন তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই .. আর আমজনতার বিশাল এক অংশ নীরব, নিশ্চুপ। প্রতিরোধ দূরে থাক, অন্যায়ের প্রতিবাদটি পর্যন্ত কেউ করছে না।



হায়রে সুশীলতা, হায় এই একুশ শতকের সভ্যতা ..

হায় নারী নির্যাতন-হয়রানী আর ইভ টীজিং বিরোধী কঠোর আইন ..

হায়রে এই জাতির তথাকথিত জাগ্রত বিবেক ..

রেডিও-টিভি-সংবাদপত্র-ব্লগে এত প্রচার-বিক্ষোভ-আন্দোলন ..



কিছুই এই ২০১২ সনের আধুনিক ঢাকা শহরে প্রকাশ্য রাজপথে একজন তরুণীকে অপমানিত হবার হাত থেকে রক্ষা করতে পারল না ....



এত বিশাল আর বড় বড় বুলি আওড়ানো সমাজের মানুষ আমরা, এর প্রতিবাদ করার সাহস পর্যন্ত পাই না ..



( আমি যখন ঘটনাস্থল থেকে চলে আসছি .. তখন কিছু যুবক ছেলে আমাকে একান্তে বল্‌ল .. ভাই, কষ্ট নেবেন না, এখানে আমরা নিরুপায়। আশ্চর্য, এই যুবক বয়সের ছেলেগুলো তখন মেয়েটি বা আমার পক্ষে টুঁ শব্দটি পর্যন্ত করেনি। )



তবে আমি এখন আপনাদের সাহায্য চাইছি, সামহোয়্যারের এক লক্ষ ব্লগারের সাহায্য চাচ্ছি, নিজের সীমিত ক্ষমতায় যদি পারি তবে এই অন্যায়কারীদের শাস্তির ব্যবস্থা করব।



আমি প্রায় সাড়ে চার বছর ধরে সামুতে ব্লগিং করি। আমি জানি, ইউ ল্যাবের অনেক স্টুডেন্টই এখানে এই ব্লগে আছেন, হয়তো এই মূহুর্তে ব্লগিংও করছেন। তাদের কাছে, তাদের বিবেক, শিক্ষা ও রুচিবোধের কাছে আমার অনুরোধ, যদি তারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের হয়-ও, তবু তারা অপরাধী, নারী নির্যাতনকারী, ইভ টীজার। প্লীজ, তাদেরকে সনাক্ত করতে আমাকে সহায়তা করুন। আপনারা একটু খোঁজ করলেই হয়তো বা কালকের (১০ মে, রাত আনুমানিক ৯:৫০) ঘটনাটি জানতে পারবেন। কেননা তখন সেখানে প্রচুর লোকের ভীড় জমে গিয়েছিল, তাদের বেশীরভাগই ঐ ভার্সিটিটির ছাত্র। দয়া করে কেউ যদি তাদের সনাক্ত করতে পারেন, এইখানে এই ব্লগে ঐ জানোয়ারগুলোর পরিচয় প্রকাশ করুন, আমার সীমিত ক্ষমতায় আমি তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে চাই, আর ব্লগে পশুগুলোর পরিচয় দিয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানাই।



আর একটি কথা, এটি ছাড়াও যদি কেউ কোনভাবে ঐগুলোর পরিচয় জানতে পারেন, যেমন ধানমন্ডির ঐ এলাকায় যদি কেউ থেকে থাকেন .. আর কোনভাবে ঘটনাটি জানেন, আপনারাও দয়া করে সাহায্য করুন।



এই সামহোয়্যার ইন ব্লগে লক্ষাধিক ব্লগার ব্লগিং করেন। তাঁদের বহুজনই নানাভাবে ক্ষমতাবান -- কেউবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পদস্থ সরকারী-বেসরকারী প্র

মন্তব্য ১১২৬ টি রেটিং +৩৭১/-০

মন্তব্য (১১২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১২ রাত ২:২৭

কেএসরথি বলেছেন: আপনি পোষ্টের টাইটেল টা আর একটু বড় করুন।

তাতে আরো বেশি ব্লগার পোষ্টের বিষয়বষ্তু সম্পর্কে ধারনা পাবে পো্ষ্টে না ঢুকেই।

১১ ই মে, ২০১২ রাত ২:৪৩

সর্বনাশা বলেছেন: পড়বার জন্য ধন্যবাদ।

দয়া করে আপনি কি কোন উপযুক্ত টাইটেল প্রস্তাব করতে পারেন ?

২| ১১ ই মে, ২০১২ রাত ২:২৮

দুর্বার বলেছেন: লেখাটি পড়ে ভিশন খারাপ লাগল। কি যে বলব তার ভাষা খুজে পাচ্ছি না, তবে আপনার যায়গায় আমি হলে হয়ত কিছু একটা করতে পারতাম। আমি টি ভি চ্যানেলের সাংবাদিক।

ইউল্যাবে শিক্ষকতার অফার ও এসেছে, গত কয়েকদিন ধরে ঐ বিশ্ববিদ্যালয়ের পরিচালক, সকল ডিপার্টমেন্ট এর প্রধান দের সঙ্গেও কথা চলছে, সবাই আমার বেশ পরিচিত এখন। কারো পুনার্ঙ্গ পরিচয় এবং ডিপার্টমেন্ট জানতে পারলে হয়তো আমি বিভাগীয় প্রধান বরাবর নোটিশ পাঠাতে পারি। জানাবেন, ওদের কোনো খবর পেলে।

১১ ই মে, ২০১২ রাত ৩:৪৪

সর্বনাশা বলেছেন: আমি ওদেরকে দেখলে চিনতে পারব। তাছাড়া, তরুণীটি রাজী হলে তিনিও তা পারবেন। সমস্যা হল, ওদেরকে এখন খুঁজে বের করা। এই ব্যাপারে যদি কোন সহযোগিতা করতে পারেন, কৃতজ্ঞ থাকব।

অল্প কিছু কুলাঙ্গারের জন্য পুরো ভার্সিটিটার বদনাম হয়।

৩| ১১ ই মে, ২০১২ রাত ২:২৮

তীর্থযাত্রী বলেছেন: স্তিকি করা হোক

১১ ই মে, ২০১২ রাত ২:৪৬

সর্বনাশা বলেছেন: যদি কর্তৃপক্ষ এটাকে সত্যিই জনগুরুত্বপূর্ণ মনে করে ..

৪| ১১ ই মে, ২০১২ রাত ২:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কি বলা যায়!
খুবই খারাপ লাগছে।
আমরা এতোটা নিচে চলে যাচ্ছি? ধিক!

১১ ই মে, ২০১২ রাত ২:৫০

সর্বনাশা বলেছেন: ভাই, ভাবতে পারেন, প্রকাশ্যে এমন একটি কাজ কোন মানুষ করতে পারে ?

তার ওপর, এরাই নাকি আবার ভার্সিটিতে উচ্চশিক্ষার তালিম নেয় !!

৫| ১১ ই মে, ২০১২ রাত ২:৩৩

জাওয়াদ তাহমিদ বলেছেন: তীর্থযাত্রী বলেছেন: স্তিকি করা হো


সবার জানা দরকার সবার আগে।

১১ ই মে, ২০১২ রাত ২:৫৪

সর্বনাশা বলেছেন: সবার জানার আর প্রতিরোধ করার সময় এসেছে ..

৬| ১১ ই মে, ২০১২ রাত ২:৩৪

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ঘৃনায় শরীরটা শিউরে ঊঠছে

১১ ই মে, ২০১২ রাত ৩:০৯

সর্বনাশা বলেছেন: আপনাকে একজন সচেতন ব্লগার হিসেবে জানি। যদি সম্ভব হয়, সক্রিয়ভাবে সহযোগিতা করবেন।

ধন্যবাদ।

৭| ১১ ই মে, ২০১২ রাত ২:৩৫

লিবিব বলেছেন: পোস্ট টা sticky করা হোক

১১ ই মে, ২০১২ রাত ৩:৪৭

সর্বনাশা বলেছেন: কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি -- জনস্বার্থে।

৮| ১১ ই মে, ২০১২ রাত ২:৩৫

ফারজুল আরেফিন বলেছেন: কিছু বলার ভাষা পাচ্ছিনা :( :(

দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। ঐ মেয়েটি কারো না কারো বোন বা প্রিয়জন - ভাবুন সবাই একবার এবং এগিয়ে আসুন।

আপনার সাহসিকতাকে সালাম।

১১ ই মে, ২০১২ রাত ৩:৫৮

সর্বনাশা বলেছেন: ভাই, বিনয় না, সত্যিই আমি সাহসী না। বরং কিছুটা ভীরু প্রকৃতির।

ভাই, আমি সাহসের তারীফ পাওয়ার জন্য এই পোস্ট দিইনি। খুব অসহায়বোধ আর ক্ষোভ থেকে এই পোস্টটি দেয়া -- এগিয়ে সামনে আসার জন্য কি কাউকেই পাওয়া যাবে না ? কেউই কি নেই প্রতিবাদে পাশে এসে দাঁড়াবার ?

আপনাদের সবাইকে দেখে আবার আত্মবিশ্বাসী হয়ে উঠছি !

৯| ১১ ই মে, ২০১২ রাত ২:৩৬

নিশি মানব বলেছেন: ধিক তাদের প্রতি শত ধিক...

১১ ই মে, ২০১২ ভোর ৪:০২

সর্বনাশা বলেছেন: ধিক !

১০| ১১ ই মে, ২০১২ রাত ২:৩৬

সবুজকনা বলেছেন: হায়রে তরুন সমাজ!!! ধিক এ ধরনের তথাকথিত ভার্সিটি শিক্ষিত বর্বর তরুনদের।
আপনাকে ধন্যবাদ এগিয়ে আসার জন্য।

১১ ই মে, ২০১২ সকাল ৮:৪০

সর্বনাশা বলেছেন: আমাদের সকলের ঘৃণার ভাষাটি যেন এরকম অশ্লীল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের হাতিয়ার হয়ে ওঠে -- এই কামনা করছি।

১১| ১১ ই মে, ২০১২ রাত ২:৩৯

নাজমুল নয়ন বলেছেন: সবার দৃষ্টি আকর্ষনের জন্য অনতিবিলম্বে-

পোষ্টি ষ্টিকি করা হউক


সাথে এই জাড়জদের প্রতি আমার তীব্র ঘৃনা প্রকাশ করছি।
এদেরকে ধরে ভঙ্কর শাস্তি দেয়া হউক যেন এরপর থেকে কোন জাড়জ এই ধরনের আচরন করতে সাহস না পায়।



আপনার সাথে আছি ভাই। প্রয়োজনে সুশিল সমাজ বা সরকারের দৃষ্টি আকর্ষন করতে কিছু করার প্রয়োজন হলেও সাথে থাকবো।

পোষ্টি ষ্টিকি করা হউক

১১ ই মে, ২০১২ ভোর ৪:১০

সর্বনাশা বলেছেন: আপনার মত মানুষদের মন্তব্য অন্যদের সাহসী হতে সাহায্য করে।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১২| ১১ ই মে, ২০১২ রাত ২:৪১

শফিউল আলম চৌধূরী বলেছেন: অনেক কিছু বলার ছিল, কিন্তু কিছু প্রবলেমের কারণে বলতে পারছি না। যাই হোক। আমি ঐ এলাকার এবং ইউল্যাবের অনেকের সাথেই পরিচয় আছে। যদি ওরা ইউল্যাবের কেউ হয়, তাহলে মনে হয় বের করতে পারব।

১১ ই মে, ২০১২ রাত ৩:০৩

সর্বনাশা বলেছেন: ভাই, খুবই কৃতজ্ঞ থাকব যদি একটু সহযোগিতা করেন।

নিজের সীমিত ক্ষমতা আর আপনাদের সাহায্যে পারলে কালপ্রিটগুলোর একটা শাস্তির ব্যবস্হা করতাম।

একটু ভাবুন, আপনার কোন বোনকে ঐ অবস্থায় কল্পনা করুন -- নিশ্চিত শিউরে উঠবেন।

১৩| ১১ ই মে, ২০১২ রাত ২:৪২

নাজমুল নয়ন বলেছেন: আপনার মানবতা এবং সাহসিকতার জন্য স্যালিউট।
তবে থেমে না থেকে এগিয়ে যান, আমরা আছি।

১১ ই মে, ২০১২ সকাল ৮:৫২

সর্বনাশা বলেছেন: ভাই, আমি সাহসী নই -- তবে আপনাদের মত হৃদয়বান ও সাহসী কিছু মানুষ সহযোগিতা করলেই ঐসমস্ত বর্বরদের হাত থেকে আমাদের মা-বোন-স্ত্রী-দের সম্মান রক্ষা করা সম্ভব।

১৪| ১১ ই মে, ২০১২ রাত ২:৪৩

জেমস বন্ড বলেছেন: জবাই করেন নাই কেন প্যন্টের সাথে বেইল খুইলা পিটান দরকার ছিলো শালারা তেজগাও হইলে sure জবাই কইরা ফালাইতাম mada...দ এক এক্টাd দেশে থাকলে দেখতেন নমুনা কত দিলাম মেজাজ খারাপ হইয়া গেল হাত চুলকাইতাছে পারলে পুরা রাউন্ড চালাইতাম শালার এক একটা

১১ ই মে, ২০১২ সকাল ৯:০০

সর্বনাশা বলেছেন: জেমস্‌বন্ড ভাই, ঐ সময়টা যদি আপনার মত একজন, মাত্র একজন সাহসী মানুষ আমার পাশে পেতাম ..

আশ্চর্য্য, প্রতিবাদ করায় আমি মার খাচ্ছি দেখেও কেউ এগুলো না .. কি ভয়াবহ বিচিত্র এই সমাজ !

১৫| ১১ ই মে, ২০১২ রাত ২:৪৪

অতন্দ্র তওসিফ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

সবাইকে অনুরোধ করবো ফেসবুকে, টুইটারে, অন্যান্য ব্লগে যতভাবে পারা যায় পোস্টটি ছড়িয়ে দিন। আর যে যেভাবে পারেন এগিয়ে আসুন অন্যায়ের প্রতিবাদে।

১১ ই মে, ২০১২ সকাল ৯:১২

সর্বনাশা বলেছেন: প্রয়োজনে সূত্র উল্লেখ ছাড়াই পোস্টটি যেকোন মাধ্যমে শেয়ার করার অনুরোধ করছি। আমি পোস্টটির ওপর থেকে আমার স্বত্ব ত্যাগ করছি ..

ঐসব কুলাঙ্গারগুলোকে চিহ্নিত করা ও জনসচেতনতার স্বার্থে এই লেখাটি ছড়িয়ে দিন সবখানে ..

১৬| ১১ ই মে, ২০১২ রাত ২:৪৫

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: শুধুই চরম ধিক্কার।
আপনাকে অনেক ধন্যবাদ প্রতিবাদ করার জন্য।

১১ ই মে, ২০১২ সকাল ৯:১৬

সর্বনাশা বলেছেন: ধিক্কার জানাবার কারণে অসংখ্য ধন্যবাদ।

ভাই, প্রয়োজনে একটু সক্রিয় সহযোগিতা কি পেতে পারি ?

১৭| ১১ ই মে, ২০১২ রাত ২:৪৯

নস্টালজিক বলেছেন: জঘন্য অনুভূতি হলো পড়ে!

আপনার সাহসকে সম্মান জানাই! আমরা সবাই ভিড়ের মানুষ হয়ে যাই নাই। আপনার মত মানুষ আছেন, যারা ভিড় ঠেলে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে ভোলেন না এখনও।

কালপ্রিটগুলোর শাস্তি হোক!

১১ ই মে, ২০১২ সকাল ৯:২৯

সর্বনাশা বলেছেন: ভাই, প্লীজ এভাবে বলবেন না। প্রকৃত প্রস্তাবে আমি একজন ভীরু মানুষ -- সেটিই সত্য কথা।

লক্ষ লোকের মাঝে আপনার, আপনাদের মত ব্যক্তিরাই কন্ঠ উচ্চকিত করছেন ..তার ভরসাতেই কিছু লোক সামনে এগিয়ে যাবার সাহস পায়।

কালপ্রিটগুলোর শাস্তি হোক !

১৮| ১১ ই মে, ২০১২ রাত ২:৫০

দ্যা ডার্ক নাইট বলেছেন: স্টিকি চাই।

১১ ই মে, ২০১২ সকাল ৯:৩৩

সর্বনাশা বলেছেন: ঐসব অশ্লীল অপরাধীগুলোকে চিহ্নিত করা ও জনসচেতনতার স্বার্থে সম্মিলিত প্রতিবাদের এই পোস্টটি স্টিকি করা হোক ..

১৯| ১১ ই মে, ২০১২ রাত ২:৫১

বিরোধী দল বলেছেন: পোস্ট স্টিকি করা হউক।

১১ ই মে, ২০১২ সকাল ৯:৩৬

সর্বনাশা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

প্রতিধ্বনি করছি ..

ঐসব অশ্লীল অপরাধীগুলোকে চিহ্নিত করা ও জনসচেতনতার স্বার্থে সম্মিলিত প্রতিবাদের এই পোস্টটি স্টিকি করা হোক ..

২০| ১১ ই মে, ২০১২ রাত ২:৫২

রবিন মিলফোর্ড বলেছেন: ভাই আপনার সাহসকিতাকে স্যালুট ।


খুবই খারাপ লাগছে লেখাটা পড়ে ।


ঐসব তথাকথিত শিক্ষিত নরপশুগুলার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি ।

২১| ১১ ই মে, ২০১২ রাত ২:৫২

আমার মন বলেছেন: আমরা আর মানুষ হতে পারলাম না। কতটুকু নিচে নামতে পারে মানুষ! কখনো সুযোগ পেলে কিছু করে দেখিয়ে দিতাম। এটি আমার মুখের কথা না মনের কথা। X( দিন দিন শুধু দানা বাধতে অভিযোগ গুলো।

২২| ১১ ই মে, ২০১২ রাত ২:৫৩

ভুদাই আমি বলেছেন: এই শুয়োরদের যথাযথ শাস্তি দিতে পরিচিতদের সাহায্য করা ঈমানী দায়িত্ব!!

যেদিন সুশিলদের ম-বোন-মেয়ে ওদের হাতে পরবে সেদিন বুঝবেন !!!

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬-৭ বছর পার করে এসেছি, আমাদের বন্ধুদের কখনও এসব করতে দেখি নাই,

সামাজিক মূল্যবোধ বিবর্জিত প্রাইভেট বিশ্ব: বন্ধ করা হোক !!

শুয়োরদের শাস্তি দেওয়া হোক

২৩| ১১ ই মে, ২০১২ রাত ২:৫৪

অরন্য জীবন বলেছেন: এর প্রতিবাদ করতে কোনো দরকার হলে ডাক দিবেন, চলে আসব।

২৪| ১১ ই মে, ২০১২ রাত ২:৫৭

s r jony বলেছেন: ১। সেই তরুনি (ভিক টিম) কি সাক্ষ দিবে? মানে তাকে কি পাওয়া যাবে?
২। আপনি কি সেই ছেলে গুলকে চিনবেন?
৩। আশে পাশের কোন দোকানদার কি ঘটনার সাক্ষ দিবে?

আমার নিজের অভিজ্ঞতায় মনে হয় কেউই বিশেষ করে ভিক টিম সাক্ষ দেবার ঝামেলায় জরায় না, আর প্রবলেম সেটাই।এর কারনেই এই পশু গুল বার-বার রেহাই পায়। যদি দেয় তাহলে মনে হয় কিছু করা যাবে।

চলেন কালকেই ইউল্যাব যাই, ওদের খুজে বের করি।থাপড়াইয়া শোনার চামড়া উঠাই দিব।

পোষ্টি ষ্টিকি করা হউক

২৫| ১১ ই মে, ২০১২ রাত ২:৫৭

রবিন মিলফোর্ড বলেছেন: পোস্ট ষ্টিকি করা হোক


সবার জানার দরকার আছে ।

২৬| ১১ ই মে, ২০১২ রাত ২:৫৭

নাজমুল নয়ন বলেছেন: শিরোনাম হতে পারে-
লক্ষ বিবেকের সাহায্য চাইছি, এখনিই ...

তবে যাই দিন বোল্ড করে দিন।

২৭| ১১ ই মে, ২০১২ রাত ২:৫৮

ফরহাদুল হাসান অভি বলেছেন: খারাপ লাগছে আপুটার জন্য। তার মত অনেকেই এভাবে ইভটিজিং এর স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। আপনার মত আমরা সবাই যেন এভাবে প্রতিবাদ করতে এগিয়ে আসি।
পোস্ট স্টিকি করা হোক।
অবশ্যই এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সামু থেকে ফেবু সর্বোপরি সবার কাছে বিষয়টি ছড়িয়ে দিয়ে এই ইস্যুটি নিয়ে গণসচেতনা তৈরি করা দরকার। আমার মত আরও অনেকেরেই বোন প্রতিদিন ইভটিজিং এর স্বীকার হচ্ছে।
আপনার এই উদ্যোগের মাধ্যমেই ইভটিজিং বিরোধী একটা প্রতিবাদ শুরু হোক।
সাথে আছি
উদ্যোগের জন্য ধন্যবাদ

২৮| ১১ ই মে, ২০১২ রাত ২:৫৯

হাসান মাহবুব বলেছেন: মনটা বিষিয়ে উঠলো। সবাই এরকম কেন হয়ে যাচ্ছে! শুয়োরগুলোকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেয়া হোক।

আপনার সাহসিকতাকে স্যালুট ভাই।

১১ ই মে, ২০১২ রাত ৩:২১

সর্বনাশা বলেছেন: আপনি একজন খুবই প্রতিভাবান এবং রুচিশীল ব্লগার। এমন কুরুচিকর কিছু আপনার অবশ্যই খারাপ লাগার কথা, আর সবার থেকেও বেশী -- আমি জানি।

তবে যেটা বেশী গুরুত্বপূর্ণ, সেটা হল অমানুষগুলোর শাস্তি হওয়া।

আরেকটা কথা ভাই, শপথ করে বলছি, নিজের সাহস জাহির করার জন্য এই পোস্ট দিইনি। আমি এমনিতে খুব ভীরু প্রকৃতির মানুষ।

২৯| ১১ ই মে, ২০১২ রাত ৩:০৫

মনে নাই বলেছেন: পোষ্ট স্টিকি করা হউক।

৩০| ১১ ই মে, ২০১২ রাত ৩:০৬

টোটাল কনফিউজড বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

৩১| ১১ ই মে, ২০১২ রাত ৩:০৮

ইমদাদুল ইসলাম বলেছেন: এই হলো আমাদের সোনার বাংলাদেশ।

৩২| ১১ ই মে, ২০১২ রাত ৩:০৮

ইকরাম উল্যাহ বলেছেন: কি যে কমু ।

আপ্নে ভালা কাম করছেন।

৩৩| ১১ ই মে, ২০১২ রাত ৩:০৯

মরুভূমি থেকে বলছি বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

৩৪| ১১ ই মে, ২০১২ রাত ৩:১০

নয়ামুখ বলেছেন: ঐ অসভ্যদের প্রতি ঘৃণা জানাতে ঘৃণা হচ্ছে।

৩৫| ১১ ই মে, ২০১২ রাত ৩:১৮

অরন্য জীবন বলেছেন: স্টিকি করা হোক।

৩৬| ১১ ই মে, ২০১২ রাত ৩:১৯

মামু্ন মামু্ন বলেছেন: God are you there ?

৩৭| ১১ ই মে, ২০১২ রাত ৩:২০

আবরার রুমী বলেছেন: আপনার সাহসিকতা আর দায়িত্ববোধের কাছে পুরো ১৬ কোটি জনগন আজকে ঋণী হয়ে গেল ,একাই পুরো জাতীর দায়িত্বটা কাধে তুলেনিলেন! পোস্টটা পড়তেগিয়ে চোখটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছিলো,,,,,,,,আর কতোটা হারালে আমরা প্রতিবাদ করতে শিখব?
নিজেকে একা মনে করবেননা,আপনার সাথেই আছি।

আসাকরি সামুর লক্ষাধিক ব্লগারের সম্মিলিত কন্ঠ ঐ কুত্তারবাচ্চাগুলোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে।

পোস্ট স্টিকি করা হোক...

৩৮| ১১ ই মে, ২০১২ রাত ৩:৩৩

ডাঃ নিয়াজ বলেছেন: নস্টালজিক বলেছেন: জঘন্য অনুভূতি হলো পড়ে!

আপনার সাহসকে সম্মান জানাই! আমরা সবাই ভিড়ের মানুষ হয়ে যাই নাই। আপনার মত মানুষ আছেন, যারা ভিড় ঠেলে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে ভোলেন না এখনও।

কালপ্রিটগুলোর শাস্তি হোক!

৩৯| ১১ ই মে, ২০১২ রাত ৩:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নিজের জীবন বাজি রেখে অন্যায় প্রতিরোধে এগিয়ে এসেছেন। সেই সাথে এই পোষ্ট টি দিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এসেছেন।


আমরা চাই ঐ সকল মানুষরুপী পশু গুলোর শাস্তি। আমিও বিশ্বাস করি এই ব্লগের কেউ না কেউ ঐ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আশ পাশের দোকানদার দের সাথে ভাল পরিচয় থাকলে তার পক্ষে ঐ সকল অমানুষগুলোর নাম ও পরিচয় বের করা খুব কঠিন কোন বিষয় না।


ব্লগ কতৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ, এই পোষ্ট টি কে ষ্টিকি করুন।

পোস্ট স্টিকি করা হোক...
পোস্ট স্টিকি করা হোক...
পোস্ট স্টিকি করা হোক...

৪০| ১১ ই মে, ২০১২ রাত ৩:৪২

অনিক আহসান বলেছেন: এই পোস্ট এখনি স্টিকি করার দাবি জানাচ্ছি। এভাবে চলতে দেয়া যায় না। এদের সর্বাত্বক ভাবে প্রতিরোধ এখনি করতে হবে।

৪১| ১১ ই মে, ২০১২ রাত ৩:৪৩

বীরেনদ্র বলেছেন: সামগ্রীকভাবে সমাজের নৈতিক অবক্ষয়। আপনি যে প্রতিবাদ করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এদের যদি শাস্তি হয় তাহলে ভবিষ্যতে অপরাধ কমবে।

৪২| ১১ ই মে, ২০১২ রাত ৩:৪৫

মাহবুবুল হক ওসমানী রাজু বলেছেন: আপনারমত সাহসী হতে পারলে যারা সেখানে উপস্থিত হয়েছিলেন তারাও আপনার সাথে ওই নরপশুদের শাস্তি দিতে পারতেন... যাই হোক, আমিও নিজে থেকে চেষ্টা করবো খোঁজ নেবার... কারা ওই বদমাশ... আমরা সবাই মিলে চেষ্টা করলে ওদের খুজেঁ পাওয়া যাবে...

৪৩| ১১ ই মে, ২০১২ রাত ৩:৪৫

জাহিদ ফারুকী বলেছেন: পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক ।
জানোয়ারদের শাস্তি দাবি করছি।

৪৪| ১১ ই মে, ২০১২ রাত ৩:৫৩

চৌধুরী ওসমান বলেছেন: নানান আন্দোলনের সূচনা হয়েছে এই সামু থেকে।কালের এই ভয়ংকর আগ্রাসন রুখতেও আশা করি সামু আমাডের পাশে থাকবে।তাই মডুরা বলি"পোস্ট স্টিকি করা হোক।"-এত এক স্লোগান হাজারও মানুষের মুখে পৌছে যাবে সহজেই।তাই আবারও বলি-"পোস্ট স্টিকি করা হোক।"

৪৫| ১১ ই মে, ২০১২ রাত ৩:৫৩

মতলববাজ বলেছেন: আপনার সাহসিকতাকে স্যালুট ভাই।

৪৬| ১১ ই মে, ২০১২ ভোর ৪:০৮

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: শুধু আপনার পোস্টে কমেন্ট করতে অনেক দিন পর লগইন করলাম। প্রচণ্ড রাগ হচ্ছে... এ ধরনের ইভ টিজাররা কী মনে করে নিজেদের? চারদিকে ইভ টিজিং নিয়ে বড় বড় বিজ্ঞাপন দেয় মাল্টিন্যাশনাল কোম্পানীগুলো, কিন্তু এখন তারা কোথায়?

ঐ তরুণীর জায়গায় কাল আমার বা আপনার বোনও থাকতে পারে। এদের এক চুল ছাড় দেয়া যাবে না। এই পোস্টটা স্টিকি করার দাবী জানাচ্ছি।

৪৭| ১১ ই মে, ২০১২ ভোর ৪:০৯

ফেরদৌসী বলেছেন: নারিদের নিরাপদ চলাফেরার নিশ্চয়তার আইন এবং তার প্রয়োগ সুনিশ্চিত হবার আন্দোলনে কোন সাহসি নারীকে এগিয়ে আসার বড় প্রয়োজন। এই একবিংশ শতাব্দিতে এসে সভ্য নগরীতে হরহামেশা এ সকল ঘটনার পূনরাবৃত্তি হচ্ছে...
এ বড় লজ্জার, এ বড় অপমানকর, এ লজ্জা আমাদের সকলের...

৪৮| ১১ ই মে, ২০১২ ভোর ৪:১২

কণাদ বলেছেন: যে সাহসের নমুনা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আমি নিজে আপনার মতো করতে পারলে গর্ব বোধ করতাম।

সামুতে সবাইকে জানাতে হবে। বাংলাদেশ থেকে মানুষ এখনো নি:শেষ হয়ে যায় নি।

পোস্ট স্টিকী হোক।

৪৯| ১১ ই মে, ২০১২ ভোর ৪:১৩

ইসাকুল বলেছেন: দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।


X( X( X( X( X( X( X( X( X( X(

৫০| ১১ ই মে, ২০১২ ভোর ৪:১৭

চেয়ারম্যান বলেছেন: প্রথমেই আপনাকে মন থেকে সালাম জানাই আপনার সাহসিকতার জন্য।আমাদের মা বোনেরাও তো রাস্তা ঘাটে বের হয়।আমরা যদি এগিয়ে না আসি তাহলে কি করে হবে? যারা ইউল্যাবে পড়েন প্লিজ একটু এগিয়ে আসুন।দরকার হলে পরিচয় না দিয়ে তথ্য দিয়ে সাহায্য করুন।আর কোনো বোনকে আমরা এভাবে অপদস্ত হতে দেখতে চাইনা।

ধ্বিক জানাই ঐসব জারজদের যারা মায়ের ঔরশে জন্ম নিয়ে মা জাতির সাথে এমন নোংরা আচরন করে।

কতৃপক্ষের কাছে অনুরোধ পোস্ট টি স্টিকি করুন।

৫১| ১১ ই মে, ২০১২ ভোর ৪:২৪

মুদ্‌দাকির বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

৫২| ১১ ই মে, ২০১২ ভোর ৪:২৮

দি আজম বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

৫৩| ১১ ই মে, ২০১২ ভোর ৪:৩৭

উদাসীফাহিম বলেছেন: ami sylhet taaki.....tai sokrio somorton korte parlam na..tobe fb te link ta dilaam............ar apnake salute

৫৪| ১১ ই মে, ২০১২ ভোর ৫:০২

kabbyo বলেছেন: ধিক, শত ধিক..

৫৫| ১১ ই মে, ২০১২ ভোর ৫:০৭

রাজিব১১৩৯ বলেছেন: জনসচেতনতার স্বার্থে এবং অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হবার প্রয়াসে পোস্টটি স্টিকি করা হোক।

৫৬| ১১ ই মে, ২০১২ ভোর ৫:২০

বিকল্প ধারা বলেছেন: ব্লগের কিছু ইভটিজার ও দেখি এই পোস্ট স্টিকি চায় ;) ;) ;)

আমি ও চাই এই পোস্টি স্টিকি হোক

৫৭| ১১ ই মে, ২০১২ ভোর ৫:৪০

ফারযানা বলেছেন: পোষ্টি ষ্টিকি করা হউক

৫৮| ১১ ই মে, ২০১২ ভোর ৬:০১

হাদী নয়ন বলেছেন: পোস্ট স্টিকি করা হউক।

৫৯| ১১ ই মে, ২০১২ ভোর ৬:১২

খোচা বলেছেন: আপনি যে আছ্ছা ধুলাই খান নাই তা দেখে আবাক লাগছে,আপনার সাহসের প্রশংসা করতে হয়।আপনার এই পোস্ট রাত ২টায় দিছেন ৬২টি মন্তব্য পরেছে,৮২০ জন পড়েছে,ভাল লেগেছে ৩৪ জনের কিন্তূ এখনো কারো নাম বা পরিচয় সনাক্ত হয়নি।আশা করি সকালে অন্য ব্লগার ভাইরা ঠিকি পরিচয় বের করে ফেলবে।তাই সবার চোখে পোস্টি পরার জন্য মডুদের কাছে আবেদন যে এই পোস্ট টাকে স্টিকি করা হোক।

৬০| ১১ ই মে, ২০১২ ভোর ৬:৫১

আজমান আন্দালিব বলেছেন: এরকম একটি ঘৃণ্য কাজের জন্য ছাত্র নামধারী সেই কুলাঙ্গারদের প্রতি একরাশ ঘৃণা। পোস্টটি স্টিকি হলে অনেকেই ঘটনাটি জানবে এবং এই নরপশুদের স্বরূপ উন্মোচিত হবে।

তাই পোস্টটি স্টিকি করার অনুরোধ করছি।

৬১| ১১ ই মে, ২০১২ সকাল ৭:০১

আজমান আন্দালিব বলেছেন: পোস্টটি স্টিকি হলে ইউল্যাব এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সহায়তায় এই শুয়োরগুলোকে চিহ্নিত করা অসম্ভব কিছু নয়। তারপর এদের বিরুদ্ধে ইভটিজিং আইনে মামলা দায়ের করে একটি দৃষ্টান্ত স্থাপন করা যেতে পারে। তাই ইভটিজিংয়ের বিরুদ্ধে লড়াই শুরু হোক এখান থেকেই।

লেখকের সাহসিকতার জন্য স্যালুট।

৬২| ১১ ই মে, ২০১২ সকাল ৭:১৭

কালো আইন বলেছেন: ভাইজান মন খারাপ করবেন না।এটা আমাদের দূর্‌ভাগ্য যে আমরা এই দেশের নাগরিক।সালাম আপনাকে সাহসিকতার জন্য।সুজোগ পাইলে সব ঠিক করে দিব,কথা দিলাম।

৬৩| ১১ ই মে, ২০১২ সকাল ৭:৪২

মাহমুদ ফয়সাল বলেছেন: পোস্টটা স্টিকি করার অনুরোধ জানাচ্ছি।


এইসব নচ্ছার, জঘন্য নরপশুদের নিয়ে আমাদের সচকিত চিৎকার, ক্ষোভ প্রকাশ অন্তত কিছু ভবিষ্যত নরপশুদের রুখতে সাহায্য করবে বলে আশা রাখি।

এদের খোঁজ পেলে উত্তম মধ্যম দেয়ার ব্যবস্থা করা উচিত। যে/যারা এই কাজটা করার সাহস রেখেছিলো। সে অনেক বড় খারাপ কাজ করবে জীবনে। এইটা তো সবে শুরু।


চুপ করে থাকার কিছু নেই ভাই, সময় বয়ে যায়। এইসব ঘটনা এভাবে আরো বড় হতে পারে দিন দিন। হবেই।

আফসোস। আমার প্রজন্ম কোথায় যাচ্ছে!!

৬৪| ১১ ই মে, ২০১২ সকাল ৭:৪৪

এ কে এম নাহিদ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

৬৫| ১১ ই মে, ২০১২ সকাল ৭:৪৭

অর্ফিয়াস বলেছেন: আপনার লড়াকু মনোভাবের জন্য ধন্যবাদ। সবার আগে একটা জিডি করুন। তাতে এই কুত্তার বাচ্চাগুলোকে খুজে পেলে কঠিন শাস্তির ব্যবস্থা করা যাবে।

৬৬| ১১ ই মে, ২০১২ সকাল ৭:৪৯

উণ্মাদ তন্ময় বলেছেন: আপনাকে স্যালুট আর ঐ শুয়োরগুলোকে ধিক্কার

৬৭| ১১ ই মে, ২০১২ সকাল ৭:৫১

আশীষ কুমার বলেছেন: কখনো ভাবতে পারিনি এমন হবে।

এখন পর্যন্ত মানুষের চামড়া পড়ে থাকা পশুগুলোকে কেউ সনাক্ত করলো না।

৬৮| ১১ ই মে, ২০১২ সকাল ৮:২১

ঝটিকা বলেছেন: ঐ ছেলে গুলোকে খুজে বের করে শাস্তি দিতে পারলে, অনেক বড় উদাহারন হয়ে থাকত।

পোস্টটি স্টিকি করার অনুরোধ করছি।

৬৯| ১১ ই মে, ২০১২ সকাল ৮:২৪

মাহমুদ ফয়সাল বলেছেন: @সর্বনাশা লেখক ভাই, শিরোনামটা ঘটনার সাথে মিল রেখে দিলে খুব ভালো হতো। একটু চিন্তা করে দেখেন। আমার মনে হয় এটা নিয়ে গণসচেতনতা দরকার। ছড়িয়ে যাক লেখাটা।

৭০| ১১ ই মে, ২০১২ সকাল ৮:২৭

বলা যাবেনা বলেছেন: আপনাকে স্যালুট ভাই...আমি প্রবাসী এবং খুব ভিতু টাইপ...কিন্তু দেশে থাকলে আপনার সাথে ওই বিশ্ববিদ্যালয়ে যেতাম..কেননা মনে হচ্ছে পিঠ থেকে গেছে......কেউ কি ব্লগে নাই যে কিনা এই ব্যাপারে সাহায্য করতে পারে?

...আশা করছি সকল মিডিয়া এই খবরটি প্রচার করবে.....প্রশাসনকেও অনুরোধ জানাচ্ছি ব্যবস্থা নিতে...মানুষ সব এক হলে কুত্তা শুয়োর কিছুই না ভাই...আসুন সবাই মিলে এর বিহিত করি...কিছু প্রস্তাবও সবার কাছ থেকে আশা করছি.....

পোস্টটি স্টিকি করা হোক

৭১| ১১ ই মে, ২০১২ সকাল ৮:৩৭

জীবরান বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

৭২| ১১ ই মে, ২০১২ সকাল ৮:৪৩

নাহিয়ান বিন হোসেন বলেছেন: এখন পর্যন্ত এই পোষ্টে ইউল্যাবের কাউকে কিংবা ধানমন্ডি এলাকার কাউকে প্রয়োজনীয় কমেন্ট করতে দেখা যাচ্ছে না।


পোষ্ট স্টিকি করা হোক। লেখক আপনাকে সালাম।


প্রচন্ড ক্রোধে অন্ধের মত লাগছে। ব্লগে কি কেউ নেই ধানমন্ডি এলাকার অথবা ইউল্যাবের??? যেই শুয়োরের বাচ্চারা এই কাজ করছে ওদেরকে বিধাতা যেন নরকের চেয়েও জঘন্য যন্ত্রনা দিয়ে ওদের জীবন ধ্বংস করে দেন। যেই নপুংশক জারজের বাচ্চারা এই ঘটনায় ওদের প্রতি সমর্থন জানিয়েছে ওদের উপর বিধাতার কঠিনতম আজাব নেমে আসুক। অসহায় হয়ে বিধাতাকে বলা ছাড়া আর কিছুই করতে পারছি না।


পোষ্ট স্টিকি করা হোক।

৭৩| ১১ ই মে, ২০১২ সকাল ৮:৪৭

সামুর ভক্ত বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

৭৪| ১১ ই মে, ২০১২ সকাল ৮:৪৯

লিন্‌কিন পার্ক বলেছেন: ইউ ল্যাবের অগুলারে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক !!



পোস্ট স্টিকি হোক !!

৭৫| ১১ ই মে, ২০১২ সকাল ৮:৫৬

খোচা বলেছেন: সকাল ৮.৫০ এখনো কোন পজেটিভ রেজাল্ট আসলোনা,কারো পরিচয়ো প্রকাশ হলোনা,এমন কি মডুরা পোষ্ট টাকে আঠাও মারলো না।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

৭৬| ১১ ই মে, ২০১২ সকাল ৯:১৩

সাজিদ ঢাকা বলেছেন: আপনাকে স্যালুট , , , , কারো পক্ষে সম্ভব না এর সমাধান করা , যদি না আমজনতা জেগে উঠে



পোস্ট স্টিকি করা হোক

৭৭| ১১ ই মে, ২০১২ সকাল ৯:১৭

নাহিয়ান বিন হোসেন বলেছেন: ভাই আপনার পোষ্টের সমর্থনে একটা পোষ্ট দিলাম। দেখি এবার মডুরা স্টিকি করে কিনা আপনার পোষ্টটা।


এই ব্লগে কি ইউল্যাব ভার্সিটিতে পড়া , ধানমন্ডিতে থাকা কেউ নেই?? মডারেটররা , আপনারা কি এখনো ঘুমুচ্ছেন?

১১ ই মে, ২০১২ সকাল ১০:০১

সর্বনাশা বলেছেন: ভাই, কি বলে যে আপনার দায়িত্বশীলতার প্রশংসা করব ..

সময় নিয়ে পড়লেন, আবার পোস্টটিকে বাঁচিয়ে রাখতে কষ্ট করে একটি লেখাও দিলেন .. অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মত ব্লগারদের জন্যই তীব্র ক্ষোভ আর অসহায় মূহুর্তে সামুতে ছুটে আসি।

আপনার মত আমাদের সবার বিবেকও উচ্চকিত হোক ..

মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

৭৮| ১১ ই মে, ২০১২ সকাল ৯:২২

রিজেল বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

আপনার সাহসিকতাকে সালাম।

৭৯| ১১ ই মে, ২০১২ সকাল ৯:২৪

রায়হান কবীর বলেছেন: স্টিকি করা হোক।

মডুরা কই?

৮০| ১১ ই মে, ২০১২ সকাল ৯:২৯

অন্ধকারের রাজপুত্র বলেছেন: পোস্টটি স্টিকি করার আবেদন করছি ।
আর আপনাকে স্যালুট জানাচ্ছি ।

৮১| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৩২

পৃথুল বলেছেন: ভাই এই সব ডিজুস পোলাপাইন রে মানুষ সাপোর্ট দেয় বলেই আজকে এই অবস্থা । সামুর ইউল্যাব এর ব্লগার বা গোয়েন্দা দের সাহায্য চেয়ে লাভ নেই , ওই ওই গুলোও ডিজুস । আপনার সাহসিকতার জন্য ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে ।

৮২| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৩৫

শায়েরী বলেছেন: শয়তান পিচাশগুলা!
আপনাকে অনেক সাধুবাদ যে আপনি এগিয়ে গিয়েছেন!
আর এখন এর শাস্তির চেস্টাও করছেন।

৮৩| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৩৬

মেলবোর্ন বলেছেন: স্টিকি করা হোক ..। এদেরকে এখনি না থামালে পরে এরাই সেন্চুরি করে নেতা হয় ...এমন দেশের ই মানুষ আমরা ধিক।

৮৪| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৩৬

মেলবোর্ন বলেছেন: স্টিকি করা হোক ..। এদেরকে এখনি না থামালে পরে এরাই সেন্চুরি করে নেতা হয় ...এমন দেশের ই মানুষ আমরা ধিক।

৮৫| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৩৭

ঈষাম বলেছেন: হায়রে বাংলাদেশ! হায়রে মানুষের বিবেক..কষ্ট লাগে এইসব শুনলে!

৮৬| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৩৭

ঈষাম বলেছেন: হায়রে বাংলাদেশ! হায়রে মানুষের বিবেক..কষ্ট লাগে এইসব শুনলে!

৮৭| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৩৯

অর্থীঅর্ণব২৮২২ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক

৮৮| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৩৯

প্রশাসন বলেছেন: বেসরকারী বিশ্ববিদ্যালয় মানে অবৈধ প্রেমের আস্তাচল। নীতি-নৈতিকতা বিহীন শিক্ষা ব্যবস্থা এই জানোয়ারদের তৈরী করেছে। আপনার সাথে একমত। আশা করি পোষ্ট দাতা আমাদের সকলের সম্মিলিত সহযোগীতায় প্রাপ‌্য শাস্তি প্রদান করতে পারবেন। আসুন আমরা এদের খুজে বের করি।

পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি। পোষ্ট স্টিকি করার দাবী জানাচ্ছি।

৮৯| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৪২

শুভ্র নামের ছেলে বলেছেন: ফেসবুক গ্রুপ

সাইটের কনট্যাক্ট ফর্ম

আপাতত ফ্লাডিং করে ফেলেন

৯০| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: যারা ঐ এলাকার ব্লগার আছেন আশা করি তারা ঐ নরপশুদের সনাক্ত করার জোর চেষ্টা চালিয়ে যাবেন ।

সর্বনাশাঃ আপনি এগিয়ে চলুন আমাদের সমর্থন আপনার সাথে আছে থাকবে ।

৯১| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৫৪

আমি খালিদ বলেছেন: এখনি সময় প্রতিবাদের, এখনি সময় ঘুরে দাড়ানোর....
গত কিছুদিন আগে এমনি একটা ঘটনা আমার সামনে ঘটে |
বাসে উঠার সময় একটা শুয়োরের বাচ্ছা একটা মেয়ের বুকে হাত দেয়, মেয়টা চোখ কটমট করে ঘুরে দাড়ায়... বাসের গেট এ দাড়ানোর কারনে আমি পুরো ঘটনাটিই দেখি.. আর যায় কোথায় হারামির বাচ্ছা ... গলা চেপে ধরে নাকে মুখে পাগলের মত মারতে থাকলাম...শেষে বাস থকে লাঠি মেরে নামিয়ে দিলাম | এসব নোংরা বর্বর যুগের আচরণ এখনি প্রতিহত করতে হবে সবাইকে, নাহলে এগুলো দিনেদিনে বাড়তে থাকবে...

৯২| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৫৪

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: স্যালুট

৯৩| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৫৬

শিক্ষানবিস বলেছেন: ওরা যদি কোন মাদরাসার ছাত্র হত, তাহলে ভর্তা বানিয়ে ছাড়তাম।

৯৪| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৫৬

আমি খালিদ বলেছেন: এখনি সময় প্রতিবাদের, এখনি সময় ঘুরে দাড়ানোর....
গত কিছুদিন আগে এমনি একটা ঘটনা আমার সামনে ঘটে |
বাসে উঠার সময় একটা শুয়োরের বাচ্ছা একটা মেয়ের বুকে হাত দেয়, মেয়টা চোখ কটমট করে ঘুরে দাড়ায়... বাসের গেট এ দাড়ানোর কারনে আমি পুরো ঘটনাটিই দেখি.. আর যায় কোথায় হারামির বাচ্ছা ... গলা চেপে ধরে নাকে মুখে পাগলের মত মারতে থাকলাম...শেষে বাস থেকে লাথি মেরে নামিয়ে দিলাম | এসব নোংরা বর্বর যুগের আচরণ এখনি প্রতিহত করতে হবে সবাইকে, নাহলে এগুলো দিনেদিনে বাড়তে থাকবে...

৯৫| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৫৭

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আগে ইউল্যাব এর প্রিন্সিপালকে ফোন করি সবাই মিলে তারপর ঐ হারামজাদাদের খুজেঁ পাওয়া যাবে..........তারপর এগুলোকে এমন শিক্ষা দেওয়া হবে যাতে জীবনে কোনোদিন আর কোনো মেয়ের সাথে এরকম আচরন না করতে পারে এবং তাদের দেখে অন্যরাও শিক্ষা নিতে পারে।

৯৬| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৫৮

লিঙ্কনহুসাইন বলেছেন: সকাল সকাল মাথাটা গরম হইয়া গেলো X(( X( X( X( জানোয়ার গুলারে পিডাইতে ইচ্ছে করতেছে X( X( পোষ্টি স্টিকি করা হোক ।

৯৭| ১১ ই মে, ২০১২ সকাল ১০:০২

প্রকৌশলী আতিক বলেছেন: স্টিকি করা হোক

৯৮| ১১ ই মে, ২০১২ সকাল ১০:০৬

একলা বগ বলেছেন: মডুরা কি করে? একটা পোষ্ট ষ্টিকি করতে এতক্ষন লাগে নাকি?

৯৯| ১১ ই মে, ২০১২ সকাল ১০:০৬

অগ্নি যোদ্ধা বলেছেন: post stiki kora hocche na keno?

modu ki akhono ghumay? X( X(

১০০| ১১ ই মে, ২০১২ সকাল ১০:০৭

অপ্রিয় সত্য বলেছেন: ঘটনার সম্পূর্ণ স্বাক্ষী। আমি নারী কন্ঠের চিৎকার শুনে এগিয়ে যাই। দুজন কে দৌড়াতে দেখি। পিছনের জন ধরা পরে ULAB এর সামনে। সামনের জনকে আমিই মারতে মারতে নিয়ে আসি। খালি গায়ের ছেলেটার কাছে মারতে এসে দেখি সম্পূর্ণ ঘুরে গেছে। পিছন থেকে পিঠে খামচে ধরার পর দেখি সবাই তার পক্ষে কথা বলছে। আসলে আপনি এক্সাইটেড হয়ে গেছিলেন। কিছু না মনে করলে বলি , আরেকটা সমস্যা ছিল আপনার সঙ্গের ভদ্র মহিলাটি সম্ভবত চিতকার করে থামতে বলছিলেন আপনাকে।
পান দোকানদার ছেলেটাকে নিয়ে যাওয়ার সময় আমার সাথে তার কথা কাটাকাটি হয়। আসলে লোকজন আপনার পক্ষেই ছিল, দুই একজন, স্পেশালি ওই দোকানদার টা ঝামেলার মূল। মানুষ কিছু বুঝে ওঠার আগে সে তাকে নিয়ে যায়।
আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আপনার contact number নেয়ার জন্য আমি ফিরে আসি। এবং সঙ্গে কিছু 'পোলাপান' আনতেই আমার দেরি হয়। এসে আপনাকে বা চা দোকানদার কে কাউকেই পাইনি ।

১০১| ১১ ই মে, ২০১২ সকাল ১০:০৯

আমি রাইন বলেছেন: আশা করি পোষ্ট দাতা আমাদের সকলের সম্মিলিত সহযোগীতায় প্রাপ‌্য শাস্তি প্রদান করতে পারবেন। আসুন আমরা এদের খুজে বের করি। আপনি এগিয়ে চলুন আমাদের সমর্থন আপনার সাথে আছে থাকবে ।

ঐ তরুণীর জায়গায় কাল আমিও থাকতে পারতাম। আজকে যদি এদের কোন বিচার না হয় তবে আগামি যে কোন দিন আমাকে সইতে হতে পারে এমন আচরন।এদের এক চুল ছাড় দেয়া যাবে না। এই পোস্টটা স্টিকি করার দাবী জানাচ্ছি।

১০২| ১১ ই মে, ২০১২ সকাল ১০:০৯

কবির চৌধুরী বলেছেন: নস্টালজিক বলেছেন: জঘন্য অনুভূতি হলো পড়ে!

আপনার সাহসকে সম্মান জানাই! আমরা সবাই ভিড়ের মানুষ হয়ে যাই নাই। আপনার মত মানুষ আছেন, যারা ভিড় ঠেলে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে ভোলেন না এখনও।

কালপ্রিটগুলোর শাস্তি হোক!

১০৩| ১১ ই মে, ২০১২ সকাল ১০:১১

অপ্রিয় সত্য বলেছেন: আমি খুব ই ব্যাস্ত মানুষ ভাই, হয়ত কমেণ্ট উত্তর দেয়া সম্ভব হবে না। আপনার কন্টাক্ট নাম্বার টা কমেণ্ট করে রাখেন, আমি ই যোগাযোগ করব।

১০৪| ১১ ই মে, ২০১২ সকাল ১০:১৮

পাকাচুল বলেছেন: যদি প্রমাণিত হয়, তারা ঐ বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, তবে

ব্লগারদের পক্ষ থেকে বিস্তারিত লিখে এবং এই পোস্টের সকল মত সহ ঐ বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রশাসন বরাবর স্মারকলিপি দেওয়া যেতে পারে।

একক কোনো প্রচেষ্টা নয়, ব্লগের প্ল্যাটফর্মই ব্যবহার করতে হবে।

১০৫| ১১ ই মে, ২০১২ সকাল ১০:১৯

অপ্রিয় সত্য বলেছেন: ভাই কাইণ্ডলি আপনার কন্টাক্ট নাম্বার টা কমেণ্ট এর রিপ্লাই হিসাবে দিন।

১০৬| ১১ ই মে, ২০১২ সকাল ১০:২০

এসাসিন বলেছেন: আপনার সাহসিকতাকে সালাম।

আজকে একটা টাইম ঠিক করেন কবে আসব।দয়া করে শনি আর বুধবার বাদে।

কুত্তার বাচ্চাদের সামনা সামনি দেখতে চাই।

১০৭| ১১ ই মে, ২০১২ সকাল ১০:২১

সীমানা ছাড়িয়ে বলেছেন: এই জানোয়ারগুলোকে উচিত শিক্ষা দিতে হবে যেন দ্বিতীয়বার এমন চিন্তা মাথায় আনতেও সাহস না পায়।

১০৮| ১১ ই মে, ২০১২ সকাল ১০:২৩

এসাসিন বলেছেন: এখনই টাইম ঠিক করেন।প্যাঁচাল করবেন না প্লিজ। আমাদের সম্মান আমাদের দেখতে হবে।ঐ খা পো বিম্পি আম্লিগ জামাত দেখবে না।

১০৯| ১১ ই মে, ২০১২ সকাল ১০:২৬

রেজোওয়ানা বলেছেন: উফ ভাবতেই পারছি না। কত বড় হারামির বাচ্চা এগুলা!
ধরে খোলা মাঠে ঝুলাইয়া পিটানো দরকার।

এই কুকুর গুলারে খুজে বার করা তেমন কঠিন না সত্যি বলেছেন।


আমার মনে হয়, ভিসিকে জানানো দরকরা, এটলিস্ট স্মারকলিপি দেয়া যেতে পারে।

১১০| ১১ ই মে, ২০১২ সকাল ১০:২৭

রেজোওয়ানা বলেছেন: আপনাকে শ্রদ্ধা জানানোর ভাষা নেই.।

যুগ যুগ জিও......

১১১| ১১ ই মে, ২০১২ সকাল ১০:২৮

এসাসিন বলেছেন: ০১৭১৭৩৫৭৯৩২

আমার নাম্বার। মেসেজ দিলেই চলবে।সবসময় ব্লগে থাকতে পারিনা। বালের ব্লগ এ লেইখা লাভ নাই।

১১২| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৩০

রেজোওয়ানা বলেছেন: স্টিকি করা হোক,

একটা দৃষ্টান্ত স্থাপন হোক অনলাইন কম্যুনিটিতে

১১৩| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৩১

আশিকুর রহমান অমিত বলেছেন: কোথায় চলে গেছে আমাদের নৈতিকতা, ঘৃনা প্রকাশ করতেও লজ্জা লাগছে ইউল্যাবের ঐ সকল জানোয়ারদের প্রতি। সেই সাথে ধিক্কার তাদের প্রতি যারা প্রতিবাদ করতে দেখেও এগিয়ে আসেনি।

১১৪| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৩৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন:





আপনার সাহসিকতাকে মাথা নুইয়ে সালাম জানাচ্ছি। আজকে আপনি যে সাহস দেখালেন, আশা করছি তাতে অনেক তরুণ যুবক অণুপ্রাণিত হবেন।



ব্লগের যারা ইউল্যাবে পড়ছেন, তাদের বলছি, আমাদের এই ভাইয়ের প্রতিবাদের ভাষাকে বৃথা যেতে দেবেন না। দয়া করে আমাদের এই ভাইকে সাহায্য করুন তথ্য দিয়ে, সরাসরি সাহায্য করে!!



মডারেটরদে কাছে অনুরোধ করব, দয়া করে সম্ভব হলে এই পোষ্টটাকে স্টিকি করুন।

১১৫| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৩৫

গুগলরকস বলেছেন: এখোনো স্টিকি হইলো না ক্যান? X( X( X(

১১৬| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৩৮

আশিকুর রহমান অমিত বলেছেন: মডারেটরদের অনুরোধ করছি পোষ্টটা স্টিকি করতে

১১৭| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৩৮

অপ্রিয় সত্য বলেছেন: পোষ্টটাকে স্টিকি করুন।

১১৮| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: এই পোষ্ট পোস্ট স্টিকি করা হোক

১১৯| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৩৯

অর্ণব আর্ক বলেছেন: পোস্ট স্টিকি করা হোক। ইউল্যাবের মতো একটি অসরকারী বিশ্ববিদ্যালয়ের ব্রয়লার মুরগীর ফার্মে কয়টা মুরগী আছে আমরা গুনে দেখতে চাই।

১২০| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৪১

সাইফুলহাসানসিপাত বলেছেন: কোনরকম আইনী সহায়তা পাবেন বলে মনে হয় না , সামাজিক ভাবে এসব জানোয়ারদের বয়কট করতে হবে ।

১২১| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৪২

নাজনীন১ বলেছেন: আপনি তো আপনার নিজের পরিচয় দিচ্ছেন না। আপনি ঘটনাটি বলছেন ব্লগে, আর সবাইকে বলছেন ঘটনাস্থলে গিয়ে সত্য মিথ্যা যাচাই করতে। আপনি নিজে যেখানে প্রত্যক্ষভাবে সেখানে প্রতিবাদ করেছেন, আমি ধরে নিচ্ছি যে ঘটনাটি সত্য ঘটেছে, [কিন্তু আপনার ব্লগ ইউআরএল দেখে, এবং ব্লগারদের পরিচয় নিয়ে যত কথা বললেন, কেমন জানি সন্দেহ থেকে যাচ্ছে...... ], সেক্ষেত্রে ইউ ল্যাবের প্রশাসন বা শিক্ষকদের কাছে এ ব্যাপারে অভিযোগ জানানো জরুরী যে তাদের ছাত্ররা রাস্তাঘাটে মেয়েদের উত্যক্ত করছে, তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

১২২| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৪৫

অপ্রিয় সত্য বলেছেন: নাজনীন১, আমার উপরের কমেণ্ট দেখুন,
----------------------------------
ঘটনার সম্পূর্ণ স্বাক্ষী। আমি নারী কন্ঠের চিৎকার শুনে এগিয়ে যাই। দুজন কে দৌড়াতে দেখি। পিছনের জন ধরা পরে ULAB এর সামনে। সামনের জনকে আমিই মারতে মারতে নিয়ে আসি। খালি গায়ের ছেলেটার কাছে মারতে এসে দেখি সম্পূর্ণ ঘুরে গেছে। পিছন থেকে পিঠে খামচে ধরার পর দেখি সবাই তার পক্ষে কথা বলছে। আসলে আপনি এক্সাইটেড হয়ে গেছিলেন। কিছু না মনে করলে বলি , আরেকটা সমস্যা ছিল আপনার সঙ্গের ভদ্র মহিলাটি সম্ভবত চিতকার করে থামতে বলছিলেন আপনাকে।
পান দোকানদার ছেলেটাকে নিয়ে যাওয়ার সময় আমার সাথে তার কথা কাটাকাটি হয়। আসলে লোকজন আপনার পক্ষেই ছিল, দুই একজন, স্পেশালি ওই দোকানদার টা ঝামেলার মূল। মানুষ কিছু বুঝে ওঠার আগে সে তাকে নিয়ে যায়।
আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আপনার contact number নেয়ার জন্য আমি ফিরে আসি। এবং সঙ্গে কিছু 'পোলাপান' আনতেই আমার দেরি হয়। এসে আপনাকে বা চা দোকানদার কে কাউকেই পাইনি ।

১২৩| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৪৭

দিগন্ত নীল বলেছেন: আমার ১৫ কে পেজে শেয়ার দিছি ।বাট তেমন রেসপন্স নাই ।রগরগে সেক্সের না হলে তো আবার পাবলিক খায় না ।:-@

১২৪| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৪৭

দিগন্ত নীল বলেছেন: আমার ১৫ কে পেজে শেয়ার দিছি ।বাট তেমন রেসপন্স নাই ।রগরগে সেক্সের না হলে তো আবার পাবলিক খায় না ।:-@

১২৫| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৪৭

এসাসিন বলেছেন: ০১৭১৭৩৫৭৯৩২

আমার নাম্বার। মেসেজ দিলেই চলবে।সবসময় ব্লগে থাকতে পারিনা।

১২৬| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৪৯

এসাসিন বলেছেন: পোষ্টটাকে স্টিকি করুন

১২৭| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫০

মাহিরাহি বলেছেন: পোস্টটাকে স্টিকি করা হয়নি কেন

একই পরিস্থির শিকার আমাদের মাবোনেরাও হতে পারে

১২৮| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫২

গাধা মানব বলেছেন: শ্রদ্ধায় আপনার উপর মাথা নুয়ে আসছে।


পোষ্ট স্টিকি করা হোক।

১২৯| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫২

আমার- নাম- মেহেদী বলেছেন: ইউলাবে পড়া কেউ কি এই ব্লগে নাই? থাকলে প্লিজ আপনারা একটু আপনাদের ভার্সিটি খোঁজ নেন, এই কাল প্রিট গুলো কে চিহ্নিত করতে সাহায্য করুন।
আর সামুর মডূর কথা কি কমু /:) আইপিএস বানানোর ফর্মুলা এইখানে স্টিকি হয় কিন্তু এইগুলা হয় না।
ভাই তোমারে সালাম ।

১৩০| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৩

পারভেজ আলম বলেছেন: শুরুতেই সবাইরে বলি যে শুধু মন্তব্য করলে আর স্টিকি করার আবেদন জানাইলে সেইটা তেমন কোন কাজের কাজ হবেনা। সবাই একটু মাথা ঠান্ডা কইরা পরিকল্পনা করেন যে কি করা যাইতে পারে।

আমি একটা পরিকল্পনা দিচ্ছি। প্রথমত, লেখক ভাইসাব, আপনারে সামনে আসতে হবে। আন্দাজ করি, আপনে মাইরপিট করতে চাইতাছেন না, আইনানুগ শাস্তি নিশ্চিত করতে চাইতাছেন। সেই হিসাবে, আপনের সামনে আসা অত্যন্ত জরুরি। প্রথমত, একটা পুলিশ কেইস করতে হবে। দ্বিতীয়ত, ব্লগারদের একটা সম্মিলিত গ্রুপ লাগবে। সেচ্ছাসেবক ব্লগাররা একটা টিম করেন, যারা এই পুরা কাজে লেখকরে সহযোগিতা করবেন। মিডিয়া ব্যক্তিত্ব ব্লগার আছে ব্লগে অনেক, তাদের সাথে যোগাযোগ করতে হবে। 'ইভটিজিংএর প্রতিবাদ করতে গিয়ে লাঞ্চিত ব্লগার' জাতীয় শিরনামে মিডিয়াগুলায় কিছু নিউজ আসা দরকার। এইটা করার মতো অনেক সাংবাদিক ভাই আছে ব্লগে। এরপর সিনিয়র এবং সুপরিচিত ব্লগারদের কয়েকজনরে সাথে নিয়া একটা পুলিশ কেইস করতে হবে এবং ইউল্যাব কর্তৃপক্ষের কাছে একটা আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করা যাইতে পারে। এরপরে পুলিশ ও ব্লগারদের নিয়া ঘটনাস্থলে যাইতে হবে, দরকার পরলে কিছু শাক্ষি যোগার করতে হবে এবং এই ইভটিজারগুলারে খুইজা বের করে গ্রেফতার করতে হবে। পুরা বিষয়টা যাতে ভালোভাবে সম্পন্ন হয় এইটা নিশ্চিত করতে ব্লগারদের একটা টিম সেইখানে ইভটিজিং বিরোধী প্ল্যাকার্ড নিয়া ও স্লোগান দিয়া সেইখানে উপস্থিত থাকতে পারে, এবং অবশ্যই মিডিয়া উপস্থিতি থাকতে হবে, যাতে বদমাইশগুলারে গ্রেফতার করার বিষয়টা এবং পুরা ঘটনাটা সারা দেশবাসী জানতে পারে।

আজকে দুপুরের পর থেইকা আমি ঢাকায় থাকবোনা। আসবো আগামী পরশু। এর মধ্যে শারীরিকভাবে উপস্থিত হইয়া কোনকিছু করা আমার পক্ষে সম্ভব না। তবে ব্যক্তিগতভাবে যদি আমার কোন সহযোগিতা দরকার হয় উপরের কাজগুলা করার জন্যে তাইলে আমারে দুপুরের মধ্যে [email protected] এ একটা মেইল করেন। অথবা আপনের পরিচিত কেউ যদি আমার ফেসবুকে থাকে তো তারে যোগাযোগ করতে বলেন।

১৩১| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৩

উপপাদ্য বলেছেন: এই পোস্ট স্টিকি করা হোক।

ইউল্যাবের ছাত্র ব্লগারদের অনুরুধ করছি, যদি পারেন তাহলে আপনারা ঘটনা অনুসন্ধান করে এর সত্যা সত্য যাচাই করুন, লেখকের সংগে যোগাযোগ করুন। এবং আপনারা একটা পিটিশন দাখিল করুন আপনাদের ভিসি এর কাছে। অনুসন্ধান কমিটি করুন আশে পাশে দোকানদার ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নিন। প্রপার কাজ করুন, সাথে শিক্ষকদের ও রাখুন। আশাকরি কাজে আসবে। মিডিয়ার কথা ভুলবেন না কিন্তু। যত বেশী সম্ভব স্টেকহোল্ডার সাথে নিয়ে কাজ করুন।

আমি বিশ্বাস করি বিপ্লবের শুরু এখান থেকেই সম্ভব।

ইউল্যাব
ইভটিজিং বন্ধে সোচ্চার


এটাই হোক শ্লোগান

১৩২| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৩

সেল্ফ রিলায়েবল বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক। এই পোষ্ট যদি স্টিকি করা না হয় তাহলে সামুতে আর আসবনা।

১৩৩| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৫

রাতুল রেজা বলেছেন: তিব্র ঘৃ্না জানাই ঐ জন্তু গুলার ওপরে। জাদের জন্মের ঠিক থাকেনা আরাই এরকম কাজ করতে পারে। কি আমাদের সমাজ ব্যাবস্থা, একটা মেয়ে কিছু মানুষ রুপি জানোয়ারের কাছে হেনস্থা হল আর আশেপাশের লোকজন তাদের ই সাফাই গাইতে লাগলো ! এরকম নোংরা সমাজ শুধু আমাদের দেশেই আছে। আপনাকে অনুরোধ করছি, একটা নিউজ লিখে অনলাইন সংবাদমাধ্যম গুলোয় লিখে পাঠান। আমরা সবাই আছি আপনার সাথে। ওই নর্দমার কীট গুলোর সমাজ থেকে বিতারিত হওয়া উচিত

১৩৪| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৫

poloy বলেছেন: পোস্ট ষ্টিকি করা হোক

সবার জানার দরকার আছে ।

১৩৫| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৫

joy789bd বলেছেন: একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এমন দাপট দেখে অবাক না হয়ে পারছি না।

অর্ণব আর্ক বলেছেন: পোস্ট স্টিকি করা হোক। ইউল্যাবের মতো একটি অসরকারী বিশ্ববিদ্যালয়ের ব্রয়লার মুরগীর ফার্মে কয়টা মুরগী আছে আমরা গুনে দেখতে চাই।

১৩৬| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৬

জীবনকেসি বলেছেন: নাজনীন১ বলেছেন::::::: আমি ধরে নিচ্ছি যে ঘটনাটি সত্য ঘটেছে, [কিন্তু আপনার ব্লগ ইউআরএল দেখে, এবং ব্লগারদের পরিচয় নিয়ে যত কথা বললেন, কেমন জানি সন্দেহ থেকে যাচ্ছে...... ]:::::::::::::
আপনি যদি আপু হন, তাহলে যেদিন আপনার টা ধরে টান দিবে সেদিনও আপনার সন্দেহ থেকে যাবে।
আর আপনি যদি ভাই হন, তাহলে যেদিন আপনার বোনের টা ধরে টান দিবে সেদিনও আপনার সন্দেহ থেকে যাবে।
পুরোটা পড়ে কমেন্ট করবেন, অন্য একজন প্রত্যক্ষদর্শীর মতামতও আছে।

কিংবা আপনি ওদেরই দলের কেউ:::::::

ধন্যবাদ সকলকে।

১৩৭| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৬

নুভান বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক

১৩৮| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৬

poloy বলেছেন: পোস্ট ষ্টিকি করা হোক

সবার জানার দরকার আছে ।

১৩৯| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৭

গরম সিঙ্গাড়া বলেছেন: কিছুদিন আগে আলী নামে একভদ্রলোক এভাবেই দুইজন মহিলাকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে জীবন দিয়েছেন। আপনি ও জীবনের ঝুঁকি নিয়ে যা করলেন তা কোন অংশে কম না। আপনি আমাদের সময়কার হিরো। কার্টুনের ওদের মত হয়ত পাওয়ার নেই, কিন্তু আপনার ভিতরেই বাস করে ওদের মত মন।
যেই দেশে গুনের সম্মান করা হয় না সেই দেশে নাকি গুনি জন্মায় না। সরকার থেকে কোন এপ্রিসিয়েশন মিলবে না জানি।কিন্তু আমরা জনগন ঠিকই আপনাকে অভিবাদন জানাব।
আর কেউ প্লিজ সামুর কাছে পোস্ট স্টিকি করার অনুরোধ জানাবেন না প্লিজ।
কে যেন একবার বদরউদ্দিন ওমরের এক্টা কপি পেস্ট পোস্ট মেরে দিসিল। কেউ রিকোয়েস্ট করার আগেই সামু নিজ থেকেই ঐ পোস্ট স্টিকি করে ফেলসে। পরে সম্ভবত মানিক ভাই আর রাগিব ভাই প্রতিবাদ করসিল। তারপর তারা সেই পোস্ট সরাইসে ।
কিন্তু এইবার হাজারো রিকোয়েস্ট সত্ত্বেও এরা এই রকম একটা পোস্ট স্টিকি করে জন- সচেতনতা সৃষ্টি করার কাজে আগাইয়া আসতেসে না।
কি বিচিত্র এই সামু!!

১৪০| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৮

বোকা মানব বলেছেন: ঠিক কিভাবে অগ্রসর হতে চান বিস্তারিত লিখুন।

১৪১| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৮

নাজনীন১ বলেছেন: @ অপ্রিয় সত্য, এবং লেখক, যেহেতু আপনার দুইজন ঐ ঘটনা চাক্ষুস করেছেন, সেহেতু আপনাদের নাম পরিচয়, ফোন নং অন্তত ব্লগে বলা উচিত, না হলে মানুষ কার সাথে কন্টাক্ট করবে, আপনাদের সাথে নিয়েই তো আগ্রহীরা সেসব টিজারদের খুঁজে বের করতে পারে, তা না হলে কিভাবে সম্ভব?

১৪২| ১১ ই মে, ২০১২ সকাল ১০:৫৯

বাপ্পী হায়াত বলেছেন: পোষ্টি ষ্টিকি করা হউক

মডারেটরদে কাছে অনুরোধ করব, দয়া করে এই পোষ্টটিকে স্টিকি করুন

১৪৩| ১১ ই মে, ২০১২ সকাল ১১:০০

নাজনীন১ বলেছেন: আর আপনারা কোন জায়গায় কিভাবে সবাইকে জড়ো করতে চান, কিভাবে কি করবেন বিস্তারিত বলেন প্লীজ।

১৪৪| ১১ ই মে, ২০১২ সকাল ১১:০২

মুঘল সম্রাট বলেছেন: স্টিকি করা হোক।

১৪৫| ১১ ই মে, ২০১২ সকাল ১১:০৩

bhondoami_nostotumi বলেছেন: জারজ গুলোর শাস্তি হওয়ার দরকার....গোটা কয়েক কুত্তার বাচ্চার হাতে আমরা সবাই জিম্মি থাকবো?যারা পুলিশ বা র‌্যাব এ আছেন তারা প্লিজ এগিয়ে আসুন...

১৪৬| ১১ ই মে, ২০১২ সকাল ১১:০৩

হেডস্যার বলেছেন:
কিছু বাজে পোষ্ট ষ্টিকির উদ্দেশ্যে লেখা হয়...আর কিছু গুরুত্বপূর্ণ পোষ্ট লেখার পর এবং বার বার অনুরোধ করার পর ও ষ্টিকি হয় না।
শেইম।

১৪৭| ১১ ই মে, ২০১২ সকাল ১১:০৪

রায়হান রানা বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

১৪৮| ১১ ই মে, ২০১২ সকাল ১১:০৫

স্বপ্ন দিগন্ত বলেছেন: এসব কিছু জারজ দের কাজ যাদের জন্য আজকের এই সমাজ কলুষিত, আর আমরা সবাই কুশপুত্তলিকার মত। খারাপ লাগল। মডারেটরদের কাছে পোস্ট স্টিকি করার অনুরোধ

১৪৯| ১১ ই মে, ২০১২ সকাল ১১:০৭

আরজু পনি বলেছেন:

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে...

অন্যায় সয়ে তৃণের মতো বেঁচে মনুষ্যরূপী পশুর পায়ের নিচে দলিত হতে চাই না।


পোস্টটি স্টিকি করার জোর দাবী রইলো।

১৫০| ১১ ই মে, ২০১২ সকাল ১১:১০

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:

এই পোষ্ট স্টিকি করা হোক কারণ

১ বাস্তব জীবনে নারীর অবমাননা দেখতে চাইনা বলে ।
২ সমাজের সামনে এদের কুকীর্তি প্রকাশ করে বুঝিয়ে দেওয়া হোক যত গোপনেই হোক না কেন অপরাধ করলে লজ্জায় পড়তে হবেই ,
৩ এদের আশে পাশের লোকজন এদের কুকীর্তি জেনে যখন ঘৃণা প্রকাশ করবে অন্য অনেক অপরাধী নিজেকে সংশোধনের তাগিদ বোধ করবে

ঘটনা স্থলের আশে পাশের ব্লগাররা অপরাধী কে চিহ্নিত করতে সাহায্য করতে পারেন ।

১৫১| ১১ ই মে, ২০১২ সকাল ১১:১১

সহ্চর বলেছেন:

সহমত @পারভেজ আলম ভাই।

যদিও মাথা গরম হয়ে যায় তবে অবশ্যই মাথা গরম করে কোন লাভ নাই। ঠাণ্ডা মাথায় একটা পরিকল্পনা করে সামনের দিকে আগালে ভালো হয়।
এবং সেই সাথে


অবশ্যই স্টিকি করা উচিৎ

১৫২| ১১ ই মে, ২০১২ সকাল ১১:১১

ধইঞ্চা বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

১৫৩| ১১ ই মে, ২০১২ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:

আরেকটা কথা বলা দরকার, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোন বিষয় নয়, এধরনের অন্যায়কে কোন স্থানেই সমর্থন দেওয়া উচিত না।

অনুগ্রহ করে কেউ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বা পাবলিক বলে নিজেদের ভেতর দ্বন্দের সৃষ্টি করবেন না।

কোন একটা অন্যায় কাজের বিরুদ্ধে আমরা সবাই মিলে সোচ্চার হবো। কোন ভেদাভেদ যেন না থাকে।

১৫৪| ১১ ই মে, ২০১২ সকাল ১১:১৭

মাইক্রোসফট বলেছেন: আমরা এ কোন সমাজে বাস করছি??????

১৫৫| ১১ ই মে, ২০১২ সকাল ১১:১৮

অদ্ভূত আলোক বলেছেন: আমার হাতে পাওয়ার থাকলে এগুলারে গুল্লি কৈরা মারতাম :@

পোস্ট স্টিকি করা হোক !!

১৫৬| ১১ ই মে, ২০১২ সকাল ১১:২০

পানকৌড়ি বলেছেন: ঐ পোষ্টটি স্টিকি করা হবে না,কারন মডারেটরদের মধ্যে ইউল্যাবের ওই জারজগুলার কোনো একজন হয়তো আছেন ।

১৫৭| ১১ ই মে, ২০১২ সকাল ১১:২০

নাফিজ মুনতাসির বলেছেন: একদম অবাক হয়ে গেলাম পড়ে................সিরিয়াসলি আমাদের মানসিকতা এখন কতটা নীচে এসে দাড়িয়েছে !!!!!!!!!!! কুত্তাগুলাকে ধরে লাথি মারা উচিত.................

আপনার প্রতিবাদ করার সৎ সাহসিকতাকে স্যালুট জানাচ্ছি.......

পোস্ট স্টিকি করার আবেদন করছি এবং সবাইকে এই লেখা ছড়িয়ে দিতে অনুরোধ করছি................

অ:ট:- এখানে অনেক ব্লগার আছেন...........সবাই মিলে কি আমরা একদিন সেই জায়গায় গিয়ে ছেলেগুলোকে খুজে এর প্রতিবাদ করতে পারি না???

১৫৮| ১১ ই মে, ২০১২ সকাল ১১:২০

এস এইচ খান বলেছেন: পোস্ট ষ্টিকি করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ জানোয়ারদের এখনই ঠেকানো জরুরী।

১৫৯| ১১ ই মে, ২০১২ সকাল ১১:২০

সংবাদিকা বলেছেন: ইউল্যাবের (ULAB) স্টুডেন্টরা হল মানসিক ভাবে খুবই দৈন্য........
=p~ =p~ =p~ =p~

এদের পর্যাপ্ত মেধা নেই ভালো সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার

এদের বাপ-মায়ের পর্যাপ্ত টাকাও নাই বিদেশে কিংবা দেশের কোন ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ দেবার.........

উনারা লিবারেল আর্টস পরেন...... সবকিছুই একসাথে পড়েন :P :P :P :P কিন্তু কিছুই শেখতে পারেননা......... :P :P :P তারা হুদাই সার্টিফিকেট এর জন্য পড়ালেখা করেন...........

তাদেরকে কেছু বোঝাইয়া লাভ নাই.......... তাদের একমাত্র ওষুধ মাইর.........

সকল গর্ধব ইউলেবিয়ান দেরে - -

১৬০| ১১ ই মে, ২০১২ সকাল ১১:২৩

দুর্দান্ত পথিক বলেছেন: কুত্তারবাচ্চাগুলারে পাইলে X(( X(( X((

১৬১| ১১ ই মে, ২০১২ সকাল ১১:২৫

সায়েম মুন বলেছেন: আপনার সাহসকে স্যালুট।
ঢাকা শহরের মানুষজন বেশীরভাগই শামুকের মত। সামনে কোন দূর্ঘটনা/ঘটনা/অপরাধ ঘটতে দেখলে মুখ লুকিয়ে পালায়। এক দুজন এগিয়ে আসলে তাদের হতে হয় হেনস্থা। সম্মিলিত প্রচেষ্ঠায় এরকম ঘটনা মোকাবিলা করা সহজতর। কিন্তু বেশীর ভাগই পলায়নপর হওয়াই এসব অপরাধ ঘটেই চলছে। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন ব্লগার পাওয়া গেছে। তাকে নিয়ে এগিয়ে যান। যেকোন ধরনের উদ্যোগে সাথে থাকবো।

১৬২| ১১ ই মে, ২০১২ সকাল ১১:২৬

বোকা মানব বলেছেন: ্লেখক আপনি কোথায় গেলেন। তাড়াতাড়ি আপডেট দিন।

১৬৩| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৩১

নেক্সাস বলেছেন: এদেশের সমাজ রাষ্ট্রের প্রতি সামুর কোন দায় বদ্ধতা নেই। সেটা আবারো প্রমাণীত।

সামু বালছাল পো্ষ্ট স্টিকি করে আর এই পোষ্ট ষ্টিকি করার জন্য তোষামদের বন্যা বয়ে দিতে হবে

১৬৪| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৩২

আশিকুর রাসেল বলেছেন: আমরা এমন কেন?

১৬৫| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৩৪

আরিফুর রহমান পলাশ বলেছেন: কুত্তার বাচ্চাদের ---- কেটে নিয়ে হিজড়া বানানো দরকার, শালা কুত্তার বাচ্চাদের জন্যই আজ আমাদের মা বোনরা রাস্তাঘাটে এত সমস্যায় পড়ে।

১৬৬| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৩৬

খেক খেক বলেছেন: আপনার সাহসকে স্যালুট। পোষ্টি ষ্টিকি করা হউক

১৬৭| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৩৬

আহসান২০২০ বলেছেন: বুইড়া মা** না কয় দেশের আইন-শৃঙ্খলা ঠিক আছে। যেদিন হেরে টাইন্না ধরব তহন বুঝব আইন -শৃঙ্খলা ঠিক আছে না নাই।
পোষ্টের ষ্টিকি করা চাই ই চাই।

১৬৮| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৩৭

নীল ফিউজিটিভ বলেছেন: আপনার সাহসকিতাকে স্যালুট...খুবই খারাপ লাগছে লেখাটা পড়ে...

১৬৯| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৩৮

ফেলুদার চারমিনার বলেছেন: পারজেজ আলম ভাইয়ের সাথে একমত।

আমাদের স্টেপ বাই স্টেপ আগানো উচীত।

তবে পোস্টটি এখনই স্টিকি করা খুব দরকার।এবং দোষীদের খুঁজে বের করে তাদের আইনের হাতে তুলে দেওয়া দরকার।

আপনার সাহসিকতাকে স্যালুট ভাই।এ যুগ্ব আপনার মতোন মানুষদের খুব দরকার।

১৭০| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৩৮

বিডিওয়েভ বলেছেন: ভাই আপনার সাহসকিতাকে স্যালুট ।


খুবই খারাপ লাগছে লেখাটা পড়ে ।


ঐসব তথাকথিত শিক্ষিত নরপশুগুলার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি

১৭১| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৩৯

লাল চাঁন বলেছেন: আপনার সাহসী পদক্ষেপকে স্বাগত জানাই, ঈভটিজিার সমাজের কিট

১৭২| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৪১

হািলম মামা বলেছেন: ভাই, ওখানে যদি ওদের বোনদের সাথে এমন করা হয় তবে হয়ত ভাল হত। তবুও ভাবতে কষ্ট হয় যে দেশ এগিয়ে যাচ্ছে। এখন আর রাস্তার ছেলেদের কে ইভটিজিং করতে হয় না, বিশ্বিবিদ্যালয়ের ছাত্ররা ই যথেষ্ট।

স্টিকি করা জরুরী।
স্টিকি করা জরুরী।
স্টিকি করা জরুরী।
স্টিকি করা জরুরী।
স্টিকি করা জরুরী।
স্টিকি করা জরুরী।
স্টিকি করা জরুরী।
স্টিকি করা জরুরী।
স্টিকি করা জরুরী।
স্টিকি করা জরুরী।

নাহলে হয়ত একদিন আমার বোন কে ওদের মত জানোয়ার গায়ে হাত দেবে আর একটা বা অসংথ্য লাশ পড়বে। আর আমাদের চোদার আইন বলবে আমি খুনি।

১৭৩| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৪২

হৃদয়হীনবালক বলেছেন: ম ডুরা ঘুমাইতাছে।স্টিকি না করা পর্যন্ত রিপোষ্ট করতে থাকুন সবাই মিলে।

১৭৪| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৪৩

সরল মানুষ৭ বলেছেন: স্টিকি করা হোক

১৭৫| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৪৩

গিটারম্যান বলেছেন: যদি কেউ পরিচয় না জানাতে পারে তা হলে কি ওই শালারা পার পেয়ে যাবে ?

প্রতিটি ক্লাসে গিয়ে চিহ্নিত করা যায় কিন্তু ইউল্যাব রাজী হবে কি না
সেইটা একটা বিষয় । কি ভাবে রাজী করানো যায় তা নিয়ে আপনারা ভাবেন
ইউল্যাবের ছাত্র তালিকা এবং ছবি দেখেও চিহ্নিত করা যায় ।

আর কি উপায় এ দোষীদের খুঁজে পাওয়া যায় তা যদি কেউ একটু ভাবেন তা হলে ওদের খুঁজে পেতে সুবিধা হয়

১৭৬| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৪৬

এফ এন এফ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

১৭৭| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৪৭

সাধারণী বলেছেন:


ভাই, আপনাকে স্যালুট। পোষ্ট ষ্টিকি করা হোক।


একটা কথা বলতে চাই; অনেকেই ইউল্যাব বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে বাজে মন্তব্য করছেন। কোন ইন্সটিটিউশন তো কাওকে ইভ টিজিং শেখায় না! এর দায় শুধু ঐ জানোয়ারগুলাকেই নিতে হবে।


ইউল্যাবের স্টুডেন্ট ও শিক্ষকদের এখন নিজেদের মান-সম্মান রক্ষার জন্যই সামনে এগিয়ে আশা উচিত! অন্যায় হয়েছে সেইটা একটা লজ্জা, কিন্তু অন্যায়কে যদি প্রশ্রয় দেয়া হয়, তারচে' বেশি লজ্জাজনক আর কিছু হবে না!

১৭৮| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৪৮

এফ এন এফ বলেছেন: আমরা একটা মামলা করতে পারি?

১৭৯| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৪৯

নিশম বলেছেন: যা মনে হয়, অন্তত ৫০ জন একসাথে ইউল্যাবে গিয়ে ডীনের সাথে কথা বলা দরকার, উনি অনুমতি দেক আর না দেক, ক্লাস রুম খুঁজে খুঁজে বের করা দরকার হারামী গুলারে। ব্লগে ডাক দ্যান, ফেবুতে ইভেন্ট ছুড়ে মারেন। লোক জড়ো করেন। দেখি, কদ্দুর কি করন যায় !

১৮০| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৫০

পারভেজ আলম বলেছেন: আচ্ছা, পোস্ট স্টিকি করা হউক, এইটা একবার লিখলেই তো হয়। এইটা ১০০বার লিখে বিরাট লম্বা মন্তব্য না করলে কি হয়না? এতে পোস্ট ওপেন হতেও সময় লাগে অনেক, মন্তব্যগুলা পড়তেও কষ্ট হয়। জনসচেতনতা বারানের লক্ষ্যে এমন অসচেতন কাজকাম করা কতোটা যুক্তিযুক্ত?

১৮১| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৫৩

টাইরেশিয়াস বলেছেন: এইসব দেখলে তো আমার একদম মাথা খারাপ হয়ে যায়.যখন পারি না তখন মনে হয় কেন ছেলে হলাম না,হলে হয়ত তাদেরকে আচ্ছামত মার দিতে পারতাম কিন্তু এখন মনে হচ্ছে ছেলে হলেও এদের কিছুই করা যাবে না.

১৮২| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৫৪

স্বসংকোচ বলেছেন: এই ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সময় সাধারনত প্রথমে কেউ প্রতিবাদ করে না, কিন্তু কেউ একজন প্রতিবাদ করলে সবাই তাকে সমর্থন করে। আপনার ক্ষেত্রে উল্টোটা ঘটেছে শুনে কষ্ট লাগল।

আমি আরও বেশি কষ্ট পেলাম সামু এই পোষ্টটাকে স্টিকি করে আপনার প্রতিবাদকে সমর্থন করছেনা দেখে।

আমি জোর দাবি জানাছি এই পোষ্টটাকে স্টিকি করার জন্য।

১৮৩| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৫৪

ওয়াজাহাত বলেছেন: ছেলে গুলোকে চিহ্নিত করা গেলে ব্যবস্থা নেয়া যেত।ইউল্যাবে পরিচিত আছে।ছাড় পেতো না ওরা। X(

১৮৪| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৫৪

অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

১৮৫| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৫৫

কালোকাক বলেছেন: পারভেজ আলম এর ২টা মন্তব্যের সাথেই একমত।

১৮৬| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৫৫

ইউসুফ খান বলেছেন: আসলে কি ভাই, জঙ্গল আর ক্ষেত-খামার যদি কেটে ছেঁটে ঠিক করাও হয়, সেটার আসল পরিচয় হলো- সেটা ক্ষেত। কোনদিন সেটা আধুনিক হবে না। আর ধানমণ্ডির প্রাইভেট ভার্সিটিগুলার সিংহভাগ ছাত্রই আসে জমি বেঁচে। এদের শিক্ষা আর কি হবে? এমন ভাব মনে হয় যেনো ঢাবি, জবি,-র ছাত্র।
কয়লা ধুলে ময়লা যায় না। এগুলার একমাত্র শাস্তি পাছায় লাত্থি মেরে বের করে দেয়া। পোস্ট আসলেই স্টিকি করা উচিত।

১৮৭| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৫৬

অনুপম বলছি বলেছেন: এই আন্দোলনে আমিও আছি পোস্ট স্টিকি করা হোক।

১৮৮| ১১ ই মে, ২০১২ সকাল ১১:৫৮

অনুপম বলছি বলেছেন: এগুলা ঢাকার পোলাপান না গ্রামগন্জ থেকে উঠে আসছে ঢাকা নষ্ট করতে এদেরকে ঢাকা থেকেও বিতারিত করা হোক।

১৮৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:০০

অনুপম বলছি বলেছেন: ছেলে গুলোকে চিহ্নিত করা গেলে ওদের ছবি ও পরিচয় দয়া করে পোস্ট করে দিবেন।

১৯০| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:০১

আরাফাত৫২৯ বলেছেন: পোস্ট স্টিকি করার জোর দাবী জানাচ্ছি।

অপদার্থগুলারে কেউ সনাক্ত করতে পারলে নাম, ঠিকানা, ছবি, ফেসবুক লিংক ব্লগে প্রকাশ করুন। ওদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে যথাসাধ্য চেস্টা করব।

১৯১| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:০৬

সাইফুল আলী বলেছেন: পোস্ট ষ্টিকি করা চাই

১৯২| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:০৬

আসাদ রহমান কিশোর বলেছেন: পোস্ট স্টিকি করার জোর দাবী জানাচ্ছি।

অপদার্থগুলারে কেউ সনাক্ত করতে পারলে নাম, ঠিকানা, ছবি, ফেসবুক লিংক ব্লগে প্রকাশ করুন।

১৯৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: ভয়ংকর ব্যাপার!!

কিছুদিন পর তো বোরখা পরে বের হলেও এমন কিছু মানুষরুপী কুকুররা দৌড়ায় আসবে জামা কাপড় ছিড়ে দিতে।

পড়ালেখা শিখে এরা কি মানুষ হবে নাকি জন্তু জানোয়ার!!

বাবা মাগুলো কি শেখায় এদেরকে আল্লাহ জানে!!

১৯৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:০৭

আমির হামজা বলেছেন: সামুতে লগিন করলাম শুধুমাত্র এইটা বলার জন্য যে
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক

১৯৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১১

স্পষ্টভাষী আমি বলেছেন: পোস্ট স্টিকি করা হোক ঃ@!ঃ@ঃ@

১৯৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১২

তারেক রহমান বলেছেন: আপনি পোষ্টের টাইটেল টা আর একটু বড় করুন।

তাতে আরো বেশি ব্লগার পোষ্টের বিষয়বষ্তু সম্পর্কে ধারনা পাবে পো্ষ্টে না ঢুকেই।

১৯৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১২

বাউন্ডুলে রুবেল বলেছেন: পোষ্টি ষ্টিকি করা হউক

১৯৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১২

মাহী ফ্লোরা বলেছেন: পোস্ট স্টিকি করার জোর দাবী জানাচ্ছি।


এরকম একটা ভার্সিটিতে কি মানুষের বদলে কুকুর হবার শিক্ষা দেয়? ছিঃ

১৯৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১৩

বর্তমানবাংলা বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

২০০| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: X( X( X(

জানায়ারগুলা !! আবার সভ্যতার সভ্য প্রাণী হিসাবে দাবী করে কেমনে ?

মানুষ একটা খারাপ গালি হিসাবে চালু হোক !! আমি সত্য হতাশ !! কেমনে মানুষ শ্রেষ্ট , আমার মাথায় ঢুকে না !!

২০১| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১৩

নেক্সাস বলেছেন: অবশেষে ষ্টিকি করার জন্য ধন্যবাদ।
যে সেখান থেকে পারেন এই জানোয়ার গুলোর পরিচয় তুলে ধরুন

২০২| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১৪

কাঁচামরিচ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

২০৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১৮

তারেক রহমান বলেছেন: অবশেষে ষ্টিকি করার জন্য ধন্যবাদ।
যে সেখান থেকে পারেন এই জানোয়ার গুলোর পরিচয় তুলে ধরুন

২০৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১৮

রাজ হাসান বলেছেন: পোস্ট স্টিকি করার জোর দাবী জানাচ্ছি।

অপদার্থগুলারে কেউ সনাক্ত করতে পারলে নাম, ঠিকানা, ছবি, ফেসবুক লিংক ব্লগে প্রকাশ করুন।

২০৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:১৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কি করতে হবে, সে বিষয়ে কেঊ কিছু শুরু করুন! নইলে গালির মধ্যেই সীমাবদ্ধ থাকবে , কাজের কাজ কিছু হবে না।

২০৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২০

লুথা বলেছেন:
পোস্ট স্টিকি করলে কি হবে ?
কিছুই হবে না !!
এই লেখককে সাথে নিয়ে যেতে হবে ইউল্যাবে, তারপরে সেই জারজগুলাকে খুজে বের করতে হবে, তারপরে কঠিন শিক্ষা দিতে হবে...
আজকাল মানুষ সন্তান জন্ম দিয়ে কুকুর বিডালের মতো খালাস হয়ে যায়, যদি এইসব জারজের বাপ-মা মানুষ হতো তাহলে শিক্ষা দিতো যে কেমন করে মানুষকে সম্মান করতে হয়

যদি পারেন এইসব জারজের কঠিন শাস্তির ব্যাবস্থ করেন, এই লেখককে সহায়তা করেণ এবং এই ঘটনা সবাইকে জানায়ে দেন

২০৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২১

নাজমুল নয়ন বলেছেন: ইউল্যাব এর সামনে অথবা প্রেস ক্লাবের সামনে বিচারের দাবীতে মানব বন্ধন করা যেতে পারে, তবে আইনত দিকটি দেখার পর।

২০৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২১

কলাবাগান১ বলেছেন: ব্লগারদের উচ্চকিত প্রতিবাদ আমাকে আশাবাদী করে যে দেশের মানুষ এখন অনেক সচেতন... খারাপ কাজের বিরদ্ধে এরকম প্রতিবাদ আস্তে আস্তে দেশ থেকে খারাপ কাজ গুলিকে অন্দ্ধকারে হারায়ে দিবে.. যেভাবে উন্নত দেশ গুলিতে হয়েছে।

২০৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২১

নাফিজ মুনতাসির বলেছেন: লেখক ভাই কই গেলেন????? আপনাকে ছাড়া কিছুই হবে না এখানে................সবাইতো নিজের মতামত দিলো............আপনি একবার পারভেজ আলম ভাই বা অণ্য কোন ব্লগারের সাথে যোগাযোগ করে কিছু একটা শুরু করার ডাক দেন................নাহলে পোষ্টটি বৃথা যাবে................

২১০| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: উপরের পারভেজ ভাইয়ার মন্তব্যের সাথে সহমত পোষন করছি।

এইসব কুত্তাদের দ্রুত শাস্তি হওয়া দরকার।

পোষ্টটা পড়েই শরীরের রক্ত টগবগ করা শুরু করছে।

আপনার সাহসিকতাকে সালাম।

আমি সাথে আছি এই প্রতিবাদের। ডাক দিলেই ঢাকায় আসার ইচ্ছা রাখি।

২১১| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২২

ৈজয় বলেছেন: স্থানীয় দোকানদাররা ছেলেদেরকে চিনে থাকতে পারে। একটা নির্দিষ্ট সময়ে, ইউল্যাবের সামনে ব্গারদের মিটিং ডাকেন।

২১২| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২২

আহসান২০২০ বলেছেন: স্টিকি হইছে অবশেষে। এখন খুজে বের করতে হবে কোন জানোয়ারের বাচ্চা জানোয়ার এমন কাজ করেছে। দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা সহ গনমাধ্যমে প্রচার করতে হবে।

২১৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২২

শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: স্টিকি করা হোক। ছেলেগুলোর নাম তো আপনিই যোগাড় করতে পারেন আবার ওই এলাকায় গিয়ে। যেহেতু বললেন দোকানদাররা চিনে। প্রয়োজনে ছদ্মবেশে যান। অনেককে নিয়ে যান।

২১৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২২

বাংলাদেশের বিবেক বলেছেন: আমরা আর কত নিচে নামব??

এদের পরিচয় তুলে ধরা হোক .. X( X( X( X( X(

২১৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৩

maxcse বলেছেন: মডারেটর মনে হয় ইউল্যাবের শিক্ষার্থী ছিলেন অথবা কোন সম্পর্কে আছে কোন প্রকার.....

২১৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৩

সমুদ্রচারী বলেছেন: যাক অবশেষে স্টিকি হইলো.........
ঐ পশুগুলোর উদ্দেশ্যে.......
আল্লাহ তোদেরকে হেদায়াত দিক.....

২১৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৩

মুফতি তামিমুল কমর আহমদ বলেছেন: এই অসভ্যদের বিচার হওয়া উচিত।@লেখক,আপনি VC এর সাথে যোগাযোগ করুন সাংবাদিকদের নিয়ে
post ta sticky kra houk..

২১৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৩

সািকল খান বলেছেন: অবশেষে পোষ্টটা ষ্টিকি হলো।
কু্ত্তাগুলাকে একদলা থু............
থু এই ঘৃণীত কাজের জন্য।
সরকার যদি ইচ্ছা করতো তাহলে অবশ্যই এর সঠিক প্রতিদান দিত।

২১৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৩

এইচ. ইমরান বলেছেন: ঢাকার মানুষগুলো যেন কেমন হয়ে যাচ্ছে!

সবাই এখন যন্ত্রমানব হয়ে যাচ্ছে। অন্যায়, নোংড়ামি কোন কিছুই যেন কারো চোখে পড়ে না। মনে হয় যেন এটাই বাস্তবতা।
তার মধ্যে আপনার ব্যতিক্রমতা দেখে ভাল লাগল!


তবে আমি মনে করি মেয়েদেরও শালীনভাবে চলাচল করা উচিত। কারন আপনি যদি শরীরের সকল ভাজ দেখিয়ে পথে বের হন তবে ছোট বড় সকল পুরুয়ের চোখ ঐ মেয়ের দিকে যাবে। অবশ্যই যাবে... সে যত বড় ফেরশতাই হোক না কেন।

২২০| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৪

সেবু মোস্তাফিজ বলেছেন: সবার দাবী মেনেছে মডারেটর..
এবার অপেক্ষার পালা...

প্রতিবাদে ওই এলাকায় মানববন্ধন হতে পারে।

২২১| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৫

অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ বলেছেন: অবশেষে স্টিকি হল। এবার দেখি ওই জারজ গুলা কই যায়?? X(( X(( X((

২২২| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৭

আবিরে রাঙ্গানো বলেছেন: চাইব ঐ বর্বর ছেলেগুলো ধরা পড়ুক, উচিত শিক্ষা দেয়া হোক ওদেরকে। আমার কোন ক্ষমতা নেই, সমর্থন জানানো ছাড়া। আপনার সাথে আছি আমরা। যারা ঐ এলাকায় থাকেন কিম্বা ঐখানে যেয়ে ঘটনাটি দোকানদারদের কাছে শুনে ঐ ইতর ছেলেগুলোর পরিচয় বের করতে পারেন তারা প্লিজ সাহায্য করুন।

২২৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৭

সহ্চর বলেছেন:
ওকে। গুড। স্টিকি হয়েছে। এখন শুধু মডারেশন প্যানেল কে ধন্যবাদ দিয়ে কমেন্ট করার দরকার নাই সেই সাথে কাজ কিভাবে হতে পারে সে নিয়েও সবাই মন্তব্য করবেন আশা করি।

২২৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৭

অরন্য জীবন বলেছেন: ঠিক বলেছেন নাফিজ ভাই। এই আন্দলন জোরালো করা দরকার।

২২৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৮

মাহতাব সমুদ্র বলেছেন: ভাই আপনি যেটা করেছেন সেটা করার মত যদি ৩০/৪০ ভাগ লোক থাকত দেশে তাহলে এইসব অপরাধ প্রবণতা কমে যেত। সেই সময় যদি আপনার পাশে ৩ জন দাড়াত তাহলে ওরা ১০ জন ভীত হয়ে পড়ত। আপনার চরিত্রের এই বৈশিষ্ঠটা আমার মাঝেও প্রবল এই কারনে অনেক ঝামেলার মুখোমুখি হতে হয়। অধিকাংশ মানুষ 'কী দরকার ঝামেলা বাড়ানোর' এটা ভেবেই কেটে পড়ে। আপনার মত লোক 'একজন হযরত' হয়ে যাবে তারপরেও টনক নড়বে না কিন্তু আপনার এই লেখাটা ঝাকুনি দেয়ার মত। শুভ কামনা আপনার জন্য। সামু কর্তৃপক্ষকে লেখাটি স্টিকি করার অনুরোধ করছি।

২২৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৯

গরম সিঙ্গাড়া বলেছেন: ইভ টিজিংয়ের দায়ে ইউল্যাবের সেই ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব-বন্ধন
বিস্তারিত

২২৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৯

কাঁচামরিচ বলেছেন: ওই কুত্তাগুলাকে ধরে প্রথমে কুত্তাধোলাই দিয়ে তারপর চোখে-মুখে মরিচ মেখে দেয়া দরকার । তারপর বুঝবে কত জ্বালা !!!

২২৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৯

এই সব দিন রাত্রি বলেছেন: আপনাকে স্যালুট করছি। আপনি এই নপুংসক সমাজের অধিবাসী হয়েও একজন বীরের কাজ করেছেন। ইউ ল্যাবের ম্যানেজমেন্টের সাথে কথা বলা উচিত

২২৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৩২

পানকৌড়ি বলেছেন: লেখক আপনি ইউল্যাব এর ফেসবুক গ্রুপে ঢুকে দেখেন ওদের ২/১টার ছবি ওখানে পান কিনা,পেলে এখানে প্রকাশ করুন । আমরা আরি কছিু না পারি ওদের মুখে থুথু ছিটাতে পারবো ।

দেরীতে হলেও মডারেটরদের ঘুম ভেংগেছে,পোষ্টটি স্টিকি করেছে,এইজন্য মডারেটরদের ধন্যবাদ ।

২৩০| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৩৫

আমি ছাড়া ভালা কেডা বলেছেন: ইউল্যাবের ম্যানেজমেন্টের সাথে কথা বলে লাভ নাই। এইসব অনেকদিন ধরে ঘটতেছে। ম্যানেজমেন্টে ‍কিছু শুয়োরের বাচ্চা বসে আছে শুধু টাকা গুনতে। সরকারী ভার্সিটিতে ছাত্রসংগঠন আর বেসরকারীতে ইভটিজার। আমাদের মা বোনেরা কোথায় যাবে? আমাদের উচিত সব বিশ্ববিদ্যালয় গুলো পুড়িয়ে ফেলা। যে শিক্ষা সন্ত্রাসী আর ইভটিজার বানায় সে শিক্ষা দরকার নাই।

২৩১| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৩৬

আন্না০০৭ বলেছেন: ইউ ল্যাব এর মতন একটা চতুর্থ শ্রেণির ইউনিভার্সিটি এর কয়েকটা বদমাইশের জন্যে মডু এত দরদ দেখাইতেসে ক্যান????? ধানমণ্ডি এলাকায় প্রাইভেট ইউনির সংখ্যা বেশি হয়ে গেছে এইকারনে ফার্মের মুরগীর কলিজা বড় হইয়া গেছে।

২৩২| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৩৬

আল-আমিন সেখ বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ সাহসিকতার জন্য। শুয়োরের বাচ্চা গুলারে যদি ঢাবি এর আশপাশে কোথাও পাইতাম খোদার কসম, বাবার নাম সহ চোদ্দ গুষ্টি ভুলাইয়া দিতাম।

ভাই দেখেন কোন ভাবে শুয়োরের বাচ্চা গুলার পরিচয় পাওয়া যায় কিনা।।

২৩৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৩৭

কান্টি টুটুল বলেছেন:

নারী নির্যাতনকারী,নারী উত্তক্ত কারী,ইভ টিজারদের বিরুদ্ধে সামুর এই অবস্থান সঠিকভাবে প্রয়োগ করলে ভাল কার্যকর হবে,


পারভেজ আলম ভাই এর প্রস্তাব সমর্থনযোগ্য

২৩৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৪০

মোঃ হাফিজুর রহমান বলেছেন: এদের বিচার হওয়া দরকার।

২৩৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৪৪

মুঠোকাব্যর কবি বলেছেন: এইখানে প্রতিবাদ আর গালি দিয়া লাভ নাই, কি করতে হবে/ করা যায়, এখন সেটা নিয়ে কিছু লিখেন , সেল নাম্বার বা সামথিং দেন যোগাযোগ করার জন্যে্‌........ ব্যাবস্থা নেয়া হবে !

২৩৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৪৪

সমর্পণ বলেছেন: পরবর্তি পদক্ষেপ কি হবে বলেন....সাথে থাকবো

২৩৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৪৪

কবি ও কাব্য বলেছেন: আপনার প্রতিবাদের সাহস দেখে খুব ভালো লাগলো এবং খুশী হলাম এই কারনে যে বখে যাওয়া তরুণ সমাজের মাঝে এখনও সাহসি প্রতিবাদি তরুন আছে যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানেন।
ছেলেগুলির কোন পরিচয় জানতে পারলে দয়া করে আমার ফেইসবুক ইনবক্সে দিবেন। আশাকরি আমি ওদের কে একটি এমন অন্যায়ের একটি কঠিন শাস্তি দেয়ার ব্যবস্থা করতে পারবো। এদের শাস্তি না হলে রাস্তাঘাটে আমাদের মা- বোন কেউ নিরাপদ নয়। এর বিরুদ্ধে মানব্বন্ধন ও ইউল্যাব ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এর কাছে স্মারকলিপি দেয়া যেতে পারে।
অনেক অনেক শুভকামনা রইলো সাহসী ও প্রতিবাদী লেখকের জন্য।

২৩৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৪৫

জাকির সজিব বলেছেন: Nothing will happen. This is Bangladesh.

২৩৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৪৮

আশার ভেলা বলেছেন: ভাই দেশের সরকার আর আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমাদের আর আশা নেই। তাই আমাদের এভাবেই তাদের সনাক্ত করতে হবে। তাদেরকে সমাজের চোখে অপরাধি বানাতে হবে।
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
আপ্নারা যে যেভাবে পারেন সহায়তে করুন।

২৪০| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৪৯

শাফ্‌ক্বাত বলেছেন: আমার ফেইসবুকে শেয়ার দিলাম।

২৪১| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৪৯

কালো হিমু বলেছেন: মনের মধ্যে বিষিয়ে উঠছে... সে বিষ দেখানোর ইমো নেই... জারজগুলার চামড়া ছাড়িয়ে লবণ মরিচ ডলে দিলেও কম হবে।

স্যালুট আপনাকে। বীরের মতই কাজ করেছেন।

২৪২| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৪৯

দীপান্বিতা বলেছেন: আপনার মত আমিও যেন সাহসী হয়ে উঠতে পারি......

কিছু পুরুষ কেন নারীকেও মানুষের সন্মান দিতে চায় না!!!

এত মানুষ যখন সংঙ্ঘবদ্ধ হয়েছেন আশারাখি সুবিচার পাওয়া যাবে...

২৪৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৫২

বিষন্ন পথিক বলেছেন: আপনার মনুষ্যত্ব ও সাহসের জন্য ধন্যবাদ

ইউ ল্যাবের সি.এস.ই ডীন ও ই.সি.ই ডীনের সাথে আমার ভালো সম্পর্ক ছিলো বছর দুই আগে। আমি ওনাদের কাছে আপনার লেখাটার লিন্ক দিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে ইমেইল করছি এখনি। কোনও রিপ্লাই দিলে শেয়ার করবো।

২৪৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৫৩

ঘুনেপোকা বলেছেন: আপনি অপরাধ করেছেন, শাস্তি পাইছেন। আবার পুসট দিছেন। দেখি পুলাপাইনগুলারে খুজে পাই কিনা। তবে আপনার এ পুস্ট ব্যর্থ যাবে । কিছুই হবে না।

২৪৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৫৩

ব্রেথ অব ফেট বলেছেন: অপ্রিয় সত্য ভাই কি বলছেন কেউ একটু খেয়াল করুন!

২৪৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৫৫

মৃগয়া বলেছেন: পুলিশ পিটায়া মারার জন্য এইগুলারে পায়না?

২৪৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৫৫

অর্ধ মৃত বলেছেন: আরে আমি বুঝতেই পারতাছিনা লেখক ক্যান সামনে আসছে না।
ভাই আপনাকে পরিচয় দিতে হবে আগে, আমরা আছি আপনার সাথে।

আপনি আপনার পরিচয় দিন, কনট্যাক্ট এ্যাড্রেস দিন।
ব্লগে একজন প্রত্যক্ষদর্শি পাওয়া গেছে উনাকে নিয়ে কাজ শুরু করি।

প্রথমে ইউ ল্যাব এ যেতে হবে।

খোজ খবর করলে সবার পরিচয় পাওয়া ব্যাপার না। (এত বড় ঘটনা লুকান যায় না)

ইউ ল্যাব এর ভিসির সাথে কথা বলতে হবে।

দোকানদারদের সাথে কথা বলতে হবে।

সবচেয়ে ভাল হয় ঐ আপুটা থাকলে।

তারপর খুজে বের করে শাস্তির ব্যাবস্থা করতে হবে (ইউ ল্যাব ইর দ্বারা)

আর আমরা শুধু চিনে আসব ওদের চেহারা।

তারপরের টুকু করতে আশা করি সবাই কে লাগবে না। আমরা ব্লগীও কয়েকজন আর কিছু ভাইবেরাদার ই যথেস্ট।






শনিবার সবচেয়ে ভাল দিন- মাইর এর জন্য। আর মাইর এর উপর এই রোগের আর কন ওসুধ নাই।


ও আর একটা কথা একটা ক্যামেরা লাগবে- আমরা কি করলাম তা ব্লগের সবাইকে দেখানোর জন্য, আপুটার একটু কস্ট কমার জন্য।


আমার কন্ট্যাক্ট- [email protected]

কাজ শুরুর এ্যাটলিস্ট ২ ঘন্টা আগে জানাবেন প্লিজ। একটু দুরে থাকি,



ব্লগীও সকল ভাই বেরাদার- আমার কমেন্ট এ কেউ কস্ট পাইয়েন না, আমি ভাই ডাইরেক্ট এ্যাকশন এ বিস্বাসি। আর এই সব মাদার ** পোলাপাইন এর জন্য ডাইরেক্ট এ্যাকশন ছারা কনকিছুতেই কিছু হবে না।





আর যদি আপনারা কোন এ্যাকশন পছন্দ না করেন শুধু ব্লগে ধিক্কার জানাইয়া নিজেরে ভারমুক্ত মনে করছেন - তাদের কে বলি যেদিন নিজের মা, বোন, স্ত্রীর এমন হবে সেদিন ও মনে মনে ধিক্কার দিয়েন।
আর এমন একটা পোস্ট দিয়ে হিট কামায়েন।

আর কিছুই বলার নেই .............................

২৪৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৫৭

রিফাত বিন সাদিক বলেছেন: আমার মা বোনের সাঠে কেউ এই কাজ করলে খুন করে ফেলব।

২৪৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৫৮

নাফিজ মুনতাসির বলেছেন: লেখক ভাই আপনি মনে হয় একটু ব্যস্ত আছেন এখন...........তাড়াতাড়ি ফিরে আসুন.............যেহেতু আপনি ঘটনার সাক্ষী এবং সাহসী প্রতিবাদকারী সেহেতু আপনার রেসপন্স ছাড়া কিছুই শুরু করা যাবে না...............

ফেসবুকে এ ব্যাপারে একটা ইভেন্ট খুলেছে কয়েকজন দেখলাম........জয়েন করতে পারেন সবাই..........
ইভ টিজিংয়ের দায়ে ইউল্যাবের সেই ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব-বন্ধন

২৫০| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৫৮

নোমান নমি বলেছেন: ওদেরকে তরুন বলাতে তরুন হিসাবে আমার খুব লজ্জা লাগছে।জঘন্য একটা ব্যাপার।আপনাকে স্যালুট সাহসিকতার জন্য।

২৫১| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:৫৮

developersend বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রতিবাদ করার জন্য।

২৫২| ১১ ই মে, ২০১২ দুপুর ১:০০

মোনতাসির মামুন বলেছেন: ইউল্যাবরে কেউকি নেই? এখনও প্রতিবাদ করুন এই সব কুত্তাদের বিরুদ্ধ।

২৫৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১:০১

schumonn বলেছেন: আপনার সাহসীকতা ও অন্যায়ের প্রতীবাদের জন্য লাল সালাম।জানোয়ার গুলিকে ধরার জন্য সবাইকে চেষ্টা করার জন্য অনুরোধ। পোস্টটী স্টিকি করা হউক।

২৫৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১:০৫

ফ্যাট পান্ডা বলেছেন: লেখক এর প্রতি@ পোস্ট স্টিকি করার আবেদন করে যারা কমেন্টগুলো করেছেন তাদের কমেন্টগুলো ডিলিট করে দিন। পোস্ট যেহেতু স্টিকি হয়ে গেছে সেহেতু এগুলার আর দরকার নেই। বরং এগুলা ডিলিট করলে নতুন যারা এই পোস্ট টা পড়তে আসবে তাদের পড়তে সুবিধা হবে।

আর সবার প্রতি আমার আবেদন, আবেগ কে সামলে রেখে এখন কি করা যেতে পারে সেটা নিয়ে কথা বলুন।

আমার মনে হয় সবার প্রথম তাদের পরিচয় বের করা দরকার। এটা করার পর ভিকটিম কে রাজি করিয়ে কেস করান দরকার তাদের নামে। আর ভিক্তিম রাজি না হলে লেখক নিজে কেস করতে পারেন তাকে মারধর করার দায়ে। তবে আমার মনে হয় ভিক্তিম রাজি হবেনা কোনও পদক্ষেপ নিতে। আমাদের দেশে এই ধরনের পরিস্থিতিতে পরিবার ব্যাপারগুলো চেপে যাওয়ার চেষ্টা করে।

২৫৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১:০৬

দরিয়ানগর বলেছেন: ব্লগের যারা ইউল্যাবে পড়ছেন, তাদের বলছি, আমাদের এই ভাইয়ের প্রতিবাদের ভাষাকে বৃথা যেতে দেবেন না। দয়া করে আমাদের এই ভাইকে সাহায্য করুন তথ্য দিয়ে, সরাসরি সাহায্য করে!!
মডারেটরদে কাছে অনুরোধ করব, দয়া করে সম্ভব হলে এই পোষ্টটাকে স্টিকি করুন।

২৫৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১:০৬

নির্জন০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৫৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১:০৮

মুকুল সালাহউদ্দীন বলেছেন: আপনার সাহসীকতার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৫৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১:০৮

আমার জন্য লেখা বলেছেন: "জানোয়ার গুলিকে ধরার জন্য সবাইকে চেষ্টা করার জন্য অনুরোধ" ভাই কার কাছে আনুরোধ করলেন? এখন সময় হইল মাইরের। ঐ গুলেরে পিডানোর জন্য রাজী থাকলে আওয়াজ দিয়েন। নেটে সবাই কয়েকদিন উহুআহা করে চুপ মেরে যাবে। বাংগালিরা বিচি ইদানিং মায়ের পেটে রাইখা আসে।

২৫৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১:১০

সুরঞ্জনা বলেছেন: ঘৃনা জানাবার ভাষাও হারিয়ে ফেলেছি।

পোস্টটি স্টিকি করা হোক।

২৬০| ১১ ই মে, ২০১২ দুপুর ১:১২

rainbristi বলেছেন: কুত্তা গুলার উপযুক্ত শাস্তি চাই।।

২৬১| ১১ ই মে, ২০১২ দুপুর ১:১৫

যাযাব৮৪ বলেছেন:


এইভাবে ঢাকা শহরে ঘুরানো হোক

২৬২| ১১ ই মে, ২০১২ দুপুর ১:১৫

পার্থ হালদার বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

২৬৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১:১৫

লুবনা ইয়াসমিন বলেছেন: এত খারাপ লাগছে পড়ে যে বলার নয়। আমার কিছু কাজিন আছে ওরা ডাক্তার। মেডিকেল কলেজে নাইট ডিউটি করে সকাল পর্যন্ত অপেক্ষা করে বাসায় ফেরার জন্য।
একটি সভ্য পরিবারের পক্ষেই সম্ভব একটি সভ্য সন্তান প্রসব করা। বুদ্ধিমান আর পেশীশক্তি দুটো আলাদা শক্তি। কেউ বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রম দিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করছে আর কেউ পেশীশক্তি ব্যাবহার করে জীবন পরিচালিত করছে। শেষোক্ত দলকে রুখতে হলে সবার একতা হওয়া ভীষন প্রয়োজন এবং এখনই সেই সময়। আসুন সবাই মিলে যে যেখানে আছি রুখে দাড়াই এসব প্রতিকুলতার বিরুদ্ধে। আপনার এই লেখাটি বিবেকবান সবাইকে জাগ্রত করবে সাহসী পদক্ষেপে এই কামনা করছি।

২৬৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১:১৮

ৈসকত ইসলাম বলেছেন: X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

২৬৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১:১৮

নাজিরুল হক বলেছেন: আসলে আমাদের সমাজটাই নষ্ট হয়ে গেছে। মানুষ অন্যায়ের প্রতিবাদ করতেও জানে না। প্রতিবাদ করলে নিজে ঝামেলায় পরার আশংকা করে। বাস্তবে ঘটেও তা। কিন্তু এটা তারা ভাবে না যে এই ঘটনা নিজের বোনের সাথেও হতে পারে।

আপনাকে অনেক ধন্যবাদ সাহসী হয়ে প্রতিবাদ করায়।

২৬৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১:২০

s r jony বলেছেন: কারা যেন ফেস বুকে একটা লিঙ্ক খুলছে, আমি জয়েন করলাম। আপনি কি করবেন? নাকি চুপ করে সুধু সামু লিখবেন আর মজা লুটবেন?
এই ঘটনাই আজকে হতে পারে আপনার মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, স্ত্রীর সঙ্গে কিংবা প্রেমিকার সঙ্গে। তখন আপনার কেমন লাগতো?
ইভ টিজিংয়ের দায়ে ইউল্যাবের সেই ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব-বন্ধন

২৬৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১:২২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনার সাহসিকতাকে স্যালুট

২৬৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১:২২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমরা যাদের জন্য লড়ি, যাদের জন্য প্রাণটা বাজি রাখি তারাইতো সঙ্গ দেয়না। এটা বলার কারণ হচ্ছে আপনি যার ইজ্জত বাঁচাতে নিজের জীবনটা বাজি রেখে তার সম্মান বাঁচাতে এগিয়ে গেছেন সে নিজেইতো আপনার সঙ্গ দিলোনা। তাহলে আপনি আমি কার জন্য লড়বো শুধু শুধু?? এখন মনে করেন সবাই মিলে ওই অপরাধীদেরকে পাকড়াও ও করলো, কিন্তু মেয়েটা যদি বলে যে, সেটা নিছক ভুল বুঝাবুঝি তাহলে আপনি আমি কি করবো??? কি হবে এই পোষ্ট দিয়ে, কি হবে এই পোষ্ট স্টিকি করে, কি হবে এতো কমেন্ট দিয়ে সবার মতামত নিয়ে???? যে ব্যাক্তি নিজেই অন্যায়ের প্রতিবাদের সাথে নেই তাহলে আমরা ছেলেরা কি করি???


কয়েক দিন পূর্বে দেখলাম একজন পোষ্ট দিলো, ঢাকাতে না কোথায় জানি, একজন অপরিচিত মেয়েকে বাঁচাতে গিয়ে একজন ব্যাক্তি প্রাণ হারান। তার প্রান দেয়াটা আসলেইকি মেয়েরা সম্মান দিতে পারছে ???


এমনি মুখে বড় বড় কথা বলি আমরা ইভটিজিঙয়ের বিরুদ্ধে। কিন্তু যারাই ইভটিজিংয়ের শীকার হয় তারায় প্রতিবাদের সময় চুপ। তাহলে আমরা কার জন্য এসব করি???


তারপরও বলবো, এসব নোংরামী বন্ধে আপনার সহযোগীতা দরকার। আপনি রিপ্লাই দিন, যেসব ব্লগাররা ঢাকাতে আছেন তাদের সাথে যোগাযোগ করে সহযোগীতা নিন।এবং উপযুক্ত ব্যবস্থা নিন ওই সব জানোয়ারদের বিরুদ্ধে ।

আপনার জন্য শুভ কামনা রইলো

২৬৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১:২৩

খান মেহেদী ইমাম বলেছেন: আপনার সাহসিকতাকে মাথা নুইয়ে সালাম জানাচ্ছি। আজকে আপনি যে সাহস দেখালেন, আশা করছি তাতে অনেক তরুণ যুবক অণুপ্রাণিত হবেন।

ভাই চিন্তা ককরছিলাম দেশ এ গিয়া ভাল চুপ থাকব কিন্তু যা অবস্থা দেখতাছি এইবার দেশ এ গিয়া লগে ক্ষুর লইয়া গুরমু যদি এই রকম দেখি সরাসরি ক্ষুরের টান। আর যে uni পরিচয় দিব হের মায়রে বাপ আমরা এক সময় তাউরাশি করছি কিন্তু মাইয়া লইয়া জীবনেও না। আর আমরা ব্লগার যদি চেষ্টা করি প্রতিবাদ এর একটা শক্তিশালী নেটওয়ার্ক ঢাকা ব্যপি গরতে পারব।

২৭০| ১১ ই মে, ২০১২ দুপুর ১:২৪

সুখী পাগলা বলেছেন:

২৭১| ১১ ই মে, ২০১২ দুপুর ১:২৫

মিজভী বাপ্পা বলেছেন: এসব পোলাপাইন ছাত্র নামের কলঙ্ক।আর আমাদের দেশে যারা আইন প্রণয়ন করেন তারাই আইনের ভঙ্গকারী।

তবে এসব বেজন্মাদের শাস্তি দাবী করছি।ওরা তো মনে হয় নিজের মা বোনকে ও সন্মান করে না বিধায় রাস্তায় মেয়েদের সাথে এরূপ অসভ্যতা করে।

২৭২| ১১ ই মে, ২০১২ দুপুর ১:২৬

চখরটড়াজ বলেছেন: salute to the blogger and deep hatred towards the animals

২৭৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১:২৭

নাহিয়ান বিন হোসেন বলেছেন: অর্ধ মৃত এর মন্তব্যের সাথে আমি তীব্রভাবে একমত পোষন করি।


এখন আমাদের কাজ শুরু করা দরকার কিভাবে এই জানোয়ারের বাচ্চাগুলোকে আইডেন্টিফাই করা যায় সে ব্যাপারে। নাহলে তো এই স্টিকি পোষ্টের কোন অর্থ থাকবে না। আমি কয়েকটা প্রস্তাব দিচ্ছি-

১। ব্লগ থেকে আমাদের কয়েকজনের ইউল্যাবের ওখানে গিয়ে ওদের দারোয়ান, এলাকার দোকানদার এদের কাছ থেকে তথ্য নেয়া যে কারা এই কাজ করেছে। এক্ষেত্রে তাদেরই যাওয়া উচিত যারা ঐ এলাকার বাসিন্দা তথা "এলাকার ভাই বেরাদার"! নাহলে ঝামেলা সামলানো কঠিন হবে।

২। অন্তত একটা শুয়োরের বাচ্চার যদি পরিচয় বের করা যায় তবে বাকি গুলোকে টেনে বের করা যাবে। এরপর আমাদের প্রয়োজনীয় একশন শুরু করা যাবে।


সামু তার দায়িত্ব পালন করেছে পোষ্ট স্টিকি করে। এখন আমাদের দায়িত্ব জানোয়ারের বাচ্চাগুলোকে খুঁজে বের করা। নাহলে কিন্তু পুরো প্রতিবাদের ব্যাপারটা অর্থহীন হবে।

২৭৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১:২৭

সরল জীবন বলেছেন: একেকটা আন্দোলন কিন্তু এভাবেই শুরু হয়, আমার মনে হয় আমাদের মার খাওয়ার দিন শেষ এখন সময় রুখে দাড়াবার, আসুন আমরা এই প্রত্যাশা ও প্রতিজ্ঞা করি যে যখনই কোন অন্যায় আমাদের দৃষ্টি গোচর হবে বা কমপক্ষে এই রকম অন্যায়ের বিরুদ্ধাচরন করে কেউ কেউ যদি লাঞ্চিত হয় তবে সাথে সাথে এগিয়ে যাই, কারন আমি এগিয়ে গেলে আরেকজন ও আসবে, এইভাবে একটা আন্দোলনকে বেগবান করতে হবে। একটা কথা এইভাবে শয়তানদের যদি আমরা লাই দিয়ে যাই, তবে ভবিষ্যত যে কতটা অন্ধকার তা মনে হয় বুঝায়ে বলতে হবে না।

একটা জিনিষ কি খেয়াল করেছেন এই শয়তানগুলি অবশ্যই রাজনৈতিক সুবিধাভোগী এবং সম্ভাবনা খুবই কম যে এরা স্টুডেন্ট, কারন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর সামনে এমনি কিছু ইভটিজার থাকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই শয়তানগুলিই একসময় রাজনৈতিক নেতা, এমপি বা মন্ত্রী হবে, তাদের থেকে আমরা কি আশা করতে পারি। এখনই সময় ভালোদেরকে দেশ নিয়ে চিন্তা করার। আসুন না আমরাই একটা পরিবর্তনের সূচনা করি যা মুক্তিযুদ্ধের মতো আরেকটা বিজয়
আমাদেরকে এনে দিবে দেশের উন্নয়ন এবং দেশকে নিয়ে অহঙ্কার করার একটা সুযোগ।

জাগো বাঙ্গালী, জাগো......

২৭৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১:২৯

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আইনগত সহায়তা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। মামলার ও দ্রকার নেই। র‍্যাবকে সঠিক ইনফরমেশন সহ জানাতে পারলে তারা এসব কেসে উপযুক্ট ডলা দেয়ার ব্যবস্থা করে। সুতরাং আমাদের এগোনো দরকার।

২৭৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩২

নাহিয়ান বিন হোসেন বলেছেন: মিডিয়া কাভারেজ দরকার। আমার জানামতে ব্লগে প্রথম আলো সহ, অন্যান্য পত্রিকার অনেকেই আছেন। আপনারা চুপ করে আছেন কেন???

২৭৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩২

পার্থ হালদার বলেছেন: ভাই হেডলাইনটা change করা দরকার কেননা শুধু সামুই না সকলেরই হেলপ দরকার.......facebook,twitter,google+,all other blog, and other............

২৭৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩৩

শ খি আ ঈয়ন বলেছেন: ওদের উচিত শিক্ষা দিতে হবে

২৭৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩৩

টুন্টু কুমার নাথ বলেছেন: এতক্ষণে বুঝতে কিছু ভাল মনের মানুষ পৃথিবীতে আছে বলেই দুনিয়াটা এখনও টিকে আছে।
ধন্যবাদ সামু-কে প্রতিবাদের কাঠিটি উচিয়ে ধরার জন্য।এগিয়ে চলুন আমরাও আছি আপনার সাথে সাথেই।

২৮০| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩৩

টুন্টু কুমার নাথ বলেছেন: এতক্ষণে বুঝতে কিছু ভাল মনের মানুষ পৃথিবীতে আছে বলেই দুনিয়াটা এখনও টিকে আছে।
ধন্যবাদ সামু-কে প্রতিবাদের কাঠিটি উচিয়ে ধরার জন্য।এগিয়ে চলুন আমরাও আছি আপনার সাথে সাথেই।

২৮১| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩৪

jotil_pola_jamalpur বলেছেন: আসলে খুব খারাপ লাগলো
তাদের বিচার হোক আমরা চাই
আর আমিও আপনার সাহসিকতাকে মাথা নুইয়ে সালাম জানাচ্ছি।

২৮২| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩৫

চোখাচোখি বলেছেন: ঠিক একই রকম ঘটনা আমার ৩ ফুট কাছে ঘটেছে অন্য এক জেলায়। ফুটপাথে দাঁড়ানো ১৮-২০ বছরের এক মেয়েকে সিএনজি ওয়ালার সাথে কথা বলার সময় ২টি বখাটে চেহারার ছেলের একজন পাশ কাটিয়ে যাবার সময় হাত দিয়ে মেয়েটির পাছা টিপে স্বাভাবিকভাবে হেঁটে চলে যায়। মেয়েটি চমকে ঘুরে দাঁড়ায়, অপমানে থ হয়ে যায়। কিছুই বলেনি।

আর আমি? আমি চোখ লুকাই আকাশের দিকে তাকিয়ে।

২৮৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩৫

চখরটড়াজ বলেছেন: salute to the blogger and deep hatred towards the animals

২৮৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩৬

চখরটড়াজ বলেছেন: salute to the blogger and deep hatred towards the animals

২৮৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩৬

প্রশ্নের পাথর বলেছেন: গুলশান কমার্স কলেজের সামনে এমন ইভটিজার সব সময় দেখা যায়৤ অথচ কেউ কিছু বলেনা৤ বসে বসে বিড়ি টানে৤ টিজ করে৤

২৮৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৩৬

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার ছয়মাসের মেয়েকে কোলে নিয়ে ব্লগিং করছি। আপনার মত সাহসি আর ভাল মানুষরা না থাকলে আমার এই কন্যা শিশুটি হয়ত রাস্তায় বেরুতে পারবে না।
একটি সুন্দর পৃথিবীর জন্য আপনার মত তরুনদের খুব বেশি প্রয়োজন।
বেশি দামি কলেজে ভর্ত্তি করলেই সন্তান মানুষ হয়না, ঐসব কুলাঙ্গারদের বাবা মাকেও জেলে ভরা উচিৎ। কারন জন্ম দিলেই দ্বায়িত্ব শেষ হয়না।

২৮৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৪২

হানিফ রাশেদীন বলেছেন: আপনাকে লাল সালাম। আপনার এই ভূমিকা দূর্লভ, যদিও এটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে বাত্বতা হলো হয়তো আমরা কিছুই করতে পারব না (সম্ভব নয় তা নয়)। কিন্তু এখনে এত মানুষের কমেন্ট-ঘৃণা, এটা আমাদের এক ধরণের প্রাপ্তি।

ওইসব ছেলেরা, মানুষ এতোটা অমানুষ হয় কী করে আমি ভেবে পাই না। প্রশ্নের তির ওই ছেলেদের দিকে যায়, আমি মনে করি, আমাদের দিকেও আসে, এই অর্থে যে, কোন সমাজের আমরা বসিন্দা? এই সমাজ তো আমাদেরও! এই সমাজে এমন কী অনুসঙ্গ বিদ্যমান, কেমন মানসিকতা / কালচারে আমরা বেড়ে উঠছি? আশপাশে ওদের আচরণ হয়ত ওদের অসহায়ত্বের ফল।

ভালো ও সুন্দর থেকো সেই মেয়টি। মবাই মানুষ নয়, কেউ মানুষে মুখোশ পড়ে আছে। এ কেবল বলার জন্য বলা নয়, ওদেন যাপিত জীবনই তাই বলে।

২৮৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৪৪

megher_kannaa বলেছেন: কেউ এগিয়ে আসতে চায় না এমন কিছু হলে। আপনার প্রতিবাদের জন্য স্যালুট।

২৮৯| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৪৪

ফা হ মি বলেছেন: এখনও এরকম ইভটিজিং হয়!আমি অবাক হয়ে গেলাম...... তাও ভার্সিটিতে পড়া ছেলেরা!!এদের অবশ্যই খুঁজে বের করা উচিত এবং ভার্সিটি থেকে বের করে দেয়ে উচিত।এরকম কলঙ্ক রাখার কোন মানে হয় না.......।
আশা করি খুব শীঘ্রি এদের খুঁজে বের করা সম্ভব হবে।আপনার সাহসকে সম্মান জানাই।
পোস্টটা স্টিকি করা হোক।অন্তত আমরা সবাই সচেতন হই।

২৯০| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৪৬

গিটারম্যান বলেছেন: যদি কেউ আপনারা সরেজমিনে যেতে চান একটা মেইল পাঠায়েন
আমি থাকার চেষ্টাতে কোন ত্রুটি করবো না ।

একটু ৪ ঘন্টা আগে খালি মেসেজ কইরেন

২৯১| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৪৬

সর্বনাশা বলেছেন:

ব্লগার সুখী পাগলা বলেছেন (১১ ই মে, ২০১২ রাত ৩:৩৪) :

ভাইয়া আপনার সাহসিকতার জন্য অসংখ্য ধন্যবাদ। অই জানোয়ারদের সাথে আপনার একা না পারার ই কথা ছিল। আপনি কুনো বিচার পান নাই এতাই স্বাভাবিক। অই জানোয়াররা নিজের আপন বোন কেও ভালা নজরে দেখে না। ।।বাইন*** গুলারে পিতাইতে হলে আমাদের সবাইকে একসাথে এ থাকতে হবে ।

২৯২| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৪৬

স্যার ... বলেছেন: একটা শিক্ষা তাদের দেয়া উচিত।

ব্লগাররা সবাই মিলে একটা পরিবার হয়ে উঠুক।

২৯৩| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৪৮

রবিনহুড বলেছেন: আপনি কোন ইউল্যাব ভার্সিটির কথা বলছেন?
ধানমন্ডির ৪এ এর সাথের ইউল্যাবের কথা কি?

ছবির এই ইউল্যাব নাকি?

২৯৪| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৫০

আহমেদ রশীদ বলেছেন: এরকম আপনার স্ত্রী, বোন কিংবা মেয়ের সঙ্গেও হতে পারে... প্রতিবাদ এবং প্রতিরোধ জরুরী. কুত্তার বাচ্চা গুলার ছবি তুলে প্রকাশ করা হোক শ্বাস্তী হোক জ্ঘন্য অপ্রাধের।

২৯৫| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৫১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আপনাকে সালাম । আপনার মতো কিছু মানুষ এই দেশে থাকলে আর কিছু লাগতো না ভাইয়া । সালাম আপনাকে । আশা করি সবাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন । নাহয় আমরা সবাই একবার মানুষ হই ।

২৯৬| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৫৩

স্যার ... বলেছেন: আমার মনে হয় এই ব্লগের ব্লগাররা কেউ কাপুরুষ নয়।

তাই ওনার স্থলে আমরাও থাকতে পারতাম ওখানে।

আমি ব্যাপারটাকে নিজের অপমান মনে করছি।

২৯৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৫৮

স্যার ... বলেছেন: আইন দূর্বল হয়ে গেছে, প্রতিবাদীরাও আইন হাতে তুলে নিবে না - তাহলে পাপীরা কিভাবে শাস্তি পাবে?

২৯৮| ১১ ই মে, ২০১২ দুপুর ১:৫৯

ফয়সাল তূর্য বলেছেন: কি বলব!

২৯৯| ১১ ই মে, ২০১২ দুপুর ২:০১

একা স্বপ্নীল পথিক বলেছেন: আজকাল ফেসবুক এবং বিভিন্ন ব্লগে নারীদের নিয়ে অনেক অপমানমূলক পেজ, পোস্ট ইত্যাদি হচ্ছে, যেগুলোতে অনেক শিরোনাম যেমন অমুক তাইপের মেয়েদের ইভ-টিজিং এর অনুমতি দেয়া হোক ইত্যাদি। এসব পড়ে পড়েই কিন্তু আজকালের ছেলেরা আরো বেশী উগ্র হয়ে উঠেছে।

আমি বুঝলাম না এখানে প্রাইভেট/পাব্লিক বিতর্ক কিভাবে আসে। যেই আমের জাত খারাপ, সেটা ফজলি হোক আর ল্যাংরা হোক, জাত তার খারাপই।

আবার, কেউ কেউ বলেন ধান্মন্ডি প্রাইভেটের কথা, গুটিকয়েক কিছু প্রাইভেট বাদ দিলে সব প্রাইভেট ই প্রাইভেট, সেটার আবার ধানমন্ডি কি আর গুলশান কি!!!

মানুষের মানসিকতার যে আজকাল কত খারাপ অবস্থা, এরকম একটি পোস্টের মধ্যে এসেও ...

৩০০| ১১ ই মে, ২০১২ দুপুর ২:০৪

পথহারা নাবিক বলেছেন: ভাই সত্যি কথা আমি নিজেও এইরকম গেঞ্জামে জরাতাম না!! আপনার সাহসের তারিফ করতে হয়!! আপনার মতো লোক বাংলাদেশের ঘরে ঘরে থাকলে আমাদের দেশ টা দুর্নীতিমুক্ত শান্তির দেশ হতো!!

৩০১| ১১ ই মে, ২০১২ দুপুর ২:০৪

খান মেহেদী ইমাম বলেছেন: প্রশ্নের পাথর গুলশান কমার্স কলেজের ইভ টিজাদের ব্যপারে বলতে চাইলে আপনি আমার মেইল আ যোগাযোগ করেন। আমার মেইল [email protected] ওইটা আমার এলাকা আমার এলাকায় আমার পরিচিতি আছে। আর একজন ব্লগার আছে কাক অনাকে বলেও এই স্ম্যসার সমাধান হবে।

৩০২| ১১ ই মে, ২০১২ দুপুর ২:০৮

গিটারম্যান বলেছেন: আমি এখনি গিয়ে সেই জায়গায় তাদের ব্যাপাড়ে খোজ খবর নিতে চাই । আপনারা কে কে যাবেন আমার সঙ্গে ? ???

লেখকের কথায় কিছু ব্যাপার বুঝলাম
লেখক বলেছেন ", ইউ ল্যাবের ছাত্র, পাশের
দোকানদার, ছাত্রদের গাড়ী চালক সবাই ঐ বদমাস
ছেলেগুলোর পক্ষে সাফাই গাচ্ছে"
তার মানে কুত্তাগুলো সেইখানে নিয়মিত বসে অইসব দোকানে নিয়মিত /বাঁকি টাকিও খায় যার জন্য দোকানদাররাও তাদের চেনে সুতারং সেইখানে আমরা গেলে ঠিকি খুজে পাবো । এই পয়েন্ট ধরেই আমি এগুতে চাই
পোষ্ট যিনি দিয়েছেন তাকে আমার মেইলে কন্টাক করতে অনুরোধ করছি । আজ বিকালে আমি থাকবো না ।৮ টার পর ধানমন্ডি আসবো । তখন আপনাকে নিয়ে জিগাতলা যাবো
আর যারা যারা যেতে চান তারা জানান
[email protected]

৩০৩| ১১ ই মে, ২০১২ দুপুর ২:১০

বীলজেবাব বলেছেন: আইন নিজের হাতে তুইলা নিয়া রাস্তায় শোয়াইয়া জবাই কইরা দেওনের দরকার ছিল । এদের মাইরা ফাঁসি হইলেও শান্তি ।

৩০৪| ১১ ই মে, ২০১২ দুপুর ২:১১

শামস্‌ মো: জিয়াউল হক বলেছেন: প্রথমে ধন্যবাদ জানা্ই বিধাতাকে,হয়ত আরো বিপদ ঘঠতে পারত!!!!!!!!!! আল্লাহ পাক লেখক কে নিরাপদ রেখেছেন, আর ধিক্কার জানাই সেই সকল কুলান্গার-বেজন্মা টীজারদেরকে যারা এই অপকর্মটি করেছে...

যে সকল ব্লগার প্রতিবাদ করলেন তাদের সবাই কে ধন্যবাদ কিন্তু আসল কাজটা কখন করা হবে তা কেহ ত বল্লেন না!!!!!!!!!! চলুন সবাই আগামী শনিবার বিকেল -৫-৬টা বাজে তথাকথিত ইউল্যাব এর সামনে যেয়ে সকলে সমবেত হয়ে কিছু করার চেষ্টা করি.....।

লেখক ভাইকে বলছি, আপনাকেও আসতে হবে,এই কাজে আপনাকে বেশি দরকার, তবে প্রথমে আপনার পরিচয় দেওয়ার প্রয়োজন নাই,কারণ হয়ত অন্য কিছুও হতে পারে!!!!!!!!!!!( সব সম্ভবের দেশ আমাদের এই বাংলাদেশ!!!!!!!!!!!!!!!)

৩০৫| ১১ ই মে, ২০১২ দুপুর ২:১২

হাবীব_ফরিদপুর বলেছেন: আপনি ঐ ছেলেগুলারে দেখলে চিনতে পারবেন তো ??আমি কিছু করতে চাই । ওই মেয়েরটার খোজ জানেন তো ? ঐ মেয়ের সাক্ষী আপনার পক্ষে দরকার । মেয়েটা বা আপ[নি একটা অভিযোগ করতে হবে ।

৩০৬| ১১ ই মে, ২০১২ দুপুর ২:১৪

অতুন অথবা অর্থহীন বলেছেন: এদের পাওয়া গেলে জানাবেন, সাতরাস্তার মোড়ে ওদের বিবস্ত্র করে ঘুরাবো :@

৩০৭| ১১ ই মে, ২০১২ দুপুর ২:১৫

আরাফাত৫২৯ বলেছেন: আমি জানি, বেশিরভাগ মানুষেরই এইসব এখন গা সওয়া। অনেকেই এটাকে নারীদের চলাফেরার দোষ হিসাবে বলবেন। কিন্তু কেউ যদি ULAB-এর অপদার্থগুলারকে উপযুক্ত শিক্ষা দিতে পারেন, তাহলে আমি আমার ক্ষুদ্র সাধ্যের মধ্য ১০০০০ টাকা পুরস্কার দিতে পারি।

৩০৮| ১১ ই মে, ২০১২ দুপুর ২:১৬

সািময়া রুপন্তি বলেছেন: এটার কি এখনও কিছু হল? আর অনেকে আপুটার কথা বলছেন যে উনি হ্য়ত মুখ খুলতে চাবেন না, এটা ঠিক। কারন এগুলো জানাজানি হলে মানুষ এমন সব কথা বলে যে পরে অত্যাচার আরো বেড়ে যায়। তবে নাম না প্রকাশ করার কথা বলে দেখতে পারেন। প্লিজ, সাংবাদিক যারা আছেন, ভাইয়ারা, একটু কষ্ট করে এটাকে মিডিয়া তে নিয়ে আসুন। ইভটিজিং এর জন্য আত্মহত্যার খবর সবাই বড় করে ছাপায়, কভারেজ দেয়, তার আগে কেউ সাহায্য করে না, একবার ঘুরেও দেখে না।এবার অন্তত একাজ টা করবেন না।

আর লেখক কে ধন্যবাদ দিয়ে ছোট করব না। কাল যখন ঘর থেকে বের হব তখন একথা ভেবে একটু স্বস্তি পাব যে একজন অন্তত বিবেকবান মানুষ আছেন এদেশে।

৩০৯| ১১ ই মে, ২০১২ দুপুর ২:১৯

ভুদাই বলেছেন: আপনি এটেপ্ট টু মার্ডার এবং মেয়েটিকে শ্লীলতাহানির মামলা করতে বলুন। বাকিটা আমরা দেখবো।

৩১০| ১১ ই মে, ২০১২ দুপুর ২:১৯

রোদ্দুর বলেছেন: ভাই ধরতে পারলে ছবি সহ সামুতে দিয়েন। শালাদের আমি কখন পেলে বরু চেছে দিবো যাতে সবাই দেখলে বুঝতে পারে, এরা পুরুষ না, পুরুষ যাতির কলঙ্ক।

৩১১| ১১ ই মে, ২০১২ দুপুর ২:২০

এসাসিন বলেছেন: োথায় একসাথে হওয়া যায়।

৩১২| ১১ ই মে, ২০১২ দুপুর ২:২৫

এসাসিন বলেছেন: ইভ টিজিংয়ের দায়ে ইউল্যাবের সেই ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব-বন্ধন

৩১৩| ১১ ই মে, ২০১২ দুপুর ২:২৬

এসাসিন বলেছেন: সবাই আসুন। এইবার শালাদের খবর আছে।

৩১৪| ১১ ই মে, ২০১২ দুপুর ২:২৭

দাদাজী বলেছেন: সবার উদ্দেশ্বে আনার কিছু কথা ছিলো ।
এভাবে এখানে দুঃখ্য প্রকাশ বা গালাগালি করে কোন লাভ নাই ,

ঐ মেয়েটাকে নিয়ে থানায় একটা GD করুন এবং তার একটা scan copy এখানে share করুন ।
তারপর একটা সময় ফিক্সড করুন আমরা সবাই ইউ ল্যাব ইউনিভার্সিটির সামনে বিচার চেয়ে শান্তিপুরন ভাবে মানব বন্ধন করবো । আমি কথা দিচ্ছি আমিতো আসবোই আর আমার যতো বন্ধু আছে সবাইকে নিয়ে আসার চেষ্টা করবো ।

আর যারা সাংবাদিক, সমাজ কর্মী , এনজিও (বিশেষ করে যারা নারী অধীকার নিয়ে কাজ করে) তাদের এ বিষয়ে সবধরনের সহায়তা চাচ্ছি ।

কি কেউ আসবেন আসবেন ?
আমাদের বোন বা মেয়েদের নিরাপত্তা চাওয়ার আন্দলনে , বিচার চওয়ার আন্দলনে .....

৩১৫| ১১ ই মে, ২০১২ দুপুর ২:২৭

এসাসিন বলেছেন: Click This Link

৩১৬| ১১ ই মে, ২০১২ দুপুর ২:২৯

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
আপনার সাহস এবং প্রতিবাদের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

কুত্তাগুলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

৩১৭| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৩১

সুমন অহেমদ বলেছেন: বখাটেরা কোথায় চলে গিয়েছে!! এখন শুধু রাস্তার মোড়ে দাড়িয়ে অথবা ফোনে তারা বিরক্ত করছে না, তারা এখন গায়ে হাত দিচ্ছে!!! অধঃপতন আমাদের, এই দায় সমাজের! এই সমাজের অভিভাবকদের দায় এটা! কিভাবে সাহস পায় এইসব বখাটেগুলো? এরা কাদের ব্যাকআপে একজন মেয়ের গায়ে হাত দেয়ার সাহস পায়?

শাস্তির বিধানঃ
১. বখাটেদের শাস্তি হবে এলাকাভিত্তিক। প্রতিটি এলাকায় বখাটেদের শাস্তি দেয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে। যেখানে সরাসরি সূর্যের আলো পড়বে এবং জায়গাটি অবশ্যই একটি উন্মুক্ত জায়গা হতে হবে।

২. বখাটেদের শাস্তি দেয়ার জন্য একটি নির্দিষ্ট বাহিনী থাকবে। এই বাহিনী নতুনভাবে গঠন করতে হবে সরকারকে। ধরে নিলাম এই বাহীনির নাম ”ব” এদের আলাদা কমান্ডিং লাইনআপ থাকবে। যদি এরা ভুল করে তবে একজন নির্দোষ হয়তো বিনা কারণে শস্তি পেতে পারেন। সেক্ষেত্রে যে ভুল শাস্তি দেয়ার জন্য দায়ী থাকবে তার শাস্তি হবে সর্বাধিক। কেননা, যারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন তাদেরকেই সবচেয়ে বেশী সতকর্তা অবলম্বন করা উচিৎ। এবং সে যদি ভুল করে বসে তবে তার জন্য তার ভুলের শাস্তি সর্বাধিক হওয়া উচিৎ। আর এই ত্বত্তটি আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরও প্রয়োগ করা খুবই প্রয়োজন। (কেননা, যারা রক্ষক, তারা যদি ভক্ষক হয়ে উঠেন তবে তাদের শাস্তি অবশ্যই সর্বাধিক এবং জনসমুক্ষে হওয়া প্রয়োজন, যেনো এইধরনের শাস্তি দেখে শিওরে উঠেন সবাই।) সর্বাধিক শাস্তি কি হতে পারে তাও ঠিক করতে হবে। আমি অবশ্যই বলবো সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হয়ে তিলে তিলে জনসমুক্ষে তাকে আঘাত করা যেতে পারে। খেয়াল রাখা উচিৎ এইসব শাস্তির স্থানগুলোতে শিশু, বৃদ্ধ এবং দুর্বল হার্টের মানুষদেরকে প্রবেশাধিকার দেয়া যাবেনা।

৩. ”ব” বাহিনীর কাছে কেউ যদি নালিশ করে তবে তাদের প্রথম কাজই হবে যার নামে নালিশ করা হয়েছে তার উপর কয়েকদিন নজর রাখা। এক্ষেত্রে কাজ করবে ”ব” বাহিনীর গোয়েন্দা বিভাগ। এবং তারা অবশ্যই সিভিল পোশাকে ঐ ছেলেটির প্রতি নজর রাখবে। এভাবে সাতদিন সাতজন গোয়েন্দা কর্মকর্তা তাকে অবজার্ভ করবে এবং সাতদিনই সাতজন ঐ ছেলেটির ব্যাপারে তাদের লিখিত বক্তব্য একটা কাগজে লিখে রাখবে। কাগজে লেখা ঐ সাতটি ডকুমেন্টের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে সে বখাটে কি না। যদি সে বখাটে হিসেবে চিহ্নিত হয় তবে তাকে ধরে নিয়ে আসা হবে। আর যদি সে বখাটে প্রমানিত না হয় তবে এখানেই খেলা শেষ হয়ে যাবে না। কেননা বখাটেরা এক্ষেত্রে চালাকির আশ্রয় নিতে পারেন এবং হয়তো এই সাতদিন সে নিজেকে ভালো ছেলে হিসেবে এলাকায় অথবা প্রতিষ্ঠানে উপস্থাপন করতে পারেন। তাই তাকে মাঝে মাঝেই অবজার্ভ করা হবে এবং যদি প্রমাণিত হয় যে সে ভালো ছেলে এবং এলাকায় অথবা প্রতিষ্ঠানে তার কোনো খারাপ রেকর্ড নেই তবে তার বিরুদ্ধে যে নালিশ করেছিলো তাকে জবাবদিহিতা করতে হবে। এবং সেক্ষেত্রে তার জন্যও শাস্তির ব্যাবস্থাও করতে হবে। এই শাস্তির মাত্রা কম হবে।

--------------------------------------------------------------

যে বখাটে বলে প্রমানিত হবে তার বয়সের উপর নির্ভর করে তাকে শাস্তি দেয়া হবে।

বয়সভিত্তিক শাস্তিঃ
১. তার বয়স যদি ১৪-১৬ এর মধ্যে হয় তবে তার বাবা-মা অথবা গার্ডিয়ানকে প্রথমে সতর্ক করে দেয়া হবে এবং তার ছেলের দেখাশুনার দায়িত্ব তাকে নিতে বলা হবে। এক্ষেত্রে একজন ছেলে দুইবার শাস্তির হাত থেকে বেঁচে যাবে। তবে তৃতীয়বার তাকে কঠোর শাস্তি দেয়া হবে। কঠোর শাস্তি উপরের বর্নিত নির্দিষ্ট স্থানে হবে, সবার চোখের সামনে এবং তার গার্ডিয়ানকেও সেখানে উপস্থিত রাখা হবে। প্রাথমিক অবস্থায় তাকে ঘন্টাখানেক বেঁেধে রাখা হবে এবং তার গার্ডিয়ানকে দাঁড় করিয়ে রাখা হবে। [আমি মনে করি এই বয়সের একটা ছেলে বখাটে হওয়ার পেছনে গার্ডিযানের যতœ এবং খোঁজখবরের অভাবই বেশী কাজ করে, তাই এখানে গার্ডিয়ানও কিছুটা শাস্তি ভোগ করবে]। এরপর জনসম্মুখে তার হাতে ও পায়ে বেত দিয়ে ৫০-১০০ বার আঘাত করা হবে। (এই ধরনের শাস্তি হয়তো বেমানান অথবা হাস্যকর মনে হতে পারে, কিন্তু এইধরনের শাস্তির দ্বারা একজন ১৩-১৬ বছরের কিশোরকে যথেষ্ঠই অপমান করা হবে। আর অপমান মৃত্যুও চেয়েও ভয়ংকর[অনেকের কাছে])

২. শাস্তি ভোগ করার পর দ্বিতীয়বার যদি আবারও এই ছেলে বখাটে বলে প্রমাণিত হয়ে তবে শাস্তির মাত্রা বাড়বে এবং তৃতীয়বার প্রমাণিত হলে ”বখাটে” লেখাটা তার শরীরে সিল মেরে দেয়া হবে (লোহা গরম করে)[মাত্রাটা একটু বেশী এবং এই শাস্তির ফলে একটা মেয়ে অথবা সন্তান জানতে পারবে যে তার বাবা বখাটে ছিলেন কিনা।]

৩. যাদের বয়স ১৭+ হবে তাদেরকে সাথে সাথেই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। সেক্ষেত্রে সে একবার নিজেকে শোধরানোর সুযোগ পাবে। তারপর উপরের বর্নিত শাস্তিটিই তার উপর প্রয়োগ করা হবে।

৪. বিশ্ববিদ্যালয়ে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে যদি কেউ বখাটে বলে প্রমাণিত হয় তবে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানেই তাদের উপরের বর্নিত শাস্তি দেয়া হবে। এখানে উল্লেখযোগ্য যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বখাটেদের শাস্তি দেয়ার জন্য নির্দিষ্ট স্থান থাকতে হবে এবং সেই স্থানটি অবশ্যই উন্মুক্ত স্থান হতে হবে। যেনো অন্যান্য ছাত্ররা বখাটেদের শাস্তি দেখে শিহরিত হয়। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ”ব” বাহিনী থাকবে।

৫. কেউ বারবার বখাটে হিসেবে চিহ্নিত হলে তাকে কারাগারে পাঠানো হবে।

বখাটেদের শাস্তির আরও গুটিকয়েক পর্যায় থাকতে পারে। আমি হয়তো আবার কোনো একদিন এই শাস্তির বিধানকে বিস্তারিত করবো। আর কারাগারে পাঠানোর জন্যও কিছু নিয়মকানুন প্রতিষ্ঠা করতে হবে। সময়ের অভাবে এখন এটা নিয়ে ভাবতে পারছি না।


--------------------------------------------------------------

বিঃ দ্রঃ যেকোনো নতুন আইন প্রণয়ণ করার পূর্বেই প্রয়োজন বিস্তারিত গবেষণার এবং আইন প্রণয়নের পর গনমাধ্যমে তার প্রচারের জন্য ব্যবস্থা করা প্রয়োজন, যেনো সবাই আইনটির ব্যাপারে স্পষ্টভাবে জানতে পারেন।

শেষে আমি বলবোঃ শাস্তির বিধানের সময় কঠোর হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ভুলে যেতে হবে কিছু কিছু ব্যাপার যা মানুষকে আবেগায়িত করে তুলতে সক্ষম।


উপরের অংশটুকু আমি আমার একটা লেখা থেকে কপি পেষ্ট করলাম। কিন্তু উপরের শাস্তির বিধান নিয়ে ভাবা যাবে পরে। আগে এই কালপিটগুলোকে সনাক্ত করতে হবে। লেখককে বলছি, কর্মসূচি ঠিক করেন। আমিসহ আশাকরি ৩০-৫০ জন অথবা এর চেয়েও বেশী সংখ্যাক ব্লগার আপনাকে রাজপথে সহযোগীতা করবে। দরকার হলে আইনের বিরুদ্ধে গিয়ে আমরা ওদেরকে শাস্তি দিবো, হ্যা আমরাই শাস্তি দিবো... এদেশের আইনের শাসনব্যাবস্থা আমাদের জানা আছে.....

আমরা প্রকাশ্যে বখাটেদের শাস্তি দিবো, দেখি কে কি বলে!!!

৩১৮| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৩২

choitykhan বলেছেন: স্টিকি চাই

৩১৯| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৩৫

নাফিজ মুনতাসির বলেছেন: আশ্চর্য একটা ব্যাপার.............পোষ্ট স্টিকি হইছে আরো ২ ঘন্টা আগে...............তারপরও স্টিকি করার আবেদন চেয়ে এখনো কেন কমেন্ট করা হচ্ছে..................

এই পোষ্টের কমেন্টগুলাও অনেক জরুরী পড়া............বারবার এরকম কমেন্ট দেখলে কেউ হয়তো বাকি কমেন্টগুলা পড়ারও আগ্রহ হারিয়ে ফেলবে.............

৩২০| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৩৫

দাদাজী বলেছেন: সবার উদ্দেশ্বে আনার কিছু কথা ছিলো ।
এভাবে এখানে দুঃখ্য প্রকাশ বা গালাগালি করে কোন লাভ নাই ,

ঐ মেয়েটাকে নিয়ে থানায় একটা GD করুন এবং তার একটা scan copy এখানে share করুন ।
তারপর একটা সময় ফিক্সড করুন আমরা সবাই ইউ ল্যাব ইউনিভার্সিটির সামনে বিচার চেয়ে শান্তিপুরন ভাবে মানব বন্ধন করবো । আমি কথা দিচ্ছি আমিতো আসবোই আর আমার যতো বন্ধু আছে সবাইকে নিয়ে আসার চেষ্টা করবো ।


আর যারা সাংবাদিক, সমাজ কর্মী , এনজিও (বিশেষ করে যারা নারী অধীকার নিয়ে কাজ করে) তাদের এ বিষয়ে সবধরনের সহায়তা চাচ্ছি ।

কি কেউ আসবেন আসবেন ?
আমাদের বোন বা মেয়েদের নিরাপত্তা চাওয়ার আন্দলনে , বিচার চওয়ার আন্দলনে .....

৩২১| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৪২

হিবিজিবি বলেছেন: কালপ্রিটগুলোর শাস্তি হোক !

৩২২| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৪২

হাবীব_ফরিদপুর বলেছেন: http://www.somewhereinblog.net/blog/Habibfprblog/29593906

৩২৩| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৪৩

হাবীব_ফরিদপুর বলেছেন: ব্লগার সর্বনাশা এবং অন্যান্যরা সবাই আসেন : ইউল্যাবের উত্তক্তকারীদের শাস্তি এনশিওর করি ।।

৩২৪| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৪৫

জিয়া চৌধুরী বলেছেন: কাজের কথা কাজের কাজ কিছুই হইলনা।

পোষ্টদাতাকে বলছি। আপনার ফোন নাম্বার শেয়ার করেন।
ওখানকার আশেপাশের ব্লগারদের সাথে যোগাযোগ করেন।
আর একটা টিম গঠন করেন।

অপ্রিয় সত্য ভাইয়ের বক্তব্য বুঝতে পারলাম না।
আরো ক্লিয়ার করেন।

আমি রাতের দিকে পুরো খবর পেতে পারি।

৩২৫| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৪৫

চাঁপাইবার্তা বলেছেন: ধিক এই সব কুলাঙ্গারদের> এদের উপযুক্ত শাস্তি দেয়া প্রয়োজন।

৩২৬| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৪৬

অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: ভাই প্রবাসে থাকি , কি করতে পারি বলেন ? দেশে থাকলে বলতাম চলেন ক্ষানকির পোলগো , ওদের বাপ/মার সামনে জেন্দা জালাইয়া দি ওর মায়রে - বাপ

৩২৭| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৪৯

সাব্বির শাহরিয়ার বলেছেন: আমি ULAB এর একজন ছাত্র। আপনি কি ছেলেগুলোর বর্ননা দিতে পারবেন? তারা দেখতে কেমন?
আমি ULAB এর লাস্ট ইয়ার এর ছাত্র। আমি যতটুকু দেখেছি, রাত ৯:৩০ পর্যন্ত ছাত্ররা ইউনিভার্সিটির সামনে থাকে না। হয়তো ছেলে গুলো বাচার জন্যে নাম ব্যাবহার করেছে।
এমন ঘটনার ১০ ভাগের ১ ভাগ যদি কোন ছাত্র করে থাকে আর এটা যদি এডমিনদের কানে যায় তাহলে তাকে সাথে সাথে ইউনিভার্সিটি থেকে বার করে দেয়া হয়। তাই ছাত্ররা কোন খারাপ কাজ করলে ULAB নাম ব্যাবহার করে না।
তবে আপনি ছেলে গুলোর বর্ননা দিন। আমি আপনার এই লিঙ্ক সহ প্রোক্টরের কাছে গিয়ে ব্যাপারটা নিয়ে আলাপ করবো।
আর অবশ্যই আমি এখন থেকে খবর নেয়া শুরু করে দিয়েছি।


আর ছেলে যদি ULAB এর হয় তাহলে সবার একটা কথা মনে রাখা উচিত, একজনের জন্যে সবাই কে গালি দেয়াটা বোকার মত একটা কাজ। একজনের জন্যে সবাই খারাপ হয় না। ছেলেকে যদি চিহ্নিত করা যায় তাহলে সে অবশ্যই শাস্তি পাবে।

৩২৮| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৪৯

অরন্য জীবন বলেছেন: ভিক্টিম দুইজন কে এখনই দরকার। ব্লগার শর্বনাশা প্লিজ আপনি আর ভিক্টিম আসেন। দাদাজী এর পরামর্শ অনুজায়ী কাজ করা দরকার।

৩২৯| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৫০

সুমন অহেমদ বলেছেন: শুধুমাত্র বখাটেদেরকে নয়, ঠিক ঐ মুহুর্তে যারা বখাটেদেরকে সমর্থন করেছে তাদেরকেও নিয়েও ভাবতে হবে.... অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী........

৩৩০| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৫৩

হাবীব_ফরিদপুর বলেছেন: আসেন কিছু করি ।


আপনার ইমেইল টা শেয়ার করেন
[email protected] এটা আমার , একটা মেইল দেন।

৩৩১| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৫৭

kak বলেছেন: লেখককে ধন্যবাদ এরকম একটি সাহসী ডিসিশন নেওয়ার এবং এতকিছুর পরও হাল না ছাড়ার জন্য। অনেকেই এইরকম আচরন পাওয়ার পর হাল ছেড়ে দিত।

প্রশ্নের পাথর, গুলশান কমার্স কলেজের কোন শাখায়? মেইন রোডের সাথের ভবনে নাকি রোডের ভিতরের ভবনের সামনে? এইখানে বলা যদি সমস্যা মনে করেন তাহলে আমাকে মেইল করতে পারেন।

মেইল: [email protected]

৩৩২| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৫৮

ওসমানজি২ বলেছেন: বহুদিন সামুতে আসা হয়না, আজ ফেসবুকে এই লেখাটার লিংক দেখে সামুতে ঢুকলাম। সামাজিক অবক্ষয় আমাদের কোথায় নিয়ে গেছে এই ঘটনাই তার প্রমাণ। সময় এসেছে এক্ষুনি রুখে দাঁড়াবার। আমজনতার সম্মিলিত শক্তির কাছে পৃথিবীর কোন শক্তিই কিছুই না, আসুন সবাই মিলে সম্মিলিত হই। রুখে দিই সমস্ত অপশক্তিকে।

৩৩৩| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৫৯

সেথ বলেছেন: cele gurare ki pawa gese??? na gele ashe pasher tong dokan gulate jiggas kora uchit orra chinbe??

৩৩৪| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৫৯

সুমন অহেমদ বলেছেন: বখাটেগুলো কোন ইউনিভার্সিটির এটা হাইলাইটেড হওয়া উচিৎ না। বখাটে সব জায়গায়ই আছে.... সব পাবলিক এবং প্রাইভেট ভার্সিটিতে বখাটে আছে.... তাদের জন্য ভার্সিটির বদনাম হবে কেনো? দোষ তাদের এবং তাদের অভিভাবকদেরও দায় আছে.....

@দাদাজী,
এদেশের থানা/আইনের উপর আমাদের আস্থা রাখা ঠিক হবে না! উপর মহলের একটা ফোনে এদেরকে ছেড়ে দেওয়া হবে.... এদের শাস্তি আমাদেরকেই নিশ্চিত করতে হবে.....

দরকার হলে আমরা ব্লগাররা শাস্তির বিধান ঠিক করবো....

৩৩৫| ১১ ই মে, ২০১২ দুপুর ২:৫৯

মাহমুদা সোনিয়া বলেছেন: সর্বশেষ আপডেট টা জানতে চাচ্ছি। পশু গুলোকি সনাক্ত করা গেছে?? কি ব্যবস্থা নেয়া হল??



আপনার সাহসিকতায় শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল।

৩৩৬| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:০১

নিপাট গর্দভ বলেছেন: Click This Link

ইভ টিজিংয়ের দায়ে ইউল্যাবের সেই ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব-বন্ধন

৩৩৭| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:০১

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: সবার আগে ঐ এলাকার দোকানদারগুলাকে পারলে ঐ নির্দিস্ট পান দোকানদারকে আটক করতে হবে। তাহলে সহজেই নাম পরিচয় বের হয় যাবে। এইসব জারজদের এখনি আটকানো না গেলে দেশ আর দেশ থাকবে না।

৩৩৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:০১

মাজহার অপু বলেছেন: মানব বন্ধন নয় , যদি ইউলেবের সামনে গিয়ে ওদের ধোলাই দিতে যান তাহলে আওয়াজ দিয়েন, বের হবো, সবাইকে নিয়ে... অন্তত ধোলাই দিতে না পারলেও ধোলাই খাওয়ার জন্য যাব.।

৩৩৯| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:০৫

এস এম নাদিম মাহমুদ বলেছেন: বহুত ব্যথিত হলাম ভাইজি
ইউল্যাব যে সুনাম পাইলো এই বছর এদের ব্যবসা লাল হয়ে গেল। ধিক ইউল্যাব.........আর এদের ছেলেদের বিচার অবশ্যই হওয়া উচিত। ইভটিজিং করে এরা যে অপরাধ করেনি তার চেয়ে বেশি অপরাধ করেছে আপনাকে শারিরিক ভাবে নির্যাতন করে.......উপযুক্ত বিচার দাবী করছি

৩৪০| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:১০

আিশফ বলেছেন: আপনাকে স্যালুট । আমি একজন সাধারন মানুষ কিন্তু আপনার সাথে থেকে প্রতিবাদ করতে চাই। অমানুষ গুলার বিচার চাই।

৩৪১| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:১১

দরিয়ানগর বলেছেন: আমরা VC কে মেইল করে বিষয় টি তদন্ত করার জন্য আনুরুধ করতে পারি।
VC mail Address:[email protected]

৩৪২| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:১৫

বাপ্পিজাফর বলেছেন: এরকম ছেলেদের উচিত শিক্ষা দেয়া উচিৎ।
সমাজের মানুষরা এতটা নিরব আগে ভাবিনি ।। ধিক্কার জানাই এসব সমাজের মানুষদের ।।

৩৪৩| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:১৫

নিক টা আমার বলেছেন: আপনার সাহসিকতা অভিভূত হলাম।
স্যালুট!

৩৪৪| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:১৭

s r jony বলেছেন: কারা যেন ফেস বুকে একটা লিঙ্ক খুলছে, আমি জয়েন করলাম। আপনি কি করবেন? নাকি চুপ করে সুধু সামু লিখবেন আর মজা লুটবেন?
এই ঘটনাই আজকে হতে পারে আপনার মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, স্ত্রীর সঙ্গে কিংবা প্রেমিকার সঙ্গে। তখন আপনার কেমন লাগতো?

ইভ টিজিংয়ের দায়ে ইউল্যাবের সেই ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব-বন্ধন

৩৪৫| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:১৮

কালো পতাকার খোঁজে বলেছেন: ধিক্কার।চলেন কিছু করি X( X( X(

৩৪৬| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:২১

মালেকায়ে হামিরা বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।
সত্যিকারের সাহসিকতার উদাহরন হয়ে গেল এটা।

৩৪৭| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:২১

নিশাচর ভবঘুরে বলেছেন: আগামীকাল করেন, যাই করেন। কাল ভার্সিটি খোলা থাকবে। আজকে কাউকে পাবেন না। কালকে আমিও আছি।

৩৪৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:২৩

এস বাসার বলেছেন: পোস্ট এবং কমেন্ট প্রায় সবকটিই পড়লাম, কিন্তু বখাটেগুলোর কোন নূন্যতম পরিচয়ও পাওয়া গেলনা!!!

এদেরকে চিন্হিত করতে পারলে, পরের স্টেপ নিয়ে আলোচনা করা যেতো।


আপনার সাহসের জন্য স্যালুট।

৩৪৯| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:২৪

নিশাচর ভবঘুরে বলেছেন: সবাই মিলে আগামীকাল বিকেলে চলে আসেন। ইউল্যাবের সামনে।

৩৫০| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:২৪

নাঈম_নাজিউর বলেছেন: এই হৈল বাংগালী। ব্লগ আর ফেসবুকেই যত কাহিনী। ধানমন্ডিতে যতগুলা ভার্সিটি আছে সবগুলা ফকিন্নি মার্কা ভার্সিটি (ইউনাইটেড ছাড়া)। এইগুলার কাছ থেইকা এইসব ছাড়া আর কি সম্ভব!! এম্নে কাম হৈব না আপনে চলেন আমরা আছি আপনার সাথে পোলগুলা কোন এলাকায় থাকে বাইর করা সম্ভব?? সামনা সামনি কিছু করতে চাইলে ডাক দিয়েন - ০১৯১৪৩৬০২২০। ওগো হেডাম দেখতে মুন্চায়। বাংগাল সালারা।

৩৫১| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:২৪

মাস্টার বলেছেন: 'জবাই জবাই জবাই চাই, জবাই ছাড়া কথা নাই'

দেশের যুব সমাজের যদি এই অবস্থা হয় তাহলে এই দেশের ভবিষ্যত তো খুব খারাপ :( এই জিনিসের কথা তো জীবনে ভাবতেই পারিনাই। মানে মাথাতেই আসে নাই যে এমন কিছু হতে পারে। আর শুওরগুলা!!! X((

আমি ভাই গনতন্ত্রের মানুষ না। সোজা জবাই করে ফেলা দরকার এদের। আজকে জামা ধরে টান দিছে, কালকে ছাড়া পেয়ে আমার বোন কে রেইপ করবেনা তার কি গ্যারান্টী!!! X(( X(( X((

৩৫২| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:২৬

ব্লগার ইমরান বলেছেন: আশ্চর্য্য ! এই পোস্টের পোস্টদাতার কোনো কমেন্ট নেই কেনো ?
তিনি কি সরাসরি সামনে আসতে ভয় পাচ্ছেন ?ফোন নাম্বার বা অন্তত ইমেইলও তো দিতে পারেন।

৩৫৩| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:২৬

প্রিপেইড বলেছেন: অবশেষে সামুকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য। আর ধন্যবাদ সকল সহব্লগার ভাইয়া ও আপুকে যারা এই তাতক্ষনিক মন্তব্যের মাধ্যমে সহমত প্রকাশ করেছেন।

৩৫৪| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:২৮

রবিন মিলফোর্ড বলেছেন: বঝতে পারছি না লেখক কোথায় গেলেন । আপনাকেই সামনে থেকে এগিয়ে আসতে হবে । মডুরা পোস্ট ষ্টিকি করে দায়িত্ব পালন করেছেন , এখন আসল কাজ করা দরকার । ব্লগ অন্যায়ের প্রতিবাদের কত বড় মাধ্যম হতে পারে সেটা দেখিয়ে দেয়া দরকার ।

আর বিভিন্ন মিডিয়ার অনেকেই তো সামুতে ব্লগিং করেন , তাদের কেউ মন্তব্য করছেন না বা এগিয়ে আসছেন না কেন বুঝতে পারছি না ।


গিটারম্যান বলেছেন: লেখকের কথায় কিছু ব্যাপার বুঝলাম
লেখক বলেছেন ", ইউ ল্যাবের ছাত্র, পাশের
দোকানদার, ছাত্রদের গাড়ী চালক সবাই ঐ বদমাস
ছেলেগুলোর পক্ষে সাফাই গাচ্ছে"
তার মানে কুত্তাগুলো সেইখানে নিয়মিত বসে অইসব দোকানে নিয়মিত /বাঁকি টাকিও খায় যার জন্য দোকানদাররাও তাদের চেনে সুতারং সেইখানে আমরা গেলে ঠিকি খুজে পাবো । এই পয়েন্ট ধরেই আমি এগুতে চাই ..

গিটারম্যান ভাইয়ের প্রস্তাবটা সমর্থনযোগ্য , আর উপরে পারভেজ আলম ভাইয়ের মন্তব্যের সাথে পুরোপুরি সহমত ।

৩৫৫| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:২৯

ফাতিমা নিশাত বলেছেন: এদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়...আপনাকে অনেক শ্রদ্ধা জানাই...ঘটনা স্থলেই আপনার প্রতিবাদ থেমে যায় নি...ব্লগের মাধ্যমে আপনার জোরলো প্রতিবাদ দেশের আনাচে কানাচে ছড়িয়ে যাক...দেশের সবাই জানোক এখনও মা বোন দের রক্ষার্থ তাদের ছেলেরা ভাইয়েরা যাপিয়ে পরে...আল্লাহ আপনার মঙ্গন করুন...মা বোনদের হেফাযত করুন...আমীন.

৩৫৬| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৩০

িত্রনান্তর বলেছেন: ঐ এলাকার ১০০ গজের মধ্যে যে কয়টা আছে, পিপড়া, মশা-মাছিসহ সব কয়টারে লেংটা কইরা বাইন্দা রাস্তার মধ্যে পিটানো দরকার, কুত্তারবাচ্চারা, শুয়োরের বাচ্চারা...............

৩৫৭| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৩০

নাম দেবো না বলেছেন: পোষ্ট টা পড়ে মন খারাপ হয়ে গেল। ভাবছি ঐ আপুটার ওখানে আমার বোন থাকলে আমি কি চুপ করে থাকতাম?

ইভটিজারদের শাস্তি চাই + যারা এই ঘটনার সময় উপস্থিত থেকেও প্রতিবাদ করেন নি তাদের কে শত ধিক!!!

৩৫৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৩২

নাঈম আহমেদ আকাশ বলেছেন: এইখানে তো কারো পরিচয় ই নাই । তাইলে কেম্নে কি ? আগে পরিচয় খুজে বের করি । ইউল্যাবের কেউ থাকলেও তো মন্তব্য করবে বলে মনে হয় না ।

ব্যাপারটাকে ভার্সিটির পর্যায়ে না নিয়ে মানসিকতা ও মানবতা নিয়ে চিন্তা করুন ।

৩৫৯| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৩৩

জাওয়াদ তাহমিদ বলেছেন:
আসল ব্যাপার হল লেখক কই? উনাকে ছাড়া তো কিছু হবেনা। উনি কি আবারো কোন ঝামেলার মধ্যে পড়েছেন???? /:) /:) /:)

৩৬০| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৩৫

মেজর জেনারেল বলেছেন: ইউ ল্যাবের কোন চান্দু কি ব্লগে নাই? থাকলে আওয়াজ দেও। কতা কই।

৩৬১| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৩৫

অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ বলেছেন: @লেখক মহাশয় কই গেলেন ? সাহায্য চেয়ে আপনারই তো পাত্তা নেই মিয়া। আপনি বাংলায় টাইপ করতে না পারলে ইংরেজিতে করুন বা কারো সাহায্য নিন। বা Avro phonetics software ইউজ করুন। কিন্তু আপনাকে তো একটিভ থাকতে হবে। আপনি কোন রেস্পন্স করছেন না কারো প্ল্যান এর।

৩৬২| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৩৯

রহমান মাহমুদুর বলেছেন: এদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়

৩৬৩| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৪০

নাম দেবো না বলেছেন: লেখক কই!

৩৬৪| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৪৩

চাটিকিয়াং রুমান বলেছেন: শুয়োরগুলোর প্রতি শুধু ঘৃণা আর ঘৃণাই হচ্ছে।

৩৬৫| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৪৩

পিং পং বলেছেন: জারজগুলোর কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। শালারা ভার্সিটি পড়োস দেইখা
ভাবিস না যে তোগো পাঙ্খা গজাইছে।বাপেরও বাপ থাকে কথাটা মনে রাখিস। পাঙ্খা কাইট্টা দিমু।

৩৬৬| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৫০

ব্লগ রাতুল বলেছেন: STKY kora hok aye post ta......jodi na kora hoy tahole Samu te r asbo na ....ata e last comments ...

৩৬৭| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৫২

আহ্‌মেদ সামাদ বলেছেন: ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে উঠা বিশ্ববিদ্যালয়, স্কুল গুলো শুধু ব্যাবসার দিকে দেখে। এরা টাকা পেলে গরু-ছাগলও ভর্তি করে। ছাত্র নামের আড়ালে এরা নানা অপরাধে জরিত হচ্ছে। এদের অপকর্মের প্রতিবাদ করে অনেকেই অপদস্ত হয়েছে। এদেরকে কঠর ভাবে দমন করা উচিত। লেখক কে ধন্যবাদ।

৩৬৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৫৪

কয়েস সামী বলেছেন: Let’s start a revolution. Amra jara bolgger ebari somoy ekta kichu korar. Apnara jara dhakay thaken, plz do sth.

৩৬৯| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:০০

কয়েস সামী বলেছেন: Asun, ekta karjokor Plan kori. Jekono ekjon oi elekay giye golpochole kono dokandarer kach theke tader nam ber korar chesta kori. Prothome tader identify kore ekta GD kora hok tader birudhe. Othoba amader modhe karur jodi rab bondhu thake, tobe tare diya ekta ogore dhorayia anai. Ete halka matrar holeo voy pabe. Samur netritte ekta committee o kora jete pare. Samu korthipokhshi egiye asle aro valo hoy.

৩৭০| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:০২

শিকদার বলেছেন: আমি ওখানে থাকলে কুকুরের মত কুত্তাগুলি কে পিটাইতাম।

মেয়েদের প্রতি উদার্ত আহব্বান যে, এখন ও সময় আছে। বোরখা পড়ে রাস্তায় বের হন। ঝিকমিক বোরখা নয়। শরিয়ত সম্পন্ন বোরখা।

এখন এমন একটা সময় এর দিকে সমাজ এগুচ্ছে, যদি এদের বাধা না দেওয়া যায় তবে যারা বোরখা পড়ে তাদেরও এরা উত্তক্ত করার চেষ্টা করবে।

কিন্তু মনে রাখতে হবে বোরখা ওয়ালীর সাথে আল্লাহর ওয়াদা আছে। হ্যা আল্লাহর ওয়াদা।

৩৭১| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:০৪

০০৮ বলেছেন: আমরা জনগন ঠিকই আপনাকে অভিবাদন জানাব।

৩৭২| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:০৫

আমি রাইন বলেছেন: সীমানা ছাড়িয়ে বলেছেন: এই জানোয়ারগুলোকে উচিত শিক্ষা দিতে হবে। সবাই এগিয়ে আসুন।

পানকৌড়ি বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক । আর ওই ...........রের বাচ্চাদের মুখোশ উন্মোচন করেন কেউ,কেউ না কেউ অবশ্যই পারবেন এটা করতে ।

মোঃ আমিনুল ইসলাম (মিলন) বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক ।

হেডস্যার বলেছেন:
আমরা দিন দিন কাপুরুষ হয়ে যাইতেছি।
এই পোষ্ট ষ্টিকি হোক।

ষুদ্র খাদেম বলেছেন: The post should be sticked.
Trying to grab the attention of all the respected Moderators...

বাক স্বাধীনতা বলেছেন: এই পোস্ট স্টিকি করার জোর দাবি জানাচ্ছি। জানোয়ারের শাস্তি চাই।

অর্ণব আর্ক বলেছেন: পোস্ট স্টিকি করা হোক। ইউল্যাবের মতো একটি অসরকারী বিশ্ববিদ্যালয়ের ব্রয়লার মুরগীর ফার্মে কয়টা মুরগী আছে আমরা গুনে দেখতে চাই।

ফাহাদরক্স বলেছেন: পোস্টটি স্টিকি করা হওক। কারন এই ধরনের সামাজীক ব্যধী মোকাবেলা এভাবেই করতে হয়। সুশীল দের মত এসি রুমে বসে সুন্দর সুন্দর বুলি আওরিয়ে কিংবা আরো শখানেক নতুন আইন বানিয়ে এগুলো সুরাহা হবেনা। প্রয়োজন যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। কারন আমাদের তো ১৬ কোটি পুলিশ নাই, সবার পিছে একটা কইরা খাড়া কইরা দিমু। তাই লাগবে জনগনের স্বতঃস্ফূর্ত সামাজীক মুল্যবোধের অনুশাসন। তার শুরু হতে পারে এভাবেই...।

সাঈদ০০৭ বলেছেন: ঐ পোষ্টটি স্টিকি করা হোক।

নাঈম আহমেদ বলেছেন: ঐ পোষ্টটি স্টিকি করা হোক

হায়রে বলেছেন: ঐ পোষ্টটি স্টিকি করা হোক।








৩৭৩| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:০৬

আমি রাইন বলেছেন: রায়হান রানা বলেছেন: পোস্ট স্টিকি করা হোক। ইউল্যাবের মতো একটি অসরকারী বিশ্ববিদ্যালয়ের ব্রয়লার মুরগীর ফার্মে কয়টা মুরগী আছে আমরা গুনে দেখতে চাই।

অরন্য জীবন বলেছেন: ঐ পোষ্টটি স্টিকি করা হোক।

লুমেন বলেছেন: ইউল্যাব এর ভিসি কে রেজিস্ট্রার, স্টুডেন্ট এফ্যাইয়ার কে মেইল করুন . থানাতে যানানো যেত কিন্তু এতে যে করবে তার হয়রানি বারবে কোথায় যাব আমরা???????




৩৭৪| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:০৭

আকাশ০৭ বলেছেন: টাইটেল পরে বুজতে পারি নাই যে বিষয়টা এমন জঘন্য একটা ঘটনার বর্ণনা। এমন বর্বর কাজ একজন ছাত্রের পক্ষে করা সম্ভব!! ভাবতেই কষ্ট হচ্ছে। অবশ্যই এমন কুরুচিপূর্ণ কর্মের জন্য ওদের শাস্থি পেতে হবে। আমি সবাইকে অনুরধ করছি দয়া করে এই লেখাতই নেটের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিন। আজ একটি অপরিচিত মেয়ে অপমানিত হয়েছে কাল যে আমাদের নিজের কেউ হবে না তার নিশ্চয়তা কি দিতে পারবেন? আসুন সবাই মিলে এর প্রতিবাদ করি।

৩৭৫| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:০৭

আমি রাইন বলেছেন: সংবাদিকা বলেছেন: ইউল্যাবের (ULAB) স্টুডেন্টরা হল মানসিক ভাবে খুবই দৈন্য........
=p~ =p~ =p~ =p~

এদের পর্যাপ্ত মেধা নেই ভালো সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার

এদের বাপ-মায়ের পর্যাপ্ত টাকাও নাই বিদেশে কিংবা দেশের কোন ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ দেবার.........

উনারা লিবারেল আর্টস পরেন...... সবকিছুই একসাথে পড়েন :P :P :P :P কিন্তু কিছুই শেখতে পারেননা......... :P :P :P তারা হুদাই সার্টিফিকেট এর জন্য পড়ালেখা করেন...........

তাদেরকে কেছু বোঝাইয়া লাভ নাই.......... তাদের একমাত্র ওষুধ মাইর.........




৩৭৬| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:০৯

সর্বনাশা বলেছেন:

ব্লগার ভাইরা, প্লীজ আমাকে একটু সময় দিন।

আমি সন্ধ্যা নাগাদ পরবর্তী কর্মপন্থার ( আপনাদের মতামতের ভিত্তিতে ) ব্যাপারে একটি আপডেট দেবার আশা রাখি।

তখন আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারি।

একটি ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন -- আমি কিংবা ভিকটিম (আমি তাঁর সঙ্গে কথা বলেছি), উভয়ই সব রকম কর্মকান্ডে অংশগ্রহণ করতে প্রস্তুত। শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা।

প্লীজ, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করতে থাকুন।

৩৭৭| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:০৯

আবদেল্লাহ ফাইসাল বলেছেন: এটা তো পুরো বাংলাদেশের চিত্র। আপনার লেখাতে মনে হতে পারে ঢাকার ঐ ভার্সিটির সামনেই বোধহয় এটা হয়।
অপরাধীরা যে হোক সে জন্য ব্যবস্থা নিতে হবে আইন শৃঙ্গলারক্ষাকারী বাহিনীকে। রাস্তায় রাতে কি হচ্ছে এটা যে কোনও ভার্সিটি কর্তপক্ষের দেখা সম্ভব নয়। ঢাকা ভার্সিটির রাস্তায় রাতভর কত আকাম হয়--সব ভার্সিটির ছেলেরা করে না আবার ভার্সিটি তার জন্য দায়ী না। তবে সুনিদৃষ্ট করে অভিযোগ আনা হলে ভার্সিটি কর্তৃপক্ষকে অবশ্যই সেটা দেখতে হবে।

সবার আগে আমাদের সবাইকে সচেতন হতে হবে, এসব প্রতিরোধে আপনার মতো এগিয়ে আসতে হবে। সাহারা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে। তা না হলে সরকার-ভার্সিটি কারো পক্ষেই রাস্তার ইতরদের দমন সহজ হবে না।

৩৭৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:০৯

আমি রাইন বলেছেন: অয়ন আহমেদ বলেছেন: সত্যি খুবই দুঃখজনক ঘটনা । আপনাকে স্যালুট জানাই সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার জন্যে। আমি সবসময় চেষ্টা করি প্রতিবাদ করার। এইরকম একবার হইছিল ধানমন্ডি ৮ এ, ওখানে বহিরাগত কিছু আজে বাজে বখাটে ছেলের আড্ডাবাজি করে। সেদিন এক মেয়েকে ডিসটার্ব করছিল। আমি তার পাশে বসে ফুচকা খাচ্ছিলাম। তখন আমি এবং আমার স্ত্রী সেই মেয়ের সামনে আগাই গেছিলাম। ফটোগ্রাফি করি বলে সেদিন হাতে ক্যামেরা ছিল সেটি দেখে তারা কিছু ভয় পেয়েছিল সাংবাদিক ভেবে। আমি একটাকে ধরে সাবধান করে দিয়েছিলাম। আমি সবসময় একটা জিনিষ মানি যারা অন্যায় করে তারা কাপুরুষ থাকে। তাদের একটা ধাক্কা দিলে আর সোজা হতে পারে না। আপনার সাথে আমি আছি প্রতিবাদ করতে। দরকার হলে আমি একটা বিশাল ফটোগ্রাফার বাহিনী নিয়ে ঝাপিয়ে পড়ব তখন দেখবেন পুলিশ বাধ্য হয়ে কাজ করছে।


ইন্জিনিয়ার রুমান বলেছেন: এগুলো সব জারজ সন্তান।


নিশাচর ভবঘুরে বলেছেন: ইন্জিনিয়ার রুমান বলেছেন: এগুলো সব জারজ সন্তান।


আমার রিপোস্টের কমেন্টগুলে রেখে গেলাম।



৩৭৯| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:১১

মুঘল সম্রাট বলেছেন: লেখকের অনুপস্থিতি রহস্যজনক!!!
লেখকের পরিচিত কেউ থাকলে বা ঐ এলাকার বর্তমান অবস্থা দেখে কেউ আপডেট করলে ভালো হয়।

রবিবার কোন প্রোগ্রাম হলে জয়েন করব, ইনশাল্লাহ।

১১ ই মে, ২০১২ বিকাল ৪:২২

সর্বনাশা বলেছেন:

প্লীজ আমাকে একটু সময় দিন।

আমি সন্ধ্যা নাগাদ পরবর্তী কর্মপন্থার ( আপনাদের মতামতের ভিত্তিতে ) ব্যাপারে একটি আপডেট দেবার আশা রাখি।

তখন আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারি।

একটি ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন -- আমি কিংবা ভিকটিম (আমি তাঁর সঙ্গে কথা বলেছি), উভয়ই সব রকম কর্মকান্ডে অংশগ্রহণ করতে প্রস্তুত। শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা।

প্লীজ, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করতে থাকুন।

৩৮০| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:১৩

নিশাত রহমান বলেছেন: ফা** হিউম্যানিটি X( চোখের সামনে এসব দেখেও যেসব লোকেরা চুপ করে থাকে বা প্রশ্রয় দেয়, তাদের আল্লাহ কোন মাটি দিয়ে বানিয়েছন তা আল্লাহই জানেন! X(

৩৮১| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:১৫

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কি বলব বুঝতে পারছি না, আপনি যে সময়ের কথা বলছেন সেসময় আমি কসমো লাউঞ্জের সামনে ছিলাম। খেয়াল করা হয়নি ইউল্যাবের দিকে। তবে শুধু ভার্সিটির দোষ দিয়ে লাভ নাই। যারা এসব করে তাদের মানবিক মূল্যবোধের স্থলন হয়েছে। তবে যারা প্রতিবাদ করে নি তারাও সমান অপরাধী। সবাইকে সচেতন হওয়া উচিৎ এসব ব্যাপারে। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ। পাশাপাশি মেয়েটির গোপনীয়তা নিয়েও ভাবা উচিৎ কারণ এদেশে এ বিষয়টি খুব ভ্যারি করে। লেখকে স্যালুট জানাচ্ছি +++++++

৩৮২| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:১৬

রাজসোহান বলেছেন: একটি ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন -- আমি কিংবা ভিকটিম (আমি তাঁর সঙ্গে কথা বলেছি), উভয়ই সব রকম কর্মকান্ডে অংশগ্রহণ করতে প্রস্তুত। শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা।

উনাকে কই পাইলেন?

আচ্ছা যা হোক। আমি আছি। আমার সাথে যোগাযোগ করুন-

০১৭২১২৫০৯০৯
[email protected]

আমি আপনার পাশে আছি।

৩৮৩| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:১৭

ফিরোজ রিয়েল বলেছেন: ভাই লেখক, সবার মত আমিও আপনার সাহসীকতার প্রশংসা করছি । কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণে আপনার সামনে আসাটা এখন খুব জরুরী ।

দয়াকরে দ্রুত আপনি আপনার পরিচয়সহ সামনে এগিয়ে আসুন । আমাদের সবাইকে আপনার পাশে পাবেন ।

১১ ই মে, ২০১২ বিকাল ৪:২৫

সর্বনাশা বলেছেন:

ভাই, প্লীজ আমাকে একটু সময় দিন।

আমি সন্ধ্যা নাগাদ পরবর্তী কর্মপন্থার ( আপনাদের মতামতের ভিত্তিতে ) ব্যাপারে একটি আপডেট দেবার আশা রাখি।

তখন আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারি।

একটি ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন -- আমি কিংবা ভিকটিম (আমি তাঁর সঙ্গে কথা বলেছি), উভয়ই সব রকম কর্মকান্ডে অংশগ্রহণ করতে প্রস্তুত। শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা।

প্লীজ, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করতে থাকুন।

৩৮৪| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:২১

আবদেল্লাহ ফাইসাল বলেছেন: আপনি যে স্থানের কথা বলছেন তার উপরে ২টা ভার্সিটি আছে। সামনে ইউল্যাব। সব মিলে তিনটা ভার্সিটি।

৩৮৫| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:২৩

কাউসার রুশো বলেছেন: ছি: !!!
গা ঘিন ঘিন করছে ঘৃণায়

৩৮৬| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:২৫

রুদ্রপ্রতাপ বলেছেন: যেকোন কর্মসূচীতে সাথে আছি। দরকার হইলে ধইরা ধইরা একেকটারে ডলা দেয়া হবে।

৩৮৭| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:২৯

মুক্তারবেষ্ট বলেছেন: পোস্টটি স্টিকি করা হয়েছে এজন্য সামুকে ধন্যবাদ ।
আমি সম্মনিত আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর দৃস্টি আকর্ষণ করে বলছি যে আপনারা এর সঠিক দতন্ত সাপেক্ষে এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন যাতে পরবর্তীতে কোন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরুপ ন্যক্কারজনক কাজের পুনরাবৃত্তি করতে না পারে ।
সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের পাক্তন ছাত্রদের সাহায্য কামনা করছি ।
যারা ঐ এলাকায় পরিচিত বা যারা ঐসব ছাত্রদের সনাক্ত করতে পারবেন তাদের প্রতিও বিশেষ অনুরোধ রইল ।
।ঐসব ছাত্রদের জন্য ধিক .....

৩৮৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি নিজে আপনার মতো করতে পারলে গর্ব বোধ করতাম।

৩৮৯| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৩০

সািময়া রুপন্তি বলেছেন: লেখক, Click This Link


এই ইভেন্ট এ আমি আজকে একটা মিটিং এর জন্য বলেচি। কখন হলে আপনি আসতে পারবেন? আমি সে টাইম তা আপডেট করে দেব। মিটিং টা আসলেই দরকার। প্লিজ রিপ্লাই দিবেন।

৩৯০| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৩২

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: তবে ব্লগেও কিন্তু এমন গা বাচানো সুশীল রয়েছে অনেক!

৩৯১| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৩৩

মোস্তাক খসরু বলেছেন: আপনি প্রতিবাদ করেছেন, এটাতো সত্যি, তার অর্থ এখনো আমাদের বিবেক মরে যায়নি। কিছু হোক আর না হোক। প্রতিবাদ হয়েছে। এই প্রতিবাদের ধারাবাহিকতা রক্ষা করা গেলেই, সমাজ থেকে নষ্টদের বিদায় নিতে হবে। ওরা সংখ্যায় অল্প হলেও আমরা ঐক্যবদ্ধ হতে পারি না বলেই ওরা বার বার এই কাজগুলি র্নিবিগ্নে করে যায়।

৩৯২| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৩৮

মুসাফির রকস বলেছেন:
আমি রাজি।
একটা মিটিং করা দরকার

৩৯৩| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৩৯

এরশাদ বাদশা বলেছেন: এই পোস্টে প্রচুর ব্লগার আসবেন, মন্তব্য করে যাবেন, অনেকে কমিটমেন্ট দিয়ে যাবেন, পাশে আছেন থাকবেন। আমি শুধু একটি কথাই বলবো, যে ছেলেগুলো মেয়েটাকে অপমান করলো, তাদের ক্ষমতা বা শক্তি কোনটাই এতোগুলো মানুষের একতার কাছে নস্যি। সবাই এক হলে ওই বেজন্মাগুলো পালানোর পথ খুঁজে পাবেনা। তাই বলছি, শুধু মন্তব্য বা কমিটমেন্ট দিয়ে সরে যাবেন না। এদেরকে মাঠেই প্রতিরোধ করুন। সম্মিলিত প্রতিবাদের একটা নজির স্থাপন করে দেখান। তাতে রক্ষা পাবে অনেক মেয়ের প্রান। যারা ইভ টিজিং এর শিকার হয়ে আত্মহুতি পর্যন্ত দিতে বাধ্য হয়। ব্লগারকে আমার মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি।

৩৯৪| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৪০

মেঘ বালকের কথা বলেছেন: আপনার লেখাটা পড়ে মন্তব্য না করে থাকতে পারছিনা, আমি দেশে নেই, তবুও প্রতিবাদ জনাচ্ছি এমন ঘৃন্য কজের জন্য।

ইউল্যবের ছেলেরা তোমরা এটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়, কিভাবে এটা করতে পারলে? আমদের এই গরীব দেশ যে ছেলে বা মেয়ে কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পায় তারা অবশ্যই খুব ফর্চুনেট, তদের আচরণ এমন নিম্নমানের হওয়া উচিত নয়।

প্রতিবাদ জানাই এই ঘৃন্য কাজের, ধিক্কার তোমাদের মানুষিকতার, শিক্ষার, তোমাদের পরিবারের নৈতিকতার যারা এটা করেছ। অমানুষ কোথাকার।

৩৯৫| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৪২

মাইদুর রহমান বলেছেন: ভাল কথা সময় থাকতে অনেকেরই ভালো লাগেনা। সময় গেলে ঠিকই ভালো লাগে যখন ফাঁদে পড়ে , অপেক্ষা করেন এর ফল পাবেন। হারামিগুলার বিচারও হবে।

৩৯৬| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৪২

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: পোষ্টদাতাকে লাল ছালাম। অনেকদিন পর সামুতে লগিন করলাম শুধু কমেন্ট করার জন্য। লেখাটা পড়ে মাথা গরম হয়ে গেছে। দেশের বেশিরভাগ মানুষ ভালো কিন্তু সবাই প্রতিবাদ করেনা, করতে জানেনা, ভয় পায়। আর এটাই অপরাধীদের জন্য প্লাস পয়েন্ট। যেভাবেই হোক এই অপরাধীদের সনাক্ত করে শাস্তি নিশ্চিত করে সমাজচ্যুৎ করতে হবে। ওদের ছবি ব্লগ/ফেসবুকে প্রচার করতে হবে। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াই। একতাই বল। আর সবাই এই লেখাটা ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও অন্যান্য ব্লগে প্রচার করতে পারি। নিশ্চয়ই এতক্ষনে ঐসব জানোয়ারের কাছে আমাদের সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধের বার্তা পৌছে গেছে।

৩৯৭| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৪৩

মেঘ বালকের কথা বলেছেন: লেখক আপনাকে সাধুবাদ জানাই এমন সাহসিকতার জন্য। যে বোনটি আপমানিত হয়েছেন তাকে সমবেদনা জানাই আর বলছি কত গুলো পশুর জন্য মনকে ছোট করবেননা, ইনশআল্লাহ এদের বিচার হবে।

৩৯৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৪৬

কর্ণেল সামুরাই বলেছেন: ভাই আপনার সাহসকিতাকে স্যালুট । আপনার সাথে আছি।

৩৯৯| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৪৯

নানাভাই বলেছেন: ইউনি তে পড়া কুন হালার পুত নাই(সরি সবাইরে গালি দিলাম)???? যারা এই মাদার...গো চিনে? X(
ইউনি গো কুত্তা দিয়া করানো উচিৎ।
লিখক রে স্যালুট দিলাম।

৪০০| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৪৯

রাখালীয়া বলেছেন: আসল সমস্যাটা সরকারী বা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়া না, সমস্যাটা হলো নৈতিকতা আর মুল্যবোধের চরম অধঃপতন।
ধিক জানাই মানুষরুপি ঐ সব কুকুর গুলোকে।ওদের কি কোনো বোন নেই, তার সাথে এমন হলে .......

আপনাকে স্যালুট......।

৪০১| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৫০

প্রতিবাদী মানুষ বলেছেন: আমার ইচ্ছা সামু একটা গেট টুগেদার এর মাধ্যমে একটি প্রতিবাদ সভার আয়োজন করুক।
আর উপরের মূল বক্তব্যই আমার বক্তব্যই।
স্যালুট লেখক কে।

৪০২| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৫২

গৃহ হারা বলেছেন: ধন্যবাদ দেয়ার জন্য আমি কমেন্ট করিনি, কারণ ধন্যবাদ সব সময় দেয়া যায় না ।

আপনাকে কমেন্ট করার মুল কারণ হচ্ছে আপনি আপডেট গুলো নিচে দিচ্ছেন আপডেট গুলো নিচে না দিয়ে পোস্ট এর উপরে দিলে বেশি ভালো হয় । প্রতিটা আপডেট পোস্ট এর প্রথমে দিবেন । তাতে পোস্ট পড়তে সুবিধা হয় ।

৪০৩| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৫২

জাতিস্বর বলেছেন: ধানমন্ডি তে আমার অনেক ফ্রেন্ড আছে।আমি যারপরনাই খোজ লাগিয়েছি এদের খুজে বের করতে।
আমি নিজেও একজন নারী হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে,নিজে পুরুষ হয়েও ইভ-টিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যে ও এমন সাহসিকতার পরিচয় দিয়ে মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে যাওয়ার জন্যে।

জয় হোক বিবেক ও মানবতার।

৪০৪| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৫৩

মজলুম বলেছেন: আপনাকে সেলুট ভাই। ব্লগে পত্রিকায় নারী অবমাননা নিয়ে পেজের পর পেজ লিখা খুবই সহজ, কিন্তু বাস্তবে প্রতিরোধ করাটাই আসল কাজ। আপনি নিজে একা হয়েও, কয়েকগুলা বখাটেকে রুখতে গিয়েছেন, আপনাকে আবারো স্যালুট।

আমাদের সমাজটা ইনডিভাইজুয়াল সেল্ফিশনেসে ভুগছে এবং ধুঁকছে। আপনি বাঁচলে বাপের নাম বলে সবাই নিজে নিজে বাচছে। স্বার্থবাদি রোগের সংক্রামক আক্রমনে সবাই রোগি হয়ে গেছে, চিকিৎসার যে কেউ নেই।

আমাদের ইনডিভাইজুয়াল সেল্ফিসনেস হতে বের হওয়া দরকার খুব তাড়াতাড়ি।

৪০৫| ১১ ই মে, ২০১২ বিকাল ৪:৫৩

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ইউ ল্যাব এর এভারেজ পুলাপান ব্রাহ্মণবাড়িয়া এর

এই নরপশুরা আমাদের এরিয়া এর হতে ও পারে
খুবি সম্ভব ।

ছবি এক্সপোজ হলে আমাকে জানাইয়েন ।
আমি ব্যাবস্থা নেবো ।

আপনার সাহসিকতা কে স্যালুট !

৪০৬| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:০২

অপেক্ষমান বলেছেন: যে শুয়োর গুলা সেদিন আপনাকে সাহায্যের জন্য এগিয়ে এলোনা এগুলাকেও খুঁজে বের করা দরকার |

আপনার সাহসিকতাকে শ্রদ্ধা জানাই, জানিনা পাশে থাকলে কি করতাম, তবে ঐগুলারে খুন করার নেশা চেপেছে মাথায় |

৪০৭| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:০৪

একজন ঘূণপোকা বলেছেন: আরজুপনি বলেছেন:

আরেকটা কথা বলা দরকার, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোন বিষয় নয়, এধরনের অন্যায়কে কোন স্থানেই সমর্থন দেওয়া উচিত না।

অনুগ্রহ করে কেউ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বা পাবলিক বলে নিজেদের ভেতর দ্বন্দের সৃষ্টি করবেন না।

কোন একটা অন্যায় কাজের বিরুদ্ধে আমরা সবাই মিলে সোচ্চার হবো। কোন ভেদাভেদ যেন না থাকে।

৪০৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:১১

এখন ও চলছি নিরন্তর বলেছেন: Good job, and good luck.

৪০৯| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:১৩

মিষ্টিগল্প বলেছেন: আপনার সাহসীক ভূমিকার কথা পড়ে কমেন্ট না করেই পারলাম না। প্রশাসন যদিও ইভটিজিং বিরোধী বিভিন্ন কথাবার্তার ঝড় তোলে কিন্তু কামের বেলায় কিছু হয় না। যদি কিছু করতে চাই তবে তা অবশ্যই আমাদেরকে করতে হবে।
আমি দেশের বাইরে থাকি...এই মুহূর্তে খুব ইচ্ছা হইতেছে ঐ কাপুরুষদের ধরে আচ্ছা মত প্যাদানী দিতে।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আমাদের মানবিক দায়িত্বের পাশাপাশি ধর্মীয় দায়িত্বও। তাই সকলের উচিত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
আইনী ব্যবস্থা নিতে পারবেন বলে মনে হয় না। কেননা অসুবিধা দেখলে আপনার পাশের লোকজনই আপনার গলাচিপে ধরতে পারে। তাই ওদেরকে চিহ্নিত করে যদি স্যামুর ব্লগারদের প্রতিবাদের যে সব হাত উপরে উঠেছে তা দিয়ে নগদে ডলা দেওয়া উচিত। দেশে বর্তমানে আইন বলতে এটাকেই বোঝায়।
স্যামুর ক্যাডার ভাইদের কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে না, আপনার এক বোনকে এভাবে অপমানিক করলো এবং আপনার এক ভাইকে অন্যায় ভাবে মারধর করলো আর আপনার নিরব?!!!!!

৪১০| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ মানুষ কেবলই বৃদ্ধি পাচ্ছে।

৪১১| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:১৬

লোকমান বিন ইউসুপ বলেছেন: আন্দোলনের ডাক দেন। চান্দি দিমু আর স্বশরীরে আমু,,, গ্রেফতার চাই দোসীদের। ইউল্যাবের কর্তৃপক্ষের সহযোগিতা চাই, সরকার ও নারী সংগঠনগুলোর সহযোগিতা চাই।

৪১২| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:১৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: @লেখক, আপনি ব্লগার 'অপ্রিয় সত্যের' মন্তব্যের উত্তর দিন; হয়তো সমস্যার সমাধান হবে।

৪১৩| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:১৭

বাবুই পািখ বলেছেন: এসব বেজন্মাদের শাস্তি দাবী করছি।

৪১৪| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:১৯

তুতুষার বলেছেন: প্রথমে অপরাধীদের সনাক্ত করতে হবে। এ জন্য ভিকটিম এবং প্রত্যক্ষকারীকে ইউল্যাব এর সকল ছাত্রের ছবি দেখতে হবে। তারপর আ্যকশনে যেতে হবে। এ ব্যাপারে ইউল্যাবের ভিসি কে বাধ্য করতে হবে।

৪১৫| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:২০

একাকী আমরা বলেছেন: সালাম আপনাকে......

R oi sob kutta gulare X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

৪১৬| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:২০

বাবন বলেছেন: ধিক্কার জানাই ওদের... এমনটা তো ঘটতে পারত ওদের মা কিংবা বোনের সাথেও..... কিংবা প্রিয়জনের সাথে..... ধিক্কার আধুনিক শিক্ষায় শিক্ষত এই সব পশুদের... যাদের শিক্ষার কোন মর্যাদাই নেই.... আরও ধিক্কার ওই সব কাপুরুষদের যারা অন দ্যা স্পটে থেকেও কোন প্রতিবাদ করেনি.....

আমার একটি পরামর্শ আছে..... এই পোষ্টে ৪৩৫ টা কমেন্টস পড়েছে.... আসুননা ... আমরা এই ৪৩৫ জনই ইউল্যাব এ এক সাথে গিয়ে ঐ সব বার্স্টার্ডাটদের সনাক্ত করি.... উপযূক্ত শাস্তির ব্যবস্থা করি....

৪১৭| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:২০

জিয়া চৌধুরী বলেছেন: সর্বনাশার স্টিকি পোষ্ট, অস্বাভাবিক নিরবতা ও কিছু প্রশ্ন..............

৪১৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:২২

সাদা মনের মানুষ বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: আরজুপনি বলেছেন:

আরেকটা কথা বলা দরকার, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোন বিষয় নয়, এধরনের অন্যায়কে কোন স্থানেই সমর্থন দেওয়া উচিত না।

অনুগ্রহ করে কেউ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বা পাবলিক বলে নিজেদের ভেতর দ্বন্দের সৃষ্টি করবেন না।

কোন একটা অন্যায় কাজের বিরুদ্ধে আমরা সবাই মিলে সোচ্চার হবো। কোন ভেদাভেদ যেন না থাকে।

৪১৯| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:২৩

তাহিন বলেছেন: এমন একটি ঘটনা কাল বিকেলে ঘটেছে... ৪/এ, ধানমন্ডি-৪৯ রাস্তায় আমরা এর প্রতিবাদ করি। আমরা প্রস্তাবনা
* মানবন্ধন করা।
* লেখের উদোগে সময় নির্ধারণ এবং থানায় যাওয়া
* প্রয়োজনে পুলিশ কমিশনারের সাথে দেখা করা এবং প্রতিকার চাওয়া
* ইউলাব এ যাওয়া কর্তৃপক্ষকে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহনের জন্য বলা

৪২০| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:২৫

আবদেল্লাহ ফাইসাল বলেছেন: সর্বনাশা আমার প্রশ্নের জবাব দেন। সস্তা চনাচুর দিয়া পোস্ট হিট মারানো। কোনও প্রমান আছে--আপনার কাছে ওইসব ছেলে ইউল্যাবের। এতোরাতে ওরা ওইখানে কি করছে? ইউল্যাবের সামনে সরকারি রাস্তায় রাতে কে কাকে ধরলো--এর জন্য ইউল্যাব দায়ী হবে কেন? স্থান ছাড়া এর সঙ্গে ভার্সিটির সম্পর্ক কী? যারা রাস্তায় কিছু কুলাঙ্গার দ্বারা অপমানের শিকার হয়েছে-- তারা কি কর্তৃপক্ষকে কোনও অভিযোগ করেছে। আপনি তাদের পরিচয় পেয়েছেন? আপনি ইউল্যাক কর্তৃপক্ষকে বলেন। তাদের ফোন-ইেমেইল সব নেটে আছে। অল রাবিশ।
এটা আমাদের সামাজিক ব্যাধি। এই ব্যাধি কিভাবে দূর করা যায় সেটা নিয়ে কথা বলুন। সস্তা প্রচারণা আর হিট হওয়ায় ভাবনা বাদ দেন।

৪২১| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:২৯

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই একজন ব্লগের ও কি নাই ধান্মন্দির যে গিয়া খবর নিতে পারে ঘটনার সত্যতা কতটুকু কারন কিছু ব্লগার এই পোস্ট নিয়া সন্ধেহ প্রকাশ করেছে। আমি এক সময় ওঁই এলাকাতে আড্ডা দিতাম এবং আমার অভিজ্ঞতায় বলে যে ঘটনা পুরোপুরি সত্য। আর ভাই এই ঘটনার প্রতিবাদ এর এর মধ্য দিয়ে প্রমানিত হবে আমাদের ব্লগারা খালি মুখে না প্রয়োজন এ মাঠেও নামতে পারি।

সর্বনাশার স্টিকি পোষ্ট, অস্বাভাবিক নিরবতা ও কিছু প্রশ্ন

৪২২| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:৩১

মুসা ভাই বলেছেন: পদক্ষেপটা সুন্দর..স্টিকি করার জন্য ধন্যবাদ ...

৪২৩| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:৩৭

মোস্তাফিজ রানা বলেছেন: অনেক দুরে থাকি নাহলে সরাসরি সাহায্য করতে পারতাম। সাহায্য বললে ভুল হবে দায়িত্ব পালন করতে পারতাম। দেখুন এইভাবে কোন কাজ হয়কিনা।
যেহেতু ঘটনাটা ইউলাবের কাছাকাছি আপনি এ্যাডভোকেট মোহন-এর সাথে যোগাযোগ করতে পারেন। ইউল্যাবের পাশেই যে মসজিদ ওনি ঐই মসজিদের সভাপতি (আমি দুই বছর আগে পর্যন্ত জানি) এবং ওনার বাসাও ঐইখানে। ওনাকে যদি বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করতে পারেন তাহলে আপনি অনু কিংবা অনুর ছোট ভাই বাবু (অনু স্বানীয়ভাবে বেশ পরিচিত) কিংবা মিন্টু নামের আরেকজনের সাহায্য পেতে পারেন। আমি শিওর মিন্টু কিংবা এর চেলাপেলারা ঘটনার সময় ঐইখানে ছিল কিংবা আপনি যাদের কথা বললেন যে তারা আপনাকে বলেছিল সেখান থেকে চলে যেতে তারাও হয়তোবা মিন্টুর পরিচিত।

এইমাত্র এক আংকেলের সাথে কথা বললাম যার বাসা ইউল্যাবের অপজিটে। ওনি আমাকে যতটুকু সাহায্য পারে করবে।

আমি আরোও তথ্য যোগারের চেষ্টা চালিয়ে যাচ্ছি পারলে আপনার সাথে যোগাযোগের কোন মাধ্যম থাকলে ভাল হয়। যদি দরকার হয় সরাসরি স্পটে গিয়েও আপনাকে সহোযোগিতা করার চেষ্টা করব।

৪২৪| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:৩৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: রাজনৈতিক অবক্ষয়ের সাথে সাথে আমাদের সামাজিক অবক্ষয়ও হচ্ছে, এটা গভির ভাবে চিন্তা করে লম্বা পরিকল্পনা করে কাজ করতে না পারলে আমরা জাতী হিসেবে টিকতে পারব না।



সকলের সচেতন হতে হবে।

৪২৫| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:৪২

পুশকিন বলেছেন: shate asi....jakono kisu ta ami thakbo shate....keep going

৪২৬| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:৪৪

মিনরুল বলেছেন: ফারজুল আরেফিন বলেছেন: কিছু বলার ভাষা পাচ্ছিনা

দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। ঐ মেয়েটি কারো না কারো বোন বা প্রিয়জন - ভাবুন সবাই একবার এবং এগিয়ে আসুন।

আপনার সাহসিকতাকে সালাম।

৪২৭| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:৫০

নগর বালক বলেছেন: sabash....................... pashe achi

৪২৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:৫৪

নীল-অভ্র বলেছেন: পোস্টটা পড়ে খুব খারাপ লাগলো। আপনার উদ্যোগটা বেশ প্রশংসনীয়। সাফল্য কামনা করি।

আর, সাথে আছি।

৪২৯| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:৫৬

সোহরাব সুমন বলেছেন: কেমন পরিবারে যে এদের জন্ম সেটাই ভাবছি !!!

৪৩০| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:৫৮

খান মেহেদী ইমাম বলেছেন: অনু হল মহানগর ছাত্রলীগ এর নেতা আমি যখন ওখানে আড্ডা দিতাম অনাকে চিনতাম কিন্তু ওনার চেলারা এই রকম করবে না আর করলে এই দায়ভার ওনারও কারন আমি যতদিন ছিলাম তখন মেয়ে সংক্রান্ত যতগুলো মারামারি করেছি বা মারামারি হইছে টা বেশির ভাগ বহিরাগত মানে যারা ওখানকার বাসিন্দা না যেমন অইখানে আড্ডা দেয় অথবা উনিভারসিত্য ওখানে এমন ছেলেপেলেরাই বেশি করে। তাই আগে কেবা কারা জড়িত আগে সেটা নিশ্চিত করা দরকার নিশ্চিত না হয়ে অনু বা কারো নাম ব্যবহার করা উচিত না। তাবে ভাই জেকোনো একজন ব্লগার গিয়ে বা বন্ধুবান্ধব দিয়ে ওঁই এলাকায় খোজ নেন যেমন আমি একজন ফোন করে জিজ্ঞাসা করলাম ও বলল অ ওঁই সময় এলাকায় ছিল না। তাই কিছু জানে না। যদি ঘটনা সত্যি হয় তাহলে সরাসরি অ্যাকশান এ যেতে হবে হোক সে যে কেউ। আর একটা জিনিস বুঝলাম ulab এর পোলাপান ব্লগিং করে না।

৪৩১| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০১

মোস্তাফিজ রানা বলেছেন: আরেকটা ব্যাপার সেটা হল যেহেতু পান দোকানদার ( অিপ্রয় সত্য এর ভাষ্য মতে) একজন ছেলেকে ঐজায়গা থেকে নিয়ে যায় এতএব ঐই পান দোকানদার নিজেও ঐ জারজদেরকে চিনে । এতএব প্রোপার চ্যানেলের মাধ্যমে পান দোকানদারকে বললেই সব জারজদেরকে বের করা খুব বেশি কঠিন কিছু হবেনা।

৪৩২| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০২

উসীমজদ্দীন বলেছেন: অনেক বড় ঝুঁকি নিয়ে আপনি প্রতিবাদ করেছেন। আপনাকে চিনতাইকারী আখ্যা দিয়ে গনপিটুনীও দিতে পারত। আপনাকে মন থেকে শ্রদ্ধা জানাই- আপনার সাথে আছি। শুয়োরদের ঘৃনা জানানোর ভাষাও আমার নেই। কি জগন্য।

৪৩৩| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৭

মোস্তাফিজ রানা বলেছেন: খান মেহেদী ইমাম আপনি তো ভুল বুঝলেন । আমি নিজে অনু এবং এর ছেলেপেলেদের ভালভাবে চিনি। আর আমি কিন্তু এখানে অনু বা এর ছেলেপেলেদের কাউরেই দোষ দেইনাই। ভাল করে কমেন্টটা দেখেন। ঐ জায়গাতে লিগ্যাল বা ডাইরেক্ট যেকোন এ্যাকশনের জন্যই অনুর সহযোগিতা পেলে অনেক সুবিধা হবে যেহেতু অনু স্বানীয় ভাবে বেশ সুপরিচিত।

৪৩৪| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৯

রফিক মাহমুদ বলেছেন:
আপনার সাহসের জন্য অভিনন্দন!
পোস্টটি স্টিকি করার ব্যাপারে আমিও অনুরোধ জানাচ্ছি।
আমি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, এবং আমার ওখানে এমন ঘটনার অভিযোগ কেউ করলে আমরা অবশ্যই তাদের খুঁজে বার করতাম এবং চিরদিনের জন্য বহিষ্কার করতাম( প্রমাণ সাক্ষী সাপেক্ষে)।
আপনি ইউল্যাবের ভিসির কাছে ঘটনার বিবরণ লিখে পাঠান এবং দেখা করুন।

৪৩৫| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৯

নির্মম বলেছেন: এই ব্যাপারগুলো এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে । কিছুদিন আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক ছেলে ইভ টিজিং এর প্রতিবাদ করায় তাকে স্থানীয় কিছু বখাটে ছেলে উপর্যপুরি ছুরিকাঘাত সহ রড এবং অন্যান্য ধারালো অস্ত্র সহ নির্মম ভাবে তাকে আহত করে। পরে তার জায়গা হয় আইসিইউ তে। এখন ই সময় এগিয়ে আসার একা নয় সবাই একসাথে এগিয়ে আসতে হবে।

Click This Link

৪৩৬| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১১

খান মেহেদী ইমাম বলেছেন: েমাস্তািফজ রানা ভাই আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে ভুল বোঝার জন্য তবে ভাই তথ্য জোগার করা জরুরি হয়ে পরেছে।

৪৩৭| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৪

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: kichhu kulangar dekhi ekhane o achhe. ekhane j ghotona bola hoyechhe Tate to bishwasjoggotar ovab chokhe porchhe na. tachhara arekjon blogger setar prottokhkho shakhkhi o chhilen. ohetuk sorbonasha k proshnobidhdho kore take heyo korar Ki mane? ekhane ULAB kono issue noi. otite DU te o erokom ghotona ghotechhe.

৪৩৮| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৬

নাহিয়ান বিন হোসেন বলেছেন: সাথে আছি। যে কোন পদক্ষেপে সাথে আছি।

৪৩৯| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৭

মোস্তাফিজ রানা বলেছেন: আমার মনে হয়না ছেলেগুলোকে বের করা খুব কঠিন কিছু যেহেতু পান দোকানদারকে পাওয়া গেছে। লেখখকে খুজছি আপনি কোথায়?

৪৪০| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৭

আকাশ_পাগলা বলেছেন: স্টিকি করা উচিত।
বাংলাদেশের লোকগুলা এখন এমন হয়েছে যে এদের ভয় দেখাতে আর অস্ত্র বের করা লাগে না। মুখে ঝাড়ি দিলেই হয়।
ছি ছি ছি ছি ছি


ভাই, আমি যদি মাইরও খাই তাও আপনাকে অনুসরণ করবো।

৪৪১| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৭

রূপকথার রাজকন্যা বলেছেন: প্রথমত লেখককে ধন্যবাদ এমন ঘটনায় এগিয়ে আসবার জন্য।
সাধারনত আমি দেখেছি এই টাইপ ঘটনায় ভিকটিম এগিয়ে আসতে চায়না কারন তার পরিবার থেকে বলা শুরু করে তুমি ভার্সিটিতে কেন এমন ঝামেলায় জড়াতে গেলা। ১০০ মেয়ে পড়ে তোমার সাথে সেখানে তোমার সাথেই কেন এমন ঘটনা।
আবার অনেকে বলতে গেলে এইখানে একজন ব্লগার ই বলে ফেললেন মেয়েদের জামাকাপড় এর ব্যপার এ সচেতন হওয়া উচিত।
কেন ভাই জামা কাপড় যেমনই হোক ছেলে কি নিজেকে নিজে সংযত করতে পারেনা?
যাই হোক মেয়ের পোষাক ভালনা, মেয়ের চরিত্র ভালনা ইত্যাদি কথা কেউ উঠালে তার বিরুদ্ধেও জোড় প্রতিবাদ কামনা করব। কারন এই জাতীয় কথা বলে একদল বদমাইশ কুকুর ইভটিজারদের বাচাতে চাইবে।
এখনও কি এ

৪৪২| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২০

আকাশ_পাগলা বলেছেন: খাইছে, আমি বলার সাথে সাথে স্টিকি হয়া গেলো !! :!> :P :P

যাক গা, যেটা বলছিলাম

ভাই, আমি যদি মাইরও খাই তাও আপনাকে অনুসরণ করবো

৪৪৩| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৩

এসাসিন বলেছেন: সবাই এত প্যাঁচাল বাদ দেন তো ।ফেসবুক পেজ এ জয়েন করে, ওইদিন বন্ধুদের নিয়ে ইউ ল্যাব এর সামনে আসুন। নিজের মেয়েদের বাঁচান।

৪৪৪| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৩

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: abdella faysal lagatar ei post er birodhita kore aschhe bishoy ta sondeho Jonok.

৪৪৫| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৮

লুৎফুল কাদের বলেছেন: প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোন বিষয় নয়, এধরনের অন্যায়কে কোন স্থানেই সমর্থন দেওয়া উচিত না।

কোন একটা অন্যায় কাজের বিরুদ্ধে আমরা সবাই মিলে সোচ্চার হবো। কোন ভেদাভেদ যেন না থাকে।

৪৪৬| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩০

কলমবাঁশ বলেছেন: ইউনিভার্সিটিতে পড়ে অনেকে মানুষ না হয়ে শুয়োর তৈরী হচ্ছে, (সবাই না)। ঢাবিতে দেখলেন না সমাবর্তন থেকেই চুরি করা শুরু। আর বড় একটা পদে বসলে তো আর রক্ষে নেই। জয় বাবা ভোলানাথ!

৪৪৭| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩১

একলা বগ বলেছেন: এই উদ্যোগ সফল করার জন্য একটা বুদ্ধি দেই। ব্লগের কয়েকজন একটা যায়গায় একত্রিত হন। সরাসরি আলোচনা করুন।

৪৪৮| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

ওয়াজাহাত বলেছেন: স্টিকি পোষ্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনা যে ন্যাক্কারজনক কুৎসিত তা নিয়ে নতুন কিছু বলার নেই। একটা বিচার করতে পারলে ভালো হতো। কিন্তু সেই জানোয়ারগুলো আসলেই ইউল্যাবের ছিল এটা তো প্রমানিত না, এ ব্যাপারে কেউ ভেবেছেন? কেউ টি এস সিতে বসে আড্ডা দিলেই তো ঢাবি্র ছাত্র হয়ে যায় না!

৪৪৯| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

ঢাকা ভাই বলেছেন: এই পোস্টে প্রচুর ব্লগার আসবেন, মন্তব্য করে যাবেন, অনেকে কমিটমেন্ট দিয়ে যাবেন, পাশে আছেন থাকবেন। আমি শুধু একটি কথাই বলবো, যে ছেলেগুলো মেয়েটাকে অপমান করলো, তাদের ক্ষমতা বা শক্তি কোনটাই এতোগুলো মানুষের একতার কাছে নস্যি। সবাই এক হলে ওই বেজন্মাগুলো পালানোর পথ খুঁজে পাবেনা। তাই বলছি, শুধু মন্তব্য বা কমিটমেন্ট দিয়ে সরে যাবেন না। এদেরকে মাঠেই প্রতিরোধ করুন। সম্মিলিত প্রতিবাদের একটা নজির স্থাপন করে দেখান। তাতে রক্ষা পাবে অনেক মেয়ের প্রান। যারা ইভ টিজিং এর শিকার হয়ে আত্মহুতি পর্যন্ত দিতে বাধ্য হয়। ব্লগারকে আমার মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি।

৪৫০| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪১

নাইটফল বলেছেন: ****** বাচ্চাগুলারে ইচ্ছা করতেছে জুতা দিয়া পিটায়া, ড্রেনের পানি খাইয়াইয়া, ঐ তরুনীর জুতা চাটাইয়া, নাকে খত দিয়া, পুরা সাত মসজিদ রোড কানে ধরায়া, জুতার মালা গলায় দিয়া ঘুরাইতাম। আর ইন্টেরোগেশন সেলে নিয়া একটু পর পর হাই ভোল্টেজের ডিসি কারেন্ট দিয়া শক দিতাম। *** বাচ্চাদের ঘরে কোন মা-বোন মনে হয় নাই। *** পয়দা হইছে।

৪৫১| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

আমি হীরা বলেছেন: ৮ বছর ব্লগিং করেও বাংলা টাইপ করতে পারেন না?

আপনার সাথে আছি

৪৫২| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

অক্টোপাস পল বলেছেন: সর্বনাশা ভাই, তাড়াতাড়ি ফিরে আসেন। অলরেডি ত্যানা প্যাচানি শুরু হয়ে গেছে। নিজের অবস্থান ব্যাখ্যা করুন।

আর ইউনিভার্সিটি নিয়ে গলাবাজদের বলছি, এমন ঘটনা যেকোনখানেই ঘটতে পারে। এইটা পাবলিক প্রাইভেটের বিষয় না।

৪৫৩| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

আমি হীরা বলেছেন: ৪*

৪৫৪| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫০

সাইবার সোহেল বলেছেন: ভাইরে এমনই হয়.....কেউই ঝামেলায় পরতে চায়না! এখন ওনাকে মানে ঐ মহিলা ও নিজের সম্মানের কথা ভেবে বিষয়টি চেপে যাবে আর ঐ ছেলে গুলোও ঘটনাটা অস্বিকার করবে। সাক্ষী হিসাবে এখন আর কাউকেই পাবেননা। আর একা কিছু করতে গেলে এবার পত্রিকায় আপনার লাশের ছবি আসবে। মানুন আর নাই মানুন এটাই এদেশের বর্তমান রীতি।

৪৫৫| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫০

নয়ননভিশ বলেছেন: দৃষ্টি আকর্ষনের জন্য অনতিবিলম্বে-

পোষ্টি ষ্টিকি করা হউক।
X( X( X( X(

৪৫৬| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫০

রেজা সিদ্দিক বলেছেন: আমার প্রস্তাবনা
ধানমন্ডি বাসীরা এ ধরণের অপকর্মের বিরুদ্ধে একটা দিনক্ষণ ঠিক করে ঘটনাস্থলে সমবেত হোন।
শুধু ধানমন্ডি নয় আরো অনেক স্থানে এমন হয়, সেখানেও একই ধরণের সমাবেশ কার যেতে পারে।
সংখ্যা কম হোক তাতে কোনো অসুবিধা নেই। আকাশের ধ্রুবতারা একটিই।
আসুন সবাই ধ্রুবতারা হয়ে উঠি।

৪৫৭| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫১

আকাশ_পাগলা বলেছেন: ১) পুলিশের কাছে যান। বর্ণনা শুনে ছবি আঁকতে পারে, এমন লোক পুলিশের কাছে থাকবে।


২) ব্লগার বন্ধুবান্ধব আরও যারা স্বেচ্ছাসেবী আছেন, তাদের নিয়ে যান।

৩) একটা কাজ করেন। আপনার ফোন নাম্বার দেন। সেখানে আপনার সাথে যারা যারা আসতে আগ্রহী তাদেরকে কনটাক্ট করতে বলেন।

৪) ছবি আঁকানোর পরে ব্লগে, ইউল্যাবে , ফেসবুকে আর এই পোস্টেও এডিট করে লাগিয়ে দেন। ওদের খুঁজে পাওয়া এমন কোন ব্যাপার হবে না।

৫) আপনি, ঐ ভিকটিম, ওখানকার দারওয়ান আর অন্যান্যরা, নিচে লিখিত স্বাক্ষী দেবেন যে এরাই সেই কুত্তা।

৪৫৮| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫২

অভিজিত রায় অভি বলেছেন: আমি আছি যেকোন প্রয়োজনে !!! আর লেখক ভাই, আপনার যেহেতু লিখতে সমস্যা হচ্ছে দয়া করে আমাকে আপনার অবস্থান টা মেইল করেন। যদি পারি আপনার সাথে দেখা করব। সব ভাবে সাহায্য করব। আর ব্লগের লেখা বা মন্তব্য আপনার সাথে বসে আপনার হয়ে লিখে দিতে পারি। আমার নিচের মেইল এ মেইল করুন প্লিজ।

[email protected]

৪৫৯| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জানোয়ারগুলার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। X(( X((

পরবর্তী কর্মপন্থা জানার অপেক্ষায় রইলাম।

৪৬০| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

প্রকৌশলী আতিক বলেছেন: ভাই একটা ভাল বুদ্ধি দেই। ঢাবি অথবা ঢাকা কলেজ থেকে পোলাপান যোগাড় করেন। ব্লগে খুজলে পাইবেন। ছাত্র লীগ হইলে তো আর কথা নাই। কাটা দিয়া কাটা তুলতে হবে।

ইউ ল্যাবের কারো সাহায্য দরকার, ওদেরকে আইডেন্টিফাই করার জন্য। দেন ধইরা রাম ধোলাই দিয়া, থানায় গিয়া একটা কেস কইরা দেন। ঝামেলা শেষ।

৪৬১| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৬

নাফিজ মুনতাসির বলেছেন: লেখক আপনি অনেক দেরী করছেন................সবাই স্বত:স্ফূর্তভাবে সমর্থন দিলেন............অনেকে নিজের মোবাইল এবং মেইলও দিলেন আলাপের জন্য এবঙ সাহায্যের জন্য...................আপনি প্লিজ রেসপন্স করুন সবার মন্তব্যের..............সবার সাথে আলাপ করে কি করা উচিত সিদ্ধান্ত নিন যত দ্রুত সম্ভব..............

৪৬২| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

যাযাবর অভিধান বলেছেন: আপনার সাহসিকতাকে সহস্র সালাম। আর আপুকে সমবেদনা ... লজ্জিত, অপমানিত আজ এই জাতি...

৪৬৩| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

ইমুব্লগ বলেছেন: জানোয়ারগুলার উপযুক্ত শাস্তি হওয়া দরকার।

পরবর্তী কর্মপন্থা জানার অপেক্ষায় রইলাম।

৪৬৪| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০১

রাতপাখি বলেছেন: ****** বাচ্চাগুলারে ইচ্ছা করতেছে জুতা দিয়া পিটায়া, ড্রেনের পানি খাইয়াইয়া, ঐ তরুনীর জুতা চাটাইয়া, নাকে খত দিয়া, পুরা সাত মসজিদ রোড কানে ধরায়া, জুতার মালা গলায় দিয়া ঘুরাইতাম। আর ইন্টেরোগেশন সেলে নিয়া একটু পর পর হাই ভোল্টেজের ডিসি কারেন্ট দিয়া শক দিতাম। *** বাচ্চাদের ঘরে কোন মা-বোন মনে হয় নাই। *** পয়দা হইছে।

৪৬৫| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০২

ভেজাল মানুষ বলেছেন: স্তিকি করা হোক

৪৬৬| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০৬

আকাশ_পাগলা বলেছেন: Click This Link

এটা দেখেন। এত কমেন্টের ভীড়ে পরামর্শগুলা হারিয়ে যাচ্ছে।

৪৬৭| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০৬

ইমুব্লগ বলেছেন: জানোয়ারগুলার উপযুক্ত শাস্তি হওয়া দরকার।

পোস্ট দাতার উচিত সকল ব্লগারদের কৌতূহল নিবারণে প্রকাশ্যে আসা।


৪৬৮| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১০

সত্যান্বেষী বলেছেন: সমাজের আগা থেকে গুড়া পর্যন্ত যে পচন ধরেছে তার প্রকাশ ঘটছে সব যায়গায়। শিক্ষায়তনগুলি এর ব্যাতিক্রম নয়। ইদানিং লক্ষ্য করবেন ভার্সিটি, কলেজে ছাত্ররা তুমুল মারামারি করছে, না কোন মহৎ কারণে নয়, কেন্টিনে খাবার নিয়ে!

এই যে আপনি ইউল্যবএর ছাত্র নামের কিছু শুয়রের বাচ্চার ঘটনাটি তুলে ধরলেন, খতিয়ে দেখবেন জন্মের পর থেকে নৈতিকতা বলতে কোন জিনিষ এরা শিখেনি। এরা এদের বেজন্মা মা-বাপ আর আমাদের বেজন্মা সমাজের ফলাফল।

আমি অভিভূত, আপনি খুব গুরুত্ত্বের সাথে ব্লগে বিষয়টি তুলে ধরেছেন, এবং এটি স্টিকিও হয়েছে। সম্ভবত: সামুর সেরা স্টিকিগুলোর মধ্যে এটি একটি।

তবে এখন কি করা যায়? বিড়ালের গলায় ঘন্টাটি তো কাউকে না কাউকে বাঁধতে হবে। তার আগে কুৎসিত বেড়ালগুলিকে সনাক্ত করতে হবে। আমার মনে হয় এটি করা যায় আপনি এবং সাথে আপনার মতো কয়েকজন সাহসী মানুষ ইউল্যাবে গিয়ে এদেরকে চিহ্নিত করা। তারপর ব্যাপকভাবে জুতাপিটা করা। পুলিশ বা কর্তৃপক্ষ কিছুই করবে না।

৪৬৯| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১০

সাব্বির শাহরিয়ার বলেছেন: আমি ইউল্যাবের একজন ছাত্র। সকালে ঘুম থেকে উঠে আমি এই পোস্টটা দেখতে পাই। সাথে সাথে খবর নেয়া শুরু করি।
সারাদিন আমি অনেক খবর নিলাম। ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে আলাপ করলাম। যারা ইউনিভার্সিটির কাছে আছে, তারা গিয়ে খবর নিয়ে বললো, এমন কিছু নাকি হয়নি।
ইতিমধ্যে, এই পোস্টে গালা-গালি দিয়ে অস্থির অবস্থা। ইউনিভার্সিটি উদ্ধার করে ফেলেছে কিছু অতি সচেতন মানুষ। কিন্তু যে এটা পোস্ট করেছে তার কোন খবর নাই। সে ইউল্যাবে কোন অভিযোগও করেননি।
অন্যদিকে ইভটিজিং একটা অসুস্থ মানুষিক রোগীর কাজ। তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিন্তু এর জন্যে ইউনিভার্সিটি কে গালি দেয়াটা একটা বোকামি। আর এখন পর্যন্ত কোন প্রমান নাই যে, এই হারামজাদা ইউল্যাবের।

যাইহোক, এতক্ষন সব দেখার পর আমার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা কান নিয়ে গেল চিলে এর মত।
আমার জানামতে ইউল্যাব ইতিমধ্যে খবর নেয়া শুরু করেছে। ছেলেকে পাওয়া গেলে তাকে অবশ্যই শাস্তি দেয়া হবে।

৪৭০| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১১

আইআইচকিবরিয়া বলেছেন: আসুন আমরা সবাই ইয়ুলাব এর ভিসিকে এই পেজ এর লিঙ্ক টা মেইল করে দেই

[email protected]

৪৭১| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১২

প্যারাসিটামল বলেছেন: কুত্তা গুলারে জনাকীর্ন স্হানে বেধে থুথু নিক্ষেপ করা হউক

৪৭২| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১২

যাযাবরমন বলেছেন: এমন কোন ঔষধ নাই যা একাই সব রোগ সারাতে পারে।
যেমন রোগ তেমন ঔষধ না দিলে রোগ সারবে না।
বাংগালি আরম্ভ করতে পারে না, তবে কেউ আরম্ভ করে দিলে তারা ভাল হাল ধরতে পারে।
কথায় আছে যেমন কুকুর তেমন মুগুর।

কয়েকটা টিম করে এদের কুকুর পেটা করা দরকার, তাহলেই দেখবেন বাংলাদেশের সবাই আমাদের অনুসরন করছে। তাহলে অচিরেই দেশ থেকে এরকম অসভ্যতা দুর হবে।

৪৭৩| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১৩

সত্যান্বেষী বলেছেন: ঢাকা ভাই বলেছেন: এই পোস্টে প্রচুর ব্লগার আসবেন, মন্তব্য করে যাবেন, অনেকে কমিটমেন্ট দিয়ে যাবেন, পাশে আছেন থাকবেন। আমি শুধু একটি কথাই বলবো, যে ছেলেগুলো মেয়েটাকে অপমান করলো, তাদের ক্ষমতা বা শক্তি কোনটাই এতোগুলো মানুষের একতার কাছে নস্যি। সবাই এক হলে ওই বেজন্মাগুলো পালানোর পথ খুঁজে পাবেনা। তাই বলছি, শুধু মন্তব্য বা কমিটমেন্ট দিয়ে সরে যাবেন না। এদেরকে মাঠেই প্রতিরোধ করুন। সম্মিলিত প্রতিবাদের একটা নজির স্থাপন করে দেখান। তাতে রক্ষা পাবে অনেক মেয়ের প্রান। যারা ইভ টিজিং এর শিকার হয়ে আত্মহুতি পর্যন্ত দিতে বাধ্য হয়। ব্লগারকে আমার মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি

- সহমত।

৪৭৪| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১৭

সাদাকালোরঙিন বলেছেন: প্রথমেই দারোয়ান এবং দোকানদারের উপর চাপ প্রয়োগ করুন শয়তানগুলোর পরিচয় বের করার জন্য। দারোয়ান ও দোকানদার কিছু লুকাতে চাইলে তাদেরকে ভয় ভীতি দেখান। শয়তানগুলোর পরিচয় পেলে ভিসির উপর চাপ প্রয়োগ করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।


জনে জনে সাহায্য চেয়ে লাভ নেই কয়েকজন সাংবাদিক ও ব্লগারের দল গিয়ে সোজাসুজি দারোয়ান ও দোকানদারকে পাকড়াও করেন।

৪৭৫| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:২১

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: সমস্যাটা ওদের না ওদের বাপ মার সমস্যা।
সাহসিকতাকে সহস্র সালাম

৪৭৬| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:২৬

সবুজ ভীমরুল বলেছেন: ভাই প্রথমেই আপনার সাহসিকতার জন্য আপনাকে সেল্যুট দেই।

এইসব ইভ টিজারদের নৃশংস ভাবে মাইর দিয়ে শায়েস্তা করতে হবে, গন পিটুনি ছাড়া এরা সোজা হবে না। এদেরকে মানবাধিকার দেখাইয়া কোন লাভ নাই।

আর ধানমন্ডিতে অনেক ধনীর দুলাল আছে যারা বাপের টাকা ধ্বংস করে প্রাইভেট ইউনিতে নামমাত্র পড়ে আর বাকি সময় ধান্মন্ডি লেকের পারে আড্ডা মারে, ইসব ভার্সিটির কর্তৃপক্ষও মেরুদন্ডহীন, এইসব পোলাপাইনদের বিরুদ্ধে কোনই ব্যাবস্থা নেয় না!! X( X( X(

৪৭৭| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:২৮

ঢাকার কুতুব বলেছেন: দিন দিন আমরা কোথায় নামছি?
এর জন্য দায়ী কি?
নৈতিকতার অবক্ষয়। এখন তো কেউ নীতি শিখতে লেখাপড়া করে না। করে টাকার মেশিন হবার জন্য। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেও এরকম পশুর আচরণ দেখি।
কুকুরগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সবার কাছে অনুরোধ এ ধরণের কোনো ঘটনা সামনে ঘটলে নীরব না থেকে প্রতিবাদ করুন।

৪৭৮| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩২

রুপ।ই বলেছেন: ঘটনাটি আমার নিজের জীবনের, ১৭ বছরের আমি ফার্মগেট থেকে বাসে করে কলেজ শেষে বাসায় ফিরছিলাম ,বাসে উঠতেই বুকে হাত দেয় সবার সমানে,অপমান আর লজ্জায় টপ টপ করে চোখে পানি চলে এল।
আজ থেকে ২০ বছর আগের সেই হারামীটাকে আমি আজও ভুলিনি। একটুও বদলায়নি এই দেশ, এই সমাজ। আজকের এই ঘটনা আজ আমার চোখে রক্ত বইয়ে দিচেছ, প্রতিশোধের আগুনে পুরছে হৃদয়। এইসব বিকৃত রুচির পশুগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।

৪৭৯| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

আহমাদ জাদীদ বলেছেন: ঢাকায় থাকি না, কাজেই আসতে পারব না......শুভকামনা থাকল......

৪৮০| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

অপলক বলেছেন: ধিক্কার ওদের জন্যে। আমি আছি এই আন্দোলনে....

৪৮১| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪০

নাহিয়ান বিন হোসেন বলেছেন: @সাব্বির শাহরিয়ার, এই পোষ্টে লেখক স্পষ্ট করেই বলেছেন যে তিনি এবং ভি্কটিম দুজনেই এই ব্যাপারে সামনে এসে কথা বলতে রাজি। লেখক কখন উধাও হলেন??????????? তিনি তো তার কথা জানাচ্ছেন। এরকম একট ঘটনার পর , এত স্পষ্ট সব প্রমান থাকার পর ও এই ব্যাপারকে আপনার "চিলে কান নিয়েছে" মনে হচ্ছে? লেখক স্পষতভাবে সব বলার পর ও আপনার মনে হচ্ছে, এগুলো কিছি না?????????? আপনে মানুষ তো??????


যদি ভিক্টিম নিজে এবং পোষ্ট লেখক সামনে এসে এই ঘটনা বলেন, তখন কার কান চিলে নিয়েছে বলবেন??????? কোন ভার্সিটিকে গালি দেয়া সমর্থন করি না। কিন্তু আপনার মত মানুষ নামক অমানুষ গুলোর জন্যই ভার্সিটি আজ গালি খাচ্ছে। শেম অন ইউ।


খালি কপচাইতেছেন আপনার ভার্সিটি নাকি শাস্তি দিয়া উদ্ধার করবে। এসব ঘটনায় যদি কোন বাল ছিড়তোই আমাদের ভার্সিটিগুলার (পাবলিক-প্রাইভেট নির্বিশেষে) অথরিটি তবে আজ দেশে এত শিক্ষিত কুলাঙ্গার থাকতো না। আমার লজ্জা হচ্ছে আপনার বাসার মানুষজনের জন্য। আপনার মাও একজন মেয়ে, আপনার যদি বোন থাকে তবে সেও হয়ত রাস্তায় বের হয়। তাদের জন্য দুঃখ লাগছে এই ভেবে যে আপনার মত মানুষ কারো সন্তান, কারো ভাই। আপনারা আছেন বলেই আজ এই দেশের এই অবস্থা।

৪৮২| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৩

শরিফুল ইসলাম সীমান বলেছেন: এবার গোড়ায় নজর দেওয়া যাক।

৪৮৩| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

মাছুম হোসেন বলেছেন: ওই কুকুর দের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই .........
ওই কুকুর গুলা যখন মেয়েদের সাথে এ রকম আচরন করে তখন কি একটি বার ও তাদের মা বোনদের কথা তাদের মনে পড়েনা ? না ওরা কোন বেশ্যার জন্মা ? ভাই আপনার সাহসিকতায় আমি মুগ্ধ । আপনা সু- স্বাস্থ কামনা করছি ।
আন্দোলন সফল হোক ......................

৪৮৪| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

মাহীন jm বলেছেন: শুধু ULAB এর ইভটিজারদের প্রতিহত করলে চলবে না । গোটা দেশের মানুষদের ইভটিজারদের রুখতে হবে । আর জন্য ব্লগারদেরই এগিয়ে আসতে হবে ।

৪৮৫| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন:





নাহিয়ান ভাই, আসলে আমাদের সমস্যা কি জানেন? নিজেরা আক্রান্ত না হওয়া পর্যন্ত আমরা সবকিছু হালকা ভাবে নেবার চেষ্টা করে যাই, নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করি। আমাদের এই ভাই, যে সাহসিকতা দেখিয়েছে, তা আজকাল সচরাচর দেখা যায়না। তাই সবাইকে অনুরোধ করব যার যার অবস্থান থেকে সাধ্যমত এই ব্লগারকে সাহায্য করার জন্য।

৪৮৬| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

রাহি বলেছেন: লেখকের মন্তব্য আশাকরছি। আর যারা এটা করছে এদের পরিচয় প্রকাশ করেন প্লীজ। প্রয়োজনে আবার যান এবং তারা কারা সেটা খুজ করেন।

৪৮৭| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

ভুদাই আমি বলেছেন: @সাব্বির শাহরিয়ার: শুয়োরদের পক্ষে দালাল গিরি করবে না ! যে দিন আপনার ম-বোন-মেয়ে এ অবস্থায় পরবে সেদিন বুঝবেন !!

৥ লেখক: ভাই, পানের দোকানদারকে আটকাতে পারলে সব শুয়োরদের বের করা যাবে...........

ব্লগার ভাইরা, প্লিজ যদি কেউ প্রশাসনের সাথে যুক্ত থাকেন তো পানের দোকানদারকে আটক করতে সহায়তা করুন !!!!!!!!!!!

প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ

কিছু না করতে পারলে শুয়োরগুলো এমন জঘন্য কাজ আরও করবে !!!!!!!!!!!

লেখক ভাই, আর দূরে থাকবেন না, সবার সাথে রিপ্লাই করুন ও পদক্ষেপ জানান.................

৪৮৮| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

আসফি আজাদ বলেছেন: খুবই দুঃখ জনক ঘটনা। আমাদের রুচি এবং মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে তা আর বলার অপেক্ষা রাখে না। নূন্যতম প্রতিবাদের অভাব এদেরকে আরও বেপরোয়া করে তুলেছে।

আপনি তাও প্রতিবাদী হয়েছেন। আমি নিজে সেখানে থাকলে কি আপনার পাশে দাড়াতাম? নিজেকে প্রশ্ন করে সত্যিকার অর্থে কোন দৃঢ় জবাব পেলাম না। কারণ পাশ কাটিয়ে যাওয়াটা যে খুব সহজ!

আপনার এই প্রতিবাদকে ঘিরেই না হয় নতুন করে পথ চলা শুরু হোক। আসুন না সবাই একসাথে প্রতিবাদী হই। একসাথে হওয়াটা খুব জরুরী।

অনেক শ্রদ্ধা আপনার জন্য।

৪৮৯| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

আহম্মদ িশবু বলেছেন: ব্লগটিকে স্টিকি করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ, আর সংশ্লিষ্ট এলাকায় নয় সমস্ত এলাকাতেই ব্লগার ইউনিটদের একটি আড্ডা করা হোক, একটি ব্লগার পুলিশ ইউনিট তৈরী করা হোক, ডাক দিলেই হাতে হাত............... এইবার দেখি কোন গুন্ডা বদমাশ, কোন দূনীতিবাজ, কোন মন্ত্রী রেহাই পায়।

৪৯০| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

araz বলেছেন: আমার একটা বদ অভ্যাস আছে। আমার কলিগ, বন্ধু-বান্ধব সবাই একটা কথা আমায় বলে, আর তা হল আমি নাকি যে কোনো বিষয় নিয়ে একটু বেশি ভাবি! আর যখন কাউকে কোনো ব্যাপার এ বলি তারা নাকি না তা খুব মনোযোগ দিয়ে শোনে আমার দৃষ্টিভংগী ও বাচনভংগী এর কারনে। সবচেয়ে বেকায়দায় পরি তখন যখন তারা বলে “তোর মুখে কিছু বাজে নাহ।”

যাই হোক। আমার কথা বার্তা এর ধরন টাই ভাই এমন। কি করব? এটাই প্রাকৃতিক।
তো ব্যাতিক্রম কিছু বলবো নাহ। আমি আজ কিছু কথা বলতে চাইছি ইউল্যাব এ ঘটে যাওয়া ব্যাপার টি নিয়ে।

তাদের উদ্দেশ্যে (যারা ঘটনার রটনাকারী)ঃ
পৃ্থিবী তে সন্তান জন্ম দেয়ার আমার মতে ৪ টি রাস্তা আছে।
১. প্রসব বেদনার পর ঘরোয়া পরিবেশে জন্ম নেয়া।
২. ডাক্তারদের দ্বারা অস্ত্রপ্রচার এর মাধ্যমে জন্ম নেয়া (সিজার)।
৩. ক্লোন এর মাধ্যমে জন্ম নেয়া।
৪. ছিটকে বের হয়ে জন্ম নেয়া।

উপরের ৩ টা সম্পর্কে সবাই জানেন।
ইউল্যাব এর আর আমাদের চার পাশের ওই সব ইভ টিজার পোলাপান গুলা ৪ নং মার্কা ওয়ালা। এই গুটি কয়েকটা ছিটকে জন্ম হওয়া পোলাপান এর জন্য আজ যুব স্মাজ বিপর্যস্ত। তোরা তো দেখা যায় তদের ক্ষুধা মিটাতে গিয়ে তোদের মা কে ও ছাড়বি নাহ! অবাক লাগে। ছিটকে জন্মেছিশ বলেই তোরা এমন টি করতে পেরেছিশ। তোদের বাবা-মা এর মরে যাওয়া উচিত। কারন তাদের যৌবনের ভুল হল তারা। লজ্জা লজ্জা


ইউল্যাব এ ঘটে যাওয়া ব্যাপার টি নিয়ে কিছু কথা
Click This Link

৪৯১| ১১ ই মে, ২০১২ রাত ৮:০৮

গোসাই বলেছেন: প্রথমে হাজার হাজার ছালাম আপনাকে আপনার সাহসীকতার জন্য ।পড়ে এত কষ্ট পেয়েছি যে ভাষায় কল্পনা করতে পারচ্ছিনা যে আমরা কোন সভ্যতায় আছি । ওরা মানুষ না কুকুর ওদের পৃথিবীতে বেচে থাকার দরকার নেই ।

৪৯২| ১১ ই মে, ২০১২ রাত ৮:১৭

অচিন আলো বলেছেন: শুধু শেয়ার করলাম আর ধিক্কার জানাচ্ছি ওই সব পশুদের যারা এই কর্ম টি করছে বা করে যাচ্ছে।

আমার এক বন্ধুর বউ এর বাচ্ছা হবে কয়দিন পরে। পরীক্ষায় জানতে পেরেছে মেয়ে হবে। ও দুঃখ করে বলল " আমার টেনশন এখনই বেড়ে গেছে। কত কষ্ট হবে মেয়েকে বড় করতে আর কিছু অমানুষ, শুয়রের বাচ্চা মেয়েটা রাস্তায় নামলে ইভ টিজিং করবে"

এই সময়ে এসে ও আমরা যদি আমাদের মা, বোন, মেয়েদের এই বেজন্মাদের হাত থেকে বাঁচাতে না পারি তবে এটা আমাদেরই ব্যর্থতা।


আশা করি সবাই এগিয়ে আসবে, ব্লগারদের আন্দোলন সফল হবে। শুধু এই ঘটনার বিহিত হবে তাই নয়, ইভ টিজিং শব্দটাই সমাজ থেকে বিলুপ্ত হবে।

৪৯৩| ১১ ই মে, ২০১২ রাত ৮:২১

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ সত্য ঘটনাটা শেয়ারের জন্য। আমার বলার ভাষা নেই। বড়লোকের উচ্ছন্নে যাওয়া ছেলেরা সমাজটাকে পূর্ণ কলুশিত করছে।
এদের শাস্তি হউয়া দরকার।

৪৯৪| ১১ ই মে, ২০১২ রাত ৮:২১

দাদাজী বলেছেন:

মা গো ভাবনা কেন?
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।

আমরা হারবো না হারবো না
তোমার মাটির একটি কণাও ছাড়বো না
আমরা পাঁজর দিয়ে দুর্গঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।

আমরা পরাজয় মানবো না
দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না
আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।

আমরা অপমান সইবো না
ভীরুর মত ঘরের কোনে রইবো না
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।

৪৯৫| ১১ ই মে, ২০১২ রাত ৮:২৩

সর্বনাশা বলেছেন:

আপডেট - ক ( ব্যক্তিগত কাঁদুনি ) ( ১১ মে, ২০১২ রাত ৮:১৪ মি. )

যদি কেউ বিরক্ত বোধ করেন, আমি বিনয়ের সঙ্গে তাঁকে এই অংশটি উপেক্ষা করতে বলব। অনেকেই ব্লগে আমার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের সদয় অবগতির জন্য জানাচ্ছি,

১. বুধবার অসহ্য হয়ে অফিস থেকেই দাঁতের ডাক্তারের কাছে চলে যাই। স্কুল জীবনের পর, মধ্য তিরিশে এসে দাঁত তুলে ফেলায় রক্তক্ষরণ কিঞ্চিৎ বেশী হচ্ছিল। ডাক্তার সাহেব ভয় দেখান গলায় বললেন, আমার যা অবস্থা তাতে দুই দিন পূর্ণ বিশ্রাম নিতেই হবে। অফিস থেকে দুই দিনের ছুটি নিয়ে বাসায় চলে আসি।

২. দ্বিতীয় দিন বৃহস্পতিবার কিছুটা ভাল বোধ করায়, ব্যক্তিগত কাজে সন্ধ্যায় বের হই। সেই দিনই কিছু সময় পরে ছেলেগুলো আমাকে এলোপাথারি মারধর করে। বয়সের হিসেবে নিদেনপক্ষে ছেলেগুলো আমার থেকে বছর দশেকের ছোট হবে হয়ত। উত্তেজনার বশে তখন ও পরবর্তী কয়েক ঘন্টা টের পাইনি, কিন্তু সকালেই বুঝতে পারি, শরীর বেঁকে বসছে। এমনিতেই অসুস্থ ছিলাম, তার ওপর চোয়াল, ঘাড়, কান ও পিঠে বেশ কিছু ঘুষির আঘাত হজম করতে হয়েছে। কানের পেছনটা ফুলে এখনও টনটন করছে, পিঠে ও কোমরের ওপরের অংশে থেকে থেকে ব্যথা বোধ হচ্ছে। ভাগ্যিস কোন fracture হয়নি, বা কোথাও ফেটে যায়নি। এসব নিয়ে ব্লগিং করাটা আমার জন্য কিছুটা কষ্টকরই। এই কথাগুলো বলবার কোন ইচ্ছে ছিলনা, তবু বলছি কারণ কেউ কেউ আমার অনুপস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন, কেউ বা সন্দিহান। স্বাভাবিক। তাঁদেরকে বিনীতভাবে জানাচ্ছি .. আমি ছিলাম, আমি আছি, আমি থাকব।

৪৯৬| ১১ ই মে, ২০১২ রাত ৮:২৪

কথা সত্য বলেছেন: অবশ্যই এর বিচার হওয়া উচিত, আমরা পাশে আছি...

৪৯৭| ১১ ই মে, ২০১২ রাত ৮:২৪

অবাক েরাবট বলেছেন: সময় নিয়ে পড়লাম । কিছু না করলে নয় ।
অিপ্রয় সত্য প্রত্যক্ষদর্শী ।
এখন সবাই মিলে করার মতো কিছু করতে হবে ।
আসুন সবাই ঝাপিয়েপড়ি ।

৪৯৮| ১১ ই মে, ২০১২ রাত ৮:২৭

ভজঘট বলেছেন: আপনার এই প্রতিবাদকে ঘিরেই প্রতিবাদের পথ চলা শুরু হোক। আসুন সবাই একসাথে প্রতিবাদী হই।

অনেক শ্রদ্ধা আপনার জন্য।

৪৯৯| ১১ ই মে, ২০১২ রাত ৮:৩৩

যুবায়ের বলেছেন: এইসব কুলাঙ্গারদের রুখে দিতে হবে এখনই,নতুবা ইভটিজিং মহামারি আকার ধারন করতে পারে।

৫০০| ১১ ই মে, ২০১২ রাত ৮:৪০

রিফাত হোসেন বলেছেন: প্রতিবাদ করার টাইম নাই, শুধুই ডলা দরকার ! X(

আপনার বোন বা বান্ধবী বা বউ সেই জায়গায় হলে কি প্রতিবাদ করার চিন্তা করতেন না মাথা গরম করতেন ?

ঘটনা কতটা শক করছে বলার মতন না ।

মাইরা ভর্তা বানানো উচিত ।

নাফিস সাহেব রাহী সাহেব ,,,,, এই সময় এন্টি সাইয়্যা গ্রুপ কাজে লাগবে । ........

হিরো না হইতে পারি ডলাগ্রুপ তৈরী করতে পারি । X((

হুদা হুদী জিম করি না, আমি ২ টারে ধরুম একলগে । মারতে মারতে বেহুস থেইকা হুস নিয়া আসমু । মরবও না বাচবঁ না । খালি বাহির করেন , সাথে আছি ।

ঐ ালাদের বোন বান্ধবীর সাথে যদি করতাম ঐডির কেমন লাগত ?

কুকুর এর কাজ কুকুর করে । কিন্তু আমরা তো কুকুর না , হইলাম মুগুর ।
মাইর এর উপর ঔষুধ নাই, প্রতিবাদের বেল নাই ।

এর মানিব্যাগটা লইতেন. টেকার জন্য না, আইডেন্টি পাওয়ার জন্য তাহলেই হইছিল । বাসার মধ্যে গিয়া মাইরা আসতাম, অনন্ত সেই সাবাস আছে, আমি কারউ কেয়ার করি না, না আমার কেয়ার করার কেউ আছে, থাকলেও তারা নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত ।

ওয়ামী,বিম্পি, জামা, এরশা, এডিরেই বেল দেই না তার উপর , ল্যাব ? =p~ =p~ =p~

খালি বাহির করেন ।

৫০১| ১১ ই মে, ২০১২ রাত ৮:৪৩

পুলক ঢালী বলেছেন: ইউল্যবের সম্মান বাচাবার জন্য ইউল্যবের পোলাপানদেরই তো এর বিরুদ্ধে ঝাপিয়ে পড়া উচিৎ এগুলান গেল কৈ মাত্র একজনকে কমেন্ট করতে দেখলাম । কোন ভার্সিটির কথা বলে বিভাজন করা উচিৎ নয় । সহমত ।

৫০২| ১১ ই মে, ২০১২ রাত ৮:৪৪

এমসি বলেছেন: বখাটে, লুচ্চা, লম্পট এ জাতীয় বিশেষণগুলো ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। আবার সব ছেলেরাই এ বিশেষণগুলো বহন করতে পারে না।

প্রচন্ড খারাপ লাগে যখন দেখি এসব নোংরা বিশেষণে বিশেষায়িত ছেলেদের বাবা-মা তাদের আধুনিক ভাবেন। এসব ঘটনার জন্য ছেলেরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী তার অভিভাবক।

জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিলেই হয় না। একটু ভালো বিশেষণ গায়ে লাগাতে না পারলে বাবা-মা হওয়া যায়না।

যেদিন আমাদের আধুনিক বাবা-মায়েরা এ কথা বুঝতে পারবে, হয়তো সেদিন আমরা মুক্তি পাবো।

৫০৩| ১১ ই মে, ২০১২ রাত ৮:৪৭

রাজর্ষী বলেছেন: আপনার তাতক্ষনিক এবং সাহসী প্রতিবাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যদি আপনার পাশে দাড়াতে না পারি তাহলে এটা হবে লজ্জাজনক। আশাকরি সবাই মিলে এই অমানুষদের খুজে বের করে এমন দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতে তা এক্সামপল হবে থাকবে।

৫০৪| ১১ ই মে, ২০১২ রাত ৮:৪৯

চাঁটগাইয়্যা বাদশা বলেছেন: সহমত..............সহমত..............সহমত..........

৫০৫| ১১ ই মে, ২০১২ রাত ৮:৫১

অন্ধকার অবচেতন বলেছেন: লজ্জা লাগছে... আমরা এত নিচে নেমে গেছি?!!

খুব লজ্জা লাগছে...

তবে,রিফাত ভাইয়ের সাথে একমত। বাইর করেন অইগুলারে। ডলা কাকে বলে, কত প্রকার, কি কি সব শিখায় দিয়ে আসব...

৫০৬| ১১ ই মে, ২০১২ রাত ৮:৫২

মুহসিন বলেছেন: পানের দোকানদারকে ধরুন। সত্যি পরিচয় বের হয়ে আসবে আশা করি।

বিশ্ববিদ্যালয় ভিসি লেভেলে কথা বলতে হলে আমাকে পাবেন ইনশাআল্লাহ। (৯-৫টা অফিস টাইম ছাড়া)

[email protected]

৫০৭| ১১ ই মে, ২০১২ রাত ৮:৫৫

সোর্বিয়ের বলেছেন: সত্যিই আমরা আর মানুষ থাকতে চাচ্ছিনা ।

লজ্জা হচ্ছে নিজেকে মানুষ ভাবতে।


আপনার প্রতিবাদ ভালো লাগলো। সবাই যদি তার জায়গা থেকে প্রতিবাদ করি, তাহলেই এগুলো কমে যাবে।

লক্ষ্য করেন,

কে করছে এসব?

আপনি, আমি কিংবা আমাদেরই ভাইয়েরা। তাই নিজেরা সচেতন হবার পাশাপাশি আমাদের ভাইগুলো কি করছে তা খুতিয়ে দেখা উচিত। সবাই সচেতন হোক, নিজেকে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখুক।

৫০৮| ১১ ই মে, ২০১২ রাত ৮:৫৭

ইরফান রিজভী বলেছেন: kichu bodhmaish er jonno shadharon bhalo chele meyeder kew onek aje baje kotha shunte hoche... amio apnader shathe ekmoth bichar chai... apnader onno anno andoloner pashapashi ami ekta abedon korte chai, amra shadharon ulab e pora chatro chatri ra jodi agaye ashi oi bodhmaish gulo ke chinhito korte apnara ki amader shohojogita korben? tahole bichar ta onek dhrishtanto mulok korte parben apnara.. ar amra jara bhibranto, lojjito nijeder ektu holew kolushito mukto bhabte partam.. beparta niye amra shadharon ulabian ra lojjito... asha kori amar ei abedon e shara diben...

৫০৯| ১১ ই মে, ২০১২ রাত ৮:৫৮

সেলিম০০৮৭ বলেছেন: আপনার লেখাটি ইউল্যাবের ভিসির সাথে শেয়ার করেছি। ছাত্রগুলোকে সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। আপনার এবং ভিকটিমের সাহায্য প্রয়োজন হতে পারে।

৫১০| ১১ ই মে, ২০১২ রাত ৮:৫৯

নীরব কন্ঠ বলেছেন: ইউল্যাবের পক্ষ হতে তদন্ত কমিটি করা উচিত এবং ঐ ছাত্রগুলোকে বহিস্কার করা উচিৎ। X( X( X( X(
আর ধানমন্ডির মতো আবাসিক এলাকা হতে এইসব প্রাইভেট ইউনিভার্সিটি অন্যত্র স্থানে নেওয়া উচিৎ।যখানে শুধুই পড়ালেখার পরিবেশ থাকবে,কোন ফাষ্টফুড বা শপিংমল বা পার্ক থাকবেনা। X(( X(( X(( X((

৫১১| ১১ ই মে, ২০১২ রাত ৯:০২

পাগলমন২০১১ বলেছেন: দেশ এখনো স্বাধীন হয়নি আবার যুদ্ধ ঘোষনা হোক।

প্রবাসে থেকেও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। X(( X((

৫১২| ১১ ই মে, ২০১২ রাত ৯:০৪

ইরফান রিজভী বলেছেন: o bolte bhule giyechi, apnar likhati amader ulab er ucchotor kortipokkho ke shobistarito link shoho janiyechi.. asha korchi apnader shobai ke amra sharbik shohojogita korte parbo....

৫১৩| ১১ ই মে, ২০১২ রাত ৯:০৫

রঞ্জন সরকার জন বলেছেন: সর্বপ্রথম যে কথাটি আমি বলব তা হল "পোস্টটি স্টিকি করা হোক"।
এরপর বলব যে ওই জারজগুলারে খুইজা বের কইরা ধইরা ওইগুলার শরীরের জয়েণ্টগুলা আলগা কইরা ফেলা হোক।

৫১৪| ১১ ই মে, ২০১২ রাত ৯:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে তামাশা না দেখে সবাই যদি সক্রিয় হয় আমাদের ঘাড় থেকে এইসব নষ্টামীরভ ভূত নামতে এক ঘন্টার বেশি লাগবে না।

আপনার মতই বীর্যবান হোক অন্যন্যরা সেই প্রত্যাশা।

৫১৫| ১১ ই মে, ২০১২ রাত ৯:১১

জাফরিন বলেছেন: আমি আপনার এ লেখা পড়ে চুপ থাকতে পারছিলাম না। এতটা বর্বরতা চোখের সামনে কখনো দেখিনি। তবে দেখলে আপনি যা করেছেন তাই করতাম।
ব্যক্তিগতভাবে আমি নিজে যখনই যে কোনও প্রকার হয়রানির শিকার হয়েছি, তাৎক্ষণিক প্রতিবাদ করেছি। এর সাথে কোনও আপোষ নেই। প্রত্যেকটা মেয়েকে ছুরির মত ধারালো হতে হবে যেন শয়তানগুলো বেয়াদবি করার সাহসই না পায়।
আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এরা কি মানুষ? আর চারপাশের মানুষগুলো তাদের গুন্ডামির ভয়ে এটা সমর্থন করল?! আমি নিজে কিন্তু যখনই প্রতিবাদ করেছি, সবার সহযোগিতা পেয়েছি। আমি একবার এক কুকুর কে গায়ে হাত দেবার জন্য লাথি মেরে শিক্ষা দিয়েছিলাম। আমরা আপনার সাথে আছি। ভীষনভাবে আছি। চলুন দেখি এর শেষ কোথায়?

৫১৬| ১১ ই মে, ২০১২ রাত ৯:১৩

ইরফান রিজভী বলেছেন: apni ar apnar victim ki parben amader shahajjo korte?? amra apnader help korbo tader shonakto korte... doya kore janaben...

৫১৭| ১১ ই মে, ২০১২ রাত ৯:১৩

মোঃ আমিনুল ইসলাম (মিলন) বলেছেন: মে ১১, ২০১২
“সামওয়ের ইন ব্লগ” নামে একটি ব্লগে ইউল্যাব-এর শিক্ষার্থীদের জড়িয়ে একটি বক্তব্য ইউল্যাব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে এধরনের কোন ঘটনা ঘটে থাকলে তা অনাকাঙ্খিত ও অত্যন্ত নিন্দনীয়। কথিত বিষয়টি সম্পর্কে ইউল্যাব কর্তৃপক্ষের বক্তব্য নিম্নরুপ:

ক. অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী কথিত ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে যেখানে আমাদের সকল কর্মকান্ড প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে শেষ হয়ে ক্যাম্পাস বন্ধ হয়ে যায় এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থানের কোন সুযোগ নাই।

খ. অভিযোগকারী কিংবা অন্য কেউ এ বিষয়ে ইউল্যাব এর কারও সাথে কোন প্রকার যোগাযোগ করেনি। যোগাযোগ/অভিযোগ করলে ইউল্যাব কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নিতে পারত। অতএব ইউল্যাব কর্তৃপক্ষকে কোন প্রকার সুযোগ না দিয়ে তার শিক্ষার্থীদের সম্পর্কে এ ধরনের উন্মুক্ত প্রচারনা প্রশ্নবোধক।

গ. অভিযোগকারী যথাযথ ও প্রচলিত নিয়মে বিষয়টি উত্থাপন না করলেও বিষয়টি নজরে আসায় ইউল্যাব কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে তদন্তের মাধ্যমে এর সত্যতা প্রত্যয়নের ব্যবস্থা গ্রহন করেছে। অতএব এ সম্পর্কে তদন্তপ্রসূত কোন প্রামানিক তথ্যাদি না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে অনুমান নির্ভর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অভিযোগকারী বা তার সমর্থনকারীদের প্রতি ইউল্যাব কর্র্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
রেজিস্ট্রার

http://www.facebook.com/ULABian

৫১৮| ১১ ই মে, ২০১২ রাত ৯:১৪

সাব্বির শাহরিয়ার বলেছেন: View this link

৫১৯| ১১ ই মে, ২০১২ রাত ৯:১৮

রকিবুল আলম বলেছেন: ভাই একটা বুদ্দী পাইছি, এদের পিছনে গোপনে হিজরা গ্রুপ লাগাই দেন। কিছু টাকা হয়ত খরচ হইতে পারে মাগার হেগ জন্মের শিক্ষা হইব।

আর আপনাদের আন্দোলনে আমার প্রত্যক্ষ্য ভাবে না থাকতে পারলেও পরোক্ষ ভাবে জানাই আমার পুর্ণ সমর্থন।

৫২০| ১১ ই মে, ২০১২ রাত ৯:২০

মুখচোরা বলেছেন: ইউল্যাবের ছাত্র, শিক্ষক ও কর্তৃপক্ষকে বলছি, দয়া করে বিষয়টিকে ইগো বানাবেন না। বিষয়টিকে প্রতিষ্ঠানের মান-ইজ্জতের সাথে জড়িত করে ধামাচাপা দেয়ার ব্যর্থ চেষ্টা না করে বরং অপরাধিদের সনাক্ত করার এবং শাস্তির ব্যবস্থা করুন। এরকম কুলাঙ্গার যে কোন প্রতিষ্ঠানেই থাকতে পারে, এটাকে প্রতিষ্ঠানের সাথে জড়িত করবেন না। অপরাধিদের সনাক্ত করলে এবং ধরিয়ে দিলে আপনাদের প্রতিষ্ঠানের সুনাম বাড়বে বৈ কমবে না। ধন্যবাদ।

৫২১| ১১ ই মে, ২০১২ রাত ৯:২২

মোঃ আমিনুল ইসলাম (মিলন) বলেছেন: Click This Link

৫২২| ১১ ই মে, ২০১২ রাত ৯:২৪

রুদ্রাক্ষী বলেছেন: চলেন ইউল্যাবে যাই ,সেই কুলান্গার গুলোকে চিহ্নিত করি।মেয়েটা কি ধানমন্ডির ? সে কি আসবে? াসলে ভালো যদি না আসে ............।দরকার নেই.ও এসবের বাইরেই থাকুক ।না হলে দেখা যাবে তার বাসায় হুমকি চলে গেছে না হলে পরবর্তীতে তার আরও বড় কোন ক্ষতি হয়ে গেছে আমাদের অজান্তেই ।আপনার সাহায্যের জন্য যদি সেই ছেলেগুলোকে পাওয়া যায় বা সে দোকানীদের পাওয়া যায় তাহলে ভালো হয়। আর মনে হয় ধানমন্ডি থানায় একটা জিডি করা হলে ভালো হয়।
প্লিজ আপডেট দিবেন ভাই । আপনার সাহসীকতায় ....আমরাও যেন সাহসী হয়ে উঠতে পারি। ভালো থাকবেন।

৫২৩| ১১ ই মে, ২০১২ রাত ৯:২৬

ইরফান রিজভী বলেছেন: mukhchora bhai: ami ekjon ulabian.. bishoyta ami shorbo prothom janiyechi kortipokho ke.. ebong apnar shathe ami shompurno ek moth.. kintu bhai dekhen oneke emon bhabe comment korche jeno ulaber shobai kharap.. bhai eta ki thik bolen??? amra shadharon ra je ki bibroto ar lojjito bolar bhasha pachi nah... lekhoker kothar shondehow poshon kori ni.. amader kew paben ei andolone apnader shathe... oporadhi kono institute er na.. era shobar shotru...

৫২৪| ১১ ই মে, ২০১২ রাত ৯:৩২

ইমরান হক সজীব বলেছেন: হতভম্ব, লেখক আপনাকে স্যালুট.. দাবি একটাই, ওদের যাবজ্জীবন কারাদণ্ড চাই।

৫২৫| ১১ ই মে, ২০১২ রাত ৯:৪১

এইযেদুনিয়া বলেছেন: কী বলব? মেয়েটি তো আমিও হতে পারতাম! :( :( :( :( :( :( :( :( :( :( :(
আপনি ভালো আছেন তো? সাবধানে থাকবেন।

৫২৬| ১১ ই মে, ২০১২ রাত ৯:৪১

আশীষ কুমার বলেছেন: এইগুলোরে ভার্সিটি কয়? ইউল্যাবের কোন পোলাপান ভার্সিটি বানান ইংলিশে এক চান্সে বলতে পারলে সার্টিফিকেট যা আছে আমার তা বিসর্জন দেব।

মাইর কোন সময় শুরু হবে??

৫২৭| ১১ ই মে, ২০১২ রাত ৯:৪৪

প্রশান্ত মহাসাগর বলেছেন: আপনি শিরোনামটি ইউ ল্যাব ইউনিভার্সিটির পুরো নামটি লিখে বোল্ড করুন। শিরোনামটি হতে পারে এই রকম "....................... (ইউ ল্যাব এর পুরো নাম) বিশ্ববিদ্যালয়ের বখাটে ছাত্রদের প্রকাশ্যে ছাত্রী নির্যাতন, জনতা দর্শক!"

এতে বিশ্ববিদ্যালয় কর্ত্তৃপক্ষের নজরে আসলে একটা ব্যবস্থ তারা নিতে পারে।

৫২৮| ১১ ই মে, ২০১২ রাত ৯:৪৫

এসাসিন বলেছেন: আপনারা জয়েন করেন Click This Link

এত ত্যানা প্যাঁচানোর কি দরকার।াই সুযোগ আর আসবে না।

৫২৯| ১১ ই মে, ২০১২ রাত ৯:৪৬

মোঃমোজাম হক বলেছেন: জনাব সর্বনাসাকে শ্রদ্ধাসহ ধন্যবাদ।

তবে এখনই একটা পুলিশ কেস প্রয়োজন ছিল।আম ব্লগার তাদের প্রতিবাদ চালিয়ে যাবে কিন্তু পুলিশ কেস না হলে বিচার করবে কে?

এদিকে শত শত ব্লগারের কমেন্টের জবাব না দিয়ে গুম হয়ে থাকা ঠিক হচ্ছেনা।এতে আগ্রহি ব্লগারগণ আশাহত হয়ে চুপসে যেতে পারেন।

আমার মনে হয় অতীতের সেই ব্লগার এক্টিভেটিসদের এগিয়ে আসা জরুরী।

কালকের মধ্যে একটা মানব বন্ধন করা জরুরী--

৫৩০| ১১ ই মে, ২০১২ রাত ৯:৪৮

ইউেক বলেছেন: পান দোকানদারকে ধরলেই তো সব শালারে বের করা যায় সহজে.....

৫৩১| ১১ ই মে, ২০১২ রাত ৯:৪৮

মো: খায়রুল বাসার বলেছেন: এটা ULAB এর ভাবার বিষয় না । এটা আমাদের সামাজিক অবক্ষয়ের বিষয় । কারন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে আমাদের সামাজিক উন্নয়ন করা যাবে, সেগুলো শেখায় না ।
আবার ভাবার বিষয় । এতে বানিজ্য ক্ষতি হতে পারে । কারন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো / মেডিক্যাল কলেজগুলো এক একটি বানিজ্যিক প্রতিষ্ঠান ।

৫৩২| ১১ ই মে, ২০১২ রাত ৯:৫৩

..:: লিখন আহমেদ ::.. বলেছেন: এখানে বুঝা যাচ্ছে ইউল্যাব এর আশে পাশে এই ধরণের ঘটনা প্রায় ঘটে এবং কেউ এর প্রতিবাদ করতে পারে না। পুলিশ বা র‌্যাব এর উচিত উক্ত এরিয়াকে ভালোভাবে নজর দেয়া।

৫৩৩| ১১ ই মে, ২০১২ রাত ৯:৫৫

অপরিচিত বন্ধু বলেছেন: ভাই ফেসবুকের অনেক গুলো পেজ থেকে লিঙ্ক টা শেয়ার করলাম, কেউ যদি এগিয়ে আসে আপনার সাথে.।.।।

৫৩৪| ১১ ই মে, ২০১২ রাত ৯:৫৮

তৌফিক জোয়ার্দার বলেছেন: অনেক বড় বড় বিষয়ে অনেক বড় বড় কথা আমরা বলেছি। তার কিছু আমাদের নাগালের কাছাকাছি, কিছু ছিল নাগালের বাইরে। কিন্তু আমরা আমাদের ক্ষোভের বহি:প্রকাশ করতে কখনও পিছপা হইনি। তাতে কাজ হোক বা না হোক। কিন্তু আজ আপনি যে জাগরণের ডাক দিলেন তা আমাদের অনেকেরই আয়ত্বের মধ্যে। এটা এমন কোন সরকারী পলিসি ইস্যু না যা বাস্তবায়নের জন্য হাজারটা বিষয় হিসেবে নিতে হবে, কিম্বা দীর্ঘ সময় অপেক্ষঅ করতে হবে ফলাফল পেতে। আমার দৃঢ় বিশ্বাস ইউল্যাবের ছাত্র ছাত্রীদের অনেকেই ক্রিমিনাল গুলোকে চিনবে, ধানমন্ডি এলাকার অনেকেই চিনবে। এ পরিপ্রেক্ষিতে আমাদের অনেকের পক্ষেই কার্যকর ভূমিকা রাখা খুবই সম্ভব। প্লিজ এগিয়ে আসুন। নিজের দেশের জন্য যুদ্ধ করতে পারিনি, দেশের একজন বোনের জন্য কি সামান্য একটু নিরাপত্তার ব্যবস্থাও করতে পারবনা? আজ একজনের জন্য নিজের বিবেকের দায়বদ্ধতায় এগিয়ে আসুন; কাল অসংখ্য মানুষ সেই মিছিলে সামিল হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হারানো ভাষা খুঁজে পাবে আবহমান বাংলার মানুষ। জেগে উঠুন প্লিজ।

৫৩৫| ১১ ই মে, ২০১২ রাত ১০:০৩

মোঃ আমিনুল ইসলাম (মিলন) বলেছেন: Click This Link

৫৩৬| ১১ ই মে, ২০১২ রাত ১০:০৩

মোঃ আমিনুল ইসলাম (মিলন) বলেছেন: Click This Link

৫৩৭| ১১ ই মে, ২০১২ রাত ১০:০৪

ভুদাই আমি বলেছেন: মোঃ আমিনুল ইসলাম (মিলন) নামে আরেক দালালের দেখা গিয়াছে.........


৥ লেখক....... কর্তৃপক্ষের আশায় না থেকে শুয়োরগুলোরে চিহ্ণিত করার বুদ্ধি বের করুন............

৫৩৮| ১১ ই মে, ২০১২ রাত ১০:০৫

মোঃ আমিনুল ইসলাম (মিলন) বলেছেন: Click This Link

৫৩৯| ১১ ই মে, ২০১২ রাত ১০:০৭

কালো স্বপ্ন বলেছেন: ওগো জন্ম পরিচয় নিয়া আমি সন্দিহান।যারা এতো নিচু মন নিয়ে নিচু কাজ করতে পারে তারা তাদের মাকেও ............ করতে পারে। X(( X(( X(( X(( X(( ।সমন্বিত উদ্দ্যেগে এর প্রাতবাদ করা দরকার।আজ কারো বোন জারজ সন্তানদের লালসার শিকার হয়েছে কাল যে আমার বোন হবে না তার কো গ্যারান্টি নেই।

৫৪০| ১১ ই মে, ২০১২ রাত ১০:০৮

মোঃ আমিনুল ইসলাম (মিলন) বলেছেন: Vodai vai vodai r motokotha boilen na. ami o ar prokito bichar cai. but ami ULAB ar boctobbo apnader samne prokash korechi matrooo.
apni hyto janen na lekhok jokhon ai post ti 1st post koren ami tokhon thei thake support kore aschii. akhon o krchi. ami just ulab kortipokher montobbo akhane prokash korechii matroo. asa kori apnar ulab or private universityr upor kno rag nei. amader sobar khob r protibad only oi sob poshuder biruddheee.

৫৪১| ১১ ই মে, ২০১২ রাত ১০:০৯

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: ইউল্যাব-এর ফেসবুক পেইজে কয়েকজন বিষয়টাকে যে দৃষ্টি দেখছে তা হতাশাজনক। ইউল্যাব-এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি:

আপনাদের অনেকে বিষয়টা নিয়ে যেভাবে প্রতিবাদ করছেন তাতে কিন্তু আপনাদের সৎ সাহসের ঘাটতিই প্রকট হয়ে উঠছে। আপনারা দোষীদের শাস্তির কথা না বলে উল্টো এটা প্রমান করতে মরিয়া হয়ে উঠছেন যে আপনাদের কোনো ছাত্র এমন করতে পারে না। অন্যায়ের প্রতিবাদের সৎসাহস না থাকলেই তখন এ ধরনের সাফাই গাওয়া শুরু করে!!
আপনাদের উচিৎ সবার আগে এগিয়ে এসে এর তদন্ত করা এবং দোষীরা বাস্তবেই ইউল্যাব-এর ছাত্র হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এমন হলেই কেবল আপনারা দায়মুক্ত হতে পারবেন। তাই অযথা নিজেদের সাফাই গাওয়ার চেষ্টা না করে এমন অন্যায়ের প্রতিরোধে এগিয়ে আসুন।

৫৪২| ১১ ই মে, ২০১২ রাত ১০:০৯

হাবীব_ফরিদপুর বলেছেন: ULAB ke thanx. Identify hole oi জানোয়ারদের ছবি ব্লগে ফেসবুকে দিয়া দেন , জাতি চিনুক শুয়োরেরবাচ্চা কডারে ।

৫৪৩| ১১ ই মে, ২০১২ রাত ১০:১২

দ্বিতীয় বলেছেন: একটু আগে হয়ত মিনিট দশেক হবে । সাগর রুনির বাসার কাছেই , অনেক দ্রুত বাসার দিকে হেটে যাচ্ছিলাম, ওরা দুইজন ছিল, ওদের কে ক্রস করছি এমন সময় একজন ডাক দিল তার পর বুকে থাপ্পর দিল, তার পর বলল ঠিক আছে যা। আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা চলে গেল । আমি পিছন ফিরে তাকিয়ে রইলাম......

৫৪৪| ১১ ই মে, ২০১২ রাত ১০:১৩

ফরহাদুল হাসান অভি বলেছেন: এই বিষয়ে ফেবুতে যে ইভেন্ট করা হয়েছে সেখানে কিছুক্ষন আগে এক প্রত্যক্ষদর্শী পোস্ট করেছেন। তার ভাষ্যমতে এই পোষ্টের লেখক এলোপাথাড়িভাবে প্রচুর মার খেয়েছেন প্রতিবাদ করতে গিয়ে। সেই ছেলে নাকি তার বন্ধু বান্ধব নিয়ে মারামারিটা থামাইছে। নাহলে লেখকের অবস্থা আরও সিরিয়াস হত।

৫৪৫| ১১ ই মে, ২০১২ রাত ১০:১৪

মোঃ আমিনুল ইসলাম (মিলন) বলেছেন: suru thekei onnay r protibad krchiii abong caichi prokito oporadhider bichar hok.

৫৪৬| ১১ ই মে, ২০১২ রাত ১০:১৪

সাদা মনের মানুষ বলেছেন: লেখকের আপডেট চাই ।

৫৪৭| ১১ ই মে, ২০১২ রাত ১০:১৬

স্বদেশ হাসনাইন বলেছেন:
ইভ টিজিং ফিজিং বলে ছোট অপরাধ মনে করার কিছু না।এটা Attempt to rape!

প্রকাশ্যে এবং বিশ্ববিদ্যালয় চত্বরে..

রাত দশটায় একটা মেয়ে একলা চলতে পারবে না? কোন সভ্যতায় আছি!

ঘৃণা, প্রতিবাদ যথেষ্ট না, আইন আছে কি নাই বিষয় না। একটা দৃষ্টান্ত মূলক শাস্তি লাগবে। দরকার হলে মিডিয়ার কল্যানে ঘটনাটা সবার কানে পৌছুক।



যে পোস্ট দিয়েছেন তাকে অভিনন্দন জানাই। দেশে সাহসী মানুষের বড় অভাব!

৫৪৮| ১১ ই মে, ২০১২ রাত ১০:১৬

স্বদেশ হাসনাইন বলেছেন: তাকে অভিনন্দন => স্যালুট জানাই।

৫৪৯| ১১ ই মে, ২০১২ রাত ১০:১৯

স্বাধীনতার বার্তা বলেছেন: :| :||

৫৫০| ১১ ই মে, ২০১২ রাত ১০:২২

অরণ্য_রাকিব বলেছেন: ভাই স্যালুট। কোন আপডেট আছে.।।। সব হল জানোয়ার.।। এই গরমে পিচ ঢালা রাস্তায় ফেলে মারতে হবে ওদের.।।

৫৫১| ১১ ই মে, ২০১২ রাত ১০:২২

ক্রান্তী মৃধা বলেছেন: বিযয়টা খুবই মরমান্তিক। আমরা সবাই আছি এক সাথে । X( X(

৫৫২| ১১ ই মে, ২০১২ রাত ১০:২৬

দেখি তো পারি কিনা..... বলেছেন: এই সব বেজন্মা গুওলারে ঠিক কি ভাষায় গালি দিলে ঠিক হবে তা খুঁজে পায় তেছিনা। আমরা বাঙ্গালী রা মুখেই খালি কথার খই পুটাই। না হলে কেন আপনাকে কেউ হেল্প করবেনা। কেন একটা মেয়ে কিছু বেজন্মা দের হাতে লাঞ্চিত হওয়ার পর ও বাকী ১০ জন মুখ বুজে সহ্য করবে।

আল্লাহ আপনার মঙ্গল করুক।

৫৫৩| ১১ ই মে, ২০১২ রাত ১০:২৭

শেখ মিলন বলেছেন: আমি আপনার সাথে আছি। আমার লেখাটা (Click This Link)

৫৫৪| ১১ ই মে, ২০১২ রাত ১০:২৭

ভুদাই আমি বলেছেন: ইউল্যাব এর বক্তব্য মাইকিং করার দরকার নাই। যেহেতু ঘটনা অফিস চলাকালীন হয় নাই, তাই তাদেরকে কিছু করার দরকার নাই !! মানুষের বিবেক বলে কিছু আছে..............আমজনতাই এর বিচার করবে!!

আগে শুয়োর গুলোর পরিচয় বের হউক না............ তার পর দেখেন কে কোথায় থাকে...............

৫৫৫| ১১ ই মে, ২০১২ রাত ১০:৩১

দাস্তান বলেছেন: ইউল্যাবের সম্মন্ধে আগে কিছু কথা শুনতাম। ভাবতাম হয়ত বানিয়ে বলে। এখন দেখি ঐ কথা গুলো সত্যি। আমরা কতটা নিচে নেমে গেছি তা ভাবতে ইচ্ছা করছে না। এদের কে খুজে বের করে শাস্তি দেওয়া হক নাহলে হয়ত আরও অনেকে এদের দারা অপমানিত হবে র এদের সাহস বেরে যাবে।

৫৫৬| ১১ ই মে, ২০১২ রাত ১০:৩২

বাবন বলেছেন: ইউল্যাব কর্তৃপক্ষ ও এর ছাত্র ছাতী দের প্রতি..... ব্যাপারটি আপনারা ইগোটিকভাবে না নিয়ে একজন সমাজের দায়িত্বশীল নাগরিক, একজন ভদস্ত নাগরিক হিসেবে ভাবুন...... ঐ মেয়েটি আপনার মেয়ে, বোন, আপু কিংবা কোন আপনজন হতে পারত.....

আপনার আপনজনও তো বাইরে একা একা চলা ফেরা করে.. আপনি কি চান না তারা সুরক্ষিত থাকুক.....

আজ যদি এই বখাটেরা মাথা চাড়া দিয়ে উঠে তবে কাল সমাজের, কলেজের হাজার হাজার বখাটে মাথা চাড়া দিয়ে উঠবে.... তাই সময় এখনই..... আসুন রুখে দাড়াই।

ইউল্যাব কর্তৃপক্ষ এর প্রতিঃ

ক) একটি ভার্সিটি বন্ধ কিংবা ছুটি হয়ে যাওয়ার পরও সেখানে কিংবা তার আসে পাশের এড়িয়াতে ছাত্র-ছাত্রিরা একসাথে মিলে ২-৩ ঘন্টা আড্ডা মারা এটা স্বাভাবিক ব্যাপার..... তাই প্রতিষ্ঠান ছুটি হলেই প্রতিষ্ঠানের সব দায়িত্ব শেষ হয়ে যায় না।

খ) অভিযোগ কারী যেহেতু ভার্সিটির বাইরে ৩-৪ জনের কাছেই সুরক্ষিত না... সেখানে সে কিভাবে এতগুলো ছাত্রের সামনে অভিযোগ নিয়ে যাবে???

গ) ব্যাপারটা এখন আপনাদের আওতার বাইরে চলে যায়নি... আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহন করুন.... পাবলিক মন্তব্য থেকে বিরত থাকবে... আর স্বাধীন মত প্রকাশে নিশ্চই আপনাদের কোন বাধা নেই???

৫৫৭| ১১ ই মে, ২০১২ রাত ১০:৩২

ভুদাই আমি বলেছেন: ৥ মোঃ আমিনুল ইসলাম (মিলন).....।
প্রতিষ্ঠানের দোষ কে দিচ্ছে ??? শুয়োরগুলো নিজেদেরকে ইউল্যাব এর ছাত্র পরিচয় দিছে এবং লেখক তাই প্রকাশ করেছে................ ইউল্যাব লিখবে না তো ঢাবি লিখবে ???

যাইহোক, আপনার মত প্রকৃত অপরাধীর সমীচিন শাস্তি চাই !!

৫৫৮| ১১ ই মে, ২০১২ রাত ১০:৩৩

এ আর খান বলেছেন: Onekdin por samu te login korei shorbonash er shorbonasha post amr choke pane ene charlo. Ami khub e shonkito ei vebe j anar ghoteo 2 ta bon ase ba amr wife ase. Ami r vabte parche na. Ami tader bechar dekhte cai sei shate tader ovibabokder o. Jara nejerao hoyto egulo tader shontan kena. Chii!! Ami asi upnader shate. Kesu korle janaben. Ami ure chole ashbo oi bontir jonno. [email protected]

৫৫৯| ১১ ই মে, ২০১২ রাত ১০:৩৪

মতিউর রহমান মিঠু বলেছেন: কষ্ট লাগছে খুব। আমি ১টি চ্যানেলে কাজ করি। গত ৪বছর যাবত ১৭ টি প্রাইভেট বিশ্ববিদ্যায় নিয়ে ১টা অনুষ্ঠান করি "সিটি ফিনান্সিয়াল কুইজ কম্পিটিশন" নামে, গত শনিবার ৪র্থ বছরের ফাইনাল প্রচারিত হলো। সে সুবাদে ঐ বিশ্ব: অনেকের সাথে আমার কিছু পরিচয় আছে।
যদি আমি কোন সাহায্য করতে পারি তবে জানাবেন, আমি সধ্যমতো চেষ্টা করবো।
ইচ্ছা করছে এখন গিয়ে পিটাই...

৫৬০| ১১ ই মে, ২০১২ রাত ১০:৪৩

হ্রস্ব ই বলেছেন: বদ গুলাকে নেংটা করে বেতানো উচিৎ.।

৫৬১| ১১ ই মে, ২০১২ রাত ১০:৪৬

তামান্না সাদিকা বলেছেন: এধরেনর অপরাধ গুলো মেনে নেয়া লজ্জাজনক । আপনার ততক্ষনাত প্রতিবাদের এবং লক্ষাধিক ব্লগার কে প্রতিবাদে অংশ নেবার আহবানকে
প্রশংসা করছি। পাশে আছি .।।

৫৬২| ১১ ই মে, ২০১২ রাত ১০:৫০

আলফা-কণা বলেছেন: ekta exemplary punishment dorkar,,,......
ar, dhanmondhi thika banger chatar moto private university guli o sorano dorkar....
@lekhok: Title ta change kore aro abedonmoyi kore likhte paren,,,or eye catching typer ekta title dite paaren, karon ay rokom ghotona Dhaka city te kokhono hoyeche kina sondehu,,,,,amra ar sasti chy....
r apnake janai oshesh sovo kamona, apni dekhya dichen apni ekjon Khatimanush. We proud of you man.... bravo...we all are with you......salam,,,,

৫৬৩| ১১ ই মে, ২০১২ রাত ১০:৫২

নীরব 009 বলেছেন: ঘৃণা জানানোর ভাষা নেই। ভাবতেই অবাক লাগছে এই শতাব্দীতে এসেও আমাদেরই কেউ কেউ অন্ধকার যুগের মানুষদের মতো আচরণ করছি।


তীব্র প্রতিবাদ জানাই সাথে এই বেজন্মাগুলোর যথার্থ শাস্তি যেন নিশ্চিত হয় সে জন্য দেশের বিচার বিভাগ প্রতি সঠিক করনীয় নির্ণয়ের আহ্বান জানাই।


লেখকের সাহসিকতার জন্যে স্যালুট।

৫৬৪| ১১ ই মে, ২০১২ রাত ১০:৫২

আলফা-কণা বলেছেন: @@Khiarul Bahsar: apnar sathe ekmot
bhy, public bolen r private bolen,,kothao kono moral education deya hoy na,,,,,ata e khub koster bapar.....

৫৬৫| ১১ ই মে, ২০১২ রাত ১০:৫২

অক্টোপাস বলেছেন: বাঙালী হলো শুয়োরের জাত । এই জাতের জন্য এমন কিছুই স্বাভাবিক !!
X( X(

৫৬৬| ১১ ই মে, ২০১২ রাত ১০:৫৩

ও.জামান বলেছেন: অনেকদিন পর শুধুমাত্র এই পোস্টের জন্য লগ ইন করলাম।

আমার পরামর্শ হচ্ছে-

১। ঐ দোকানদারকে ধরে প্রাথমিক কাজ শুরু করা যায়। এখানে ইউল্যাবের কেই মন্তব্য না করলেও নিশ্চই পর্যবেক্ষন করছে। দিন তারিখ ঠিক করে ধরতে গেলে ওই ব্যাটাকে আগেই সরিয়ে দেয়া হতে পারে। তাই নিজেদের মধ্যে আলাপ করে দশজনের একটা টিম গিয়ে ঐ ব্যাটাকে ধরা যায়। ও অবশ্যই বদমাশগুলোকে চেনে জানে।

২। পুলিশের কাছে গিয়ে কোন লাভ হবে না জানি, তবুও ডিএমপিতে একটা স্মারকলিপি দেয়া যায়, যেন পুলিশ নিজে বাদী হয়ে একটা কেস করে।

৫৬৭| ১১ ই মে, ২০১২ রাত ১০:৫৯

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: ওদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না কেন? নাকি ব্লগে চ্যাচানো ছারা আর কোন কাজ করা হচ্ছে না? অনেকে লেখকের ইন একটিভিটিকে দায়ি করছে, কিন্তু যে লোক নিজের জীবনের রিস্ক নিয়ে এমন কাজ করল তিনি নিশ্চই ইনেক্টিভ থাকার মানুষ না। আমি মনে করি তাকে শারিরিকভাবে উপস্থিত হয়ে পূর্ন সহযোগিতা দিতে হবে। ঢাকার বাইরে আছি তাই আমার পক্ষে এ কাজ করা সম্ভব না, কিন্তু বর্তমানে যারা ঢাকায় আছেন তাদের পক্ষেতো সম্ভব।

৫৬৮| ১১ ই মে, ২০১২ রাত ১১:০২

সবুজ হাসান বলেছেন: আমজনতা আপনার উপর চড়াও হলো কেন। এতো খারাপ ঘটনা দেখেও আমজনতা চুপ করে থাকার কোনো প্রশ্নই আসেনা ।
আপনি বলছেন এপনি একা ছিলেন আর ছেলেরা কয়েকজন ছিল। যুক্ততে বলে আমজনতা আপনার পক্ষে নেয়ার কথা।

৫৬৯| ১১ ই মে, ২০১২ রাত ১১:০২

নাহিয়ান বিন হোসেন বলেছেন: @সাব্বির শাহরিয়ার, কি এখন আপনে কই গেলেন???????? নতুন করে ভাবতে শুরু করেছেন যে কিভাবে কিছু শুয়োরের পক্ষে দালালি করবেন তা নিয়ে?????????? নাকি বাসায় বসে কোন টীচারকে ফোন দিয়ে ঘটনা জানার আবালীয় প্রচেষ্টা অব্যহাত রেখেছেন? তারপর ব্লগে এসে আপনার ভার্সিটির মহান অথরিটির মহান নোটিশখানা ( যেই নোটিশমতে ভার্সিটি অফ হলেই সেখানে নাকি ভার্সিটির কোন ছাত্র থাকে না! ) ঝুলিয়ে দেয়ার জন্য অপেক্ষায় আছেন??? আপনে তো আবার এই দেশের সকল ভার্সিটির অথরিটির বিরাট ভক্ত মানুষ!

লেখকের আপডেট এবং ফারহাদুল ইসলাম অভির কমেন্টের পর "চিলে কনা নিয়েছে" এই মহান বানীর ব্যাপারে কি বলার আছে আপনার?????

আপনাকে একটা উপদেশ দেই। স্বরাষ্ট্রমন্ত্রীর পি এস এর চাকরিটা আপনে নিতে চেষ্টা করেন। আপনের মত মনুষ্যত্ব বর্জিত অমানুষদের ওখানেই ভালো বানায়, কোন ভার্সিটিতে না। সেখানে চাকরি নিন এবং কেউ খুন হলে, গুম হলে "দেশের পরিস্থিতি ভালো", এরকম ভাষন লিখে দিয়ে মন্ত্রীকে সহাওয়তা করুন। আপনি যে স্তরের মানুষ তাতে এরকম কাজ করাই আপনার জন্য উপযুক্ত হবে।


@ স্বপ্নবিলাসী আমি, আপনার কমেন্টে সহমত। এরকম একজনকে নিশ্চই দেখতে পাচ্ছেন!


৫৭০| ১১ ই মে, ২০১২ রাত ১১:০২

অমাবশ্যা বলেছেন: ULAB এর কিছু শিক্ষক, কর্মকর্তা ও ডিভিশনের ইমেইল দিলাম, সবাইকে প্রতিবাদ জানিয়ে ইমেইল করুন।

ইমেইল
[email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected]

৫৭১| ১১ ই মে, ২০১২ রাত ১১:০৮

নাহিয়ান বিন হোসেন বলেছেন: @ সবুজ হাসান, বাসে উঠেছেন কখনো?????? নিজের চোখে দেখেছি এক মেয়ের গায়ে এক জানোয়ার হাত দেয়ায় মেয়েটা যখন প্রতিবাদ করে তখন বাস শুদ্ধু লোক মেয়েটাকেই অপমান করেছে। স্কুলে পড়া পোলাপান রামপুরা থেকে সাইন্সল্যাব পর্যন্ত আসতে আসতে বাসের ভেতর , বাসের বাইরে অসংখ্য মেয়েকে ইভ টিজ করেছে। আম জনতা তখন কলা খাচ্ছিল। আমি প্রতিবাদ করতে গেছিলাম কারো সাপোর্ট পাই নাই। আমাদের আম জনতা এরকম ঘটনায় মজা নেয়। এরকম হাজারো ঘটনার উদাহরন আর আমাদের আম জনতার কুকাম এর কথা বলা যায়। আমজনতা এমন বলেই আজ দেশের এই অবস্থা। যাই হোক , আপনে যে কেন এই ফাওও ত্যানাপ্যাচানি কমেন্টখানা করলেন তা বুঝতে পারছি। ল্যাঞ্জা লুকানো খুব দায়, তাই না?

৫৭২| ১১ ই মে, ২০১২ রাত ১১:১০

আর কে বি বলেছেন: লেখকের সাহসিকতার জন্যে স্যালুট।

এধরেনর অপরাধ মেনে নেয়া যায় না।
ও.জামান বলেছেন: ঐ দোকানদারকে ধরে প্রাথমিক কাজ শুরু করা যায় ।

৫৭৩| ১১ ই মে, ২০১২ রাত ১১:১২

কায়সার আহমেদ কায়েস বলেছেন: ULAB আবার ইউনিভার্সিটি নাকি আমি তো ভেবেছিলাম এটি
Gossiping আর Dating place।

৫৭৪| ১১ ই মে, ২০১২ রাত ১১:১৪

পিথক বলেছেন: প্রায় ৬০০ জন সন্মানিত ব্লগার আপনার প্রতিবাদের সাথে একাত্ত্বতা ঘোষনা করেছেন। আমি মনে করি এটিই আপনার বড় পাওয়া। বাস্তবতা বড়ই কঠিন.........

৫৭৫| ১১ ই মে, ২০১২ রাত ১১:১৭

এম এম ওবায়দুর রহমান বলেছেন: এত্ত কমেন্ট দেখে ভাবছি আসলে যতটা ভেবেছিলাম ততটা পচে যায়নি সমাজ। দরকার শুধু উদ্দোগের। আসুন নারীদের প্রতি যারা বাজে আচরণ করেন ইভটিজিং করে তাদের জুতিয়ে দেশ ছাড়া করি।

৫৭৬| ১১ ই মে, ২০১২ রাত ১১:২৩

উদাসী স্বপ্ন বলেছেন: কয়েকটা পন্ডিতরে দেখলাম চুলকানী হইছে, বোলগে পোস্টও দিছে!

ছাগল গুলারে কইতে মন চায়, লোকটা ফোন নম্বর দেয় নাই তার কারন একটাই যে মেয়েটার এমন করছে সে তার পরিচিত। তাই উনি দিতে চান না!

আর উনি নিজের নাম্বর দিতে আছে না, এইটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হইলো আপনেগো কোনো সমস্যা হইলে ঐ মুদীর দোকানের ছাগলাটারে ধইরা তিনটা থাপ্পড় মারেন, তাইলেই বইলা ফেলাইতেছে। আর উপরের কয়েকজনতো ঘটনার সত্যতা তো আছেই!

দয়া কইরা সবাই যারা যারা যা করতে পারেন প্লিজ করেন। শিক্ষিত পিচ্চি পোলাপানও যদি এমন করে তাইলে দেশের সব গেছে। এই দেশে কেউ নিরাপদ না। আজকে এই মেয়েটা হইছে কালকে যে আপনের বোনের পায়জামা বা সালোয়ার টান দেবে না তার গ্যারান্টি নাই!

আর একটা রিকোয়েস্ট:

যদি অপরাধী ধরা পরে দয়া কইরা পুলিশের হাতে দিবেন না, দু পায়ের মাঝখানে হকি দিয়া জোড়ে বাড়ি দিয়া পোলাগুলারে নপুংসক কইরা তারপর পুলিশে দেন!

পুলিশে দিলে কেস থিকা বাইর হইতে টাকাও যাবে, পায়ের ওখানে ইনফেকশনও হবে! দয়া কইরা যারা এদের সনাক্ত করবেন তারা এটা করেন!

পিটাইতে যা খরচা সব আমি দিমু!

৫৭৭| ১১ ই মে, ২০১২ রাত ১১:২৩

তামজীদ বলেছেন: ফকিরন্নি ভার্সিটি, মহাখালীর চিপা থেকে ধানমন্ডি এসে মনে করসে জাতে উঠে গেছে। এই সব কুলাংগার ভার্সিটির জন্যই অন্যান্য প্রাইভেট ভার্সিটির সুনামহানি হয়, ব্র্যাক, এন এস ইউ, এ আই ইউ বি নিয়ে কেউ এগুলো বলতে পারবে? অথচ ২ মাস আগেও বনানী তে ২ টা ফালতু ইউনি এর মধ্যে মারামারি লেগেছিলো। কিন্তু একই স্থানে এন এস ইউ থাকতে কোন অরাজকতা হয়নি। এই সব নিম্ন শ্রেনীর প্রাইভেট ভার্সিটি বন্ধ করে দেয়া একান্তই জরুরী।

৫৭৮| ১১ ই মে, ২০১২ রাত ১১:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: আর ভাই শুধু কমেন্ট করলেই হইবো না, প্লিজ কেউ কিছু করেন। প্লিজ। কমেন্ট করলেই জাতী উদ্ধার হয় না। তাইলে দেখবেন কালেও সাহাড়া নামের ডাইনী বইলা বসছে দেশের আইন শৃঙ্খলা মারাত্মক ভাবে ভালো!


আন্দোলন শুরু হোক এই পোস্ট থেকেই!

৫৭৯| ১১ ই মে, ২০১২ রাত ১১:২৮

নাহিয়ান বিন হোসেন বলেছেন: জ্ঞানী (!) বলদা, ভার্সিটির শিক্ষিত (!) পোলাপাইন,শুয়োরের দালালরে গদাম। জ্ঞানী(!) টায় এখন মনে হয় ওই জানোয়ার গুলার লগে মিটিং এ বইছে! আর ঠিক করাতছে এর পরে কি কইরা ল্যাদানো যায় ব্লগে আইসা।

৫৮০| ১১ ই মে, ২০১২ রাত ১১:২৯

চিন্তুক বাঙালী বলেছেন: লেখকের সাহসিকতার জন্যে স্যালুট।

লেখকের কাছে নিবেদন ফেসবুক এর এই লিংক থেকে কষ্ট করে দোষীদের খুজে বের করার চেষ্টা করুন।

এরপর আমরা সবাই মিলে ওদের বিচার করব, ইনশাল্লাহ।

৫৮১| ১১ ই মে, ২০১২ রাত ১১:৩১

সাদাত শাহরিয়ার বলেছেন: ধিক্কার!

৫৮২| ১১ ই মে, ২০১২ রাত ১১:৩২

বাঙ্গালী মামুন বলেছেন: নৈতিকতার শিক্ষা থেকে যতদিন তরুন সমাজ দূরে থাকবে ততদিন এরকম ঘটনা সচরাচর ঘটতেই থাকবে। সুশীল সমাজ যতই চেঁচামেচি করুন না কেন সব কিছুর আড়ালে কাজ করে ভোগবাদী মানসিকতা। নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার জানাচ্ছি। আর তরুন সমাজ যে ট্যাবলেট গিলেছে তার কুফল জাতিকে অনেকদিন ভোগাবে মনে হচ্ছে।

৫৮৩| ১১ ই মে, ২০১২ রাত ১১:৩২

ফরেক্স ট্রেডার বলেছেন: ধিক্কার জানাই ওই নরপশুদের,
সেই সাথে

একটি মানব বন্ধন করার প্রস্তাব করছি।

৫৮৪| ১১ ই মে, ২০১২ রাত ১১:৩৩

এ কে এম মুজিব বলেছেন: ভাই, আমি ছোট খাটো একটা মিডিয়াতে কাজ করি, যদি সম্ভব হয় দ্রুত একটু আমার সাথে যোগাযোগ করেন। সম্ভব হলে ফোনে একটু যোগাযোগ করবো; আপনার সাথে এবং ভিকটিমের সাথে।
[email protected]

৫৮৫| ১১ ই মে, ২০১২ রাত ১১:৩৬

স্বপ্ন বালিকা বলেছেন: ঘৃনায় শরীরটা শিউরে ঊঠছে.................

৫৮৬| ১১ ই মে, ২০১২ রাত ১১:৩৭

চিন্তুক বাঙালী বলেছেন: “সামওয়ের ইন ব্লগ” নামে একটি ব্লগে ইউল্যাব-এর শিক্ষার্থীদের জড়িয়ে একটি বক্তব্য ইউল্যাব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে এধরনের কোন ঘটনা ঘটে থাকলে তা অনাকাঙ্খিত ও অত্যন্ত নিন্দনীয়। কথিত বিষয়টি সম্পর্কে ইউল্যাব কর্তৃপক্ষের বক্তব্য

৫৮৭| ১১ ই মে, ২০১২ রাত ১১:৩৭

দ্যা বারব্যারিয়ান বলেছেন: এই রকমের পরিস্থিতিতে একসময় এই মেয়ের জন্য নিজের জীবন দিতে পরতাম। কিন্তু নারী জাতীর চাল-চলন দেখে তাদের উপর আর বিন্দু মাত্রও শ্রদ্ধা নাই। এখন রাস্তায় কাউকে ধর্ষিত হতে দেখলেও কোন ভাবান্তর হবে না।

৫৮৮| ১১ ই মে, ২০১২ রাত ১১:৩৮

নতুন বলেছেন: একদিন সব চলে যাবে নস্টদের হাতে... :(

আপনি সাহসের সাথে যেই কাজ করেছেন সবাই যদি এই ভাবে একটু চিন্তা করতো... তবে আমাদের দেশে ইভচিজিং বলে কিছুই থাকতো না...

দেশে ভন্ড মানুষের সংখ্যাই বেশি...

ভাল থাকবেন...

৫৮৯| ১১ ই মে, ২০১২ রাত ১১:৩৮

আলফা-কণা বলেছেন: oder k dhore, bishes ongota operation kore deya houk....ar jenu konodin sahosh na pay....

৫৯০| ১১ ই মে, ২০১২ রাত ১১:৪৩

সবুজ হাসান বলেছেন: অমাবশ্য : ভাই এই ভাবে প্রতিবাদ না জানিয়ে যারা বিষয়টা দেখেছেন সাহস করে ইউল্যাবে যান। আর ব্লগার এতো সাহসী একজন মানুষ তাহলে ইউল্যাবে গিয়ে ছেলেদের দেখিয়ে দিতে পারে না কেন। আমি যতটুকু জানি ঘটনার যথাযথ প্রমান থাকলে অবশ্যই ইউল্যাব এর ব্যবস্থা নিবে। এই ভাবে ই-মেলই করে চোরের মতো প্রতিবাদ কেন ???????????????????????????????????????????

৫৯১| ১১ ই মে, ২০১২ রাত ১১:৪৪

সাকিন উল আলম ইভান বলেছেন: এখন পর্যন্ত কোন অগ্রগতি পেয়েছেন কেউ , শুধু তো শেয়ার ই দেখলাম কিন্তু কেউ তো ঈভ টিজার দের ট্রেস করতে পারলেন না । ইভেন্ট এ দেখলাম আজাইরা গ্যাজানি। পোষ্টদাতা আপনি কি টিজার দের প্রকৃত পরিচয় চিনেন তাহলে প্রকাশ করুন , আবাল গুলারে দুই পায়ের মাঝে আইক্কা বাশের চিপা দেওন দরকার X( X(

৫৯২| ১১ ই মে, ২০১২ রাত ১১:৪৮

চাঙ্কু বলেছেন: ULAB এর ভিসিসহ সব শিক্ষকদের কাছে সবাই ই-মেইল করুন। এই পোষ্টের লিঙ্কসহ সবাই জাতীয় দৈনিকগুলোতে, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ই-মেইল করুন। মেইল বক্স ভরে গেলে যদি নীতি-নির্ধারনী পর্যায়ের সবার টনক নড়বে। ব্লগের অনেকেই সংবাদিক, পুলিশ-- দেখেন, যদি আপনারা যদি সাহায্য করতে পারেন !! সবাই এর প্রতিবাদ যার যার অবস্থান থেকে করুন। ঢাকার রাজপথে তথাকথিত কিছু শিক্ষিত ছেলে এইরকম বর্বর আচরন করবে আর আমরা সবাই হা করে দেখবে, এইটা হয় না। এই পশুগুলোর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

উপরে ULAB কর্তপক্ষের একটা বক্তব্য দেখলাম !!! বাহ ULAB কর্তপক্ষ !! বাহ !! রাত ৯-১৫ তে আপনাদের অফিস বন্ধ হয়ে যায় বলে আপনাদের প্রতিষ্ঠানের কিছু কুলাঙ্গার ধানমন্ডির মত জায়গায় কুকুরের মত আচরন করবে, আর আপনারা নিজেদের নৈতিকতা থেকে কিছু করবেন না !!! বাহ !!! আমরা মুগ্ধ !!

লেখক @ যদিও মনে হচ্ছে আপনার শারীরিক অবস্থাও খুব বেশী ভাল না, কিন্তু যদি পারেন ব্লগারদের সাথে যোগাযোগ করে একটা প্ল্যান করেন। আর পারলে একটু আপডেট দিয়েন।

৫৯৩| ১১ ই মে, ২০১২ রাত ১১:৫০

কে এম মিজানুর রহমান বলেছেন: ওদের শরীরে আছে পশুর রক্ত। ঐ সব পশুর রগ কেটে সব রক্ত বের করে দেয়া উচিৎ

৫৯৪| ১১ ই মে, ২০১২ রাত ১১:৫৩

mamuunn বলেছেন: এদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সর্বসাধারণের সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি। আর এদের যারা রক্ষা করতে চাচ্ছেন তারা মনে রাখবেন- এদের এই অপরাধ থেমে থাকবে না। ভবিষ্যতে এরাই দেখবেন আপনার বোনকে কিংবা আপনার মেয়েকে রাস্তায় অপমান করবে। তখনো কি পারবেন এদের সহযোগীতা করতে!!!!!! কিন্তু তখনো দেখা যাবে আপনার মত কিছু লোক ওদেরকে ঠিকই রক্ষা করবে!!!!! তখন পারবেন মেনে নিতে?

৫৯৫| ১১ ই মে, ২০১২ রাত ১১:৫৪

রাজ মুকিত বলেছেন: হারাম জাদার দল, গণ আন্দোলন ছাড়া কমেন্টে কাজ হবেনা

৫৯৬| ১১ ই মে, ২০১২ রাত ১১:৫৪

ডিগবাজি বলেছেন: ভাই ছোট কাল থেকেই দেখে আসছি ভালো কাজে লোক নাই। সমাজে শুধু আমি বাচলেই চলবে, অন্য কেউ মার খাচ্ছে খাক ভাবিনা আমি ও অন্যর কাছে অন্য কেউ হয়ে যাব এক সময়, ট্রেনে বাসে পথে মাঝে মাঝে বিদ্রোহী হতে ইচ্ছে করে। আমি যা পারিনা, আপনি তা পেরেছেন আপনাকে ধন্যবাদ।

৫৯৭| ১১ ই মে, ২০১২ রাত ১১:৫৭

মাহবুবুর রহমান এমিল বলেছেন: মোঃ আমিনুল ইসলাম (মিলন) নামে আরেক দালালের দেখা গিয়াছে.........

৫৯৮| ১১ ই মে, ২০১২ রাত ১১:৫৭

রুন বলেছেন: আপনার সাহসিকতার জন্য মন থেকে ধন্যবাদ ।
জানোয়ার গুলুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।

৫৯৯| ১১ ই মে, ২০১২ রাত ১১:৫৮

রনজু বলেছেন: Kichu bolte na cheyeo bolte badhdho hochchi..post ta onek pore nozxore elo.. ami agei bole nei ghotona tar sei orthe ami sakhi na..ami dur theke ghotona ta dekhechi..keno ghotoche ta jani na..ki ki hoyeche kichu dur porjonto bolte pari..
Jei somoy ghotona ta ghote ami ebong amar koyek jon frnd r collegue amra chilam ULAB er ulta dike rooftop café te..8 tolay.. takalei dekha jay..open space café chader upor.. bose cha khachilam r adda dichilam..hotat ekta meye konther chitkar shune amra sabai railing diye niche takiye dekhi 2 ta chele ekta meyer kas theke doure jachche..ekta samne r ekta pichone..ekta cheler jama khule gechilo r o ulab er dikei dourachchilo..oke dhore fele koyekjon..charpashe vir jome jay..besh kotha katakasati r awaz paoa jachichilo..meyetao eshe hazir hoyechilo..r ekta chele keo keu ekjon dhore anlo..er modhei dekhe mone holo jama chara cheletar hotat hombi tombi bere gelo…ekbar ekjon lok soho se ULAB er gate dike jete giye abar fire eshe mone hoy shashalo ekjon ke..abar oke ULAB er dikei niye gelo..mone holo ora ULAB er e..oder achoron r campus er dike oder jaoa asar dhoron dekhe tai mone holo.. kichu kkhn por vir patla hoye gelo..
ei holo basic ghotona,,jeta amra 8 tolar upor theke dekhechi…amra nijera karon guess korar try koreo pari ni..prothom chintai vableo pore kkhali ga cheler hav vab dekhe otake chintai mne hoy ni… onno case e mone hoyeche.. r ha..opriyo shotto thik e bolchen..meyeta mone hoy chitkar kore thamte bolchilen..kake ta oto dur theke jodio bojha jay ni..meyetar voice onek loud e chilo..
upore dujon jara ghotona sthole chilen tader sathe ghotonar bornona te ami mil passi..keno ghoteche bolte parbo na..jokhon neme esechi totokhkhone shob thanda tai r khoj neoa hoy ni…
ekhane kichu loker kotha pore mone holo ULAB er samne kichu adou ghotoche kina ta niye apnara sondihan…tai mone holo jototuku ami ebong amar bondhura dekheche share kori… ki hoyeche ta to ami jani..karon ja bola holo ta hoye thake ebong tar jonno jodi abar keukeu support dieyar try kore thake ei jatir jonno asoleo dussomoy asche..amra ki dhoroner nichu prokritir manush toiri korchi amader samajik ebong pratishthanik dik diye ta vabtei voy lagche..ebong keu keu tader somorthon o korche!!! Amra kothay jachchi?

৬০০| ১২ ই মে, ২০১২ রাত ১২:০০

সৃজনশীল বলেছেন: অত্যন্ত সময়োপযোগী পোস্ট! দিনে দিনে এসব এরকম কুলাঙ্গার ইভটিজারদের সংখ্যা বাড়ছেই শুধু! সময় এসেছে রুখে দাঁড়ানোর! ব্লগে বা অনলাইনে শুধু গলা না ফাটিয়ে সবার উচিত রাস্তায় নামা, তাতেই কাজের কাজ হবে.। লেখক কে ধন্যবাদ!

৬০১| ১২ ই মে, ২০১২ রাত ১২:০৩

আনন্দমেলা বলেছেন: আমি কিছু ব্যাপার যোগ করছি। লেখক ভাই যাদের খুঁজে বের করতে চাচ্ছেন তারা সবাই সরকারী ছাত্রলীগ বাহিনীর সন্ত্রাসী। "অনু" নামক আওয়ামীলীগের এক নেতা রাত ৮ টা থেকে ইউল্যাবের সাথে লাগোয়া গলিতে ঐ সব ইউল্যাবের সন্ত্রাসীদের নিয়ে নেশা করে ও রাতভর নানা সন্ত্রাসী কাজের প্লান করে বেড়ায়। আশপাশের দোকানদাররা (ভাজাপোড়া, পুরি, সিঙ্গারার দোকান) অবৈধ ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে তাই তারা ঐ সব গুণ্ডাদের হয়ে সাফাই গেয়েছে। ওখানকার ভদ্র মানুষেরা ওদের ভয় পায়। রাত যত গভীর হয় তত আশেপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী ছাত্র, ঢাকা কলেজের গুন্ডারা এসে যোগ দেয়। ওরা "অনুর" রাজনৈতিক ছায়ার নিচে থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজী করে বেড়ায়। মূলত নেশার টাকা যোগাতে তারা যা ইচ্ছা করে।

লেখক ভাইয়ের সাহসের প্রশংসা করি। এই সব সন্ত্রাসীদের উচ্ছেদ করতে সম্মিলিত সাহসের প্রয়োজন। শুধু পোস্ট স্টিকি করেই কাজ হবে না।

৬০২| ১২ ই মে, ২০১২ রাত ১২:১০

পাহাড়ের কান্না বলেছেন: সর্বপ্রথম দোকানদাররে ধরা হোক তার পরে সব কয়টারে পাওয়া যাইবো। ধানমন্ডির লোকাল যারা আছেন তারাই এটা করতে পারেন। তার পরে গনপ্যাদানি। গনপ্যাদানিতে স্বশরীরে হাজির হওয়ার আশা রাখি।।

৬০৩| ১২ ই মে, ২০১২ রাত ১২:১৫

হাসান মাহমুদ তানভীর বলেছেন: এইরকম দেশের নাগরিক হওয়ায় বড্ড অপমানিত বোধ করছি!!!!!!!



দাদাজী বলেছেন: সবার উদ্দেশ্বে আনার কিছু কথা ছিলো ।
এভাবে এখানে দুঃখ্য প্রকাশ বা গালাগালি করে কোন লাভ নাই ,

ঐ মেয়েটাকে নিয়ে থানায় একটা GD করুন এবং তার একটা scan copy এখানে share করুন । তারপর একটা সময় ফিক্সড করুন আমরা সবাই ইউ ল্যাব ইউনিভার্সিটির সামনে বিচার চেয়ে শান্তিপুরন ভাবে মানব বন্ধন করবো । আমি কথা দিচ্ছি আমিতো আসবোই আর আমার যতো বন্ধু আছে সবাইকে নিয়ে আসার চেষ্টা করবো ।

আর যারা সাংবাদিক, সমাজ কর্মী , এনজিও (বিশেষ করে যারা নারী অধীকার নিয়ে কাজ করে) তাদের এ বিষয়ে সবধরনের সহায়তা চাচ্ছি ।

কি কেউ আসবেন আসবেন ?
আমাদের বোন বা মেয়েদের নিরাপত্তা চাওয়ার আন্দলনে , বিচার চওয়ার আন্দলনে .....



সহমত

৬০৪| ১২ ই মে, ২০১২ রাত ১২:২০

অরুনাভ পাভেল বলেছেন: আমার কাছে মনে হয় এই মতামতটি বেশ কাজে দিবে।

ঐ মেয়েটাকে নিয়ে থানায় একটা GD করুন এবং তার একটা scan copy এখানে share করুন ।
তারপর একটা সময় ফিক্সড করুন আমরা সবাই ইউ ল্যাব ইউনিভার্সিটির সামনে বিচার চেয়ে শান্তিপুরন ভাবে মানব বন্ধন করবো । আমি কথা দিচ্ছি আমিতো আসবোই আর আমার যতো বন্ধু আছে সবাইকে নিয়ে আসার চেষ্টা করবো ।

আর যারা সাংবাদিক, সমাজ কর্মী , এনজিও (বিশেষ করে যারা নারী অধীকার নিয়ে কাজ করে) তাদের এ বিষয়ে সবধরনের সহায়তা চাচ্ছি ।

কি কেউ আসবেন আসবেন ?
আমাদের বোন বা মেয়েদের নিরাপত্তা চাওয়ার আন্দলনে , বিচার চওয়ার আন্দলনে .....

৬০৫| ১২ ই মে, ২০১২ রাত ১২:২৯

সোনালী আকাশ বলেছেন: মানুষরুপী এই কুত্তার বাচ্চাগুলোর উপযুক্ত শাস্তিই এখন আমার একমাত্র কামনা। কিছু করতে পারলে অবশ্যই জানাবেন। পরিশেষে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।।।

৬০৬| ১২ ই মে, ২০১২ রাত ১২:৩৩

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: @লেখক: আপনার সর্বশেষ আপডেট (১২/৫/২০১২-রাত ০০.০৯) এর কথাগুলো খুবই প্রয়োজনীয় এবং সময়োপোযোগী হয়েছে। ব্যাপারটা অন্যদিকে মোড় নিচ্ছে বলে একটা আশংকা জেগেছিল। ধন্যবাদ আপডেট দিয়ে অন্য সব ধরনের আলোচনার রাস্তা রূদ্ধ করার জন্য।

৬০৭| ১২ ই মে, ২০১২ রাত ১২:৩৬

ব্লিডিংহার্ট বলেছেন: 01. Versity kono possitive response na kora porjonto expert keu Sala der website hack kore rakhen

02. Kichu poster print kore ULAB er ase paser deyal e lagiye ULAB er general student der request korte paren.

03. Media te jevabei houk ekta news dite parle valo hoto.Amader deshey abar media highlight na korle kono kortipokkher tonok nore na.Je vabei paren keu mama chacha ba onno kauke request kore ekta news dite paren kina dekhen. Jodio prove chara deya problem hobe.

Sorry for writing in English.

৬০৮| ১২ ই মে, ২০১২ রাত ১২:৩৬

অপচ্ছায়া বলেছেন: লেখক ও অপ্রিয় সত্যের কথামত ওই পানের দোকানওয়ালা পোলাগুলানরে চিনে...ওরে ধইরা থাপ্রাইলেই পোলাগুলার পরিচয় পাওয়া যাবে... X((

লেখককে স্যালুট...

৬০৯| ১২ ই মে, ২০১২ রাত ১২:৩৬

অরণ্যে রোদন... বলেছেন: লেখক কে সশ্রধ্য সালাম। আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের পাগলা মিজানুর এখন কোথায়? ঘরে বসে বসে তার বিশাল গোঁফে তা দিচ্ছে কি? এই যে ঘটনাটা ঘটল এটা কি মানবাধিকার এর স্পষ্ট লঙ্ঘন নয়?
দেশের অলি গলিতে ঘুপচির ভিতর নামকাওয়াস্তে কিছু বেসরকারি ভার্সিটি হয়েছে যেগুলোতে পড়তে যায় অধিকাংশ অকাল কুষ্মাণ্ড গুলো। যারা আক্ষরিক অর্থে মেধাহীন, যোগ্যতাহীন। ঢাকা, ছত্তগ্রাম,খুলনা, রাজশাহি, জাহাঙ্গিরনগর সহ অন্যান্য প্রথম সারির ভার্সিটিগুলোতে যারা চান্স পায়না, মেডিক্যাল, বুয়েট ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গুলতে যারা সুযোগ পাবার কল্পনাও করেনা সেই গরু গাধা গুলোই কেবলমাত্র বাপের টাকার গরমে ভারিসিটির ছাত্র তকমা লাগানোর জন্যে ভর্তি হয় তৃতীয় সারির নানা প্রতিষ্ঠান গুলতে। কিছু বেজন্মার জন্যে আজ রাস্তা ঘাটে চলাই প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

৬১০| ১২ ই মে, ২০১২ রাত ১২:৪১

উজ্জল সুত্র ধর বলেছেন: আপনার মানবতা এবং সাহসিকতার জন্য স্যালিউট।
তবে থেমে না থেকে এগিয়ে যান, আমরা আছি।

৬১১| ১২ ই মে, ২০১২ রাত ১২:৪৩

সিটিজি৪বিডি বলেছেন: সুদুর প্রবাস থেকে শুধু ধিক্কার জানাই। প্রবাসে কাউকে ইভটিজিং এর শিকার হতে হয় না------------কারন অনেক কঠোর। আর আমাদের দেশে? আপনি কোন অন্যায়ের প্রতিবাদ করলে উল্টো আপনাকে মার খেতে হবে।

৬১২| ১২ ই মে, ২০১২ রাত ১২:৪৩

সাব্বির শাহরিয়ার বলেছেন: ইউ ল্যাব, অক্সফোর্ড, হার্ভাড .. বা জাবি, ঢাবি কোন দেশী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানই আমার পোস্টের লক্ষ্য, উদ্দেশ্য বা বিধেয় নয়। ঐ ছাত্রনামধারী জানোয়ারগুলো ইউ ল্যাবের হলেও ঐ পবিত্র প্রতিষ্ঠানটির ওপর আমার কোন আক্রোশ নেই, আর তারা তা না হলেও ইউ ল্যাবকে আমি একই শ্রদ্ধার চোখে দেখব, যেমন এখন, এই মূহুর্তে দেখছি। তবে ইউ ল্যাবের অথবা তাঁদের পক্ষাবলম্বন করে অনেকের কর্মকান্ড দেখে ঐ পুরনো প্রবাদটি মনে পড়ছে -- "ঠাকুর ঘরে কে রে ?" "আমি কলা খাই না।"
কথাটা অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ব্লগার ভাই কে।
আপনি আসেন, ইউল্যাবে দেখা করেন। ছেলেকে খুজে বার করেন। আপনি সব রকম সহযোগীতা পাবেন বলে কথা দিতে পারি।

আর যারা কমেন্ট করেছেন তাদের উদ্দেশে বলতে পারি, আমরা জানি যে কাহিনী শুনে আপনাদের মাথা গরম হয়ে গেছে। আজ এটা যদি আমার ইউনিভার্সিটি না হত তাহলে হয়তো আমিও এমন এ করতাম। কিন্তু আপনাদের প্রতি একটা অনুরোধ, ছেলেটা সত্যি ইউল্যাবের কিনা সেটা না জেনে দয়াকরে ইউল্যাবের নামে উল্টা-পাল্টা অভিযোগ করবেন না।
সবাই কে ধন্যবাদ।

৬১৩| ১২ ই মে, ২০১২ রাত ১২:৪৬

সংবাদিকা বলেছেন:
ধন্যবাদ...... ব্লগার সর্বনাশা........ আপনার দ্বায়ীত্বপূর্ন আপডেট (রাত ৯ টা) এর জন্য...... আসলে এমন কুলাঙ্গার কয়েকজনের জন্য পুরো প্রতিষ্ঠান কে দোষ দেওয়া ঠিকনা...... এবং ভুল..... আসলে হঠাত রাগে এবং জোশে এমন করে ফেলেছে অনেকে...... আমিও.... ফিরিয়ে নিলাম....... (ব্লগে মন্তব্য কারী লেখা মুছতে পারেনা)

তবে আপনার বর্ণনা সঠিক হলে তারা কেবল ইভ টিজার না........ সাক্ষাৎ সেক্সুয়াল হেরাসার....... ফৌজদারি আইনে জা শাস্তি হওয়া প্রয়োজন তাদের তাই হউয়া উচিত......

৬১৪| ১২ ই মে, ২০১২ রাত ১২:৪৮

অরণ্যে রোদন... বলেছেন: আ শী ষ বলেছেন: এইগুলোরে ভার্সিটি কয়? ইউল্যাবের কোন পোলাপান ভার্সিটি বানান ইংলিশে এক চান্সে বলতে পারলে সার্টিফিকেট যা আছে আমার তা বিসর্জন দেব।

মাইর কোন সময় শুরু হবে??

৬১৫| ১২ ই মে, ২০১২ রাত ১২:৫৫

নাফিস. বলেছেন: খুবই খারাপ লাগছে বোনটির কথা ভেবে। আপনাকে স্যালুট।

৬১৬| ১২ ই মে, ২০১২ রাত ১২:৫৭

তানভির ইসলাম বলেছেন: এদের কাছে ছাত্রত মানে বাসে ভাড়া কম দেয়া,রাস্তা ঘাটে আকাম কুকাম করা, পাবলিক প্লেসে নির্লজ্জের মত বিড়ি টানা,
এই সব ***** গুলার হাত পা কেটে দেয়া উচিত,
বাংলাদেশ কিছু ক্ষেত্রে সৌদি আরবের মত কাটা কাটি আইন থাকা দরকার...

৬১৭| ১২ ই মে, ২০১২ রাত ১:০১

আমিনাথিং বলেছেন: আপনাকে মন থেকে শ্রদ্ধা জানাই.............।

৬১৮| ১২ ই মে, ২০১২ রাত ১:০৩

ভুদাই আমি বলেছেন: শুয়োরদের দালাল কয়টারে ধরে ছেচা আগে দেওয়া দরকার !!! শালারা বিবেকহীন.......................

৬১৯| ১২ ই মে, ২০১২ রাত ১:০৬

অস্পৃশ্য যুবরাজ বলেছেন: ভাই, আমি ঐ এলাকার আশেপাশেই থাকি। আশা করি ওদেরকে বের করতে সহায়তা করতে পারবো। ঐ রোড এ একটাই গ্রুপ আছে যারা ইভটিজিং এবং ছিনতাই এর সাথেও জড়িত। ওদের বের করা কঠিন হবে না আশা করি। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন- [email protected]

৬২০| ১২ ই মে, ২০১২ রাত ১:১৩

সায়ান বলেছেন: লেখাটি পড়ে খুবই খারাপ লাগলো । ভাবতে কষ্ট হচ্ছে যে ছেলেগুলো একটি বিশ্ববিদ্যালয় এ পড়ে । খুব খুশি হব যদি ছেলে গুলো দৃষ্টান্ত শাস্তি পায় । আপনার জন্য শুভ কামনা রইলো ।

৬২১| ১২ ই মে, ২০১২ রাত ১:৩১

@অতিথি@ বলেছেন: আপনার মানবতা এবং সাহসিকতার জন্য স্যালিউট।

৬২২| ১২ ই মে, ২০১২ রাত ১:৩৩

দিকভ্রান্ত একা বলেছেন: ধিক্কার দেই ঐসব মানুষরুপী নরপশু গুলোকে। আপনার জন্য রইলো শ্রদ্ধা

৬২৩| ১২ ই মে, ২০১২ রাত ১:৪৬

নাজমুল নয়ন বলেছেন: ব্লগার রনজু ভাইয়ের ষ্ট্যাটমেন্টটাও একই।
তাহলে ঘটনার সাক্ষি তিনজন হল ব্লগার সর্বনাশা সহ।

ভাই আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করে আগান
প্রয়োজনে আপনাদের সাখে কিভাবে যোগাযোগ করব আপনাদেরকে সাহায্য করতে, কিংবা অন্য কেউ সাহায্য করতে চাইলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে এই মাধ্যমটি দিন।

৬২৪| ১২ ই মে, ২০১২ রাত ১:৪৬

তায়েফ আহমাদ বলেছেন: এর মানে কী!?
কোন সভ্য দেশে- এও কী সম্ভব?
প্রতিরোধের সময় পার হয়ে যাচ্ছে।

৬২৫| ১২ ই মে, ২০১২ রাত ১:৫২

রফিকুল ইসলাম তনি বলেছেন: প্রিয় লেখক, দয়া করে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস দিন। আপনার সহযোগিতা ছাড়া কোনো কাজই এগিয়ে নেওয়া সম্ভব না।

১২ ই মে, ২০১২ রাত ২:০৮

সর্বনাশা বলেছেন:

ধন্যবাদ আপনার দায়িত্ববোধের জন্য।

[email protected]

৬২৬| ১২ ই মে, ২০১২ রাত ১:৫৫

স্বাধীকার বলেছেন:
একজন ইভটিজার বা ধষর্কের পরিচয় কখনোই তার শিক্ষা প্রতিষ্ঠান নিতে পারেনা। ধর্ষক অক্সফোর্ডের হোক আর ক্যামব্রিজের হোক-সে কেবলই ধর্ষক। এখানে এই ইভটিজারদের জন্য সেই প্রতিষ্ঠান দায়ী নয় কোনোভাবেই-বরং সেখানে বহু প্রতিবাদী মানুষ আছে, দায়িত্ববান মানুষ আছে-যারা আমাদের সহযোগিতাই করবেন বলে বিশ্বাস করি।

বরাবরের মতোই হয়তো আমরা এ অপকর্মগুলোকে ঘৃনা করবো, প্রতিবাদী হিসাবে দুটো মন্তব্য করবো, যথারীতি সময় যাবে এবং আবারো ইভটিজিং চলতেই থাকবে-এটা সভ্য মানুষের কাম্য নয়। অপরাধী সনাক্তকরণের জন্য দোকানই উপযুক্ত মাধ্যম-তাকে আইনের ভয় দেখালেই সে পরিচয় দিতে বাধ্য হবে।

৬২৭| ১২ ই মে, ২০১২ রাত ১:৫৫

রফিকুল ইসলাম তনি বলেছেন: অিপ্রয় সত্য, সম্ভব হলে আপনার মোবাইল নাম্বার অথবা ফেইসবুক আইডি দিন।

৬২৮| ১২ ই মে, ২০১২ রাত ২:০০

খান মেহেদী ইমাম বলেছেন: আর একটা ব্যপার মাথা নষ্ট কইরা দিল সেটা হল সামু ছাড়া আর কোন ব্লগ এই ব্যপার টা প্রচার করল না। কেন দেশকে সচেত্ন করার দায়িত কি একমাত্র সামুর। আপনারা যদি কেউ প্রথমআলো ব্লগ ও আন্নান্য ব্লগ এ লিংক সহ প্রচার করুন। দেখি আমাদের প্রথমআলো কি উট পাখি নাকি আসলেই প্রথমআলো।

৬২৯| ১২ ই মে, ২০১২ রাত ২:০৪

you বলেছেন: sobgulare emon mara dorker jate nijer nam vuila jai. ogore kopaite mon chitase. ora student na ora hoilo student er kolonko. ogore crossfire korte parle mone shanti paitam.

৬৩০| ১২ ই মে, ২০১২ রাত ২:১৯

নাফিজ মুনতাসির বলেছেন: @সর্বনাশা ভাই.......দেখেছেন তো আপনি একা না........আপনি এবার রেসপন্স করুন একটু........দেখবেন সবাই আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবেই......আপনাকে ছাড়া আগানো সম্ভব না কিছুই.............

৬৩১| ১২ ই মে, ২০১২ রাত ২:১৯

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: কিছু জারজের এই ঘটনা সম্পর্কে কোন কিছু না জেনে ঘটনা নিয়ে সন্দেহ পোষন করা ও তা নিয়ে পোস্ত দেওয়ার নিন্দা ও তাদের প্রতি থুতু বর্ষন করছি।

৬৩২| ১২ ই মে, ২০১২ রাত ২:২৬

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: এই পোষ্ট সম্পর্কে ইউল্যাবের রেজিষ্টার এর মন্তব্য:

http://www.facebook.com/ULABian/posts/398349793542664

আমাদের উচিত কয়েকজন যেই সাজেশন দিয়েছে তা অনুযায়ী অন্তত একজন ক্রিমিনাল কে আইডেন্টিফাই করা যত তাড়াতাড়ি সম্ভব।

এইক্ষেত্রে লেখককে খুবই একটিভ হওয়ার অনুরোধ জানাচ্ছি....।

৬৩৩| ১২ ই মে, ২০১২ রাত ২:৩১

ছোটমির্জা বলেছেন:
কি মারাত্মক ব্যাপার! আমরা কোন দেশে বাস করছি ভেবে দেখুন!!
তরুনেরা যা করেছে অবস্হা দেখে মনে হচ্ছে এটা তাদের কাছে মাছ-ভাত বা রুটিন ওয়ার্ক!!
আপনি যে সাহসিকতা দেখিয়েছেন তার জন্য লাল সেলাম। মেয়েটার সাহসিকতা খুবই প্রশংসনীয়। জানোয়ার ছেলেগুলাকে বিচারে কাঠগড়ায় দেখতে চাই- ওরা দৃষ্টান্ত মুলক শাস্তি পাক।
আমাদের সহব্লগার ও সাংবাদিক ভাইয়ের যার যার লেভেল চেষ্টা করুন। কিছু একটা হবেই- জেগেছে আজ লক্ষ তরুণ।

(সর্বনাশা ভাই, পারলে কমেন্টগুলার জবাব দিন, তাতে আন্দোলন বেগবান হবে)

৬৩৪| ১২ ই মে, ২০১২ রাত ২:৩১

ফেনিল সরোদ বলেছেন: একটা জায়গায় মনে হয় ভুল হয়ে যাচ্ছে। বিষয়টি হচ্ছে ”ইভটিজিং”, কিন্তু আমাদের আলোচনায় ইউল্যাব প্রধান হয়ে যাচ্ছে। এতে করে দু’টি সমস্যা হচ্ছে এক, আলোচনার মোড় ঘুরে যাচ্ছে। দুই, ইভটিজাররা আলোচনা থেকে সরে গিয়ে পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বন্দটা বেড়ে যাচ্ছে। ইউল্যাব কোন বিষয় নয়, যে ঘটনাটা ঘটেছে তার প্রতিকার হওয়া দরকার। ইউল্যাবের ভাই-বোনদের বলছি, আপনারা বিষয়টিকে ইউল্যাবের ছাত্র হিসেবে ব্যা্ক্তিগত আক্রমন মনে করবেন না প্লিজ। ইভটিজারদের শাস্তি হওয়া এবং ইভটিজিং বন্ধ হওয়া দরকার। এতে নিশ্চয়ই কারোর দ্বিমত নেই?

আরেকটি বিষয় হচ্ছে, ইভটিজারদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা অনেকেই ভাষা ব্যবহারে ইভটিজারদের মতোই হয়ে যাচ্ছি। একবার একটু ভাবি, আমরা যারা আমাদের মা-বোনের সর্বোপরি মানবতার জন্য কথা বলতে গিয়ে গালিগালাজ করছি, তারা কি আমাদের মা বোনের সামনে এভাবে গালি গালাজ করতে পারি বা করা উচিত?

জাতিগত ভাবেই আমরা অমানুষ হয়ে যাচ্ছি। এটা সত্য যে, কখনো কখনো সত্য প্রতিষ্ঠার জন্য, সার্বিক মঙ্গলের জন্য হিংস্র হতে হয়। কিন্তু তার মানে এই না যে, হিংস্র হয়ে যাকে সামনে পাব তাকেই কামড়াবো। তাহলে তো পশুরা খুশিই হবে। আমরা নিজেরা কামড়া কামড়ি করব আর ওরা মজা লুটবে।

৬৩৫| ১২ ই মে, ২০১২ রাত ২:৪১

ইলুসন বলেছেন: কখন কোথায় কি করবেন পরিকল্পনা জানান। এভাবে কমেন্টে সাবাশ আর বাহবা দিয়ে কিছু হবে না মনে হয়। অপেক্ষায় আছি বড় কিছু হলে সাথে থাকার।

৬৩৬| ১২ ই মে, ২০১২ রাত ৩:০০

ফারিয়া বলেছেন: আলোচ্য বিষয়ে কি কোন পদক্ষেপ নেয়া হয়েছে?
দেশে নেই, থাকলে অবশ্যই কিছু করতে পারতাম, তবে আপনাদের জন্য সমর্থন রইল।
পশুদের শাস্তি দেয়া হোক!

৬৩৭| ১২ ই মে, ২০১২ রাত ৩:০২

ব্লুম্যাজিক বলেছেন: এই জানোয়ারগুলারে যেভাবেই খুজে বের করে সবকটার বল থেথলে না দিলে উচিত বিচার হবে না। আর লেখক ভাইকে স্যালুট!

৬৩৮| ১২ ই মে, ২০১২ রাত ৩:২২

মু. সাহেদ বলেছেন: আপনার সাহসের প্রশংসা করতে হয়।

৬৩৯| ১২ ই মে, ২০১২ রাত ৩:২৭

বোরহান উদদীন বলেছেন:
সামু কে অনেক ধন্যবাদ এমন গুরুত্ব পুর্ন একটা পোস্ট কে স্টিকি করার জন্য। লেখক সহ সব ব্লগার কে - সাব্বাস।

৬৪০| ১২ ই মে, ২০১২ রাত ৩:২৯

আকাশ_পাগলা বলেছেন: http://www.somewhereinblog.net/blog/aakash_paglaa/29594045#c8117031

এই লিংক এ দেখেন। ঐ ছেলেগুলার বর্ণনা দেন প্লিজ। এম এ জুলহাস ভাই বলেছেন, বর্ণনা শুনে উনি চেহারার ছবি আঁকার চেষ্টা করবেন।


ভাই আপনি এখন হারিয়ে যাবেন না। আপনার কন্টাক্ট নাম্বার দেন ভাই।

৬৪১| ১২ ই মে, ২০১২ রাত ৩:২৯

মোহামমদ মশিউর রহমান বলেছেন: Click This Link
সর্বনাশার পোস্ট কে ঘিরে সর্বনাশা সব মন্তব্য । মূল ঘটনা ছেড়ে আলোচনা হচ্ছে বিক্ষিপ্ত বিষয়ে

৬৪২| ১২ ই মে, ২০১২ রাত ৩:৩৬

অবস্‌িকউর বলেছেন: একটি সুন্দর পৃথিবীর জন্য আপনার মত তরুনদের খুব বেশি প্রয়োজন। বেশি দামি কলেজে ভর্ত্তি করলেই সন্তান মানুষ হয়না, ঐসব কুলাঙ্গারদের বাবা মাকেও জেলে ভরা উচিৎ। কারন জন্ম দিলেই দ্বায়িত্ব শেষ হয়না।

৬৪৩| ১২ ই মে, ২০১২ রাত ৩:৫৯

সুখী পাগলা বলেছেন:
সে কি পুলিশ নিয়ে যাবে, নাকি জনতার হাতে সব ছেড়ে দেবে? পুলিশ নেয়া মানে বিরাট ক্যাচাল - আর জনতার হাতে ছাড়া মানে আইনের মারপ্যাচ (তখন তো পুলিশই এসে ওকে ধরবে)। তাহলে সে কি করবে?

কিন্তু এর মাঝে আমাদের এইসবা জ্ঞানী ভাইদের তর সয় না। তারা বলেন " ঐ মিয়া ইমেইল আইডি দেন। ঐ মিয়া ফোন নং দেন, ঐ মিয়া আপনি সামনে আসেন"।

সামুর এত হাজার হাজার ব্লগারের সামনে নিজেকে প্রকাশ করে সে কি কোন ভুল করে ফেলছে না তো??? নাহ!!! আমাদের ঐসব 'বড়লোক মানুষ' ভাইদের মাথায় আসে না - তারা এখুনি চান প্রমান-আলামত - কারন তারা প্রমান করতে চায় তুই একটা ভন্ড। <<<<< কপি পেস্ট

৬৪৪| ১২ ই মে, ২০১২ ভোর ৪:১৮

মোহামমদ মশিউর রহমান বলেছেন: বিবেকহীনের মত আচরণ

৬৪৫| ১২ ই মে, ২০১২ ভোর ৪:২৩

মোহামমদ মশিউর রহমান বলেছেন: বিবেকহিনের মত আচরণ আমরা করে যাচ্ছি

কিছু সংখ্যক ছাত্রদের জন্য প্রতিষ্ঠান এবং এর সাথে জড়িতদের হেয় প্রতিপন্ন করাটা যুক্তিযুক্ত নয় Click This Link
Click This Link

৬৪৬| ১২ ই মে, ২০১২ ভোর ৪:৩২

দাদুভাই বলেছেন:
ঘটনাটা শুনে খুবই খারাপ লাগল।
তবে এরা ইউল্যাবের ছাত্র বলে মনে হয় না।

আমি ইউল্যাবের প্রাক্তন ছাত্র। আমরাও সন্ধ্যার পর মাঝে মাঝে আড্ডা দিতাম। এমনকি আমাদের অন্য ভাসিটির বন্ধুরাও সাথে থাকতো।
ইউল্যাবের বক্তব্যের সাথে একমত, রাত ৯.৩০ ইউল্যাব বন্ধ থাকে।


মে ১১, ২০১২
“সামওয়ের ইন ব্লগ” নামে একটি ব্লগে ইউল্যাব-এর শিক্ষার্থীদের জড়িয়ে একটি বক্তব্য ইউল্যাব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে এধরনের কোন ঘটনা ঘটে থাকলে তা অনাকাঙ্খিত ও অত্যন্ত নিন্দনীয়। কথিত বিষয়টি সম্পর্কে ইউল্যাব কর্তৃপক্ষের বক্তব্য নিম্নরুপ:

ক. অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী কথিত ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে যেখানে আমাদের সকল কর্মকান্ড প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে শেষ হয়ে ক্যাম্পাস বন্ধ হয়ে যায় এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থানের কোন সুযোগ নাই।

খ. অভিযোগকারী কিংবা অন্য কেউ এ বিষয়ে ইউল্যাব এর কারও সাথে কোন প্রকার যোগাযোগ করেনি। যোগাযোগ/অভিযোগ করলে ইউল্যাব কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নিতে পারত। অতএব ইউল্যাব কর্তৃপক্ষকে কোন প্রকার সুযোগ না দিয়ে তার শিক্ষার্থীদের সম্পর্কে এ ধরনের উন্মুক্ত প্রচারনা প্রশ্নবোধক।

গ. অভিযোগকারী যথাযথ ও প্রচলিত নিয়মে বিষয়টি উত্থাপন না করলেও বিষয়টি নজরে আসায় ইউল্যাব কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে তদন্তের মাধ্যমে এর সত্যতা প্রত্যয়নের ব্যবস্থা গ্রহন করেছে। অতএব এ সম্পর্কে তদন্তপ্রসূত কোন প্রামানিক তথ্যাদি না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে অনুমান নির্ভর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অভিযোগকারী বা তার সমর্থনকারীদের প্রতি ইউল্যাব কর্র্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
রেজিস্ট্রার

http://www.facebook.com/ULABian

৬৪৭| ১২ ই মে, ২০১২ ভোর ৪:৪৬

মাসুদআহমদ বলেছেন: প্রথমে আপনার সাহসীকতার জন্য লাল সালাম। হয়তো আপনার মতো আমরা অনেকেই পারব না। কিন্তু এমন এক সময় আপনি সাহয্য চেয়ে ধরনা দিলেন যখন সমগ্র জাতি এক কঠিন সময় পার করছে। হয়তোবা - আবার দেখা গেল তারা কোন প্রভাবশালী বাবার সন্তান। তখন আপনাকে বলা হবে প্রমাণ দাও। কি করবেন? প্রমাণ দিতে পারবেন। কোন সাক্ষী পাওয়া যাবে না। তখন আরো হাজার প্রশ্ন দেখা দিবে। ..............
তবে আমাদের এই ব্লগিং এক সময় ঠিকই প্রতিবাদ আর প্রতিরোধের বসন্ত হয়ে উঠবে..............

৬৪৮| ১২ ই মে, ২০১২ ভোর ৫:০৮

এ হেলাল খান বলেছেন: :( :( :(

৬৪৯| ১২ ই মে, ২০১২ ভোর ৫:৩৯

আশীফ এন্তাজ রবি বলেছেন: জাহাঙ্গীর নগরে একজন ছাত্র ছিল। তার নাম মানিক। শুধু মানিক বললে অনেকে নাও চিনতে পারেন, তিনি ছিলেন সেঞ্চুরিয়ান মানিক। তিনি জাহাঙ্গীর নগরের ছাত্র এবং তিনি সেই বিশ্ববিদ্যালয়েরই একশ মেয়েকে রেপ করেছিলেন।

যেকোনো ধর্ষক কিংবা ইভটিজার কোনো না কোনো স্কুলের ছাত্র, কোনো না কোনো মায়ের সন্তান। সব মায়ের কাছে তার সন্তান নিষ্পাপ, সব মানুষের কাছেই তার প্রতিষ্ঠানের সেরা, সেরাদের আখড়া। এটা আবেগের কথা।
কিন্তু আমরা জানি বাস্তবতা অন্য রকম।

যে ব্লগটি নিয়ে এত আলোচনা সেখানে লেখক বলেছের, ইভটিজাররা নিজেদেরকে ইউল্যাবের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে। এতে ইউল্যাবের শিক্ষার্থীরা কেন উত্তেজিত হলেন বুঝলাম না। এটা তো অসম্ভব কিছু না। বাংলাদেশের শ্রেষ্ঠ্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককেও আমরা ধর্ষক- নিপীড়ক হিসেবে দেখেছি।

এছাড়া এ ব্যাপারে আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর ব্লগও দেখেছি।

কাজেই সত্যিই যদি সেই ইভটিজার ইউল্যাবের হয়ে থাকে, তাহলে ইউল্যাবের মেয়েদের জন্যই সেটি সবচেয়ে বিপদের কারণ । সেই ইভটিজারদের পরবর্তী লক্ষ্য হবে ইউল্যাবের ছাত্রীরাই কিংবা ছাত্রদের বান্ধবী কিংবা বোনেরাই।

এ উপলক্ষ্যে ইউল্যাব কর্তৃপক্ষের নামে যে বিবৃতি দেয়া হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক।

ইউল্যাব কর্তৃপক্ষ যেন দায়িত্ব নিয়েছেন যেকোনোভাবে এই ঘটনার দায় এড়ানোর। কার্পেটের নীচে ময়লা চাপা দেয়া যায়, তাতে আবর্জনা কমে না।

ইউল্যাবের ভাইবোনদের প্রতি আবেদন, ব্যাপারটিকে আবেগগতভাবে না দেখে নিরপেক্ষভাবে দেখুন। অপরাধী যেই হোক, সেও ইউল্যাবের হোক কিংবা না হোক, তার শাস্তি কামনা করুন। চলুন সবাই মিলে তাকে খুঁজে বের করি।

যেহেতু অপরাধী নিজেকে ইউল্যাবের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে , ইউল্যাবের প্রভাব দেখিয়েছে কাজেই সেই খোঁজ শুরু হোক ইউল্যাব থেকে। আমরা বাইরে থেকে গিয়ে তাকে খুঁজে বের করতে হয়তো পারবো না, এজন্য ইউল্যাবের ভাইবোনদেরই এগিয়ে আসতে হবে।

তাতে ইউল্যাবই আবজর্নামুক্ত হবে, দেশ আবর্জনামুক্ত হবে।




৬৫০| ১২ ই মে, ২০১২ ভোর ৬:০৩

আশীফ এন্তাজ রবি বলেছেন: ইউ ল্যাবের ঘোষণা শুনে ব্যাপক বিনোদন পেলাম। তাদের বক্তব্যের প্রথম পয়েন্ট : ক্যাম্পাস বন্ধ হয় রাত ৯টা ১৫ মিনিটে। অতএব যাদের যুক্তি হচ্ছে রাত ৯টা ১৬ থেকে কোনো ঘটনা ঘটলে ইউল্যাব দায়ী না।
ক্যানো রাত ৯টা ১৬ থেকে কি ইউল্যাব কর্তৃপক্ষ ওই এলাকায় কারফিউ জারী করে?
এই জাতীয় দায়িত্বজ্ঞানহীন বক্তব্য যতক্ষণ পর্যন্ত দেয়া হবে, অপরাধী ততই আইনের ফাঁক বেরিয়ে যাবার সুযোগ পাবে। আর যে সমাজে অপরাধীর জন্য অনেক ফাঁক থাকে, সেই সমাজ হয়ে দাঁড়ায় অপরাধী, ধর্ষক, ইভটিজারদের অভয়রান্য।
যিনি এই বক্তব্যটি তৈরী করেছেন, তাকে ধর্ষণ কিংবা ইভটিজিংয়ে সহায়তাকারী কিংবা প্ররোচনাকারী হিসেবে দায়ী করে একটা মামলা করা উচিত। তাকে জেলে ঢোকানো উচিত। একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারলে চোরের মায়ের বড় গলা আমাদের আর শুনতে হবে না।

৬৫১| ১২ ই মে, ২০১২ ভোর ৬:০৯

আশীফ এন্তাজ রবি বলেছেন: মোহামমদ মশিউর রহমান - এর বক্তব্য এবং তার দেয়া একটি পোস্ট আমাকে ভীষণ আহত করলো। তার দেয়া সেই পোস্টে এমন কমেন্ট আছে :

সর্বনাশার মতো মাথামোটার ছাগলকে আরও দু'চারটি মারলেও কম হয়-। তার বিবেকহীন পোস্ট প্রমান করে-- সে একটা ছাগল। এসব ঘটনা কিভাবে সামাল দিতে হয়--কিভাবে লিখতে হয় সে জানে না। সে জানে না মানুষ সুনাম অর্জন করতে কত কষ্ট করে। ইউল্যাবের হাজার হাজার শিক্ষাথী-শিক্ষক এরসঙ্গে জড়িতদের সে কত কষ্ট দিয়েছে।


এবং মোহামমদ মশউর সেই কমেন্টে দুর্দান্তভাবে সায় দিয়েছেন। আমার কয়েকটি প্রশ্ন :

১. কে এই মশিউর?
২. তিনি কেন অপরাধীর অপরাধ না দেখে ভিকটিমকে আক্রমণ করছেন?

পারলে কেউ এই দুই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন।

ইভটিজারকে আমরা ব্লগেই ধরতে সক্ষম হবো।

৬৫২| ১২ ই মে, ২০১২ ভোর ৬:৪৮

শাহেরীন বলেছেন: এই বদমায়েশ, শুয়োরের বাচ্চারা যে ভার্সিটিরই হোক, তার পক্ষে সাফাই গাওয়ার কোন মানে হয় না। এদের পক্ষে সাফাই গাওয়ার মানে নিজের মা-বোনের সম্মান নিয়ে দালালী করা, দালালদের হাতে তুলে দেওয়া!!!
(খোঁজ নিয়ে জানা গেছে ইউল্যাবে নাকি পড়ে এই যৌন সন্ত্রাসীরা, আবার ইউল্যাবের কেউ কেউ এদের সাফাই গাইছে, কেউ কেউ এদের প্রসংশায় গর্ভবতী)
গতকাল আমার কিছু বন্ধু এদের খুঁজতে গেছিল (শুক্রবারেও ইউল্যাবের সামনেই নাকি এগুলা ঘুর-ঘুর করে), পাইলে আজ শুয়োরের বাচ্চারা হাসপাতাল, বা কবরস্থানে থাকতো!!!

ইউল্যাবের রেজিস্ট্রার একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার লে.ক. মো: ফয়জুল ইসলাম (রাষ্ট্রীয় সন্ত্রাসীদের পদবী আবার আজীবনের), সারা জীবন জনগণকে ব্লাডি সিভিলিয়ান বলা শুয়োরের বাচ্চা, আজ যৌন সন্ত্রাসীদের পক্ষে নির্লজ্জভাবে দালালী করছে!!!

৬৫৩| ১২ ই মে, ২০১২ ভোর ৬:৫০

খালেদ সময় বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে সবার মতো খুশি করতে না চাইলেও আমি আছি আপনার সাথে। আর সমাজের সকল জারজদের উদ্দেশ্যে বলতে চাই... আমরা ব্লগাররা হয়তো সমাজের পেশীশক্তির বড়াই করিনা, কিন্তু আমাদের কি বোর্ড যে শক্তি অর্জন করেছে সে স্রোতেই তোমরা ভেসে যাবে।

যে কোন বৃহত্তর কর্মসূচীতে আমিও একাত্ম হব, সবাইকে ধন্যবাদ

৬৫৪| ১২ ই মে, ২০১২ সকাল ৮:১৭

শাবা বলেছেন: @ সর্বনাশা, আপনার উদ্যোগ আমাদেরকে সাহসী ও উৎসাহিত করেছে। এ ব্যাপারে কি কোনো কর্মসূচী নেয়া সম্ভব হয়েছে? সবার উৎসাহ ও উদ্দীপনা থাকতেই কর্মসূচী আসা দরকার। ধন্যবাদ।

৬৫৫| ১২ ই মে, ২০১২ সকাল ৮:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি ইউল্যাবের ছাত্র-ছাত্রীদের বিনীত ভাবে বলতে চাই যে এই ঘটনাকে আপনারা বিশ্ববিদ্যালয়ের মান-সম্মানের সাথে মিশাবেন না। সেই সাথে অন্যান্ন ব্লগারদেরো অনুরোধ করব কম বেশি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই ইভটিজার আছে।

ইভটিজার হলো মানুষখেকো বাঘের মত। একবার মানব রক্তের স্বাদ পেলে যেমন মানুষখেকো বাঘটি বার-বার লোকালয়ে ফিরে আসে ঠিক একই ভাবে ইভটিজারা আমাদের মা-বোন-ভগ্নীদের উপর ঝাপিয়ে পরবে বারংবার, যদিনা আমরা প্রথম বারই তাদেরকে প্রতিহত করতে এগিয়ে আসি।

৬৫৬| ১২ ই মে, ২০১২ সকাল ৮:৫৮

জাতির বিবেক বলেছেন: আপনার উদ্দোগকে স্বাগত। আশা করি সফল হবেন। আমরা আছি আপনার সাথে।

৬৫৭| ১২ ই মে, ২০১২ সকাল ৯:১৬

লেখোয়াড় বলেছেন:

আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতিবাদের সাথে আছি।
এ যুদ্ধ আমার আপনার সকলের।

আর ওই নরপশুদের শুধু ঘৃণা জানানোই কোন প্রতিবাদ হতে পারে না।
আরো আরো কঠিন শাস্তি দিতে হবে।

ধন্যবাদ।

৬৫৮| ১২ ই মে, ২০১২ সকাল ৯:৩১

হাবীব কাইউম বলেছেন: আমরা ছোটবেলা এসব বখাটের ব্যাপারে যে শাস্তির প্রথাটা দেখতাম, তা হলো এলাকার মুরুব্বিরা সবাই বখাটে এবং তার পিতা/ভাইকে হাজির করে তাদের কাছে জানতে চাইতেন, এর কী শাস্তি হওয়া উচিত। লজ্জায়-অপমানে তখন অভিভাবকই সবার সামনে বখাটেকে জুতোপেটা করতেন এবং মাফ চাওয়াতেন সবার কাছে।
আমাদের সামাজিক বন্ধন শিথিল হয়ে গেছে; নৈতিকতাবোধ গেছে উবে। আপনি তাদেরকে চিহ্নিত করার কথা বলেছেন। হ্যাঁ, সেইসাথে তাদের পূর্ণ পরিচয় দিয়ে শাস্তিটি প্রচারিত হওয়া দরকার, যাতে অভিভাবকরা তাদের সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার কাজে মনোযোগী হন।

৬৫৯| ১২ ই মে, ২০১২ সকাল ৯:৪০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অমানুষ............শাস্তি হোক সকল বেয়াদবদের..........

৬৬০| ১২ ই মে, ২০১২ সকাল ৯:৪৫

ইকরু বলেছেন: দিন দিন আমাদের নৈিতকতা েকাথায় যাচ্ছে ? আপনাকে কি বলে শান্তনা দিব?

৬৬১| ১২ ই মে, ২০১২ সকাল ৯:৫০

লাইট ভাই বলেছেন:
আমি ইউল্যাবের ছাত্র-ছাত্রীদের নির্বুদ্ধিতায়/ভূমিকায় অবাক হই।
এই ইভটিজার নিজেকে ইউল্যাবিয়ান ছাড়া অন্য কোন ভার্সিটির ছাত্র হিসেবে পরিচয় দিলে ভার্সিটির অন্যান্য ছাত্ররাই নিজেদের নাম রক্ষার জন্য ইভটিজারকে এতক্ষনে খুজে বের করত, ইভটিজার ইউল্যাবিয়ান হোক বা না হোক।
অবশ্য ইউল্যাবের স্টুপিড ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এই ডিপ্লোমেটিক গুন আশা করা বৃথা।

৬৬২| ১২ ই মে, ২০১২ সকাল ৯:৫৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি Link শেয়ার করছি। নিজে কিছুই করতে পারব না তবে সিলেটে ইভটিজিং এর বিরুদ্ধে যা কিছু করা হয় আমি সব সময় উপস্থিত থাকি। কি হয় না হয় আমাকে পারলে জানাবেন
facebook.com/himuneyal

৬৬৩| ১২ ই মে, ২০১২ সকাল ৯:৫৯

সিড বলেছেন: বিচার হোক।
আমরা আছি X(( X(( X(( X((

৬৬৪| ১২ ই মে, ২০১২ সকাল ১০:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার প্রতি কোটি কোটি শ্রদ্ধা নিবেদন করছি। ঘৃনা জানাচ্ছি ঐসব জানোয়ারদের প্রতি যারা এত ঘৃন্য কাজ করেছে এবং প্রতিনিয়ত করে চলেছে,,,,,,,,,,,,,,,,,,,,,,, তীব্র প্রতিবাদ জানাচ্ছি,,,,,,,,,,,,,,,,তীব্র প্রতিবাদ জানাচ্ছি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৬৬৫| ১২ ই মে, ২০১২ সকাল ১০:১৪

অগা বলেছেন: আপনার মানবতা এবং সাহসিকতা আমাদেরকেও অন্যায়ের প্রতিবাদে প্রেরণা জোগাবে।

তবে থেমে না থেকে এগিয়ে যান, ভাববেনা আপনি একা - আমরাও আছি আপনার সাথে।

৬৬৬| ১২ ই মে, ২০১২ সকাল ১০:১৫

পরান বলেছেন: আপনাকে মন থেকে শ্রদ্ধা জানাই.
সামু কে অনেক ধন্যবাদ এমন গুরুত্ব পুর্ন একটা পোস্ট কে স্টিকি করার জন্য।

৬৬৭| ১২ ই মে, ২০১২ সকাল ১০:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জেগে ওঠো কোটি কোটি ভাইয়েরা ,,,,,,,,,,,তোমরা আমাদের বাঁচাও,,,,,,,,,,,,,,তোমরা আমাদের সহযোগিতা কর,,,,,,,,,,,,,,, আমাদেরকে পরিবেশ করে দাও ,,,,,,,,,,,,,,,,, যেমনটি তোমরা আগেও দিয়েছো,,,,,,,,,,,

জেগো ওঠো কোটি কোটি বোনেরা ,,,,,,,,,,,,,,, আমরা সকল বোনদের পাশে দাঁড়াই,,,,,,,,,,,,

জেগে ওঠো ,,,,,,,,,,,,,জেগে ওঠো ,,,,,,,,,,,,,,,, আর একটি বার

৬৬৮| ১২ ই মে, ২০১২ সকাল ১০:১৯

কষ্ট - ১ বলেছেন: আপনাকে অনেক অনেক শ্রদ্ধা।

ঐসব পশুদের ধরে ধরে পাছার সাথে এক বস্তা ইট লাগিয়ে ঘুরানো দরকার

৬৬৯| ১২ ই মে, ২০১২ সকাল ১০:২৪

আবু সালেহ বলেছেন: জ্বি.......লজ্বা হয়....এই আমাদের শিক্ষা.....আমরা কি এই শিক্ষাই গ্রহন করছি বর্তমানে.....
যে বা যারা এই কাজ করেছে তাদের ঘরে কি মা কিংবা বোন নেই.........

সত্যি সকাল সকাল ঘটনাটা যেনে মেজাজটাই খারাপ হয়ে গেছে.....

আর যারা ঘটনা প্রতক্ষ্য করেছে অথচ প্রতিবাদ করেনি তারাই বা কেমন মানুষ .....ওদের ঘরে চুড়ি পরে বসে থাকা উচিত......

যারা করেছে তাদের নৈতিকতা নাই কিন্তু যারা প্রতিবাদ করেনি তারাও সেটা হারিয়েছে.....
চরম ধিক্কার জানাই ..........ওদের প্রতি......


আপনার প্রতি অসংখ্য শ্রদ্ধা রইলো...................তীব্র ঘৃনা সহ প্রতিবাদ জানাচ্ছি ওদের প্রতি....

৬৭০| ১২ ই মে, ২০১২ সকাল ১০:২৭

কষ্ট - ১ বলেছেন: এই পোস্টটি স্টিকি করার জন্য আন্তরিক ধন্যবাদ। তবে সামু কর্তৃপক্ষকে অনুরোধ পোস্টটি অন্তত একমাস ধরে স্টিকি করে রাখার জন্য। কারণ এই সমস্যাটি এখন আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সামু সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে,,,,,,,,,,,,,তাই বলছি পোস্টটি অন্তত একমাস স্টিকি করে রাখার জন্য ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৬৭১| ১২ ই মে, ২০১২ সকাল ১০:২৭

ইসলাম রফিকুল বলেছেন: ঐ কুত্তা পোলাপানগুলার শাস্তি দেয়ার সাথে সাথে তাদের মা-বাপদেরও শাস্তি দিতে হবে । কারণ, এই মা-বাপরা তাদের সন্তানদের ভাল কিছু শিক্ষা দিতে পারে নাই । ধিক্ এই বদমাশ পোলাপান আর তাদের পিতা-মাতাদের ।

৬৭২| ১২ ই মে, ২০১২ সকাল ১০:৩৬

ঋফায রহমান বলেছেন: @লাইট ভাই, এই পোস্ট এর সাথে কে স্টুপিড ছাত্র আর কে জিনিয়াস তা নিয়ে কথা বলার যুক্তি তা কি থাকতে পারে জানিনা। আর একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় কে ইংগিত করে তার সব ছাত্র ছাত্রীদের স্টুপিড বলাই তো সব চাইতে স্টুপিডিটি। তাই নয় কি?

৬৭৩| ১২ ই মে, ২০১২ সকাল ১০:৩৬

একাকি উনমন বলেছেন: ধিক্কার জানানোর ভাষাও হারিয়ে ফেলছি . আমরা আমাদের নতুন প্রজন্ম কে কোন সভ্ভতার দিকে নিয়ে যাচ্ছি? আপনার সাহসী ভূমিকার জন্য আপনাকে স্যালুট

৬৭৪| ১২ ই মে, ২০১২ সকাল ১০:৩৯

আবু সালেহ বলেছেন: ইউ এল বি'র শিক্ষক এর

উনি সামুর ভিকটিক কে ইউ এল বি তে দোষীদের শনাক্ত করার জন্য আমন্ত্রন জানাইছেন.....
ভালো ....খবর.....


কিন্তু আমার কথা হলো ভিকটিম একা যাবে না......দরকার হলে সামু থেকে কয়েকজন সহ যে কোন একদিন একটা নির্দিষ্ট সময়ে.....বেশ কয়েকজন মিলে যাবে.....

কারন যেসব কুলাংখার একটা অন্যায় করার পর যিনি প্রতিবাদ করেছেন তাকে মারধর করে আরেকটা অন্যায় করার সাহস পায় তারা আর কিছু না হোক...ছাত্র হতে পারে না...

সবাই এর প্রতিবাদে এগিয়ে আসুন...............

৬৭৫| ১২ ই মে, ২০১২ সকাল ১০:৪৬

লাইট ভাই বলেছেন: @ঋফায রহমান - মন্তব্যটি আপনি বুঝতেই পারেননি। যাই হোক, আপনার প্রতি আমি কোন ক্ষোভ রাখছিনা, বরং কোনভাবে উপকার করতে পারলে জানান।

৬৭৬| ১২ ই মে, ২০১২ সকাল ১০:৪৮

স্যার ... বলেছেন: যারা কাজটা করেছে তারা ব্যাপারটা নিয়ে চুপ করে থাকবে না। তাই অন্তত কয়েকটা টিমে ভাগ হয়ে যেতে হবে।


ULAB কে আক্রমণ করার ব্যাপারটা সত্যিই সবার জন্যই অমঙ্গলজনক। আর এতে কাজটার ধরণ দেখে বিতর্ক সৃষ্টি হবে। যা খারাপ পরিস্থিতির জন্ম দিতে পারে। নিরপেক্ষদের কে দ্বিধায় ফেলে দিবে।

তবে ULAB এর শিক্ষার্থীরাই যদি এ ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে তো তারাই লাভবান হবে। তাদের ভাবমূর্তি উজ্জ্ল হবে। আর তাদের কে আমাদের প্রতিপক্ষ ভাবা ঠিক না। সাথে যারা এলাকার বাসিন্দা তারাও সহযোগিতা করবেন আশাকরি ।

৬৭৭| ১২ ই মে, ২০১২ সকাল ১০:৫২

সাজিল বলেছেন: আপনি খুব ভাল মানুষ রে ভাই। ঘটনা টা পড়ে মন্টা খুব খারাপ হয়ে গেল। কি ভাবে এর প্রতিবাদ করতে পারি একসাথে তা জানান।

যে কোন প্রয়োজনেঃ ০১৬৭৪৫৩৬৫৪৪

৬৭৮| ১২ ই মে, ২০১২ সকাল ১০:৫৪

তরুন বলেছেন: ভাই, আপনার মানবিকতা ও সাহসিকতাকে স্যালুট। খারাপ লাগছে বোনটির জন্য।জানোয়ারগুলোর উপযুক্ত শাস্তি কামনা করছি।

৬৭৯| ১২ ই মে, ২০১২ সকাল ১০:৫৭

মুহিব বলেছেন: একটি অভিযোগ বা প্রতিবাদ কি ইউল্যাবের ভিসি/আচার্য বরাবরে পাঠান যায়? কোন পত্রিকায় কি ঘটনাটা এসেছে? না এলে যদি ছাপান যেত ভাল হয়।

আপনার সাথে আছি।

৬৮০| ১২ ই মে, ২০১২ সকাল ১১:০০

সত্যাশ্রয়ী বলেছেন: আপনার সাহসীকতা কে স্যলুট।

৬৮১| ১২ ই মে, ২০১২ সকাল ১১:০৯

মোঃ ইমাম হোসেন বলেছেন: ধিক্কার ধিক্কার ধিক্কার ধিক্কার ধিক্কার............ঘৃন্য কাজের

৬৮২| ১২ ই মে, ২০১২ সকাল ১১:১৭

মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: সামু কে অনেক ধন্যবাদ এমন গুরুত্ব পুর্ন একটা পোস্ট কে স্টিকি করার জন্য।

৬৮৩| ১২ ই মে, ২০১২ সকাল ১১:৩৫

রাকি২০১১ বলেছেন: আমার মনে হয়, ইউল্যাবের ছাত্ররাই মুল ভুমিকা পালন করতে পারে।

তারা দোকানদারকে জিগ্গাসাবাদসহ মুল হোতাকে বের করার চেষ্টা করতে পারে।

তারা দোকানদারকে আর্শ্বস্ত করতে পারে;

ব্যপারটা আসলে আন্তরিকতার; জোর করে কিছু করা যাবে না।

আর ইউল্যাবের সবাই যে দুধের ধোয়া হবে তার সম্ভাবনা খুবই কম- আর একজন দুজন বখাটে হলে ভার্সিটির মান কমবেও না- যা করার দরকার তা হল এদের কে বের করে উপযুক্ত শাস্তি প্রদান। এতে ভার্সিটির মান সম্মান বাড়বে বৈ কমবে না। সকল শিক্ষা প্রতিস্ঠানেই কম বেশি এমন বখাটে স্টুডেন্ট আছে।

৬৮৪| ১২ ই মে, ২০১২ সকাল ১১:৪০

amit_07 বলেছেন: আপনার সাহস ও সৎ কাজকে স্যালুট। আপনার এই অভিজ্ঞতা প্রমান করে আমাদের সব নষ্ট দের অধীকারেই যাচ্ছে। না হলে শত শত মানুষের ভিতর থেকে অন্তত ২০ জন লোক আপনার পক্কে দাড়ালে আপনি হয়ত লিখতে পারতেন "আমরা দুবৃত্তদের ঠেকিয়েছি।" এখন ও সময় আছে ইউ ল্যাবের যারা ব্লগে আছেন তার তাদের নৈতিকতা প্রমানের। অন্তত চেষ্টা করুল মানবের বেশে দানব যারা আপনাদের সাথে মিশে আছে তাদের সনাক্ত করতে। দয়া করে সাহায্য করুন এই দানবদের মুখুস খুলে দিতে। না হলে তাদের পরবর্তি শিকার আপনা মা- বোন কিনবা জায়া ও কন্যা হতে পারে।

৬৮৫| ১২ ই মে, ২০১২ সকাল ১১:৫৮

অন্ধ দাঁড়কাক বলেছেন: লেখককে স্যালুট।

৬৮৬| ১২ ই মে, ২০১২ দুপুর ১২:০৮

ফয়সল আহমদ বলেছেন: আপনার সাহসের প্রসংসা করছি..। hats off bro..

৬৮৭| ১২ ই মে, ২০১২ দুপুর ১২:০৯

সাই্মুন বলেছেন: আপনার লেখার জন্য স্যালুট। আপনি সাহসিকতা এবং দায়িত্ববোধের অনুপম নজির স্থাপন করেছেন।
তবে, আমার ব্যাক্তিগত মত হলো শুধুমাত্র ব্লগে লিখে এদের কিছু করা যাবে না, কারণ সমাজের এইসব নষ্টকীট গুলো এসব লেখা-লেখির পরোয়া করে না।
আমাদের সম্মিলিতভাবে ওইসব জানোয়ারগুলোকে খুজে বের করতে হবে। এ জন্য ঘটনাস্থলে গিয়ে ওই দোকানদারকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে ছেলেগুলোর ঠিকানা বের করে এর প্রতিশোধ নিতে হবে।

৬৮৮| ১২ ই মে, ২০১২ দুপুর ১২:১৪

টুনা বলেছেন: আজ থেকে ঠিক বিশ বছর আগে(মালেশিয়ায় কর্মরত ছিলাম) শনিবার রাতে ক্যাপিটল হলে রাত ৯টা-১২টার শো দেখে কুয়ালালামপুর থেকে সিরামবানে এক আত্মীয়ের সংগে দেখা করতে যাই।সেখান থেকে লোকাল বাসে সিরামবান জায়া গেলাম।আমার গন্তব্য যেই স্টেশানে সেখানে রাত ২টায় পৌঁছালাম।আমি নামার পর দেখলাম একটা ১৫/১৬ বছরের মেয়েও নামলো।আমি অবাক হলাম তাদের দেশের আইন এবং সমাজ এমন আস্থার পরিবেশ সৃস্টি করেছে যে রাত ২টার সময় একটা মেয়ে একেলা চলা-ফেরা করতে পারে। তখন মনে মনে বলেছি আমাদের দেশে যদি আমাদের মা-বোন,স্ত্রী-কন্যা এভাবে চলা-ফেরা করতে পারতো।
এখন দেখি আমরা উল্টো পথে চলছি।
লেখককে ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

৬৮৯| ১২ ই মে, ২০১২ দুপুর ১২:২৬

জিহাদ ৭০০৭ বলেছেন: প্রতিবাদ, প্রতিবাদ, চরম প্রতিবাদ জানাচ্ছি।

৬৯০| ১২ ই মে, ২০১২ দুপুর ১২:৩১

নজরুল ফরাজী বলেছেন: বাসে নিজের সিট ছেড়ে দিয়ে কোন বোনকে বসতে দেই এই প্রত্যাশায় যে আমার বোন দাঁড়িয়ে থাকলে হয়তো কোন ভাই সিট ছেড়ে দিয়ে বসতে দেবে।
আমরা যদি যার সাথে অন্যায়টি হয়েছে তাকে নিজের বোন মনে করি তাহলে মনে হয় কুকুরগুলোকে খুজে বের করা সম্ভব, আপনার বোনের সাথে এই অন্যায়টি হলে আপনি কি করতেন একবার ভাবুন .............................

৬৯১| ১২ ই মে, ২০১২ দুপুর ১২:৩৫

এক্সক্লুসিভ ইয়াসিন বলেছেন: এই মানুষ নামের পশুগুলোর শাস্তি কামনা করি। আপনাকে স্যালুট।

৬৯২| ১২ ই মে, ২০১২ দুপুর ১২:৪৩

শামুক বলেছেন: অবশ্যই প্রতিবাদ করছি। আমাদের বোনদের আমাদেরই রক্ষা করতে হবে। সাধারণ পাবলিক ও আইন শৃংখলা বাহিনী কে এগিয়ে আসতে হবে সবাইকে।


তারপরও একটু রাগের কথা বলিঃ

ওয়েস্টার্ন কালচারের দেশ গুলোতেও হয়তো প্রাথমিক পর্যায়ে এমন হয়েছিল সে দেশগুলোর নারীরা যখন নোংরা ভাবে পোশাক পরা শুরু করেছিল।
একদিন আর ছেলেরা এমন করবে না আশা করি যেদিন নোংরা পোশাক পরা দেখতে দেখতে একেবারেই অভ্যস্ত হয়ে পরবে।

৬৯৩| ১২ ই মে, ২০১২ দুপুর ১২:৪৪

জিয়াউর বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবনা। আপনি একটি চরম সাহসিক একটা প্রতিবাদ করেছেনএই আমাদের সমাজে এরকম প্রতিবাদ করার মানুষ বেচে আছে বলেই আমাদের মা বোনেরা এই সমাজে সম্মান নিয়ে চলাফেরা করতে পারছে। আমি এই গঠনার জন্য প্রতিবাদ জানাচ্ছি। আমি চাই এই জানোয়ারদের দেশের মানুষ দেখুক। আমি এই প্রতিবাদের যে কোন কার্যক্রমে উপস্থিত থাকতে চাই।

আসুন আমরা ব্লগার ভাইরা সবাই ইউল্যাব এর সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাই যেন কতৃপক্ষ ঐ জানোয়ারদের খুজে বের করে ইউল্যাব থেকে বহিস্কার করে।

৬৯৪| ১২ ই মে, ২০১২ দুপুর ১২:৫০

আশফাক সফল বলেছেন: গত কয়েক দিন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার জন্য ব্লগে আসতে পারি নাই। আজ প্রায় এক ঘন্টা ধরে পোস্ট আর মন্তব্যগুলো পরলাম। আমার দিক থেকে সাহাজ্য করার সামর্থ ছিল তা অনেকেই করে ফেলেছেন অনেকেই করে ফেলেছেন। আমার একাধিক বন্ধু / বড় ভাই ইউল্যাবে শিক্ষকতা করতেন । আমি তাদের সাহায্য নিতে পারি।

[email protected]

৬৯৫| ১২ ই মে, ২০১২ দুপুর ১২:৫৯

রাসেল৯০৫৫ বলেছেন: আপনার সাহশিকতা ও সৎ উদ্যোগ গ্রহনের কারনে যে হারেজমেন্থ হয়েছেন সে জন্য জাতির পক্ষ থেকে আপনার নিকট ক্ষমা পার্থনা করা উচিৎ।

আমরা আপনার পাশে আছি।

৬৯৬| ১২ ই মে, ২০১২ দুপুর ১:০৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
প্রকাশ্যে জনসমক্ষ্যে এ রকম শ্লীলতাহানীর ঘটনা আমার নলেজে নেই। এ ঘটনার যদি তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না-হয়, তবে ঐ কুলাঙ্গাররা একটি ধরণের ঘটনা ঘটাতে আবার ঘটাবে, তাতে কোন সন্দেহ নেই।

লেখককে ধন্যবাদ অনন্য সাহসিকতা ও নায়কোচিত পদক্ষেপের জন্য।

৬৯৭| ১২ ই মে, ২০১২ দুপুর ১:১০

নবকবি বলেছেন: লেখককে তার সাহসী ভূমিকার জন্যে ধন্যবাদ।
আমাদের প্রত্যেকেরই উচিত ওই মানুষরুপী জানোয়ারগুলোকে চিহ্নিত করা।
ধানমন্ডি এলাকায় টিউশনি করতে প্রায় প্রতিদিনই যাই। যাবার পথে যে ৪/৫টা প্রাইভেট ভার্সিটি পড়ে তার সামনে সন্ধ্যার পরে যে ছেলেগুলো আড্ডা দেয় তাদের মধ্যে সৌম্য চেহারা ও মার্জিত বাহ্যিক চরিত্র এ পর্যন্ত দেখার সুযোগ হয়নি। এবং তারা প্রায় সবাই আবার আমাদের দেশের অভিজাত পরিবারের সন্তান ।
যে কোন মূল্যে এদেরকে খুজে বের করতে সামর্থবানদের উদ্যোগী হওয়া উচিত।
যে কোন প্রয়োজনে সাধ্যানুযায়ী সাহায্য করতে রাজি।

৬৯৮| ১২ ই মে, ২০১২ দুপুর ১:১৪

শেখ মিনহাজ হোসেন বলেছেন: দেশের বাইরে আছি বলে সেরকম কিছুই করতে পারছি না! কিন্তু মনে থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর যারাই এই প্রতিবাদে প্র্যাক্টিকালে উপস্থিত থাকছেন তাদের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি!

৬৯৯| ১২ ই মে, ২০১২ দুপুর ১:২৩

কল্লোল কর্মকার বলেছেন: এভাবে চিৎকার চেচামেচি করে কোনো ফায়দা হবে না। ইউল্যাবের সামনের চায়ের দোকানদার থেকে শুরু করে, যতগুলো দোকান এবং আড্ডার জায়গা আছে, সব জায়গায় বিভিন্ন ভাবে খোজ নিয়ে নিতে হবে পাপীগুলোর সন্ধানে। অবশ্যই তাদের খোজ পাওয়া যাবে না। তারা জিন বা গায়েবি কেউ না যে পাওয়া যাবে না। নিজে না পারলে বিভিন্ন সুত্রের মাধ্যমে নিতে হবে।
আর সর্বনাশা আপনাকে আরও সামনাসামনি আসতে হবে। বুঝতে পারছি আপনি আহত। কিন্তু আপনার মৌণতা অনেক কিছুই পাল্টে দিতে পারে। তাই আপনার সরব উপস্থিতি দরকার। পেশাগত ভাবে একজন সাংবাদিক আমি, তারপরও একজন মানুষ হিসেবে কথাগুলো বলছি।
সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করা দরকার। কারও কাজ হবে প্রসাশনকে চাপের মধ্যে রাখা, কারও কাজ হবে ইউল্যাবে সার্বক্ষনিক যোগাযোগ করা, কারও কাজ হবে ধানমন্ডি বা ওই এলাকার স্থানীয় গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ করা। আর এই কাজে যে বা যারা ঝামেলা বা অস্বীকৃতি জানাবে তাদের পরিচয় উন্মোচন করে দেওয়া। প্রযুক্তির উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। এতবড় একটা ঘটনা ঘটলো অথচ সর্বনাশা ভাই কোনো ছবি রাখতে পারলেন না। হয়তো আপনার কাছে মোবাইল ক্যামেরা ছিল না ধরে নিচ্ছি। অথবা আপনি এই অবস্থায় বুঝতেই পারেননি।
বেসরকারি-সরকারি অনেক বিশ্ববিদ্যালয়েই এই ঘটনা ঘটছে। যেমন ধরা যাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। অনেক ঘটনাই ঘটে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মান ইজ্জতের কথা চিন্তা করে অনেক সময় ঘটনাগুলো সামনে আসে না। আর এই না আসার কারণেই ওই জানোয়ারগুলো এই সুযোগটা নিয়েছে।
নির্দিষ্ট কর্মপন্থা নেবেন আশা করি। তবে যা ককরবেন তা খুব দ্রুত। কোনো কিছূ গোপন না করাই উচিত। যদি কেউ হুমকি ধামকি বা কোনো প্রকার উত্তক্ত করে তাহলে তাও আপনার উচিত হবে সকলকে জানিয়ে দেওয়া। ব্লগের আমরা সংখ্যায় কিন্তু অনেক। ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি সার্বক্ষণিক আছি আপনাদের পাশে। যদি কোনো প্রকার সহায়তা দরকার হয় [email protected] এই মেইলে যোগাযোগ করলেই হবে। আমিও আমার মতো ইনফোগুলো যোগাড় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

৭০০| ১২ ই মে, ২০১২ দুপুর ১:২৩

মাসুম ১৯৭৮ বলেছেন: তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।
যারা এই অপকর্মটি করেছে তারা কেমন, তাদের পিতা-মাতা কেমন কেমন এবং তাদের পূর্ব পুরুষেরা......... খোঁদা তুমিই জান

৭০১| ১২ ই মে, ২০১২ দুপুর ১:২৬

জানা বলেছেন:


এইরকম কুৎসিত একটি ঘটনা চোখের সামনে ঘটে যাওয়ার পর একজন দায়িত্ববোধ সম্পন্ন সুস্থ মস্তিষ্কের মানুষের যে অনুভূতি হওয়ার কথা, যে প্রতিক্রিয়া এবং তার বহিপ্রকাশ হওয়ার কথা ব্লগার 'সর্বনাশা'র তাই হয়েছে। এই পোস্টের আলোচনায় এবং বিভিন্ন মন্তব্যেও ব্লগার বন্ধুরা তঁাদের সুস্থ চিন্তা এবং অত্যন্ত স্বাভাবিক প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছেন। পোস্টের লেখক সহ এই সব সাহসী, সচেতন এবং দায়িত্বশীল অসাধারণ সাধারণ মানুষগুলোর জন্য আলাদা করে শুধু মাত্র কোন প্রশংসা করার দুঃসাহস নেই আমার। শুধু বলতে চাই যে সমাজে তাঁদের মত মানষিকতার মানুষের সংখ্যাই বেশী। কেবল সাহসিকতার অভাবে অনেকেই অনেক অন্যায়/অপরাধ এড়িয়ে যান এবং প্রতিবাদ না করতে পারায় নিশ্চয়ই ভেতরে ভেতরে তাঁদের এক ভয়াবহ দহন হয়। সেখানে যখন কেউ একজন দু'জন এইসব অপরাধের বিরুদ্ধে চোখ-কান বুঁজে ঝাপিয়ে পড়েন সেই কাজটির মূল্য যে অপরিসীম এবং অনুকরনীয় তা আর বলার অপেক্ষা রাখেনা। একম বিষয়গুলোতে আমরা সবসময়ই দায়িত্বশীল মানুষের উদ্দোগের সাথে আছি/থাকবো সবসময়। আমরা কৃতজ্ঞ সমস্ত বাংলা ব্লগার এবং সোশ্যাল এক্টিভিস্টদের কাছে যাঁরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার এবং পাশাপাশি স্বদেশ, জাতীয় সম্পদ এবং জাতীয় ও সামাজিক স্বার্থ বিষয়ে সচেতনতা গড়ে তলতে দায়িত্ব পালন করে যাচ্ছেন আন্তরীকভাবে।

এমন একটি পোস্টটির উদ্দেশ্য যে মহৎ এবং কোনভাবেই কাউকে খাটো করার জন্যে নয় তাতে আমাদের সন্দেহ করার সুযোগ কোথায়? এই রকম একটি পোস্ট থেকে আমরা কিভাবে হিংসাত্বক বা আক্রমণাত্বক কোন নূ্যনতম বিষয় খঁুজি? বিষয়টি আমাদের সবার জন্য দুঃখজনক। একটি জোরালো তদন্ত কি আমরা সবাই মিলে চাইতে পারিনা? সে জন্য সংগঠিত হতে পারিনা?

পুরো বিষয়টির একটি শক্তিশালী ও আন্তরীক তদন্ত হওয়া খুব দরকার। ইতিমধ্যেই বিষয়টি যাঁরা নিজের চোখে দেখেছেন বলে জানিয়েছেন তাঁরাসহ সকলেই এগিয়ে আসুন। দায়িত্বশীল প্রশাসনকে জানান, সহযোগিতা করুন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই বিষয়টির একটি সুরাহা হবে। এক দু' দিনে সমাজ বদলে যাবেনা বটে তবে নিশ্চয়ই সম্মূখে হাঁটার সাহস আর শক্তি তৈরী হবে। পরিস্থিতি চিরকাল এমন থাকতে পারেনা, থাকবেনা।

যেকোন পরিস্থিতিতেই আমরা যেন মূল বিষয়টি থেকে সরে না যাই, সবার কাছে এটি আমার বিনিত অনুরোধ।

যেকোন মঙ্গলের জন্যে আমরা সবসময়ই একত্রিত।
ভাল থাকুন সবাই।

১২ ই মে, ২০১২ বিকাল ৫:৫৭

সর্বনাশা বলেছেন:

জানা,

প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি বিলম্বিত উত্তরের জন্য। আশা রাখি, মার্জনা করবেন।

আমি এবং আমরা জানি, আপনি এবং আরিল কতটা ত্যাগ স্বীকার করে 'সামহোয়্যারইনব্লগ' প্লাটফর্মটি ধরে রেখেছেন। একটু ভুল বললাম বোধ হয়, ঠিক জানি না, আন্দাজ করতে পারি মাত্র। কেননা, এটা শুধু তাঁরাই পুরোপুরি জানবে, উপলব্ধি করবে, যাঁদের ঐ ত্যাগটা স্বীকার করতে হয় -- এটি প্রতিটি ক্ষেত্রেই সত্য।

'সামহোয়্যারইনব্লগ' প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন সময় জাতীয়, আন্তর্জাতিক এবং স্থানীয় বিষয়ে যে জোরাল ভূমিকা রেখে আসছে, এই পরিসরে তার প্রশংসা করা বাতুলতা মাত্র।

এই ফোরামটি এই দশকে সাধারণ নাগরিকদের মতামত প্রকাশের প্রধানতম বিকল্প মাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। প্রমাণ ? বাংলাদেশ সরকারের, যারা কিনা পৃথিবীর সবচাইতে 'শক্তিশালী' সরকারের একটা, তার বিশেষ বাহিনীকেও আপনাদের দিকে অবিরাম চোখ রাখতে হয়। অবশ্যই এটিকে আমি একটি অর্জন হিসেবে দেখছি। এই কৃতিত্বের দাবীদার আপনি ও আপনার সহকর্মীরা।

আরেক কৃতিত্বের দাবীদার এই ফোরামের সকল শ্রেণীর, সকল পর্যায়ের ব্লগারেরা। ব্লগাররা তাঁদের মেধা দিয়ে, শ্রম দিয়ে, সর্বোপরি ভালবাসা দিয়ে এই প্লাটফর্মটিকে এতদূর নিয়ে এসেছেন। স্যালুট তাঁদের।

ব্লগারেরাই বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, অভিজ্ঞতা, প্রতিক্রিয়া শেয়ার করবার মাধ্যমে জনসচেতনতা তৈরীসহ বিভিন্ন বিষয়ের অনুঘটক হিসেবে কাজ করেন। আর মতামত প্রকাশের এই নিবিড় মঞ্চটি তৈরী করে দেবার জন্য বাংলা ভাষার তথ্য-প্রযুক্তির ইতিহাসে 'সামহোয়্যারইনব্লগ' একটি মাইল ফলক হিসেবেই থাকবে।

সবশেষে, এরকম একটি ঘটনায় যথারীতি আপনার সহৃদয় উপস্থিতি ব্লগারদের আরো উৎসাহিত করবে, নিশ্চিত। সত্য ও সুন্দরের লড়াইয়ে আপনার নিয়মিত সরব ও বলিষ্ঠ অবস্থান বিষয়টির তাৎপর্যকে অনন্য করে তোলে, আমরা অনুপ্রাণিত হই।

ধন্যবাদ।।

৭০২| ১২ ই মে, ২০১২ দুপুর ১:৩১

কবীর হুমায়ূন বলেছেন: তাদেরকে ( পশুসুলভ আচরণের মানুষগুলো ) ঘৃণা জানানো ছাড়া আমার আর কিছুই করার নেই। এমন অবস্থায় আমিও একবার পড়েছিলাম। তবে মার না খেলেও বড় ধরনের হুমকি পেয়েছিলাম। তবে, পথচারীরা আমার প্রশংসা করলেও অন্যায়কারীর প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে প্রতিবাদ করেনি।

৭০৩| ১২ ই মে, ২০১২ দুপুর ১:৩২

রাসেল মাহ্‌মুদ বলেছেন: ==> ইউল্যাব একটি চিহ্নিত ইভটিজারপোষা ক্যাম্পাস হয়ে যাবে যদি না সেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা এইসব জানোয়ারকে ধরিয়ে না দেয়।
==> শুধুমাত্র ইতর প্রাণীরাই নাকি দল বেধে থাকে! আমরা যারা ইতর না তাদেরও দল বেধে থাকার সময় এসেছে। আপনার সঙ্গে সেদিন আর কয়েকজন থাকলে পিটিয়ে শুকরশাবকগুলোকে শিক্ষা দেওয়া যেত।
==> আসুন সম্মিলিতভাবে কিছু করি।

৭০৪| ১২ ই মে, ২০১২ দুপুর ১:৪১

সুরজিত শুভ্র বলেছেন: ধিক শত ধিক।।

৭০৫| ১২ ই মে, ২০১২ দুপুর ১:৪৪

জানা বলেছেন:



পোস্টের ৬৬৮ এবং ৬৬৯ নম্বর ( এবং আরও) মন্তবের ব্লগার মোঃ আমিনুল ইসলাম (মিলন) এবং যাঁরা একই রকম কাজ করছেন, তাঁদের উদ্দেশ্যে বলছি, নিজের পরিচয়, অবস্থান এবং সংশ্লিষ্টতার যোগ্য প্রমাণ না দিয়ে এভাবে একপক্ষীয় মন্তব্য এবং লিঙ্ক দিয়ে ভালর চেয়ে মন্দ করার মত দায়িত্বহীন কাজগুলো করবেন না। এটি লজ্জাষ্কর। বরং ইউ ল্যাবের কর্তৃপক্ষের সঠিক এবং গ্রহণযোগ্য পরিচয়ে তাঁদের পক্ষ থেকে একটি আন্তরীক এবং সুষ্ঠু বক্তব্য আমার মনে হয় সবার জন্য স্বস্তি এবং মঙ্গল বয়ে আনতে পারে। কেউই দেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হোক তা চায়না বলে বিশ্বাস করি। একটি শিক্ষাপ্রতিষ্ঠান দেশের সম্পদ। আমরা সবাই একটি স্বচ্ছ এবং জোরালো তদন্ত চাই। আশা করি ইউল্যাব কর্তৃপক্ষ আমাদের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন।

সবাইকে ধন্যবাদ।

১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৪

সর্বনাশা বলেছেন:

আগেও বলেছি, আবারো বলছি, বারবার বলব ....

আমি আমার পোস্টের কোথাও, ইউ ল্যাব ইউভার্সিটিকে বা এর কর্তৃপক্ষকে অথবা এর সাধারণ ছাত্র-ছাত্রীকে কখনই দায়ী করিনি, তাদের বিরুদ্ধে কোন অভিযোগও করিনি। শুধু দু'টি তথ্য শেয়ার করেছি -- (ক) তারা নিজেদের ইউ ল্যাবের স্টুডেন্ট বলে পরিচয় দেয় এবং (খ) ঐ ইউনিভার্সিটির সামনে আমাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করে, ও তার সামনে যাবার পরপরই তাদের হম্বি-তম্বি, গলার সুর পরিবর্তিত হয়ে যায়। এতে করে আপাত দৃষ্টিতে যদিও মনে হতে পারে যে, তারা ইউ ল্যাবেরই ছাত্র, তবে এটা কোন সুনিশ্চিত প্রমাণ নয়। তারা ইউ ল্যাবের ছাত্র হলেও কিছু এসে যায় না, না হলেও তেমনি। ইউ ল্যাব একটি পবিত্র বিদ্যাপীঠ, একে আমি এখনও যে শ্রদ্ধার চোখে দেখছি, জানোয়ারগুলো তাদের ছাত্র হলে বা না হলেও একইভাবে দেখব। অিপ্রয় সত্য ভাইও বলেছেন যে, পশুটা নিজেকে ইউ ল্যাবের ছাত্র বলেই পরিচয় দিয়েছে। এব্যাপারে ভুল বোঝা-বুঝির কোন অবকাশ দেখি না।

৭০৬| ১২ ই মে, ২০১২ দুপুর ১:৪৮

অকপট পোলা বলেছেন: আপনার সৎ সাহসের জন্য আপনাকে সাধুবাদ জানাই। আজকের সময়ে এরকম সৎ সাহস খুব কম লোক দেখায়।

আশ্চর্য লাগে যে এসব প্রতিবাদেও সাপোর্ট করার লোকের অভাব দেখে। পতম আলুর উটপাখি হয়ে গেছি আমরা সব!!!

৭০৭| ১২ ই মে, ২০১২ দুপুর ১:৫২

সীমান্তে অসীম বলেছেন: সকাল>সন্ধা @ একটা ফাও কথা বললেন। ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ইরাক, আফগানিস্থান এর নারীরা কি পর্দা করেও নিরাপদ? দুষ্টু লোক সর্বত্র। আঙ্গুলটা নারীর দিকে না তুলে যে দোষী তার দিকেই তুলুন।

৭০৮| ১২ ই মে, ২০১২ দুপুর ১:৫৫

যুবরা১৯৮০ বলেছেন: শুধু নজরুলের ভাষায় বলতে চাই,
>
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
>
স্যালুট টু ইউ।

৭০৯| ১২ ই মে, ২০১২ দুপুর ১:৫৬

অরন্য জীবন বলেছেন: এই পোষ্ট স্টিকি তে আর নাই।

৭১০| ১২ ই মে, ২০১২ দুপুর ১:৫৭

কল্লোল কর্মকার বলেছেন: এতটুকু জানতে পারলাম, ওরা ইউল্যাবেরই ছাত্র। আরও জানার জন্য অপেক্ষায় আছি। ভাই সর্বনাশা, প্লিজ আপনার ফোন নম্বরটা আমাকে দেন প্লিজ। পেশাগত কারণেই খুব দরকার। দেরি করবেন না। আপনার দেরিতে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। ০১৭৬৬৮০৯৮০০ এটা আমার নম্বর

১২ ই মে, ২০১২ দুপুর ২:১৩

সর্বনাশা বলেছেন:

ভাই, শেষ পর্যন্ত হয়তো সত্যিকারের কাজটি আপনিই করতে পারবেন --
ওদেরকে সনাক্ত করা।

অনেক ধন্যবাদ আপনাকে।

আমার 'মেইল আইডি' : sharbanasha[at]gmail.com

৭১১| ১২ ই মে, ২০১২ দুপুর ২:০৭

সর্বনাশা বলেছেন:

আপডেট - গ ( কাজের কথা : কর্মপন্থা ) ( ১২ মে, ২০১২ দপুর ১:৫৫ মি. )

সরাসরি প্রসঙ্গে চলে যেয়ে বলছি, আমার কাছে সম্মানিত সহব্লগারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব আর আলোচনার মাঝে নিম্নোক্ত পদক্ষেপগুলোই বাস্তবতার নিরীক্ষে বেশী কার্যকরী মনে হচ্ছে ..

১. বসতে হবে একসাথে : এ ব্যাপারে সক্রিয়ভাবে অংশগ্রহণে আগ্রহী সম্মানিত ব্লগারদের/অথবা আগ্রহী যেকোন ব্যক্তি/ব্যক্তিবর্গদের দ্রুতই একত্রে বসতে হবে। এক্ষেত্রে যাঁরা অংশগ্রহণ করতে চান, দয়া করে তাঁদের 'মেইল আইডি' অথবা কন্ট্যাক্ট নম্বর মন্তব্যের ঘরে উল্লেখ করুন। এখানে আমি তথ্যগুলো আপডেট করব।

২. কেন বসব ? : কারণ সকলের আলোচনা ও সম্মতিতে পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেয়া ও সেটা সম্ভবপর হলে তা বাস্তবায়নের জন্য সমন্বয়ের কার্যকরী পদ্ধতি নির্ধারণ করা।

৩. প্রথম কাজ : আমার পোস্টের প্রধান উদ্দেশ্য ছিল, অপরাধীদের সনাক্ত করতে সকলের সাহায্য চাওয়া। সনাক্ত করা সম্ভব হলে তাদেরকে শাস্তির/জবাবদিহিতার আওতায় আনা, বিভিন্নভাবেই সম্ভব হতে পারে। কিন্তু এই মূল জায়গাটিতেই আমরা সবচেয়ে বেশী পিছিয়ে আছি।

৪. সনাক্তকরণ কিভাবে সম্ভব ? : সম্মানিত ব্লগার অিপ্রয় সত্য, অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং আরো কেউ হয়তো সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বর্বরগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এখন পর্যন্ত কোন পজিটিভ আউটপুট পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে অনেকের প্রস্তাব মতে, ব্লগররা একত্রিত হয়ে দলবদ্ধভাবে অনুসন্ধান চালানোর পথটি খুব কার্যকরী বলে মনে হয়। তবে এক্ষেত্রে সমস্যা দু'টি :

(i) এতে করে অপরাধী ও তাদেরকে সহয়তাকারী দোসররা আগে থেকেই সতর্ক হয়ে গা ঢাকা দিতে পারে। তবে অিপ্রয় সত্য তাঁর পোস্টে যে 'পুরি-পেঁয়াজু' -এর দোকানদারের কথা বলছিলেন, এবং যে বর্ণনা দিলেন (মাঝখানে সিঁথি, নেশখোরদের মত চেহারা), তার চেহারাটা আমি স্পষ্টই মনে করতে পারি। পরিস্থিতির শেষ দিকে সে-ই বেশী হম্বি-তম্বি করছিল, আমাকে হুমকিও দিচ্ছিল। ওর কারণেই পরিস্থিতির মোড় অনেকটা ঘুরে যায়। আমি নিশ্চিত, ওর পর্যন্ত পৌঁছতে পারলেই বাকি বদমাসগুলোর খোঁজ বের করা যাবে।

(ii) দ্বিতীয়ত, দলবদ্ধভাবে অনুসন্ধান করতে গেলে ইউ ল্যাবের শিক্ষার্থীরা
(অথবা তাদের নাম ভাঙিয়ে অপরাধের প্রশ্রয়দাতারা), আক্রমণ চালিয়ে বসতে পারে। এক্ষেত্রে অপরাধীর দোসররা ইউ ল্যাবের সাধারণ ছাত্র-ছাত্রীদের উস্‌কে দিয়ে পরস্থিতি ঘোলাটে করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাবে। কয়েকজন তথাকথিত ব্লগার ইউ ল্যাবিয়ানদের পক্ষ নেবার ছুতোয় ফেসবুক ও ব্লগে এই প্রক্রিয়া অলরেডী শুরু করেছে। যদিও আমি আমার পোস্টের কোথাও, ইউ ল্যাব ইউভার্সিটিকে বা এর কর্তৃপক্ষকে অথবা এর সাধারণ ছাত্র-ছাত্রীকে কখনই দায়ী করিনি, তাদের বিরুদ্ধে কোন অভিযোগও করিনি। শুধু দু'টি তথ্য শেয়ার করেছি -- (ক) তারা নিজেদের ইউ ল্যাবের স্টুডেন্ট বলে পরিচয় দেয় এবং (খ) ঐ ইউনিভার্সিটির সামনে আমাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করে, ও তার সামনে যাবার পরপরই তাদের হম্বি-তম্বি, গলার সুর পরিবর্তিত হয়ে যায়। এতে করে আপাত দৃষ্টিতে যদিও মনে হতে পারে যে, তারা ইউ ল্যাবেরই ছাত্র, তবে এটা কোন সুনিশ্চিত প্রমাণ নয়। তারা ইউ ল্যাবের ছাত্র হলেও কিছু এসে যায় না, না হলেও তেমনি। ইউ ল্যাব একটি পবিত্র বিদ্যাপীঠ, একে আমি এখনও যে শ্রদ্ধার চোখে দেখছি, জানোয়ারগুলো তাদের ছাত্র হলে বা না হলেও একইভাবে দেখব। অিপ্রয় সত্য ভাইও বলেছেন যে, পশুটা নিজেকে ইউ ল্যাবের ছাত্র বলেই পরিচয় দিয়েছে। এব্যাপারে ভুল বোঝা-বুঝির কোন অবকাশ দেখি না।

৫. আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা : পুলিশের কাছে সহযোগিতা চাওয়ার ব্যাপারটি গুরুত্বপূর্ণ। তবে পুলিশের ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই তিক্ত। সেক্ষেত্রে, নাহিয়ান বিন হোসেন ভাইয়ের পরামর্শটি আমার খুবই উপযুক্ত মনে হয়েছে -- র‍্যাবের কাছে সরাসরি অভিযোগ জানানো। ব্যক্তিগত সূত্রে যতটুকু জানতে পেরেছি, র‍্যাব এরকম ক্ষেত্রে কঠোর পদক্ষেপই নেয়। তবে তাদেরকে হয়তো অপরাধীদের সনাক্ত করে দিতে হবে।

৬. মিডিয়া কাভারেজ : সুপরিচিত ব্লগার পারভেজ আলম এ ব্যাপারে যা বলেছেন সেটার সাথে আমি একমত। প্রচলিত অন্যান্য সংবাদমাধ্যমে বিষয়টি আসলে আরও বেশী সমর্থন পাওয়া যেতে পারে, এবং এতে করে পরিস্থিতি মোকাবেলা সহজতর হতে পারে। কিন্তু ব্লগের কোন সাংবাদিক ভাই কি অনুগ্রহ করে এগিয়ে আসবেন ? অথবা, যথাযথ যোগাযোগ আছে এমন কেউ ?

৭. প্রশাসনিক সহায়তা : কেউ, কেউ কি আছেন ? ডাক দিয়ে যাই .. এগিয়ে আসুন, প্লীজ ( প্রয়োজনে পরিচয় গোপন রেখে যোগাযোগ করুন ) ? জনতার এই দুঃসময়ে .. আসবেন কি আপনারা ?

৮. ইউ ল্যাব কর্তৃপক্ষের সহায়তা : যেহেতু ঘটনাটির সূত্রে ইউ ল্যাবের ছাত্রদের নাম এসেছে .. সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে .. সেই বিষয়টিতে কার্যকরী ও যথাপোযুক্ত পদক্ষেপ নিয়ে একটি নিরপেক্ষ পক্ষপাতহীন তদন্ত করা -- তা যেন তথাকথিত ঐসব সরকারী "উচ্চপদস্থ তদন্ত কমিটি"-র মত না হয়, যেগুলোর তদন্ত রিপোর্ট কোনদিনই আলোর মুখ দেখে না, বা যেগুলোর তদন্ত প্রতিবেদন তদন্ত শুরুর আগেই লেখা হয়ে যায়। আর ইউ ল্যাব কর্তৃপক্ষকে কথা বলতে হবে (যদি তাঁরা বলতে চান) এই 'সামহোয়্যার ইন ব্লগে'-র সকল প্রতিবাদী ব্লগারের প্রতিনিধিদের সাথে, শুধু মাত্র ভিকটিম, বা সংশ্লিষ্ট ব্লগের ব্লগারের সঙ্গে নয়। যাতে করে ভীতি প্রদর্শন বা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার সকল সম্ভাবনা নিশ্চিতভাবে নাকচ করা যায়। তদন্ত কমিটিতে ব্লগারদের প্রতিনিধিদের অন্তর্ভুক্তিও নিশ্চিত করতে হবে। অনুগ্রহ করে উল্লেখিত বিষয়ে ইউ ল্যাব কর্তৃপক্ষের আন্তরিক ও সহানুভূতিশীল পদক্ষেপ আশা করছি।

৯. মানববন্ধন, প্ল্যাকার্ড প্রদর্শন, মিছিল : এই কর্মসূচীসমূহ সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে যথাক্রমে উৎসাহ যোগাবে ও চাপ সৃষ্টি করতে পারে। এই উদ্দেশ্যে কর্মসূচীগুলো পালন করা যায়। তবে অপরাধীদের বিচার নিশ্চিতে নিকট অতীতে এজাতীয় কর্মসূচীর সরাসরি বা প্রত্যক্ষ ফলাফল কম।

১০. এবার আমি স্বয়ং : সকল ব্লগার ভাই, আপুদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যদি কোনভাবে প্রত্যক্ষ করেন যে, এই পুরো ঘটনাটি থেকে আমি ব্যক্তিগতভাবে লাভবান হবার চেষ্টা করছি, 'নেতা' হিসেবে আবির্ভূত হতে চাইছি, 'হিরো' হবার চেষ্টা করছি, 'হিট' ব্লগার হবার খায়েশ হচ্ছে, প্লীজ ... আমার পশ্চাৎ দেশে, প্রকাশ্যে, উন্মুক্ত দিবালোকে কষে কিছু লাথি দেবেন, আপুরা ছেঁড়া জুতো আনতে ভুলবেন না। আদর্শচ্যুত হবার পরিণতি যেন আমাদের সকলের মনে থাকে।

আমার 'মেইল আইডি' : sharbanasha[at]gmail.com

এবার বলুন, কবে বসতে চান ? আগামীকাল ?

৭১২| ১২ ই মে, ২০১২ দুপুর ২:০৯

নীলাবেশ বলেছেন: বাকরুদ্ধ।কি করবো বুঝতে পারছি না।

৭১৩| ১২ ই মে, ২০১২ দুপুর ২:১৮

মোয়ােজজম হোেসন বলেছেন: তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।

৭১৪| ১২ ই মে, ২০১২ দুপুর ২:২৭

নীলাবেশ বলেছেন: ইউল্যাব রেজিস্ট্রার এর কথা :

মে ১১, ২০১২
“সামওয়ের ইন ব্লগ” নামে একটি ব্লগে ইউল্যাব-এর শিক্ষার্থীদের জড়িয়ে একটি বক্তব্য ইউল্যাব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে এধরনের কোন ঘটনা ঘটে থাকলে তা অনাকাঙ্খিত ও অত্যন্ত নিন্দনীয়। কথিত বিষয়টি সম্পর্কে ইউল্যাব কর্তৃপক্ষের বক্তব্য নিম্নরুপ:

ক. অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী কথিত ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে যেখানে আমাদের সকল কর্মকান্ড প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে শেষ হয়ে ক্যাম্পাস বন্ধ হয়ে যায় এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থানের কোন সুযোগ নাই।

খ. অভিযোগকারী কিংবা অন্য কেউ এ বিষয়ে ইউল্যাব এর কারও সাথে কোন প্রকার যোগাযোগ করেনি। যোগাযোগ/অভিযোগ করলে ইউল্যাব কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নিতে পারত। অতএব ইউল্যাব কর্তৃপক্ষকে কোন প্রকার সুযোগ না দিয়ে তার শিক্ষার্থীদের সম্পর্কে এ ধরনের উন্মুক্ত প্রচারনা প্রশ্নবোধক।

গ. অভিযোগকারী যথাযথ ও প্রচলিত নিয়মে বিষয়টি উত্থাপন না করলেও বিষয়টি নজরে আসায় ইউল্যাব কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে তদন্তের মাধ্যমে এর সত্যতা প্রত্যয়নের ব্যবস্থা গ্রহন করেছে। অতএব এ সম্পর্কে তদন্তপ্রসূত কোন প্রামানিক তথ্যাদি না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে অনুমান নির্ভর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অভিযোগকারী বা তার সমর্থনকারীদের প্রতি ইউল্যাব কর্র্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
রেজিস্ট্রা

http://www.facebook.com/ULABian

১২ ই মে, ২০১২ দুপুর ২:৪৯

সর্বনাশা বলেছেন:

ইউ ল্যাব, অক্সফোর্ড, হার্ভাড .. বা জাবি, ঢাবি কোন দেশী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানই আমার পোস্টের লক্ষ্য, উদ্দেশ্য বা বিধেয় নয়। ঐ ছাত্রনামধারী জানোয়ারগুলো ইউ ল্যাবের হলেও ঐ পবিত্র প্রতিষ্ঠানটির ওপর আমার কোন আক্রোশ নেই, আর তারা তা না হলেও ইউ ল্যাবকে আমি একই শ্রদ্ধার চোখে দেখব, যেমন এখন, এই মূহুর্তে দেখছি। তবে ইউ ল্যাবের অথবা তাঁদের পক্ষাবলম্বন করে অনেকের কর্মকান্ড দেখে ঐ পুরনো প্রবাদটি মনে পড়ছে -- "ঠাকুর ঘরে কে রে ?" "আমি কলা খাই না।"

কয়েকজন তথাকথিত ব্লগার ইউ ল্যাবিয়ানদের পক্ষ নেবার ছুতোয় ফেসবুক ও ব্লগে এই প্রক্রিয়া অলরেডী শুরু করেছে। যদিও আমি আমার পোস্টের কোথাও, ইউ ল্যাব ইউভার্সিটিকে বা এর কর্তৃপক্ষকে অথবা এর সাধারণ ছাত্র-ছাত্রীকে কখনই দায়ী করিনি, তাদের বিরুদ্ধে কোন অভিযোগও করিনি। শুধু দু'টি তথ্য শেয়ার করেছি -- (ক) তারা নিজেদের ইউ ল্যাবের স্টুডেন্ট বলে পরিচয় দেয় এবং (খ) ঐ ইউনিভার্সিটির সামনে আমাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করে, ও তার সামনে যাবার পরপরই তাদের হম্বি-তম্বি, গলার সুর পরিবর্তিত হয়ে যায়। এতে করে আপাত দৃষ্টিতে যদিও মনে হতে পারে যে, তারা ইউ ল্যাবেরই ছাত্র, তবে এটা কোন সুনিশ্চিত প্রমাণ নয়। তারা ইউ ল্যাবের ছাত্র হলেও কিছু এসে যায় না, না হলেও তেমনি। ইউ ল্যাব একটি পবিত্র বিদ্যাপীঠ, একে আমি এখনও যে শ্রদ্ধার চোখে দেখছি, জানোয়ারগুলো তাদের ছাত্র হলে বা না হলেও একইভাবে দেখব। অিপ্রয় সত্য ভাইও বলেছেন যে, পশুটা নিজেকে ইউ ল্যাবের ছাত্র বলেই পরিচয় দিয়েছে। এব্যাপারে ভুল বোঝা-বুঝির কোন অবকাশ দেখি না।

যেহেতু ঘটনাটির সূত্রে ইউ ল্যাবের ছাত্রদের নাম এসেছে .. সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে .. সেই বিষয়টিতে কার্যকরী ও যথাপোযুক্ত পদক্ষেপ নিয়ে একটি নিরপেক্ষ পক্ষপাতহীন তদন্ত করা -- তা যেন তথাকথিত ঐসব সরকারী "উচ্চপদস্থ তদন্ত কমিটি"-র মত না হয়, যেগুলোর তদন্ত রিপোর্ট কোনদিনই আলোর মুখ দেখে না, বা যেগুলোর তদন্ত প্রতিবেদন তদন্ত শুরুর আগেই লেখা হয়ে যায়। আর ইউ ল্যাব কর্তৃপক্ষকে কথা বলতে হবে (যদি তাঁরা বলতে চান) এই 'সামহোয়্যার ইন ব্লগে'-র সকল প্রতিবাদী ব্লগারের প্রতিনিধিদের সাথে, শুধু মাত্র ভিকটিম, বা সংশ্লিষ্ট ব্লগের ব্লগারের সঙ্গে নয়। যাতে করে ভীতি প্রদর্শন বা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার সকল সম্ভাবনা নিশ্চিতভাবে নাকচ করা যায়। তদন্ত কমিটিতে ব্লগারদের প্রতিনিধিদের অন্তর্ভুক্তিও নিশ্চিত করতে হবে। অনুগ্রহ করে উল্লেখিত বিষয়ে ইউ ল্যাব কর্তৃপক্ষের আন্তরিক ও সহানুভূতিশীল পদক্ষেপ আশা করছি।

৭১৫| ১২ ই মে, ২০১২ দুপুর ২:৩৬

ভুদাই আমি বলেছেন: ভালো কিছু শোনার অপেক্ষায় ‍আছি...........

৭১৬| ১২ ই মে, ২০১২ দুপুর ২:৫০

এবিএম বলেছেন: আপনার সাহসিকতা দেখে মুগ্ধ হলাম, জানোয়ার গুলোর শাস্তি দেখতে চাই এবার।

৭১৭| ১২ ই মে, ২০১২ বিকাল ৩:০৩

স্বপ্নতরী (রাজু) বলেছেন: আমরা সবাই শুধু কথাই বলে যাচ্ছি - কাজে কিছু করছি না।

লিখা এবং মন্তব্য গুলো পড়ে আমার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। দেশের বাহিরে থাকি বলে সরাসরি অংশগ্রহন করতে পারছি না।

সম্মিলিত চেষ্টায় (১০ জন ব্লগার ও যদি ঘটনা স্থ্লে গিয়ে চায়ের দোকানদারকে জিজ্ঞেস করে - জানোয়ার গুলোকে আইনের মুখোমুখি [মন বলছে বলি - গনপিটুনি দিন, কিন্তু তাহলে তো তাদের আর আমাদের ফারাক রইল না] করেন তাহলে ভাল লাগতো।



দয়া করে 'করুন' বলতে সবাই পারে। কিছু করে 'সাহসীরা'।

৭১৮| ১২ ই মে, ২০১২ বিকাল ৩:০৭

মেঘ_মেঘা বলেছেন: পোষ্ট পড়লাম সেই সাথে কমেন্টগুলোও দেখলাম। অনেক মানুষ অনেক বেশী সমর্থক আছে এখানে যারা চায় ইভ টিজিং নামক সামাজিক ব্যাধির চিকিৎসা করতে। এই রকম ঘটনা অনেক হয়। রাস্তায় বাসে মেয়েদের অনেক কিছু বলা হয় করা হয়। কয়েকজন নরপশু এই কাজ গুলো করে আর বাকী সব চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখে। যতক্ষণ পর্যন্ত নিজের গায়ের উপরে না উঠে আসে ততক্ষণ পর্যন্ত সুশীল সমাজ বলে কুকুরের সাথে কুকুর হয়ে তো কামড়ানো যাবে না তাই ইগনোর করো।

ইগনোর করতে করতেই আজকে এই পরিস্থিতি হয়েছে। আমি যখন খুব ছোট ছিলাম সেই সময় ঢাকায় এবং বলতে গেলে পুরো বাংলাদেশে এসিড নিক্ষেপ নামক একটা ট্রেন্ড তৈরী হয়েছিলো। সেসময় টিভি নাটক পত্রিকা, মানবাধিকার কর্মী সবাই মিলে এই বিষয়টার তীব্র প্রতিবাদ করে এই ব্যাধির ব্যাপারে কিছুটা হলেও জনসচেনতা এবং শাস্তির ব্যবস্থা করেছিলো যার জন্য এসিড নিক্ষেপ অনেকাংশেই কমে গেছে এখন।

ইভ টিজারদের জন্য এখন সেই রকম একটা জনসচেতনতা তৈরী করতে না পারলে কোন মেয়ে স্বাধীন ভাবে মুক্ত ভাবে কিছু করতে পারবে না। শালিনতা হানী করা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না। সভ্য মানুষ মাত্রই এই কাজের জন্য প্রতিবাদ করবে। যে মেনে নেবে চুপ করে দেখবে তার এই সমাজে মানুষ হবার কোন অধিকার নেই।

আপনার প্রতি শ্রদ্ধা। আশা করি আপনি তথাকথিত ভদ্রলোকদের চোখ খুলে দিয়েছেন যে এইসব দেখে চুপ করে থাকে কাপুরুষ। আন্দলন করুন। জনমত তৈরী করতে আমরা সবাই সাহায্য করবো। পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ সুস্থ একটা দেশ দিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার।

৭১৯| ১২ ই মে, ২০১২ বিকাল ৩:৩৪

মোহামমদ মশিউর রহমান বলেছেন: ভাই আসতে আসতে অনেক দেরী কৈরা ফালাইলেন না ?

ব্লগের জনকল্লানমুখি ভাইয়েরা তো পারেনা ULAB বন্ধ কইরা তালা মাইরা দেয় কমেন্ট খুজলে অর্ধেক পাওয়া যাবে ULAB বিরোধী . আর বাকিরা যারা মন্তব্য করেছেন প্রাসঙ্গিক তাদের কে আবারো ধন্যবাদ

৭২০| ১২ ই মে, ২০১২ বিকাল ৩:৩৬

মোহামমদ মশিউর রহমান বলেছেন: Click This Link

৭২১| ১২ ই মে, ২০১২ বিকাল ৩:৪৫

জানা বলেছেন:

@ শাহেরীন,

এটি একটি কমিউনিটি প্ল্যাটফর্ম এবং এই পোস্টটি সবার চোখের সামনে সার্বোক্ষনিকভাবে রাখা হয়েছে। এখানে আমাদের সবার সংযত শব্দ-বাক্যের দিকে নজর রাখা খুব জরুরী। কাউকে কোনভাবে আক্রমণ না করেই তীক্ষ্ণ সমালোচনা সম্ভব। পাশাপাশি কোন রকম তদন্ত না হওয়া পর্যন্ত সরাসরি কাউকে দোষারোপ করা বা একটি নোংরা বিষয়ের প্রতিবাদ করার মত ভাল কাজটি করতে যেয়ে নিজেকে মন্দভাবে প্রকাশ করাটা বোধ করি ঠিক হচ্ছে না।

পোস্টের লেখকের প্রতি অনুরোধ, যেকোন ধরণের হিংসাত্বক এবং অশালীন মন্তব্য মুছে দিন। তা না হলে আমাদের সবার মূল লক্ষ্য ব্যহত হবে। মঙ্গলের জন্য আমাদের পরিমিতি বোধের সুফল আসবেই।

ধন্যবাদ।

৭২২| ১২ ই মে, ২০১২ বিকাল ৪:০২

অনুপম বলছি বলেছেন: ULAB এর ছাত্রছাত্রি সবাই হেল্প করুন বদমাইশগুলো কে ধরিয়ে দিতে।

৭২৩| ১২ ই মে, ২০১২ বিকাল ৪:১৯

রফিকুল ইসলাম তনি বলেছেন: প্রিয় লেখক, আপনার সাথে যোগাযোগ করা খুবই দরকার। গতকাল রাতে আপনাকে মেইল করেছি মোবাইল নাম্বারের জন্য কিন্তু মোবাইল নাম্বার এখনো পাইনি। আবারও বলছি আপনার সহযোগিতা ছাড়া কিছুই করা সম্ভব না। দয়া করে আর সময় নষ্ট করবেন না ..
আর আসুন আগামীকাল সবাই মিলে বিকাল ৪ টায় অথবা ৫টায় টিএসসিতে বসি।

১২ ই মে, ২০১২ বিকাল ৪:৪৫

সর্বনাশা বলেছেন:

দয়া করে আপনার পরিচয় ও প্রয়োজনটি 'আপাতত' মেইল করুন।

আশা রাখি, আগামী কাল যদি সবাই একসাথে বসতে পারি .. তখন আমার ফোন নম্বরটি সবাইকে দেব।

আপনার একাগ্রতার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, মন থেকে বলছি।

৭২৪| ১২ ই মে, ২০১২ বিকাল ৪:২২

রাতপ্রহরী বলেছেন: @আবদেল্লাহ ফাইসাল, ..............................................................
..........................................................................................
..........................................................................................
নাহ্্, মুখটা খারাপ করতে ইচ্ছা করতাছে না আজকে X( X(

৭২৫| ১২ ই মে, ২০১২ বিকাল ৪:৪৩

বিকেলের শেষ আলো বলেছেন: আগে ব্লগাররা এক হন, ঘটনাস্থলে যান, যাওয়ার আগে কিছু কাগজ প্রিন্ট করে নিয়ে যান যাতে কিছু প্রশ্ন থাকবে , যেমন ছেলেগুলির নাম কি ? বাসা কোথায়? কোথায় পড়ে? এই জাতীয়.....
তারপর ওই দোকানদার গুলিকে একটা রুমে এক জন এক জন করে ঢুকান একটা কাগজ দিয়ে, হাতে কলম, ঘরে একটা বাক্স থাকবে সেখানে তারা যাতে ব্যালট পেপারের মতো উত্তর লিখে জমা দেয়। এভাবে ওই খানের প্রায় সবার উত্তর নিন। তারপর কাগজ গুলিতে দেখুন কিছু পাওয়া যায় কিনা। উত্তরপত্রে নাম লিখার দরকার নাই।
সাধারণত দোকানদার রা রাজি হওয়ার কথা না তাই ২০-৩০ জন মিলে যেতে হবে। বলুন উনারা রাজি না হলে পোলাপানের মাথা খারাপ আছে, ভাংচুর করে কি না আপনারা জানেন না....
নাম গুলি বের হলে সদল বলে বাসায় গিয়ে হাজির, কান ধরে বাসা থেকে বের করে প্রথমেই কিছু মাইর, অতপর অন্য আলাপ, ব্লগিং........

৭২৬| ১২ ই মে, ২০১২ বিকাল ৪:৫০

রফিকুল ইসলাম তনি বলেছেন: আসুন সবাই মিলে আগামীকাল বিকালে টিএসসি'তে বসি। যারা যারা বসতে আগ্রহী তাঁরা দয়া করে আওয়াজ দিন। অনেক সময় নষ্ট হয়েছে, আর সময় নষ্ট করতে চাই না।

৭২৭| ১২ ই মে, ২০১২ বিকাল ৪:৫১

কানাবাছুর বলেছেন: @আবেদেল্লাহ ফয়সাল.... বেজন্মা একটা..দূর হ হারামজাদা

৭২৮| ১২ ই মে, ২০১২ বিকাল ৫:১৩

bhondoami_nostotumi বলেছেন: Oi cigerater dokandarke khuje ber korte parle kaje dito beshi. tar cheharataki mone ache?

১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৫

সর্বনাশা বলেছেন:

ব্লগার অিপ্রয় সত্য তাঁর পোস্টে যে 'পুরি-পেঁয়াজু' -এর দোকানদারের কথা বলছিলেন, এবং যে বর্ণনা দিলেন (মাঝখানে সিঁথি, নেশখোরদের মত চেহারা), তার চেহারাটা আমি স্পষ্টই মনে করতে পারি। পরিস্থিতির শেষ দিকে সে-ই বেশী হম্বি-তম্বি করছিল, আমাকে হুমকিও দিচ্ছিল। ওর কারণেই পরিস্থিতির মোড় অনেকটা ঘুরে যায়। আমি নিশ্চিত, ওর পর্যন্ত পৌঁছতে পারলেই বাকি বদমাসগুলোর খোঁজ বের করা যাবে।

৭২৯| ১২ ই মে, ২০১২ বিকাল ৫:১৮

জানা বলেছেন:


প্রিয় ব্লগার বন্ধুরা,

আপনাদের জানাতে চাইছি যে, ব্লগার আবদেল্লাহ ফাইসাল, এর
পোস্টটি আমরা একটি 'মন্দের' উদাহরণ হিসেবে রেখে দিয়েছি মাত্র। পাশাপাশি আমরা ঐ ব্লগটির যাবতীয় এক্সেস বন্ধ করে দিয়েছি।

৭৩০| ১২ ই মে, ২০১২ বিকাল ৫:২৬

s r jony বলেছেন: ফেসবুকে আমাদের গ্রুপ/ ইভেন্টের সবাই একসাথে মানব-বন্ধন আয়োজন করতাছি। আপনারা সবাই থাকবেন আশাকরি

প্রয়োজনে আমাকে নক করুন।
যে কোনো ভাল কজের সাথে আমি ছিলাম আমি থাকব।
[email protected]
আমাদের ইভেন্ট

৭৩১| ১২ ই মে, ২০১২ বিকাল ৫:৩৭

আফরিন জাহান বলেছেন: ঐ সব জানোয়ারদের ধিক্কার্ জানাই। আরওদের পেলে কষে একটা চর দিতাম।আসলে মেয়েরা ঘরে বাইরে সবখানেই অনিরাপদ।

৭৩২| ১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৬

অস্পৃশ্য যুবরাজ বলেছেন: লেখক@ পুরি-পেয়াজু ওয়ালা কে আজ আমি পাইসি। ওর খোজ- পরিচয় সন্ধ্যা নাগাদ জানা যাবে। আপনি একসাথে বসার ব্যবস্থা করুন।

৭৩৩| ১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩০

অস্পৃশ্য যুবরাজ বলেছেন: ভাই লেখক@ আপনি যোগাযোগ করেন। পুরিওয়ালা কে সনাক্ত করতে আপনাকে দরকার। আপনার দেওয়া চেহারার বর্ণনা মতে পুরিওয়ালা পাওয়া গেছে।

৭৩৪| ১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহের বাঁশী বলেছেন: জানা বলেছেন:


প্রিয় ব্লগার বন্ধুরা,

আপনাদের জানাতে চাইছি যে, ব্লগার আবদেল্লাহ ফাইসাল, এর
পোস্টটি আমরা একটি 'মন্দের' উদাহরণ হিসেবে রেখে দিয়েছি মাত্র। পাশাপাশি আমরা ঐ ব্লগটির যাবতীয় এক্সেস বন্ধ করে দিয়েছি।



ধন্যবাদ জানা্পু সামু হউক সকল অত্যাচার অনাচার রোধের প্লাটফর্ম

৭৩৫| ১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

জাতিস্বর বলেছেন: আমার মনে হয়না যে এখানে ভিকটিমকে সামনে আনার কোন দরকার আছে।কেননা অতীতেও দেখা গেছে কোন ঘটনা ঘটলেই সেই মেয়েটিকে খুজে বের করার জন্যে সবাই খুবই উৎসাহী হয়ে উঠে সাহায্যে এগিয়ে আসার বদলে।আর সাংবাদিকরা এক্ষেত্রে এককাঠি সরেস।মিডিয়া মেতে উঠে মেয়েটির প্রতিক্রিয়া আর ঘটনার বর্ননা জানতে।
সত্যিই আজব এই দেশ!!!

তাই আমি আশা প্রকাশ ও অনুরোধ করব দয়া করে কেউ ভিকটিমের পরিচয় প্রকাশ করবেন না/তাকে সামনে এনে হা স্যরসের খোরাক বানাবেন না।প্লিজ .।।

তাছাড়া,ইউল্যাব কর্তৃপক্ষ মেয়েটি/মেয়েটির পরিবারকে ব্যাপারটি ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করতে পারে।সেক্ষেত্রে কিন্তু এই জনজোয়ারটি আর এগোবেনা।
___এ ব্যাপারে সকলের সদয় দৃষ্টি কামনা করছি।

৭৩৬| ১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: সাথে আছি.....। জানোয়ার গুলোর শাস্তি চাই।

৭৩৭| ১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:২৬

রফিকুল ইসলাম তনি বলেছেন: সুপ্রিয় লেখক, আগামীকাল কখন, কোথায় বসতে চান সে বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপডেইট দিন ...

৭৩৮| ১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: ব্লগার সর্বনাশার নিরাপত্তার ব্যাপারটা সকলের মাথায় রাখতে হবে। বর্তমানে, বাংলদেশ তো একটা গুমের রাস্টে পরিনত হয়েছে

৭৩৯| ১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

আমি নবীন বলেছেন: নৈতিক সমর্থন সবসময় থাকবে।

কিন্তু কিভাবে সাহায্য করব জানি না।

খুব ব্যাস্ততার মধ্যে আছি, তবুও যদি দরকার পরে আছি আপনাদের সাথে।

৭৪০| ১২ ই মে, ২০১২ রাত ৮:০০

পাগলমন২০১১ বলেছেন: অবশ্যই এর একটা সুরাহা চাই।যাতে করে অন্য কোন মেয়ে আর এভাবে ইভটিজিং এর শিকার না হয়।

দেশে থাকলে অবশ্যই আপনাদের সাথে কাজ করতে পারতাম।

সকলের সহযোগিতা কামনা করছি।

৭৪১| ১২ ই মে, ২০১২ রাত ৮:০৬

সামাউন খালিদ কলিন্স বলেছেন: ইউল্যাব (ULAB) এর সামনের ঘটনা নিয়ে যেসকল পোস্ট এসেছে তার সংকলন

৭৪২| ১২ ই মে, ২০১২ রাত ৮:৩৯

যাযাবর অভিধান বলেছেন: জাতিস্বর বলেছেন: আমার মনে হয়না যে এখানে ভিকটিমকে সামনে আনার কোন দরকার আছে।কেননা অতীতেও দেখা গেছে কোন ঘটনা ঘটলেই সেই মেয়েটিকে খুজে বের করার জন্যে সবাই খুবই উৎসাহী হয়ে উঠে সাহায্যে এগিয়ে আসার বদলে।আর সাংবাদিকরা এক্ষেত্রে এককাঠি সরেস।মিডিয়া মেতে উঠে মেয়েটির প্রতিক্রিয়া আর ঘটনার বর্ননা জানতে।
সত্যিই আজব এই দেশ!!!

তাই আমি আশা প্রকাশ ও অনুরোধ করব দয়া করে কেউ ভিকটিমের পরিচয় প্রকাশ করবেন না/তাকে সামনে এনে হা স্যরসের খোরাক বানাবেন না।প্লিজ .।।

তাছাড়া,ইউল্যাব কর্তৃপক্ষ মেয়েটি/মেয়েটির পরিবারকে ব্যাপারটি ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করতে পারে।সেক্ষেত্রে কিন্তু এই জনজোয়ারটি আর এগোবেনা।
___এ ব্যাপারে সকলের সদয় দৃষ্টি কামনা করছি।

৭৪৩| ১২ ই মে, ২০১২ রাত ৮:৫৫

মানবিক ৩০ বলেছেন: আমার মনে হয় এতো এতো ভাল কথা না বলে .এটা ইলেকট্রনিক মিডিয়া তে দেয়া হোক ....এবং এর এক পর্যায়ে ....পুলিশ এর আই জি ...স্বরাষ।ট্র মন্ত্রী আর ইউল্যাব এর উপাচার্য কে এ বিষয়ে পশ্ন করা হোক ..তাহলে কাজ কিছু হতে পারে

৭৪৪| ১২ ই মে, ২০১২ রাত ৮:৫৬

নুরুজ্জামান লাবু বলেছেন: অপরাধ বিষয়ক সাংবাদিকতার সঙ্গে যুক্ত আমি। এইটা নিয়ে একটা রিপোর্ট করা যেতে পারে। আপনার সেল ফোন নাম্বারটা দিলে ভালো হয়।

[email protected]

৭৪৫| ১২ ই মে, ২০১২ রাত ৯:১১

কয়েস সামী বলেছেন: জানা অাপুর উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে। লেখককে বলছি, সাজেশন না চেয়ে আপনি একটা টাইম দিয়ে দেন একত্রিত হবার। সময়টা যেন কনভেনিয়েন্ট হয় অধিকাংশের জন্য। কুইক।

৭৪৬| ১২ ই মে, ২০১২ রাত ৯:৩০

সাহাদাত উদরাজী বলেছেন: আপনার সাহসের তারিফ করে গেলাম।
আমরা দিন দিন অসভ্য হয়ে পড়ছি। আফসোস...

৭৪৭| ১২ ই মে, ২০১২ রাত ৯:৩৮

araz বলেছেন: কবে কখন কই কিভাবে বসবেন জানাইয়েন

armantring[at]gmail.com

৭৪৮| ১২ ই মে, ২০১২ রাত ৯:৪২

araz বলেছেন: তাদের উদ্দেশ্যে (যারা ঘটনার রটনাকারী)ঃ
পৃ্থিবী তে সন্তান জন্ম দেয়ার আমার মতে ৪ টি রাস্তা আছে।
১. প্রসব বেদনার পর ঘরোয়া পরিবেশে জন্ম নেয়া।
২. ডাক্তারদের দ্বারা অস্ত্রপ্রচার এর মাধ্যমে জন্ম নেয়া (সিজার)।
৩. ক্লোন এর মাধ্যমে জন্ম নেয়া।
৪. ছিটকে বের হয়ে জন্ম নেয়া।

উপরের ৩ টা সম্পর্কে সবাই জানেন।
ইউল্যাব এর আর আমাদের চার পাশের ওই সব ইভ টিজার পোলাপান গুলা ৪ নং মার্কা ওয়ালা। এই গুটি কয়েকটা ছিটকে জন্ম হওয়া পোলাপান এর জন্য আজ যুব স্মাজ বিপর্যস্ত। তোরা তো দেখা যায় তদের ক্ষুধা মিটাতে গিয়ে তোদের মা কে ও ছাড়বি নাহ! অবাক লাগে। ছিটকে জন্মেছিশ বলেই তোরা এমন টি করতে পেরেছিশ। তোদের বাবা-মা এর মরে যাওয়া উচিত। কারন তাদের যৌবনের ভুল হল তারা। লজ্জা লজ্জা।

তাদের উদ্দেশ্যে (যারা খালি চোখে ঘটনা দেখেছেন আর কিছুই করেন নি)ঃ
আপনাদের জন্য মায়া হয়। ভাগ্য ভাল যে ১৯৭১ এর যোদ্ধারা এমন ছিলেন নাহ। আপনাদের সামনে আপনাদের মা-বোন দের সাথে এমন ঘটলে তবুও কি চুপ থাকতেন? আর কিছু বলার নেই আপনাদের উদ্দেশ্যে।

তার উদ্দেশ্যে (যে সয়েছেন অর্থাৎ যার সাথে ঘটেছে)ঃ
বোন মাফ কর আমায়! ক্ষমা কর। জানি ওরা যা করেছে তার জন্য অই মুহুর্ হতে সব ছেলেরাই তোর চোখে এখন খারাপ। বোন আবার ও ক্ষমা চাই। সবাই এক না। লজ্জা বোধ করছি পুরুষ জাতি হিসেবে।

তাদের উদ্দেশ্যে (যারা আমাদের ছাগু বলছে)ঃ
আপনাদের জন্য মায়া হয়। আপনাদের সামনে আপনাদের মা-বোন দের সাথে এমন ঘটলে তবুও কি চুপ থাকতেন? আর কিছু বলার নেই আপনাদের উদ্দেশ্যে। নিজের মা-বোন কে বাচাতে গেলে যদি কেউ ছাগু হয় তবে আমি ছাগু। আর চোখের সামনে নিজের মা-বোন কে ধর্ষন হতে দেখলে কি করবেন। চালিয়ে যা চালিয়ে যা বলবেন নাকি?

তার উদ্দেশ্যে (যে কিনা ব্যাপার টার বিরোধিতা করেছেন এবং মার খেয়েছেন)ঃ
ভাই পুরুষ এর মত কাজ করেছেন। একাই একশো। আপনার মত মানুষ আছে বলেই সভ্যতা টা খানিক জ্বল জ্বল করছে। এগিয়ে যান পাশে পাবেন। আপনার মঙ্গল কামনা করি।

পরিশেষে এটুকুই বলবো যে এদের শাস্তি দেয়া উচিত। নয়তো কাল আপনার আমার বোন ও রেহাই পাবে নাহ!

৭৪৯| ১২ ই মে, ২০১২ রাত ১০:০০

অরন্য জীবন বলেছেন: Please contact at
[email protected]

৭৫০| ১২ ই মে, ২০১২ রাত ১০:০৬

গিটারম্যান বলেছেন:
একমত পোষণ করছি যাযাবর অভিধান ভাই এর সঙ্গে


" জাতিস্বর বলেছেন: আমার মনে হয়না যে এখানে ভিকটিমকে সামনে আনার কোন দরকার আছে।কেননা অতীতেও দেখা গেছে কোন ঘটনা ঘটলেই সেই মেয়েটিকে খুজে বের করার জন্যে সবাই খুবই উৎসাহী হয়ে উঠে সাহায্যে এগিয়ে আসার বদলে।আর সাংবাদিকরা এক্ষেত্রে এককাঠি সরেস।মিডিয়া মেতে উঠে মেয়েটির প্রতিক্রিয়া আর ঘটনার বর্ননা জানতে।
সত্যিই আজব এই দেশ!!!

তাই আমি আশা প্রকাশ ও অনুরোধ করব দয়া করে কেউ ভিকটিমের পরিচয় প্রকাশ করবেন না/তাকে সামনে এনে হা স্যরসের খোরাক বানাবেন না।প্লিজ .।।

তাছাড়া,ইউল্যাব কর্তৃপক্ষ মেয়েটি/মেয়েটির পরিবারকে ব্যাপারটি ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করতে পারে।সেক্ষেত্রে কিন্তু এই জনজোয়ারটি আর এগোবেনা।
___এ ব্যাপারে সকলের সদয় দৃষ্টি কামনা করছি"


৭৫১| ১২ ই মে, ২০১২ রাত ১০:০৯

গিটারম্যান বলেছেন: আরো একটা ব্যপার

ব্লগার সর্বনাশার নিরাপত্তার ব্যাপারটা সকলের মাথায় রাখতে হবে।

৭৫২| ১২ ই মে, ২০১২ রাত ১০:০৯

গিটারম্যান বলেছেন: আরো একটা ব্যপার

ব্লগার সর্বনাশার নিরাপত্তার ব্যাপারটা সকলের মাথায় রাখতে হবে।

৭৫৩| ১২ ই মে, ২০১২ রাত ১০:১৮

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: জানোয়ারদের অতিসত্বর দেখতে চাই। এই জারজগুলোর দায়ভার কোন বিশ্ববিদ্যালয় নিতে পারে না। এরা কারো ভাই নয়, কারো সন্তান নয়। জন্মদাতা পিতা-মাতা (অবৈধ সম্পর্কের ফসলও হতে পারে) আজ নিজেদের পাপের ফল দেখে নিশ্চয় আজ নিজেদের ধিক্কার দিচ্ছে। আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি কুসন্তানগুলো ২/১ দিনের মধ্যেই ধরা পড়বে। কাজ চলছে।

৭৫৪| ১২ ই মে, ২০১২ রাত ১০:৩১

এ কে এম মুজিব বলেছেন: ভাই, মিডিয়ার দিকে কভারেজ দেয়ার সর্বাত্মক ভাবে কাজ এবং সমর্থন দেয়া হবে।

৭৫৫| ১২ ই মে, ২০১২ রাত ১০:৩৭

উপদেশ গুরু বলেছেন: গিটারম্যান বলেছেন: আরো একটা ব্যপার
ব্লগার সর্বনাশার নিরাপত্তার ব্যাপারটা সকলের মাথায় রাখতে হবে।

৭৫৬| ১২ ই মে, ২০১২ রাত ১০:৪১

বোকা মানব বলেছেন: সর্বনাশা আপনাকে একটি মেইল পাঠিয়েছি [email protected] এই ঠিকানা থেকে।

৭৫৭| ১২ ই মে, ২০১২ রাত ১০:৫৬

এ আর খান বলেছেন: Amake dakben. Ami comilla theke ashar try korbo. [email protected]

৭৫৮| ১২ ই মে, ২০১২ রাত ১১:১৮

মতিউর রহমান মিঠু বলেছেন: আমার সাথে যোগাযোগ......... [email protected]

৭৫৯| ১২ ই মে, ২০১২ রাত ১১:২২

িবজয়ী অাটানব্বই বলেছেন: ash pasher cc camera theke kichu pauwa jai kina oti shottor cheshta korun.

N.B Sorry to all for banglish typing.

৭৬০| ১২ ই মে, ২০১২ রাত ১১:২৮

এ কে এম মুজিব বলেছেন: রেখেছো বাঙ্গালী করে, মানুষ করোনি!
http://move4world.com/archives/21177

৭৬১| ১২ ই মে, ২০১২ রাত ১১:৩১

একজন সুফল বলেছেন: ব্লগার সর্বনাশার নিরাপত্তার ব্যাপারটা সকলের মাথায় রাখতে হবে।

৭৬২| ১২ ই মে, ২০১২ রাত ১১:৪৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার মত কিছু মানুষের দরকার পরিবর্তীত এই সময়ে।

ভাই আপনি পেরেছেন, আমাদের মত ভীরুরা এরকম দেখেও নিজের নিরাপত্তার কথা ভেবে সামনে এগিয়ে যাই না..........ভাবি আমি না এগুলে কি হবে, কেউ না কেউ এগিয়ে যাবে..........আমাদের সমাজের প্রায় সবার ক্ষেত্রেই এরোগটা এখন বাসা বেঁধেছে.......এথেকে মুক্তি আপনার মতরাই দিতে পারে.......।

কিছু অসভ্য এখানেও ভাল একটা উদ্যোগকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে........ কারা এরা আমরা তা পরিষ্কার ভাবেই দেখতে পাচ্ছি......

এরকম ঘটনা আমরা এই বাংলাদেশে ভিন্ন ভিন্ন ফরমেটে অনেকবারই দেখেছি.......... সেটা জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ব, ভিকারুন্নেসা, রাজশাহী বিশ্ব, ইদানিংকার ইউল্যাব সবখানেই.......

যেখানেই এরকম ঘটনা ঘটুকনা কেন সেখানের কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরাই তাদের প্রতিষ্ঠানের ও তাদের সম্মান রক্ষার্থেই কুলাঙ্গারগুলিকে ধরিয়ে দেবে এবং বিচারের মুখোমুখি করবে এটা হওয়াটাই স্বাভাবিক, ব্যাতিক্রমটাই অস্বাভাবিক।

আর, কিছু কুলাঙ্গারএর জন্য একটি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান কখন খারাপ হয়ে যেতে পারে না, বরং এটাকে পুঁজি করে সেই প্রতিষ্ঠানকে যারা গালি দেয় তাদের শিক্ষাগত দৈনতা ও সামাজিক দৈন অবস্থান নিয়েই সন্দেহ হয়।

সর্বোপরি এই কুলাঙ্গারগুলি ধরা পড়বে এবং বিচারের মুখোমুখি হবে এটা আমরা আশা করি।

৭৬৩| ১২ ই মে, ২০১২ রাত ১১:৪৭

তাহসিব বলেছেন: araz বলেছেন: তাদের উদ্দেশ্যে (যারা ঘটনার রটনাকারী)ঃ
পৃ্থিবী তে সন্তান জন্ম দেয়ার আমার মতে ৪ টি রাস্তা আছে।
১. প্রসব বেদনার পর ঘরোয়া পরিবেশে জন্ম নেয়া।
২. ডাক্তারদের দ্বারা অস্ত্রপ্রচার এর মাধ্যমে জন্ম নেয়া (সিজার)।
৩. ক্লোন এর মাধ্যমে জন্ম নেয়া।
৪. ছিটকে বের হয়ে জন্ম নেয়া।

উপরের ৩ টা সম্পর্কে সবাই জানেন।
ইউল্যাব এর আর আমাদের চার পাশের ওই সব ইভ টিজার পোলাপান গুলা ৪ নং মার্কা ওয়ালা। এই গুটি কয়েকটা ছিটকে জন্ম হওয়া পোলাপান এর জন্য আজ যুব স্মাজ বিপর্যস্ত। তোরা তো দেখা যায় তদের ক্ষুধা মিটাতে গিয়ে তোদের মা কে ও ছাড়বি নাহ! অবাক লাগে। ছিটকে জন্মেছিশ বলেই তোরা এমন টি করতে পেরেছিশ। তোদের বাবা-মা এর মরে যাওয়া উচিত। কারন তাদের যৌবনের ভুল হল তারা। লজ্জা লজ্জা।

তাদের উদ্দেশ্যে (যারা খালি চোখে ঘটনা দেখেছেন আর কিছুই করেন নি)ঃ
আপনাদের জন্য মায়া হয়। ভাগ্য ভাল যে ১৯৭১ এর যোদ্ধারা এমন ছিলেন নাহ। আপনাদের সামনে আপনাদের মা-বোন দের সাথে এমন ঘটলে তবুও কি চুপ থাকতেন? আর কিছু বলার নেই আপনাদের উদ্দেশ্যে।

তার উদ্দেশ্যে (যে সয়েছেন অর্থাৎ যার সাথে ঘটেছে)ঃ
বোন মাফ কর আমায়! ক্ষমা কর। জানি ওরা যা করেছে তার জন্য অই মুহুর্ হতে সব ছেলেরাই তোর চোখে এখন খারাপ। বোন আবার ও ক্ষমা চাই। সবাই এক না। লজ্জা বোধ করছি পুরুষ জাতি হিসেবে।

তাদের উদ্দেশ্যে (যারা আমাদের ছাগু বলছে)ঃ
আপনাদের জন্য মায়া হয়। আপনাদের সামনে আপনাদের মা-বোন দের সাথে এমন ঘটলে তবুও কি চুপ থাকতেন? আর কিছু বলার নেই আপনাদের উদ্দেশ্যে। নিজের মা-বোন কে বাচাতে গেলে যদি কেউ ছাগু হয় তবে আমি ছাগু। আর চোখের সামনে নিজের মা-বোন কে ধর্ষন হতে দেখলে কি করবেন। চালিয়ে যা চালিয়ে যা বলবেন নাকি?

তার উদ্দেশ্যে (যে কিনা ব্যাপার টার বিরোধিতা করেছেন এবং মার খেয়েছেন)ঃ
ভাই পুরুষ এর মত কাজ করেছেন। একাই একশো। আপনার মত মানুষ আছে বলেই সভ্যতা টা খানিক জ্বল জ্বল করছে। এগিয়ে যান পাশে পাবেন। আপনার মঙ্গল কামনা করি।

পরিশেষে এটুকুই বলবো যে এদের শাস্তি দেয়া উচিত। নয়তো কাল আপনার আমার বোন ও রেহাই পাবে নাহ!

৭৬৪| ১৩ ই মে, ২০১২ রাত ১২:৩৩

সুখী পাগলা বলেছেন: যারা যারা আমাদের সাথে থাকতে চান তাদের সাথে হয়তোবা আগামিকাল এ দেখা হতে পারে

১৩ ই মে, ২০১২ রাত ১:০১

সর্বনাশা বলেছেন: ভাই, অনুগ্রহ করে আমার সীমাহীন সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন। জীবন ও জীবিকার তাগিদ বড় নির্মম।

সকল ব্লগার, অনলাইন একটিভিস্ট এবং আগ্রহী যে কাউকে ব্লগারস্‌ মিটিং প্রসঙ্গে ..

প্রস্তাবিত তারিখ : ১৩ মে ২০১২
প্রস্তাবিত সময় : রাত ০৮:১৫
প্রস্তাবিত স্থান : টি, এস, সি চত্বর, ঢা.বি.

আগ্রহী সবাই দয়া করে মন্তব্যের স্থানে উপস্থিতির ব্যাপারটি নিশ্চিত করুন।

৭৬৫| ১৩ ই মে, ২০১২ রাত ১২:৪২

রফিকুল ইসলাম তনি বলেছেন: সুখী পাগলা, আগামীকাল কখন, কোথায় দেখা করতে চান সেটা বলেন?

১৩ ই মে, ২০১২ রাত ১:০২

সর্বনাশা বলেছেন: ভাই, অনুগ্রহ করে আমার সীমাহীন সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন। জীবন ও জীবিকার তাগিদ বড় নির্মম।

সকল ব্লগার, অনলাইন একটিভিস্ট এবং আগ্রহী যে কাউকে ব্লগারস্‌ মিটিং প্রসঙ্গে ..

প্রস্তাবিত তারিখ : ১৩ মে ২০১২
প্রস্তাবিত সময় : রাত ০৮:১৫
প্রস্তাবিত স্থান : টি, এস, সি চত্বর, ঢা.বি.

আগ্রহী সবাই দয়া করে মন্তব্যের স্থানে উপস্থিতির ব্যাপারটি নিশ্চিত করুন।

৭৬৬| ১৩ ই মে, ২০১২ রাত ১২:৫৩

বিদ্রোহী সৈনিক বলেছেন: [email protected] প্লিজ। জানাবেন। আমি ও আসব।

১৩ ই মে, ২০১২ রাত ১:০২

সর্বনাশা বলেছেন: ভাই, অনুগ্রহ করে আমার সীমাহীন সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন। জীবন ও জীবিকার তাগিদ বড় নির্মম।

সকল ব্লগার, অনলাইন একটিভিস্ট এবং আগ্রহী যে কাউকে ব্লগারস্‌ মিটিং প্রসঙ্গে ..

প্রস্তাবিত তারিখ : ১৩ মে ২০১২
প্রস্তাবিত সময় : রাত ০৮:১৫
প্রস্তাবিত স্থান : টি, এস, সি চত্বর, ঢা.বি.

আগ্রহী সবাই দয়া করে মন্তব্যের স্থানে উপস্থিতির ব্যাপারটি নিশ্চিত করুন।

৭৬৭| ১৩ ই মে, ২০১২ রাত ১২:৫৩

ভুদাই আমি বলেছেন: এগিয়ে যান.................. আমি তো অনেক দূরে থাকি, তাই সক্রিয় অংশগ্রহন করতে পারবোনা.............. শুভকামনা রইলো..............

তবে যা করবেন ভেবে চিন্তে দ্রুত করবেন...........নিজেদের নিরাপত্তার কথাও মাথায় রাখবেন...........

৭৬৮| ১৩ ই মে, ২০১২ রাত ১:০৬

পুলক ঢালী বলেছেন: ইউল্যাব তাদের নিজস্ব পন্থায় অনুসন্ধান করুক । তারা তাদের শিক্ষার্থীদের সহায়তা নিক এটা তাদের ব্যপার । কিন্তু ব্লগার 'সর্বনাশার' সাথে সামু ব্লগাররা সামর্থ অনুসারে সহযোগীতা করুন ওদের ট্রেস আউট করতে । মেয়েটিকে সামনে আনার প্রশ্নই আসেনা তবে নাম ঠিকানা উহ্য রেখে কোন মহিলা সাংবাদিক মেয়েটির সাক্ষাৎকার নিয়ে প্রচার করলে মনে হয় ভাল হয় ।

৭৬৯| ১৩ ই মে, ২০১২ রাত ১:০৭

দুষ্টু ছোড়া বলেছেন: অপেক্ষা....

৭৭০| ১৩ ই মে, ২০১২ রাত ১:০৯

আমি দর্পন বলেছেন: আমার মতে মিটিংয়ে না বসাই ভাল । কারণ, নিরাপত্তার ব্যাপারটি ভাবতে হবে । দূর থেকে তথ্য আদান প্রদানই নিরাপদ ।

৭৭১| ১৩ ই মে, ২০১২ রাত ১:৪২

রফিকুল ইসলাম তনি বলেছেন: টি, এস, সি চত্বরে আগামীকাল আমিসহ আরও অনেকেই থাকবে। সময়টা সন্ধ্যা ৬ থেকে ৭টার মধ্যে হলে আরও ভালো হত।

আপনাকে মেইল করেছি। সম্ভব হলে আপনার একটি মোবাইল নাম্বার দিন। তাহলে আপনার সাথে যোগাযোগ করতে আমাদের জন্য সুবিধা হত।

৭৭২| ১৩ ই মে, ২০১২ রাত ১:৪৮

অপ্রিয় সত্য ৭০০ বলেছেন: ছেঃ ছেঃ ছেঃ হিঃ হিঃ হিঃ এ আর নতুন কি? মেয়ে হলে এমনি হবে..এখন কি ভাবছে তার পিতা?মেয়েকে নিয়ে যাবে থানা? তাহলে যে ওর বিয়েও হবেনা

৭৭৩| ১৩ ই মে, ২০১২ রাত ২:০৩

মতিউর রহমান মিঠু বলেছেন: মেইল করার জন্য ধন্যবাদ। আমার বাবা বেশ অসুস্থ আজ (১৩'মে-২০১২ইং) তাকে হসপিটালে এডমিট করবো। তবুও আমি ১০০% চেষ্টা করবো TSC তে আসতে। আমার মেইল আইডি ও মোবাইল নম্বর-
[email protected]

mobile- 01715426263

৭৭৪| ১৩ ই মে, ২০১২ রাত ২:১২

গিটারম্যান বলেছেন: আমি সময় বের করে ফেলেছি তাই যথা সময়ে হাজির হবো

আর একটা কথা বলতে চাই
এমিনিতে আমরা কোন ব্যপারে একমত হতে পারি না খুব সহজেই
কিন্তু এইখানে আমরা যেহেতু একমত হতে পেরেছি তাই আমি সবার কাছে অনুরোধ করছি এই তিন কুলাঙ্গারকে খুঁজে বের করাই শুধু না , ইভটিজিং বন্ধের প্রতিবাদ টা এইখান থেকে শুরু হোক । অতীতে কত কনসার্ট হলো একের পর একশুধু ব্যান্ড স্টেজে আসলো কিন্তু মটিভেশন হতে পারে এমন কথা শুনিনি শুধু শুনলাম দায়সারা কিছু শব্দ ইভটিজিং করা যাবে না এইটা খুব খারাপ হাবি জাবি সাত সতের মাঝখান থেকে ব্যবাসায়িক লাভ ছাড়া কিছু হলো বলে মনে হয় না ।

তাই এইটা আমাদের দেশ থেকে দূরীকরণে কিভাবে কি করা যায় সব কিছু নিয়েই আমাদের কাজ করার এখনি সময় । এই যে সবার একতা এইটা দুইদিন পর থাকবে না তাই এখনি শুরু করা দরকার ।

অনুরোধ করছি আসুন ইভটিজিং এর বিরুদ্ধে রুখে দাড়াই
এবং "সর্বনাশা " ভাই এর মত আমি আপনি অন্যরাও যেন প্রতিবাদ করতে পারি সেই পরিবেশ তৈরি করি । কারন অনেকেই সাহস করে প্রতিবাদ করতে পারে না । তাই যারা ইভটিজিং এর প্রতিবাদ করবে তাদের বিপদে আপদে যে কোন সময় যে কোন সহযোগীতায় আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তা আইনের প্রতি সম্মান রেখেই । আইন ভেঙ্গে নয় । আমি মনে করি যদি এমন টা করা হয় তা হলে ভাল কাজ এর প্রতি মানুষ এর ঝোঁকটা বাড়বে ।
আমি নিজেকে দিয়েই বলি আমি কিছু করতে চাই কিন্তু সুযোগটা তো পাই না ।তাই আমার মত হাজার হাজার ছেলে আছে যারা কিছু করতে চায় কিন্তু কিছু করতে পারে না ।
কারন প্রতিবাদ করা মানেই বিপদ কিন্তু আমরা যদি
এক একটা করে সব ক্ষেত্রে প্রতিবাদীদের পাশে দাড়াতে পারি তাহলে প্রতিবাদ করার জন্য মানুষের অভাব হবে না । একদিন প্রতিবাদ করার মত লোক খুঁজে পাওয়া যাবে না যেমন সর্বনাশা ভাই কাউকে পান নি । কিন্তু এমনটা আর হতে দেয়া যাবে না ।

৭৭৫| ১৩ ই মে, ২০১২ রাত ২:১২

গিটারম্যান বলেছেন: আমি সময় বের করে ফেলেছি তাই যথা সময়ে হাজির হবো

আর একটা কথা বলতে চাই
এমিনিতে আমরা কোন ব্যপারে একমত হতে পারি না খুব সহজেই
কিন্তু এইখানে আমরা যেহেতু একমত হতে পেরেছি তাই আমি সবার কাছে অনুরোধ করছি এই তিন কুলাঙ্গারকে খুঁজে বের করাই শুধু না , ইভটিজিং বন্ধের প্রতিবাদ টা এইখান থেকে শুরু হোক । অতীতে কত কনসার্ট হলো একের পর একশুধু ব্যান্ড স্টেজে আসলো কিন্তু মটিভেশন হতে পারে এমন কথা শুনিনি শুধু শুনলাম দায়সারা কিছু শব্দ ইভটিজিং করা যাবে না এইটা খুব খারাপ হাবি জাবি সাত সতের মাঝখান থেকে ব্যবাসায়িক লাভ ছাড়া কিছু হলো বলে মনে হয় না ।

তাই এইটা আমাদের দেশ থেকে দূরীকরণে কিভাবে কি করা যায় সব কিছু নিয়েই আমাদের কাজ করার এখনি সময় । এই যে সবার একতা এইটা দুইদিন পর থাকবে না তাই এখনি শুরু করা দরকার ।

অনুরোধ করছি আসুন ইভটিজিং এর বিরুদ্ধে রুখে দাড়াই
এবং "সর্বনাশা " ভাই এর মত আমি আপনি অন্যরাও যেন প্রতিবাদ করতে পারি সেই পরিবেশ তৈরি করি । কারন অনেকেই সাহস করে প্রতিবাদ করতে পারে না । তাই যারা ইভটিজিং এর প্রতিবাদ করবে তাদের বিপদে আপদে যে কোন সময় যে কোন সহযোগীতায় আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তা আইনের প্রতি সম্মান রেখেই । আইন ভেঙ্গে নয় । আমি মনে করি যদি এমন টা করা হয় তা হলে ভাল কাজ এর প্রতি মানুষ এর ঝোঁকটা বাড়বে ।
আমি নিজেকে দিয়েই বলি আমি কিছু করতে চাই কিন্তু সুযোগটা তো পাই না ।তাই আমার মত হাজার হাজার ছেলে আছে যারা কিছু করতে চায় কিন্তু কিছু করতে পারে না ।
কারন প্রতিবাদ করা মানেই বিপদ কিন্তু আমরা যদি
এক একটা করে সব ক্ষেত্রে প্রতিবাদীদের পাশে দাড়াতে পারি তাহলে প্রতিবাদ করার জন্য মানুষের অভাব হবে না । একদিন প্রতিবাদ করার মত লোক খুঁজে পাওয়া যাবে না যেমন সর্বনাশা ভাই কাউকে পান নি । কিন্তু এমনটা আর হতে দেয়া যাবে না ।

৭৭৬| ১৩ ই মে, ২০১২ রাত ২:১২

গিটারম্যান বলেছেন: আমি সময় বের করে ফেলেছি তাই যথা সময়ে হাজির হবো

আর একটা কথা বলতে চাই
এমিনিতে আমরা কোন ব্যপারে একমত হতে পারি না খুব সহজেই
কিন্তু এইখানে আমরা যেহেতু একমত হতে পেরেছি তাই আমি সবার কাছে অনুরোধ করছি এই তিন কুলাঙ্গারকে খুঁজে বের করাই শুধু না , ইভটিজিং বন্ধের প্রতিবাদ টা এইখান থেকে শুরু হোক । অতীতে কত কনসার্ট হলো একের পর একশুধু ব্যান্ড স্টেজে আসলো কিন্তু মটিভেশন হতে পারে এমন কথা শুনিনি শুধু শুনলাম দায়সারা কিছু শব্দ ইভটিজিং করা যাবে না এইটা খুব খারাপ হাবি জাবি সাত সতের মাঝখান থেকে ব্যবাসায়িক লাভ ছাড়া কিছু হলো বলে মনে হয় না ।

তাই এইটা আমাদের দেশ থেকে দূরীকরণে কিভাবে কি করা যায় সব কিছু নিয়েই আমাদের কাজ করার এখনি সময় । এই যে সবার একতা এইটা দুইদিন পর থাকবে না তাই এখনি শুরু করা দরকার ।

অনুরোধ করছি আসুন ইভটিজিং এর বিরুদ্ধে রুখে দাড়াই
এবং "সর্বনাশা " ভাই এর মত আমি আপনি অন্যরাও যেন প্রতিবাদ করতে পারি সেই পরিবেশ তৈরি করি । কারন অনেকেই সাহস করে প্রতিবাদ করতে পারে না । তাই যারা ইভটিজিং এর প্রতিবাদ করবে তাদের বিপদে আপদে যে কোন সময় যে কোন সহযোগীতায় আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তা আইনের প্রতি সম্মান রেখেই । আইন ভেঙ্গে নয় । আমি মনে করি যদি এমন টা করা হয় তা হলে ভাল কাজ এর প্রতি মানুষ এর ঝোঁকটা বাড়বে ।
আমি নিজেকে দিয়েই বলি আমি কিছু করতে চাই কিন্তু সুযোগটা তো পাই না ।তাই আমার মত হাজার হাজার ছেলে আছে যারা কিছু করতে চায় কিন্তু কিছু করতে পারে না ।
কারন প্রতিবাদ করা মানেই বিপদ কিন্তু আমরা যদি
এক একটা করে সব ক্ষেত্রে প্রতিবাদীদের পাশে দাড়াতে পারি তাহলে প্রতিবাদ করার জন্য মানুষের অভাব হবে না । একদিন প্রতিবাদ করার মত লোক খুঁজে পাওয়া যাবে না যেমন সর্বনাশা ভাই কাউকে পান নি । কিন্তু এমনটা আর হতে দেয়া যাবে না ।

৭৭৭| ১৩ ই মে, ২০১২ রাত ২:২২

গিটারম্যান বলেছেন: ভাই এত গুলা একি কমেন্ট করলাম ক্যম্নে ! ! মুছে দিয়েন প্লিজ

আর আমি আসবো মেইল আইডি [email protected]
ফোন নাম্বার আপনার মেইলে দিয়েছি

৭৭৮| ১৩ ই মে, ২০১২ রাত ২:২৩

গিটারম্যান বলেছেন: ভাই এত গুলা একি কমেন্ট করলাম ক্যম্নে ! ! মুছে দিয়েন প্লিজ

আর আমি আসবো মেইল আইডি [email protected]
ফোন নাম্বার আপনার মেইলে দিয়েছি

৭৭৯| ১৩ ই মে, ২০১২ রাত ২:৫৫

আশাবাদী ডলার বলেছেন: ভাই, আপনার যে কোন ১টা ফোন নাম্বার দেন। নাহলে আগামীকাল টিএসসি গিয়ে কার সাথে যোগাযোগ করে একত্রিত হব?

৭৮০| ১৩ ই মে, ২০১২ ভোর ৪:৫৭

অরন্য জীবন বলেছেন: আসব। ৭:৩০ এট টি এস সি।

০১৬৭৫৫৮৬৩৬২

৭৮১| ১৩ ই মে, ২০১২ ভোর ৫:০২

অরন্য জীবন বলেছেন: মেইল আই ডি

[email protected]

৭৮২| ১৩ ই মে, ২০১২ ভোর ৬:০৭

বাঁশ বাগান বলেছেন: ইভটিজিং একটি ঘৃনিত অপরাধ। আমার মেইল আইডি [email protected] । নৈতিক সমর্থন রইল। আসার চেষ্টা করবো।

৭৮৩| ১৩ ই মে, ২০১২ ভোর ৬:২৭

রাজর্ষী বলেছেন: ইভ টিজিং শব্দটা পরিবর্তন করা দরকার কারন এই শব্দটা আসলে এই সব কার্যকলাপের ভয়াবহতা আড়াল করে। টিজিং অনেক ক্ষেত্রে প্লেফুল আবার অনেক সময় খারাপ হিসাবে দেখা হয়। কিন্তু এধরনের ঘটনা আসলে আরো অনেক ভয়াবহ। একে সেক্সচুয়াল হ্যারসমেন্ট বা যৌন নির্যাতন বা নারীর বা দুর্বলের উপর সন্ত্রাস হিসাবে দেখা ও সংগায়িত করা দরকার। কারন, সত্যকার পরিবর্তন চাইলে আসলে এসব শব্দের রাজনীতিও গুরুত্বপুর্ন। বিষয়টা যেহেতু এখন অনেক আলোচিত হচ্ছে তাই ভাবলাম আমার ভাবনাটাও শেয়ার করি।

৭৮৪| ১৩ ই মে, ২০১২ সকাল ৭:১৮

বাচ্চা মহাপুরুষ বলেছেন:
এই না হইলে ইউল্যাব :)

৭৮৫| ১৩ ই মে, ২০১২ সকাল ৮:১৮

এ হেলাল খান বলেছেন: দেশের বাহিরে আছি তাই আসতে পারব না। তবে আপনাদের প্রতি পূর্ণ সমর্থন রইল।

৭৮৬| ১৩ ই মে, ২০১২ সকাল ৮:৩৭

মতিঝিল বলেছেন: ইউল্যাব (ULAB) কর্তৃপক্ষ ওই লম্পট, গুন্ডাদের ধরে কেন পুলিশে দিচ্ছে না? তদন্ত কমিটির নামে জনক্ষোভ চাপা দেওয়ার অপচেষ্টা কেন? আক্রান্ত তরুণীটি যদি তাদের মা-বোন হতো তবে কী তারা নিশ্চুপ থাকতে পারতো?

৭৮৭| ১৩ ই মে, ২০১২ সকাল ৮:৪২

মতিঝিল বলেছেন: এই লম্পট, পিশাচদের ধরে তাদের ছবি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা হোক। এদের কিছুতের রেহাই দেওয়া যায় না।
তাদের ছবি মিডিয়ায় প্রকাশিত হলে তাদের মা-বোনরা বুঝতে পারবে তারা এক-একটা নরকের কীট।

৭৮৮| ১৩ ই মে, ২০১২ সকাল ৮:৪৫

মতিঝিল বলেছেন: এসব লাম্পট্য, ধর্ষকামীতাকে 'ইভ টিজিং' বলা মানে এসব লাম্পট্যকে হালকা করে দেখা।

৭৮৯| ১৩ ই মে, ২০১২ সকাল ৯:৫২

বাজেকাম বলেছেন:
গত কয়েক দিন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার জন্য ব্লগে আসতে পারি নাই। মোবাইল থেকে পোস্টটা দেখার চেষ্টা করেছি। পোস্ট ও মন্তব্যের ভলিউম বড় হয়ে যাওয়ায় মোবাইলে পড়তে পারি নি।

আপনার সাহসী ভূমিকায় আপনাকে অভিনন্দন।
অপরাধীদের শনাক্তকরণে আপনাদের সকল উদ্যোগকে সমর্থন জানাই।
আশা করি তারা যেন তাদের ন্যায্য পাওনাটা পায়।

আমার একটা ব্যক্তিগত অভিমত: বিষয়টা আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে রাখা প্রয়োজন আছে বলে মনে করছি।

৭৯০| ১৩ ই মে, ২০১২ সকাল ১০:২৩

এস এম ফারুক হোসেন বলেছেন: ধিক, ঐ সকল জানোয়ারদের। আপনার সাহসীকতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭৯১| ১৩ ই মে, ২০১২ সকাল ১০:২৯

১১স্টার বলেছেন: ভাই আপনাকে স্যালুট। দেশের বাইরে থাকায় কোন স্ব-শরীরে উপস্থিত থাকতে পারলাম না। তবে ঐ নরপশুদের শাস্তি চাই। যেভাবে হোক যে মূল্যে হোক ওদের শাস্তি না হওয়া পর্যন্তু থামাথামি নাই।

৭৯২| ১৩ ই মে, ২০১২ সকাল ১০:৪১

সিলেটি জামান বলেছেন: জয়তু সর্বনাশা ভাই, জয়তু সামু। রেজাল্ট আসবেই।

৭৯৩| ১৩ ই মে, ২০১২ সকাল ১০:৪৪

ভাম_বেড়াল বলেছেন: আজকের মিটিং হয়ে যাওয়ার পর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব, পারলে আজকে রাতের মধ্যেই আপডেট দিয়ে দেওয়ার। বিভিন্ন জায়গার ব্লগাররা উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করবেন। আপনার ফোন নং টা দিলে ফোনে কথা বলতাম।

৭৯৪| ১৩ ই মে, ২০১২ সকাল ১০:৪৭

রাশেদ হাসান আকাশ বলেছেন: আমি আসছি। এই ধরণের আন্দোলনে সব সময় নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। কে জানে? আজকে প্রতিবাদ না জানালে হয়তো, কালকে আমার মা-বোন কিংবা স্ত্রীকেও এই রকম নির্যাতনের শিকার হতে হবে।! তাই, আমি আসছি।

৭৯৫| ১৩ ই মে, ২০১২ সকাল ১১:০৯

পারভেজ আলম বলেছেন: তদন্ত কমিটি হইলে সমস্যা নাই। কিন্তু তদন্ত কমিটিতে ব্লগারদের প্রতিনিধী থাকতে হবে। ইউল্যাবএর শিক্ষক এবং কয়েকজন ব্লগারকে নিয়া তদন্ত কমিটি হইতে পারে। কর্তৃপক্ষ যদি তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে পারে তাইলে আমরা পুলিশি ঝামেলায় যামুনা।

চেষ্টা করবো রাতের মিটিংএ উপস্থিত থাকতে। কোন কারনে মিস হইলেও সমস্যা নাই, আমার পরিচিত লোকজন থাকবে।

৭৯৬| ১৩ ই মে, ২০১২ সকাল ১১:১৩

পুরাতন বলেছেন: লম্পট গুলা ধরা পড়লে দৃষ্টান্ত মূলক শাস্তি চাই যেন আর কেউ এরকম করার সাহস না পায় ।

৭৯৭| ১৩ ই মে, ২০১২ সকাল ১১:১৪

কালো যাদুকর বলেছেন: Want to thank the SAMU for sticking this post. The Bloger "Sorbonasha" should continue lead on his part in this matter, we will back him however way we can. There will be some destruction throughout the process. But please do not stop.

@ভাম_বেড়াল , You need to understand that this is not against any Private University. It is against eve teasers. Since those suspected boys identify themselves as ULAB students, that's why things turns into so sensitive way. Ideally if we bite by the Bangladeshi Law, it should be applicable to all equally. Reality is different in Bangladesh, If you have more money, law wont touch you, you can do whatever you want. Like yourself, you are going to some private (according to your other write up) University, and you are thinking all the Government University is realy bad (according to your other write up), full of politics....etc etc... I dont want to get into that, as that is a different topic to discuss. BUT PLEASE DO NOT TRY TO DIVERT THE SITUATION BY DOING ANOTHER DEBAT HERE GVT vs PRIVATE University. Again we are trying to find a justice for a crime which is happend to be done by some bad student of ULAB. It does not means that all other students of hat University are bad, noboday is saying that.

৭৯৮| ১৩ ই মে, ২০১২ সকাল ১১:১৬

s r jony বলেছেন: রাট ৮ টাআআআআআআআআআআআ!!!
আমি অফিস থেকে বের হব ৬টার আগেই, এই ২,৩০ ঘন্টা আমি কি করুমমমমমমমমম???????


আপনাদের চিনুম কেমনে?????
পারলে একটা কল দিয়েন ০১৬৭৩২৫৮০৫৯


৭৯৯| ১৩ ই মে, ২০১২ সকাল ১১:১৯

মধুমিতা বলেছেন: যে ঘটনাটি ঘটেছে সত্যিই দুঃখজনক। অপরাধীদের খুঁজে বের করতেই হবে। আমি দেশের বাহিরে থাকি, ভাবছিলাম কি করা যায়। গতকাল ব্লগে ULAB এর বেশ কিছু ইমেইল পেলাম। আমি তাদেরকে এ ব্যাপারে লিখলাম ... উত্তরও পেলাম ...

Dear Sir/Madam,

Would you please check the following link regarding an event related to your university students? I do hope you will make a positive concern for that. I personally beleive you can't avoid the fact.

Click This Link


Thank You,
.....................
.....................


রিপ্লাই


If you know this person, please inform them:

It is unfortunate that this terrible situation happened near ULAB and that there is an allegation against our students. We sympathize with both victims. ULAB has a strong Code of Conduct and has zero tolerance for any sexual harassment or physical assault. The ULAB Authorities have reached out to the aggrieved party to investigate and resolve the issue, and we have already initiated a our own investigation. If any ULAB student is found to have been involved, they will be punished to the fullest extent.

Again, ULAB has zero tolerance for this behavior and will take any and all steps necessary to punish the culprits, if they are found to be involved with ULAB.


--
Dr. Sazzad Hossain
Professor and Head
Department of Computer Science and Engineering
University of Liberal Arts Bangladesh (ULAB)
House 56, Road 4A @ Satmasjid Road
Dhanmondi, Dhaka-1209, Bangladesh
http://www.ulab.edu.bd

৮০০| ১৩ ই মে, ২০১২ সকাল ১১:২২

নবরত্ন বলেছেন: ছি!!! লজ্জায় মরে যেতে ইচ্ছা হয়… কেউ কেউ বলেন ইসলামের দন্ড বিধি নাকি কঠোর… কিন্তু এইসব শয়তান এর জন্য একদম ঠিক…
আর না হলে কিছুতেই নিয়ন্ত্রন করা যাবেনা।।

৮০১| ১৩ ই মে, ২০১২ সকাল ১১:২৩

ভাম_বেড়াল বলেছেন: @কালো যাদুকর - আমি এখানে ঠিক কোন লাইনটায় কোনো প্রাইভেট ইউনির এগেইন্সটে কথা বললাম? অনুগ্রহ করে পয়েন্ট আউট করুন। নাহলে আপনার অবস্থান প্রশ্নের মুখে পড়তে পারে। আর (according to your other write up) সহকারে যে অংশটা বললেন সেটার রেফারেন্স দিলে ভালো হয়।

বরং আমি আপনাদের বারংবার বলতেছি PLEASE DO NOT TRY TO DIVERT THE SITUATION BY DOING ANOTHER DEBAT HERE, সে যারা ফেবুতে ইউল্যাবকে প্রাইভেট ইউনি বলে আক্রমণ চালিয়ে ব্যক্তিগত রাগ মেটাচ্ছে, আর আপনারা যারা রীতিমত সন্দেহজনক ভাবে নিরপেক্ষ মন্তব্যগুলির মধ্যেও কেন জানিনা ইউল্যাব বিদ্বেষ দেখতে পাচ্ছেন। আপনাদের এই আচরণের ব্যাখ্যা দিতে অনুরোধ করছি, অথবা এই কমেন্টে আমার অন্যত্র লেখার যে রেফারেন্স টেনেছেন সেসবের লিংক দিতে অনুরোধ করছি। এ দুটোর কোনটাই না করলে আমার ইন্সটিংকট বাধ্য হবে আপনার অবস্থানকে সন্দেহ করতে (মাইণ্ড ইট, ইউল্যাবের নয়, আপনার অবস্থান), তখন কি আমায় খুব দোষ দিতে পারবেন?

৮০২| ১৩ ই মে, ২০১২ সকাল ১১:৩২

কালো যাদুকর বলেছেন: My Apology....
My comment meant to direct to আমিই স্রোত. Misspell

৮০৩| ১৩ ই মে, ২০১২ সকাল ১১:৩৪

এসাসিন বলেছেন: আমি আসছি

৮০৪| ১৩ ই মে, ২০১২ সকাল ১১:৩৫

ভাম_বেড়াল বলেছেন: @কালো যাদুকর - ঠিকাছে বস। হ্যাণ্ডশেক।

@লেখক - আমার ৮১০ নং মন্তব্য মুছে দিন প্লিজ।

৮০৫| ১৩ ই মে, ২০১২ দুপুর ১২:০১

পানকৌড়ি বলেছেন: ইনশাল্লাহ আসব,কিন্তু টি,এস,সি ত অনেক বড় জায়গা । নির্দিষ্ট কোন জায়গায় থাকবে সবাই বলে দিলে ভাল হতো ।



আমার মেইল: [email protected]

৮০৬| ১৩ ই মে, ২০১২ দুপুর ১২:০২

নোমান মীর বলেছেন: আপনার মানবতা এবং সাহসিকতার জন্য স্যালিউট।
তবে থেমে না থেকে এগিয়ে যান, আমরা আছি।

৮০৭| ১৩ ই মে, ২০১২ দুপুর ১২:১০

মো: আবু তাহের বলেছেন: আপনার মতো আমারও একটা ঘটনা ঘটেছিল আমি যখন (সম্ভবত) নবম শ্রেণীতে পড়ি। আমি যখন তার প্রতিবাদ জানিয়েছিলাম তখন অবশ্য অনেক সাহায্যকারী পেয়েছিলাম। আর গ্রামের মেলায় এই ঘটনা হওয়ার কারনে হয়তো সবাই এর প্রতিবাদ করেছিল, তাছাড়া তখনকার সংস্কৃতি আর এখনকার সংস্কৃতির মধ্যে অনেক তফাত। তখন ইচ্ছা করলেও অনেক খারাপ কাজ করা যেত না আর এখন ইচ্ছা থাকলেও অনেক ভাল কাজ করা যায় না। সুস্থ সংস্কৃতি চর্চা ছাড়া এমন বাজে স্থান থেকে পরিত্রাণ পাওয়া প্রায় অসম্ভব। এরপরও আপনি যে উদ্যোগ নিয়েছেন তাকে অবশ্যই সাধুবাদ জানাতেই হয়।
আপনার আন্দোলনের সাথে আমিও আছি।

৮০৮| ১৩ ই মে, ২০১২ দুপুর ১২:২৭

কাঙ্গাল মুরশিদ বলেছেন: ভাই দুদিন বন্ধের পর অফিসে আসলাম
এর মধ্যে দেখি ঘটনা বহুদুর গড়িয়েছে

আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না - আপনি যা করছেন তার প্রতি অকুন্ঠ সমর্থন রইল। আমি থাকি চট্টগ্রমে, তাই ব্যাক্তিগত ভাবে অংশনিতে পারছি না।

আপনারা এগিয়ে যান - বিবেকবান মানুষেরা নিশ্চয়ই আপনাদের সাথে থাকবেন। শুধু একটাই অনুরোধ - বিষয়টি কিছুতেই যেন রাজনৈতিক ইস্যু হয়ে না ওঠে।

৮০৯| ১৩ ই মে, ২০১২ দুপুর ১২:৩২

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই আফসোস দেশ এ নাই :( :( :( :( :( :( । থাকলে অব্যশই জাইতাম। ভাই এই আন্দোলন এর একটা ফটো ব্লগ আর একটা মিডিয়া কাভারেজ দরকার তাহলে দেশ এর মানুষ জানবে ব্লগার নামে একটা সচেতন সমাজ এখন দেশ এ আছে।

৮১০| ১৩ ই মে, ২০১২ দুপুর ১:০৩

ইফতেখার শামস্‌ বলেছেন: শুধু মন্তব্য করার জন্য লগ ইন করলাম অনেক দিন পর। একটি জঘন্য অন্যায়ের প্রতিবাদ যেখানে অনেকেই করতে পারেনি, লেখক সেটি পেরেছেন।

লেখকের বর্ণিত ঘটনাটাই প্রমান করে এই পোস্ট সস্তা হিট কামানোর জন্য নয় বরং প্রকৃত অপরাধীদের ধরার একটি প্রয়াস. এই ঘৃণ্য অপরাধীদের শুধুই অপরাধী হিসেবে দেখা হোক, তারা যেই দল/ গোত্র/ বা প্রতিষ্ঠানেরই হোক না কেন।

যারা দলে ভারী হয়ে এ ধরনের কুরুচিপূর্ণ কাজ করে বেড়ায় তারা কারো সহমর্মিতা পাবার যোগ্য নয়। চাক্ষুষ প্রমান থাকার পর ছিনতাই এর জন্য গণপিটুনিতে হত্যা যদি জায়েজ হতে পারে তবে আমার বোনের শ্লীলতা হননকারীদের বা তাদের দোসর দের প্রকাশ্যে জুতাপেটা করতে কোন নরপশুর গায়ে বাঁধে?

৮১১| ১৩ ই মে, ২০১২ দুপুর ১:০৭

উদ্যমী বলেছেন: অবশ্যই আসব, আসতেই হবে, প্রিয় ব্লগার বৃন্দ , সব সহ্য করার মানসিকতা থেকে দয়া করে সরে আসুন । জেগে উঠার সময় এখনই ! আমার আপনার মা বোনের কথা একবার ভাবুন.. চলে আসুন, প্লিজ ! আপনার তাগিদে!

৮১২| ১৩ ই মে, ২০১২ দুপুর ১:০৮

মো: আবু জাফর বলেছেন: প্রিয় ব্লগার বৃন্দ , সব সহ্য করার মানসিকতা থেকে দয়া করে সরে আসুন । জেগে উঠার সময় এখনই ! আমার আপনার মা বোনের কথা একবার ভাবুন.. চলে আসুন, প্লিজ ! আপনার তাগিদে!

৮১৩| ১৩ ই মে, ২০১২ দুপুর ১:১৫

জিয়া চৌধুরী বলেছেন: মিটিং সমন্বয় করার জন্য একটি সমন্বয় টিম করা যেতে পারে। দুএকজন সিনিয়র ব্লগারকে দায়িত্ব দেয়া যায়। কারা কারা মিটিংয়ে আসছে তার একটা তালিকা ও মিটিং পরবর্তী কার কি ভূমিকা তা ঠিক হওয়া দরকার।

===================================

সময় এসেছে সামহোয়ারকে ব্লগের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে ছড়িয়ে দেয়ার। একটি বাস্তব প্লাটফর্ম হিসেবে তৈরী করার এবং একটি অরাজনৈতিক ক্ষেত্র হিসেবে দেশের কাজে লাগার মত সাহসী সৈনিক হিসেবে নিজেকে গড়ে তোলার। এটা নিয়ে একটা পোষ্ট দিবো পরবর্তীতে।

৮১৪| ১৩ ই মে, ২০১২ দুপুর ১:১৭

বোকা মানব বলেছেন: আমি থাকব। কিন্তু আপনাকে চিনব কিভাবে?
আমার মোবাইল নাম্বারঃ 01924795261
মেইলঃ [email protected]

আর পারলে সময়টা এগিয়ে আনার চেষ্টা করুন।

৮১৫| ১৩ ই মে, ২০১২ দুপুর ১:৪৮

একলা বগ বলেছেন: কালপ্রিট গুলারে আইডেন্টিফাই করা দরকার।

একটারে বাইর করতে পারলেই, কাজ অনেকদূর আগায় যাইব।

৮১৬| ১৩ ই মে, ২০১২ দুপুর ১:৫৪

রফিকুল ইসলাম তনি বলেছেন: সর্বহারা, আপনার যেকোনো একটি মোবাইল নাম্বার দিন তাহলে আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে।

৮১৭| ১৩ ই মে, ২০১২ দুপুর ২:১৮

মাইন রানা বলেছেন: ওই অপরাধীদের সনাক্ত করে এদের দরিয়ে দেওয়া হোক। অন্তত ব্লগাররা এই একটা মহৎ কাজ করা হোক। মেয়েটির নিরাপত্তাটাও দেখা দরকার।

এই কাজটি করতে পারলে জাতি হিসেবা আমরা অনেক দূর চলে যাব আশা করি। একটা অন্যায়ের প্রতিবাদ অন্তত হবে।

৮১৮| ১৩ ই মে, ২০১২ দুপুর ২:২০

রক্ত নজরুল বলেছেন: আমাকে সবসময় আপনার পাশে পাবেন, আপনাদের মত লোক এখনো এই পৃথিবীতে আছে বলেই উৎসাহ পাই। যে কোন প্রয়োজনেঃ ০১৭১৭১৭৩৯৯২

৮১৯| ১৩ ই মে, ২০১২ দুপুর ২:২৭

মাইন রানা বলেছেন: আজ এই অপরাধ যদি কোন মাদ্রাসা বা টুপি ওয়লা করত এতক্ষনে সারা বাংলাদেশের সব মিডিয়া সব জায়গায় ব্যাপক প্রচার হত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি আজ বেহায়াপনা, আশ্লীল কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছে। প্রাইভেটের চেলে মেয়েরা প্রকাশ্যে যেসব কাপর চোপর পরে বের হয়, যে ধরনের রঙ ডং, ডলা ডলি করে এসব থেকেই তাদের নৈতিকতার এই অবস্থা।

এদের এমন সাজা হওয়া উচিত যাতে আর কারো এটা করার সাহস না হয়।

৮২০| ১৩ ই মে, ২০১২ দুপুর ২:৪৭

আবু সালেহ বলেছেন: সময়টা আরো ঘন্টা খানেক এগিয়ে আনুন....৬.৩০-৭.৩০ টার মধ্যে....হলে অনেক ভালো হয়....তাহলে আসতে পারবো............ফোন দিন.............০১৯১২৯৪৫০৭৭.....

৮২১| ১৩ ই মে, ২০১২ বিকাল ৩:০৫

মরুভূমি থেকে বলছি বলেছেন: ভাই প্রবাসে আছি তাই উপস্তিত হতে পারতেছিনা কিন্তু আমার মনটা আপনাদের সাথেই থাকবে আর অপেক্ষাই আছি কখন শুনব ঐ পাপিগুলোর শাস্তির সুসংবাদ।

ভাই সর্বনাশা শুধু এটুকু বলতে চাই আপনাদের মত ভাল মানুস সমাযে খুবই দরকার।

যে সকল ব্লগারগন আজকে উপস্তিত থাকবে এবং যাদের সমর্থন আছে তাদের কে অগ্রিম সালাম।

সামু কে অনেক অনেক ধন্যবাদ বিপদে আপদে সব সময় কাছে পাই

৮২২| ১৩ ই মে, ২০১২ বিকাল ৩:১৩

সুমন অহেমদ বলেছেন: আসব, কিন্তু যোগাযোগ করবো কার সাথে? আমি মেইল করছি, মেইলে যদি সম্ভব হয় তবে মোবাইল নম্বরটি দিতে পারেন... টিএসসির স্পেসেফিক যায়গাটা বললে ভালো হতো, অথবা কোনো ব্যানারের ব্যবস্থা করলে ভালো হতো.....

অব্যবস্থাপনার জন্য যেনো মিটিং ভেস্তে না যায়! অনেকেরই হয়তো আসার আগ্রহ আছে, কিন্তু যথাযথ তথ্যের অভাবে হয়তো তারা আসবে না... যাই হোক, ভালো কিছুর অপেক্ষায় রইলাম

৮২৩| ১৩ ই মে, ২০১২ বিকাল ৩:৩৪

গিটারম্যান বলেছেন: লেখকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না দেখে

"আবু সালেহ বলেছেন: সময়টা আরো ঘন্টা খানেক এগিয়ে আনুন....৬.৩০-৭.৩০ টার মধ্যে....হলে অনেক ভালো হয়....তাহলে আসতে পারবো............ফোন দিন.............০১৯১২৯৪৫০৭৭....."


ভাব্লাম উনার নাম্বার এ ফোন দেই কারন অইখানে গিয়ে কারে খুজবো
কিন্তু অবাক হলাম উনি যে নাম্বার টা দিয়েছেন তা একজন মহিলার

৮২৪| ১৩ ই মে, ২০১২ বিকাল ৩:৩৭

জানা বলেছেন:


প্রিয় ব্লগার বন্ধুরা,

সুখের কথা, পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সম্মিলিতভাবে (ব্লগার, সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ এবং ULAB কর্তৃপক্ষ) একটি জোরালো, সুস্থ ও সুষ্ঠু তদন্তের উদ্যোগেই রয়েছে। ULAB কর্তৃপক্ষ আন্তরিকভাবেই সংশ্লিষ্ঠ কার্যক্রমে সাথে তাঁদের দায়িত্বশীল উপস্থিতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে প্রস্তুত রয়েছেন বলে একইসাথে আমাদেরকে এবং ব্লগার 'সর্বনাশা'কে মেইলে জানিয়েছেন।

অতীতে ঘটে যাওয়া যে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সম্মিলিত বা বিচ্ছিন্নভাবে বাংলা ব্লগারদের এবং সোশ্যাল এক্শটিভিস্টদের শক্তশালী পদক্ষেপ, দায়িত্বশীলতা এবং দৃঢ়তার যে উদাহরণ প্রতিষ্ঠিত হয়েছে তা অব্যহত রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মঙ্গলজনক ফলাফল পাবো বলেই বিশ্বাস করি।

যে কোন মিথ্যে, আক্রমণাত্বক এবং ধ্বংসাত্নক কার্যক্রম যেন আমাদের কাউকেই কোনভাবে প্রভাবিত না করে। সকল মঙ্গলের জন্যে গত অনেকগুলো বছর আমরা যেমন একত্রিত ছিলাম, আছি, তেমনি একত্রিত থাকবো, সংগঠিত থাকবো সবসময়।

ভাল থাকবেন সবাই।

৮২৫| ১৩ ই মে, ২০১২ বিকাল ৩:৩৮

আবু সালেহ বলেছেন: গিটারম্যান ভাই...আমি তো আমার নাম্বারই দিলাম.......কোন মহিলা আবার ফোন ধরে :-* :-* :-* :-* :-* :-* :-*

আবার চেষ্টা করেন তো...

৮২৬| ১৩ ই মে, ২০১২ বিকাল ৩:৪৮

s r jony বলেছেন: @জানা আপু এন্ড @লেখক

আমি ৪-৫ জনের ফোন কল পেয়েছি এবং আমি নিজেও ৪-৫ জন কে কল করেছি। সবার একই প্রশ্ন, একই প্রবলেম, আমরা সবাই কেই কাউকে চিনব কিভাবে ??
আমার মনে হয়, আমাদের মধ্যে একমাত্র জানা আপুকেই সবাই চিনে, সুতরাং উনি যদি কস্ট করে আসেন তো ভাল হয়।



জানা আপুর কাছে আমার বিশেষ অনুরোধ, ফেব্রুয়ারির অনুষ্ঠানে ভাল ভাবে "চা" খেতে পারি নাই, আজ যদি আর একবার "চা" খাওয়ান তো খুবই খুশি হব :P :P

৮২৭| ১৩ ই মে, ২০১২ বিকাল ৩:৫৭

আশীফ এন্তাজ রবি বলেছেন: আমি মনে করি না, ভিকটিম কিংবা ব্লগার, এই দুইজনের কারও আজকের মিটিং-এ আসা উচিত হবে। নিরাপত্তাসহ আরও কৌশলগত অনেক কারণ এর সঙ্গে জড়িত।

৮২৮| ১৩ ই মে, ২০১২ বিকাল ৪:০২

আবু সালেহ বলেছেন: srjony ভাই আপনার সাথে যে কয়েকজনের কথা হয়েছে সবাইকে একটা জায়গার কথাই বলুন...সেটা হলো টিএসসির গেইটে...
কারাবন্ধী ভাই ফোন দিয়েছিলেন.....উনাকেও ওখানেই থাকতে বলেছি...

আপনার নাম্বারটা সেইভ করে রাখলাম....কল করবো...

সবচেয়ে ভালো হতো যদি লেখক এবং জানা আপু সবার সাথে যোগাযোগ করার কোন অপশন রাখতেন....

৮২৯| ১৩ ই মে, ২০১২ বিকাল ৪:১৮

মহা ব্লগার বলেছেন: প্রিয় ব্লগার বৃন্দ ,


সব সহ্য করার মানসিকতা থেকে দয়া করে সরে আসুন । জেগে উঠার সময় এখনই !

সব সহ্য করার মানসিকতা থেকে দয়া করে সরে আসুন । জেগে উঠার সময় এখনই !

সব সহ্য করার মানসিকতা থেকে দয়া করে সরে আসুন । জেগে উঠার সময় এখনই !

সব সহ্য করার মানসিকতা থেকে দয়া করে সরে আসুন । জেগে উঠার সময় এখনই !

সব সহ্য করার মানসিকতা থেকে দয়া করে সরে আসুন । জেগে উঠার সময় এখনই !

সব সহ্য করার মানসিকতা থেকে দয়া করে সরে আসুন । জেগে উঠার সময় এখনই !

সব সহ্য করার মানসিকতা থেকে দয়া করে সরে আসুন । জেগে উঠার সময় এখনই !

৮৩০| ১৩ ই মে, ২০১২ বিকাল ৪:২২

বাজেকাম বলেছেন: আমার একটা ব্যক্তিগত অভিমত: বিষয়টা আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে রাখা প্রয়োজন আছে বলে মনে করছি।

৮৩১| ১৩ ই মে, ২০১২ বিকাল ৪:২৫

শাহ আলম বাদশাহ বলেছেন: আমিও ওফিস থেকে ফেরার পথে আপনার মতো একটি মেয়েকে কয়েকজন বখাটে কর্তৃক প্রকাশ্যে টানাহেঁচড়া করতে দেখে একদিন তাদের সামনেই দাড়িয়ে প্রথমে দেখছিলাম--আসলে মেয়েটি কি ওদেরই কেউ? যখন মেয়েটি প্রতিবাদ করে বলতে লাগলো যে, আপনাদের তো আমি চিনিনা, তবে কেন আমাকে জোর করছেন? কেন আমি যাব আপনাদের সাথে---

জানি প্রতিবাদ করলেই আমারও বিপদ হবে--কেউ যখন কিছুই বলছেনা--তখন আমি আল্লাহর ওপর ভরসা করে ওদের সামনে গিয়ে দাড়াই। তারপর মেয়েটি আমাকে পেয়ে যখন আমার দিকে অসহায়ভাবে সাহায্য চাইতে লাগলো, তখন--ওরা কেন জানিনা দ্রুত সরে গেলো--আমি আক্রমনের শিকার হয়নি।

মেয়েটাকে বললাম, তুমি কেন চিৎকার করছিলে না? সে বল্ল--আমিত বুঝেই উথতে পারছিলাম আর অরা আমাকে টেনে নিচ্ছিলো কথায়---ইত্যাদি!!

আমি আছি আপনার পাশে!!

৮৩২| ১৩ ই মে, ২০১২ বিকাল ৫:৩৩

প্্রাভাত006 বলেছেন: আমি আছি আপনার সাথে । চালিয়ে যান......

৮৩৩| ১৩ ই মে, ২০১২ বিকাল ৫:৫৮

মো কবির বলেছেন: এই দেশে শিক্ষার আসল উদেশ্য ব্যহত হছে,তা আমদের ফিরিয়ে আনতে হবে।

পাবনায় আছি তাই আপনাদের সাথে যোগ দিতে পারলাম না,তয় সর্বদা আপনাদের সাথেই আছি।

৮৩৪| ১৩ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০২

আশাবাদী ডলার বলেছেন: সন্ধ্যা হয়ে আসছে, অথচ সবাই কীভাবে একসাথে একত্রে মিলিত হবে-এই ব্যাবস্থাই ঠিক মত হল না! লেখককে তো ব্যাবস্থাপনার দায়িত্ব একটু হলেও তো নিতে হবে। ওখানে গিয়ে সবাই চিনবে কীভাবে অন্যদের? লেখক ভাই এ দায়িত্ব না নিলে অন্তত সিনিয়র কোন ব্লগারকে কিছুটা দায়িত্ব নিতে হবে। যে দায়িত্ব নিবে তার ফোন নাম্বার যেন দেয়া হয় পোস্টে আপডেট করে যাতে সবাই টিএসসি গিয়ে ঐ নাম্বারে যোগাযোগ করে সবার সাথে একত্রিত হতে পারে। বিক্ষিপ্ত ভাবে কমেন্টে কয়েকটি নাম্বার দেখছি। কিন্তু, মনে হচ্ছে তারাও কিছুটা কনফিউসড। এভাবে হলে তো অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও আসবে না। তাই, লেখক ভাই প্লিজ এগিয়ে আসুন। সময়/যোগাযোগের মাধ্যম চূড়ান্তভাবে ফিক্সড করে পোস্ট আপডেট করুন দ্রুত

৮৩৫| ১৩ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৬

আবু সালেহ বলেছেন: আশাবাদী ভাই....আমরা কয়েকজন টিএসসির গেইটে থাকবো...........চলে আসুন...

তবে লেখক এবং জানা আপুকে এ জন্য যত দ্রুত সম্ভব যোগাযোগ করার জন্য অনুরোধ করছি....

৮৩৬| ১৩ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সংক্ষিপ্ত টেক্সট পড়ে যা বুঝলাম তাতে মনে হলো 'পাশের সিগারেট দোকানদার' ছাড়া বাকি কারোরই কোনো ঠিকানা জানা নেই। আমার মনে হয়, ব্যাপারটা র‌্যাবকে জানানো যেতে পারে। ঐ সিগারেট দোকানদারকে প্রথমে এ্যারেস্ট করা দরকার। ওর কাছ থেকে কিছু তথ্য বেরিয়ে আসতে পারে, যেমন, ছেলেগুলো ঠিক কী ধরনের, আশেপাশের আর কাউকে সে চেনে কিনা।

ছেলেগুলো যে ঘটনা ঘটালো, তা অতি নিন্দনীয়। আপনার সাহসের তারিফ না করে পারা যায় না। এই সাহসের একমাত্র পুরস্কার হয়, যদি দোষীগুলোকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেয়া সম্ভব হয়।

৮৩৭| ১৩ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

শরীফ জাকের বলেছেন: প্রবাসে থাকায় আপনাদের সাথে থাকতে পারছিনা । বদমাশ গুলোর দৃষ্টান্ত মূলক শাস্তি আশা করছি ।

৮৩৮| ১৩ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

বালক বন্ধু বলেছেন: আশা করি আপনারা সফল হবেন।

৮৩৯| ১৩ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩০

ভাম্পায়ার বলেছেন: শরীফ জাকের বলেছেন: প্রবাসে থাকায় আপনাদের সাথে থাকতে পারছিনা । বদমাশ গুলোর দৃষ্টান্ত মূলক শাস্তি আশা করছি । X( X( X(

সহমত!

৮৪০| ১৩ ই মে, ২০১২ রাত ৮:১৪

যুবাইরআজাদ বলেছেন: মুন্সীগঞ্জে থাকায় আর কোমরে ব্যাথার কারণে আসা সম্ভব হচ্ছেনা। মিটিং শেষে আপডেট দিয়েন, ততক্ষণ অপেক্ষায় রইলাম।

৮৪১| ১৩ ই মে, ২০১২ রাত ৮:৫৯

শেরজা তপন বলেছেন: গত তিনদিন ধরে অন্য সব ব্লগীয় কর্মকান্ড বাদ দিয়ে শুধু এই পোষ্টটা অবজারভ করছি- মিটং এর আপডেট জানার অপেক্ষায় আছি...

৮৪২| ১৩ ই মে, ২০১২ রাত ৯:০৮

একজন ঘূণপোকা বলেছেন: সাথে আছি আর মিটিং এ আসব মাস্ট

৮৪৩| ১৩ ই মে, ২০১২ রাত ৯:৩৫

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: মিটিং এর খবর কি? কোন আপডেট?

৮৪৪| ১৩ ই মে, ২০১২ রাত ১০:১৮

শাবা বলেছেন: ভীষণ জ্যাম থাকায় বনানী থেকে আমি যথাসময়ে পৌঁছতে পারে নি। পৌঁছি ৯.০৫ কি ৯.১০-এ। কিন্তু কাউকে পাই নি। তবে ৮/১০ জন ছেলেকে আড্ডা দিতে দেখেছি, যাদেরকে শুধু স্টুডেন্ট মনে হয়েছে। আসলে মিটিং-এর খবর কি?

৮৪৫| ১৩ ই মে, ২০১২ রাত ১০:২৫

কয়েস সামী বলেছেন: অনেক দূরে থাকায় মিটিং এ থাকতে ারছি না, তাই আফসোস হচ্ছে। কোনভাবে কি আমি থাকতে পারি আপনাদের সাথে? মিটিংএর আপডেট জানান তাড়াতাড়ি। কি পরিক্ল্পনা হল? আমাদের এন্টি কেউ কি আপডেট জেনে গিয়ে সতর্ক হবে না, এ আশংকাও হচ্ছে!

৮৪৬| ১৩ ই মে, ২০১২ রাত ১১:৩১

গুপ্তঘাতক007 বলেছেন: এই পোস্টেও যারা আউল-ফাউল কমেন্টস করসে সব কয়টারে ধইরা খাম্বার মাথায় বাইন্ধা ঝুলানো হোক! লেখকরে ধন্যবাদ দিয়া ছোট করতে চাই না। কালপ্রিটগুলার দৃষ্টান্তমূলক শাস্তি হোক!

৮৪৭| ১৪ ই মে, ২০১২ রাত ১২:২২

আশাবাদী ডলার বলেছেন: শাবা আপু, মিটিং তো অনেক রাত পর্যন্ত হয়েছে। আমি ১১টার দিকে চলে আসি। তখনও মিটিং চলছিল। আর যারা আপডেট জানতে চাচ্ছেন তাদেরকে বলছি মিটিং অনেক ফলপ্রসূ হয়েছে। তবে যেহেতু আমি শেষ পর্যন্ত ছিলাম না, তাই আমি আর আপডেট দিচ্ছি না। আশা করি খুব শীঘ্রই সম্পূর্ণ আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি কেউ হাজির হবেন।

৮৪৮| ১৪ ই মে, ২০১২ রাত ১২:২৩

সুখী পাগলা বলেছেন: শাবা । আমরা ১১ তা পর্যন্ত ছিলাম তো , টিএসচি এর ভিতরের গেট এর সামনে ছিলাম। কারো নাম্বার এ কল দিলেই হত । আমাদের আশে পাশে আর কেউ ছিল না। মনে হয় আপনি আমাদেরকেই দেখেছিলেন :P :P :P

সমস্যা নাই , নেক্সট মীটিং এ আপনাকে জানানো হবে :#) :#) :#) :#)

৮৪৯| ১৪ ই মে, ২০১২ রাত ১২:২৭

সুখী পাগলা বলেছেন: আমি শেষ পর্যন্ত ছিলাম , আপডেট এর জন্য অপেক্ষা করেন , তবে মানব বন্ধন এ সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরুধ জানাচ্ছি , শুক্রবার বিকাল ৪ টায় ঘটনা যে জায়গায় হয়েছিল সে জায়গায় মানববন্ধন হবে ।। ফেবু তে সবাই এই কথা তা শেয়ার করে দিবেন করে প্লিজ :#) :#) :#) :#) :#) :#)

৮৫০| ১৪ ই মে, ২০১২ রাত ১২:৩৭

আশাবাদী ডলার বলেছেন: ফেসবুক ইভেন্টের লিংকটা দেন তো সুখী পাগলা ভাই

৮৫১| ১৪ ই মে, ২০১২ রাত ১২:৫১

ভালো পোলা বলেছেন: প্রস্তাবিত সময়তা কি আরেকটু এগিয়ে নিয়ে আসা যায় না ?

৮৫২| ১৪ ই মে, ২০১২ রাত ১:০৭

s r jony বলেছেন: @শাবা
ভাই আপনি কি মস্কোরা করলেন? নাকি জোক্স করলেন???
মস্কোরা করলে ক্ষতি নাই তবে জোক্স করলে রাগ করুম। আমি সন্ধ্যা ৭ থেকে ওখানে জনি লিভারের মত দারিয়ে ছিলাম, আর যেই আমার পাশদিয়া গেছে তারেই জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি সামু???? কেউ না বলছে, কেউ ঝারি মারছে। কিন্তু কেউই কয় নাই সে শাবা!!!!! আপনি ছিলেই কই????






এত কস্টের মাঝেও একটু ফান করলাম,

৮৫৩| ১৪ ই মে, ২০১২ রাত ১:০৯

রিক্তের বেদন২০১০ বলেছেন: @ আশাবাদী ডলার : এ সংক্রান্ত ফেসবুক ইভেন্ট লিঙ্ক

৮৫৪| ১৪ ই মে, ২০১২ রাত ১:১০

এসাসিন বলেছেন: ফেবু তে তো প্রেস ক্লাব এর সামনে মানববন্ধন এর কথা লেখা। শুক্রবার হলেই ভালো হয়।

প্রেস ক্লাব এর সামনে গিয়ে লাভ নাই।

৮৫৫| ১৪ ই মে, ২০১২ রাত ১:১১

এসাসিন বলেছেন: ইভ টিজিং বন্ধের দাবীতে মানব-বন্ধন

৮৫৬| ১৪ ই মে, ২০১২ রাত ১:১২

এসাসিন বলেছেন: Click This Link

৮৫৭| ১৪ ই মে, ২০১২ রাত ১:৩১

সুখী পাগলা বলেছেন: ইভেন্ট এর আপডেট দাতার ল্যাপটপ এর হার্ড ডিস্ক মনে হয় নষ্ট :P :P :P এর জন্য পরিবর্তন করতে পারে নাই

৮৫৮| ১৪ ই মে, ২০১২ রাত ১:৩৯

সহ্চর বলেছেন:


ধানমণ্ডির ওই ঘটনা নিয়ে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের ফলপ্রসূ মিটিং থেকে বাসায় ফিরলাম। মিটিং-এ উপস্থিত কেউই নোংরা মানসিকতার ওই শিক্ষার্থীদের কারণে ইউল্যাবকে দোষ দিতে রাজি নন। বরং তারা ইউল্যাবকে আর দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই শ্রদ্ধার চোখে দেখেন। তবে একই সাথে তারা মনে করেন, বিকৃত মানসিকতার ওই ছেলেরা ইউল্যাবের শিক্ষার্থী হলে তাদের শাস্তির ব্যবস্থা ইউল্যাব কর্তৃপক্ষকেই করতে হবে। এবং তারা ইউল্যাবের শিক্ষার্থী না হলেও তদন্তের ভার ইউল্যাবকেই নিতে হবে। কারণ কে বা কারা ইউল্যাবের স্টুডেন্ট পরিচয়ে ওই রাস্তায় নিয়মিত ছিনতাই ও ইভ টিজিং-এর ঘটনা ঘটিয়ে যাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব ইউল্যাবেরই।

মিটিং-এ সেদিন রাতের ভিকটিমদের একজন, আলোচিত সেই ব্লগটির লেখক ব্লগার 'সর্বনাশা'ও উপস্থিত ছিলেন। উপস্থিত হওয়ার আগে তিনি ইউল্যাব কর্তৃপক্ষের সঙ্গেও একটি মিটিং-এ অংশ নেন। সেই মিটিং-এ ব্লগার সর্বনাশা চারটি প্রস্তাব পেশ করেন। সংক্ষেপে প্রস্তাবনাগুলো হলো--
১. ইউল্যাব কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি করেছে বা করবে, তাতে অনলাইন অ্যাকটিভিস্টদের মধ্য থেকেও কয়েকজনকে রাখতে হবে।
২. অনলাইন অ্যাকটিভিস্টরা নিজেদের উদ্যোগে কোনো তদন্ত করতে চাইলে ইউল্যাব কর্তৃপক্ষ, তাদের শিক্ষার্থী কিংবা তাদের শুভাকাঙ্ক্ষী বা মনোনীত ব্যক্তিবর্গ তাতে কোনো প্রকার অসহযোগিতা বা ভয়ভীতি প্রদর্শন করতে পারবে না।
৩. ইউল্যাব কর্তৃপক্ষ কোনো প্রকার প্রভাবশালী মহল বা প্রশাসন কিংবা অন্য যেকোনো তৃতীয় শক্তি দ্বারা এই আন্দোলন প্রভাবিত ও ব্যাহত করতে পারবে না।
৪. প্রাইভেসি লঙ্ঘন করে ভিকটিমস থেকে শুরু করে অ্যাকটিভিস্টদের কারো পরিচয় কিংবা ন্যূনতম তথ্যও ইউল্যাব কর্তৃপক্ষ মূলধারার মিডিয়া বা অন্য কোথাও প্রকাশ করতে পারবে না।

অত্যন্ত আনন্দজনক ব্যাপার হচ্ছে, অনলাইন অ্যাকটিভিস্টদের মিটিং-এর শেষভাগে ইউল্যাব কর্তৃপক্ষ একটি এসএমএসের মাধ্যমে জানায়, তারা ব্লগার 'সর্বনাশা'র এই চার প্রস্তাবে সম্পূর্ণ রাজি আছেন।

অনলাইন অ্যাকটিভিস্টরা ইউল্যাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তারা ইউল্যাবের শিক্ষার্থীদেরও এই আন্দোলনে পাশে দাঁড়াবার জন্য অনুরোধ করেছেন। কারণ এই আন্দোলন ইউল্যাবের বিরুদ্ধে নয়, ছাত্র নামধারী কিছু বিকৃত মানসিকতার কুলাঙ্গারের বিরুদ্ধে, ইভ টিজিং, নারী নির্যাতন ও সর্বোপরি মানুষকে অসম্মান করার বিরুদ্ধে।



----- পাভেল মহিতুল আলম ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস।





৮৫৯| ১৪ ই মে, ২০১২ রাত ২:২৩

অরন্য জীবন বলেছেন: আমিও উপস্থিত ছিলাম মিটিং এ এবং সমর্থন জানিয়েছি। এখন অপেখ্খা করছি তদন্ত কমিটি তৈরি হওয়া পর্যন্ত।

৮৬০| ১৪ ই মে, ২০১২ রাত ৩:৩০

রফিকুল ইসলাম তনি বলেছেন: মহা ব্লগার, সম্ভব হলে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস দিন।


৮৬১| ১৪ ই মে, ২০১২ রাত ৩:৫৯

আকাশদেখি বলেছেন: কি বলবো?

৮৬২| ১৪ ই মে, ২০১২ ভোর ৫:০৬

রাফা বলেছেন: আমেরিকায় এভাবে নিজের জিবনের ঝুকি নিলে তাকে অবলিলায় সবাই হিরো বলে সন্মান জানাতো।এবং মিডিয়া নিজে থেকেই এগিয়ে আসতো এর সমাধানে এবং আপডেট চলতে থাকতো।আমাদের দেশে এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার প্রবনতাই প্রবল।আশা করবো ব্লগার-বৃন্দ হাল ছেড়ে দিবেননা ,সবাই সন্মিলিত ভাবে প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।দোষীদের বের করে সাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলতে থাকুক।

দেশে থাকাকালিন সময়ে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ করতে যেয়ে দেখেছি শুরুতে অনেকেই পাশে দাড়ালেও আসল বিপদে সবাই বিভিন্ন অজুহাতে সরে দাড়ায়।এবং তখনই নিজেকে খুব অসহায়য় মনে হোত।আশা করবো এখানে তেমন কিছু ঘটবেনা।স্বশরিরে থাকতে না পারলেও শতভাগ সমর্থন থকলো।

ব্লগার সর্বনাশার জন্য রইল শ্রদ্ধান্জলি।কাপুরুষের মত শত বর্ষ বেচে থাকার চাইতে বীরের মত দশ দিন বেচে থাকাই উত্তম।

ধন্যবাদ

৮৬৩| ১৪ ই মে, ২০১২ সকাল ১০:০১

অগা বলেছেন: মাইন রানা বলেছেন: আজ এই অপরাধ যদি কোন মাদ্রাসা বা টুপি ওয়লা করত এতক্ষনে সারা বাংলাদেশের সব মিডিয়া সব জায়গায় ব্যাপক প্রচার হত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি আজ বেহায়াপনা, আশ্লীল কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছে। প্রাইভেটের চেলে মেয়েরা প্রকাশ্যে যেসব কাপর চোপর পরে বের হয়, যে ধরনের রঙ ডং, ডলা ডলি করে এসব থেকেই তাদের নৈতিকতার এই অবস্থা।

এদের এমন সাজা হওয়া উচিত যাতে আর কারো এটা করার সাহস না হয়।


সহমত

৮৬৪| ১৪ ই মে, ২০১২ দুপুর ১:০২

আবিরে রাঙ্গানো বলেছেন: (খ) ঐ ইউনিভার্সিটির সামনে আমাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করে।

এখান থেকেই প্রমানিত হয় যে ওরা ইউল্যাবের স্টুডেন্ট। তাছাড়া ঐ ডাইলখোরের মত দেখতে দোকানদার গা ঢাকা দিতে পারে বলে মনে হচ্ছে। ঐ উত্যক্তকারী বখাটেরা বড়লোকের পোলাপাইন ওরা টাকা দিয়ে ঐ মাঝখানে সিতি করা লোকটিকে লুকিয়ে রাখবে। ২/১ মাস লুকিয়ে রাখলে ওদের খুজে বের করা কঠিন হবে। সুতরাং ব্লগে প্রকাশ্যে পদক্ষেপ না নিয়ে অন্যকোনভাবে পরবর্তী পদক্ষেপগুলি গ্রহন করা যেতে পারে।

সুবিচার আমরা দেখতে ভুলে গেছি। এই বিচারটি আমরা দেখতে চাই, এতোটা এগোনোর পরেও যদি বিচার না হয় তবে এরকম বখাটেরা এসব সুযোগ নিতে থাকবে। ওরা ফ্যামিলি থেকে কোন সুশিক্ষা পায় নি, ওরা কোন দিন চিন্তা করতে শিখেনি নিজের মা বোন স্ত্রীর সাথে কেউ এমন করলে কেমন লাগতো। ওরা এক কথায় অমানুষ, এই অমানুষদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই পোস্ট ব্লগে স্টিকি দেখতে চাই।

মডারেটরদের অনেক ধন্যবাদ ব্যাপারটিকে প্রাধান্য দেয়ায়।

৮৬৫| ১৪ ই মে, ২০১২ দুপুর ১:০৫

ইসমাইল হোসাইন বলেছেন: ভাই আমি একজন নতুন ব্লগার আমি ও আপনাদের পাশে আছি এই অশ্লিল কাজের জন্য গাধা গুলোকে শাস্তি দেওয়া দরকার ।আজ আমাদের মা বোনদের নিরাপত্তা নাই।আললাহ যেন আমাদের কে তৌপিক দান করে ।

৮৬৬| ১৪ ই মে, ২০১২ দুপুর ১:৫৯

েপচাইললা বলেছেন: আমি মিডিয়ায় কাজ করি। ব্যাথিত হলাম অনেক পরে এই পোস্টটা দেখে, আসলে কাজের চাপে অনেক দিন ব্লগে আসা হয় না।


আমি পারসনালি তো আছিই সঙ্গে, তারপরও চাই যে, শুযোরের বাচ্চাদের সামাজিকভাবে হেয় করতে হলে অবশ্যই মিডিয়া দরকার হবে। ওদের বিচারকে যদি তরুণদের জন্য একটা উদাহরণ হিসেবে সেট করা না যায় তবে বিচারটা যৌক্তিক না হয়ে ব্যক্তিগত হয়ে যাবে, এটা উপযুক্ততা হারাবে। তবে আগেভাগে এই ঘটনার মিডিয়ার আলোতে আনা যাবে না, আগে ওই কুত্তার বাচ্চাদের খোঁজ বের করে তারপর ভিকটিম এবং আপনাদের সঙ্গে কথা।


আশা করি, আপডেট পাব। আগেই বলেছি, কাজের প্রয়োজনে সময় বের করা, কিংবা ব্লগে এসে চেক করা আমার জন্য একটু মুশকিল। তাই আমার মেইল আইডি, এবং অফিসিয়াল নাম্বার দিচ্ছি, সবসময় ফোন করা যাবে আমাকে। দয়া করে এই বিষয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দরকার ছাড়া আপনাদের কেউ আমাকে অযথা হয়রানি করবেন না।

যখনই কুত্তাছানাদের খোঁজ পা্ওয়া যাবে, তাৎক্ষণিক সেটি আমাকে জানানোর জন্য আবারও আকুল আবেদন জানাচ্ছি। চেষ্টা করবো, অন্যদের(মিডিয়া) নিয়ে আসতে।

০১৭৫৫৫৮০৬৮৪, [email protected]

৮৬৭| ১৪ ই মে, ২০১২ দুপুর ২:০৭

শাবা বলেছেন: মিটিং-এর প্রস্তাবনাগুলো সঠিক। কামনা করি, জাতীয় পর্যায়ে এই আন্দোলন দানা বাধুক।
সুখী পাগলা বলেছেন: আমরা টিএসচি এর ভিতরের গেট এর সামনে ছিলাম।
হ্যাঁ, আমি তাহলে আপনাদেরকেই দেখেছিলাম। আসলে find out করার মতো কোন কিছু ছিলো না বলে যোগ দিতে পারি নি।
আপনাদের সবাইকে ধন্যবাদ।

৮৬৮| ১৪ ই মে, ২০১২ দুপুর ২:১২

েপচাইললা বলেছেন: আবারও আসলাম। ইউল্যাবরে ওপর নির্ভর করে বসে থাকবেন না। নিজেদের যে উদ্যোগ আছে সেটি যেন ভেস্তে না যায়। কেউ এই অ্যাক্টিভিস্টদের সামান্য ভয়-ভীতি কিংবা অন্য কোনভাবে প্রভাবিত করার চেষ্টা করলে আমাকে জানান। প্রটেকশান দেবার চেষ্টা থাকবে। আর মিডিয়াকে ভয় পাবার কিছু নেই। প্রয়োজনে অ্যাক্টিভিস্টদের সেভ করার সব ব্যবস্থা/অপশন রেখেই এগোনোর চেষ্টা করব আমরা, অন্তত আমি সেই নিশ্চয়তা দিচ্ছি।


শুধু বলতে চাই, এটাকে আমি পার্সনালি নিলাম, কারণ সত্যের/ন্যায়ের পক্ষ নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছি আমিও, অনেককে দেখেছি তেমন হতে। এখন অন্তত যতটুকু সামর্থ আছে সেটুকুকে কাজে লাগাতে চাই।

আবারও সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।


ও আচ্ছা, একটা জিনিস বাকি আছে। সম্মানিত ব্লগার সর্বনাশাকে বুকভরা ভালোবাসা, ন্যায়ের সংগ্রামে পিছিয়ে না আসার জন্য। এমন যোদ্ধার পাশে দাঁড়িয়ে গর্বিত হবার সুযোগ থেকে বঞ্চিত হব না আশা করি।

৮৬৯| ১৪ ই মে, ২০১২ দুপুর ২:২৫

অরন্য জীবন বলেছেন: পাভেল মহিতুল আলম ভাই, আমাদের একজন কোঅরডিনেটর দরকার যে টাইম টু টাইম আপডেট দিতে পারবে। শর্বনাশা ভাই সময় খুব কম পান উনার কাজের চাপে। আমাদের শিডিউল অনুজায়ী কাজ করা দরকার। একজন কোঅরডিনেটর নিয়গ করেন প্লীজ।

৮৭০| ১৪ ই মে, ২০১২ বিকাল ৩:১৭

সুখী পাগলা বলেছেন: শাবা ,নো প্রবলেম !! নেক্সট টাইম দেখা হবে :-)

৮৭১| ১৪ ই মে, ২০১২ বিকাল ৩:১৯

সুখী পাগলা বলেছেন: ! ইউল্যাবের কিছু জারজ ইভটিজারদের কাছে হার মানতে চাইনা...!!! <<< টাইটেল দিয়া আর ঈউল্যাব এর ভার্সিটি এর লোগো এর উপর ক্রস দিয়া কিছু কিছু পেজ পোষ্ট মারতাসে , আজিব !!!!! /:) /:) /:) /:) /:) /:)

৮৭২| ১৪ ই মে, ২০১২ বিকাল ৩:২২

সুখী পাগলা বলেছেন: ঈউল্যাব এর কিছু জারজ ঈভটিজার দের কাছে হার মানতে চাই না !!!!!!! এমুন স্ট্যাটাস আর ঈউল্যাব এর লোগো এর উপর ক্রস দিয়া কিছু পেজ পোষ্ট দিতাসে /:) /:) /:) /:) /:) আজিব !!!!! /:) /:) /:)

৮৭৩| ১৪ ই মে, ২০১২ বিকাল ৩:২৫

আরিফ চৌধুরী বলেছেন: নিশ্চয়ই কোন রাজনীতিবিদদের পোলাপান। তাই ওনাদের মতো এত অধপতন! আমি এহেন হীন, গর্হিত, জঘন্যতম কাজের তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে ব্লগাদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

৮৭৪| ১৪ ই মে, ২০১২ বিকাল ৪:১৮

মুঘল সম্রাট বলেছেন: 'সর্বনাশা' কে ওরা টেনে ইউল্যাবের সামনে নিয় যায় এবং পরিচয় দেয় ওরা ইউল্যাবের ছাত্র।

ইউল্যাবের তদন্তে ভরসা নাই কারন মায়ের কাছে সন্তান কখনো খারাপ হয় না।

৮৭৫| ১৪ ই মে, ২০১২ বিকাল ৪:৫৩

সাজিল বলেছেন: কর্ম্পন্থার আপডেট কি?? নতুন কি কোন মিটিং এর প্ল্যান আছে??

জানাবেন দয়া করে।

৮৭৬| ১৪ ই মে, ২০১২ বিকাল ৫:৩৩

অরন্য জীবন বলেছেন: Ulabs statement is positive. 2 representative is needed with investigation team from blogger.

৮৭৭| ১৪ ই মে, ২০১২ বিকাল ৫:৩৫

মানিক হাসান বলেছেন: গত ১০ মে, ২০১২, বৃহষ্পতিবার রাতে শহরের ধানমন্ডি এলাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়-এর অনতিদূরে ঘটে যাওয়া অত্যন্ত গর্হিত ও দুঃখজনক ঘটনার প্রকৃত দোষীরা আদৌ সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা তা এখনও পরিষ্কার নয়। যিনি ঐ ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র তালিকা থেকে ছবি দেখে খুব সহজেই দোষীদের চিহ্নিত করতে পারেন। ইউল্যাব কর্তৃপক্ষ বিষয়টি সুরাহার জন্য সামহয়্যারইনব্লগের ব্লগারদের যৌথতায় যে তদন্ত কমিটি করবার পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণ করেছে এটি খুবই প্রশংসনীয়। সেখানে যে দুইজন ব্লগারের থাকবার কথা ছিলো তাদের নাম কি চূড়ান্ত হয়েছে? তারা কবে থেকে তদন্ত শুরু করবেন? আপডেট জানালে খুব ভালো হতো। শুধু শুধু উক্ত বিশ্ববিদ্যালয়ের নামে কুৎসা রটানোর ফাঁকে প্রকৃত দোষীরাই না পার পেয়ে যায়...

৮৭৮| ১৪ ই মে, ২০১২ বিকাল ৫:৪৩

লাস্ট সামুরাই বলেছেন: আশা করি ইউল্যাব কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্রদের সনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এবং ব্লগার আর ভিক্টিমের সামনে হাজির করবে। এতে করেই শুধুমাত্র তাঁদের সহযোগিতার মনোভাব প্রকাশ পাবে। জয়তু ব্লগিং!

৮৭৯| ১৪ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৭

নুরুজ্জামান লাবু বলেছেন: ব্লগারদের মিটিংএ আমিও ছিলাম।
আমার মতে এইসব কর্মসূচীর পাশাপাশি থানায় একটি সাধারণ ডায়েরী করে রাখা উচিত। তাহলে হারামজাদাদের চিহ্নিত করতে পারলে শাস্তির বিষয়টি সহজ হবে।
আর যতদূর জানতে পারলাম, ওই বদমাইশরা ধানমণ্ডি থানা ছাত্রলীগের সাবেক এক নেতার অনুসারী। তারাই নাকি ওইখানে আড্ডা দেয় আর রাইতের বেলা ছিনতাই-বদমাইশি করে।

আসুন আমরা সবাই একজন হযরত আলী, একজন `সর্বনাশা'র মতো মানুষ হওয়ার চেষ্টা করি। তাহলেই সমাজটা একদিন বদলে যাবে।

৮৮০| ১৪ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৭

চন্দ্রপ্রহরী বলেছেন: ব্লগার মানিক হাসানের সঙ্গে আমি পুরোপুরি সহমত।
গত বৃহস্পতিবার রাত ৯.৫০ মিনিটে ধানমন্ডিতে ইউল্যাবের সামনে যে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে গেছে সেটি সবার জন্যই দুঃখজনক। প্রথম থেকে এই বিষয়টি নিয়ে ব্লগে লেখাগুলো পড়া ও অন্যান্যদের সঙ্গে আলাপচারিতায় যেটুকু বুঝতে পেরেছি তা হলো সেদিনের প্রত্যক্ষদর্শী এবং ঘটনার প্রতিবাদকারী পোস্টে কোথাও দোষীদের ইউল্যাবের ছাত্র বলে সনাক্ত করেননি। এও জানতে পেরেছি যে, পরবর্তী সময়ে ইউল্যাব কর্তৃপক্ষ এবং সামহ্যোয়ার ইন ব্লগ এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমার প্রশ্ন এই কমিটিতে সামহোয়্যার ইন ব্লগের কে বা কারা সদস্য হিসেবে থাকছেন? পরবর্তী বৈঠকই বা কবে, কোথায় হচ্ছে। আর যতোদিন এই তদন্তের কাজ শুরু না হচ্ছে ততোদিন অযথাই ঘোলা জলে মাছ শিকারের মতো করে কাদা ছোড়াছড়ি বন্ধ রাখাই ভালো? কারণ অতীতের অনেক ঘটনাই আমাদের যে শিক্ষা দিয়েছে তাতে এই পরস্পরের প্রতি কথার তীর ছোড়াতে প্রকৃত দোষীকে আর খুঁজে পাওয়া যায় না। বরং প্রত্যক্ষদর্শীই ইউল্যাব কর্তৃপক্ষের সহায়তায় দোষী ব্যক্তিকে খুঁজে বের করে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। যদি সে প্রকৃতই ইউল্যাবের ছাত্র হয়ে থাকে। অন্যথায় এই ছাত্র পরিচয়ের আড়ালে অছাত্ররা এই ধরনের কাজ চালিয়েই যাবেন।

৮৮১| ১৪ ই মে, ২০১২ রাত ৮:৫৮

মুসাফির... বলেছেন: এই পোষ্টের প্রথম থেকেই নজর রাখছিলাম... আমি দুরে থাকি তাই সমর্থন ছাড়া আর কোন কাজে একটিভ হতে পারবনা তাই মন্তব্য করছিলাম না।

এবার পোষ্টের আপডেট দেখতে গিয়ে লক্ষ করলাম....
আপডেট - ঘ ( ১৩ মে, ২০১২ রাত ০০:৫০ মি. )

অর্থাৎ মিটিং এর পরের কোন তথ্য পোষ্টে পাচ্ছিনা.... তাছাড়া সম্পুর্ন পোষ্টটি সম্ভবত কপি পেষ্ট হয়েছে দুইবার। বিষয়টির দিকে সর্বনাশা-র দৃষ্টি আকষন করছি।

ধণ্যবাদ ... সাথে আছি।

৮৮২| ১৪ ই মে, ২০১২ রাত ৯:৩৮

অবয়ব বলেছেন: ইউল্যাভ কর্তৃপক্ষ ও ব্লগারদের উদ্যোগ দেখে খুবই ভাল লাগছে। আশা করি শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে এবং উপযুক্ত শাস্তি পাবে।
দেশে এরকম ঘটনা অনেক ঘটছে। শুধু এই একটা ঘটনা নিয়ে মাতামাতি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। উদ্যোগ একটা ঘটনার পিছনে হতে পারে। কিন্তু এরকম উদ্যোগ ভবিষ্যতে হাজারো ঘটনাকে রোধ করতে পারবে। অনেকেই ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চান। কিন্তু বিভিন্ন ভয়ভীতি বা সুযোগের অভাবে পারেন না। এই উদ্যোগের কারণে আরো অনেকেই সর্বনাশার মত ইভটিজিং এর বিরুদ্ধে কার্যকরী প্রতিবাদ করতে সাহস পাবেন। একটা টিম তৈরি হবে। ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ ব্লগের পাতা আর মানববন্ধন থেকে সরাসরি ঘটনায় প্রত্যক্ষ অবদান রাখাটা নতুন একটা গুরুত্বপূর্ণ দিক।
শুধু একটি ঘটনা নিয়ে কেন বলে ব্যাপারটাকে হ্যায় করা বোকামি।
কেউ কেউ আবার সরাসরি প্রাইভেট ভার্সিটি, ইউল্যাবের প্রশাসনকে দায়ী করে সম্মানহানীর চেষ্টা করছেন। এই ভার্সিটি নিয়ে গু ছোড়াছোড়ি করা কীটগুলো বোধ হয় কখনোই শুধরাবে না। এদের মানসিকতা ঐ লেভেলেই থেকে যাবে। এদের জন্য করুনা ছাড়া আর কিছু করার নাই।

৮৮৩| ১৪ ই মে, ২০১২ রাত ৯:৪৪

ভাবসাধক বলেছেন: কিছুই এই ২০১২ সনের আধুনিক ঢাকা শহরে প্রকাশ্য রাজপথে একজন তরুণীকে অপমানিত হবার হাত থেকে রক্ষা করতে পারল না ....

মাইন রানা বলেছেন: আজ এই অপরাধ যদি কোন মাদ্রাসা বা টুপি ওয়লা করত এতক্ষনে সারা বাংলাদেশের সব মিডিয়া সব জায়গায় ব্যাপক প্রচার হত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি আজ বেহায়াপনা, আশ্লীল কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছে। প্রাইভেটের চেলে মেয়েরা প্রকাশ্যে যেসব কাপর চোপর পরে বের হয়, যে ধরনের রঙ ডং, ডলা ডলি করে এসব থেকেই তাদের নৈতিকতার এই অবস্থা। এদের এমন সাজা হওয়া উচিত যাতে আর কারো এটা করার সাহস না হয়।

৮৮৪| ১৪ ই মে, ২০১২ রাত ১০:০৬

জীবরান বলেছেন: এই ঘটনা নিয়ে এবিসি রেডিওতে একটু আগে আলোচনা হল। মিডিয়া মনে হয় নড়াচড়া আরম্ভ করেছে।তিন জন ব্লগার এখন এবিসি রেডিওতে।

৮৮৫| ১৪ ই মে, ২০১২ রাত ১০:০৮

স্যার ... বলেছেন: আগে তাদের সনাক্ত করা দরকার। আর ঐ দোকানদারকে আগে ধরা দরকার কেননা এসব পরিস্থিতিতে এদের আচরণ হয় সবচেয়ে বাজে। ফুটপাতের সব ক্রাইমের সাথে এদের সম্পর্কই বেশি।

তারা শুধু ঈভটিজারই নয় তারা প্রতিবাদকারীর গায়েও হাত তুলেছে। এদের ক্ষমা করার কথা ভাবা এক বিরাটদুর্বলতা।

এতোগুলো বিবেকবান ব্লগারের কাছে যিনি তার ব্যথা প্রকাশ করেছেন, বিচার দাবী করেছেন ব্যাপারটা বিবেককে বড়নাড়া দেয়। তিনি আর কারও কাছে এই বিচার পাবেন না বলেই এটা করেছেন।

তরুণরা তবে কি প্রতিবাদও করতে পারবেনা! কেউ আমাদের সাথে না আসুক অন্তত আমরা তো আছি আমাদের পাশেআছি সবসময়।



৮৮৬| ১৪ ই মে, ২০১২ রাত ১০:৩৮

ক্লান্ত জীবন বলেছেন: একজন সৎ ULAB student এর মুখোশের আড়ালে...দেখুন এখানে

৮৮৭| ১৪ ই মে, ২০১২ রাত ১০:৫৯

ড্রাগন ফ্লাই বলেছেন: এরকম উদ্যোগ ভবিষ্যতে হাজারো ঘটনাকে রোধ করতে পারবে। অনেকেই ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চান। কিন্তু বিভিন্ন ভয়ভীতি বা সুযোগের অভাবে পারেন না। এই উদ্যোগের কারণে আরো অনেকেই সর্বনাশার মত ইভটিজিং এর বিরুদ্ধে কার্যকরী প্রতিবাদ করতে সাহস পাবেন। একটা টিম তৈরি হবে। ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ ব্লগের পাতা আর মানববন্ধন থেকে সরাসরি ঘটনায় প্রত্যক্ষ অবদান রাখাটা নতুন একটা গুরুত্বপূর্ণ দিক।
শুধু একটি ঘটনা নিয়ে কেন বলে ব্যাপারটাকে হ্যায় করা বোকামি।

৮৮৮| ১৫ ই মে, ২০১২ সকাল ৮:০০

রাজপুরুষ বলেছেন: কোথায় চলে গেছে আমাদের নৈতিকতা, ঘৃনা প্রকাশ করতেও লজ্জা লাগছে ইউল্যাবের ঐ সকল জানোয়ারদের প্রতি। সেই সাথে ধিক্কার তাদের প্রতি যারা প্রতিবাদ করতে দেখেও এগিয়ে আসেনি।

৮৮৯| ১৫ ই মে, ২০১২ সকাল ৮:২৫

ভালবাসাকারেকয় বলেছেন: ঘৃনায় শরীরটা শিউরে ঊঠছে ।

মানুষরূপী জানোয়ার গুলোকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাষ্ট্রকে উদ্যোগী হয়ে কুত্বাগুলোকে কঠোর শাস্তি দিতে হবে। যাতে কোন যুবক এসব অন্যায় করার সাহস না পায়।

৮৯০| ১৫ ই মে, ২০১২ সকাল ১০:২৬

বাঁধলেই বাঁধন বলেছেন: এই সকল ইভটিজারদের বলছি : বাপ-মা শুধু তোমাগো পয়দা করছে কিছুই শিখাইতে পারে নাই । X(


@সর্বনাশা .. আপনার শরীর এখন কেমন ?

৮৯১| ১৫ ই মে, ২০১২ দুপুর ১:৪২

চন্দ্রপ্রহরী বলেছেন: একজন সাংবাদিক হিসেবে অপরাধ তদন্তের ব্যাপারে আমার একটু হলেও অভিজ্ঞতা ও ধারণা আছে। সেই আলোকে কিছু কথা বলতে চাই:- তদন্ত ছাড়া অপরাধী শনাক্তকরণ অসম্ভব। সেই মূল কাজে এখন পর্যন্ত্ম বস্নগারদের ভূমিকা শূন্য। এই মূহর্তে আমাদের ন্যূনতম দায়িত্ব জলদি দু'জন কোয়ালিফাইড প্রতিনিধি পাঠানো। এখানে স্মরণ রাখবেন:-
ঙ্ প্রতিনিধি নির্বাচন যেন সঠিক হয়। 'সর্বনাশা' ভাই এই সিলেকশনে না থাকলেই ভাল হয়। অভিযোগকারীর মনোনীত প্রার্থী তদন্ত কমিটিতে রাখার কোনো রেওয়াজ নেই। অতএব জানা আপুকে এই দায়িত্ব নিতে হবে।
ঙ্ সর্বনাশা ভাই কমিটির কাছে আর বিলম্ব ছাড়াই অফিসিয়াল টেস্টিমোনি দেওয়া দরকার। একই সাথে সংশ্লিষ্ট থানায় জিডি করা দরকার। এ দু'টি কাজ না করলে তার অভিযোগের কোনো আইনি ভিত্তি তৈরি হচ্ছে না।
ঙ্ বস্নগারদের প্রতিনিধি কীভাবে সিলেক্ট হচ্ছে এবং কতক্ষণে তদন্ত কমিটি-তে যুক্ত হবে তা আজ বিকেলের মধ্যে সবাইকে জানানো জরম্নরি। প্রতিনিধি আজ রাত বারোটার মধ্যে সিলেক্ট করে কাল দুপুর বারোটার মধ্যে কমিটির সাথে সাক্ষাৎ নিশ্চিত করার জন্য আহ্বান করছি।

এই ঘটনা তদন্ত ও সুরাহার দায় এখন আর একা ইউল্যাব-এর নয়। তারা ব্লগারদের সব দাবিও মেনে নিয়েছে। কিন্তু ব্লগারদের যে দায়িত্ব কেবল দূ'জন প্রতিনিধি পাঠানো, ভিকটিমদের টেস্টিমোনি দেওয়া ও থানায় জিডি করা- এই কাজগুলো না করলে বস্নগারদের আসল উদ্দেশ্য ব্যাহত হবে। কঠিন অনেক প্রশ্নের তির আমাদের দিকেও আসা শুরু করবে।

৮৯২| ১৫ ই মে, ২০১২ দুপুর ১:৪৬

বাঁশ বলেছেন: what is the latest update regarding this issue ?

৮৯৩| ১৫ ই মে, ২০১২ দুপুর ১:৫০

এ আর খান বলেছেন: Aj prothom alo online e news te eseche. Shobai dekhte paren.

৮৯৪| ১৫ ই মে, ২০১২ দুপুর ২:০১

তানহা তানহা বলেছেন: অভিযুক্তরা যথাশীঘ্র ধরা পড়ুক। তাহলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এটাই ব্লগিং এর শক্তি, যে কোন অন্যায় নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠা ও জনসচেতনতা তৈরি করা।

৮৯৫| ১৫ ই মে, ২০১২ দুপুর ২:৪৩

এ আর খান বলেছেন: Aj prothom alo online e news te eseche. Shobai dekhte paren.

৮৯৬| ১৫ ই মে, ২০১২ দুপুর ২:৫৩

পাখা বলেছেন: দোষীদের ইউল্যাবের ছাত্র বলে সনাক্ত করা খুবই জরুরী...
না হলে সকলেই গা-ঢাকা দিবে...
ইউল্যাবের কর্তৃপক্ষ তাই চায়....
তখন সকলের আয়োজন বৃথা যাবে...
এই আয়োজন একটা দৃস্টান্ত হতো সকলের জন্য...


ইউল্যাবের কর্তৃপক্ষ বার বার বলছে ULAB has zero tolerance for this behavior and will take any and all steps necessary to punish the culprits, if they are found to be involved with ULAB.
আর ULAB সামনে দিয়ে চলাচল করলে দেখা যায় সকল বেহায়াপনা প্রকাশ্যে, ছেলে মেয়েরা প্রকাশ্যে যেসব কাপর চোপর পরে বের হয়, যে ধরনের রঙ ডং, ডলা ডলি করে এসব থেকেই তাদের নৈতিকতার এই অবস্থা।আশ্লীল কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছে....

৮৯৭| ১৫ ই মে, ২০১২ বিকাল ৩:২৭

শাফ্‌ক্বাত বলেছেন: ১৩ই মে'র মিটিং কি হয়েছিল? আপডেট জানতে পারি কি?
প্রথমআলোর রিপোর্ট-টা ধরি মাছ, না ছুঁই পানির মত মনে হলো। অন্ততঃ এই লেখার লিংক দিলে হতো।

৮৯৮| ১৫ ই মে, ২০১২ বিকাল ৩:৪৫

আহলান বলেছেন: আমাদের সমাজ সংস্কৃতি কোন পথে চলেছে এই ঘটনা তারই প্রমাণ। তারপরেও আমরা চোখ বন্ধ করে বলব লাক্স চ্যানেল আই সুপার ষ্টার এর মতো অনুষ্ঠান আমাদেরকে সভ্য থেকে সভ্যতর করছে ...... কি বলেন?

৮৯৯| ১৫ ই মে, ২০১২ বিকাল ৪:৩২

মানিক হাসান বলেছেন: গতকালকের কমেন্টস বলেছিলাম ‌'ইউল্যাব কর্তৃপক্ষ বিষয়টি সুরাহার জন্য সামহয়্যারইনব্লগের ব্লগারদের যৌথতায় যে তদন্ত কমিটি করবার পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণ করেছে এটি খুবই প্রশংসনীয়। সেখানে যে দুইজন ব্লগারের থাকবার কথা ছিলো তাদের নাম কি চূড়ান্ত হয়েছে? তারা কবে থেকে তদন্ত শুরু করবেন? আপডেট জানালে খুব ভালো হতো। শুধু শুধু উক্ত বিশ্ববিদ্যালয়ের নামে কুৎসা রটানোর ফাঁকে প্রকৃত দোষীরাই না পার পেয়ে যায়... '

ব্লগার সর্বনাশা ভাই কোনো উত্তর দেননি। (অসুস্থ বা ব্যস্ত ছিলেন বোধকরি)। বিষয় প্রসঙ্গে আজকে আবার বলতে চাই...


ইউল্যাব কমিটি নিয়ে সন্দেহের অনেক কারণ ছিল। নিজ ছাত্রদের তারা প্রচেষ্ট করতে চাইতেও পারে। কিন্তু যেই উদ্দেশ্যেই হোক, ঘটনা জানার পরপরই ইউল্যাব একটি কমিটির মাধ্যমে তদন্ত শুরু করে। ঘটনার পর পাঁচ দিন হয়ে গেল, ব্লগার-রা কি নিজেদের কোনো কমিটি তৈরি করেছে ? তদন্ত শুরু করেছে? নিজেরা যে কাজ পারেন না, সেটা নিয়েই আবার অন্যদের কটাক্ষ করেন?- কালকের মধ্যে তদন্ত কমিটিতে দু'জন উপযুক্ত প্রতিনিধি পাঠাতে না পারলে আমাদেরকেই এখন এসব উল্টো প্রশ্নের জবাব দিতে হবে।

৯০০| ১৫ ই মে, ২০১২ বিকাল ৪:৩৯

চন্দ্রপ্রহরী বলেছেন: মি/মিসেস পাখার জ্ঞাতার্থে বলছি, আপনার মন্তব্যটি পুরোপুরি এক পেশে। আপনি স্পষ্ট করে দিয়েছেন যে, আপনি ঘটনার প্রকৃত তদন্ত চান না এবং আপনার বক্তব্য উদ্দেশ্যমূলক। আপনি কী করে নিশ্চিত হলেন ঘটনাটা ইউল্যাব-এর ছাত্ররাই ঘটিয়েছে। আপনার কাছে যদি এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য প্রমান থাকে তাহলে অতি সত্ত্বর তদন্ত কমিটির কাছে উপস্থাপন করুন। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী ধরা পড়ুক, সে যে- ই হোক।

৯০১| ১৫ ই মে, ২০১২ বিকাল ৫:৩৪

খন্দ.লিমন বলেছেন: এটা শুধু ULAB না । সারা দেশে ছরিয়ে গেছে ভাইরাসের মত । এখন সত্যিই আমাদের মাথা তুলে দাড়াতে হবে । এই সকল অন্যায় এর বিরুদ্ধে মাথা তুলে না দাড়ালে এরা আরো বেশি সাহস পেয়ে যাবে । এই সব অপরাধের শাস্তি প্রকাস্যে দেওয়া হলে পরবর্তীতে এই ধরনের ঘৃন্য অপরাধাদ করার সাহস পাবেনা কেও। আমি আপনার পাশে আছি । X(( X(( X((

৯০২| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০২

জানা বলেছেন:

এই মুহূর্তে কয়েকটি দরকারী কথাঃ

ক. ব্লগার বন্ধুরা, তদন্তের লক্ষে্য সংগঠিত দলটি একে অন্যের সাথে নিয়মিত যোগাযোগ করুন, পরিকল্পনা করুন এবং সম্মিলিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন, কে কে, কিভাবে, কোথায়, কখন কি নিয়ে কাজ শুরু হচ্ছে। টিমের কোন একজন প্রতিটি মিটিংএ আলোচিত পরিকল্পনা ও কার্যবিবরণী একটি নোটবুকে লিখে রাখুন এবং মিটিং শেষে তা টিমের সবাইকে পড়ে শোনান। সম্ভব/যৌক্তিক/প্রয়োজন হলে ইমেইল ব্যবহার করুন। সবরকম ডকুমেন্ট সংরক্ষণ করুন ভবিষ্যতের জন্যে।

খ. ব্লগার 'সর্বনাশা'কে অনুরোধ করছি, কাজের অগ্রগতির লক্ষে্য টিমের সাথে (বিশেষ করে যারা আপনাকে ফোন নম্বর/ইমেইল আইডি দিয়েছে) দ্রুত যোগাযোগ করুন।

গ. ইউল্যাব কর্তৃপক্ষের কাছ থেকে আজ দুপুরে পাওয়া একটি জরুরী ইমেইলঃ


Dear Jana,

Again, although you are busy, I must urgently request the finalization of the selection of blogger representatives to be included in the investigation committee. ULAB has already begun its proctorial procedures. We are ready to launch the High-Level Investigative Committee - but it will not be complete if there is a delay on the side of the bloggers. If possible, we would like two names sent to us by 5pm tomorrow.

As many bloggers are wondering what steps we have taken we will be sending our next statement to you for posting on Somewherein...blog regarding those steps.

Best।


আবারও বলা দরকার মনে করছি যে, ব্লগারদের কোন রকম তথ্য কখনই বাইরে প্রকাশিত হওয়া সম্ভব নয়। তাই পুরো কার্যক্রমে আমি সৈয়দা গুলশান ফেরদৌস জানা, ইউল্যাব কর্তৃপক্ষ ও দায়িত্বশীল ব্লগারদের এই বিষয়ে সম্ভাব্য সবরকম যোগযোগের সহযোগিতার লক্ষে্য লিয়াজোঁ করবো।


সবার সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত হয়েছে যে সামহোয়্যার ইন কর্তৃপক্ষ কোনভাবেই সরাসরি কোন প্রকার তদন্ত বা প্রশাসনিক কার্যক্রমে অংশ নেবে না।



একটি ইতিবাচক, মঙ্গলজনক ও দৃষ্টান্তমূলক ফলাফলের জন্য আমরা সবাই একত্রিত ও দায়িত্বশীল থাকবো।


৯০৩| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০৩

ফিউশন ফাইভ বলেছেন: বছরের মাঝামাঝি এখন। দোষীরা শনাক্ত হোক কিংবা না হোক - পুরো ব্লগমণ্ডলে এটিই সম্ভবত বর্ষসেরা আন্দোলন হতে যাচ্ছে। অভিনব, অসাধারণ, অভিনন্দন!

প্রথম আলো এ নিয়ে একটি খবর প্রকাশ করেছে আজ।

৯০৪| ১৫ ই মে, ২০১২ রাত ৯:০০

মীর হাসিন রেজা বলেছেন: সর্বনাশা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নেয়া সেই তড়িত পদক্ষেপটি অতীব জরুরী ছিল।
আমাদের সবার এই এক্ষুনি- নিজেদের সর্বোচ্চ চেষ্টাটি করা দরকার এই ভয়ংকর নরকীটদের খূঁজে বের করার জন্য।
সবার আন্তরিক ও পজেটিভ মন্তব্যগুলো আমার মতো হাজার প্রানে আশার আলো জালিয়েছে!! আমাদের অবশ্যই এই যুদ্ধে জিততে হবে!!!!

৯০৫| ১৫ ই মে, ২০১২ রাত ৯:০২

অসীমের মাঝে ক্ষুদ্র বলেছেন: ভাই আমাকে ব্লক করা হয়েছে। কিন্তু আমি জানি না কেন আমাকে ব্লক করা হয়েছে? এ ব্যাপারে কোন কিছু জানা থাকলে তা জানিয়ে সাহায্য করবেণ।

বলা হয়েছিল ৭ দিন পর্যবেক্ষনে রাখা হবে কিন্তু ১২ দিন হয়ে গেলেও আজও তা সেভ করা হয়নি। সামুর এ কেমন বিচার? আমি জানতে চাইলাম আমাকে কেন ব্লক করা হয়েছে? তার কোন উত্তর ও আমি পাইনি । কোন কারনে আমাকে ব্লক করা হল এটা আমার জানার অধিকার। আমরা সামুর মাধ্যমে অধিকার আদায়ের কথা বলতাম কিন্তু আজ দেখছি সামু নিজেই অন্যের অধিকার নষ্ট করছে। তাই সিদ্ধান্ত নিয়েছি , আজ এবং কাল এ দুই দিনের মধ্যে আমাকে সেভ করা না হলে অথবা আমাকে কেন ব্লক করা হল তা না জানালে আর কোন দিন সামুতে আসবনা ।
বিদায় !!!!!!!!!!

৯০৬| ১৫ ই মে, ২০১২ রাত ৯:৩৯

গিটারম্যান বলেছেন:
এইটা এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা সবাই মিলে যদি প্রতিরোধ ব্যবস্থা না গড়ে তুলি তা হলে ঘটনা ঘটার পর হা হুতাস ছাড়া কিছু-ই করার থাকবে না ।
আমি চাই না আর এই ধরনের ঘটনা ঘটুক তাই আমি চাই প্রতিরোধ
ব্যবস্থা গড়ে তুলতে সমাজের সব খানে ।

সবাই যদি সহযোগিতা করেন তাহলে অনেক কিছু-ই করা যায়

এই লক্ষ্য নিয়ে গতকাল রাতে একটা ফেইসবুকে পেইজ দেখলাম
আপনারা সেখানে যোগ দিন এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে
এগিয়ে আসুন

একের পর এক এমন ঘটনা ঘটেই যাচ্ছে আজ একজনের ফেইসুক স্টাটাস দেখলাম খুবি খারাপ লাগলো সেইটা তুলে দিলাম পড়ে দেখুন

lyf e first nije k oshohai mone hocche..........amar choto bon taake kisu eve teaser khub disturb korche school asa jaoar pothe...........but ami kisu bolte parchi na sudhu amar choto bon tar jonno...........apnara photographer ra, journalist ra, versity frnds ra plz amake ai bepar e ektu help koren.........plz :(( ami korte pari.............


আমাদের সবাই সবার পাশে দাঁড়ানো উচিত সময় থাকতেই
আমি চাই না সর্বনাশা ভাইরা মার খাক আমি চাইনা কেউ ইভ টিজিং এর শিকার হোক ।


ঘটনা ঘটে যাওয়ার পর মানব বন্ধন আর ব্লগে লেখালেখি করে হয়তো সবার দৃষ্টি আকর্ষণ করা যায় কিন্তু নিজের মা বোনদের জন্য কিছু করা যায় না কারন তারা শিকার হয়ে যায় পশুদের হাতে । আমি চাইনা শিকার হবার পর হৈ চৈ করতে । আমি চাই মা বোনদের পাশে সব সময় দাড়াতে যারা আমার মত করে চিন্তা করছেন তারা চাইলে এই পেইজে জয়েন করতে পারেন
ক্লিক করুন ক্লিক করুন

৯০৭| ১৫ ই মে, ২০১২ রাত ৯:৪৭

সর্বনাশা বলেছেন:

সকল সম্মানিত ব্লগার ও শুভাকাঙ্ক্ষী,

আমার নীরবতা ও বিলম্বের জন্য ক্ষমা চাচ্ছি। কারণ দু'টি সাধারণ :

ক. জীবিকার প্রয়োজনে ব্যস্ততা। যেহেতু অন্যের অধীনস্থ।

খ. দ্বিতীয়ত, আমার অতি প্রিয় পরিবারের সদস্য-আত্মীয়-পরিজন-সুহৃদদের কান্নাভেজা অনুরোধ-উপরোধ। আমার সার্বিক নিরাপত্তার বিষয়ে তাঁরা উৎকন্ঠিত। আমার শত আশ্বাসবাণীও জননীর মনকে শান্ত করতে পারে না !

তবু, আমি আছি, আপনাদের একজন সহযোদ্ধা হতে পেরে আমি গর্বিত।
মা যদি জানতেন, এমন সব সাহসী মানুষ আমার চারপাশে ... ডানে, বাঁয়ে, সামনে, পেছনে .. সর্বত্র !!

আমি অভিভূত, কৃতজ্ঞ।

[আপডেট লিখছি এখন, আমার সীমাবদ্ধতার (সম্পূর্ণ ভার্চুয়াল কী-বোর্ডে টাইপিং) কথা মনে রেখে অধৈর্য্য হবেন না প্লীজ।]

৯০৮| ১৫ ই মে, ২০১২ রাত ১০:০৭

সর্বনাশা বলেছেন:

@গিটারম্যান,

ভাই, লজ্জার কথা যে, ফেইসবুক-এ যুক্ত নই (!!!) এবং এর ব্যবহার জানি না।
যিনি তাঁর বোনের জন্য সাহায্য চাইছেন, ঠিকানাটা জানান প্লীজ, আমি আবারও মার খেতে যাব -- চুলোয় যাক সবকিছু !

এখনি বোনটির পাশে দাঁড়ানো এই আন্দোলনের থেকেও জরুরী বলে মনে করি।

আয় তোরা ... দেখি আমার বোনকে কোন জানোয়ারেরা অপমান করে ?

৯০৯| ১৫ ই মে, ২০১২ রাত ১০:১৮

ঢাকাবিডি বলেছেন: শূয়রের বাচ্চা গুলানরে কুত্তার মতন মারা উচিৎ। আমি যদি পারতাম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৯১০| ১৫ ই মে, ২০১২ রাত ১০:৩০

সামাউন খালিদ কলিন্স বলেছেন: ooopssss.... কাল থেকে কয়েকবার এই পোস্টে ঢুকে কমেন্ট করার জন্য সরাসরি স্ক্রল কএ নিচে গেলাম, দেখি কমেন্ট করার অপশন নেই। এতক্ষনে কাহিনী বুঝলাম যে উলটা করে দেখানো হচ্ছে এখানে।

যাই হোক, ঘটনার আপডেট জানতে চাই।

৯১১| ১৬ ই মে, ২০১২ রাত ১২:৫৭

লুকার বলেছেন:
প্রথম আলোর খবরের নীচে মন্তব্যগুলো থেকে অনেককিছু বোঝা যায়। মুছে দেওয়ার আগেই দেখুন:
http://www.prothom-alo.com/detail/news/257885

৯১২| ১৬ ই মে, ২০১২ ভোর ৪:০৯

ধূসর সপ্ন বলেছেন: এখনই জেগে ওঠার সময় সব নষ্টের বিরুদ্ধে। দৃষ্টান্ত মূলক শাস্তি চাই ।

৯১৩| ১৬ ই মে, ২০১২ ভোর ৫:৫২

এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: এই লেখাটি সম্পর্কে আমার একটি প্রতিবেদন দেখুন আগামীকাল বৃহস্পতিবার দৈনিক যুগান্তরের আইটি বিশ্ব বিভাগে। সবাইকে পড়বার আমন্ত্রণ রইলো ।

৯১৪| ১৬ ই মে, ২০১২ সকাল ১১:০৯

মহাজাগতিক মুসাফির বলেছেন:

আমরা যেন হাল ছেড়ে না দিই। জয় অবশ্যই হবে। তবে ধৈর্য্য ধরে শক্ত হাতে ঐক্যবদ্যভাবে তৎপরতা চালাতে হবে। দয়া করে সবাইকে একত্রিত হওয়ার আবেদন জানাচ্ছি।

৯১৫| ১৬ ই মে, ২০১২ সকাল ১১:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: সর্বশেষ আপডেট পাবার এই আইডিয়াটা পছন্দ হইছে অনেক।

৯১৬| ১৬ ই মে, ২০১২ সকাল ১১:৫৫

চন্দ্রপ্রহরী বলেছেন: নীরবতা ভেঙ্গে আবার সজাগ হওয়ার জন্য মি. সর্বনাশাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যে আন্দোলন ছড়িয়ে পড়লো, সে আন্দোলনের মাঝপথে এসে আপনার নীরবতা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। নীরবতার যে কারণ আপনি দেখিয়েছেন তা যথোপযুক্ত। তবে এখানে যেহেতু আপনার নিরাপত্তার বিষয়টি জড়িত সেহেতু ঘটনার এতদিন পরও থানায় অন্তত একটা জিডি না করাটা একটু প্রশ্নসাপেক্ষ। একজন সচেতন মানুষ হিসেবে আপনার অবশ্যই একটা জিডি করা উচিত ছিলো।

৯১৭| ১৬ ই মে, ২০১২ দুপুর ১:০৪

চন্দ্রপ্রহরী বলেছেন: আগের মন্তব্যটির সঙ্গে আরেকটু যোগ করতে চাই, সর্বনাশা ভাইয়ের মতো প্রতিবাদী চরিত্র আজকের দিনে বড় বেশি প্রয়োজন আমাদের। আর প্রতিবাদ করতে গিয়ে তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন তার প্রতিকার না হলে আগামীতে আপনার-আমার বোন যখন অসম্মানিত হবে তখন আর কোনো সর্বনাশা ভাই তার পাশে গিয়ে দাঁড়াবেন না। তাই আমাদের সকলের উচিত যত দ্রুত সম্ভব প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সব ধরণের সহযোগিতা করা। কাল বিলম্ব হলে অপরাধীরা নাগালের বাইরে চলে যাবে এবং ঘটনা ধামাচাপা পড়ে যাবে। আর সর্বনাশা ভাইকে আবারো বলতে চাই, আপনার উপর এমন নির্যাতন হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই আপনার একটা জিডি করা উচিত ছিলো।

৯১৮| ১৬ ই মে, ২০১২ বিকাল ৪:৪৩

দক্ষিনা বাতাস বলেছেন: সর্বনাশা, পাপের সর্বনাশ না করে থামা যাবে না।

খুব বেশি লোকের দরকার হয় না। কোন কিছু বদলে দেবার জন্য কিছু সাহসী মানুষের একান্ত প্রচেষ্টাই যথেষ্ট।

৯১৯| ১৬ ই মে, ২০১২ বিকাল ৪:৪৪

s r jony বলেছেন: আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, ছিলাম তৃষ্ণার্থ, , , আর প্রথম আলো আমাদের কয়েক ফোটা জল দিয়েছে মাত্র। প্রথম আলোর কাছে আমাদের নির্যাতিত/প্রতিবাদি মানুষের অনেক-অনেক আশা/ভালবাসা। কিন্তু তাই তো আমাদের এত ক্ষোভ।

৯২০| ১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪১

ঊর্মী রুবিনা বলেছেন: ভালো লাগলো এই মতাদর্শিক বিপ্লব। ব্লগাররা যে চাইলে কত কিছু করতে পারে এবং ব্লগেরর শক্তি যে কত বেশি তা আরো একবার প্রমাণ হয়ে গেল। ....শুভকামনা....সাথে আছি।

৯২১| ১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

দিনমজুর বলেছেন: যৌন নিপীড়নের বিরুদ্ধে ব্যাক্তিগত ভাবে ব্লগার সর্বনাশা এবং সম্মিলিত ভাবে ব্লগারস কমিউনিটি'র চলমান প্রতিবাদ/প্রতিরোধ ভার্চুয়াল কমিউনিটিতে এক কথায় অনন্য একটি দৃষ্টান্ত। সবাইকে অভিনন্দন।

৯২২| ১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

জানালার বাইরে বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: সর্বশেষ আপডেট পাবার এই আইডিয়াটা পছন্দ হইছে অনেক।

আইডিয়াটার জন্য সামুকে সত্যিই প্লাস।

৯২৩| ১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৭

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: অভিনন্দন সর্বনাশা ভাইকে , লক্ষাধিক ব্লগারকে , সত্যি অসাধারণ !! সাথে ulab এর শুভবুদ্ধির জন্য শুভেচ্ছা , কিন্তু আমরা দ্রুত সুস্থ বিচার দেখতে চাই , কালক্ষেপন করে বিচার যেন ঝুলে না যায় , দোষীদের চূড়ান্ত বিচার হচ্ছে এই আপডেট এর আশায়

৯২৪| ১৭ ই মে, ২০১২ রাত ১২:০০

সাব্বির শাহরিয়ার বলেছেন: ইউল্যাব তে কাজগুলি করেছে। আমাদের দাবিগুলোও মেনে নিয়েছে। আজ রাতে যে আমাদের মিটিং করার কথা ছিল সেটার কি হল ? কেও কি আপডেট দিবেন ?

৯২৫| ১৭ ই মে, ২০১২ রাত ১২:০৫

কালীদাস বলেছেন: মাঝে কয়েকদিন ব্লগের বাইরে ছিলাম। আপনার কাজকে সম্মান না জানিয়ে পারলাম না, স্যালুট আপনার সৎ সাহসকে।

প্রথম আলোর ব্যাপারে আপনি যে কমেন্ট করেছেন, সেটার সাথে একমত হতে পারলাম না। রিপোর্টটা পড়েই প্রথমবারের মত ঘটনাটা জানতে পারি, এবং রিপোর্টের কোয়ালিটি.........!!!

ভাল থাকবেন।

৯২৬| ১৭ ই মে, ২০১২ রাত ১২:৪৯

জানা বলেছেন:

আজ রাতের মিটিংএ অনেকেই থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন। আগামীকাল হরতাল উপলক্ষে্য (!) শহরে বিরাজমান অস্থিরতা ও ঝড়-বৃষ্টির কারণে শেষ পযর্ন্ত অনেকেই আসতে পারেননি। তবে নানারকম দুর্যোগ মাথায় নিয়ে যাঁরা মিটিংএ অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন তাঁদেরকে আন্তরীক ধন্যবাদ এবং কৃত্জ্ঞতা জানাচ্ছি। আশা করছি ব্লগার 'সর্বনাশা' খুব শিগগীরই তার আপডেট নিয়ে এখানে আসবেন। নজর রাখুন এবং বিষয়টির সর্বাধিক প্রচার অব্যহত রাখুন।

পুরো বিষয়টিতে অত্যন্ত গুরুত্বের সাথে ব্লগার বন্ধুদের আন্তরীক অংশ গ্রহণ, সমর্থণ ও সংশ্লিষ্ঠ বিষয়ের কার্যক্রমে নিঃস্বার্থ সহযোগিতার বিশুদ্ধ আকুলতা প্রকাশ পাচ্ছে তা একবাক্যে বিষ্ময়কর!

সমস্ত বাংলা ব্লগার এবং সোশ্যাল এক্টিভিস্টরা একত্রিত হোন, নারীর তথা মানুষের মর্যাদা রক্ষায় গর্জে উঠুন। বিশ্বময় আপনাদের শক্তি এড়িয়ে যাবার বা অস্বীকার করার ক্ষমতা কারোর নেই আর।


৯২৭| ১৭ ই মে, ২০১২ রাত ৩:২৬

ফিউশন ফাইভ বলেছেন:
ইউল্যাবে যৌন হয়রানি :
ব্লগারদের ভুলকে পুঁজি করে যেভাবে কৌশলে এগোচ্ছে ইউল্যাব

৯২৮| ১৭ ই মে, ২০১২ রাত ৩:৫৬

এ হেলাল খান বলেছেন: এ আন্দোলনের সাথে যারা সরাসরি জড়িত তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

৯২৯| ১৭ ই মে, ২০১২ ভোর ৪:৪৩

এ হেলাল খান বলেছেন: প্রস্তাবিত নামগুলোর প্রতি সমর্থন রইল।

৯৩০| ১৭ ই মে, ২০১২ ভোর ৪:৫২

এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: আজ দৈনিক যুগান্তরের আইটি বিশ্ব পেজে সামহোয়্যার ইন ব্লগের এই স্টিকি লেখা ও ব্লগারদের ভার্চুয়াল পাওয়ার সম্পর্কে সংক্ষেপে আমার একটি লিড "একটি ইভটিজিং: ব্লগ ও ফেসবুকে প্রতিবাদের ঝড়" শিরোনামে লেখা প্রকাশিত হয়েছে। দেখবেন আশা করি।

৯৩১| ১৭ ই মে, ২০১২ ভোর ৫:১১

আশীফ এন্তাজ রবি বলেছেন: সামহোয়ার ইন কর্তৃপক্ষকে আমার প্রাথমিক সম্মতি জানিয়ে গেলাম।

অন্যদিকে ফিফার পোস্ট সম্পর্কে তাদের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।

৯৩২| ১৭ ই মে, ২০১২ ভোর ৫:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: প্রতিনিধি হিসেবে দুজনই যথার্থ এবং উপযুক্ত। তবে এই মুহূর্তে এই দুই প্রতিনিধিকে কোন্ দিকে নজর দিতে হবে সে বিষয়ে বিনীতভাবে আমি কিছু প্রস্তাব রেখেছি। সেদিকে দৃষ্টি রাখলে আশা করি এই আন্দোলন বৃথা যাবে না।

৯৩৩| ১৭ ই মে, ২০১২ ভোর ৫:৪৭

জর্জিস বলেছেন: ব্লগার আশীফ এন্তাজ রবি সম্মতি জানিয়েছেন....তাকে সাধুবাদ

৯৩৪| ১৭ ই মে, ২০১২ ভোর ৫:৫৬

রয়বেস্ট বলেছেন: Click This Link

৯৩৫| ১৭ ই মে, ২০১২ ভোর ৬:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রস্তাবিত ২ জন ব্লগারের প্রতি আমার আস্হা জানালাম।


আশাঁ করি উপরোক্ত ব্লগার দুজন আমাদের আন্দোলনের তরী সঠিক ভাবেই তীরে ভেড়াতে সাক্ষম হবেন।


সেই সাথে সকলের দৃষ্টি আকর্ষন করছি ফিউশন ফাইভ এর পোষ্ট টির প্রতি।

৯৩৬| ১৭ ই মে, ২০১২ সকাল ৮:০২

একজন সুফল বলেছেন: সকলের দৃষ্টি আকর্ষন করছি ফিউশন ফাইভ এর পোষ্ট টির প্রতি।

৯৩৭| ১৭ ই মে, ২০১২ সকাল ৮:১৩

নাহিয়ান বিন হোসেন বলেছেন: ফিফার পোষ্ট এর দিকে সবার দৃষ্টি আকর্ষন করছি এটা এখন স্পষত যে ইউল্যাবের অথরিটি যে কোন মূল্যে এই ঘটনা ধামা চাপা দিতে উদগ্রীব। সুতরাং এ ব্যাপারে সকলকে আরো সচেতন হওয়ার জন্য বিনীত অনুরধ করছি।

৯৩৮| ১৭ ই মে, ২০১২ সকাল ৮:৪৩

জানা বলেছেন:

বিষয়টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে আপডেটেড এই পোস্টের সর্বাধিক প্রচারের আহবান জানাচ্ছি প্রিয় ব্লগার বন্ধুদের।

কারোর পক্ষ বিপক্ষ নয়, কোন প্রকার বিরোধের প্রশ্নও নেই। একটি অত্যন্ত নোংরা, জঘন্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং এর সুষ্ঠু তদন্তের জন্য সৎ ও আন্তরিকতায় ইউল্যাবসহ আমরা কেউই যেন চুল পরিমাণ পিছিয়ে না যাই। বারবার বলতে চাই সোশ্যাল এক্টিভিস্টদের শক্তি অবগ্যা করার কোন উপায় আমাদের কারোর নেই।

আরও সুসংগঠিত হোন, আপনাদের সততা এবং শক্তি বরাবরের মতই প্রমাণ করে দিন, প্রিয় ব্লগার ও সোশ্যাল এক্টিভিস্ট বন্ধুরা। এগিয়ে চলুন।


৯৩৯| ১৭ ই মে, ২০১২ সকাল ৯:৪৬

মুঘল সম্রাট বলেছেন: আমি আগেই বলেছিলাম ইউল্যাবের তদন্তে ভরসা নাই কারন মায়ের কাছে সন্তান কখনো খারাপ হয় না।

প্রস্তাবিত দুটি নামের প্রতি আমার সমর্থন রইল। সঠিক পথে এগিয়ে চললে সত্যের জয় হবেই।

৯৪০| ১৭ ই মে, ২০১২ সকাল ৯:৫৬

সিড বলেছেন: প্রস্তাবিত নামগুলোর প্রতি সমর্থন রইল।

৯৪১| ১৭ ই মে, ২০১২ সকাল ৯:৫৬

জানালার বাইরে বলেছেন: দেখে নেব আমরা কিভাবে পিছলাতে পারে ইউল্যাব। সামুর একলাখ ব্লগার কে কিভাবে ফাকি দিবে তারা? নিজেরাই ফাদে পড়বে তাহলে।

৯৪২| ১৭ ই মে, ২০১২ সকাল ১০:২৭

মেলা বলেছেন: আপনারা যেভাবে আইটেম করতাছেন তাতে খামোখা আমরা টেনশনের মধ্যে থাকছি। আপনাদের এত্তসব আইটেম করতে করতে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। চোর পালানোর পর বুদ্ধি বের করে কোন লাভ আছে। যদি নগদে কিছু করতে পারেন তাইলে করেন।

৯৪৩| ১৭ ই মে, ২০১২ সকাল ১০:৩৭

তরুন বলেছেন: ধন্যবাদ সর্বশেষ মন্তব্যগুলো আগে দেখানোর ব্যবস্থা করায়। প্রস্তাবিত নাম দুটোর জন্য সমর্থন। ইউল্যাব কর্তৃপক্ষ চাইবে কৌশলে নিজেদেরকে ধোয়া তুলসীপাতা হিসেবে দেখাতে। তবে আমি আশাবাদী- সত্যের জয় হবেই।

৯৪৪| ১৭ ই মে, ২০১২ সকাল ১১:০৮

আরজু পনি বলেছেন:


১. ব্লগার একরামুল হক শামীম

২. ব্লগার আশীফ এন্তাজ রবি

এই দু'জনের প্রতি সমর্থন রইলো

৯৪৫| ১৭ ই মে, ২০১২ সকাল ১১:২৬

অবয়ব বলেছেন: ১. ব্লগার একরামুল হক শামীম

২. ব্লগার আশীফ এন্তাজ রবি

এই দু'জনের প্রতি সমর্থন রইলো।

৯৪৬| ১৭ ই মে, ২০১২ সকাল ১১:২৭

দা লর্ড বলেছেন: আমার প্রস্তাবনাঃ
১. ব্লগার একরামুল হক শামীম

২. ব্লগার আশীফ এন্তাজ রবি

৯৪৭| ১৭ ই মে, ২০১২ সকাল ১১:৫০

নীল-অভ্র বলেছেন: *ব্লগার একরামুল হক শামীম *ব্লগার আশীফ এন্তাজ রবি

সমর্থন রইলো।

৯৪৮| ১৭ ই মে, ২০১২ দুপুর ১২:০২

অর্পণ! বলেছেন:
১. ব্লগার একরামুল হক শামীম

২. ব্লগার আশীফ এন্তাজ রবি

উনাদের দুজনের প্রতিই সমর্থন রইলো।

৯৪৯| ১৭ ই মে, ২০১২ দুপুর ১২:০৮

কালীদাস বলেছেন: সমর্থন রইল ব্লগারদ্বয়ের প্রতি।
সেই সাথে ফিউশন ফাইভের লাস্ট পোস্টের দিকে দৃষ্টি আকর্ষণ করছি সবার।

৯৫০| ১৭ ই মে, ২০১২ দুপুর ১২:১৪

s r jony বলেছেন: উনাদের দুজনের প্রতিই সমর্থন রইলো

৯৫১| ১৭ ই মে, ২০১২ দুপুর ১:০৬

আবু সালেহ বলেছেন: ১. ব্লগার একরামুল হক শামীম

২. ব্লগার আশীফ এন্তাজ রবি

১০০% সমর্থন রইলো...............................

৯৫২| ১৭ ই মে, ২০১২ দুপুর ১:১০

হিবিজিবি বলেছেন: প্রস্তাবিত দুজনের প্রতিই সমর্থন রইলো। সে সাথে অপরাধী সনাক্তকরনে ফিউশন ফাইভ যে বিষয়টির অবতাড়না করেছে সেটির ব্যাপারে সবার দৃষ্টি প্রদান করা হউক!

৯৫৩| ১৭ ই মে, ২০১২ দুপুর ১:১৩

রাজসোহান বলেছেন: প্রস্তাবিত দুজনের প্রতিই সমর্থন রৈল।

৯৫৪| ১৭ ই মে, ২০১২ দুপুর ১:৫৫

চন্দ্রপ্রহরী বলেছেন: মনোনীত ব্লগার প্রতিনিধিদের প্রতি সমর্থনপূর্বক বলতে চাই যে, চলমান বাস্তবতায় 'তদন্ত' শব্দটি এ দেশের নাগরিকদের কাছে রীতিমত একটি প্রহসন। আমরা প্রকৃত অপরাধীদের বিচার চাই কিন্তু তদন্তের কথা শুনলে হতাশ হই। এই প্রহসন কিংবা হতাশা থেকে মুক্তির একটা উদাহরণ কী তৈরি হবে আমাদের সামনে? তাই যেন হয় প্লিজ..................

৯৫৫| ১৭ ই মে, ২০১২ দুপুর ২:২৫

মুহসিন বলেছেন: ফিউশন ফাইভের অবজারভেশনগুলো দেখুনঃ
Click This Link

৯৫৬| ১৭ ই মে, ২০১২ দুপুর ২:৫৯

অবেলায় অসময়। বলেছেন: প্রস্তাবিত দুজনের প্রতিই সমর্থন রইলো।

৯৫৭| ১৭ ই মে, ২০১২ বিকাল ৩:১৪

অণুজীব বলেছেন: প্রস্তাবিত দুজনের প্রতিই সমর্থন রৈল।

৯৫৮| ১৭ ই মে, ২০১২ বিকাল ৩:৪৭

নুরুল বলেছেন: প্রস্তাবিত প্রতিনিধি

১. ব্লগার একরামুল হক শামীম

২. ব্লগার আশীফ এন্তাজ রবি

উনাদের দুজনের প্রতিই সমর্থন রইলো ।

৯৫৯| ১৭ ই মে, ২০১২ বিকাল ৩:৪৮

রবিন মিলফোর্ড বলেছেন: সমর্থন রইল প্রস্তাবিত দুজনের প্রতি ।



@এম. মিজানুর রহমান সোহেল ভাই , যুগান্তরে প্রকাশিত হওয়া আপনার লেখাটি পড়লাম ।

দারুন লিখেছেন এই বিষয়টা নিয়ে ।


৯৬০| ১৭ ই মে, ২০১২ বিকাল ৪:১৪

ছোটমির্জা বলেছেন: ১. ব্লগার একরামুল হক শামীম
২. ব্লগার আশীফ এন্তাজ রবি
-দুইজন-ই যোগ্য মানুষ। সাংবাদিকতা করার দরুন ওনারা সহজেই ইউল্যাবিয়ানদের কূটনৈতিক চাল বুঝতে পারবেন। আর ওরা ওনাদেরকে সমীহও করবে। আশা করা যায় এই যাত্রায় আমরা সুবিচার ও শাস্তি নিশ্চিত করতে পারব।
@জানা আপা, আপাকে ধন্যবাদ, এই পোস্টে আপনার বারবার কমেন্ট করা ও পোস্টটির ব্যাপরে জোরাল মতামত তৈরী করায় আপনার ভূমিকা অনস্বীকার্য।


এই পোস্টটা সামুর সবগুলা রেকর্ড ভেঙ্গেদিক।
ফেসবুকে এই পোস্ট ৮৩১৯বার শেয়রাড হয়েছে!!
শুভ সংবাদ শোনার আশায় থাকলাম।

সর্বনাশা, আপনাকে আবারও ধন্যবাদ এমন সময়োচিত সাহসীকতার জন্য।

৯৬১| ১৭ ই মে, ২০১২ বিকাল ৪:১৪

এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: @রবিন মিলফোর্ড ধন্যবাদ দৈনিক যুগান্তরে প্রকাশিত আমার লেখাটি পড়ার জন্য |

৯৬২| ১৭ ই মে, ২০১২ বিকাল ৫:০৪

বিদ্রোহ_বাবু বলেছেন: বলেছেন: ১. ব্লগার একরামুল হক শামীম

২. ব্লগার আশীফ এন্তাজ রবি

১০০% সমর্থন রইলো..............

৯৬৩| ১৭ ই মে, ২০১২ বিকাল ৫:৪৪

নাহিয়ান বিন হোসেন বলেছেন: যে দুজনের নাম প্রস্তাব করা হয়েছে তাদের প্রতি সর্বাত্বক সমর্থন জানাচ্ছি।


আমার নাম অন্তবর্তকালীন সমন্বয়কারী হিসেবে প্রস্তাব করায় ধন্যবাদ। যদি সত্যিই আমাকে এক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়, তবে কি ধরনের সমন্বয়মূলক দায়িত্ব পালন করতে হবে তা জানালে নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করব। আর কেউ যদি মনে করে থাকেন আমার বদলে অন্য কেউ আরো ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারবেন , তবে আন্তরিকভাবে স্বাগতম।


আমি একটা প্রস্তাব রাখতে চাই, তা হচ্ছে ব্লগারদের সাথে ইউল্যা্বের যে তদন্ত ক্ষেত্রে সমন্বয় প্রক্রিয়া, সেখানে ব্লগার ফিউশন ফাইভ যাতে অবশ্যই সংশ্লিষ্ট থাকেন।

৯৬৪| ১৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৭

পাগলমন২০১১ বলেছেন: ১. ব্লগার একরামুল হক শামীম

২. ব্লগার আশীফ এন্তাজ রবি

উনাদের দুজনের প্রতিই সমর্থন রইলো ।

৯৬৫| ১৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৪

সবুজ-ভাই বলেছেন: পড়েছিলাম মোবাইল থেকে কদিন আগে লেখাটা। লজ্জা ,কষ্ট আর ব্যথা অনুভব করি যখন অতীতের কিছু এমন ঘটনা যা দূঃস্বপ্নের মত আজও মনে পড়ে যায় কিছু বলার বা লেখার ইচ্ছেও হারিয়ে যায়। তারপরও আপনাকে ধন্যবাদ যে কিছুটা এ্যফেক্ট করাতে পেরেছেন তা না হলে আজকাল খুব কম মানুষই নিজ স্বার্থ ত্যাগ করে এগিয়ে আসে।

আমি ইতালী থাকি। মোরাল সাপোর্ট রইল। নিজেকে ইনভলভ্ড করতে পারলে শান্তি হত কিন্তু সমস্যাও হত। ভদ্র পোশাক পড়া তদন্ত কমিটির লোকযোন এর কথাবার্তা আমার আবার সহ্য হত না। লোক দেখানো, নাম কামানো ভন্ডামি দেখতে দেখতেই জীবন পার করলাম। এইযে এত কথা আলোচোনা এসব হল সময় অপচয় যেটা করতেই সবাই পছন্দ করে কিন্তু কথা কম কাজ বেশী কেও করে না।

শিক্ষার উদ্দেশ্য যদি মানুষ হওয়া না হয়ে, ভাল ছাত্র হওয়া, সার্টিফিকেট পাওয়া, সমাজিক মর্যাদা, ভাল জব এসব হয় তো স্বাভাবিক ভাবেই মানবিক মূল্যবোধহীন একটা জাতি তৈরী হবে এতে অবাক ও হই না।

শুভ কামনা রইল সবার প্রতি সুষ্ঠ বিচার এর আশা করি না তবে আশা করি অমানুষ ভাই গুলো যেন কিছু শাস্তি পায় কারন শিক্ষা এদের হবে না কোনদিনই।

৯৬৬| ১৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রস্তাবিত প্রতিনিধি ১. ব্লগার একরামুল হক শামীম এবং ২. ব্লগার আশীফ এন্তাজ রবি'র প্রতি ১০০% সমর্থন রইলো। তবে, আমি মনে করি প্রতিনিধি সংখ্যা একজন বাড়িয়ে ব্লগার কৌশিককে/ফিউশন ফাইভকে এঁদের সাথে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তাঁর দিকনির্দেশনাগুলো খুব কার্যকরী ও প্রয়োজনীয় মনে হয়।

৯৬৭| ১৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একই সঙ্গে, আইনি সহায়তার জন্য যে-কোনো এ্যাডভোকেট ব্লগার বন্ধুগণ স্বউদ্যোগে এঁদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আইনগতভাবে এটা সম্মত হয় কিনা জানি না- আমার মনে হচ্ছে যে কেউ, বিশেষ করে ব্লগার সর্বনাশা সংশ্লিষ্ট থানায় কেইস, বা অন্তত একটা জিডি করতে পারেন। এই অথোরিটিতে সিঁদুর পরা পেঁয়াজু-পুরী বিক্রেতাকে অতি শীঘ্র গ্রেফতারের ব্যবস্থা করে ফেলা। সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, তার কাছে আরো অধিক গুরুত্বপূর্ণ তথ্য হয়তো রয়ে গেছে যা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসতে পারে।

৯৬৮| ১৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪০

কানা-বাবা বলেছেন: বিদেশে থাকায় আন্দোলনের সাথে যুক্ত হতে পারছি না। তবে মনে প্রাণে সহমত পোষণ করছি। এগিয়ে যান, যদি কোন সাহায্য লাগে যা প্রবাসে থেকেও করা সম্ভব তা বলতে দ্বিধা করবেন না।

৯৬৯| ১৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

শরীফ জাকের বলেছেন: ব্লগ ও সংবাদপত্রে এত লেখালেখির পরও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য আসেনি । এটা সত্যিই খুব দুঃখ জনক ...

৯৭০| ১৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

আকাশ_পাগলা বলেছেন: সর্বশেষ ছেলেগুলো অবস্থান নিয়েছিল ইউ ল্যাবের ভবনের মূল প্রবেশপথের সরাসরি সামনে ফুটপাথের ওপর ও তার পাশের গলিতে। সুতরাং, সিসিটিভিতে কতটুকু চিত্র ধরা পরেছে, সে ব্যাপারে আমি যথেষ্টই সন্দিহান।



@ব্লগার সর্বনাশাঃ
ভিডিওতে ইভটিজিং এর ঘটনা দেখা না যাক, ঐসময় কারা কারা ছিলো, সেটা ত দেখা যাবে ! তখন এদের মধ্যে থেকে আপনি চিহ্নিত করলেন যে কারা দোষী ছিলো। ওদের ছবি দিয়ে ভেসে যাক পুরা ব্লগ আর ফেসবুক আর মিডিয়া। ফিফা সেই কাহিনী দেখানোর কথা বলছে না, বলছে ঐ বদমাশ গুলা সহ অন্যান্য যত স্টুডেন্ট ছিলো সবার ছবি সিসিটিভিতে থাকবে। এরমধ্যে আপনি খুঁজে দেখবেন।

৯৭১| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৩৫

মনে নাই বলেছেন: ইউল্যাব কর্তৃপক্ষ যদি ওদের ডাটাবেজ থেকে সেই অপরাধীর সবকিছু মুছেও দিয়ে থাকে, তারপরও তাদের এটেন্ডেন্সের জন্য নিশ্চয় হার্ডকপি রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে সকল টিচারের কাছেই এই খাতা থাকার কথা। এখান থেকেও কিছু তথ্য পেতে পারেন।

৯৭২| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৪৫

রবিনহুড বলেছেন: {গ. সবথেকে ভয়াবহ যে তথ্যটি যেটি আমি পেয়েছি, সেটি হচ্ছে ইউ ল্যাব কর্তৃপক্ষ চিহ্নিত সন্দেহভাজন ছাত্রদের সকল তথ্য, ছবি, প্রোফাইলসহ
তাঁদের ডাটাবেজ থেকে মুছে ফেলেছেন।}

@

ভয়াভয় রকম তথ্য ... :||
যাই হোক ইউল্যাবের বাৎসরিক কোন ম্যাগাজিন বা সংশিষ্ট ডিপার্টমেন্টের কোন স্বরনিকা থাকে কুলাঙ্গারটার ছবি গংগ্রহের চেষ্টা করা যেতে পারে।

যেহেতু ঘটনাটা ঘটেছে রাস্তার ফুটপাতে, সেই ক্ষেত্রে ঘটনার স্থানটি সিসিটিভির আওতাধীন না হলে ছবি তো পাওয়া যাবে না..

তাই দেখতে হবে ইউল্যাবের প্রবেশদ্বারে যে সিসিটিভি লাগানো আছে সেই সিসিটিভির ফুটেজ পরিক্ষা করতে হবে।

আরেকটা বিষয় সেইদিনের বা তার আগের ২/১ দিনের সব গুলো সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পরিক্ষা করে দেখা দরকার।

কারন অন্তত সেই দিন কোন একটা না একটা সময় কুলাঙ্গার তো ইউল্যবে প্রবেশ করেছিল।

৯৭৩| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৪৯

ভাঙ্গা হৃদয় বলেছেন: আমি বুঝি না এই ব্লোগে কত পুলিশ ভাই র‌্যাবভাই আছেন তাদের মনে হয় লিঙ্গ বলতে কিছু নাই। নাইলে এতদিনে তো সমস্যা সমাধান করার কথা। এরপর থেকে যদি কোন পুলিশ ভাই র‌্যাবভাই ব্লগান তাদেরকে আমি ডইরেক্ট লিঙ্গ হীন বলব।

৯৭৪| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৫৩

সাজিদ ঢাকা বলেছেন: প্রস্তাবিত প্রতিনিধিদুজনের প্রতিই সমর্থন রইলো

৯৭৫| ১৭ ই মে, ২০১২ রাত ৯:৪৩

এসাসিন বলেছেন: আগামী কালকের মানব বন্ধন এর কি পরিকল্পনা????

ফেসবুক গ্রুপ কালকে ৪ টায় জদুঘরের সামনে মানববন্ধন এর ডাক দিয়েছে।

তবে মানববন্ধন ইউ ল্যাব এর সামনে হলে ভালো হয়।

৯৭৬| ১৭ ই মে, ২০১২ রাত ১০:২২

ইরফান রিজভী বলেছেন: ফেসবুক গ্রুপ যেখানে ডেকেছে সেখানেই যাওয়া উচিৎ। একাধিক জায়গার কথা বললে ব্লগাররা বিভ্রান্ত হয়ে যাবে।

৯৭৭| ১৭ ই মে, ২০১২ রাত ১০:৩৬

ইরফান রিজভী বলেছেন: সর্বনাশা ভাইয়ের সাহসের জন্য সাধুবাদ। তার এ যাবৎ সকল প্রচেষ্টার জন্যও সাধুবাদ। কিন্তু তার সব শেষ বক্তব্যটা সামান্য চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে। যিনি বাদী, তিনিই সাক্ষী; এটা কিভাবে হয়?

৯৭৮| ১৭ ই মে, ২০১২ রাত ১০:৫৭

মিস্টিক ফিউচার বলেছেন: দুইজনের প্রতিই সমর্থন রইলো। তবে এর সাথে ফিউশন ফাইভের সংশ্লিষ্টতা আশা করছি

৯৭৯| ১৭ ই মে, ২০১২ রাত ১১:১৯

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: সর্বনাশাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবনা, সে প্রতিবাদের প্রতীক হয়েই থাকবে। ইভটিজারদের সর্বনাশ না দেখে আমরাও ছারছিনা। আমরা কি পারিনা সারাদেশ ব্যাপি ইভটিজিং বিরোধী একটি সংগঠন গড়ে তোলে তার ব্যানারে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে ?
আসুন আমরা সকলে দল-মত নির্বিশেষে একটি ব্যানারে সমবেত হই।

৯৮০| ১৭ ই মে, ২০১২ রাত ১১:৪৪

জাহান শাহ বলেছেন: সাধুবাদ এবং জোর সমর্থন জানাচ্ছি সময়ের সাহসী ব্লগারদেরকে। কথিত কুলাংগারদের যদি বিচার করা যায় তাহলে ব্লগের বিপ্লব ঘটে যাবে আর সমাজ হবে কলংকমুক্ত।

৯৮১| ১৭ ই মে, ২০১২ রাত ১১:৫৯

ইরফান রিজভী বলেছেন: শহিদুল ইসলাম মৃধা কে ধন্যবাদ তার প্রস্তাবনার এর জন্য। তিনি সঠিক বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ শুধুমাত্র ইভ টিজিং এর বিরুদ্ধে লড়া।

৯৮২| ১৮ ই মে, ২০১২ রাত ১২:২৪

চির সবুজ ২৫ বলেছেন: Click This Link

৯৮৩| ১৮ ই মে, ২০১২ রাত ১২:৪৩

নরসিংদীর পোলা। বলেছেন: সাধুবাদ এবং জোর সমর্থন জানাচ্ছি সময়ের সাহসী ব্লগারদেরকে। [/sb



সহমত।

৯৮৪| ১৮ ই মে, ২০১২ রাত ২:২৮

ফিউশন ফাইভ বলেছেন:
প্রিয় সর্বনাশা,
আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতো অসামান্য প্রাণশক্তিসম্পন্ন একজন ব্লগারের সহযোগী হতে পেরে আমি গর্ববোধ করি।

■ আগেই বলেছি, ব্লগার প্রতিনিধি হিসেবে আশীফ এন্তাজ রবি এবং একরামুল হক শামীমের মনোনয়ন যথার্থ। নাহিয়ানও তাদের সঙ্গে আগ্রহ নিয়েই কাজ করবেন বলে আমার ধারণা। ব্লগার অপ্রিয় সত্য কোথায়? এদের ওপর দায়িত্ব দেওয়ায় ব্যক্তিগতভাবে আমি নিজে স্বস্তি বোধ করছি। সবচেয়ে বড়ো কথা, এর মাধ্যমে মাইকপ্রিয় অনলাইন অ্যাকটিভিস্টওয়ালাদের খপ্পর থেকে আপাত রেহাই পেয়ে ব্লগারদের এই অভূতপূর্ব অসাধারণ আন্দোলন আরো বেগবান হওয়ার আশা তৈরি হয়েছে। এই দুই প্রতিনিধির সঙ্গে ব্যক্তিগতভাবে আমি আগামীকালের মধ্যেই অনলাইনে বসবো। স্বল্পজ্ঞানসম্পন্ন একজন গণমাধ্যমকর্মী হিসেবে এই ধরনের ঘটনা অনুসন্ধানে সচরাচর আমরা যেসব কৌশল ব্যবহার করি, সে বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করার আশা রাখি।

■ সিসিটিভি ফুটেজের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছি এই কারণে যে, ইউল্যাব কর্তৃপক্ষ সেটা ব্যবহার করেই দোষীদের শনাক্ত করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি ইতিমধ্যে। আপনাকেও নিশ্চিত করতে পারি, ইউল্যাব কর্তৃপক্ষ সেই অপরাধীদের শনাক্ত করে ফেলেছে। এ নিয়ে দ্বিধার কোনো অবকাশ নেই।

■ ভিকটিম এবং আপনি দুজনেই ঘটনার গুরুত্বপূর্ণ অংশ। ফলে ভিকটিম তো নয়ই, কৌশলগত কারণে চলমান আন্দোলনের বর্তমান পর্যায়ে কোনো উদ্যোগে আপনার সরাসরি অংশগ্রহণ না থাকাটাই ভালো হবে। কেবল চূড়ান্ত পর্যায়ে আপনাকে ভূমিকা রাখতে হবে। সাধারণ দায়িত্বগুলো অন্য ব্লগাররাই ভাগাভাগি করে পালন করুক। আশার কথা, অনেক ব্লগারেরই এই দায়িত্ব পালনে আগ্রহ আছে।

■ আমাদের সবারই লক্ষ্য এক ও অভিন্ন - সেই অপরাধীদের শনাক্ত করা। এটা আবারও বলতে চাই, ইউল্যাবের কোনো কূটচালের কাছেই আমরা ব্লগাররা হারবো না।

এই ফাঁকে বলে রাখা ভালো, আমি সেলিব্রিটি গোছের কেউ নই। নিতান্তই সাধারণ এক ব্লগার। গতকাল যিনি রেজিস্ট্রেশন করেছেন তার সঙ্গেও বস্তুত আমার কোনো পার্থক্য নেই। বলাবাহূল্য, ব্লগে সবাই সমান। এখানে সিনিয়র-জুনিয়র, উঁচু-নিচু ভেদাভেদ টানার সুযোগ নেই।

৯৮৫| ১৮ ই মে, ২০১২ রাত ২:৪৬

ভুদাই আমি বলেছেন: আপনারা এগিয়ে যান.........শুভকামনা রইলো.................

৯৮৬| ১৮ ই মে, ২০১২ ভোর ৫:৩০

গিটারম্যান বলেছেন: প্রস্তাবিত প্রতিনিধি দুজনের প্রতিই সমর্থন রইলো .


আর সব সময় পাশে আছি ।

৯৮৭| ১৮ ই মে, ২০১২ ভোর ৬:২৬

তাহসিন আলম বলেছেন: শহিদুল ইসলাম মৃধা কে ধন্যবাদ তার প্রস্তাবনার এর জন্য। তিনি সঠিক বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন।

৯৮৮| ১৮ ই মে, ২০১২ সকাল ১০:২৬

মুঘল সম্রাট বলেছেন: শরীফ জাকের বলেছেন: ব্লগ ও সংবাদপত্রে এত লেখালেখির পরও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য আসেনি । এটা সত্যিই খুব দুঃখ জনক ..

সরকারতো বিরোধী দল সামলাইতে ব্যস্ত ইভ টিজিং কেন ধর্ষ..... হইলেও ব্যাপার না। দুঃখ লাগে এরপরও আমরা ভাল চোর বেছে নেয়ার জন্য ভোট দেই।

ইভ টিজিংয়ের শিকার বোনটির যদি কোন রাজনৈতিক ভাই থাকতো তাহলে হয়তো সামু জানার আগেই কুলাঙ্গারগুলো শাস্তি পেত। আল্লাহ সব বোনের জন্য একটা রাজনৈতিক ভাই ব্যবস্থা করে দেন।

নাহিয়ান ভাইয়ের প্রতি সমর্ধন রইল।

৯৮৯| ১৮ ই মে, ২০১২ দুপুর ১২:০৯

শরৎ চৌধুরী বলেছেন: এই পোষ্টের সাপেক্ষে একটা পোষ্ট দিয়েছিলাম, এই পয়েন্টগুলো আবার যুক্ত করার প্রয়োজন মনে হল,
১. এটা কেবল আর সামাল দেয়ার মত ঘটনা নয়, (তা সে যেই যত বড় কতৃপক্ষই মনে করুক না কেন), বরং মূল কাজ হল অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করা (আর এই কাজে সংশ্লিস্ট প্রতিষ্ঠানসমূহের আন্তরিকতা আর স্বচ্ছতাই তাদের প্রতি জনমানুষের মনোভাব ঠিক করবে)।
২. সকলের পক্ষ থেকে প্রতিবাদকারী এবং আক্রান্ত মানুষটির নিরাপত্তা নিশ্চিত করা।
৩. আলোচনা, গণসংযোগ, আন্দোলন প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার মানদন্ডে আপোষহীন থাকা।
৪. কোন বিশেষ প্রতিষ্ঠান নয় বরং অন্যায়ের প্রতিবাদের প্রতি ফোকাস রাখা (প্রতিষ্ঠান সমূহ যদি অন্যায়কে জায়গা দেয় তাহলে আপনাআপনি সেটি নিজের পতন ডেকে আনবে, বিশেষ কোন চেষ্টা করার দরকার হবে না।)
৫. প্রচলিত রাজনৈতিক চর্চার রং এর দরকার নেই, কেননা আজকের প্রতিষ্ঠিত দল সমূহও ঐতিহাসিকভাবে জনগণের শক্তির উপর নির্ভর করেই প্রতিষ্ঠিত হয়েছিল।
৬. বিশেষ নেতার (নারী/পুরুষ উভয়ার্থে) প্রয়োজন নেই, প্রয়োজন দক্ষ ও সৎ সমন্বয়কারীদের
৭. সত্য প্রতিবাদের চর্চার প্রতি অসীম শ্রদ্ধা
৮. শক্তি জনগণের, আর যে কোন প্রতিষ্ঠান যে সেটার উপর নির্ভরশীল সেটি বারবার মনে রাখা।
৯. ব্লগে, পথে, প্রতিষ্ঠানে প্রতিবাদে অংশগ্রহণকারীদের আন্তরিকতার একমাত্র মানদন্ড স্বচ্ছতা।
১০. লড়াইটা আত্মমর্যাদার, আর অর্জিত হবার আগ পর্যন্ত সমস্ত পরিবর্তনকেই অসম্ভব মনে হয়েছিল, যেমন “৫২, “৬৯, “৭১, “৯০......

৯৯০| ১৮ ই মে, ২০১২ দুপুর ১:৪১

সাব্বির শাহরিয়ার বলেছেন: তদন্ত চলাকালে ভিকটিম যেন আন্দোলনে সরাসরি না জড়ায়, এটা ফিফার ভাল উপদেশ। একই সাথে কমিটিতে ব্লগার প্রতিনিধি যারা, তাদেরও এখন/ কমেন্ট না করা ভাল। নইলে অন্যরা তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তলার সুযোগ পাবে।
তবে সিসি টিভির ব্যাপারে আমি ফিফার সাথে একমত হতে পারলাম না। ইউল্যাব এর একমাত্র প্রবেশ পথ ৪/এ তে। ৫/এ ইউল্যাব এর পেছনের রাস্তা; ওদিকে কোনো গেইট বা সিসি টিভি নেই। খোঁজ নিতে হবে আশেপাশের কারও সিসি টিভিতে ঐ জায়গার ফুটেজ আছে কিনা।

৯৯১| ১৮ ই মে, ২০১২ বিকাল ৪:৪১

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: ইরফান রিজভী এবং তাহসিন আলম সহ সকলকে আমার প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়ায় ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ব্যানার নির্বাচনের প্রক্রিয়া শুরুর তাগিদ দিচ্ছি। আশাকরি সকলে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিবেন।

৯৯২| ১৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০২

যা ইচ্ছে তাই বলেছেন: ফিফা কি করে জানলেন যে ইউল্যাব তাদের রেকর্ড মুছে ফেলেছে? ছাত্রের কাছে আইডি সহ কত রকম রেকর্ড থাকে! সে সহযোগিতা না করলে, রেকর্ড মুছে কি লাভ? আর ইউল্যাব যদি তাকে গোপনেও বহিষ্কার করতে চায়, সে কোন দুঃখে কর্তৃপক্ষকে সাহায্য করবে?

মন্তব্য দেখে মনে হচ্ছে অনেকের মত ফিফাও প্রকৃত ঘটনা নির্ণয় বা ইভটিজিং প্রতিরোধের চেয়ে ইউল্যাব-কে ধরতেই যেন বেশী আগ্রহী। এধরনের আচরণ তরুণ ব্লগারদের ক্ষেত্রে চলে। ফিফার মত ব্লগারের কাছ থেকে আরও যুক্তিবাদী মন্তব্য আশা করি।

৯৯৩| ১৮ ই মে, ২০১২ রাত ৯:৪৫

সাব্বির শাহরিয়ার বলেছেন: সর্বনাশা ভাই এর উত্থাপিত ইভটিজিং বিষয়ক আলোচনায় অনেকেই দেরিতে আসছেন। তাদের জ্ঞাতার্থে একজন প্রত্যক্ষদর্শীর ঘটনা সম্পর্কিত বিবরণ তুলে দিলামঃ

ULAB ভার্সিটির ঘটনার কিছু তথ্য
১২ ই মে, ২০১২ রাত ১২:২১
শেয়ারঃ
0 90 8

প্রথমেই সর্বনাশা র ব্লগে করা আমার কমেন্ট
---------------------------------
ঘটনার সম্পূর্ণ স্বাক্ষী। আমি নারী কন্ঠের চিৎকার শুনে এগিয়ে যাই। দুজন কে দৌড়াতে দেখি। পিছনের জন ধরা পরে ULAB এর সামনে। সামনের জনকে আমিই মারতে মারতে নিয়ে আসি। খালি গায়ের ছেলেটার কাছে মারতে এসে দেখি সম্পূর্ণ ঘুরে গেছে। পিছন থেকে পিঠে খামচে ধরার পর দেখি সবাই তার পক্ষে কথা বলছে। আসলে আপনি এক্সাইটেড হয়ে গেছিলেন। কিছু না মনে করলে বলি , আরেকটা সমস্যা ছিল আপনার সঙ্গের ভদ্র মহিলাটি সম্ভবত চিতকার করে থামতে বলছিলেন আপনাকে।
পান দোকানদার ছেলেটাকে নিয়ে যাওয়ার সময় আমার সাথে তার কথা কাটাকাটি হয়। আসলে লোকজন আপনার পক্ষেই ছিল, দুই একজন, স্পেশালি ওই দোকানদার টা ঝামেলার মূল। মানুষ কিছু বুঝে ওঠার আগে সে তাকে নিয়ে যায়।
আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আপনার contact number নেয়ার জন্য আমি ফিরে আসি। এবং সঙ্গে কিছু 'পোলাপান' আনতেই আমার দেরি হয়। এসে আপনাকে বা চা দোকানদার কে কাউকেই পাইনি ।
----------------------------------------------

১। কিছু সংশোধনী - দোকানদার ছেলেটা পানের দোকানদার না, ULAB এর পাশেই (হাক্কানী মসজিদের গলিতে ) পুরি-পিয়াজুর দোকানদার। ছেলেটা শুকনা করে , মাথার মাঝখানে সিথি করা নেশাখোর দের মত দেখতে। সম্ভবত ঝিগাতলা ধোপা-পারার বাসিন্দা। আমি আজকে ওর খোজে ULAB এর সামনে তিনবার লোক পাঠিয়েছি যারা ওকে অন্তত চেহারায় চিনে। কিন্ত সম্ভবত আজকে সে আসেনি। নাম জানার অনেক চেস্টা করেছি , পারিনি।

২।ULAB কর্তৃপক্ষ আজকে খোজ-খবর নিয়েছে এ ব্যাপারে, আমি আজকে অফিস থেকে ফেরার পর পরিচিত দোকানদারদের কাছ থেকে জানতে পারলাম।

৩। যারা কোন action এ যেতে চান , আপনাদের প্রথম target হওয়া উচিত দোকানদার। ওকে ছারা খোজ বের করা অসম্ভব, আমি এই জায়গায় আড্ডা মারি যখন এখানে পিজ্জা ইন নামের দোকান ছিল তখন থেকে। আমি অন্তত ULAB এর কমন ছেলেদের চেহারায় চিনি। এই ছেলে এমন কেউ না। এমনকি সামনের যে ছেলেটা (কালো গেঞ্জি বা শার্ট পরা) দৌড়ে পালাচ্ছিল (ওকে আমিই মারতে মারতে নিয়ে আসি, সম্ভবত ও ই মার খেয়েছে সবচে বেশি অথচ আসল দোষী হয়ত বেচে গেছে) তাকেও কখনো আমার চোখে পরেনি।

৪| ঘটনা টা হয়ত সর্বনাশা ভাইয়ের পক্ষেই মোড় নিত, কিন্তু উনি একেত খুব এক্সাইটেড ছিলেন (এটাই স্বাভাবিক) আর উনি যখন বার বার কথা বলতে বা ছেলেটাকে ধরতে এগিয়ে আসছিলেন ততবার ওনার সাথের ভদ্রমহিলা ওনাকে থামানোর চেষ্টা করছিলেন। তৃতীয় পক্ষ হিসেবে দেখেলে মনে হবে এতে ঘটনার গুরুত্ব কমে গেছে। ফলে ঘটনাটা এমন হয়েছে যে সম্পুর্ন ঘটনা মানুষ বুঝে উঠার আগে ছেলেটাকে মাত্র দুই একজন সরিয়ে নিয়ে যায়। এমনকি সম্পুর্ণ ঘটনা আমি ওনার মুখ থেকে শুনি ঘটনার শেষ পর্যায়ে, (ভাই আপনি যখন হাত দিয়ে দেখাচ্ছিলেন, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি) শোনামাত্র আমি এলাকার ছেলেদের নিয়ে আসি, কিন্তু তখন সর্বনাশা ভাই, দোকানদার বা ওই ছেলে কাউকেই পাইনি।

৫। ঘটনার শেষ পর্যায়ে আমার সাথে তার হাল্কা কথা কাট-কাটি হয়, তার কথার মর্মার্থ ছিল তার মত ULAB এর ৪র্থ বর্ষের (সে সেমিস্টার বলেনি, বলেছে 4th year) সভ্য সুশীল ছাত্র কে আমি কেন তুই তোকারি করছি। সে সময় ঐ দোকানদার ই তাকে সরিয়ে নিয়ে যায়।

৬। আমি যদিও খুব ব্যাস্ত মানুষ, গতমাসে আমাকে ১৫-১৬ দিন অফিসে থাকতে হয়েছে, কিন্তু আমি ইনশাল্লাহ সেই দোকানদার এর নাম এবং ছবি দেয়ার চেস্টা করব। যদি সে দোকানে নাই আসে তাহলে দোকানের মালিক কে চাপ দিতে হবে প্রশাসনিক ভাবে। এখানে ভুল এপ্রোচ করলে ঘটনা হিতে বিপরীত হতে পারে।

আমার কাছ থেকে কোন সাহায্যের প্রয়োজন হলে আমি অবশ্যই করব, হয়ত কমেণ্ট এর উত্তর দেয়া সম্ভব হবে না ব্যাস্ততার কারনে, আমি আসা করব সর্বনাশা ভাই তার contact number আমাকে দিবেন। আর সর্বশেষে বানান ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।

৯৯৪| ১৮ ই মে, ২০১২ রাত ১০:০৮

সামাউন খালিদ কলিন্স বলেছেন: আমরা সর্বদা আপনাদের পাশে আছি।

অফটপিকঃ আমি সেইফ হওয়া সত্তেও আমার কোনো পোস্ট প্রথম পাতায় আসছে না। আমার ব্লগের পোস্টের ডেট আর ভিউ সংখ্যা দেখলেই বুঝা যাবে। সামুকে ৪-৫বার জানানোর পরেও কোনো ব্যাবস্থা নেয়া হয় নি।
মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি

৯৯৫| ১৯ শে মে, ২০১২ দুপুর ২:২৮

নিপাট গর্দভ বলেছেন: এত দিনেও রাস্তার উপরের ঘটনা একটা, যা শয়ে শয়ে লোক দেখল, সেটার দোষীদের বের করা গেল না!!! জিনিসটাকে cool off করার টাইম দেওয়া হচ্ছে মনে হয়।

সাগর-রুনির মত আরেক ঘটনা হচ্ছে বোধয় ...

৯৯৬| ১৯ শে মে, ২০১২ দুপুর ২:৩৬

সাব্বির শাহরিয়ার বলেছেন: আবার সেই ইভটিজিং এর ন্যাক্কারজনক ঘটনা ঘটল আজ !!!

কিছুদিন আগে সাময়্যারইন ব্লগ এ ইউল্যাব এর সামনে একটি ন্যাক্কারজনক ইভটিজিং এর সম্পর্কে এক ভাইয়ের ব্লগটি পরেছিলাম। অই ঘটনাটা শোনার পর খুব খারাপ লেগেছিলো , খুব খারাপ লেগেছিলো অই আপুর জন্য । ঠিক এই রকম ঘটনা ঘটল আজ বাংলাদেশের একটি নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসির সামনে। আজ রাত ৮ঃ৩০ এর সময় হবে তখন, আমরা কয়েকজন টিএসসি থেকে আড্ডা দিয়ে সবাই যার যার বাসায় যাওয়ার জন্য উঠে রিক্সা ঠিক করছিলাম। আমাদের সাথে আমাদের এক আপুকে এক ভাই রিকসা ঠিক করে দেওয়ার জন্য এগিয়ে দিতে গিয়েছিলেন। আমরা তখনও কেউ রিকসা পাইনি। হটাত দেখলাম অই ভাই কার সাথে যেন বাকবিতণ্ডা করছেন । আমরা সবাই সামনে যাওয়ার পর যেইটা শুনলাম তা হল, অই ছেলেটা আমাদের অই আপুর গায়ে হটাত করে হাত দেয়, এবং এই ঘটনা সাথে সাথে আমাদের অই ভাইকে জানানো হলে তিনি এর প্রতিবাধ জানাতে গেলে অই ছেলে তাকে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র এবং এটা তাদের এরিয়া বলে তাকে হুমকি দেয় এবং এটা নিয়া বাড়াবাড়ি করলে এলাকা ছাড়া করবে বলে অই ভাইকে শাসাতে থাকে। তখন আমরা সাথে সাথে এই ঘটনার ব্যাপারে প্রতিবাদ করলে সে কয়েকজনকে ফোন করে ডেকে নিয়ে আসে। তখন তাড়াও আমাদের উপর চড়াও হয়ে মারমুখী অবস্থার সৃষ্টি করে।ওরা প্রায় ১০-১২ জন হবে।এক পর্যায়ে আমরা অসহায় হয়ে অই আপুর কথা চিন্তা করে আমরা সেখান থেকে চলে আসি। আসার সময় খুব কষ্ট লাগছিলো আমরা কিছু করতে পারলাম না বলে। অই আপুর কান্না দেখলে আমার এখনোও কষ্ট লাগে। আমি অই আপুর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো । আমরা সবাই কাপুরুষ এর মত সেইখান থেকে চলে আসলাম । আর কতদিন আমাদের এসব ঘটনা সহ্য করতে হবে । আমার তেমন ক্ষমতা নেই ওদের বিরুদ্ধে কিছু করার। জানি না আমি আজকে ঘুমাতে পারবো কিনা। ইভটিজিং এর এই অভিশাপ থেকে আমরা কবে মুক্তি পাবো ?? ।

[[ কৃতজ্ঞতাঃ তানভির ইসলাম ]]
By: ‎"অপ্রকাশিত সত্য "

৯৯৭| ১৯ শে মে, ২০১২ বিকাল ৩:৩১

মৌ-মাছি বলেছেন: ইভটিজিং মোকাবেলায় দরকার ব্লগের লেখক পাঠক সামাজিক আন্দোলন: একটি গঠনমুলক প্রস্তাবনা।

৯৯৮| ১৯ শে মে, ২০১২ বিকাল ৪:২২

রোকন রাইয়ান বলেছেন: অনেক দিন পর সামুতে ঢুকলাম, স্টিকিটা নজরে আসতেই একটানে পড়ে ফেললাম। ব্লগার সর্বনাশাকে ধন্যবাদ জানিয়ে খাট করতে চাই না। শুধু বলতে চাই আপনি যা করেছেন তাই কেবলই অসাধারণ। আমাদের অনেক প্রেরণা শিক্ষা আছে এতে। সেই সাথে একমত পোষণ করে বলছি, যাই করুন সাথে আছি. পাশে আছি... পাশে পাবেন....


আবারো ধন্যবাদ...

৯৯৯| ১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩১

এইচ এম শরীফ বলেছেন: এই 'তানভীর'-কে কঠোর জিজ্ঞাসাবাদ করে, তবে অপরাধীদের সনাক্ত করা সহজ হবে।
অপরাধীরা ধরা পরুক ও শাস্তি পাক।
তবে পেয়াজ-পুরি বিক্রেতা খবর দিতে গিয়ে সে নিজে যেন ওদের কর্তৃক ভিক্টিমে পরিনত না হয় সেই ব্যবস্থা যেন রাখা হয়।

ধন্যবাদ আপনাকে।

১০০০| ১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

যা ইচ্ছে তাই বলেছেন: নীচে একমাত্র প্রত্যক্ষদর্শী ব্লগার-এর মন্তব্য (#৯০৮) আমাকে একটু চিন্তিত করেছে:

সর্বনাশা বলেছেন, তিনি একা এবং কেবল বাইষ্ট্যান্ডার ছিলেন। কিন্তু এই প্রত্যক্ষদর্শী স্পষ্ট করে বলছেন, সর্বনাশার সঙ্গে একজন মহিলা ছিলেন এবং সর্বনাশা অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়ায় তাকে বার বার থামতে বলছিলেন। যিনি ইভটিজিং এর শিকার হন তিনিই কি এই মহিলা? তিনি সর্বনাশার সঙ্গী হয়ে থাকলে সর্বনাশা কেন সেটা চেপে গেলেন? প্রত্যক্ষদর্শীর কথা সত্য হলে এ ধরনের তথ্য গোপন কিন্তু গোটা অভিযোগ-কেই হেয় করে দেবে।

১০০১| ১৯ শে মে, ২০১২ রাত ৯:৫৯

ইরফান রিজভী বলেছেন: একটি বিশ্লেষণ: গত সাতদিনের প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর ও সমকাল পত্রিকা ঘেঁটে দেখলাম “সর্বনাশা”-র এই ব্লগ পোস্ট হওয়ার পর সারা দেশে এইসকল অপরাধ ঘটেছে: খুন - ৪৯; নির্যাতন - ৭; অপহরণ - ৫; ছিনতাই-ডাকাতি - ৫; প্রতারণা - ১১; অন্যান্য - ৪।

এই যে ৮০-টির ওপর অপরাধ এর মধ্যে ঘটে গেল, যার অনেকগুলোই “ইভটিজিং”-এর চেয়েও গুরুতর- যেমন, খুন, অপহরণ ইত্যাদি- তার ব্যাপারে সামূ-র অবস্থান কি?

১০০২| ১৯ শে মে, ২০১২ রাত ১০:০৩

গিটারম্যান বলেছেন: ইভ টিজিং প্রতিরোধে একটা পেজ খোলা হয়েছে । আন্দোলনে সবাই এগিয়ে আসুন ।



আমরা ইভ টিজিং করি না, আমরা ইভ টিজারদের প্রতিরোধ করি
আমরা ইভ টিজিং করি না, আমরা ইভ টিজারদের প্রতিরোধ করি

১০০৩| ১৯ শে মে, ২০১২ রাত ১০:০৩

গিটারম্যান বলেছেন: ইভ টিজিং প্রতিরোধে একটা পেজ খোলা হয়েছে । আন্দোলনে সবাই এগিয়ে আসুন ।



আমরা ইভ টিজিং করি না, আমরা ইভ টিজারদের প্রতিরোধ করি
আমরা ইভ টিজিং করি না, আমরা ইভ টিজারদের প্রতিরোধ করি

১০০৪| ১৯ শে মে, ২০১২ রাত ১০:০৮

রাহিক বলেছেন: নিচের লিংকে উল্লেখিত ফেসবুক পেইজখান লাইকান দিনি,
http://Www.facebook.com/basherlathi

১০০৫| ২০ শে মে, ২০১২ বিকাল ৪:২৭

অর্ফিয়াস বলেছেন: যা ইচ্ছে তাই বলেছেন: নীচে একমাত্র প্রত্যক্ষদর্শী ব্লগার-এর মন্তব্য (#৯০৮) আমাকে একটু চিন্তিত করেছে:

সর্বনাশা বলেছেন, তিনি একা এবং কেবল বাইষ্ট্যান্ডার ছিলেন। কিন্তু এই প্রত্যক্ষদর্শী স্পষ্ট করে বলছেন, সর্বনাশার সঙ্গে একজন মহিলা ছিলেন এবং সর্বনাশা অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়ায় তাকে বার বার থামতে বলছিলেন। যিনি ইভটিজিং এর শিকার হন তিনিই কি এই মহিলা? তিনি সর্বনাশার সঙ্গী হয়ে থাকলে সর্বনাশা কেন সেটা চেপে গেলেন? প্রত্যক্ষদর্শীর কথা সত্য হলে এ ধরনের তথ্য গোপন কিন্তু গোটা অভিযোগ-কেই হেয় করে দেবে।

- এ ধরনের প্রশ্ন তোলা পুরোই অবান্তর। তর্কের খাতিরে ধরে নিলাম সংগী নারীটি ব্লগার সর্বনাশার সাথেই ছিলেন- তাই বলে কি মাফ হয়ে গেলো ইভটিজিং এর অপরাধ?

১০০৬| ২০ শে মে, ২০১২ রাত ৮:৪০

আশীফ এন্তাজ রবি বলেছেন: ব্লগার একরামুল হক শামীমের পরীক্ষা। সময় দেয়ার ব্যাপারে তার একটু সমস্যা রয়েছে। এ সত্ত্বেও,শামীম তার পরীক্ষার সময়টুকু বাদ দিয়ে যতটুকু পারা যায়, আমাদের নানা আইনি সমস্যা থেকে শুরু করে সাংবাদিকতার ক্ষেত্রে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিন্তু স্বশরীরে তদন্ত কমিটিতে উপস্থিত থাকতে তার পক্ষে এই মুহূর্তে বেশ অসুবিধার।

কাজেই আমাদের সেকেন্ড চয়েসে যেতে হচ্ছে।

অনেক ব্লগারই আমাদের তদন্ত দলকে সহযোগিতা করার জন্য প্রস্তাব দিয়েছেন। বিভিন্ন পেশা, বিভিন্ন ক্ষেত্রের মানুষদের এই সাড়ায় আমি অভিভূত। এর মধ্যে একজন ব্লগার সাইদুল, যিনি প্রাক্তন সরকারী কর্মকর্তা। সবচেয়ে বড় কথা, এই জাতীয় তদন্ত কাজে তার দারুন অভিজ্ঞতাও রয়েছে। তিনি তদন্ত কর্মকান্ডে যোগ দিয়ে তার অভিজ্ঞতা থেকে আমাদের সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন। বিদ্যমান পরিস্থিতিতে আমি ব্লগার সাইদুলকে তদন্ত কমিটিতে অর্ন্তভুক্ত করার ব্যাপারে প্রস্তাব দিচ্ছি।
আরেকটু কথা, পুরো প্রক্রিয়াটিকে আরেকটি গতিশীল করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। অনেক সময় ক্ষেপন হয়ে গেছে। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড।

১০০৭| ২০ শে মে, ২০১২ রাত ১০:০৩

একরামুল হক শামীম বলেছেন: আমার বিষয়টি বিবেচনা করে প্রস্তাব উত্থাপনের জন্য রবি ভাইকে ধন্যবাদ। আমার পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করবো।

বিভিন্ন আলোচনার মাধ্যমে যতোটুকু জেনেছি তাতে বলতে পারি ব্লগার সাইদুল ইসলাম ভালো চয়েস।

খুব শিগগরিই ব্লগারদের প্রতিনিধিসহ তদন্ত কমিটি কাজ শুরু করবে বলে আশা করছি।

১০০৮| ২০ শে মে, ২০১২ রাত ১০:৪৭

জানা বলেছেন:

অনেক ধন্যবাদ আসিফ এন্তাজ রবি এবং একরামুল হক শামীম। আশা করছি ব্লগার শর্বনাশা এখানে তাঁর মতামত জানাবেন।

সবার নজরে আনার জন্য আমি উক্ত ব্লগারের মেইলটি হুবহু এখানে তুলে দিচ্ছি:

Dear Administrator SOMEHWEREINBLOG,

Let me take the opportunity to convey my good wishes to SOMEWHEREINBLOG, that has created an unique opportunity for common people to share their experiences, views and opinions and thereby could make uncommon things happened. I am also an old blogger (in both senses) of this platform. Recently one 'sticky post' regarding eve teasing in your blog-site caught my attention and I had been following that for last few days. At this stage, I feel that a proper investigation is the foremost thing that can resolve all the disputes rather than making other different actions.

Due to my background and previous vast experiences in different types of inquiries on very complex matters, I think I can contribute something to investigate the matter that gonna take place jointly with that mentioned university. Right at this point, all concerned should always keep it in mind that we should be careful enough not to tarnish the images of any individual or any institute before they are blamed. Only a proper investigation in this regard can ensure a safe landing to our destination to find out the culprits in order to make the society more safer for our ladies and children.

Mentionable that the source of my interest is the sense of being a responsible member of the society that all we share and that we belong to, surely not for any personal gain. Let me know if you need my assistance, at all.

Thanking you,
Saidul Islam

শাহেদ সাইদ
Blogger

১০০৯| ২০ শে মে, ২০১২ রাত ১০:৫৫

নাহিয়ান বিন হোসেন বলেছেন: ব্লগার আশীফ এন্তাজ রবি যে কথা গুলো বলেছেন তাতে পূর্ন সমর্থন জানাচ্ছি। যেহেতু পরীক্ষার কারনে একরামুল হক শামীম ভাইয়ের পূর্ন সময় দেয়া সম্ভব না সেহেতু এক্ষেত্রে সেকেন্ড চয়েস বিবেচনা করা অবশ্যই যুক্তিযুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ন যে ব্যাপারটি আশীফ ভাইয়ের কমেন্টে উঠে এসেছে তা হচ্ছে, এক্ষেত্রে রিপ্লেস হিসেবে যাকে ভাবা হচ্ছে তিনি এক্ষেত্রে ( তদন্ত এবং আইনি প্রক্রিয়া) অভিজ্ঞ এবং দক্ষ। তদন্তের দ্রুত অগ্রগতির জন্য এটা খুবই সহায়ক একটা ব্যাপার হবে তা বলাই বাহুল্য। শামীম ভাই পূর্ন সময় না দিতে পারলেও সার্বিক সহযোগিতায় তিনি থাকবেন তা তার কমেন্টেই উল্লেখ করেছেন। সুতরাং এখন সম্ভ্যাব্য নতুন সদস্য এবং আশীফ ভাইয়ের সমন্বয়ে ব্লগারদের পক্ষ থেকে যে প্রতি্নিধিদল তৈরি হচ্ছে তাদের সাথে পূর্ন সহযোগিতামূলক মনোভাব বজায় রেখে ইউল্যাব অথরিটি দ্রুত একটি স্বচ্ছ তদন্ত করবে সে আশা করছি।


সময় আসলেই দ্রুত যাচ্ছে। সুতরাং আশা করছি অতি শীঘ্র পুরো প্রক্রিয়াটি গতিশীল হবে। এক্ষেত্রে আমরা যারা ব্লগার তাদের সকলের অব্যাহত নৈতিক এবং বাস্তবিক সমর্থন ও অপরিহার্য।

১০১০| ২০ শে মে, ২০১২ রাত ১০:৫৫

জানা বলেছেন:


সংশোধন: ব্লগার সর্বনাশা।

১০১১| ২১ শে মে, ২০১২ রাত ১২:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জনাব/জনাবা,

জানা/আশীফ এন্তাজ রবি/একরামুল হক শামীম,


ব্লগার, @শাহেদ সাইদ এর যদি এই রকম তদন্তের পূর্ব অবিজ্ঞতা থেকে থাকে তবে সত্যই এটা আমাদের জন্য সু-খবর। আমরা আশাঁকরি @একরামুল হক শামীম ভাই আমাদেরকে ছেড়ে যাবেন না। এই তদন্ত দলের সাথে একটুকু হলেও সম্পৃক্ত থাকবেন।

সেই সাথে @জানা আপাকে ধন্যবাদ যে আপনি প্রত্যেকটা বিষয়ে আমাদের কাছ থাকে মতামত নিয়ে সামনে এগোচ্ছেন। আমরা আশাঁ করি আমাদের সকলের সম্মিলিত প্রয়াস আমাদের লক্ষ পূরনের দিকে এগিয়ে নিবে।

১০১২| ২১ শে মে, ২০১২ রাত ১:২৭

প্লাটো বলেছেন: পোস্ট দেখলাম। সুষ্ঠু ও কার্যকরী তদন্তের জন্য কিছু নোক্তা বিবেচনায় রাখা জরুরী। কমেন্টের উত্তর দেয়া জরুরী নয় যদিও এখানে এমন কিছু নাই যেটা অপরাধীকে সাহায্য করবে।

১।তদন্ত কমিটি কি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ স্বতঃ প্রোনোদিত ভাবে গঠিত করছে না কারো সুনির্দিষ্ট লিখিত ও স্বাক্ষরিত অভিযোগের ভিত্তিতে গঠিত হচ্ছে? পাঠক এখনো পরিস্কার নয়।

২। তদন্ত কমিটির কাজ মূলত শুরু হবে কতৃপক্ষের সাক্ষরকৃত অফিস অর্ডার ইস্যুর পর। এই অফিস অর্ডারে পরিস্কার ভাবে তদন্ত কাজে নিয়োজিত চেয়ারম্যান ও সদস্য বর্গের নাম উল্লেখ থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোন বিধির আওতায় এটা গঠিত হচ্ছে উল্লেখ থাকা দরকার। অফিস অর্ডারটি এক্ষেত্রে রেজিস্ট্রার অফিস হতে ইস্যু হবে প্রয়োজনীয় ডিস্প্যাচ নাম্বার সহ। ইমেইলে কিংবা মোবাইল মেসেজ একেবারেই অগ্রহনযোগ্য। প্রত্যক সদস্য অফিসিয়ালি এটা রিসিভ করবে। তদন্ত কমিটির তদন্তের পরিধি, তদন্তকার্যের মোট সময়সীমা এখানে উল্লেখ থাকবে। অফিস কতৃপক্ষের একটি প্রিয় শব্দ যথাশীঘ্রসম্ভব। সাবধান এটা ভেগ টার্ম। নিদৃষ্ট সময়সীমা থাকা দরকার, যেমন ১৪ কর্মদিবশের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হচ্ছে। ইত্যাদি।

৩। তদন্ত কমিটি কি উদ্দেশ্যে গঠিত হচ্ছে? মানে এটা আসলে কোন লেভেলের তদন্ত। উদ্দেশ্য সুপষ্ট থাকতে হবে অফিস অর্ডারে। যেমন

ক। আদৌ কোন অপরাধ সংঘঠিত হয়েছে কিনা সেটা খুঁজতে? মানে প্রাইমারী ফ্যাক্ট ফান্ডিং?
খ। না, কতৃপক্ষ অফিসিয়ালি স্বীকার করছে যে একটি অপরাধ সংঘটিত হয়েছে, এখন কে এই অপরাধী এটা খুঁজে বের করতে?
গ। না, অভিযুক্ত ব্যক্তির উপর আনিত অভিযোগের সত্যতা খুঁজতে? ( যদি অভিযোগ পত্রে কাউকে অভিযুক্ত করা থাকে)।

৪। কাউকে অভিযুক্ত করলে তদন্ত চলাকালীন বিধি মোতাবেক তাকে অভিযোগ পত্রের কপি সহ আত্মপক্ষ সমর্থনের সূযোগ দিতে হবে। ভুল এই জায়গাতেই হয় অতি জোশের কারনে। না হলে পরবর্তীতে এই তদন্তের কানকড়িও মূল্য থাকবেনা। কোর্টে যাওয়া মাত্র তদন্ত কার্যক্রম অবৈধ ও উদ্দেশ্যপ্রনোদিত বলে ঘোষিত হবে। আসলে অভিযোগ প্রমানের আগে কেউ অপরাধী নয়, যদি আইনের রাস্তায় আমরা হাঁটি।

৬। তদন্তে সাক্ষ্যগ্রহণকার্য সাক্ষীকে অবহিত পূর্বক টেপ অথবা ভিডিও রেকর্ডেড হওয়া অত্যন্ত জরুরী। এখন এরকমই হয়। সঙ্গে তার দেয়া বক্তব্যে সে সাক্ষর করবে।

৫। তদন্ত কমিটি কি শুধুই রিপোর্ট পেশ করবে না অপরাধ প্রমানিত হলে অপরাধীর বিশ্ববিদ্যালয় বিধি অনু্যায়ী শাস্তির সুপারিশ করবে। গুরুত্বপুর্ণ পয়েন্ট।


আপাতত এতটুকুই। পরে কথা বলা যাবে।

১০১৩| ২১ শে মে, ২০১২ রাত ১:৫৯

রবিনহুড বলেছেন:
বহু তদন্তে এই রকম ঘটনা ঘটে যে, দতন্তে যদি দুটি পক্ষ সংশিষ্ট থাকে এবং সংশিষ্ট কতৃপক্ষের যদি স্বার্থ বিরোধী কোন কিছু প্রকাশ হয়ে যায় তখন তারা সেটা ধামাচাপা দেবার চেষ্টা হিসাবে তদন্তের ফলাফল একতরফা ভাবে প্রকাশ করে।

সেই কারনে তদন্ত কমিটির প্রতি এই রকম দাবি থাক দরকার যে, তদন্ত সংশিষ্ট অপর পক্ষের সম্মতি ছাড়া এক পক্ষে কোন তদন্ত ফলাফলের চুরান্ত ঘোষনা করতে পারবে না। অথবা তদন্ত ফলাফলের রিপোর্টে অপর পক্ষের মন্তব্য উল্লেখ থাকতে হবে। এবং দুই পক্ষের মতান্তর থাকলে সেখানে কোন একক মতামত সম্বলিত মন্তব্য রিপোর্ট হিসাবে প্রকাশ করা যাবে না। সেই ক্ষেত্রে উভয় মতামতের উল্লেখ সহ প্রকাশ করতে হবে। (যৌথ মতামত হিসাবে প্রকাশ করা যাবে না, ভিন্ন মতামত সম্বলিত রিপোর্ট হিসাবে প্রকাশ করতে হবে।)

কারন ইউল্যাব ইতিমধ্যে সেই ছেলের সব প্রকার ডাটা মুছে এটা প্রমানের দিকে এগুতে চাচ্ছে যে সে ইউল্যাবের ছাত্র নয়। এক্ষৈত্রে ইউল্যাব চুরান্ত ফলাফলে একতরফা ভাবে বলে থাকবে চাইবে "তদন্তে প্রমানিত হয় নি উক্ত অপরাধী ইউল্যাবের ছাত্র"। এভাবে নিজেকে নির্দোশ প্রমানের একটা সুযোগ বানাবে।

১০১৪| ২১ শে মে, ২০১২ রাত ৩:০৪

মাহফুজার রহমান বলেছেন: বেশ কিছুদিন ব্লগে বসা হয়নি। আজ বসেই নিজেকে অপরাধী মনে হচ্ছে।ভাই আমিও এরই মাঝে নিজেও মার খেয়েছি।কিছুটা হিরোইজম দেখানোর কারনে, সে আর এক গল্প।যা হোক কথাটা পৌরষের বলেই আপনাকে ধন্যবাদ আর আমি আবারও সাহস পেলাম। আমি একা নই আপনিও আছেন আরও অনেক কে পাবেন।শুধু ব্যক্তিক ব্যস্ততায় পত্রিকা আর ব্লগ থেকে দূরে থাকায় আপনার পাশে থাকতে পারিনি।ক্ষমা করবেন।আপডেট দেখে পাশে থাকছি।

১০১৫| ২১ শে মে, ২০১২ বিকাল ৪:১৪

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগার শাহেদ সাইদের অন্তর্ভুক্তিতে সমর্থন রইল। আর ১০৫৪ নম্বরে প্লাটোর মন্তব্যটি গুরুত্বপূর্ণ। রবিনহুডের মন্তব্য নজর কাড়ার দাবি রাখে।

১০১৬| ২১ শে মে, ২০১২ রাত ১০:১৭

এ হেলাল খান বলেছেন: ব্লগার সাইদুল কে অন্তভূক্ত করা যেতে পারে।

১০১৭| ২১ শে মে, ২০১২ রাত ১০:৩১

কয়েস সামী বলেছেন: ভাই, অাপডেট কি? কাউক পাওয়া গেল?

১০১৮| ২১ শে মে, ২০১২ রাত ১০:৫০

নাহিয়ান বিন হোসেন বলেছেন: প্লাটো এবং রবিনহুডের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ন।

১০১৯| ২১ শে মে, ২০১২ রাত ১১:৩৬

তানজিল রিমন বলেছেন: সব শয়তানের উপযুক্ত শাস্তি হোক.......
সে যেই ইউনিভার্সিটির হোক.... যেই জায়গার হোক...

১০২০| ২২ শে মে, ২০১২ রাত ১:৩৫

জানা বলেছেন:

আমরা ইতিমধ্যে আমাদের (ব্লগার) পক্ষ থেকে দু'জন প্রতিনিধির নাম পরিচিতি এবং প্রয়োজনীয় তথ্যসমূহ ULAB কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। আরও কিছু দরকারী তথ্যের জন্য আমরা কাল পর্যন্ত সময় চেয়েছি। কমিটি গঠনের এই পর্ব শেষ হলে খুব দ্রুতই আমরা মূল কাজ অর্থাৎ তদন্তের বিষয়টিতে অগ্রসর হতে পারবো।

ব্লগার বন্ধুরা,

মানুষ নামের কিছু নোংরা কীটের অত্যন্ত হীন ও কুৎসিত আচরণের বিরুদ্ধে সত্যিকারের মানুষ হিসেবে আমাদের এই যুথবদ্ধতা অটুট থাকুক, অনড় থাকুক। আমাদের এই সম্মিলিত শক্তি একদিন নিশ্চয়ই একটি মঙ্গলময় সামাজিক পরিবর্তন বয়ে আনবে।

একটি সৎ, গঠনমূলক ও সফল তদন্ত যেন সম্পন্ন হয় সে জন্যে আমাদের সকলের সচেতনা প্রয়োজন। এক্ষেত্রে সহনশীলতা ও পারষ্পরিক শ্রদ্ধাবোধ থেকে আমরা যেন কোনভাবেই সরে না যাই।

সবসময় সংগে থাকবার জন্যে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও।

১০২১| ২২ শে মে, ২০১২ রাত ৩:৫০

সুমন অহেমদ বলেছেন: না হেসে পারলাম না!
আপনি লক্ষাধিক ব্লগারের সাহায্য চেয়েছেন, ব্লগারদের কাছ থেকে রেসপন্সও পেয়েছেন। অনেকেই সাহায্য করার আশ্বাসও দিয়েছিলো... এখন আপনি যদি ব্লগারদের একত্রিত করতে না পারেন তবে এটা আপনার ব্যার্থতা। অনেকেই কিন্তু বলেছিলো মিটিং এ আসবে, আপনি কি তাদের সাথে যোগাযোগ করেছিলেন? এটা ঠিক যে সবার সাথে যোগাযোগ করাটা অসম্ভব, কিন্তু একটা অসম্ভব কাজকেইতো আমরা সফল করতে চাচ্ছিলাম...

বখাটেদের শায়েস্তা করার জন্য লক্ষাধিক ব্লগার লাগে না, ৫০ জনই যথেষ্ট... আপনি যথাযথ পদক্ষেপ নিতে পারলে ৫০ জন না, ১০০ জন ব্লগারকে একসাথে পেতে পারতেন... ১০০ জন মিলে পুরো বাংলাদেশ অচল করে দেয়া সম্ভব যদি তার পেছনে যুক্তিযুক্ত কারন থাকে.......

১০০ জন যদি ঐ এলাকায় একসাথে যাওয়া যেতো তবে একটা না একটা সমাধানতো হতো, হতো না? ঐ পুরি-পেয়াজুর দোকানদার থেকে শুরু করে সিসি ক্যামেরার ফুটেজ, অনেক কিছুই কিন্তু ছিলো যার মাধ্যমে অনেক কিছুই করা যেতো...........

আমরা আবার একটু বেশী নীতিবান, সুশীল বলা চলে আর কি...... আমরা মানব বন্ধন করতে চাই, আবার ফাকিবাজদের তদন্ত কমিটি হবে.... সরাষ্ট্রমন্ত্রিতো ৪৮ ঘন্টার মধ্যে হিসাব নিকাশ করে ফেলেন তারপর ধামাচাপা দেয়ার জন্য নামেমাত্র তদন্ত কমিটি গঠন করেন..... কদিন পর মানুষ ঠিকই ভুলে যায়, আর তদন্ত রিপোর্টটা জমা পড়ে শুধু... এরই মাঝে নতুন কোনো ঘটনা নিয়ে হৈচৈ পড়ে যায়....

এটা থেকেও আমাদের শিক্ষা হয়নি....

আমরা ৫০ জন বা ১০০ জন তো আর ছিনতাই করতে যেতাম না, মার্কেট লুট করতে যেতাম না, আমরা একজন নারীর সাথে যে আচরণ করা হয়েছে সে আচরণের যেনো পুনরাবৃত্তি না হয় সেটা নিশ্চিত করতে যেতাম....... এ কাজে নিশ্চয়ই কেউ বাধা দিতো না... যারা বাধা দিতো তাদেরকে আন্দোলনের মুখে পড়তে হতো..

যাই হোক, আসলে যোগ্য একজন নেতার বড়ই অভাব! অনেকেই শুরু করে, কিন্তু শেষটা করতে পারে না!!

জানিনা কি লিখলাম! ভুল থাকতে পারে... এটা একান্তই আমার মতামত

ধন্যবাদ

১০২২| ২২ শে মে, ২০১২ ভোর ৪:২৫

গিটারম্যান বলেছেন: সুমন অহেমদ
আসলে যোগ্য একজন নেতার বড়ই অভাব! অনেকেই শুরু করে, কিন্তু শেষটা করতে পারে না!!

আপনার এই কথায় আমি একমত । আরো একটা কথা,
আমি সেদিন মিটিং এ বলেছিলাম দীর্ঘ মেয়াদী কিছু একটা করার কথা ! আমি যখন কথাটি বলি সবার চোখে মুখে বিরক্তি ফুটে উঠা দেখে হতাশ না হয়ে পারি নি । প্রতিরোধ ব্যাবস্থা গড়ে তোলার কথা ! কে শোনে কার কথা ! আমপনার কথা ধরেই বলি "আমরা আবার একটু বেশী নীতিবান, সুশীল বলা চলে আর কি...... আমরা মানব বন্ধন করতে চাই " কোন মেয়ে অপমানিত হলে তো ভাল-ই দু চারটা লিখা লিখি করা যায় ।নাম কামানো যায় । এইসব ঘটনা যদি নাই ঘটে তাহলে নীতিবাক্য লিখবে কোথায় ?, মানব বন্ধন না হলে ইভেণ্ট খুলবে কি করে ? পেইজ এর নাম বাড়বে কি করে বলুন ?
তাই প্রতিরোধ দরকার নাই একটার পর একটা এমন ঘটনা ঘটেই যাক :-(

আসলে যোগ্য একজন নেতার বড়ই অভাব! এবং সমাধানের উপায় বের করার চেয়ে সমালোচনা করাই সহজ ।

কারো মনে কষ্ট দিতে নয় শুধু নিজের মত মনগড়া কথা বললাম
ক্ষমা চোখে দেখবেন সবাই আশা করি ।


ধন্যবাদ


১০২৩| ২২ শে মে, ২০১২ ভোর ৪:২৫

গিটারম্যান বলেছেন: সুমন অহেমদ
আসলে যোগ্য একজন নেতার বড়ই অভাব! অনেকেই শুরু করে, কিন্তু শেষটা করতে পারে না!!

আপনার এই কথায় আমি একমত । আরো একটা কথা,
আমি সেদিন মিটিং এ বলেছিলাম দীর্ঘ মেয়াদী কিছু একটা করার কথা ! আমি যখন কথাটি বলি সবার চোখে মুখে বিরক্তি ফুটে উঠা দেখে হতাশ না হয়ে পারি নি । প্রতিরোধ ব্যাবস্থা গড়ে তোলার কথা ! কে শোনে কার কথা ! আমপনার কথা ধরেই বলি "আমরা আবার একটু বেশী নীতিবান, সুশীল বলা চলে আর কি...... আমরা মানব বন্ধন করতে চাই " কোন মেয়ে অপমানিত হলে তো ভাল-ই দু চারটা লিখা লিখি করা যায় ।নাম কামানো যায় । এইসব ঘটনা যদি নাই ঘটে তাহলে নীতিবাক্য লিখবে কোথায় ?, মানব বন্ধন না হলে ইভেণ্ট খুলবে কি করে ? পেইজ এর নাম বাড়বে কি করে বলুন ?
তাই প্রতিরোধ দরকার নাই একটার পর একটা এমন ঘটনা ঘটেই যাক :-(

আসলে যোগ্য একজন নেতার বড়ই অভাব! এবং সমাধানের উপায় বের করার চেয়ে সমালোচনা করাই সহজ ।

কারো মনে কষ্ট দিতে নয় শুধু নিজের মত মনগড়া কথা বললাম
ক্ষমা চোখে দেখবেন সবাই আশা করি ।


ধন্যবাদ


১০২৪| ২২ শে মে, ২০১২ সকাল ৭:১৭

নাহিয়ান বিন হোসেন বলেছেন: কি বলব তা ঠিক বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছি না।

১০২৫| ২২ শে মে, ২০১২ সকাল ১০:৫৪

আহমাদ জাদীদ বলেছেন: কিছু বলার ভাষা নেই......বলে লাভও নেই অবশ্য...... :( :( :(

১০২৬| ২২ শে মে, ২০১২ সকাল ১১:২৮

পাখা বলেছেন: ভাই ডি আজ অনেক দিন হোলো...

তদন্ত কি শেষ হয়েছে...আরো কদিন লাগবে...
আমার মত অনেক বল্গার ভাই/বোন এই পোস্টে ঢুকে সুধু মাত্র
১/ তদন্তের ফলাফল জান্তে...
২/দোষী ছেলে গুলো কে কি সনাক্ত করা গেছে কিনা?
৩/ তাদের কি শাস্তি হয়েছে/কি শাস্তি হবে??

এ ভাবে দিন পার হলে এই স্টিকি পোষ্ট নিজের মূল্য/জোগতা হারাবে..

১০২৭| ২২ শে মে, ২০১২ দুপুর ১২:৫৬

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই ডি আজ অনেক দিন হোলো... তদন্ত কি শেষ হয়েছে...আরো কদিন লাগবে... আমার মত অনেক বল্গার ভাই/বোন এই পোস্টে ঢুকে সুধু মাত্র ১/ তদন্তের ফলাফল জান্তে... ২/দোষী ছেলে গুলো কে কি সনাক্ত করা গেছে কিনা? ৩/ তাদের কি শাস্তি হয়েছে/কি শাস্তি হবে?? এ ভাবে দিন পার হলে এই স্টিকি পোষ্ট নিজের মূল্য/জোগতা হারাবে..

১০২৮| ২২ শে মে, ২০১২ দুপুর ১:১৭

বস শাকিল বলেছেন: ২ দিন আগে আমিও এ ধরনের এক ঘটনার মুখো মুখি হই। বিস্তারিত এখানে।

১০২৯| ২২ শে মে, ২০১২ বিকাল ৩:২৬

মুঘল সম্রাট বলেছেন: আমি রাজা !!
আমি কর্তা !!
আমি পুরুষ !!
আমি ভরসা !!
আমি সম্রাট !!
আমি দেবতা !!
আমি মালিক !!
আমি হায়েনা !!
আমি মহারাজ !!
আমি অধিপতি !!
আমি রক্তচোষা !!
আমি কি জান হনুরে !!

আমি আর ব্লগে আসার অধিকার রাখিনা।

১০৩০| ২২ শে মে, ২০১২ বিকাল ৫:৩৯

মাস্টার বলেছেন: অবস্থা দেখছি খুবই খারাপ :(

১০৩১| ২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

জাহিদুল হাসান বলেছেন: ১. ব্লগার একরামুল হক শামীম

২. ব্লগার আশীফ এন্তাজ রবি

উনাদের দুজনের প্রতিই সমর্থন রইলো।

১০৩২| ২৩ শে মে, ২০১২ রাত ১২:০৯

তুজাম বলেছেন: সেই সাথে সকলের দৃষ্টি আকর্ষন করছি ফিউশন ফাইভ এর পোষ্ট টির প্রতি

১০৩৩| ২৩ শে মে, ২০১২ রাত ২:০৯

মুফতি খার উদ্দিন বলেছেন: হাআআআআআ.... :-< :-< :-<

ঘুম পাইলো |-) |-) |-) |-) |-)


ঘটনায় যদি মেয়েদের পক্ষেই রায় যায়, তাইলে আপনে এলাকার পুলা হইলে ডরান ক্যা ?

আর কতায় কতায় হাজার-লাখ লয়া টান দেন ক্যা ?
দশ টা পোলাই যথেষ্ট যেকোনো ইনসিডেন্ট ট্যাকেল দেয়ার জন্য।

তবে মানুষের সুজা ফতে যাইতে কখনো বাললাগে না । আর এজন্যই আমি খালি |-) |-) |-) |-) |-) |-) |-) |-)

১০৩৪| ২৩ শে মে, ২০১২ রাত ২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গর্ভবতী নারীর পেটে লাথি দেয়ার ঘটনা পড়ে আর কোনো কথা নেই। আমাদের নারীরা কতো অসহায়! পুরুষেরা এতো বিবেকহীন!


ওহ! আমিও পুরুষ!

১০৩৫| ২৩ শে মে, ২০১২ সকাল ৯:৪৩

টানজিমা বলেছেন:


প্রথম আলো...

১০৩৬| ২৩ শে মে, ২০১২ দুপুর ১:১১

লুকার বলেছেন:
তদন্ত দেখতে দেখতে ঘুমায়া গেলাম!
লম্বা লম্বা পোস্ট না দিয়া দুই লাইনে শেষ করেন- ধরলাম, মাইরা ঠ্যাং ভাইঙ্গা দিলাম, ব্যাস, কাহিনী শেষ।

১০৩৭| ২৩ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩১

আশীফ এন্তাজ রবি বলেছেন: গঠিত হয়েছে তদন্ত কমিটি: আপডেট ১

আগামীকাল বিকাল ৫.৩০ টায় ইউল্যাবের তদন্ত কমিটির প্রথম বৈঠক হচ্ছে।
গতকাল ইউল্যাবের পক্ষ থেকে একটি মেইলে আমাকে এই বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে।

একবুক আশা নিয়ে আমি তদন্ত কমিটির মিটিংয়ে যাচ্ছি। আশা করি হতাশ হবো না। দোষীদের খুঁজে বের করা যাবে, যদি ইউল্যাব সত্যিকার অর্থে তাদের তদন্তের ব্যাপারে আন্তরিক হয়।

আশা নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয় ...

চেষ্টা করবো, তদন্ত কমিটির প্রতিটি অগ্রগতি ব্লগারদের সামনে তুলে ধরার। আমাদের (ব্লগারদের) লক্ষ্য থাকবে, সময় ক্ষেপন না করে এবং ভিকটিমদের নিরাপত্তা, গোপনীয়তা রক্ষা করে দোষীদের সনাক্ত করা ... দেখা যাক ...সকলের সহযোগিতা কাম্য ...কারো কোনো পরামর্শ থাকলে র্নিদ্বিধায় আমাকে জানান ...

মেইলের খানিকটা অংশ তুলে দিচ্ছি।

.............................................................
.............................................................
Dear Investigation Committee Members:

Thank you for your willingness to serve as a member to investigate the recent alleged assault at the corner of road no 5/A and Satmosjid road, Dhanmondi, Dhaka on May 10, 2012. Your attendance, input and advice are vital to the success of the committee. As a committee member, I request you to participate in our first meeting to ensure that our program meets standards and neutrality.

The meeting will be held on:

Thursday, May 24, 2012 at 5.30 pm

Address

Room # 601 (5th Floor)

I look forward to meeting with you. Again thank you for your support.

Sincerely,

..................................................................
..................................................................

University of Liberal Arts Bangladesh (ULAB)

House # 56, Road # 4/A

Dhanmondi, Dhaka-1209





Agenda:

1. Preparing Policy and Guide line for Investigation
2. Misc.

১০৩৮| ২৩ শে মে, ২০১২ রাত ৮:৩০

সুলতান ব্লগস বলেছেন: হো..............

১০৩৯| ২৩ শে মে, ২০১২ রাত ১০:০৬

রুদ্র নীল বলেছেন: পোলা গুলারে খুইজা বাইর কৈরা শোবাি মিললা একটা ছেচা দিয়া দেই... আর ছেচার ভিডিও ফুটেজ শেয়ার দেই... ২০% এই গুলা কোমে যাবে...

১০৪০| ২৩ শে মে, ২০১২ রাত ১০:৪৫

আমি রুবেল বলেছেন: পাব্লিকের কাম হইলো খালি তামাশা দেখা। গত দুই বছর আগে আমার বাবাকে অনেকগুলো মানুষের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে টাকা-পয়সা নিয়ে গেল। পাব্লিকগুলা ঐ মাস্তানগুলারে চিনলেও কেউ কিছু না বলে দর্শকের মত দাঁড়িয়েছিল। পরবর্তীতে মামলা করার সময়ও কেউ সাক্ষী দিতে চাইলোনা। যদিও সেখানে ঐ মাস্তানগুলোর চেয়েও প্রভাবশালী মানুষ উপস্থিত ছিল। আমিও এইভাবে তামাশা দেখব ঠিক করেছি।

১০৪১| ২৪ শে মে, ২০১২ দুপুর ১:৫৭

পাগলমন২০১১ বলেছেন: এই খবর গুলো শুনলে গায়ে জ্বালা ধরে যায়। X(

এটা কি বাংগালী জাতীর মানবিক চরিত্র?

দেশ কেনই বা স্বাধীন হয়েছিল?

এটাই কি স্বাধীনতার পুরস্কার?

এভাবে আর কত মা-বোন লাঞ্ছিত হতে থাকবেন?

বোকার মতই প্রশ্নগুলো করে ফেললাম। দুঃখিত :(

এই প্রশ্নগুলোর উত্তর আমারো জানা নেই।মা -বোনদের নিকট একটাই দাবী একটু সচেতন হওয়ার চেষ্টা করুন।এই ধরণের নরপশুদের এড়িয়ে চলুন।

১০৪২| ২৪ শে মে, ২০১২ বিকাল ৩:২৭

দা লর্ড বলেছেন: আর কতদিন এভাবে আমরা চোখ বন্ধ করে রাখবো!!!! আমরা সবাই কেন সোচ্চার হচ্ছি না??? আমরা চাইলেই রুখে দিতে পারি এই সামাজিক অনাচার।

১০৪৩| ২৪ শে মে, ২০১২ বিকাল ৩:৫৬

জেবাল বলেছেন: মন্তব্য শুধু এই পোস্টের জন্য latest comments first সিস্টেমে না দেখিয়ে এখন থেকে সব পোস্টেই দেখানো উচিত।

১০৪৪| ২৪ শে মে, ২০১২ বিকাল ৫:৫৭

নাহিয়ান বিন হোসেন বলেছেন: রবি ভাইকে ধন্যবাদ। আশা করছি ইউল্যাব তদন্তে তাদের আন্তরিক অনুভুতি দেখাবে এবং তদন্ত ক্ষেত্রে সততা বজায় রাখবে।

১০৪৫| ২৪ শে মে, ২০১২ রাত ১১:১৮

দুর্বার বলেছেন: মানুষ রুপী জানোয়ার গুলো দিন দিন বেপোরোয়া হয়ে যাচ্ছে, শুধু একটাই কারন এই দেশে কোনো বিচার নাই, কোনো বিচার নাই। :(

১০৪৬| ২৫ শে মে, ২০১২ রাত ১:২৭

খুজে পা্ওয়া হিরা বলেছেন: জায়গা মত পড়লে ওই পোলা তো দূরের কথা ইউ ল্যাবের একটা ইট ও থাকতো না...

১০৪৭| ২৫ শে মে, ২০১২ দুপুর ১২:০৫

আমিই স্রোত বলেছেন:
আমনেরে সেলুট দিতে ভুইলা গেছিলাম। সেলুট।

আপনি সরাসরি আমরার ইউনিভার্সিটিরে ব্লেম না করার লিগা থ্যাংকু পাওয়ার হকদার।

ভালো থাকবেন, ম্যান।

[অফটপিক:
আর, আমি আমরার ইউনিভার্সিটিরে এটাক থিকা বাচাইতে গিয়া অফেন্সিভে ছিলাম, এটাকিংতে ছিলাম, অয়ান মেন আর্মি হিসাবে।]

১০৪৮| ২৫ শে মে, ২০১২ দুপুর ২:২৩

১১স্টার বলেছেন: আসুন ব্লগীয় ঝড় তোলা বাদ দিয়ে বাস্তবে কি করা যায় সেটা শুরুকরি। আর সংঘবদ্ধ ভাবে করলে বিষয়টা সহজ হয়। তাই এখনই সময় শুরু করার।

১০৪৯| ২৫ শে মে, ২০১২ বিকাল ৪:২৪

দ্যা আহমেদ মামুন বলেছেন: YES WE CAN

১০৫০| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২২

কয়েস সামী বলেছেন: প্রথম মিটিং আপডেট কই???

১০৫১| ২৬ শে মে, ২০১২ রাত ১২:৪১

অদ্ভূত একজন বলেছেন: ভাই যে কোন ইভ টিজিং রোধে আওআজ দিবেন। অপরাধী যেই হোক বযবস্সা হবে। আর একটা ফোরাম থাকলে ভাল হয়।

১০৫২| ২৬ শে মে, ২০১২ রাত ২:১৩

আহমেদ রশীদ বলেছেন: জা করছেন ঠিক ছিল, কিন্তু আপনি ব্যাডা বেকুব!
আপনার মবিলে ক্যামেরা নাই? খালি ব্ল্গাইতে পারেন ফুডু তুল্তে পারেন না?

১০৫৩| ২৬ শে মে, ২০১২ ভোর ৪:১১

এ হেলাল খান বলেছেন: আপডেট চাই।

১০৫৪| ২৬ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: @ আশীফ এন্তাজ রবি , ভাই মিটিংয়ের কোন আপডেট তো দিলেন না।


ইউ আর ওয়েটিং ফর ইউর আপডেট...............।

১০৫৫| ২৬ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

আশীফ এন্তাজ রবি বলেছেন: তদন্ত কমিটির সভা যথাসময়ে, যথাস্থানে অনুষ্ঠিত হয়েছে।
কিন্তু তদন্ত কমিটির কোনো বক্তব্য প্রকাশ করতে হলে এই কমিটির প্রত্যেক সদস্যের অনুমোদন নিতে হবে।
আশা করি খুব শীঘ্রই তদন্ত কমিটির অফিসিয়াল বক্তব্য প্রকাশিত হবে।
ততক্ষণ পর্যন্ত আমার মতো চরম বাচালকেও মুখ বন্ধ রাখতে হচ্ছে।




১০৫৬| ২৬ শে মে, ২০১২ রাত ১১:৩৯

লোকমান বিন ইউসুপ বলেছেন: এমএলএম কোম্পানীর চেইন আদলে কোন শক্তিশালী সংগঠন করা যায় না? ধরেন প্রধান একজন তার অধীনে ৫ জন। ঐ ৫ জনের অধীনে ৫ জন করে ২৫ জন । ঐ ২৫ জনের অধীনে ৫ জন করে ১২৫ । এভাবে ইভটিজিং বিরোধী একটা চেইন করা যায়না???????? যেটা মারাত্বক আঘাত হানবে ক্রিমিনালদের???

১০৫৭| ২৭ শে মে, ২০১২ সকাল ৯:১৭

কয়েস সামী বলেছেন: আসুন আমরা একট ওয়েব সাইট করি যেকানে প্রত্যেক এলাকার এভ টিজারদের ছবি আর পরিচয় মা বাবার নাম সহ দেয়া থাকবে। আমরা প্রত্যেক এলাকায় একজন করে প্রতিনিধি থাকব। আপাতত এটাই হোক আমাদের প্রথম পদক্ষেপ।

১০৫৮| ২৭ শে মে, ২০১২ সকাল ১১:১১

আবু সালেহ বলেছেন: প্রিয় সর্বনাশা ভাই....এভাবে বলবেন না....................তাহলে সব কিছু এখানেই মুখ থুবড়ে পড়ে যাবে................বাবার অসুস্থতার সাথে নিজের অসুস্থতায় আমি অনেকটাই এদিকে সম্পৃক্ততা তো থাক দূরের কথা নজরও দিতে পারিনি.........................

তবে এই রোগটাকে নির্মূল করা দরকার এখনই আর এ জন্য চাই সম্মনিত উদ্যেগ ও কর্ম......

ব্লগার কয়েস সামী ও লোকমান ইউসুফ দুটি গুরুত্বপূর্ণ উপায় বলেছেন....প্রথমেই নিজ এলাকা থেকে শুরু করি.....সেই সাথে ক্রমপর্যায়ে সবাইকে অন্তভূক্ত করি...................

তদন্ত কমিটির আপডেট কি???? জানাবেন আশাকরি.............সাথে আছি সবসময়..........

১০৫৯| ২৭ শে মে, ২০১২ সকাল ১১:৫৭

দা লর্ড বলেছেন: মিটিংয়ের আপডেট কবে পাবো???

১০৬০| ২৭ শে মে, ২০১২ দুপুর ১:১৩

তাশা বলেছেন: আর মাত্র কয়েকটা হিট লাগে............... তাইলেই ৫০০০০............... সম্ভবত সামুর ইতিহাসে ১ম............. আমি কাউকে খাটো করছি না.......... তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে বিরক্তিকর হতে পারে তা সামুর মডুরা খুব ভালোভাবেই প্রমাণ করল.............

১০৬১| ২৭ শে মে, ২০১২ বিকাল ৪:০৪

সুমন অহেমদ বলেছেন: শাস্তির বিধানঃ
১. বখাটেদের শাস্তি হবে এলাকাভিত্তিক। প্রতিটি এলাকায় বখাটেদের শাস্তি দেয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে। যেখানে সরাসরি সূর্যের আলো পড়বে এবং জায়গাটি অবশ্যই একটি উন্মুক্ত জায়গা হতে হবে।

২. বখাটেদের শাস্তি দেয়ার জন্য একটি নির্দিষ্ট বাহিনী থাকবে। এই বাহিনী নতুনভাবে গঠন করতে হবে সরকারকে। ধরে নিলাম এই বাহীনির নাম ”ব” এদের আলাদা কমান্ডিং লাইনআপ থাকবে। যদি এরা ভুল করে তবে একজন নির্দোষ হয়তো বিনা কারণে শস্তি পেতে পারেন। সেক্ষেত্রে যে ভুল শাস্তি দেয়ার জন্য দায়ী থাকবে তার শাস্তি হবে সর্বাধিক। কেননা, যারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন তাদেরকেই সবচেয়ে বেশী সতকর্তা অবলম্বন করা উচিৎ। এবং সে যদি ভুল করে বসে তবে তার জন্য তার ভুলের শাস্তি সর্বাধিক হওয়া উচিৎ। আর এই ত্বত্তটি আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরও প্রয়োগ করা খুবই প্রয়োজন। (কেননা, যারা রক্ষক, তারা যদি ভক্ষক হয়ে উঠেন তবে তাদের শাস্তি অবশ্যই সর্বাধিক এবং জনসমুক্ষে হওয়া প্রয়োজন, যেনো এইধরনের শাস্তি দেখে শিওরে উঠেন সবাই।) সর্বাধিক শাস্তি কি হতে পারে তাও ঠিক করতে হবে। আমি অবশ্যই বলবো সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হয়ে তিলে তিলে জনসমুক্ষে তাকে আঘাত করা যেতে পারে। খেয়াল রাখা উচিৎ এইসব শাস্তির স্থানগুলোতে শিশু, বৃদ্ধ এবং দুর্বল হার্টের মানুষদেরকে প্রবেশাধিকার দেয়া যাবেনা।

৩. ”ব” বাহিনীর কাছে কেউ যদি নালিশ করে তবে তাদের প্রথম কাজই হবে যার নামে নালিশ করা হয়েছে তার উপর কয়েকদিন নজর রাখা। এক্ষেত্রে কাজ করবে ”ব” বাহিনীর গোয়েন্দা বিভাগ। এবং তারা অবশ্যই সিভিল পোশাকে ঐ ছেলেটির প্রতি নজর রাখবে। এভাবে সাতদিন সাতজন গোয়েন্দা কর্মকর্তা তাকে অবজার্ভ করবে এবং সাতদিনই সাতজন ঐ ছেলেটির ব্যাপারে তাদের লিখিত বক্তব্য একটা কাগজে লিখে রাখবে। কাগজে লেখা ঐ সাতটি ডকুমেন্টের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে সে বখাটে কি না। যদি সে বখাটে হিসেবে চিহ্নিত হয় তবে তাকে ধরে নিয়ে আসা হবে। আর যদি সে বখাটে প্রমানিত না হয় তবে এখানেই খেলা শেষ হয়ে যাবে না। কেননা বখাটেরা এক্ষেত্রে চালাকির আশ্রয় নিতে পারেন এবং হয়তো এই সাতদিন সে নিজেকে ভালো ছেলে হিসেবে এলাকায় অথবা প্রতিষ্ঠানে উপস্থাপন করতে পারেন। তাই তাকে মাঝে মাঝেই অবজার্ভ করা হবে এবং যদি প্রমাণিত হয় যে সে ভালো ছেলে এবং এলাকায় অথবা প্রতিষ্ঠানে তার কোনো খারাপ রেকর্ড নেই তবে তার বিরুদ্ধে যে নালিশ করেছিলো তাকে জবাবদিহিতা করতে হবে। এবং সেক্ষেত্রে তার জন্যও শাস্তির ব্যাবস্থাও করতে হবে। এই শাস্তির মাত্রা কম হবে।

--------------------------------------------------------------

যে বখাটে বলে প্রমানিত হবে তার বয়সের উপর নির্ভর করে তাকে শাস্তি দেয়া হবে।

বয়সভিত্তিক শাস্তিঃ

১. তার বয়স যদি ১৪-১৬ এর মধ্যে হয় তবে তার বাবা-মা অথবা গার্ডিয়ানকে প্রথমে সতর্ক করে দেয়া হবে এবং তার ছেলের দেখাশুনার দায়িত্ব তাকে নিতে বলা হবে। এক্ষেত্রে একজন ছেলে দুইবার শাস্তির হাত থেকে বেঁচে যাবে। তবে তৃতীয়বার তাকে কঠোর শাস্তি দেয়া হবে। কঠোর শাস্তি উপরের বর্নিত নির্দিষ্ট স্থানে হবে, সবার চোখের সামনে এবং তার গার্ডিয়ানকেও সেখানে উপস্থিত রাখা হবে। প্রাথমিক অবস্থায় তাকে ঘন্টাখানেক বেঁেধে রাখা হবে এবং তার গার্ডিয়ানকে দাঁড় করিয়ে রাখা হবে। [আমি মনে করি এই বয়সের একটা ছেলে বখাটে হওয়ার পেছনে গার্ডিযানের যতœ এবং খোঁজখবরের অভাবই বেশী কাজ করে, তাই এখানে গার্ডিয়ানও কিছুটা শাস্তি ভোগ করবে]। এরপর জনসম্মুখে তার হাতে ও পায়ে বেত দিয়ে ৫০-১০০ বার আঘাত করা হবে। (এই ধরনের শাস্তি হয়তো বেমানান অথবা হাস্যকর মনে হতে পারে, কিন্তু এইধরনের শাস্তির দ্বারা একজন ১৩-১৬ বছরের কিশোরকে যথেষ্ঠই অপমান করা হবে। আর অপমান মৃত্যুও চেয়েও ভয়ংকর[অনেকের কাছে])

২. শাস্তি ভোগ করার পর দ্বিতীয়বার যদি আবারও এই ছেলে বখাটে বলে প্রমাণিত হয়ে তবে শাস্তির মাত্রা বাড়বে এবং তৃতীয়বার প্রমাণিত হলে ”বখাটে” লেখাটা তার শরীরে সিল মেরে দেয়া হবে (লোহা গরম করে)[মাত্রাটা একটু বেশী এবং এই শাস্তির ফলে একটা মেয়ে অথবা সন্তান জানতে পারবে যে তার বাবা বখাটে ছিলেন কিনা।]

৩. যাদের বয়স ১৭+ হবে তাদেরকে সাথে সাথেই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। সেক্ষেত্রে সে একবার নিজেকে শোধরানোর সুযোগ পাবে। তারপর উপরের বর্নিত শাস্তিটিই তার উপর প্রয়োগ করা হবে।

৪. বিশ্ববিদ্যালয়ে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে যদি কেউ বখাটে বলে প্রমাণিত হয় তবে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানেই তাদের উপরের বর্নিত শাস্তি দেয়া হবে। এখানে উল্লেখযোগ্য যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বখাটেদের শাস্তি দেয়ার জন্য নির্দিষ্ট স্থান থাকতে হবে এবং সেই স্থানটি অবশ্যই উন্মুক্ত স্থান হতে হবে। যেনো অন্যান্য ছাত্ররা বখাটেদের শাস্তি দেখে শিহরিত হয়। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ”ব” বাহিনী থাকবে।

৫. কেউ বারবার বখাটে হিসেবে চিহ্নিত হলে তাকে কারাগারে পাঠানো হবে।

বখাটেদের শাস্তির আরও গুটিকয়েক পর্যায় থাকতে পারে। আমি হয়তো আবার কোনো একদিন এই শাস্তির বিধানকে বিস্তারিত করবো। আর কারাগারে পাঠানোর জন্যও কিছু নিয়মকানুন প্রতিষ্ঠা করতে হবে।


--------------------------------------------------------------

বিঃ দ্রঃ যেকোনো নতুন আইন প্রণয়ণ করার পূর্বেই প্রয়োজন বিস্তারিত গবেষণার এবং আইন প্রণয়নের পর গনমাধ্যমে তার প্রচারের জন্য ব্যবস্থা করা প্রয়োজন, যেনো সবাই আইনটির ব্যাপারে স্পষ্টভাবে জানতে পারেন।

শেষে আমি বলবোঃ শাস্তির বিধানের সময় কঠোর হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ভুলে যেতে হবে কিছু কিছু ব্যাপার যা মানুষকে আবেগায়িত করে তুলতে সক্ষম।


মূল লেখা:
[link|http://www.somewhereinblog.net/blog/OnekShobujerPrante/28959219|একদল ঘুমিয়ে পড়ার সাথে সাথেই আর একদল জেগে উঠে অচিরেই (প্রসঙ্গ বখাটেদের শাস্তি [বিভাগঃ যে শাস্তির বিধান হয়নি])]

১০৬২| ২৭ শে মে, ২০১২ বিকাল ৪:২৬

সুমন অহেমদ বলেছেন: প্রিয় ব্লগার,
আবু সালেহ, কয়েস সামী, লোকমান বিন ইউসুফ, গিটারম্যান এবং অন্যান্যরা,
আমরা মোটামুটি সবাই ব্যাস্ত জীবনযাপন করি, এই ব্যাস্ততা কাটিয়ে উঠে নতুন কিছু করা, আলাদা করে সময় দেয়া আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয়ে উঠে না। হুজুগের বসে হয়তো একটা দিন বা দুটো দিন আমরা বের করতে পারি... এবং যেকোনো কিছুর শুরুর দিকে আমরা সময় দিতে পারি কিন্তু তারপর ধীরে ধীরে হারিয়ে যাই...

এতো কিছু কেনো বলছি? কারণ, এই ব্যাস্ততাকে মেনে নিয়েই আমাদেরকে ধীরে ধীরে এগুতে হবে... একদিনেই সব বদলে ফেলবো, এটা অসম্ভব...

আমি নতুন কিছু করতে আগ্রহী, অবশ্যই দেশের জন্য... আমি আলাদা করে কোনো পোষ্ট দিচ্ছি না, কেনোনা আমরা দ্রুত কিছু করে ফেলবো এমন না! এমনও হতে পারে হয়তো আমাদের প্রথম দেখাটা হবে আজ থেকে ২ বছর পর... আমাদের সংখ্যাটা কতো হবে? আমার ১০০০ জন দেশপ্রেমিকের দরকার নেই, ১০ জন হলেই যথেষ্ট... তবে সংখ্যাটা যতো বেশী হবে ততই আমাদের জন্য ভালো..

প্রত্যেকটা মানুষই স্বার্থপর, কিন্তু আপনি যদি দেশের জন্য নি:স্বার্থ ভাবে কিছু একটা করতে চান, তবে প্লিজ আমাকে মেইল করুন...

আবু সালেহ, কয়েস সামী, লোকমান বিন ইউসুফ, গিটারম্যান এবং আরও যাদের আগ্রহ আছে...

হানিফ সংকেতের একটা মজার ক্যাসেট ছিলো, নাম "নতুন কিছু করি"
মেইলের সাবজেক্ট হবে: "বাংলাদেশের জন্য নতুন কিছু করি"

মেইল এডড্রেস: [email protected]

আপনার ব্যাপারে একটু বিস্তারিত আমাকে জানালে আমি খুশি হবো, আর আমিও আমার ব্যাপারে বলবো.. আগেতো ভাবনাগুলো শেয়ার হোক...

সবাই ভালো থাকুন

১০৬৩| ২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৭

সুমন অহেমদ বলেছেন: মেইল:::
onekshobujerprante এট yahoo ডট com

১০৬৪| ২৭ শে মে, ২০১২ রাত ১০:২৩

কয়েস সামী বলেছেন: ইভটিজিং প্রতিরোধে আমার একটা পরামর্শ আছে। হয়তোবা অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে তবু বলছি। আমরা সামুর অধীনে একটা ওয়েবসাইট করব। যাতে প্রতিটা এলাকাভিত্তিক ইভটিজারদের নাম ও পরিচয় ছবিসহ দেয়া থাকবে। (বাবা মার নামসহ)। একাজ করার জন্য সামুর থাকবে এলাকাভিত্তিক প্রতিনিধি। সামু কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করবে সবকিছু।ইভ টিজিং প্রতিরোধে এটাই হোক আমাদের প্রথম পদক্ষেপ।

মতামত জানান সবাই।

১০৬৫| ২৮ শে মে, ২০১২ দুপুর ১২:৫৬

আবু সালেহ বলেছেন: কয়েস সামী ভাই...
পরামর্শ অবশ্যই ভালো.....

তবে সেই সাথে লোকমান ভাই ও সুমন আহম্মেদ উনাদের পরামর্শগুলোও এর সাথে সম্পৃক্ত করতে হবে ধাপে ধাপে.....


তবেই কার্ষকরী কিছু করা সম্ভব হবে.....

১০৬৬| ২৮ শে মে, ২০১২ বিকাল ৪:৩৭

ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন: নিন্দা জানানোর ভাষা খুজেপাচ্ছিনা।আমরা সবাই স্বারথপর।

১০৬৭| ২৮ শে মে, ২০১২ রাত ৮:৫৮

মিস্টিক ফিউচার বলেছেন: ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন: নিন্দা জানানোর ভাষা খুজেপাচ্ছিনা।আমরা সবাই স্বারথপর।

১০৬৮| ২৮ শে মে, ২০১২ রাত ১১:২৯

লুকার বলেছেন:
enough is enough ...
না পারতেছে কোন সমাধান দিতে, না পারতেছে সন্মান বজায় রাইখা স্টিকি পোস্ট সরায়া নিতে! কী বেকায়দা! একজন মাস্তান যা পারে, একলক্ষ ব্লগার তা পারে না! ৪৮ ঘন্টায় ব্যবস্থা নিতে না পারলে সাহারা বাহিনীতে যোগ দিন!

১০৬৯| ২৯ শে মে, ২০১২ রাত ১২:৩৬

আরমান রশীদ বলেছেন: শেষ পর্যন্ত পোস্টটা সামু এবং অন্তর্জালের মানুষদের আরও একটা ব্যর্থতার সাক্ষীই শুধু হয়ে রইল দেখে খারাপ লাগল।

নিজেদের আর হাসির পাত্র না করে এই স্টিকি পোস্টটা সরিয়ে ফেলার জন্য অনুরোধ রইল মডারেটরদের প্রতি।

১০৭০| ২৯ শে মে, ২০১২ রাত ১:৫৫

সুখী পাগলা বলেছেন: খবর কি ?????????? একটা আপডেট ও তো পাচ্ছি না !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! মিটিং থেকে আশার পর কেউ কুনো খবর ও দিল নাহ !!!!!!!!!!!! ব্লগ এও কিছু বুযতে পারতেসি না ।। পিচ্চি দেখে কি আমাকে বহিস্কার করা হল নাকি ?????????? /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:)

১০৭১| ২৯ শে মে, ২০১২ রাত ২:০৫

সুখী পাগলা বলেছেন: ভাই , বাসার মধ্যে তো হাসির পাত্র হয়া গেলাম !!!!!!!!!! ঐদিন মিটিং থেকে বাসায় আসছি ১২ টা ৪৫ এর সময় , আমি ৯ তার পর বাসার বাইরে থাকি নাহ , পারভেজ আলম এর নাম ভাঙ্গায়া ঐদিন এত রাত পর্যন্ত বাইরে ছিলাম । আমাদের উদ্দেশ্য কথা শুইনা পরে বাসায় আর বকা দেয় নাই । এখন বাসায় বলে " কিরে !! মিটিং পর্যন্তই কাজ করলি তোরা ??? এর বাইরে কি করবি আর ????? " :| :| :| :| :| :| :| কিছু একটা জানান যাতে বাসায় জানাইতে পারি , যে আমরা মিটিং কইরা কিছু একটা করতে পারসি । :( :( :( :( :(

:(

মিটিং এ না গেলেই ভাল হইত , মিটিং এ কেডা জানি সবার নাম্বার নিসিল , আর বলসিল , খবর দেয়া হবে !!!!!!!! আর কুনো খবর এ দিল না X(( X(( X(( X(( X(( X((

১০৭২| ২৯ শে মে, ২০১২ সকাল ১০:১৯

সিড বলেছেন: কয়েস সামী ভাই...
পরামর্শ অবশ্যই ভালো.....

তবে সেই সাথে লোকমান ভাই ও সুমন আহম্মেদ উনাদের পরামর্শগুলোও এর সাথে সম্পৃক্ত করতে হবে ধাপে ধাপে.....


তবেই কার্ষকরী কিছু করা সম্ভব হবে.....
সহমত

১০৭৩| ০৩ রা জুন, ২০১২ রাত ৯:১৬

সামাউন খালিদ কলিন্স বলেছেন: বাংলাদেশের আর সব তদন্ত রিপোর্টের মত এটাও গায়েব হয়ে গেলো নাকি??

১০৭৪| ১২ ই জুন, ২০১২ রাত ১২:২০

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: এই পোষ্টের লেখক কোথায় ?

ব্লগার প্রতিনিধিরাই বা কোথায়?

জানা আপুকেও তো অ্যাকটিভ মনে হচ্ছিলো............


আপডেট কি ? আপডেট জানতে চাই...............।

১০৭৫| ২৯ শে আগস্ট, ২০১২ ভোর ৬:০৫

মিনহাজুল হক শাওন বলেছেন: খবর কি সবার? /:)

১০৭৬| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১৭

তামিম ইবনে আমান বলেছেন: /:) /:)

১০৭৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

রাইহান খাইরুল্লাহ বলেছেন: পরবর্তী কাহিনী জানতে খুব ইচ্ছে করছে।

১০৭৮| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

নিয়েল হিমু বলেছেন: পরবর্তী কাহিনী জানতে সত্যি খুব ইচ্ছে করছে।

১০৭৯| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মনুমনু বলেছেন: নিয়েল হিমু বলেছেন: পরবর্তী কাহিনী জানতে সত্যি খুব ইচ্ছে করছে।

১০৮০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

ইখতামিন বলেছেন: মনুমনু বলেছেন: নিয়েল হিমু বলেছেন: পরবর্তী কাহিনী জানতে সত্যি খুব ইচ্ছে করছে।

১০৮১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পড়ে একটা কমেন্ট দিলাম।

১০৮২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পরবর্তী কাহিনী পড়বার আশায় রইলাম।

১০৮৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম খারাপ লাগলো.........

১০৮৪| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.