নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থিস্‌ট মাইন্‌ড

কোন বা পথে নিতাইগন্‌জ যাই !

থিস্‌ট মাইন্‌ড › বিস্তারিত পোস্টঃ

মাকসুদ ও ঢাকা ব্যান্ডের একটা নিষিদ্ধ হওয়া গান

১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪৫

ইতিহাসের একটা সময় ছিল যখন বাঙ্গালী ছিল একটি জাতি

আজ বাঙ্গালী নেহায়েত রাজনৈতিক একটা উপাধি

আর বাঙ্গালীর আনন্দ উত্‍সবের মাস ফেব্রুয়ারী ।

ভিন্ন রাজাকারের পোষ্টার স্টীকার আর ধিক্কার সবি শোভা পায় এই একুশের আনন্দ মেলায় ।

পাশাপাশি ইমরান খান আর পেয়ারা পাকিস্তানের ক্রিকেটারের পোষ্টারও ঝুলে দোকানে দোকানে

প্রগতিশীল বাঙ্গালী তোরা কি ঘুমাতে পারবি পাকিস্তানের ক্রিকেটারের ব্যার্থতার কথা চিন্তা করতে করতে ?

অথচ খবর রাখে না তার দুলক্ষ মা বোন আজো আটক আছে পাকিস্তানের কত পতিতালয়ে

যেথায় ৭১ এর ঘাতকের সন্তানাদি আজো নির্মম ধর্ষন চালায় পরাজয়ের প্রতিশোধ হিসেবে ।

আর তুই শালা আঙ্গুল চোষা বাংলাদেশী হাততালি বাউন্ডারি বাউন্ডারি আর ছক্কা ছক্কা বলে ।

কোথায় তোমরা নারীবাদি পক্ষ

কোথায় তুমি তসলিমা

কোথায় আমার দুই দেশী নেত্রী

খালেদা আর হাসিনা ?

আপনারা কি খোজঁ নিবেন এইসব গুরুতর অভিযোগের

নাকি শুধু রাজনীতি করবেন

নিজেদের আত্মপ্রচার আর আত্মপ্রসারের জন্য !

নাকি আক্ষা দিবেন কেবল আমায় উন্মাদ অবাঞ্চিত আর রাষ্ট্রদ্রোহী বলে !

শুধু বলি আমার দু লক্ষ মা বোনের মুক্তির দাবী দে

আমি যে প্রস্তুত ফাসিঁর কাষ্ঠে ঝুলতে ।

আর যদি নীরব থাকেন

জেনে নিব

এই মৌনতা আপনাদের সম্মতির লক্ষণ !

আর বলব শুধু উপহাস করেই বলব

আমি আমার মৃত্যুদন্ডের দাবী তুলতে চাই !

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১৭

গ্রীনমাইল বলেছেন: লিংক দেন।

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৯

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: ৮নং কমেন্ট টি দেখুন ।

২| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:২২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: লিংক দেন

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৯

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: ৮নং কমেন্ট টি দেখুন ।

৩| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: গানটা আমার কাছে নাই - গানের লিংকটা দিবেন প্লিজ

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৯

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: ৮নং কমেন্ট টি দেখুন ।

৪| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৮

আরজু পনি বলেছেন:

গানটা শুনতে ইচ্ছে করছে..লিংকটা দিবেন প্লিজ

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৯

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: ৮নং কমেন্ট টি দেখুন ।

৫| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১০

গাজী তারেক বলেছেন: অসাধা্রন ।

২০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০০

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: হম্।

৬| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯

এ.এ.এম বিপ্লব বলেছেন: what's title name of this song,nothing i get by search the initiating words at google. Or if you have songs link, plz mention.

২০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০০

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: ৮নং কমেন্ট টি দেখুন ।

৭| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪০

দহন আহমেদ বলেছেন: B:-) B:-) B:-)

৮| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ একটা গান। এরকম সাহসী আর স্পষ্ট উচ্চারণ করার সাহস আর কারো হয়নি কখনও।

লিংক- Click This Link

দশ নঙ গান।

২০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০৩

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই। আসলেই এইরকম গায়ক বাংলাদেশে আর নেই।

৯| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: মাকসুদ ও ঢাকার 'গণতন্ত্র' গানটার লিংক চাই।


প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ এ্যালবাম থেকে

১০| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪২

লিটল হামা বলেছেন: লিংক এর ৫ নম্বর গান @ তামিম ইবনে আমান।

১১| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:০১

তামিম ইবনে আমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই :) । গানটা অনেক খুজেছিলাম :(

১২| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:০৫

বেঈমান আমি বলেছেন: মাকসুদের চেয়ে বেশি সাহসী সিংগার আমি দেখি নাই।এই গান টা কি আসলেই ব্যান হইছিলো?জানতাম না X(

২০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১২

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: শুধু এই গানটাই না, "প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ" পুরো এ্যালবামটাই নিষিদ্ধ হয়েছিল।১ম এই এ্যালবামটায় ব্যান্ডের নাম দেয়া হয়েছিল "মাকসুদ ও ঢাকা" যাতে পরবর্তীতে কোন সমস্যা হলে শুধু মাকসুদের হয়, ব্যান্ড মেম্বাররা সেফ থাকে।

১৩| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:১২

তামিম ইবনে আমান বলেছেন:
হামা ভাই, ডাউনলোড দিলে মৃত্যুদন্ড ডাউনলোড হয়। গণতন্ত্র লিংকে ক্লিক করলেও। একটু দেখবেন । প্লিজ।

১৪| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:১৭

জামান তালুকদার বলেছেন: জানতাম না! মাকসুদের গান সবসময় ভালো লাগে। অনেক সাহসী কাজ।

২০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১৩

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: মাষ্টার পিস্।

১৫| ২০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৩২

ঘুমকাতুর বলেছেন: মাকসুদকে শুধু গায়ক বলা ভুল।

আগের বন্ড গুলা এমন প্রতিবাদী গান গাইতো। প্রমিথিউসেরও এমন কিছু গান আছে

অস্থির একটা সময় ছিলো

পোষ্টে কষে প্লাস

২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪১

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: প্রমিথিউস সেই রকম জোস্...।

১৬| ২১ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৩১

অসম সমীকরন বলেছেন: জোস গান... পুরা গান টা ই দিতেন ভাই...

২১ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪২

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: এটা গানের ২য় অংশ । ২য় অংশ টুকু গাওয়ার জন্য অনেক সাহসের প্রয়োজন, যেটা মাকসুদ দেখিয়েছে।এই জন্য এই অংশটুকু দিয়েছি।ধন্যবাদ।

১৭| ২১ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫০

ইমুব্লগ বলেছেন: প্রিয় শিল্পী মাকসুদের সাহসের প্রসংশা করতেই হয়।

২১ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫৭

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: অবশ্যই।

১৮| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৫

নিঃশব্দ শিশির! বলেছেন: খুব সম্ভবত ৯৫ সালের দিকে এই গান গেলো গাওয়া হয়েছিল...! এখন ভাবতেই অবাক লাগে....!সেই সময়ে কি সাহসের পরিচয় দিয়েছিল...!!

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪

নীল সাগড় বলেছেন: ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.