নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মুসলমানের ব্লগে স্বাগতম

হ্যা আমি সেই সত্যবাদীকে সত্যবাদী মনে করি

সাধারণ মুসলমান

একজন সাধারণ মুসলমান। সাধারণ মানুষ কি বলতে কি বলি তাই জ্ঞানী লোকদের উপকারী কথা শেয়ার করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।

সাধারণ মুসলমান › বিস্তারিত পোস্টঃ

হুমায়ুন আজাদকে না বলুন। সুস্থ থাকুন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

আজকাল আমার সাথে কেউ একমত হ'লে নিজের সম্বন্ধে গভীর সন্দেহ জাগে। মনে হয় আমি সম্ভবত সত্যভ্রষ্ট হয়েছি, বা নিম্নমাঝারি হয়ে গেছি।



এটি হুমায়ুন আজাদের একটি লেখা।



আজাদ সাহেবের এই একটি উক্তি থেকে বোঝা যায়, সে কি উদ্দেশ্যে লিখত। নিজেকে আলাদা প্রমাণ করা তার কাছে অনেক জরুরি ছিল। তার কারণেই আজ থাবা_বাবাদের মনে এত ঘৃণা, তাদের মধ্যে ভুল ইসলাম বিদ্বেষ, তারা খুন হচ্ছে।



আজাদ সাহেবের বই কিনবেন না, বেচবেন না, পড়বেন না, সন্তানদের পড়তে দিবেন না। যার উদ্দেশ্য পচা, তার লেখা আমরা কেন পড়ব। অন্য অনেক ভালো লেখক আছেন এদেশে।



হুমায়ুন আজাদকে না বলুন। সুস্থ থাকুন। সুস্থ জাতি তৈরি করুন।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

রিনকু১৯৭৭ বলেছেন: আমার একটি প্রশ্ন। একজন লেখকের কই খারাপ না ভাল সেটা না পড়ে কিভাবে বুঝবো? আগেতো পড়তে হবে! এরপরই না যাচাই-বাছাই করা যাবে। আমি যদি একতরফা "ভাল" বই পড়তেই থাকি তাহলে কোন গুলো "খারাপ" বই তা বুঝবো কেমন করে?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

রিনকু১৯৭৭ বলেছেন: আমার একটি প্রশ্ন। একজন লেখকের বই খারাপ না ভাল সেটা না পড়ে কিভাবে বুঝবো? আগেতো পড়তে হবে! এরপরই না যাচাই-বাছাই করা যাবে। আমি যদি একতরফা "ভাল" বই পড়তেই থাকি তাহলে কোন গুলো "খারাপ" বই তা বুঝবো কেমন করে?

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

htusar বলেছেন: একটা গান না শুনে যেমন বলা যাবে না সেইটা ভাল না খারাপ; তেমনি একটা বই না পরেও বলা যাবে না তা ভাল না খারাপ। পড়ুন , তারপর বলুন।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

নিলয় তৌহিদুল বলেছেন: আপনি তো না পড়ে বুঝেন নি ওগুলো খারাপ ।তাই আমিও আগে পড়ব ,তারপর সিদ্ধান্ত নেব :-)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: সব জ্ঞান নিতে হবে, কাজে কোনটা লাগাবে, সেটা তার নিজস্ব ব্যাপার।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

সাধারণ মুসলমান বলেছেন: বিষ খেয়ে ভালো না খারাপ সিদ্ধান্ত নেয়ার আগে অনেকেই মরে যাচ্ছে, তারপর ভুত হয়ে জ্বালাচ্ছে। কয়েক পৃষ্ঠা পড়াই কাফি বুঝার জন্য।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫

নরাধম বলেছেন:
সাধারণ মুসলমান, আপনি মনে হয় চিল্লা দিয়েছেন, আপনার কথাবার্তায় বেশ প্রজ্ঞা খুঁজে পাই। অনেক ধন্যবাদ।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫

নরাধম বলেছেন: Click This Link

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

আবু জাফর সাদিক বলেছেন: ভালো বই পড়ে রুচি তৈরি হলে খারাপ বই বাদ পড়ে যাবে।
যে লেখকের উদ্দেশ্য গালাগালি করে নাম কামানো, তার বই আমি কেন কিনবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.