![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মুসলমান। সাধারণ মানুষ কি বলতে কি বলি তাই জ্ঞানী লোকদের উপকারী কথা শেয়ার করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।
আমরা আর কোন পক্ষে নাই। বাংলার আর কোন মানুষই নাই প্রায়। 'রা' পক্ষে তো না ই, 'শা' পক্ষেও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যারা বেয়াদপী করছে তাদের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত নাই এই মঞ্চ থেকে। একদিন এরাই মঞ্চ বানাবে সমকামী বিয়ের পক্ষে। বিদায়। যু.প.দের বিচার সরকার না করলে আল্লাহ করবে, থাবার বিচার যেভাবে করেছে; চিন্তা করিনা।
ভাষা শহীদদের একবার সুরা ফাতেহা পড়ে উপহার পাঠাবেন সবাই, কোন সন্দেহ নাই তাদের উপকার হবে। ফুল দিলে তারা কি পাবে? নিজেরা একজন আরেকজনের কাছে নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করতে পারবেন, এইটুকুই, শহীদের কোন লাভ নাই। পানির পিপাসা যার তারে ফুল দিয়ে কি হবে? ওপাড়ে সবাই বেচে আছে, ধ্বংস করার জন্য এত অসাধারণ অস্তিত্ব ডেভেলাপ করা হয়নি, চিরকাল টিকে থাকতে হবে, দোযখে নাহয় বেহেশতে, ভালো লাগুক, না লাগুক। নাহয় সব শেষতক অর্থহীন হয়ে যেত।
©somewhere in net ltd.