নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মুসলমানের ব্লগে স্বাগতম

হ্যা আমি সেই সত্যবাদীকে সত্যবাদী মনে করি

সাধারণ মুসলমান

একজন সাধারণ মুসলমান। সাধারণ মানুষ কি বলতে কি বলি তাই জ্ঞানী লোকদের উপকারী কথা শেয়ার করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।

সাধারণ মুসলমান › বিস্তারিত পোস্টঃ

ন্যায়, ন্যায়, এবং ন্যায়

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

ন্যায় এর অনুসরণ ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। কোন ব্যক্তি, পরিবার, সমাজ বা দেশ পারেনা, যে কারণে হার্ভার্ড ল স্কুল ন্যায় সংক্রান্ত কোরআনের একটি অসাধারণ আয়াতকে গ্রহণ করে নিয়েছে। http://library.law.harvard.edu/justicequotes/explore-the-room/west/

সেখানে ইংরেজিটি দেয়া। বাংলা করলে হয় - " হে মুমিনগণ! তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর সাক্ষিরূপে, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে কিংবা পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়। সে ব্যক্তি (যার বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার আদেশ করা হচ্ছে) যদি ধনী বা গরীব হয়, তবে আল্লাহ উভয় প্রকার লোকের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি কল্যানকামী।" (মুফতি তাকি উসমানী কৃত তাফসীরে তাওযীহুল কুরআন থেকে - মাকতাবাতুল আশরাফ প্রকাশিত)।

একেবারে আরবীটা জানলে যে মজা পাওয়া যাবে সেটা যদিও অনুবাদে পাওয়া সম্ভব না। তাছাড়া অনুবাদে অনুবাদে ভিন্নতা হয়ে যায়। যাইহোক আসল কথা হল - জাতি হিসেবে আমাদের ন্যায়ের অনুসরণ শিখতে হবে, সেটা নিজের দল, চেতনা, ধর্ম, দেশ, পরিবার যার বিরুদ্ধেই যাক। আমাদের অতটা পরিণত হতে আর কতদিন লাগবে?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

বোকামন বলেছেন: আস সালামু আলাইকুম

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

সাধারণ মুসলমান বলেছেন: ওয়ালাইকুমুসসালাম।

৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: আল্লাহ আমাদের হিদায়াত দান করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.