নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মুসলমানের ব্লগে স্বাগতম

হ্যা আমি সেই সত্যবাদীকে সত্যবাদী মনে করি

সাধারণ মুসলমান

একজন সাধারণ মুসলমান। সাধারণ মানুষ কি বলতে কি বলি তাই জ্ঞানী লোকদের উপকারী কথা শেয়ার করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।

সাধারণ মুসলমান › বিস্তারিত পোস্টঃ

দলভিত্তিক রাজনীতির চেয়ে ধর্মভিত্তিক রাজনীতি ভালো

০৮ ই মে, ২০১৩ রাত ২:০৫

এই দেশের জন্যতো অবশ্যই ভালো। কারন, বিএনপি আলীগে যে শত্রুতা, হিন্দু মুসলিমে সেই শত্রুতা নাই, হবেও না। এক ধর্ম ক্ষমতায় আসলে অন্য ধর্ম বঞ্চিত হবে, এক দল ক্ষমতায় এলে যে অন্য দলের প্রাণ যায়? শুধু বিএনপির স্বার্থ দেখলে মৌলবাদ হয় না, শুধু ইসলামের স্বার্থ দেখলে মৌলবাদ হয়। হাস্যকর। ইসলামী শাসন ইজ থাউজেন্ড টাইমস বেটার দ্যান আওয়ামী শাসন। অবশ্য ফ্যাশনেবল না। সাততলার ফাউন্ডেশনে নয়তলা বানানো ঢের বেশি ফ্যাশনেবল এখন। আসুন আমরা ফ্যাশনের জন্য মরে যাই তাও ইসলামী শাসনকে না বলি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ রাত ২:১২

সাধারণ মুসলমান বলেছেন: ভুল বুঝবেন না। জামাতে ইসলামী ইসলামের ই ও বুঝে না, তাদেরকে মিন করিনি। দে আর ওওর্স্ট।
আরেকটা কথা, ভুলে যাব তাই এখানেই বলে রাখি, সেদিন হেফাজত কোন তান্ডব করেনি, জামাত আর লীগ করেছে, নিজের চোখে দেখেছি। বিশ্বাস করুন। প্রথম আলো একদিনে যে মিথ্যা বলে আমি ৩৫ বছরে বলিনি। ওদের বিশ্বাস করলে আমাকে করবেন না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.