![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মুসলমান। সাধারণ মানুষ কি বলতে কি বলি তাই জ্ঞানী লোকদের উপকারী কথা শেয়ার করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।
কারও মৃত্যুতে যদিও খুশি হওয়া উচিত না।
**********************************************
কিন্তু একটি মাত্র মৃত্যু যদি ষোলকোটি মানু্ষকে শান্তি দিতে পারে?
**********************************************
আপনার যাকে মনে হয় তাকে মেরে জনসেবা করার ক্ষমতা না থাকলে অন্তত দোয়া করতে থাকুন প্রত্যেক ফরজ নামাজের পর ও তাহাজ্জুদের পর। কখন কার দোয়া কবুল হয়ে যায় কেউ বলতে পারে না। দোয়া করাও একটা কাজ, অনেক বড় কাজ। আলটিমেট কিং অ্যান্ড ডিসিসান মেকার'স এর অফিসে তদবির করার মত। আর আপনার অ্যাপ্লিকেশন উনি মন্জুর না করলেও অ্যাপ্লিকেশন দিয়েছিলেন একথা মনে রাখবেন এবং পরে অন্য কিছু না কিছু দিবেনই। আর তার সঙ্গে কমিউনিকেট করায় রিলেশন ইমপ্রুভ করবে। একটা কুকুরও বুঝে কে তার প্রভু আর কার সঙ্গে রিলেশন সবচেয়ে বেশি ইমপরটেন্ট।
**********************************************
জনস্বার্থে দোয়া করতে থাকুন। যেকোন দেশের প্রধানমন্ত্রি থেকে নিয়ে যেকোন গলির ভিক্ষুকের জন্য হতে পারে আপনার মূল্যবান দোয়া।
**********************************************
আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সাধারণ মুসলমান বলেছেন: আপনি সততার সাথে দোয়া করে থাকলে কবুল হোক, নাহয় দোয়াটি আপনার দিকেই ফিরে যাক, আমিন।
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সাধারণ মুসলমান বলেছেন: বি.দ্র. আপনার কারও ব্যাপারে সন্দেহ হলে বলুন - আল্রাহ আপনি অমুককে মৃত্যু দিন যদি এর ফলে ষোলকোটি মানুষ শান্তি পায়।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
বিডি আমিনুর বলেছেন: নাম বলে জেলে যেতে চাই না । আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
অনেকের মধ্যে একজন বলেছেন: আচ্ছা ব্লগে এরকম বলধ আর কয়টা আছে কেও পরিসংখ্যাবন দিতে পারবেন?
আপনাকে বলধ বল্লাম তাই রাগ করলেন? কেন বল্লাম জানেন? কারন এদেশের মানুষ্কে শান্তি দিতে হলে অন্তত ১০ কোটি মানুষ্কে মারার জন্য দোয়া করতে হবে। কারন বর্তমান রাজনীতিবিদ+ এদের ফলোয়ার যতদিন আছে ততদিন শান্তি নাই। আর এদের সং্খযা প্রায় ১০ কোটির উপরে।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
সাধারণ মুসলমান বলেছেন: Good said.
Atleast you did not say Balad. Probably you tried to say something like Baldha Garden. Thanks anyway.
৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
নীলতিমি বলেছেন: বিডি আমিনুর বলেছেন: নাম বলে জেলে যেতে চাই না । আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
েনাঙর বলেছেন: দু'জন মানুষ মারা গেলে এই দেশের বেশির ভাগ মানুষ খুশি হবে বলে আমি মনে করি।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
রাজীব বলেছেন: আমি মনে করি দেশের জন্য তাদেরকে প্রয়োজন
৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪
শিক্ষানবিস বলেছেন: আমাদের মসজিদের ইমাম সাহেব সর্বদা দোয়া করেন, হে আল্লাহ! কারা আমাদের দেশটাকে নরকে পরিণত করেছে তুমি তাদের ভাল করে জানো। কারা পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে রাজপথে তোমার প্রিয় সৃষ্টি মানুষকে খুন করেছে আর গুম করেছে তুমি তাদের ভালমত চেন। আমরা সবাইকে চিনি না। আর তুমি নিজে বলেছো, তোমরা জালেমদের সম্পর্কে আল্লাহকে গাফেল ভেব না। হ্যা্, আমরা তোমাকে বে-খবর ভাবি না। তারা তো তোমাকে পরাস্ত করার ক্ষমতা রাখে না। তুমিতো এর চেয়ে হাজারগুণ ক্ষমতাধরদের নির্মূল করে দিয়েছো। আমরা অত্যাচারিত-মজলুম, তুমি তো মজলুমের দোয়া ফিরিয়ে দাও না। তাই আমরা তাদের বিরুদ্ধে তোমার কাছেই আশ্রয় চাই। তুমি আমাদের জালেমদের থেকে মুক্ত করো। আমাদের স্বাধীন করো।
ইমাম সাবের এই দোয়া শুনে মুসল্লীরা আমীন আমীন বলতে থাকে। কাউকে প্রতিবাদ করতে দেখি না।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
আকাশদেখি বলেছেন: েনাঙর বলেছেন: দু'জন মানুষ মারা গেলে এই দেশের বেশির ভাগ মানুষ খুশি হবে বলে আমি মনে করি
১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
রাতুল রেজা বলেছেন: আমি নিজে মারা গেলেই খুশি হইতাম। শালার শয়তান গুলা থাক দুনিয়ায়। এখন গেলে পাপ কিছু কম হইব
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
সাধারণ মুসলমান বলেছেন: আপনি বেচে থাকুন।
১১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
সাধারণ মুসলমান বলেছেন: সবাইকে ধন্যবাদ।
১২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮
আল ইফরান বলেছেন: বিডি আমিনুর বলেছেন: নাম বলে জেলে যেতে চাই না । আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক।
আমিও একই কথা বলতে চাচ্ছিলাম :#>
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
বেকার সব ০০৭ বলেছেন: বিডি আমিনুর বলেছেন: নাম বলে জেলে যেতে চাই না । আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
হেডস্যার বলেছেন:
আপনে সাধারন মুসলমান না, অসাধারন মুসলমান।
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
দখিনা বাতাস বলেছেন: এমন দোয়াতে কাম হইলে আমেরিকা আর ইসরাইলের প্রেসিডেন্ট একটাও বাচতো না। শালা বোকাচোদা খালেদা হাসিনার দরকার আছে বাচার। ঐটা তুই বুজবিনা। মরা দরকার আগে তোরমত আবালের।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
পাঠক১৯৭১ বলেছেন: অবশ্যই আপনি!!