নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মুসলমানের ব্লগে স্বাগতম

হ্যা আমি সেই সত্যবাদীকে সত্যবাদী মনে করি

সাধারণ মুসলমান

একজন সাধারণ মুসলমান। সাধারণ মানুষ কি বলতে কি বলি তাই জ্ঞানী লোকদের উপকারী কথা শেয়ার করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।

সাধারণ মুসলমান › বিস্তারিত পোস্টঃ

আড়াই পারসেন্ট ভোট আড়াই বছর শাসন

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

ফিফটি পারসেন্ট এমনেই পাস। বাকি ফিফটি পারসেন্ট এ ৫ পারসেন্ট ভোট দিছে, ধরলাম হগলে আম লীগরেই ভোট দিছে। তাইলে আড়াই পারসেন্ট ভোট পাইছে মোটমাট (কোন সন্দেহ নাই এব্যাপারে, সমস্ত এভেলেভেল ভিডিও নিয়া চুলের ডগাচেরা গবেষণা করেন)। ..........এগো লজ্জা নাই!! হায় হায় এরাকি মানুষ নাকি বানর?



যাইহোক আড়াই পারসেন্ট ভোট যখন পাইছে তাইলে আড়াই বছর থাকুক। আপনারা কি বলেন?.... ওরা মনে হয় চল্লিশ বছর থাকতে চায়।...................... আল্লাহ কি চায় দেখা যাক।............... আমাদের গুনাহ কমাইতে হবে, এতো গুনাহ করলে তো কপালে আম লীগ ছাড়া আর কিছু জুটবে না।

নিজের আমল ঠিক করি, হক্বানি আলেমদের সঙ্গে থাকি।

http://www.ashrafiya.com/

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

মদন বলেছেন: :D

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

সাধারণ মুসলমান বলেছেন: আপনাকে কিছু মিন করি নাই ভাই। কলা খান ভালো থাকেন। আপনে আসলে মানুষ, বিনয়ী।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

HHH বলেছেন: আমাদের গুনাহ কমাইতে হবে, এতো গুনাহ করলে তো কপালে আম লীগ ছাড়া আর কিছু জুটবে না।

সহমত।
যে জাতি যত বেশি খারাপ তাদের উপরে ততবেশি জালিম শাসক নির্ধারন করা হয়।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

সাধারণ মুসলমান বলেছেন: ধন্যবাদ

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

সাধারণ মুসলমান বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

মিতক্ষরা বলেছেন: সরকার যে বেহায়া তাতে সন্দেহ নাই। তার চেয়েও বড় বেহায়া হল টিভির টক শোতে সরকারের যেসব দালাল বুদ্ধিজীবীরা ৫ই জানুয়ারীর এই নির্বাচন নিয়ে সাফাই গাইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.