নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মুসলমানের ব্লগে স্বাগতম

হ্যা আমি সেই সত্যবাদীকে সত্যবাদী মনে করি

সাধারণ মুসলমান

একজন সাধারণ মুসলমান। সাধারণ মানুষ কি বলতে কি বলি তাই জ্ঞানী লোকদের উপকারী কথা শেয়ার করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।

সাধারণ মুসলমান › বিস্তারিত পোস্টঃ

কথা

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৩

যে কুকুর মনিবেরটা খেয়ে মনিবকে অস্বীকার করে সে যে কত নিকৃষ্ট কুকুর বলা অসম্ভব ৷ তবে আনফরচুনেটলি কুকুর এত নিকৃষ্ট হয়না, কিছু মানুষ হয় ৷ আল্লাহ এদের অনন্তকাল দোযখে রাখবেন, ঘোষণা না দিয়েও যদি রাখতেন অন্যায় হত না, ঘোষণা দিয়েছেন, বার বার পৃষ্ঠার পর পৃষ্ঠা বলেছেন যেন সাবধান হয়ে ফিরে আসে ৷ তোমাদের কি বার বার বলা হয়নি? না ওনারা ন্যাকা নবাব, না দেখলে বিশ্বাস করবেন না ৷ তোমাকে যখন বিনা প্রমাণে কেউ অবিশ্বাস করে তখনতো ফুঁসে ওঠ মিচকে ডবল স্ট্যান্ডার্ড শয়তান ৷ বি কেয়ারফুল, সেফটি ফার্স্ট ৷ নিজে বাঁচো অন্যদেরও বাঁচাও ৷ আল্লাহ উইল নট ব্রেক দ্য রুল, আর এই রুল না থাকলে তাঁর পৃথিবী বানানোর কোন প্রয়োজন ছিল না, তিনি তোমাদের চাকর নন তোমাদের ন্যাকামি দেখার জন্য পৃথিবী বানাতে হবে তাঁর ৷ তাঁর সৃষ্টিকে আগুনে হোক আর পানিতে হোক রাখার অধিকার তাঁর আছে, সুতরাং নিজেকে চেন, পরের ধনে পোদ্দারি বাদ দিয়ে নত হও, তাঁর কাছেই সব জ্ঞান, আনন্দ, স্বাদ, রহস্য, তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টার চেয়ে বড় আনন্দ আর সার্থকতা আর কিছুতে নেই ৷ যে চায় তাকে উজাড় করে দেন তিনি, আর যে অহংকারী তার কাছে ছোট হবার কোন ঠেকা আল্লাহর নেই ৷ তিনি অমুখাপেক্ষী, পরের ধনে পোদ্দারী করেন না ৷
… …… মেজবাহ ভাইয়ের পোস্ট ধরে হোপলেস আসিফ বা আফসোসকারীর পেজে করা আমার একটা কমেন্ট (করে যদিও কোন লাভ নাই, না করলেই ভালো হত) অনুসরনে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.