![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি - সে এক অচিন উপত্যকার দীর্ঘশ্বাস ! http://www.facebook.com/theshohidul
একদিন শব্দছিঁড়ে ঘুমাব অশ্বের পৃষ্ঠায় ;
দূরতম বাতিঘরের সংকেতের মত বহুকাল -
মেঘে মেঘে করেছি ভ্রমণ ; জেনেছি -
মৃতদের চোখে কতটা স্মৃতি স্ফুলিঙ্গ ওড়ে ।
একদিন সব ফেলে চলে যাব ; হারিয়ে যাব দৃশ্যত -
এইসব রঙ মুখোশের অন্তরালে ,
তোমাদের মায়াবী সরাইখানায়
প্রকাশিত স্বপ্নের মত ছুটে আসবে
ছায়া-মুগ্ধ সিগ্যালের ঝাঁক । তবুও -
রাত্রিরহিত নিদ্রিত হয়ে ছিলাম ,
হয়ে ছিলাম এলোকেশী রোদের কার্নিশ
হয়ে ছিলাম উত্তর অরণ্যের জলশূন্য শুষ্ক পাতা -
আমি উড়ে যেতে চেয়েছিলাম -
তুমি মেঘ হয়ে এলে
আমি হলাম শতবর্ষী পুষ্প-দগ্ধ ছাই
তারপর আমি ক্রমশ দূরে সরে যাই …
দূরে সরে যাই - ম্যাপলের পত্ররেখায় ,
প্রলম্বিত চোখ তার ধরে রাখে বিস্ময় –
আমিই সেই স্বর্গ-চ্যুত দেবদূত ,
হাহাকারের তৃতীয় পৃষ্ঠায় লিখে এসেছি নির্বাসনের গান -
ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
আমি তার খুলিতে বেধে দিলাম রক্ত রূমাল
তার চোখে একে দিলাম বিষণ্ণতা
তার মুঠোয় ছিটিয়ে দিলাম ঝর্নাবন্দী জল !
আমাদের নির্ঘুম নদী থাক স্মৃতিতে অতল ...
***
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
শহিদুল ইসলাম বলেছেন: কেমন আছেন ?
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর !
তবে একটা কথা, রাশি রাশি দৃশ্যকল্প কিন্তু কম্প্যাক্টনেসরে দূরে সরায় ,ফলে পাঠ বিক্ষিপ্ত হয় , আমার এরকম লেগেছে , হয়ত আমার ব্যর্থতা !
আমি উড়ে যেতে চেয়েছিলাম -
তুমি মেঘ হয়ে এলে
আমি হলাম শতবর্ষী পুষ্প-দগ্ধ ছাই
তারপর আমি ক্রমশ দূরে সরে যাই
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
শহিদুল ইসলাম বলেছেন: মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ তোমাকে !
তবে এটা বিক্ষিপ্ত মন নিয়েই লিখেছিলাম
তাই হয়তো বিক্ষিপ্ত ভাব প্রবল
এটা আমিও টের পেয়েছি ...
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগা।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংকস !
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নাহোল ভাই যে অংশটা কোট করলেন, শুধু এই অংশটার জন্যই কবিতাটা বার বার পড়া যায়।
দূর্দান্ত!
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
শহিদুল ইসলাম বলেছেন: কৃতজ্ঞতা পাঠে আশরাফুল ভাই
আছেন কেমন ?
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
বিবাগী বাউল বলেছেন: এইতো ভাল আছি শহিদুল ভাই, আজ প্রথম ভাল লাগা দিতে পেরে আরও ভাল লাগল
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
শহিদুল ইসলাম বলেছেন: অনেকদিন খোঁজখবর নিতে পারিনি
আজকে যাব !
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যাক, কবিতা এলো অবশেষে।
আমি উড়ে যেতে চেয়েছিলাম -
তুমি মেঘ হয়ে এলে
আমি হলাম শতবর্ষী পুষ্প-দগ্ধ ছাই
তারপর আমি ক্রমশ দূরে সরে যাই
শুভেচ্ছা কবি।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
শহিদুল ইসলাম বলেছেন: অজস্র ধন্যবাদ আলাউদ্দিন ভাই
কৃতজ্ঞতা
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
ভিয়েনাস বলেছেন: তুমি মেঘ হয়ে এলে
আমি হলাম শতবর্ষী পুষ্প-দগ্ধ ছাই
তারপর আমি ক্রমশ দূরে সরে যাই … চমৎকার।
অবশেষে আপনার কবিতা পাওয়া গেল
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
শহিদুল ইসলাম বলেছেন: আছেন কেমন ?
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ !
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
শহিদুল ইসলাম বলেছেন: ভাল আছেন ?
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
ফ্রাস্ট্রেটেড বলেছেন: জেনেছি -
মৃতদের চোখে কতটা স্মৃতি স্ফুলিঙ্গ ওড়ে । ........
একদিন সব ফেলে চলে যাব ; হারিয়ে যাব দৃশ্যত -..................
তুমি মেঘ হয়ে এলে
আমি হলাম শতবর্ষী পুষ্প-দগ্ধ ছাই
তারপর আমি ক্রমশ দূরে সরে যাই … ..........
ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
আপনার অন্যান্য কবিতার সাথে দৃশ্যমান পার্থক্য টের পাচ্ছি গঠনে। শব্দের দামামা নেই, কেমন এক নূপুর বাজলো।
অসাধারণ বস, সত্যিই খুব ভাল লাগলো। ওয়েলকাম ব্যাক আফটার দি হাইবারনেশন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: ইয়েস বস !
হ্যাঁ , একটু চেঞ্জ আনতে চেষ্টা করছি !
আছেন কেমন বস !
আপনেই জয়ী !
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
ভিয়েনাস বলেছেন: ভালো আছি ব্রো
আপনি কেমন ছিলেন?
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
শহিদুল ইসলাম বলেছেন: এইতো ছিলাম
কখন ও ভাল কখনও খারাপ !
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
সুপান্থ সুরাহী বলেছেন: .
.
.
.
দূরে সরে যাই - ম্যাপলের পত্ররেখায় ,
প্রলম্বিত চোখ তার ধরে রাখে বিস্ময় –
আমিই সেই স্বর্গ-চ্যুত দেবদূত ,
হাহাকারের তৃতীয় পৃষ্ঠায় লিখে এসেছি নির্বাসনের গান -
চমৎকার !!!
ধন্যবাদ নেন কবি এমন সুন্দর দৃশ্যকাব্যের জন্য...
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
শহিদুল ইসলাম বলেছেন: সুপান্থ দা অনেক ধন্যবাদ
কৃতজ্ঞতা
পাঠে
আছেন কেমন ?
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
স্বপনবাজ বলেছেন: একদিন শব্দছিঁড়ে ঘুমাব অশ্বের পৃষ্ঠায় ;
দূরতম বাতিঘরের সংকেতের মত বহুকাল -
মেঘে মেঘে করেছি ভ্রমণ ; জেনেছি -
মৃতদের চোখে কতটা স্মৃতি স্ফুলিঙ্গ ওড়ে । অসাধারণ !
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ স্বপন বাজ !
কৃতজ্ঞতা
ভাল আছেন নিশ্চয়ই ?
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২২
শ্রাবণ জল বলেছেন: Isshor- ek dondoprapto ashamir nam. Etar aag porjonto valo laga.
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ কৃতজ্ঞতায়
ভালো আছেন ?
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫
আশিক মাসুম বলেছেন: আমাদের নির্ঘুম নদী থাক স্মৃতিতে অতল ...
খুব ভাল লাগে আপনার লিখা।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
শহিদুল ইসলাম বলেছেন: কেমন আছেন ?
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
রাইসুল নয়ন বলেছেন: কবিতায় এক সমুদ্র ভালোলাগা দিলাম কবি ,
ভালো থাকুন ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
শহিদুল ইসলাম বলেছেন: আপনি কেমন আছেন ?
১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: দূরে সরে যাই - ম্যাপলের পত্ররেখায় ,
প্রলম্বিত চোখ তার ধরে রাখে বিস্ময় –
আমিই সেই স্বর্গ-চ্যুত দেবদূত ,
হাহাকারের তৃতীয় পৃষ্ঠায় লিখে এসেছি নির্বাসনের গান -
ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
কৃতজ্ঞতা
ভালো থাকবেন সবসময়
১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
হাসান মাহবুব বলেছেন: যে লেখসে এবং যারে উৎসর্গ করা হৈসে তারা দুইজনই শব্দের নিপুন কারিগর।
কবিতায় অনেক ভালো লাগা।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই
ভাল আছেন নিশ্চয়ই ?
১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
লেখোয়াড় বলেছেন:
আপনি
এবং
প্লিওসিন অথবা গ্লসিয়ার
আর
মাহী ফ্লোরা
আপনারা একই ধরনের লেখেন, এই জন্য আপনাদের মিল আছে।
এই জন্যে আপনারা একে অন্যের লেখা এক পছন্দ করেন।
লিখে যান, আপনাদের কবিতায় এক ধরনের মাদকতা আছে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ লেখোয়াড় ভাই
ভালো আছেন ?
১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
সায়েম মুন বলেছেন: লেখোয়ারের মন্তব্য কোট সহ এই কবিতায় অনেক ভাললাগা।
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
আছেন কেমন ?
২০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
ডানাহীন বলেছেন: কবিতার শুরুটা দারুন .. মাঝে কিছুটা বিক্ষিপ্ত মনে হলেও শব্দের জাদুকরী ছোঁয়ায় সেটুকু ধুয়ে মুছে গেছে ।
অনেকদিন পর আপনার লেখা পেলাম । ভালো থাকবেন আর ছুটি একটু কম খাবেন ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে
কৃতজ্ঞতা
ভাল থাকবেন
২১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
নস্টালজিক বলেছেন: আমি উড়ে যেতে চেয়েছিলাম -
তুমি মেঘ হয়ে এলে
আমি হলাম শতবর্ষী পুষ্প-দগ্ধ ছাই
তারপর আমি ক্রমশ দূরে সরে যাই …
শিরোনাম-টাও খুব সুন্দর!
শুভেচ্ছা, শহিদুল!
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নস্টালজিক ভাই
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন সসসময়
২২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
একদিন শব্দছিঁড়ে ঘুমাব অশ্বের পৃষ্ঠায় ;
দূরতম বাতিঘরের সংকেতের মত বহুকাল -
মেঘে মেঘে করেছি ভ্রমণ ; জেনেছি -
মৃতদের চোখে কতটা স্মৃতি স্ফুলিঙ্গ ওড়ে ।
অসাধারণ !
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যাবাদ
আছেন কেমন ?
২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
দূরে সরে যাই - ম্যাপলের পত্ররেখায় ,
প্রলম্বিত চোখ তার ধরে রাখে বিস্ময়
খুব চমৎকার সব কথকথা। খুব ভালো লাগা।
শুভকামনা কবি!!
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
শহিদুল ইসলাম বলেছেন: চিল ভাই
ভালো আছেন নিশ্চয়ই ?
২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
নেক্সাস বলেছেন: কবিতায় ভাল লাগা।
কবির জন্য শুভকামনা
আর উৎসর্গে আরো ভাল লাগা।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভালো থাকবেন
কৃতজ্ঞতা
২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১
নক্ষত্রচারী বলেছেন: একদিন সব ফেলে চলে যাব ; হারিয়ে যাব দৃশ্যত -
এইসব রঙ মুখোশের অন্তরালে ,
তোমাদের মায়াবী সরাইখানায়
প্রকাশিত স্বপ্নের মত ছুটে আসবে
ছায়া-মুগ্ধ সিগ্যালের ঝাঁক ।
অসম্ভব ভালো লাগা । আপনার এই প্রত্যাবর্তনে ভালো লাগলো শহিদুল ভাই ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে
আছেন কেমন ?
২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
শায়মা বলেছেন: তুমি তো একটা মুগ্ধ করা পিচকা কবিভাইয়া।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
শহিদুল ইসলাম বলেছেন: আপু !
২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
রঙ তুলি ক্যানভাস বলেছেন: "একদিন সব ফেলে চলে যাব ; হারিয়ে যাব দৃশ্যত -
এইসব রঙ মুখোশের অন্তরালে , " ++
সুন্দর কিন্তু একটা লাইনে আপত্তি। " ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !" এ লাইন কেন??!!!! ঈশ্বরকে কেন আসামী ডাকা??!!
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
শহিদুল ইসলাম বলেছেন: হ্যাঁ , এই লাইনটা লিখার বিশেষ কারণ আছে ! এটা আস্তিক নাস্তিক বিষয় না !
আমি মনে প্রানে আস্তিক
এই লাইনটার মানে আমার কাছেই থাক আপু ! না বলি !
২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
মিঠেল রোদ বলেছেন: কেমন যেন একটা হাহাকারের ব্যাপার আছে।ঠিক বুঝতে পারছিনা।
তার পরও হৃদয় ছুয়ে গেল।ভাল লাগা রইল কবি।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
শহিদুল ইসলাম বলেছেন: হাহাকার !
আছেন কেমন ?
২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! সুন্দর!!
আমি তার খুলিতে বেধে দিলাম রক্ত রূমাল
তার চোখে একে দিলাম বিষণ্ণতা
তার মুঠোয় ছিটিয়ে দিলাম ঝর্নাবন্দী জল !
ভীষন ভালো লাগলো।
শুভকামনা রইল।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে
কৃতজ্ঞতা
৩০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: হাহাকারের তৃতীয় পৃষ্ঠায় লিখে এসেছি নির্বাসনের গান -
ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
চমৎকার । একটা বিরতির পর প্রিয় শহিদুল ইসলাম ভাইকে আবার পেলাম ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
শহিদুল ইসলাম বলেছেন: ফিরে আসলাম
কতদিন আর দূরে থাকা যায় ?
মামুন ভাই , অনেকদিন ছিলাম না , আছেন কেমন ?
৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫০
মাসুম আহমদ ১৪ বলেছেন: মেঘে মেঘে করেছি ভ্রমণ ; জেনেছি -
মৃতদের চোখে কতটা স্মৃতি স্ফুলিঙ্গ ওড়ে
দারুণ দুটি লাইন
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
শহিদুল ইসলাম বলেছেন: কৃতজ্ঞতা পাঠে
ভাল থাকবেন সবসময়
৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৮
আশিক মাসুম বলেছেন: এইতো আছি, মন্দ না। আপনি?
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
শহিদুল ইসলাম বলেছেন: এইতো মিশ্রিত ছিলাম
ভালো খারাপ !
এইভাবে ভালো থাকুন সবসময়
৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
শায়মা বলেছেন: কি?
কেমন আছো ভাইয়া???
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
শহিদুল ইসলাম বলেছেন: নাই ! ভালো নাই !
তুমি কেমন ?
৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
শব্দহীন জোছনা বলেছেন:
আমি উড়ে যেতে চেয়েছিলাম -
তুমি মেঘ হয়ে এলে
আমি হলাম শতবর্ষী পুষ্প-দগ্ধ ছাই
তারপর আমি ক্রমশ দূরে সরে যাই …
খুব ভালো লেগেছে।
+++++++++++
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
শহিদুল ইসলাম বলেছেন: কৃতজ্ঞতা পাঠে
আছেন কেমন ?
৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
একদিন সব ফেলে চলে যাব ; হারিয়ে যাব দৃশ্যত -
অসাধারণ।
অসম্ভব রকম ভালোলাগা...........
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সপ্নবাজ ভাই
আছেন কেমন ?
৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
নিয়েল ( হিমু ) বলেছেন: "....নির্ঘুম নদী থাক স্মৃতিতে অতল"
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
শহিদুল ইসলাম বলেছেন: থাকুক অতল !
আছেন কেমন ?
৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
লোনলিফাইটার বলেছেন: হায় কবি
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: হাই ! হাউ আর ইউ ?
৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
সোমহেপি বলেছেন: ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
অসাধারণ কবি!!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
শহিদুল ইসলাম বলেছেন: কেমন আছেন ?
৩৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
মাহী ফ্লোরা বলেছেন: উৎসর্গ পড়ে তো লজ্জা পেয়ে গেলাম! :!>
অনেক কৃতজ্ঞতা রইলো এত সুন্দর একটি কবিতা আমাকে উৎসর্গ করেছেন।
শুভকামনা সবসময়!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
আপনার লেখাগুলো ভালো লাগে
নিয়মিত লিখবেন
৪০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
মাহী ফ্লোরা বলেছেন: একদিন শব্দছিঁড়ে ঘুমাব অশ্বের পৃষ্ঠায় ;
দূরতম বাতিঘরের সংকেতের মত বহুকাল -
মেঘে মেঘে করেছি ভ্রমণ ; জেনেছি -
মৃতদের চোখে কতটা স্মৃতি স্ফুলিঙ্গ ওড়ে ।
এরপরও পুরোটায় কোট করার মত সুন্দর!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংকস !
ভাল থাকবেন অনেক কাল !
৪১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
সান্তনু অাহেমদ বলেছেন: একদিন সব ফেলে চলে যাব ; হারিয়ে যাব দৃশ্যত -
এইসব রঙ মুখোশের অন্তরালে ,
তোমাদের মায়াবী সরাইখানায়
প্রকাশিত স্বপ্নের মত ছুটে আসবে
ছায়া-মুগ্ধ সিগ্যালের ঝাঁক । - ভালোলাগা কবি। অনেকদিন পর লিখলেন।++
শুভ কামনা।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
শহিদুল ইসলাম বলেছেন: ভালো থাকবেন
এবং অজস্র ধন্যবাদ !
৪২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমিই সেই স্বর্গ-চ্যুত দেবদূত,
হাহাকারের তৃতীয় পৃষ্ঠায় লিখে এসেছি নির্বাসনের গান -
ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
কোনো কথা হবে না, অসাম শালা! (মনের আবেগ, সকল ভনিতা ভাসিয়ে নিয়ে গেছে কবি ভাই।) তবে, জীবনানন্দের ঘ্রাণ নাক থেকে সরাসারি বোধের সূক্ষ্মতম শিরায় গেঁথে রইল। বড় ভালো লাগলো, কবি, বহুদিন পর।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
শহিদুল ইসলাম বলেছেন: জীবনান্দের ঘ্রাণ ! বলেন কি ! হা হা
আছেন কেমন ? অনেকদিন খোঁজ নিতে পারিনি !
৪৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
ফয়সাল হুদা বলেছেন:
কবিতায় শব্দরা খেলা করে যথারীতি
খেলা করে পাঠ্যআনন্দ...
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ফয়সাল হুদা ভাই
ভালো থাকবেন সবসময় !
৪৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
hasin82 বলেছেন: দূরে সরে যাই - ম্যাপলের পত্ররেখায় ,
প্রলম্বিত চোখ তার ধরে রাখে বিস্ময় –
আমিই সেই স্বর্গ-চ্যুত দেবদূত ,
হাহাকারের তৃতীয় পৃষ্ঠায় লিখে এসেছি নির্বাসনের গান -
ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
একটাই শব্দ মুখে আসে- 'অসাধারণ'!
কেমন আছেন প্রিয় কবি?
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
শহিদুল ইসলাম বলেছেন: আমি ভাল আছি
আপনি কেমন আছেন হাসিন ?
৪৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
অদৃশ্য বলেছেন:
মৃতদের চোখে কতটা স্মৃতি স্ফুলিঙ্গ ওড়ে
মৃতদের চোখে কতটা স্মৃতি স্ফুলিঙ্গ ওড়ে
_________________ খুব ইচ্ছা হলো জানবার...
দারুন হয়েছে লিখাটি....
শুভকামনা.....
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
শহিদুল ইসলাম বলেছেন: অনেক দিন পর দেখা হলো
আছেন কেমন ?
৪৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
শব্দহীন জোছনা বলেছেন:
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
শহিদুল ইসলাম বলেছেন:
৪৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কবিতা পড়েছি আগে। আপনি কেমন আছেন? ওইদিন আপনার ছবি দেখলাম :!> :#>
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
শহিদুল ইসলাম বলেছেন: এইতো আছি কষ্টেই ...
আমার ছবি ? কোথায় ?
আপনি কেমন আছেন ?
৪৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
নীলফরিং বলেছেন:
নাগরিক কবি মনে প্রকৃতির সুবাতাস বহমান।
অজস্র বাঁক নিয়ে চলা জীবনের অনুভূতি একেক সময়ে একেক রকম।
ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
আমি তার খুলিতে বেধে দিলাম রক্ত রূমাল
ঘোর বিষন্নতায় ঈশ্বরকে আসামীর কাঠগোরায় দাঁড় করানো অভূতপূর্ব হয়েছে কবি। কামনার শিখরে মলাল প্রজ্জ্বলিত করলাম - ভালোলাগায়, মুগ্ধতায়।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে
এবং সুন্দর মন্তব্য
আছেন কেমন ?
৪৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
অদৃশ্য বলেছেন:
লিখাটি পোষ্ট করবার আগেরদিনও ঘুরে গেছি এদিকটা.... আমি অফলাইনে মাঝেমাঝেই ঢু মারি আমার পরিচিতজনদের ব্লগুলোতে....
এইতো আছি.... চলছে...
শুভকামনা....
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
শহিদুল ইসলাম বলেছেন: এইভাবে ভালো থাকবেন সবসময়
সতত !
৫০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
লোনলিফাইটার বলেছেন: আই এম গুড ব্রো।হাউ আর ইউ?
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
শহিদুল ইসলাম বলেছেন: আমিও ভালো খারাপ মিশ্রিত হয়ে আছি
৫১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
রাতুল_শাহ বলেছেন: ম্যাপলের = মানে কি ভাই?
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
শহিদুল ইসলাম বলেছেন: ম্যাপল একটা বৃক্ষের নাম
ম্যাপলের পত্র !
আছেন কেমন ?
৫২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
রাতুল_শাহ বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ ভাই।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
শহিদুল ইসলাম বলেছেন: পাঠে কৃতজ্ঞতা
৫৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
hasin82 বলেছেন: আছি ভালই।
দোয়া করবেন।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
শহিদুল ইসলাম বলেছেন: এইভাবে ভালো থাকবেন সবসময় !
সতত
৫৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
আরজু পনি বলেছেন:
একদিন সব ফেলে চলে যাব ; হারিয়ে যাব দৃশ্যত -
অভিমানী দারুন লেখা।
উৎসর্গও বেশ হয়েছে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে
কেমন আছেন ?
৫৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: অসংখ্য ভাললাগা রইল।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে
ভালো থাকবেন
৫৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
shfikul বলেছেন: অসাধারণ কবিতা।খুব ভাল লেগেছে।শুভ কামনা।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
শহিদুল ইসলাম বলেছেন: কেমন আছেন ?
৫৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর!
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
শহিদুল ইসলাম বলেছেন: পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
৫৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
সিংহমামা বলেছেন:
তাই আপনাদের জন্য একটু-------
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
শহিদুল ইসলাম বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন !
৫৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
ফারাহ দিবা জামান বলেছেন: দূরে সরে যাই - ম্যাপলের পত্ররেখায় ,
প্রলম্বিত চোখ তার ধরে রাখে বিস্ময় –
আমিই সেই স্বর্গ-চ্যুত দেবদূত ,
হাহাকারের তৃতীয় পৃষ্ঠায় লিখে এসেছি নির্বাসনের গান -------------------
খুব সুন্দর লিখেছ শহিদুল।
অনেকদিন পর।
ভালো থেকো,
আর একটু ঘন ঘন লিখো।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
শহিদুল ইসলাম বলেছেন: কেমন আছ তুমি ?
ঘন ঘন লিখব অবশ্যই !
তুমিও নিয়মিত লিখো !
৬০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
ফারাহ দিবা জামান বলেছেন:
ভালো আছি শহিদুল।
আমি???
আমি তো বোধ হয়,
নিয়মিত না,
অতি নিয়মিত।
হা হা!!
নিয়মিতর চোটে দুইটা নিক আমার!!!
ভালো থেকো।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
শহিদুল ইসলাম বলেছেন: হ্যাঁ
এইভাবে নিয়মিত থেকো সবসময় !
৬১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর
+++++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
শহিদুল ইসলাম বলেছেন: ধণ্যবাদ
ভালো থাকবেন
৬২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লিখেছেন কবি ভাই।
খুব সুন্দর তব কবিতা।
কেমন আছেন প্রিয় মিতা??
++++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
শহিদুল ইসলাম বলেছেন: এইতো ভালো আছি
আপনি কেমন আছেন ?
পাঠে কৃতজ্ঞতা !
৬৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
ইনকগনিটো বলেছেন: মুগ্ধ পাঠ!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
শহিদুল ইসলাম বলেছেন: আছেন কেমন ?
পাঠে কৃতজ্ঞতা !
৬৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
নীলফরিং বলেছেন:
ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
সাংঘাতিক কথা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
পাঠে
কৃতজ্ঞতা !
৬৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭
ফারিয়া বলেছেন: ভাইয়া তুমি এত সুন্দর কবিতা লেখ, গল্প লেখনা কেন?
অনেকদিন তেমন গল্প পড়িনা, একটা গল্প লেখনা!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
শহিদুল ইসলাম বলেছেন: আপু ! লিখব অবশ্যই গল্প !
অবশ্যই লিখব দেখো !
৬৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
নীরব 009 বলেছেন: এক কথায় মুগ্ধ
২৫ তম ভাললাগা রইলো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ নীরবদা
আছেন কেমন ?
অনেকদিন পড়ে দেখছি !
৬৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
সোমহেপি বলেছেন: ভালৈ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
কৃতজ্ঞতা
৬৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
ইখতামিন বলেছেন: ২৬তম ভালো লাগা.
++++++++++++++
সুন্দর
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন
ভালো থাকবেন
৬৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
শহিদুল ইসলাম বলেছেন: আছেন কেমন ?
৭০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
শহিদুল ইসলাম বলেছেন:
৭১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
শাশ্বত স্বপন বলেছেন: একদিন শব্দছিঁড়ে ঘুমাব অশ্বের পৃষ্ঠায় ;
দূরতম বাতিঘরের সংকেতের মত বহুকাল -
মেঘে মেঘে করেছি ভ্রমণ ; জেনেছি -..
মৃতদের চোখে কতটা স্মৃতি স্ফুলিঙ্গ ওড়ে...
ভাই, এই মেলায় একটা কবিতার বই কি বের করা যেত না।
আসুন, প্রজন্ম চত্বরে। আপনার কলম দিয়ে আগুন কবিতার জন্ম হবে। আমার দোয়া নিতে আইসেন, এক কাপ চা আর সিগারেট চলবে? ফেস টা বদলানো যায় না?
গ্রাম বাংলায় প্রচলিত মিথ আছে যে, ভাদ্র মাসে বিয়ে করতে নেই, ভাদ্র বেলায় দূরে যাত্রা করতে নেই; এ মাসকে অপয়া, অশুভ হিসাবে ধরা হয়। এখানে ভাদ্র শব্দে অশুভ-অপয়া-দুঃখ-কষ্ট-জ্বালা-যন্ত্রণার ছায়াপাত করা হয়েছে। অমানবিকতা, হিংসা, অপ্রাপ্তি-- নানাবিধ কষ্টের বিষয়গুলো এই ভাদ্র শব্দের ভেলায়, ভেলা ভাসানোর মত এবারের বই মেলায় ভাসিয়ে দেওয়া হল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
শহিদুল ইসলাম বলেছেন: এক বছর আগের একদিন
৭২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
শহিদুল ইসলাম বলেছেন:
৭৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
স্বদেশ হাসনাইন বলেছেন: ঘুমিয়ে ঘুমিয়ে ছাই হয়ে গেল আমার একমাত্র ঘোড়া, একমাত্র বইয়ের প্রচ্ছদ, বুকমার্কে মেয়েলী দীর্ঘ চুল, রাতজাগা
গাছের শেকড়, ছাই হলো স্কুল ব্যাগ, কমলার জেলি, শুধু অমলেটের ঘ্রাণ লেগে আছে বয়সী টেবিলে, ফুলবতী প্লাস্টিকে,
নষ্ট জন্মের পাথুর ফেলে রাখা ময়দার খামির মত ধূলো ওড়ায়, হরিশঙ্কর পুরে বাসের চাকার মত চলতে চলতে। ক্রিস্টালের মার্জিনে সাওতালী মেয়ে আর সবুজ বৃক্ষের স্কেচ আঁকা। একদিন দেখো পুড়ে স্কেচ, পুড়ে যাবে অবশিষ্ট হৃদয়ের চাবি, রহস্যের ফুলদানী, সোনার গহনা, হর্সহেড নেব্যুলা । পথ ভুলে শত শত ট্রামের চাকা অরণ্যে ঘুরে বেড়ায় অশ্বযজ্ঞের নিয়মে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
শহিদুল ইসলাম বলেছেন: আছেন কেমন ?
৭৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
আলম িসিিদ্দকী বলেছেন:
দূরে সরে যাই - ম্যাপলের পত্ররেখায় ,
প্রলম্বিত চোখ তার ধরে রাখে বিস্ময় –
আমিই সেই স্বর্গ-চ্যুত দেবদূত ,
হাহাকারের তৃতীয় পৃষ্ঠায় লিখে এসেছি নির্বাসনের গান -
ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
আমি তার খুলিতে বেধে দিলাম রক্ত রূমাল
তার চোখে একে দিলাম বিষণ্ণতা
তার মুঠোয় ছিটিয়ে দিলাম ঝর্নাবন্দী জল !
....................................................
অসম্ভব সুন্দর।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৭৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
লেজকাটা বান্দর বলেছেন: ইনকগনিটো বলেছেন: মুগ্ধ পাঠ!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংক্স
৭৬| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
ইখতামিন বলেছেন:
কোথায় হারিয়ে গেলেন?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
শহিদুল ইসলাম বলেছেন: এসেছি... আছেন কেমন ??
৭৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। শব্দের প্রয়োগগুলো দারুন লেগেছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংকস ... আছেন কেমন ?
৭৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগলো কবি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
শহিদুল ইসলাম বলেছেন: কেমন আছেন ?
৭৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
অন্ধ আগন্তুক বলেছেন: তুমি মেঘ হয়ে এলে
আমি হলাম শতবর্ষী পুষ্প-দগ্ধ ছাই
তারপর আমি ক্রমশ দূরে সরে যাই …
কবিতা পাঠে আবেগায়নের শিকার হলে সেই কবিতাটা সৎ আর আন্তরিক মনে হয় , এই কবিতার মত ।
শুভেচ্ছা শহিদুল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
শহিদুল ইসলাম বলেছেন: শুভেচ্ছা
ভাল আছেন ?
৮০| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
শ্রাবণ জল বলেছেন: কোথায়, কবি??
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭
শহিদুল ইসলাম বলেছেন: এইতো এসেছি !
আপনি কোথায় ?
৮১| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: খুব মিস করছি। আপনার উপস্থিতি আপনার কবিতা দুটোই। আচ্ছা মিস এর বাংলা কী? মনে পড়ছে না।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
শহিদুল ইসলাম বলেছেন: মিস এর ভাবগত অর্থ - কাউকে খুব মনে পরছে !
তাই ফিরে এসেছি
আছেন কেমন ??
৮২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কবি আমার ব্লগে এসে ধন্য করে দিয়ে জান
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
শহিদুল ইসলাম বলেছেন: আসব
অবশ্যই !
৮৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১
আরজু পনি বলেছেন:
আমিতো ভাল আছি, কিন্তু আপনি কোথায় হারালেন??
অনেকদিন নতুন পোস্ট দেখি না!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
শহিদুল ইসলাম বলেছেন: এইতো এসেছি
ভাল আছেন ?
৮৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
মায়ামৃগ বলেছেন: অসাধারণ।+++++++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংক্স
৮৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯
অদৃশ্য বলেছেন:
শহিদুল ভাই
কোথায় আপনি..... দেখা দিন...
শুভকামনা...
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
শহিদুল ইসলাম বলেছেন: এইতো এসেছি
আপনি ভালো আছেন ??
৮৬| ২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৯
মাহী ফ্লোরা বলেছেন: কবি! হারিয়ে যেতে সবাই পারে। কজন পারে থাকতে?
ভাল থেকো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
শহিদুল ইসলাম বলেছেন: এইতো এসেছি ...
৮৭| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩০
রোজেল০০৭ বলেছেন: আমি উড়ে যেতে চেয়েছিলাম -
তুমি মেঘ হয়ে এলে
আমি হলাম শতবর্ষী পুষ্প-দগ্ধ ছাই
তারপর আমি ক্রমশ দূরে সরে যাই।
চমৎকার কবি।
আছেন কেমন?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
শহিদুল ইসলাম বলেছেন: ভালো আছি
আপনি ??
৮৮| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:০৪
বটবৃক্ষ~ বলেছেন: আমি উড়ে যেতে চেয়েছিলাম -
তুমি মেঘ হয়ে এলে
আমি হলাম শতবর্ষী পুষ্প-দগ্ধ ছাই
তারপর আমি ক্রমশ দূরে সরে যাই …
মুগ্ধতা একরাশ!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
শহিদুল ইসলাম বলেছেন: অজস্র ধন্যবাদ
৮৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভরাত্রি কবি কেমন আছেন?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
শহিদুল ইসলাম বলেছেন: ভালো আছিই
আপনি ??
৯০| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আচ্ছা আপনি কি দেখেন না , এত্তগুলা মন্তব্য জবাবের অপেক্ষায় একাকীত্বে ভুগছে ! অন্তত মন্তব্যের জবাব দিতে ব্লগে লগইন করুন ! (পোষ্ট পেলে সেটা বোনাস কবি )
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: এইতো এসেছি
পোস্ট ও দিয়েছি
৯১| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় কবি আপনার কি হলো? নতুন কোন পোস্ট নেই।আপনাকে আর দেখাও যায় না তেমন?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
শহিদুল ইসলাম বলেছেন: এইতো এসেছি
৯২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
ইখতামিন বলেছেন:
এইতো.. ভালো
আপনি ভালো আছেন?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
শহিদুল ইসলাম বলেছেন: এইতো বেঁচে আছি
ভালো থাকবেন !
৯৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ঈশ্বর - এক দণ্ডপ্রাপ্ত আসামির ডাকনাম !
আমি তার খুলিতে বেধে দিলাম রক্ত রূমা
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
বিবাগী বাউল বলেছেন: একদিন শব্দছিঁড়ে ঘুমাব অশ্বের পৃষ্ঠায় ;
দূরতম বাতিঘরের সংকেতের মত বহুকাল -
মেঘে মেঘে করেছি ভ্রমণ ; জেনেছি -
মৃতদের চোখে কতটা স্মৃতি স্ফুলিঙ্গ ওড়ে ।