![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি - সে এক অচিন উপত্যকার দীর্ঘশ্বাস ! http://www.facebook.com/theshohidul
আপাতত ; অর্থহীন কোন গল্পের ভেতরে ঘুমিয়ে পরতে ইচ্ছে করছে –
তবুও নিবু আলোর এইসব তীব্র-সুরসন্ধ্যায় ;
ভুলে যাওয়া স্বপ্নের মত , অন্ধকারে
ছড়িয়ে পরছে তোমার দৃষ্টি-নির্মিত প্যারাডক্স ...
আর কুয়াশার ওপারে আমি শীতার্ত হরিণ ;
হারিয়ে ফেলেছি পথ , তবু
ক্রম-দীর্ঘ ছায়ার অন্তরালে বসে দেখছি –
একাকী কফিন , অজস্র নক্ষত্রভ্রম ...
ঘুমের অতল থেকে ধীরে জেগে উঠা সাপেদের মত
বিমর্ষ হাওয়া ছুঁয়ে –
জেনে গ্যাছি মায়া-দৃশ্যের নীরবতা ,
স্মৃতিশুন্য রাতের গান
আর তোমাদের সমস্ত স্মৃতিশূন্যতা বুকে নিয়ে –
আমি ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছি ...
***
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
শুভকামনা
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
অরুদ্ধ সকাল বলেছেন:
আর তোমাদের সমস্ত স্মৃতিশূন্যতা বুকে নিয়ে –
আমি ক্রমশ নিঃসঙ্গ হয়ে পরছি ...
কবিদের মতো লিখা। অনেক ভালো।
কবির হাতে শুধু শব্দ আর রুপক
আহা!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
আছেন কেমন ?
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
শাপলা নেফারতিথী বলেছেন: আর তোমাদের সমস্ত স্মৃতিশূন্যতা বুকে নিয়ে –
আমি ক্রমশ নিঃসঙ্গ হয়ে পরছি ...
ভালো লেগেছে অনেক..
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংক্স
ভালো আছেন ?
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: এই ব্লগের প্রতি আমার ভালোলাগার অন্যতম একটা কারণ আপনি আর আপনার কবিতা!!
হুট করেই হারিয়ে গেলেন, অভিমান টা এখনো রয়ে গেছে! কেটে যাবে এমন ঘোরলাগা দৃশ্যপটে আমাদের মাঝে মাঝেই ভ্রমণ করিয়ে আনলে আপনার কবিতায়! সোজা কথা আর হারিয়ে যাইয়েন না কবি!
প্রিয় কবির প্রত্যাবর্তন এ আনন্দিত!
স্মৃতিশূন্য রাতের গান আর ক্রমশ নিসংগ হয়ে পড়ার কবিতা ছুয়ে গেল! শুভকামনা জানবেন ....
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
শহিদুল ইসলাম বলেছেন: এধরনের ভালোবাসা পেলে চোখে পানি এসে যায় ...
এতদিন মনে রেখেছেন ভেবে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে ... মাঝে মাঝে এই ভালোবাসাটুকুর জন্যও বেঁচে থাকতে ইচ্ছে করে !
অনেক ধন্যবাদ , ভালো থাকবেন সবসময় !
ব্যস্ততা , ফিরে আসতে দেয় বাঁধা , তবুও যতটুকু পারি থাকব ।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
শাপলা নেফারতিথী বলেছেন: হুমম ভালো আছি..
আপনি?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
শহিদুল ইসলাম বলেছেন: আমিও বেচে আছি একরকম !
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: লাইন ক'টি বেশ চমৎকার!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
মামুন রশিদ বলেছেন: প্রিয় কবির ফিরে আসায় আনন্দিত
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: আপনাদের ভালবাসায় আপ্লুত
অনেক ধন্যবাদ
আছেন কেমন ??
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
সুমন কর বলেছেন: অন্যরকম। বেশ লাগল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংকস
কৃতজ্ঞ পাঠে ...
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে অনেক ভাল লাগল কবি ভাইয়া। ভাল ছিলেন নিশ্চয়ই ।
কবিতায় অনেক ভাল লাগা ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
শহিদুল ইসলাম বলেছেন: ভালো ছিলাম , ভালো আছি ...
পাঠে কৃতজ্ঞতা
ভাল আছেন ?
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর ফিনিসিংটা বেশি সুন্দর!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংকস
আছেন কেমন ?
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার। কেমন আছো?
পরছি-পড়ছি হবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
শহিদুল ইসলাম বলেছেন: এইতো ভালো আছি । আপনি কেমন আছেন ??
ওকে ঠিক করে নিচ্ছি !
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
সকাল রয় বলেছেন:
অর্থহীন কোন গল্পের ভেতরে ঘুমিয়ে পরতে ইচ্ছে করছে –
ঘুমিয়ে গেলেও জেগে উঠে সুন্দর সব রচনা করুন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংকস পাঠে
আছেন কেমন ?
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
আমিনুর রহমান বলেছেন:
প্রিয় কবিকে দেখে খুব ভালো লাগছে। ব্লগের যে কয়েকজনের কবিতার আমি ভক্ত তার মধ্যে আপনি অন্যতম। সত্যি আপনাকে ভীষণ মিস করেছি। আবার যেন নিয়মিত পাই আপনাকে। ভালো থাকুন নিরন্তর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
শহিদুল ইসলাম বলেছেন: আপনাদের ভালোবাসায় আপ্লুত , কৃতজ্ঞ এমন ভালবাসা পেয়ে !
নিয়মিত থাকব ইনশাল্লাহ !
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১১
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, সুদীঘর্ দিন আপনার কবিতা মিস করেছি,
খুব ফাঁকা লাগতো ব্লগ আপনাকে ছাড়া!
দারুন কবিতাটিতে মন ভরে গেল!!
শুভেচ্ছা প্রিয়কবি!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
শহিদুল ইসলাম বলেছেন: অজস্র শুভেচ্ছা আপ্নাকেও , কবি !
আপনাদের ভালোবাসায় আপ্লুত
ভালো আছেন ??
১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দীর্ঘদিন পর আপনার লেখা পেয়ে খুবই ভালো লাগছে। খুব খুশি হলাম! চমৎকার, মুগ্ধপাঠের একটি কবিতা নিয়ে ফিরে এলেন।
আশা করি ভালো আছেন এবং নিয়মিত আবারও লিখবেন!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংকস পাঠে !
ইনশাল্লাহ থাকব নিয়মিত !
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ লিখেছেন। অনেক দিন পর আপনার পোস্ট। মুগ্ধপাঠ্য।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৭
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আনোয়ার ভাই
ভালো আছেন নিশ্চয়ই !
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৭
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংক্স
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
বিবাগী বাউল বলেছেন: আর তোমাদের সমস্ত স্মৃতিশূন্যতা বুকে নিয়ে –
আমি ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছি ...
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৮
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংকস !
১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
ফ্রাস্ট্রেটেড বলেছেন: খুবই সুন্দর।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৮
শহিদুল ইসলাম বলেছেন: কি খবর আছেন কেমন ?
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬
অদৃশ্য বলেছেন:
অত্যন্ত সুন্দর হয়েছে লিখাটি... অনেকদিন পর আপনাকে লিখাসমেত দেখে খুবই ভালো লাগলো...
আপনার লিখালিখির কিছুটাতো আমাদের সাথে শেয়ার করতেই পারেন... সময় দিন...
শুভকামনা...
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৯
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য আপনাকে
কেমন আছেন ?
২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২০১৩ সাল ব্লগবাসী আপনাকে মিস করেছে।
আপনার কবিতায় ঘোর লেগে যায়।
কোথায় ছিলেন?
শুভেচ্ছা।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩০
শহিদুল ইসলাম বলেছেন: সোনাবীজ ভাই , আপনার পাঠপ্রতিক্রিয়া বরাবর ভালো লাগে
আপনাকেও অনেক ধন্যবাদ শুভেচ্ছা !
২২| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪
ফয়সাল হুদা বলেছেন:
পরিপূর্ণ পাঠ্য আনন্দ......
ভালোলাগা রইল
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ফয়সাল ভাই
আছেন কেমন ??
২৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: স্বপ্নবাজ অভিকে ধন্যবাদ দিতেই হয়, সে যদি কবিতার সংকলন না করতো তবে আপনার আগমনী বার্তা কিভাবে পেতাম বলুন তো?
মুগ্ধ পাঠ!
বইমেলার শেষ দিনেও আহমেদ আলাউদ্দিন কে বলছিলাম আপনার কথা। ও ফোন করলো। কি পরীক্ষা চলছে জানি জানালো। যাই হোক, ভালো থাকুন। সাথে থাকুন।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩২
শহিদুল ইসলাম বলেছেন: এইভাবে বইমেলার শেষ দিন আলাউদ্দিন ভাই এর হঠাত ফোন পেয়ে চমকে যাই ... আমাকে মনে রেখেছেন এটাই কত আনন্দের ... গভীর !
আছেন কেমন ?
২৪| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
শ্রাবণ জল বলেছেন: আর তোমাদের সমস্ত স্মৃতিশূন্যতা বুকে নিয়ে –
আমি ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছি...
লগ ইন করতেই হল!! কতদিন পর আপনার লেখা পড়লাম!!
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: আপনাকেও কতদিন পর দেখলাম
আছেন কেমন ?
২৫| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯
ডট কম ০০৯ বলেছেন: দারুন লেখনী।
মুগ্ধতা সীমাহীন।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংকস আ লট
আছেন কেমন ?
২৬| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮
আহসান জামান বলেছেন:
অনেক আগেই পড়ার দরকার ছিলো, জানা হয়নি।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে
ভালো থাকবেন
২৭| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০০
অদৃশ্য বলেছেন:
এইতো আছি ভালো... আপনার কি খবর টবর...
শুভকামনা রইলো...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: আমিও ভালো আছি
২৮| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬
অস্পিসাস প্রেইস বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: এই ব্লগের প্রতি আমার ভালোলাগার অন্যতম একটা কারণ আপনি আর আপনার কবিতা!!
হুট করেই হারিয়ে গেলেন, অভিমান টা এখনো রয়ে গেছে! কেটে যাবে এমন ঘোরলাগা দৃশ্যপটে আমাদের মাঝে মাঝেই ভ্রমণ করিয়ে আনলে আপনার কবিতায়! সোজা কথা আর হারিয়ে যাইয়েন না কবি!
প্রিয় কবির প্রত্যাবর্তন এ আনন্দিত!
স্মৃতিশূন্য রাতের গান আর ক্রমশ নিসংগ হয়ে পড়ার কবিতা ছুয়ে গেল! শুভকামনা জানবেন ....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৪
শহিদুল ইসলাম বলেছেন: থ্যাংক্স অনেক
২৯| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি কোথায়?
সামহোয়্যারইন ব্লগের কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা নিয়ে একটা পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করবে। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেয়া আছে।
ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। সম্ভব হলে আমাকে প্লিজ এ্যাড করুন।
শুভেচ্ছা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: স্যরি সোনাবীজ ভাই
লেট হয়ে গ্যালো
৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: শুভ ব্লগীয় জন্মদিন ভ্রাতা
আপনার কোন খোঁজ খবর নাই ক্যান ?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৪
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
এইতো মাঝে মাঝে হারাতে ভালো লাগে
কেমন আছেন ?
৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৯
সায়েদা সোহেলী বলেছেন: আপাতত ; অর্থহীন কোন গল্পের ভেতরে ঘুমিয়ে পরতে ইচ্ছে করছে –----------------- এই এক লাইন পড়েই যে মুগ্ধতায় থমকে গেলাম ভাইয়া ।
পাঠক দের বঞ্চিত করছেন , এ ভীষণ অন্যায়
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
শহিদুল ইসলাম বলেছেন: ফিরে আসা হয়না
কেমন আছেন ?
৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪
সায়েদা সোহেলী বলেছেন: এই যে এলেন !! এমনি করেই না হয় পোস্ট দিয়ে ফেলুন একটা
আলহামদুলিল্লাহ্ , আপনি কেমন আছেন ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১
শহিদুল ইসলাম বলেছেন: এইতো ভালো আছি !
৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭
ডানাহীন বলেছেন: আপাতত ; অর্থহীন কোন গল্পের ভেতরে ঘুমিয়ে পরতে ইচ্ছে করছে..কত অসংখ্যবার এমন হয়েছে আবারও তা মনে করিয়ে দিলেন ।
হিমঘর থেকে কিছু অদ্ভুত শীতলতা নিয়ে এসেছেন দেখে ভালো লাগলো ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ডানাহীন ভাই
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩
জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
সুন্দর লিখা।
ভালো লাগলো। শুভকামনা।