![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি - সে এক অচিন উপত্যকার দীর্ঘশ্বাস ! http://www.facebook.com/theshohidul
নিমীলিত হয়ে আছি , হয়ে আছি স্মৃতিশুন্য এক প্রত্নগহ্বর - ওগো অন্ধ কাঠুরিয়া দ্যাখো
আমার দশদিক ছুঁয়ে বয়ে চলেছে কি ভীষণ রকম হাওয়া
আর বুকের ভেতর ঘুমিয়ে পরেছে এক কান্নারত পাখি … আমি যে কি করি …
সে আসে ফিরে কোন এক প্রবালসন্ধ্যায় -
যখন রঙ্গিন আলোর নিচে মেলছে শহর
আহত শিকারি ফিরছে সরাইখানায় , যেন
একা -
বৃষ্টির পথে তুমি জ্যোতির্ময় হরিণ …
ঘুম ভেঙ্গে যদি জেগে দেখি
সমস্ত অন্ধকার এক জমাট পাথর
হননের দিকে কারো আত্মার আয়না
আমি আয়নাকে ভয় করি ,
কেননা -
আয়নার ওপাশে থাকে আমার দ্বিতীয়জন …
ঐপারে বৃষ্টি নামে , কার্নিশে আসে নীল-বরফের সুর
হাওয়া কাঁপায় মাধবীলতার ঘ্রাণ আর
সব কান্না ভুলে গিয়ে -
সমুদ্র ফেরত কেউ গাইছে গান
আমি রাত্রির গায়ে এঁকেছি জোনাকি
তুমি দূরবনে তাই …
বৃষ্টি হয়ে ঝরো …
কেউ আসেনা … এইসব নগ্ন-নিঝুম বৃষ্টির রাতে একলা জেগে থাকি ...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন পর শহীদুল। কেমন আছ?
কবিতায় মুগ্ধতা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
শহিদুল ইসলাম বলেছেন: এইতো ভালো
আপনি কেমন আছেন ?
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চলে যাচ্ছেরে। আবার নিয়মিত হও ব্লগে। ভালো লাগবে তুমি থাকলে।
শুভকামনা রইল।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১
শহিদুল ইসলাম বলেছেন: নিয়মিত তো হতে ইচ্ছা করে
কিন্ত সময় হয়ে উঠেনা তেমন
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: আয়নাকে কি সত্যিই ভয় হয় আপনার? নাকি শুধুই কাব্যের খাতিরে লেখা?
কবিতা ভালো লেগেছে। অসাধারণ অনুভুতির প্রকাশ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
শহিদুল ইসলাম বলেছেন: মাঝে মাঝে ভয় হয় ,
ধন্যবাদ পাঠে
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ লাগলো ভ্রাতা +++++++++++++++
হননের দিকে কারো আত্মার আয়না
আমি আয়নাকে ভয় করি ,
কেননা -
আয়নার ওপাশে থাকে আমার দ্বিতীয়জন … ++++
অনেকদিন পরে লিখলেন ! কেমন আছেন ?
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
শহিদুল ইসলাম বলেছেন: আমি ভালো
আপনি কেমন আছেন ?
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮
মামুন রশিদ বলেছেন: প্রিয় কবির ফিরে আসায় মুগ্ধতা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬
শহিদুল ইসলাম বলেছেন: রশিদ ভাই
অনেক ধন্যবাদ
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই তো আছি ভ্রাতা
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮
শহিদুল ইসলাম বলেছেন:
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
আমিনুর রহমান বলেছেন:
ভিন্ন একটা অনুভুতি অনুভব করলাম !
তা কেমন আছো হে কবি?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০
শহিদুল ইসলাম বলেছেন: আছি ভালোই
আপনি ?
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
কলমের কালি শেষ বলেছেন: ব্যতিক্রমী অনুভবের কবিতা । পড়ে অনেক ভালো লাগলো । ছবিটাও জোশ ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পাঠে
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পাঠে
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
মুগ্ধতার বিষন্ন ভাল লাগা ৷
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পাঠে
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রতিটা শব্দে ঘোর !
খুব সুন্দর কবি !
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩
শহিদুল ইসলাম বলেছেন: কেমন আছেন ?
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো আপনার কবিতা খানি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ অনেক
ভালো আছেন ?
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আছি ভাল কবি ? কোথায় ডুব দেন? খুজে পাওয়া যায়না ।
এবার থেকে নিয়মিত হবেন হয়তো ।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬
শহিদুল ইসলাম বলেছেন:
১৫| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৭
রঙ তুলি ক্যানভাস বলেছেন: কবিতায় ভাল লাগা ।৭ম ভাললাগা +
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
১৬| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: ঈদ মুবারক ভ্রাতা
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮
শহিদুল ইসলাম বলেছেন: ঈদ মোবারাক রায়হান ভাই
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৯
হাসান মাহবুব বলেছেন: চমৎকার কবিতা। সাথে ছবিটাও। শুভ প্রত্যাবর্তন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই
ভালো থাকবেন
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮
ডানাহীন বলেছেন: অনুভূতিপ্রবণ মানুষের সবচেয়ে কাছের সঙ্গী সে নিজেই আবার নিজের সঙ্গেই সে ভয়াবহ রকমের একাকী ..
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
শহিদুল ইসলাম বলেছেন: ঠিক
কেমন আছেন ডানাহীন ?
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
বিবাগী বাউল বলেছেন: কেউ আসেনা … এইসব নগ্ন-নিঝুম বৃষ্টির রাতে একলা জেগে থাকি ...
মুগ্ধ পাঠ!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১
শহিদুল ইসলাম বলেছেন: কেমন আছেন বাউল ভাই ?
২০| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: শহীদুল ভাই খুব মিস করি আপনার কবিতা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২
শহিদুল ইসলাম বলেছেন: আমিও মিস করি আপনাদের , এই ব্লগকে
কেমন আছেন ?
২১| ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৭
বিবাগী বাউল বলেছেন: ভাল লাগলো কবি। আমিও ফিরলাম ব্লগে অনেক দিন পর।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
অন্ধবিন্দু বলেছেন:
শ্রুতি সুখকর পাঠ। ভালোলাগা।