![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি - সে এক অচিন উপত্যকার দীর্ঘশ্বাস ! http://www.facebook.com/theshohidul
স্তব্ধ কোন সমুদ্রের পাশে ঘুমিয়ে আছে তোমার আত্মা –
অনুভব করছ কি ?
আরক্ত ডুবে থাকি সন্ধ্যার নীলিমায় ; একাকী –
এই চির হরিৎ ম্যাপলের বনে
সহজ কবিতার মত অবিরল এই বৃষ্টি
ছুঁয়ে যায় যেন রাজহাঁসের শুভ্রতা
বন্ধু , আমার সাথে নেই কোন ছাতা ,
নেই কোন বর্ষাতি , তাই –
স্বপ্নোত্থিত এক বজ্রের পৃষ্ঠে হয়েছি সওয়ার ...
অস্তিত্বের অভ্যন্তরে এসে দেখি –
হারিয়ে ফেলেছি পথ , কাঙ্ক্ষিত দিকচক্রবাল
তবু এই মেঘের মিম্বরে
মৃতের মত প্রস্ফূটিত -
কারো রহস্যনিদ্রিত চোখ ,
আমার মায়াবী বেড়ালছানা ।
জেগে থাকে বেদনার গভীর প্রস্তরফলক
জলের কোলাহলে ; ভ্রমণরত -
কারা গড়িয়ে নিচ্ছে শূন্যতার দিকে
সময়ের নীলাভ মার্বেল ? এদিকে
তোমার পানশালায় ক্রমাগত
ছড়িয়ে পরছে রঙ্গিন আলোর স্পন্দন
শাণিত কাঁচের ঝংকার ...
আমি কি এই পথেই যেতে চেয়েছি এতটাকাল ধরে ?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
শহিদুল ইসলাম বলেছেন: পাঠে কৃতজ্ঞতা
এটা আমার প্রিয় একটা ছবি
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
বিজন রয় বলেছেন: দুই বছর পরে পোস্ট দিলেন!!
যাক এটি ভাল লক্ষণ।
এবার নিয়মিত হন।
আপনার কবিতা অনেক ভাল হয়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ বিজন ভাই
পাঠে কৃতজ্ঞতা
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ফোটে//!!
ভালো লেগেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩
শহিদুল ইসলাম বলেছেন: টাইপো , কারেক্টেড !
কৃতজ্ঞতা পাঠে
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাইগড! এতদিন পর আপনি!! আমার প্রিয় কবিদের একজন ছিলেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৫
শহিদুল ইসলাম বলেছেন: কেমন আছেন কাল্পনিক ভাই ?
অনেক মিস করি ব্লগের সেইসব দিন
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো। কী খবর?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই
এইতো ভালো আছি , ব্যস্ততায় আর আসতে পারিনা ব্লগে ।
আপনার কি খবর হামা ভাই ?
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২১
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লাগল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬
শহিদুল ইসলাম বলেছেন: কৃতজ্ঞতা পাঠে ।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
কলিন রড্রিক বলেছেন: ''জেগে থাকে বেদনার গভীর প্রস্তরফলক
জলের কোলাহলে ; ভ্রমণরত -
কারা গড়িয়ে নিচ্ছে শূন্যতার দিকে
সময়ের নীলাভ মার্বেল ? এদিকে
তোমার পানশালায় ক্রমাগত
ছড়িয়ে পরছে রঙ্গিন আলোর স্পন্দন
শাণিত কাঁচের ঝংকার ...''
শেষের অংশটুকু খুব ভালো লেগেছে। একদিকে আনন্দ-উৎসবের লহর, তার ভেতরে প্রবাহিত বিষাদ।
অদ্ভূত!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ কলিন ভাই আপনার নিবিড় পাঠের জন্য
এমন পাঠক কয়জন আছে ?
কৃতজ্ঞতা !
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭
অদৃশ্য বলেছেন:
বাহ্, চমৎকার হয়েছে লিখাটি... বহুদিনপর আপনাকে দেখে খুবই ভালো লাগলো... সময়করে লিখালিখি এদিকে চালিয়ে গেলে মন্দ হয়না কিন্তু... আশাকরছি ভালো ছিলেন আর আছেনও... সর্বদা ভালো থাকুন...
শুভকামনা...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
শহিদুল ইসলাম বলেছেন: কেমন আছেন অদৃশ্যদা ?
ইচ্ছা আছে চালিয়ে যাওয়ার
কৃতজ্ঞতা অনেক
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১
মারুফ তারেক বলেছেন: ভালো লাগল খুব
শুভ কামনা জানবেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মারুফ ভাই
পাঠে কৃতজ্ঞতা !
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭
শায়মা বলেছেন: কতদিন পরে ভাইয়ু!!!!!!!!!!!!
অনেক ভালো লাগলো তোমার কবিতা আর তোমাকে দেখে!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
শহিদুল ইসলাম বলেছেন: ভালো আছ কি ?
তুমিও কতদিন পর .।
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২
আমিনুর রহমান বলেছেন:
অনিশ্চয়তার কবিতায় ভালো লাগা।
কেমন আছেন কবি? আমি নিজেও নিয়মিত না তবে প্রতিদিন ব্লগে থাকি, ব্লগে গতকাল রাতেই আপনি কবিতা দিয়েছেন দেখলাম। কয়েকজনকে বলেছিও আমাদের কবি পোষ্ট দিয়েছে ...
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০
শহিদুল ইসলাম বলেছেন: এইতো ভালো আছি আমিনুর ভাই
অনেকদিন পর দেখা
কেমন আছেন ?
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
অনর্থদর্শী বলেছেন: Lamentation of time!!
আহা, কী সুন্দর!
আসলে কিচ্ছু বলার থাকে না একটা ভালো লেখা পড়ার পর, শুধু চোখ বুজে অনুভব করতে হয়। শেষ লাইনটা আমায় অনেকদিন তাড়া করে বেড়াবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪১
শহিদুল ইসলাম বলেছেন: নিবিড় পাঠ ভালো লাগে ।
অনেক ধন্যবাদ আপনার নিবিড় পাঠ এ ।
ভালো থাকবেন সমবসময়।
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ।
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
জেন রসি বলেছেন: আপনার কবিতায় একধরনের মাদকতা আছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুকে দেখি আপনি আমার ব্লগে ঢুঁ মেরেছিলেন।
এতদিন কোথায় ছিলেন? কোন মেঘের মিম্বরে রহস্যাবৃত চোখে লুকিয়ে ছিলেন এতদিন?
আপনার কবিতা একটা ম্যাজিক। এমন শব্দপ্রক্ষেপণ ব্লগীয় কবিদের মধ্যে বিরল। এটি একটি ডায়মন্ড খণ্ড।
আপনি ব্লগে না থাকা মানে এমন উচ্চমার্গীয় কবিতার স্বাদ না পাওয়া।
ফিরে আসুন।
১৬| ২৬ শে মে, ২০১৭ রাত ১০:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য!
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুন্দর .............কবি....... শুভ কামনা।...অনেক দিন পর......
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
কবিতাটিতে কি একটা আকর্ষণ অনুভব করলাম, মনের উপর দাগ কেটেছে। কিন্তু ভয়ংকর ছবিটি কেন পোস্টে স্হান পেলো?