নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পারিবারিক জীবনে ভরন-পোষণের জণ্য যাবতীয় আয়-রোজগার বৈধ পন্থায় হালাল উপার্জন হতে হবে। মানুষের আয়-রোজগার যখন হালাল হয় এবং হালাল রিজিক দ্বারা রক্ত-মাংস গঠিত হয়, তখন তার হৃদয় ঈমানের নুরে আলোকিত থাকে। পক্ষান্তরে আয়-রোজগার যখন হারাম হয় এবং হারাম রিজিক দ্বারা রক্ত-মাংস গঠিত হয়, তখন তার হৃদয় থেকে ঈমানের নুর বের হয়ে যায়।
হযরত আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে লোক সকল! আল্লাহ পবিত্র,তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আর আল্লাহ মুমীনদেরকে সেই কাজের নির্দেশ দিয়েছেন,যার নির্দেশ পয়গম্বরদেরকে দিয়েছেন। সুতরাং মহান আল্লাহ বলেছেন: হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্তু হতে আহার কর এবং সৎকর্ম কর - (সূরা মু’মিনূন ৫১ আয়াত)। তিনি আরও বলেছেন: হে ঈমানদারগণ! আমি তোমাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার কর এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর;যদি তোমরা শুধু তাঁরই উপাসনা করে থাক-(সূরা বাকারাহ ১৭২ আয়াত)। অতঃপর তিনি সেই লোকের কথা উল্লেখ করে বললেন, যে এলোমেলো চুলে, ধূলামলিন পায়ে সুদীর্ঘ সফরে থেকে আকাশ পানে দু’হাত তুলে ইয়া রব! ইয়া রব! বলে দো’আ করে। অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক-পরিচ্ছদ হারাম এবং হারাম বস্তু দিয়েই তার শরীর পুষ্ট হয়েছে। তবে তার দো’আ কিভাবে কবুল করা হবে? - (মুসলিম)
ঘুষ, দুর্নীতি, প্রতারণা, রাহাজানী-ছিনতাই, চুরি-ডাকাতি, জুয়া-লটারীর, অবৈধ পেশা (যেমন- নাচ, গান, অভিনয়, জীব-জন্তুর ছবি অংকন, মুর্তি-মুরাল-প্রতিকৃতি তৈরী, যৌনসেবা ইত্যাদি), অবৈধ চাকুরি, অবৈধ ব্যবসা (যেমন- মদের ব্যবসা, সিনেমার ব্যবসা), অবৈধ ব্যবসার শেয়ার, সুদ ভিত্তিক ব্যবসার শেয়ার ইত্যাদির মাধ্যমে যিনি প্রচুর অর্থ-সম্পদের মালিক হয়েছেন তার উপার্জিত অর্থ হারাম। হারাম অর্থে দেহের যখন পুষ্টি সাধিত হয় তার ইবাদাত ও প্রার্থনা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়.
সংগৃহীত
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
দ্য েস্লভ বলেছেন: যার হজ্জে যাওয়ার টাকা আছে এবং যাওয়া আসার সেই সময়ে পরিবার দেখাশুনার মত টাকা আছে তার উপর হ্জ্ ফরজ। ধার করার প্রয়োজন নেই।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
হারান সত্য বলেছেন: হারাম অর্থে দেহের যখন পুষ্টি সাধিত হয় তার ইবাদাত ও প্রার্থনা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়. - ঠিক এই চেতনাটাই আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫
দস্যুরাজা বলেছেন: অনেকে দেখেছি লোন নিয়ে হজ্জ করতে যায় !!