নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

১৬৫ ফুট দীর্ঘ এক্যুরিয়ামের দেওয়াল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০





এক্যুরিয়াম শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কাচের তৈরি পানির পাত্রের মধ্যে রাখা বিভিন্ন রঙের মাছের ছবি। হ্যাঁ, তাই অনেকে শখের বসে এই মাছ লালন পালন করে নিজেদের বাড়িতে। এমন অনেক এক্যুরিয়াম আছে যার আকার আকৃতি সত্যিকার অর্থেই অবাক করার মত। এর আগে "পৃথিবীর সব থেকে বড় এক্যুরিয়াম " লেখায় আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম পৃথিবীর সব থেকে বড় এক্যুরিয়ামের সাথে আর "পৃথিবীর সব থেকে বড় সিলেন্ডার আকৃতির এক্যুরিয়াম " লেখাটিতে পরিচয় করিয়ে দিয়েছিলাম ললাকৃতির সব থেকে বড় এক্যুরিয়ামের সাথে। আজ আপনাদের পরিচয় করিয়ে দিব ভিন্ন আরেকটি এক্যুরিয়ামের সাথে। তবে এই এক্যুরিয়াম অন্যান্য এক্যুরিয়ামের মত নয়। একটু অন্যরকম, এই এক্যুরিয়াম ১৬৫ ফুট দীর্ঘ দেওয়াল। সম্পূর্ন বাড়িকে ঘিরে রেখেছে এই এক্যুরিয়ামের দেওয়াল।







মোঃ আলি গোগচেলগো (Mehmet Ali Gökçeoglu) একজন তুর্কিষ ব্যাবসায়ি। যার আর্থিক সামর্থ যেমন আছে তেমন আছে ভিন্ন ধরনের স্বাদ। তিনি তার বাড়ির চারিপাশে দেওয়াল দিলেন ভিন্ন ভাবে। প্রচলিত ইট সিমেন্ট বা লোহার কোন দেওয়াল না, দিলেন কাঁচের তৈরি ১৬৫ ফুট লম্বা এক্যুরিয়াম দিয়ে, যে দেওয়াল ঘিরে রেখেছে তার সম্পূর্ন বাড়িকে।







এই এক্যুরিয়ামে রয়েছে হরেক রকমের অনেক মাছ, ১৬৫ দীর্ঘ এক্যুরিয়াম বলে কথা। আর পানি পরিস্কার রাখার যন্ত্র সহ অক্সিজেনের মাত্রা সবসময় ঠিক রাখার যন্ত্র। একুরিয়ামটি দেয়ালের কাজ করলেও বাড়ির সুরক্ষার ক্ষেত্রে যে খুব বেশি একটা কাজে আসবে না তা বলাই বাহুল্য। এছাড়া এক্যুরিয়ামের সুরক্ষারও একটা বিষয় থেকে যায়। এই কারনে এক্যুরিয়ামের মালিক স্থাপন করলেন সিকিউরিটি ক্যামেরা সহ লেজার সেন্সর। যা ২৪ ঘন্টা বাড়ির দেওয়ালের সুরক্ষা নিশ্চিত করে।



এবার তাহলে দেখে নেওয়া যাক এই ১৬৫ ফুট দীর্ঘ এক্যুরিয়ামের দেওয়ালের আরো কিছু ছবি,









আরো ছবি দেখতে এখানে ক্লিক করুন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

হাসিব০৭ বলেছেন: ওয়াও

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ......

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

এয়ী বলেছেন: সুন্দর

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ...

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: nice

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ...

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: সুন্দর !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

নহে মিথ্যা বলেছেন: লেখা নাকি এক্যুরিয়ামের দেওয়াল =p~

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

বেকার সব ০০৭ বলেছেন: অসাধারন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.