নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

"ওয়াদি আল সালাম" পৃথিবীর সব থেকে বড় কবরস্থান

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭





"ওয়াদি আল সালাম" (Wadi Al-Salaam) হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কবরস্থান। এটি শিয়া মুসলিম ধর্মালম্বিদের গোরস্থান। এটি ইরাকের পবিত্র শহর "নাযাফ" (Najaf) এ অবস্থিত। প্রতি বছর এখানে অর্ধ মিলিয়ন মৃত লোককে নতুন করে কবর দেওয়া হয় আর এই কবরস্থান ১৪৮৫.৫ একর জমি নিয়ে গড়ে উঠেছে। এই কবর স্থান মূলত গড়ে উঠেছে "ঈমাম ইবনে আবি তালিব" এর কবরকে কেন্দ্র করে। যিনি ছিলেন শিয়া মুসলিমদের প্রথম ঈমাম এবং সুন্নি মুসলিমদের ৪র্থ খালিফা। এই কারনে ইরাকে যারা মারা যান তাদের অনেকের মনের ইচ্ছা থাকে যে তাদের যেন এখানে কবর দেওয়া হয়। এই কারনে ইরাকের প্রায় ৯০% শিয়া মুসলিমদের কবর এখানে।



তাহলে চলুন দেখে আছি পৃথিবীর সব থেকে বড় এই গোরস্থানের কিছু ছবি,





















গুগল ম্যাপে দেখে নেই এই "ওয়াদি আল সালাম" পৃথিবীর সব থেকে বড় কবরস্থানের অবস্থান।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

বেলা শেষে বলেছেন: very good post, good writing, good decorative, good picturing.....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

নহে মিথ্যা বলেছেন: i'm touched..... thanks for your inspiring comment :)

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

পথহারা নাবিক বলেছেন: ভালো পোষ্ট!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বরাবরে মতোই অসাধারণ বিষয় নিয়ে অসাধারাণ পোষ্ট

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... B:-/ B:-/

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারাণ পোষ্ট

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

নহে মিথ্যা বলেছেন: :#> :#> :#> ধন্যবাদ...

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নহে মিথ্যা সবই ট্রু !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯

নহে মিথ্যা বলেছেন: B-)) B-)) B-))

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

রাইসুল নয়ন বলেছেন:


কবরস্থানের ব্যাপারে আমার আগ্রহ প্রচুর ।।

আপনি সাহায্য করলে আমি প্রায় একশো বছরের পুরনো ৪৩ টা কবর নিয়ে একটা পোস্ট দিতে চাই ।।

[email protected]

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

নহে মিথ্যা বলেছেন: অবশ্যই কেননা... :)
আপনার ইমেইল ঠিকানা পেলাম আর আপনার কোন সাহায্য লাগলে আমাকেও ইমেইল করুন... :)
[email protected]

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

নহে মিথ্যা বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ :)

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

পাঠক০০৭ বলেছেন: কিছু ছবি বাদ দিয়ে লেখা সহ এই পোষ্টের কন্টেনটি আপনি
এই সাইটিতেও পাবেন। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ ভাই আমার লেখা অন্য ব্লগে খুঁজে বের করার জন্য :)

এই লেখাটি প্রথম আমার ব্লগে পোষ্ট দেই।
আসল লেখার লিংকঃ Click This Link

আর আপনি যে ব্লগের লিংক দিয়েছেন সেটি নাঈমের ব্লগ। ঐ ব্লগের টেমপ্লেট আমার বানানো। যখন নাঈম ৮ষ্টম শ্রেনীতে ছিল তখন থেকে আমার কাছে ব্লগস্পট সম্পর্কে বিভিন্ন কিছু জানতে আসত। এখন ভোলা চলে গেছে। :)

আর আমার ব্লগের Logo হচ্ছে (?) সেটা দেখে ওর ব্লগের Logo বানায় (!) এটা।

খেয়াল করে দেখুন উপরের কভার বা টাইটেল ছবিতে (!) চিহ্ন দেওয়া আছে।

আর আমি যেহেতু লেখায় গুগল ম্যাপ যোগ করা শিখাই নাই তাই লেখার শেষে দিতেও পারে নাই :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

নহে মিথ্যা বলেছেন: আর উপরের বারে যে লেখা অনবরত ডান দিক থেকে বামে যাচ্ছে সেটি আপনি এখানে পাবেন।
Link :: https://www.facebook.com/hybridknowledge/info

এছাড়া আমি "জানা অজানার পথিক" নামে লিখি তাই ও "দুরন্ত পথিক নাম নিয়েছে :)

আর প্রতিটা ছবিতে (?) প্রশ্নের এই মার্কতো আছেই :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

নহে মিথ্যা বলেছেন: Click This Link

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২

চিরতার রস বলেছেন: "ঈমাম ইবনে আবি তালিব" এর কবরকে কেন্দ্র করে। যিনি ছিলেন শিয়া মুসলিমদের প্রথম ঈমাম এবং সুন্নি মুসলিমদের ৪র্থ খালিফা

ঈমাম ইবনে আবি তালিব সুন্নিদের ৪র্থ খলিফা ??? ব্যাপারটা ক্লিয়ার না। একটু খুলে বলবেন কি? আমার জানা মতে হযরত আলী (রাঃ) সুন্নিদের ৪র্থ খলিফা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

নহে মিথ্যা বলেছেন: http://en.wikipedia.org/wiki/Ali

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

নহে মিথ্যা বলেছেন: আমার ভূল হয়েছে, "ঈমাম ইবনে আবি তালিব" না লিখে "ঈমাম আলী ইবনে আবী তালিব" লিখলে অনেকের বুঝতে সুবিধা হত... :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.