নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

ক্যামেরায় ধরা পরা ভৌতিক ছবি

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৭

মৃত্যুর পরে আমাদের আত্মার কি হয়? এ প্রশ্নের উত্তরে অনেকেই বলবে তা চিরতে চলে যায় এই পৃথিবী ছেড়ে আবার অনেকেই বলবে এমন কিছু আত্মা আছে যারা এই পৃথিবী ছেড়ে যেতে পারে না বা যেতে চায় না। ক্যামেরা আবিস্কারের পর থেকেই তাতে ধারন করা এমন অনেক ছবি আছে যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করবে যে আসলে আত্মারা পৃথিবী ছেড়ে চলে যায় না বরং আমাদের মাঝেই থেকে যায়। তবে এটা বিশ্বাস আর অবিশ্বাস করা সম্পূর্নটাই আপনার নিজের লালিত বিশ্বাসের উপর নির্ভর করে। বিশ্বাস অবিশ্বাসের তর্কে না যেয়ে চলুন দেখে নেই এমন ১০টি ধারন কৃত ভৌতিক ছবি যা আপনাকে অবাক করতে বিন্দু মাত্র কার্পন্ন করবে না।







০১) টিউলিপ সিঁড়ির ভূতঃ

১৯৬৬ সাল, পাদ্রী Rev. Ralph Hardy ছবি তুলছিলেন "টিউলিপ সিঁড়ি" নামে খ্যাত এক প্যাচানো সিঁড়ির। এই টিউলিপ সিঁড়ি ইংল্যান্ডের Greenwich অঞ্চলের Queen's House এ প্রতিষ্ঠিত National Maritime Museum এর অংশে অবস্থিত। তখন তিনি উপরের এই ছবিটি তোলেন। ছবিটির নেগেটিভ পরবর্তিতে বিশেষজ্ঞদের দিয়ে নানা ভাবে পরীক্ষা করা হয়েছে এটা বের করার জন্য যে, এই নেগেটিভ গুলিতে কোন অসাধু উপায়ে এই ছবিটি বানানো হয়েছে কিনা? কিন্তু সকলেই একই মতামত দিয়েছেন যে, নেগেটিভটি ১০০% ঠিক আছে।



Queen's House মূলত ভৌতিক বাড়ি হিসেবে বেশ জনপ্রিয়। মনে করা হয়ে এই ছবিটি তারই একটি প্রমান, যা প্রমান করে যে এই বাড়িতে আসলেই ভূত আছে। শুধু যে ছবি তাই না। এই বাড়িতে আসা অনেকেই বলেছেন যে, মাঝে মাঝে অদৃশ্য ব্যাক্তির হাটার শব্দ, জোড়ে দরজা আটকাবার শব্দ, অনেক লোক এক সাথে গল্প করার শব্দ আর সিঁড়ির কাছে বাচ্চাদের দৌড়ানোর শব্দ পর্যন্ত শোনা যায়। এছাড়াও এই জাদুঘরে বেড়াতে আসা অনেকেই বলেছেন যে, অদৃশ্য কেউ তাদের চিমটি পর্যন্ত কেটেছে।



শব্দ বাদেও অনেক সময় সম্পুর্ন ভৌতিক দেহ পর্যন্ত দেখতে পেয়েছেন অনেকেই। মানব আকৃতিত ভৌতিক অবয় সিঁড়ির গোড়ার দিকে রক্ত মুছারত অবস্থায় দেখা গেছে। অনেকে মনে করেন যে, প্রায় ৩০০ বছর আগে একজন দাসীকে সিঁড়ির উপর থেকে ফেলে দেওয়া হয়। প্রায় ৫০ ফুট নিজে পরার কারনে তার মৃত্যু হয়। তার আত্মাই যেন সকলকে মনে করিয়ে দেয় তার মৃত্যুর কাহিনী।







০২) পিছনের সিটে ভূতঃ

১৯৫৯ সাল, Mabel Chinnery নামক একজন মহিলা British graveyard এ সমায়িত তার মার কবর দেখতে আসেন। এ সময় তার স্বামী গাড়ি নিয়ে গোরস্থানের দরজার কাছে অপেক্ষা করছিল। ফিরে যাবার আগে সে তার নতুন কেনা ক্যামেরা দিয়ে ছবিটি তুলেন।



Mrs. Chinnery ছবিটি ডেভেলপ করার আগ পর্যন্ত ধারনাও করেননি যে তার স্বামী একা তার জন্য গাড়িতে অপেক্ষা করছেন না। বরং তার সাথে আরো একজন আছে গাড়ির পিছে। ছবিটি ডেভেলপ হয়ে আশার পরে Mrs. Chinnery দেখতে পারেন যে তার স্বামীর গাড়ির পিছে চশমা পরা একজন বসে আছে। আর চশমা পরা এই ব্যাক্তিকে চিনতে তার বিন্দু মাত্র কষ্টো হয়নি। কেননা এ যে তার মা। যার কবর দেখতে তিনি গিয়েছেন গোরস্থানে।







০৩) The Eastern State Penitentiary এর ভূতঃ

আমেরিকার ফিলাডেলফিয়া অঞ্চলে অবস্থিত Eastern State Penitentiary। এটি অনেক আগের থেকেই ভৌতিক স্থান হিসেবে বেশ পরিচিত। আর এ কারনেই Ghost Hunters নামে একটি দল এই ভৌতিক স্থান নিয়ে অনুষ্ঠান বানাতে আসে। আর এখানেই তাদের ক্যামেরায় ধরা পরে একটি ভৌতিক অবয়। যেটি এক মূহুর্তে ক্যামেরার দিকে দৌড়ে আসে আবার পর মূহুর্তে দৌড়ে দূরে চলে যায়। চলুন এবার তাহলে সেই ভিডিওটি দেখে নেওয়া যাক।



ভিডিওটির লিংকঃ Click This Link







০৪) খেলনার দোকানে ভূতঃ

"The Toys 'R' Us" খেলনার জগতে বেশ না করা। কিন্তু বাচ্চাদের খেলনার দোকানেও খোঁজ পাওয়া গেল এক ভৌতিক অবয়ের। একবার দোকানের মহিলারা সকলে মিলে ঠিক করলেন যে "That's Incredible" নামের সিনেমাটি তারা দোকানে এক সাথে বসে দেখবেন। সবাই এক হয়ে বসে শুরু করলেন সিনেমা দেখা। আর এই মূহুর্তটাকে অমর করে রাখতেই ছবি তুলছিলেন। কিন্তু ছবি ডেভেলপ হয়ে আসার পরে দেখা গেল যে তারা বাদেও বেশ দূরে দেওয়ালে হেলান দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। যাকে কেউ চিনতে পারছেনা।



ধারনা করা হয় এই দোকানে যার আত্মার বসবাস তার নাম "John"। ১৮৮০ সালের দিকে John নামের একজন ব্যাক্তিকে বর্তমান যেখানে দোকান সেখানে কুপিয়ে হত্যা করা হয়। আর এ কারনেই তার আত্মা আজও ঐ জায়গার আশে পাশে ঘুরে বেড়ায়।



TRU দোকানের অনেক কর্মচারি এই আত্মার উপস্থিতি নিয়ে বেশ কিছু কথা বলেন। তাদের মতে, John মাঝে মাঝে মহিলাদের সাথে তাদের টয়লেটে ঢুকে যায় আর যেয়ে কল ছেড়ে দেয় যা ঐ সকল মহিলাদের পিলাই চমকে দেয়, এছাড়াও দোকানের তাক থেকে মাঝে মাঝে খেলনা নিজ থেকেই পরে যায় বা John ফেলে দেয়, এমন কি মাঝে মাঝে এখানে কর্মরত ব্যাক্তিদের কানের কাছে যেয়ে তাদের নাম ধরে ডাক দেয় কিন্তু সেদিকে তাকালে কাউকেই দেখা যায় না।







০৫) দাদীর পিছে দাদাঃ

Denise Russell নামে এক ব্যাক্তি উপরের ছবিটি তোলেন। ছবিটিতে যে মহিলা রয়েছেন তিনি হলে তার দাদী। তার দাদীর এই ছবিটি তোলেন দাদীর মৃত্যুর কয়েক দিন আগে। তার দাদী ৯০ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এর পরে বার্ধক্য জনিত কারনেই স্বাভাবিক ভাবেই তার মৃত্যু হয়। দাদীর সৃতি হিসেবে তার ছবিটি সংগ্রহ করে রাখে কিন্তু কেউ খেয়াল করেননি যে পিছনের লোকটি কে। প্রায় তিন বছর পরে তারা যখন খেয়াল করল তখন তারা আবিস্কার করল যে পিছনের ব্যাক্তিটি হুবাহু তাদের দাদার মত যিনি মারা গিয়েছিলেন ১৯৮৪ সালে।









দাদার সাদাকালো ছবি দেখে তারা নিশ্চিন্ত হন যে পিছনে দাঁড়িয়ে থাকা ব্যাক্তিটি আসলেই তাদের মৃত দাদা।







০৬) Raynham Hall এর ভূতঃ

১৯৩৬ সালে Captain Provand এবং Indre Shira দু'জনে মিলে এই ছবিটি তোলেন। ছবিটি তোলা হয় ইংল্যান্ডের নরফোল্ক অঞ্চলের Raynham Hall এ। এটি ভৌতিক ছবি গুলির মধ্যে সব থেকে আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত ছবি গুলির মধ্যে একটি। তারা এই ছবিটি তুলেছিলেন Life magazine এর জন্য। যখন তারা এই ছবিটি তোলার ব্যাবস্থা নিচ্ছিলেন তখন তারা দেখলে আবছা একটি অবয় সিঁড়ি থেকে নিচে নামছে, আর তখনই তারা ছবিটি তুলে ফেলেন। অনেকেই মনে করেন ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম Lady Dorothy Townsend। তিনি এই বাডির প্রাক্তন মালিক।







০৭) ভৌতিক শিশুঃ

১৯৪৭ সাল, Mrs. Andrews নামের একজন মহিলা তার মৃত কন্যার কবরের একটি ছবি তোলেন। তার মেয়ের কবর অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি গোরস্থানে অবস্থিত। ছবিটি তোলার আগের বছর মাত্র ১৭ বছর বয়সে তার মেয়ে মারা যায়। ছবিটি ডেভেলপ হয়ে আসাত পরে Mrs. Andrews অনেকটাই হতবাক হয়ে যান যে ছবিতে একটি বাচ্চা তারা মেয়ের কবরের উপরে বসে আছে।



Mrs. Andrews এর মতে তিনি যেদিন এই ছবি তুলেছিলেন তার ধারে কাছে কোন বাচ্চা ছিল না। এমনকি এই বাচ্চা ছোট বেলায় তার মেয়ের মত দেখতেও না। তাহলে এই বাচ্চা কার?



বছর কয়েক বাদে ভৌতিক ঘটনার গবেষক Tony Healy দেখেন যে Mrs. Andrews এর মেয়ের কবরের খুব কাছেই দু'জন এতিম বাচ্চা মেয়ের কবর আছে। তার মতে এই ছবি সেই মেয়ে দু'জনার মধ্যে একজনের।







০৮) Mount Washington হোটেলের ভূতঃ

১৯০২ সালে চালু হওয়া এই হোটেল ভৌতিক স্থান হিসেবে বেশ জনপ্রিয় অনেক আগের থেকেই। আর এই কারনের জন্য এটি ভৌতিক বিষয় নিয়ে গবেষকদের কাছে বেশ আকর্ষনিয় জায়গা। আর এরই ধারাবাহিকতায় Ghost Hunters প্রথম বার এই হোটেলে তাদের ইনভেস্টিগেশন চালায়। এখানে তারা আত্মার সাথে কথা বলতে সক্ষম হন। এই কথা তারা রেকর্ড করেন Princess Suite এ। এখানে Ghost Hunters দলের সদস্য Jay and Grant প্রশ্ন করেন যে, "Princess, are you in here?" আর সাথে সাথেই তারা অদৃশ্য উৎস থেকে উত্তর পান যে, "Of course I'm in here. Where are you?" চলুন এবার তাহলে তাদের ধারন কৃত কথোপকথনের সেই মূহুর্তেই ভিডিওটি দেখে নেই।



ভিডিওটির লিংকঃ Click This Link







০৯) ভৌতিক খামার বালকঃ

Neil Sandbach নামে একজন ফটোগ্রাফার ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ার অঞ্চলের একটি খামারের কয়েকটি ছবি তুলছিলেন তার কেনা নতুন ডিজিটাল ক্যামেরায়। ছবি তোলার সময় খেয়াল না করলেও পরে তিনি লক্ষ্য করেন যে ছবির মধ্যে একটি ছেলেকে দেখা যাচ্ছে। কিন্তু তিনি কোন ভাবেই বুঝে পেলেন না যে এই বালকের ছবি এলো কিভাবে? কেননা খামারের ধারে কাছে এমন কাউকে তিনি দেখেননি। তারপরেও নিশ্চিন্ত হবার জন্য তিনি ছবির কথা লুকিয়ে খামারের মালিকের কাছে জিজ্ঞাসা করেন যে এখানে ভৌতিক কোন কিছুর উপস্থিতি আছে কিনা? খামারের মালিক তাকে জানায় মাঝে মাঝে সাদা পোশাক পরা একজন ছেলেকে তারা দেখতে পায় খামারের মধ্যে।







১০) পুলিশের গ্যারেজে ভূতঃ

ওকলাহোমা শহরে ভিন্ন ভিন্ন তিনটি গাড়ি দুর্ঘটনায় বেশ কয়েকজন মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়। পরে পুলিশ এই সকল বিধ্বস্ত গাড়ি গুলিকে নিয়ে আসে পুলিশের গ্যারেজে। এসময় এই গ্যারেজের মধ্যে লাগানো ক্যামেরায় একজন সিকিউরিটির কর্মি দেখতে পান অদ্ভুদ এক দৃশ্য। তিনি দেখেন যে মানুষ আকৃতির কিছু একটা জিনিষ এই গাড়ি তিনটির মধ্যে ঘোরাঘুরি করছে। এই দূর্ঘটনার নিহত একজনের আত্মীয় দাবী করেন যে এই মানব আকৃতি তার আপনজন যিনি কোন বার্তা দিতে চাচ্ছেন।



এটি কিন্তু বেশ জনপ্রিয় একটি ঘটনা। সে সময় সংবাদ মাধ্যমেই এই ঘটনার কথা প্রচার করা হয়। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক সংবাদ মাধ্যমে প্রচারিত সেই সংবাদটি।



ভিডিও লিংকঃ Click This Link





কি অবাক হচ্ছেন ছবি আর ভিডিও গুলি দেখে? হবার মতই তাই না? এরকম অব্যাখ্যায়িত আরো ১৩ টি ছবি নিয়ে এর আগে "অব্যাখ্যায়িত ১৩টি ছবি " লেখায় আলোচনা করেছিলাম। এই ১৩টি ছবিও কিন্তু আপনাকে অবাক করে দিবে।

মন্তব্য ৫৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫০

bakta বলেছেন: Unbeliveable.....................but True.

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫২

নহে মিথ্যা বলেছেন: খাটি কথা বলেছেন...

২| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ট্রু বলতে পারতেসিনা, তবে ইন্টারেস্টিং ||

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৭

নহে মিথ্যা বলেছেন: রহস্য আছে বলেই তো এগুলার প্রতি আকর্ষন অন্যরকম :)

৩| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম!!! জিনিসটা মানতে পারছি না, কিন্তু উপায় কি!!!!!!

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৯

নহে মিথ্যা বলেছেন: আমারো একই অবস্থা

৪| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৮

খাটাস বলেছেন: মজা পেলুম, যদি ও বিশ্বাস করি নি। :D

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৯

নহে মিথ্যা বলেছেন: মজা যে পেয়েছেন এটাই কম কি :P

৫| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩১

উদাস কিশোর বলেছেন: বিশ্বাস করিনা । ০৬ নং ছবিটা আরো বিশ্বাস করছি না ।
পোষ্ট ভাল লেগেছে ।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২০

নহে মিথ্যা বলেছেন: কিন্তু ৬ নম্বরটাই সব থেকে বিখ্যাত ছবি... আর সেটাই বিশ্বাস করলেন না??

৬| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল পোস্ট।

তবে আমার এমন একটা পোস্ট দেয়ার ছিল।

আপনি আগেই দিয়া দিলেন।

আমারটা আপনারটা থেকে একটু আলাদা।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২২

নহে মিথ্যা বলেছেন: ওহ তাই নাকি? তাহলেতো বলতে হয় কপাল ভাল। এরকম আরো কিছু ছবি নিয়ে আমার আরেকটি লেখা আছে সেটা পড়ে দেখতে পারেন :)
Click This Link

৭| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:










ইনক্রেডিবল!!

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২২

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :)

৮| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে মাইনকা চিপায় পইড়া গেলাম। তবে পড়ে কিছুটা শিহরিত হলাম। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৩

নহে মিথ্যা বলেছেন: আপনার মতই আমার অবস্থা...

৯| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৪

আছিফুর রহমান বলেছেন: কি জানি ভাই, বিশ্বাষ রতে মুন চায়, আবার অন্তরে কেমন খিচ মাইরা উঠে। অবশ্য আমার ও কিছু এমন অভিঞ্জতা আছে। #:-S #:-S #:-S

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৩

নহে মিথ্যা বলেছেন: আপনার অভিজ্ঞতা আছে?! ভাই তাড়াতাড়ি শেয়ার করেন জানতে মন চাচ্ছে

১০| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: B:-) B:-) B:-)

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৪

নহে মিথ্যা বলেছেন: :-B :-B :-B

১১| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২২

সুমন কর বলেছেন: অবাক করা বিষয় !!!

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৪

নহে মিথ্যা বলেছেন: একদম ঠিক...

১২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৮

অস্পিসাস প্রেইস বলেছেন: ভালো লাগলো, মজার পোস্ট!

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৫

নহে মিথ্যা বলেছেন: পড়ে মজা যে পেয়েছেন জেনে অনেক ভাল লাগছে... :)

১৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৮

অস্পিসাস প্রেইস বলেছেন: ভালো লাগলো, মজার পোস্ট!

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৫

নহে মিথ্যা বলেছেন: লেখক বলেছেন: পড়ে মজা যে পেয়েছেন জেনে অনেক ভাল লাগছে... :)

১৪| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৪

শুঁটকি মাছ বলেছেন: এখন পড়লে লাইট অফ না করে ঘুমাতে হবে। তারচেয়ে কাল সকালে পড়ি

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৬

নহে মিথ্যা বলেছেন: কালকে রাতে এগুলা নিয়ে বেশ ঘাটাঘাটি করে সকাল ৮টায় ঘুমাইছিলাম :(

১৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:২২

আমি আনোয়ার বলেছেন: শিরুনাম দেখে অনেক ভয় পাইছিলাম পোস্টে ++

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

নহে মিথ্যা বলেছেন: ভয় পাবার মতই জিনিষ ভাই :(

১৬| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৬

রাসেলহাসান বলেছেন: চমৎকার পোষ্ট! ভয় ভয় লাগলো। এগুলো আমি বিশ্বাস করি। ভুত আছে কিনা বলতে পারবোনা তবে "জীন" আছে। সেটা কুরআনেও উল্লেখ করা হয়েছে! হ্যাঁ, প্রেতাত্মাও থেকে যায়। খারাপ আত্মা গুলো আটকে পড়ে। কোথাও যেতে পারেনা।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০১

নহে মিথ্যা বলেছেন: জিন নিয়ে নিশ্চিত কিন্তু আত্মা চিরকাল থাকে এ নিয়ে অনিশ্চিত...

১৭| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০০

শুঁটকি মাছ বলেছেন: প্রথম দুইটা ঘটনা পড়ে ঘুমাতে গিয়েছিলাম। তখন ভয় লাগছিল। কিন্তু সকালে তুলনামূলক কম ভয় লাগল। পোস্টটা ভালো লেগেছে নহে মিথ্যা!!!!!

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০২

নহে মিথ্যা বলেছেন: ধন্যাবাদ... :)

১৮| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২০

শিবলী১২৩ বলেছেন: আপ্নার সাইটটা তো বেশ ইনফরমেটিভ।ভালো লাগছে পরতে

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩

নহে মিথ্যা বলেছেন: জেনে অনেক খুশি হলাম... :)

১৯| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

দি সুফি বলেছেন: এগুলো সবই ক্যামেরা এবং ফটো এডিটিং এর কারসাজী B-)) B-))

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪

নহে মিথ্যা বলেছেন: হতে পারে...

২০| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল। +++

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

২১| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মোঃ ইসহাক খান বলেছেন: ইন্টারেস্টিং এবং চমৎকার।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৭

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

২২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫১

কালোপরী বলেছেন: interesting

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৭

নহে মিথ্যা বলেছেন: আসলেই interesting

২৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৮

উদাস কিশোর বলেছেন: ক্যামেরায় জ্বীন অথবা আত্বার ছবি তোলা গেলে আমিও হয়তো দু চারটা তুলতে পারতাম ।
বেশীর ভাগ রাত আমি পথে ঘুরে বেড়াই একা একা । অভ্যাসে পরিণত হয়ে গেছে । প্যারানরমাল বেশ কিছু দেখেছি । ভয় খুব একটা লেগেনি ।
২০১২ সালের একটা ঘটনা বলি তবে ,
আমাদের গ্রামে বেড়াতে গিয়ে একবার আমার কাজিন কে নিয়ে রাত আনুমানি ২ টার দিকে বাইরে বের হলাম স্মোকিং এর জন্য । তার সাথে হাটতে হাটতে নদীর পাশে গিয়ে বসলাম । মাথার উপর বিশাল বিশাল তাল গাছ । পেছনে গজ বিশেক দূরে ছোট একটা বাঁশ ঝাড় ।
বসে আমি বিড়ি ফুকছি আর আমার কাজিন হঠাত্‍ চারিদিকে টর্চ দিয়ে কিছু একটা খুজতে দেখলাম । আমি তাকে প্রশ্ন করায় বল্লো তাড়াতাড়ি বিড়ি ফুকেন ,যায়গাডা সুবিদার ঠেকতিছে না । কেবল মনে হইলো কেউ দৌড় দিলো এই তরে !
আমি ওরে বোঝালাম শেয়াল অথবা মাঠের ইঁদুর চলাফেরা করছে । সে আমাকে বল্লো না ভাই , জাগাডা আসলেই খারাপ ।
আমি মনে মনে হাসতে হাসতে ওরে নিয়ে আরো কিছু সময় এখানে কাটানোর জন্য আরেকটা সিগরেট জ্বালালাম ।
তখন সে আবারও লাইট দিয়ে এতি উতি করছে । ভয়ে তটস্থ হয়ে আমাকে বলছে উঠেন তো মিয়া ভাই । ঢর করতাছে , খারাপ জিনিস আছে এইহানে । অথচ আমি কোন শব্দ পাইনি ।
ওর ভয় পাওয়া দেখে যখন উঠে আসছি , তখন বাঁশ ঝাড়ের দক্ষিন দিকে ছয়টা আগুনের গোলা দেখতে পেলাম দুজনই । আমার কাজিন ভয়ে কাঠ হয়ে গেছে !
আমি আমার আইফোন ৪ দিয়ে ছবি উঠানোর চেষ্টা করলাম । কিন্তু আমি ব্যার্থ হলাম । ততখনে আগুনের গোলা গুলো বাতাসে মিলিয়ে গেছে ।
কাজিনের অবস্থা দেখে বাড়ি চলে গেলাম সে রাতে ।
সকালে দাদার সাথে এ ব্যাপারে কথা বল্লাম । দাদা রাগারাগী করলেন খুব আর বল্লেন যায়গাটা নাকি ভাল না । এ পর্যন্ত ঠিক আছে ।
এদিকে সকাল থেকে কাজিনের জ্বর আর মাথা ব্যাথা । ঔষুধে কাজ হলো না । জ্বরের পাঁচদিন পর ঝাড়ফুকে জ্বর কমে গেল ।
.
আমি বিশ্বাস করিনা যে , এইসব জিনিস ক্যামেরায় বন্দি করা যায় । বড় হাস্যকর লাগে

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৯

নহে মিথ্যা বলেছেন: পাশে চলছে ভুত fm আর সাথে আপনার গল্প পড়লাম... ঘুমাবো কেমনে তাই ভাবছি... #:-S

২৪| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬

উদাস কিশোর বলেছেন: জ্বী ভাই , আমি রাসেল বলছিলাম আর আপনি আমাদের একজন অতিথী ছিলেন । মনে করে দেখুন

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৮

নহে মিথ্যা বলেছেন: আ...... ভাই আপনি কি ভুত FM এর উপস্থাপক রাসেল ভাই?? যা হোক হলে জানাবেন... :)

না ভাই আমি কোন দিন ভুত FM এর কোন অনুষ্ঠানে অতিথী হিসেবে অংশ গ্রহন করি নাই... :)

২৫| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২০

উদাস কিশোর বলেছেন: আরো একটা মজার ব্যাপার আজগুবি ছবি ও তার পেছনে থাকা কাল্পনিক গল্প বিশ্বাস করবো আমরা কারন জিনিস গুলা ফরেন । আর আম পাবলিকে কইলে কমু , গাঁজা মনে হয় সস্তা ! গাঁজা খাইয়া আইছে :)

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৯

নহে মিথ্যা বলেছেন: ভাই আসলে ছবি গুলি অনেক আগের আর তাই বিদেশ বলেই সকলে বিশ্বাস করবে... কেননা তখন আমাদের দেশে ক্যামেরা ছিল না মনে হয়...

২৬| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০২

নির্ঝর রাজু বলেছেন: মজা আছে , যদি ও বিশ্বাস করি নি। :-B B:-) :-B B:-)

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪০

নহে মিথ্যা বলেছেন: মজা পাইলেই হল... B-))

২৭| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪১

বাবুল হোসেইন বলেছেন: নহে মিথ্যা।
সত্য তবে।

নহে মিথ্যে
সত্য সবে।


কোথায় যেনো আপনাকে দেখেছিলাম?

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১৬

নহে মিথ্যা বলেছেন: মানুষ আমি...
নহে মিথ্যা...
মানুষ আপনি...
সত্য তবে...
হতে পারে দেখা...
নহে মিথ্যা...
মনে নেই আমার...
সত্য তবে...

২৮| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৪

বাবুল হোসেইন বলেছেন: আরে না, দেখা হয় নি। তবে আপনি যে বাসায় থাকেন আমি সেই বাসায় মাঝে মাঝে যাই, এই আর কি। একজন বললো এখানে একজন ব্লগার থাকেন নহে মিথ্যা নামে তাই জানা হলো নামটা।

২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:২২

নহে মিথ্যা বলেছেন: খাইছে... :D ভাই এই নাম নিছি মাত্র ১ মাস হল তাও আমি যে নামে লিখি সেই নামে পাইনাই তাই... কেমনে চিনল এই নামে আমাকে...?? যা হোক ভাই আমি "জানা অজানার পথিক" নামে লিখি... :)

২৯| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৭

বাবুল হোসেইন বলেছেন: আমি তো মাত্র কয়েকদিন আগেই গিয়েছিলাম, জানি না বাট আমার এক এক্স কলিগ বল্লো, আপনি তাকে বলেছেন, এই আর কি, তেম্ন কিছু না। আমাকে বল্লো সে আপনার ব্লগ পড়ে আর আমার লিঙ্ক টা দিতে বল্লো।


লল

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

নহে মিথ্যা বলেছেন: হতে পারে ভাই... ঠিক বলতে পারছি না...

৩০| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৪

বাবুল হোসেইন বলেছেন: ফেবু আইডি দেন, তারপর বলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.