নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব ইতিহাসে সব থেকে ভয়াবহ যুদ্ধ হয়েছিল ২য় বিশ্বযুদ্ধ। আর এই ২য় বিশ্বযুদ্ধের পূর্বেই সংগোঠিত হয়েছিল ১ম বিশ্বযুদ্ধ। ১৯১৪ সালের ২৮শে জুলাই থেকে শুরু করে ১১ই নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী হয় ১ম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ বেশি দিন দীর্ঘস্থায়ী না হলেও ২য় বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপে এটি ছিল সভ্য মানব ইতিহাসের প্রথম বর্বরতম যুদ্ধ। আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এই ১ম বিশ্বযুদ্ধের সময় ব্যাবহৃত কিছু সামরিক যানের সাথে। এই সকল সামরিক যান বেশির ভাগ ব্যাবহার হয়েছে শুধু মাত্র ১ম বিশ্বযুদ্ধের সময় তবে কয়েকটি ২য় বিশ্বযুদ্ধকালীন সময়েও ক্ষনিক সময়ের জন্য ব্যাব্যহার হয়েছিল যুদ্ধ ক্ষেত্রে। চলুন এবার তাহলে বিস্তর জেনে নেই এই ১০টি সামরিক যান সম্পর্কে।
০৫) Lanchester:
১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের একদম দ্বার প্রান্তে যখন বিশ্ব তখন ব্রিটিশরা তৈরি করে Lanchester ট্যাংক। রোলস রয়েসের তৈরি যুদ্ধ যানের পরে এই গাড়ি সব থেকে বেশি ব্যাবহৃত হয়েছে ব্রিটিশ সৈন্যবাহিনীতে। এই গাড়ি মূলত ব্যাবহার করত বিমান বাহিনী। যুদ্ধে কোন প্লেন বিদ্ধস্ত হলে, সেই প্লেনের পাইলটকে উদ্ধার করার কাজে ব্যাবহৃত এই যান। যেহেতু সম্মুখ যুদ্ধে ব্যাবহার কম ছিল বলে এই ট্যাংকের অস্ত্র তেমন শক্তিশালী না হলেও এর গতী ছিল অনেক বেশি।
০৪) Rolls Royce Armoured Car:
এটি কে ট্যাংক না বলে বলতে পারেন গাড়িকে একটু পরিবর্তন করে বানানো ট্যাংক। এটি তৈরি করা হয় ১৯১৪ সালে প্রথম বিশ্ব যুদ্ধ চলাকালীন সময়ে আর এর ব্যাবহার চালু ছিল ২য় বিশ্ব যুদ্ধের সূচনা কাল পর্যন্ত। এই ট্যাংক মূলত ব্যাবহার করা হত মধ্য প্রাচ্যের অঞ্চল গুলিতে। ১৯২০ এবং ১৯২৪ সালের দিকে এই ট্যাংক গুলির নকশায় পরিবর্তন করে নতুন আঙ্গিকে সাজানো হয়। এসময় এর উপরের দিকের অংশ খুলে দেওয়া হয় আর সাথে যোগ করা হয় ট্যাংক বিধ্বংসী 303 Inch Bren Machine Gun এবং Smoke Grenade Launchers। এই ট্যাংকটি মিডিল ইষ্টে 11th Hussars রেজিমেন্টে সর্বশেষ ব্যাবহৃত হয়েছিল।
০৩) Charron, Girardot et Voigt:
১৯০২ সালে এই ট্যাংক ব্যাবহৃত হত ফ্রান্স সেনাবাহিনীতে। এই ট্যাংকের ডিজাইন করেন Mikheil Nakashidze ১৯০২ সালে। এই ট্যাংকে বসানো ছিল Hotchkiss Machine Gun এবং ৭ মিলিমিটার পুরু ইস্পাতের তৈরি খোলস, যার মধ্যে অনেকটা নিরাপদে বসেই শত্রু পক্ষের উপর গুলি বর্ষন করা যেত। এই ট্যাংকের সর্বোচ্চ গতী ছিল প্রতি ঘন্টায় ৫০ কিঃমিঃ। ১ম বিশ্ব যুদ্ধের প্রারম্ভিক সময়কালীন পর্যন্ত এই ট্যাংক ফ্রান্স সেনাবিনীতে ব্যাবহৃত হয়েছিল।
০২) Davidson Automobile Battery Armored Car:
১৯০১ সালে আমেরিকার Royal Page Davidson এবং Northwestern Military এবং Naval Academy এক সাথে হয়ে তৈরি করে এই সামরিক যানটি। এটি বাষ্প শক্তি চালিত গাড়ি। এই গাড়িতে তারা অস্ত্র হিসেবে ব্যাবহার করেছিল ৩০ ক্যালিভারের বন্দুক। এটি তারা মূলত ব্যাবহার করত শহরের মধ্যে টহল দেবার জন্য; কেননা যুদ্ধ ক্ষেত্রে এই যানটি ব্যাবহার করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। এই সামরিক যান নিয়ে উচু কোথাও চলাচল করাও ছিল এক সমস্যার ব্যাপার, কেননা এতে পানির উপরিতল পরিবর্তন হয়ে যেত আর তাই এটি নিয়ে শুধু মাত্র সমতল রাস্তায় চলা সম্ভব ছিল।
০১) Motor War Car:
Motor War Car কে বলা হয় বিশ্বের সর্ব প্রথম বর্ম আবহৃত ট্যাংক। এই ট্যাংকটি তৈরি করেন ব্রিটিশ নাগরিক F.R. Simms ১৮৯৯ সালে। এই ট্যাংকের বর্ম ছিল ৬ মিলিমিটার পুরু এবং এই ট্যাংক চালাতে ব্যাবহার করা হয়েছিল চার সিলিন্ডারের ৩.৩ লিটারের ১৬ অর্শ্ব শক্তির Cannstatt Daimler ইঞ্জিন, যার ফলে এই গাড়িকে প্রতি ঘন্টায় ১৪.৫ কিঃমিঃ গতিতে চলতে পারত।
এইত গেল প্রথম বিশ্ব যুদ্ধের আমলে ব্যাবহৃত বিখ্যাত ১০টি সামরিক যান। কিন্তু এবার আপনাদের পরিচয় করিয়ে দিব ১ম বিশ্বযুদ্ধের সব থেকে অদ্ভুদ আকৃতির সামরিক যান।
০০) Armored Quadricycle:
চারচাক্কার ইঞ্জিন চালিত এবং অস্ত্রধারী এত ছোট সামরিক যান প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে আর একটিও তৈরি করা হয়নি। ১৮৯৮ সালে ব্রিটিশ নাগরিক F.R. Simms এই সামরিক যানের নকশা তৈরি করেন এবং নিজেই গাড়িটি তৈরি করেন। এখানে তিনি একটি যন্ত্রচালিত বন্ধুক বসিয়ে দেন De Dion Bouton চারচাক্কার গাড়িতে। আর গাড়িচালকের প্রতিরক্ষার জন্য সামনের দিকে লাগিয়ে দেন একটা ইস্পাতের পাত। এই গাড়ির চালকই গুলি চালাবার দ্বায়িত্যে থাকতেন।
পূর্বের পর্বঃ ১ম বিশ্বযুদ্ধকালীন ১০টি সামরিক যান (১ম পর্ব)
২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৩
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
উদাস কিশোর বলেছেন: দারুণ পোষ্ট
২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৪
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ...
৩| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:১০
সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার। অনেক কিছু জানতে পারলাম।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৫
নহে মিথ্যা বলেছেন: চমৎকার কিছু জানাতে পেরেছি জেনে ভাল লাগছে...
৪| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
ভালই লিখেছেন। অস্ত্রপাতি নিয়ে।
আমারও একটি লেখা -
১৯৭১ এ মক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র নিয়ে আমার লেখাটি পড়ুন।
Click This Link
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৩
নহে মিথ্যা বলেছেন: ভাই অনেক সুন্দর হয়েছে... অনেক অনেক অনেক সুন্দর
৫| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:০১
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৩
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
৬| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩১
অথৈ সাগর বলেছেন: ++
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৪
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
৭| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৩
তারছেড়া লিমন বলেছেন: ভাললাগা রইল...................
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৪
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
৮| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
এহসান সাবির বলেছেন: বেশ.....!!
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৫
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ...
৯| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৮
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত +++
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৫
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ...
১০| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫১
জেরিফ বলেছেন: অস্ত্র শস্ত্র থেকে দূরে থাকুন
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৬
নহে মিথ্যা বলেছেন:
১১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট! আপাতত বুকমার্ক করে রাখলাম। পরে আবার পড়ব।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৭
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ ভাল লেগেছে জেনে খুশি হলাম
১২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: চমৎকার সংগ্রহ। খুব উপভোগ করলাম। ধন্যবাদ নহে মিথ্যা আমাদের সাথে শেয়ার করার জন্য।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৮
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ভাই
ভাই আমার ব্লগিং নাম "জানা অজানার পথিক" কপাল খারাপ এই নামে নিক পাই নাই সামুতে
১৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস পোষ্ট ||+++++++++
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২০
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
পথহারা নাবিক বলেছেন: সুন্দর পোষ্ট!