নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে মৌলিক লেখা দেয় এরকম ব্লগারের সংখ্যা দিন দিন যে হারে হ্রাস পাচ্ছে তাতে নির্দিধায় বলে দেওয়া যায় অদূর ভবিষ্যতে ১০০% খাটি ব্লগার খুঁজে পাওয়া বেশ কষ্টোকর হয়ে দাঁড়াবে।
বর্তমানে সকলেই ব্লগার হবার স্বপ্ন দেখে, আর তাদের এই স্বপ্ন পূরন করতে যেয়ে তারা কষ্টো করে দিন দুনিয়া নিয়ে কোন কিছু না পড়েই আর নিজে না লিখে সহজেই একটা কাজ করে আর তা হল অন্যের লেখা অনুলিপি বা সহজ কথায় কপি (Copy) করে।
আজ আপনাদের এই কপি হবার মাত্রার ছোট একটা উদাহরন দিব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটি মাত্র লেখার উদাহরন দিব।
"ইনকার হারিয়ে যাওয়া তিন দেবদূত" লেখাটি লিখেছেন, "মোঃ মিন্টু হোসেন"।
এবার আসুন মিন্টু ভাইয়ের লেখা কপি হয়ে যাওয়া কত গুলি সাইটের স্ক্রীন শট দেখি যেখানে লেখাটি শুধু কপি করা হইছে তা নয়, লেখকের নাম পর্যন্ত পরিবর্তিত হয়ছে অথবা উল্লেখই করা হয়নি। যেন ভূত এসে লেখাটা লিখে দিয়ে গেছে।
আশা করি উপরে দেওয়া স্ক্রীন শট দেখে বুঝতে পারছেন কি অবস্থা।
Wikipedia তেও বাংলায় এত লেখা বা তথ্য নেই যত গুলি লেখা আমরা ক্ষুদ্র ব্লগাররা লিখে রেখেছি, কিন্তু এই লেখা গুলি যদি লেখকের নাম ছাড়া এরকম ভাবে গনহারে কপি হতে থাকে তাহলে কি একজন লেখক আর লেখার উৎসাহ পাবে?? এক কথায় পাবে না।
আর প্রত্রিকা গুলি যে লেখা কপি করে নেয় এর জন্য কি তারা লেখককে কোন সন্মানি দেয়? না দেয় না। তাহলে তারা কিভাবে এই সকল লেখকের লেখা বিক্রি করে?
মুক্ত মঞ্চে যখন একজন লেখক তার লেখা প্রকাশ করে তখন কিন্তু যে অর্থের লোভে করে না। তাই বলে লেখকের নাম ছাড়া লেখা কপি করা বা নিজের নামে অন্যের লেখা চালিয়ে দেওয়া কোন ধরনের নৈতিকতা??
আমাদের রুখে দাড়াতে হবে এর বিরুদ্ধে তা না হলে ব্লগ গুলিতে সত্যিকার অর্থে মৌলিক ব্লগার কোন দিন তৈরি হবে না। আর মৌলিক ব্লগার বাদে আমরা যতই সুন্দর করে বা মার্জিত ভাবে ব্লগ তৈরি করি না কেন সেটা কোন দিন চলবে না।
২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:০৫
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ...
২| ২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:৪০
জাহিদ হাসান বলেছেন: মাঝে মাঝে আমাকেও অনলাইন নিউজ পেপার থেকে বিভিন্ন প্রতিবেদনের অংশ কপি করে আনতে হয়।কিন্ত যেখান থেকে কপি করি তার লিংক ও কার্টেসী দেই।
২৩ শে মে, ২০১৪ দুপুর ২:০৪
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ ভাই... আসলে পত্রিকায় যারা লিখে তা প্রফেশনাল আর আর তারা এর উপর পড়ালেখা করে, তাদের লেখার ধাচ অনেকটা বিশ্বমানের। অনেক প্রয়োজনেই তাদের লেখা কপি করতে আমার মত সাধারন ব্লগার বাধ্য হয়ে পরে। এক্ষেত্রে তাদের নাম লেখায় উল্লেখ করা তাদের মৌলিক অধিকার গুলির মধ্যে একটি। ধন্যবাদ লিঙ্কগ বা কার্টেসি উল্লেখ করার জন্য
৩| ২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:৪২
জাহিদ হাসান বলেছেন: পোষ্ট প্রিয়তে নিলাম । খুব ভাল লাগল ।
২৩ শে মে, ২০১৪ দুপুর ২:০৫
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে মে, ২০১৪ দুপুর ১:১১
নীল জোসনা বলেছেন: ভালো কাজ ।
২৩ শে মে, ২০১৪ দুপুর ২:০৭
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে মে, ২০১৪ দুপুর ১:৩৮
সুমাইয়া আলো বলেছেন: ভাল কাজ করেছেন।
কপি মনে হয় আমি একটু বেশী করি।
২৩ শে মে, ২০১৪ দুপুর ২:০৮
নহে মিথ্যা বলেছেন: কপি করেন সমস্যা নাই কিন্তু অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এটা তার অধিকার।
৬| ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:১৯
সাজিদ উল হক আবির বলেছেন: এরা ভেসে যাবে রে ভাই, নর্দমার কীট সব নর্দমা দিয়েই ভেসে যাবে।
লেখালিখির ব্যাপারে আত্মবিশ্বাস আর অসীম ধৈর্য নিয়ে কাজ করতে থাকুন, দেখবেন এই টুকলিফাইবাজগুলো কই হারিয়ে যাবে!
২৩ শে মে, ২০১৪ দুপুর ২:৪৪
নহে মিথ্যা বলেছেন: ঠিক বলেছেন... আমারো তাই বিশ্বাস...
৭| ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোষ্টের সাথে সহমত জানাই। পোষ্ট পর্যবেক্ষনে নিলাম। সময় করে আবার ফিরে আসছি।
২৩ শে মে, ২০১৪ দুপুর ২:৪৫
নহে মিথ্যা বলেছেন: ভাই কি পর্যবেক্ষন করবেন??
৮| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৩:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই প্রবণতা সুস্থ ব্লগিং চর্চার অন্তরায়। গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৩:০২
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
৯| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৩
ফা হিম বলেছেন:
খুবই দুঃখজনক!
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:০৫
নহে মিথ্যা বলেছেন: খুবই... :/
১০| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:০০
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল করেছেন।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:০৬
নহে মিথ্যা বলেছেন: ভাই লিষ্ট বানাচ্ছি আর কদিন পরে সামুর কত গুলা নাম করা কপি ব্লগারের তালিকা প্রমান সহ দিব...
১১| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
তবে আমার মনে হয় যতই টুকলীবাজি চলুক না কেন, আসলজনই টিকে থাকবে। এই ধরনের নকলবাজ তো সবসময়েই ছিল, কিন্তু খাঁটি প্রতিভা তো তাতে চাপা পড়ে নি।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৫১
নহে মিথ্যা বলেছেন: আমি সামুতে আমার লেখা পোষ্ট করা শুরু করছি সবে ৩ মাস থেকে কিঞ্চিৎ বেশি হবে... এর আগে আমার ব্লগেই (http://hybridknowledge.blogspot.com/) পোষ্ট দিতাম... কিন্তু দেখলাম এখানে সেখানে আমার লেখা গুলা কপি হয়ে যায় আমার নাম বাদেই... তারপর সামুতে আসছি... খাঁটিরা তখনই টিকবে যখন তারা নকলবাজদের থেকে বড় প্লাটফর্মে থাকবে নচেত ইহা সম্ভব না...
আমার একটা অভিজ্ঞতা সামুতে এই পোষ্টটা পড়লেই বুঝবেন
Click This Link
১২| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৭
দি ভয়েস বলেছেন: বেশ ভাল কাজ করেছেন । এখন যদি এদের একটু লজ্জা হয় ।
ধন্যবাদ পোস্টের জন্য । ভাল থাকুন ।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৩
নহে মিথ্যা বলেছেন: ভাই এর আগে একজনকে সবার সামনে ধরে ধ্যাতানি দিছিলাম মারুফ নামে এক পিচ্ছি ব্লগারের লেখা কপি করে সামুতে নাম কামাচ্ছিল... মারুফ সামুতে লিখে না... নিজের বানানো ব্লগে লিখে... এমন লজ্জা দিছি যে পরে লেখার পিছে মারুফের নাম দিছে... এসের ধরে ধরে প্যাদানো লাগবে
১৩| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৪
মুনতাসীর রোমান বলেছেন: আমার তিন চারটা লেখা কপি পেস্ট হওয়ার পর সামুতে পোস্ট দিছিলাম , লাভ হয় নাই । সব জায়গায় কিছু বিকৃত মানসিকতার লোক থাকে ধইরা নিছি ব্লগে ও আছে । আপনার লেখা ভালো হইছে । সবাই মিলে চেষ্টা করলে কপি পেস্ট এর সংখ্যা কমলে ও কমতে পারে ।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৫
নহে মিথ্যা বলেছেন: মুক্ত প্লাটফর্মে লেখা দিলে আর তা ভাল হলে অনেকেই কপি করবে এটা স্বাভাবিক... কিন্তু লেখকের নাম শেষে উল্লেখ না করে নিজের নাম দিয়ে দেয়... আমার সমস্যা ওখানে...
সবাই মিলে চেষ্টা করলে অসম্ভব বলে কিছু নাই...
১৪| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৪
উড়োজাহাজ বলেছেন: যে হারে পরীক্ষায় প্রশ্নপত্র ফাস হওয়ার মাধ্যমে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে ভার্চূয়াল কপিতো নস্যি।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৬
নহে মিথ্যা বলেছেন: হাছা কথা... তারপরেও ভাই এই সমস্যা আমাদেরই সৃষ্টি তাই এর সমাধানের উদ্দ্যোগ আমাদেরই নেওয়া লাগবে
১৫| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সত্যিই পরিস্থিতি ভয়ানক।
এনিয়ে আমিও একবার লেখেছিলাম।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৫:০২
নহে মিথ্যা বলেছেন: ভাই লিখে লাভ নাই... যারা অন্যের লেখা কপি করে ব্লগে নিজেদের ব্লগার হিসেবে পরিচয় দেয় তাদের ধরে ধরে প্যাদাতে হবে তাইলেই দেখবেন এরা থেমে গেছে... তার নাম "বঙ্গভূমির রঙ্গমেলায়"... একদিন এমন প্যাদানি দিছি ব্লগে যে এখন আর কপি করে না আর তার কোন পোষ্টও আসে না
সময় আসতে দেন কপি করে যারা অন্যের লেখা নিজের বলে চালায় এক একটা কে ধরে প্যাদামু...
অবশ্য সামুর মডুরা যদি সহায়ক ভূমিকায় থাকে...
১৬| ২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: তথ্য প্রযুক্তি নিয়া আমার একটা লেখা এক পত্রিকায় ছাপাইছিলাম । ওই লেখা এক ব্লগারে নিজের নামে চালাইছে । কিছু বলার নাই , প্রতিবাদ করছিলাম ।
২৩ শে মে, ২০১৪ রাত ৮:৫০
নহে মিথ্যা বলেছেন: সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার... আমরা এক হলে দেখবেন এগুলা কমে যাবে...
আমি কপির বিরুদ্ধে না... কেননা কপি করলে একজন বেশি হলেও পড়বে... কিন্তু লেখকের নাম দিতে হবে... আমার দাবি একটাই...
১৭| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:৫৭
দূর্দান্ত দূর্ধষ দূর্বিনীত বলেছেন: আমাদের রুখে দাড়াতে হবে এর বিরুদ্ধে তা না হলে ব্লগ গুলিতে সত্যিকার অর্থে মৌলিক ব্লগার কোন দিন তৈরি হবে না। আর মৌলিক ব্লগার বাদে আমরা যতই সুন্দর করে বা মার্জিত ভাবে ব্লগ তৈরি করি না কেন সেটা কোন দিন চলবে না।
চমৎকার বলেছেন। আপনার কথার সাথে শতভাগ সহমত
২৩ শে মে, ২০১৪ রাত ৯:০০
নহে মিথ্যা বলেছেন: সহমত প্রদর্শনের জন্য ধন্যবাদ
১৮| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:৫৮
প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: সম্পূর্ণ সহমত আপনার সাথে , তিক্ত এক বাস্তব এটা
২৩ শে মে, ২০১৪ রাত ৯:০২
নহে মিথ্যা বলেছেন: ঠিক বলেছেন... আমার লেখাও কপি হইছে বহু জায়গায়... কিন্তু কোথাও আমার নাম ব্যবহৃত হয় নাই...
সামুতে এই কারনেই আসতে বাধ্য হয়েছি... কননা প্লাট ফর্ম যত বড় থাকে... লেখা ততবেশি লোক পড়ে... আর কপি তত কম হয়
১৯| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:১০
রাবেয়া রব্বানি বলেছেন: হাহা। মৌলিক লেখকদের একটা লিষ্ট করলে আমাদের সুবিধাই হতো। কিছুটা হলেও পারফরমেন্স যাচাই হতো।
২৩ শে মে, ২০১৪ রাত ১১:১১
নহে মিথ্যা বলেছেন: আসলে এটা করলে সমস্যা আছে... নতুল লেখক নিজের পরিচিতি তুলে ধরতে পারবে না... আর পুরাতনেরা রাজত্ব করবে... এটা করা সম্ভব হলেও করা উচিৎ না...
আর পারফর্মেন্স যাচাই না করে লেখকের লেখা ভাল লাগলে তাকে সাধুবাদ জানান... কেননা লিখতে লিখতেই একজন লেখকের মান উন্নত হয়... আর সব লেখাই যে ভাল হবে তাও না... আসলে ব্লগার একজন সাধারন মানুষ তার লেখা এক জন সাধারন মানুষের লেখা... এখানে প্রতিযোগিতা ঢুকলে হিংসে আপনা আপনি ঢুকে যাবে... যেটা অনাকাঙ্ক্ষিত...
২০| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:৩৮
সাদরিল বলেছেন: মৌলিক লেখকদের সাথে মৌলিক পাঠকেরাও হারিয়ে যাচ্ছে
২৩ শে মে, ২০১৪ রাত ১১:১৪
নহে মিথ্যা বলেছেন: আসলে মৌলিক আর যৌগিক পাঠকের মধ্যে পার্থক্য কি??
মৌলিক পাঠক যারা শুধু একটা বিষয়ে পরে... কিন্তু বাস্তবে কেউ শুধু মাত্র একটা বিষয়ে সাড়া জীবন পড়তে পারে না... কিছুটা নতুনত্ব সব সময় সবার ক্ষেত্রেই প্রয়োজন হয়... তাই বলতেই পারেন মৌলিক পাঠক কোন দিনই ছিল না... তাই এটি হারিয়ে যাবারও কোন ভয় নাই...
২১| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:২২
হাফিজ হিমালয় বলেছেন: সহমত। উতসাহ খুব স্পরশকা্তর ব্যাপার। এটা হারালে আর কি থাকে।
২৩ শে মে, ২০১৪ রাত ১১:৩৮
নহে মিথ্যা বলেছেন: কিছুই থাকে না ভাই
২২| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:২৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: এমন হলে তো সমস্যা।
২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৪০
নহে মিথ্যা বলেছেন: সমস্যা মানে বিশাল সমস্যা...
২৩| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৪৭
আরিফুল আমির বলেছেন: শুধু ব্লগার না ভাই আজকাল সবকিছুতেই ভেজাল:-)
২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৪০
নহে মিথ্যা বলেছেন: এই কারনেই সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার...
২৪| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কারও লেখা নিজের নামে চালিয়ে দেয়া মারাত্মক অপরাধ !
আপনার দায়িত্বশীলতা আমাকে মুগ্ধ করছে !
চালিয়ে যান । সাথেই আছি । ভালো থাকুন ।
২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৪২
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... সাথেই থাকবেন... প্রথমেই সামুর কপিবাজদের বিরুদ্ধে কাজ করতে হবে... সামু ব্লগারদের জন্য সব থেকে বড় প্লাটফর্ম এখানে বাঁশ খেলে দেখবেন অনেকটাই কমে গেছে...
২৫| ২৪ শে মে, ২০১৪ রাত ১:১৪
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: তার-ছেড়া-কাউয়া নামে বেশ কবছর ধরে লিখি। কয়েকটা লেখা দৈনিক সংবাদে চলে গিয়েছে। নাম উল্লেখ করার প্রয়োজনীয়তা বোধ করেন নাই ওনারা। সামুতেই র,আহমেদ নামক জনৈক ব্লগার 'আমার আরব-আমিরাত সফর' শিরোনামের সিরিজের প্রথম পর্ব হুবহু কপিপেস্ট মেরে দিয়েছিলেন। প্রতিটা জায়গাতেই ইমেইল করেছি। লাভ হয় নাই।
২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৪৪
নহে মিথ্যা বলেছেন: এটা অহরহ হয়... আপনি তো লেখা পত্রিকায় ছাপায়ছেন... আর আমার লেখা আরেক জন নিজের নামে প্রথম আলুতে ছাপায়ছে... ম্যাজাজ খারাপ হলেও ভাল লেগেছিল যে প্রথম আলু আমার লেখা অন্যের নামে হলেও গ্রহন করেছে
২৬| ২৪ শে মে, ২০১৪ রাত ১:৪৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমার অনেক কবিতা কপি টাইপের - এই ধরেন একটা ইংরেজি গান শুনতেছি তখন মনে হইলো এই দুইটা লাইন অসাধারন দেন আমি বাংলায় ৮-১০ টা লাইন লিখে ফেলি ---
অন্যের কবিতা থেকে শব্দ ধার করে অনেক লিখছি
২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৪৬
নহে মিথ্যা বলেছেন: জাফর ইকবাল যদি ইংরেজি বই কপি মাইরা এত বড় লেখক হতে পারে আপনার হতে সমস্যা কি?? চালিয়ে যান
২৭| ২৪ শে মে, ২০১৪ রাত ১:৫৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: পোষ্টের সাথে সহমত।
২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৪৬
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... সাথেই থাকবেন
২৮| ২৪ শে মে, ২০১৪ রাত ২:০০
বাংলাদেশী দালাল বলেছেন: নহে মিথ্যা। দারুন কাজ করেছেন।কপি বাজদের তালিকা চাই ।
২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৪৭
নহে মিথ্যা বলেছেন: এক এক্টাকে ধরে সামনে আনব... এর আগে এক্টাকে নিয়ে লিখে ছিলাম... দাড়ান লিংক দিচ্ছি...
Click This Link
২৯| ২৪ শে মে, ২০১৪ সকাল ১০:২৩
যবড়জং বলেছেন: ভালো কথা বলেছেন,ব্লগে আমি নতুন হলেও লিখি অনেক দিন।কাজের মূল্যায়ন না হলে কথা নাই তবে অবমূল্যায় হলে কষ্টলাগে.......
২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৪৮
নহে মিথ্যা বলেছেন: ঠিক বলেছেন...
৩০| ২৪ শে মে, ২০১৪ দুপুর ২:৪০
তাসজিদ বলেছেন: দুই একজনের জন্য সবাই কে দোষ দেয়া যায় না।
২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
নহে মিথ্যা বলেছেন: দুই একজন??
কন কি??
Joke of the day....
৩১| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:০২
ড. জেকিল বলেছেন: এ ধরনের কাজের আগে লেখকের অনুমতি নেওয়া আবশ্যক।
অন্তত কার্টেসি তো দেয়া যায়
২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
নহে মিথ্যা বলেছেন: আমি শুধু কার্টেসি দেবার পক্ষে... কেনন কপি হলেও ১ জন হলেও বেশি লোক পড়বে তার লেখা...
৩২| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পর্যবেক্ষনে নিলাম কথাটির অর্থ হচ্ছে, একটি পোষ্টে কন্টেন্টের উপর অন্য ব্লগারদের মতামতগুলো জানার ইচ্ছা বা লক্ষ্য করার ইচ্ছা। আপনি যে বিষয় নিয়ে আলোকপাত করেছেন সেটা গুরুত্বপূর্ন এবং এই বিষয়ে সকলেরই সচেতনতার প্রয়োজন আছে। তাই অন্যদের মনোভাবগুলো জানার জন্য বলেছি পোষ্ট পর্ববেক্ষনে নিয়েছি।
ধন্যবাদ।
২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
নহে মিথ্যা বলেছেন: আমিতো প্রথমে ভয় পাইছিলাম
ভাই মতামত দেখে মনে হচ্ছে সকলেই এক মত... আর সামুতে অনেক ব্লগার আছে যারা এরকম ব্লগার... আগে একজনকে নিয়ে লিখেছিলাম...
Click This Link
৩৩| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:১৯
ঊণ মানব বলেছেন: কারো লিখা ধার যদি করতেই হয় অবশ্যই তার অনুমতি নেয়া উচিত..........এবং তার নাম উল্লেখ করে দেয়া উচিত
২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
নহে মিথ্যা বলেছেন: অনুমতি নেবার অনেক সময় সম্ভব হয় না... কিন্তু লেখকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে...
৩৪| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্যাঙের ছাতার মত অনলাইন পত্রিকা, ফেসবুক পেজ ও ব্লগ বাড়ছে। যত বাড়ছে সেই হারে মৌলিক লেখক বাড়ছে না। তাই কপি পেস্ট পোস্ট বেড়ে যাচ্ছে। কয়েকটি অনলাইন পত্রিকাতে দেখলাম সামুর প্রতিদিনের ভালো পোস্টগুলো তাদের সাইটে তুলে দিচ্ছে। কপি পেস্ট পোস্ট কিভাবে ঠেকানো যায় সেদিকে নজর দেয়ার সময় এসে গেছে।
২৫ শে মে, ২০১৪ সকাল ১০:০৮
নহে মিথ্যা বলেছেন: অখ্যাত কিছু পত্রিকা এই কাজ করে... তবে কোন লেখকের লেখা যদি কোন পত্রিকা তুলে দিয়ে তা বিক্রি করে লেখককে টাকা না দেয় সে ক্ষেত্রে লেখক আইনের সহায়তা নিতে পারবেন।
এই ঝামেলায় কেউ যাবে না... তাই আমরা সকল ব্লগার মিলে যখন কোন পত্রিকার বাঁশ দেওয়া শুরু করব তখন দেখবেন সোজা হয়ে গেছে... একটাকে ভাল মত দিলেই হবে...
৩৫| ২৪ শে মে, ২০১৪ রাত ১০:৫১
সুমন কর বলেছেন: ভয়ানক চিত্র তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে তারা, কেন এ ধরনের কাজ করে আমি ঠিক বুঝতে পারি না। তাদের কি সামান্যতম লজ্জা বোধ নাই !! আসলে তারা মানুষ নামের কলঙ্ক। নিজেরা কিছু পারবে না, শুধু শুধু অন্যের ক্ষতি করবে। এতে মূল লেখকরা উৎসাহ হারিয়ে ফেলে।
সরকার বা আইনের মাধ্যমে এ সকল কপি-পেস্ট বন্ধ করার সময় হয়ে এসেছে। সবাইকে সচেতন হতে হবে। কারণ তা না হলে, যে হারে নতুন অনলাইন পত্রিকা বা ব্লগ হচ্ছে, শুধু কপি-পেস্ট হবে আর মৌলিক লেখক বা লেখা কমে যাবে।
গুড পোস্ট।
২৫ শে মে, ২০১৪ সকাল ১০:১১
নহে মিথ্যা বলেছেন: ভাই আসলে তারা এই কাজ করে কেননা লেখকের লেখা অসম্ভব ভাল লেগছে তার কাছে... আর আইন করে এটা বন্ধো করা সম্ভব নয় কেননা মুক্ত মঞ্চে লেখা কপি করা আসলে কোন ব্যাপার না... এক্ষেত্রে আমাদের সচেতনতা তৈরি করতে হবে যে লেখার সাথে সাথে লেখকের নামটিও কপি করে
৩৬| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:১৩
আমি তুমি আমরা বলেছেন: কপিপেস্টের সমস্যা সামুতে অনেক আগে থেকেই আছে। কিন্তু ইদানীং অনলাইন পত্রিকাগুলো যেভাবে মূল লেখকের নাম উল্লেখ বা অনুমতির তোয়াক্কা না করি বেনামে লেখা ছাপছে তা সত্যিই দুশ্চিন্তার বিষয়।
২৫ শে মে, ২০১৪ সকাল ১০:১৩
নহে মিথ্যা বলেছেন: ভাই শাহবাগের আন্দোলন কিন্তু এই ছোট পিচ্চি ব্লগারদের একাংশের কর্মফল চিল... সবাই এক সাথে গর্জে উঠলে দেখবেন এরা সব সোজা হয়ে যাবে
৩৭| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:২০
অন্ধবিন্দু বলেছেন:
নৈতিকতার অভাব... সচেতনতা প্রয়োজন।
ধন্যবাদ, নহে মিথ্যা।
২৫ শে মে, ২০১৪ সকাল ১০:১২
নহে মিথ্যা বলেছেন: আপনাকেও ধন্যবাদ...
নৈতিকতার অভাবতো রয়েছেই, আমাদের সচেতনতার অভাবও রয়েছে
৩৮| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৫০
সাদা মনের মানুষ বলেছেন: কি করার আছে আমাদের আর, ব্লগাররা নিজেরা যদি আমাদের নৈতিকতাবোধ হারিয়ে ফেলি।
২৫ শে মে, ২০১৪ রাত ১১:০১
নহে মিথ্যা বলেছেন: নারে ভাই যারা সত্যিকার অর্থেই ব্লগ লিখে তারা জানে একটা লেখার পিছনে কেমন শ্রম দেওয়া লাগে... তাই সে অন্যের কষ্টের মূল্যায়ন করে... অনলাইনে সত্যিকার অর্থেই যারা ব্লগার তাদের নৈতিকতাবোধ এখনও হারিয়ে যায় নাই আর যাবেও না... এটা আমার বিশ্বাস
৩৯| ২৭ শে মে, ২০১৪ রাত ১২:০১
এহসান সাবির বলেছেন: ভাইয়ের সাথে একমত।
আমি আজ একটা কপি পেস্ট পোস্ট দিয়েছি
২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৯
নহে মিথ্যা বলেছেন:
৪০| ২৯ শে মে, ২০১৪ ভোর ৫:৩৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম!
২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৪
নহে মিথ্যা বলেছেন: হুম ২...
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:০০
একজন ঘূণপোকা বলেছেন:
ভাল একটা কাজ করেছেন।