নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

কপি পেষ্টের বিরুদ্ধে সাময়িক বিজয় :)

০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮





যত ব্লগার আছি সবাই কিন্তু একটা সমস্যার সম্মুক্ষিন হই... আর তা হল আমাদের কষ্টো করে লেখা ব্লগ গুলি... অনেকেই কপি করে কিন্তু লেখকের নাম না দিয়ে বা অনেকে নিজের নামেই চালায় দেয় সেই লেখা গুলি... X( X((



অবশ্য লেখা গুলি যে কপি করে তা নিয়ে ব্যাক্তিগত ভাবে আমার কোন আক্ষেপ নেই... কেননা মুক্ত মঞ্চে যখন কোন কিছু লিখি... তখন তা সকলের জন্যই উন্মুক্ত ভাবেই লেখি... আমার সমস্যা এক্টাই আর তা হল লেখা গুলি কপি হয় লেখকের নাম বাদে... X(( X(



এইটা কিন্তু মেনে নেওয়া অসম্ভব... আরে ভাই লেখা গুলি কপিকরেন ভাল কথা কিন্তু লেখকের নাম দিতে সমস্যা কি??



জানি না কি সমস্যা তবে এই নিয়ে কয়েক দিন ধরেই বলদের মত হাউকাউ করে যাচ্ছি... :D :D



তবে ছোট একটা সফলতা পেলাম... আমার এই হাউকাউয়ের জন্য... আর তা কি আপনাদের সাথে ভাগাভাগি না করে থাকা যায় বলুন?? B-)







আমার লেখা, "মানুষের মাংস দিয়ে পিকনিক" লেখাটাও এরকম কপির শিকার।



যা হোক, আমার লেখা সহ সামুর সকম ব্লগারের লেখা গুলি যে অনলাইন পত্রিকা কপি করে তাদের মধ্যে অন্যতম একটি পত্রিকা হল... "জুম বাংলা" পত্রিকা...



এই পত্রিকাও আমার এই লেখা কপি মারছে... X(







তবে... খুশির সংবাদ হল তারা কপি মারছে কিন্তু আমার আসল লেখার লিংক নিচে সোর্স হিসেবে উল্লেখ করছে... B-) B-) B-)



তাদের ধন্যবাদ দেই দেরিতে হলেও সৎ বুদ্ধি উদয় হয়েছে...... আর আগের লেখা গুলি যে কপি করছেন সেই লেখা গুলিতে আসল লেখার লিংক বা লেখকের নাম কবে উল্লেখ করবেন তাও জানতে চাচ্ছি... X( X(



আরেকটা কথা... পত্রিকায় লেখা দিলে শুনছি নগত কিছু পাওয়া যায়... তা আপনি দিবেন কবে... :D :D



যাহোক এক পত্রিকার সুমতি হলেও আরো দু'খানা পত্রিকার সুমতি এখনও হয় নাই... X((









আসুন আমরা সবাই মিলে একটু এক হয়ে কাজ করা শুরু করি... তা না হলে দেখবেন... ব্লগার ভবিষ্যতে যা জন্ম নিবে তা সহ হবে কপি পেষ্ট ব্লগার...



আশা করি এরকম কেউ আশা করেন না... :)



আর সব শেষে, আমি কিন্তু আড্ডা মারতে চাই... :P :P

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:২২

পংবাড়ী বলেছেন: কোন সমাধান পাওয়া গেলো?

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৩৫

নহে মিথ্যা বলেছেন: এক দিনে সমাধান হইলে তো হইতোই... :#)

২| ০৫ ই জুন, ২০১৪ রাত ১:২৬

প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন। অন্তত একটা সাইটতো লেখকের নাম ও মূল লেখার লিংক উল্লেখ করেছে। প্রতিবাদটুকু চলতে থাকলে একদিন সব লেখা চোরেরা কোণঠাসা হয়ে যাবে।

০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৩১

নহে মিথ্যা বলেছেন: ইনশাল্লাহ হবেই... কিন্তু আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে... :)

৩| ০৫ ই জুন, ২০১৪ সকাল ৮:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লেখকের নাম উল্লেখ না করে কপি পেস্ট মারা স্রেফ চৌর্যবৃত্তি। এটা একেবারেই অনৈতিক।

ধন্যবাদ, নহে মিথ্যা।

০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৩২

নহে মিথ্যা বলেছেন: হুম তা ঠিক বলেছেন... :)
ধীরে ধীরে এ থেকে বেড় করে আনতে হবে... আর এ জন্য চাই সকলের এক সাথে কাজ করা কিন্তু ব্লগার সবাই মুখ চোরা :(

৪| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:১৬

আছিফুর রহমান বলেছেন: শালাগোরে থাপরানো দরকার

০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৩২

নহে মিথ্যা বলেছেন: B-)) B-)) B-)) B-))

৫| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৩০

এ এস এম আশিকুর রহমান অমিত বলেছেন: সহমত! আপনি ঠিকই বলেছেন। কপি-পেস্ট যারা করে তাদের এখনই রুখতে হবে, নইলে বড় দেরি হয়ে যাবে। আর আমি আপনার সাথে আছি।

০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৮

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... আর সাথেই থাকবেন :)

৬| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৪

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৬ ই জুন, ২০১৪ ভোর ৪:০১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম! সহমত

০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৪

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.