নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আপনাদের পরিচয় করিয়ে দিব "রবার্ট পারসিং ওয়াডলো" (Robert Pershing Wadlow) এর সাথে, যিনি বর্তমানেও বিশ্বের সব থেকে উঁচু বা লম্বা মানুষের খেতাবের অধিকারি। তার জীবন কাল ১৯১৮ থেকে ১৯৪০ সাল পর্যন্ত। মাত্র ২২ বছর বেঁচে ছিলেন তিনি, মৃত্যর সময় তার উচ্চতা ৮ ফুট ১১.১ ইঞ্চি আর ওজল ছিল ২২২.২৬ কেজি। তার এই অসাভাবিক লম্বা হবার পিছে দায়ি ছিল এলিজা সিলভা এর মত বৃহৎ পিটুটারি গ্লান্ড। এলিজা সিলভার চিকিৎসা যদি যথা সময়ে না হত তাহলে হয়ত এলিজা সিলভাকেও বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হত না।
রবার্ট পারসিং ওয়াডলোর জন্ম হয় ১৯১৮ সালের ২২শে ফেব্রুয়ারি, আমেরিকার এলটোন শহরে। জন্মকালীন সময়ে তার ওজন ছিল ৩.৮ কেজি। অনেক আগেই সে সকলের দৃষ্টি আকর্ষন করে, কেননা সে তার আরো চার ভাইদের তুলনায় অনেক তাড়াতাড়ি বড় হচ্ছিল, মাত্র ১৩ বছর বয়সেই তার উচ্চতা দাঁড়ায় ৭ ফুট ৪ ইঞ্চি। ১৮ বছর বয়সে তার উচ্চতা দাঁড়ায় ৮ ফুট ৪ ইঞ্চি আর ওজন ১৭৭ কেজি। তার পায়ের জুতার সাইজ ছিল ৩৭।
৩৭ সাইজের জুতা বানাতে তৎকালীন সময়ে খরচ যেত প্রায় ১০০ ডলারের মত, এসময় তিনি একটি আন্তর্জাতিক জুতা কম্পানির সাথে চুক্তি করেন যার ফলে তিনি তার জীবন দশায় বিনামূল্যে জুতা পেতেন ঐ কম্পানির কাছ থেকে বিনিময়ে তাদের কম্পানির প্রচারনা করতেন তিনি।
১৯৩৬ সালে তিনি Shurtleff College এ আইন বিষনে ভর্তি হন, এক বছর পরেই অর্থাৎ ১৯৩৭ সালে তিনি পূর্বের সবথেকে লম্বা ব্যাক্তির রেকর্ড টপকে যান আর বিশ্বের সব থেকে লম্বা ব্যাক্তির রেকর্ডের মালিক হন। এই অধিক লম্বা হবার কারনে তার পা দূর্বল হয়ে যায় ফলে তিনি পায়ে ধাতব ব্রেস পরা শুরু করেন, এছাড়াও তার পায়ের অনুভূতি শক্তি মারাত্মক ভাবে কমতে থাকে।
দাদির সাথে
১৯৪০ সালের ৪ই জুলাইতে তিনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পরেন। ডাক্তাররা দেখতে পান যে তার পায়ের ব্রেস গুলির সমস্যার কারনে তার পায়ে এক জায়গায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় আর সেখানে ইনফেকশন দেখা দেয়। ইনফেকশনের মাত্রা অনেক বেশি ছিল তা ইতি মধ্যে তার রক্ত প্রবাহের মধ্যে প্রবেশ করেছে। এ সময়ে রবার্ট পারসিং ওয়াডলো কিছু টের পান নাই কেননা ইতি মধ্যে তার পায়ের সকল অনুভূতি লোপ পেয়েছিল। এ সময় ডাক্তাররা তাকে নতুন রক্ত দেওয়া শুরু করে সাথে অপারেশনের মাধ্যমে তার ক্ষত স্থান সারাবার চেষ্টা করে, কিন্তু কোন কিছুতেই তার জ্বর কমানো যাচ্ছিল না বরং তা আরো বেড়ে যাচ্ছিল। অবশেষে ১৯৪০ সালের ১৫ই জুলাই ঘুমের মধ্যেই মারা যান বিশ্বের সব থেকে লম্বা মানুষ রবার্ট পারসিং ওয়াডলো। ১৯ই জুলাই তার দাফন সম্পন্ন করা হয় এলটোন শহরে।
১৯৮৪ সালে তার স্বরনে তার জন্ম শহরে তার একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়। এসময় তার পরিবারের লোকেরা রবার্ট পারসিং ওয়াডলোর বায়বহার যা কিছু ছিল সব কিছু পুরিয়ে ফেলে, তা না হলে আজ তার ব্যাবহার করা অনেক জিনিষ সংরক্ষন করা যেত।
রবার্ট পারসিং ওয়াডলোর বয়স ও তার উচ্চতাঃ
০৮ বছর = ৬ ফুট
১০ বছর = ৬.৬ ফুট
১৪ বছর = ৭.৪ ফুট
১৬ বছর = ৭.১০ ফুট
১৭ বছর = ৮.১ ফুট
১৮ বছর = ৮.৪ ফুট
২২ বছর = ৮.৯ ফুট (জন্মদিন)
২২ বছর = ৮.১১ ফুট (মৃত্যু দিন)
রেডিও অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছেন
লেখাটি প্রথম লিখেছিলামঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩
২০ শে জুন, ২০১৪ রাত ৯:৪৮
নহে মিথ্যা বলেছেন: বিশাল লম্বা মানুষের তথ্য
২| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:৪৯
সুমাইয়া আলো বলেছেন: বরাবরের মত সুপার পোস্ট
২০ শে জুন, ২০১৪ রাত ৯:৫২
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে জুন, ২০১৪ রাত ১০:০৪
আমি দিহান বলেছেন: অনেকে ধন্যবাদ সব চেয়ে লম্বা মানুষের তথ্যগুলো শেয়ার করার জন্য।
২১ শে জুন, ২০১৪ রাত ১২:১৩
নহে মিথ্যা বলেছেন: আপনাকে ধন্যবাদ... লেখাটি পড়ার জন্য
৪| ২০ শে জুন, ২০১৪ রাত ১০:১৬
ফা হিম বলেছেন: হইশ্শালা!!! এটা তো বিশাল!!
২১ শে জুন, ২০১৪ রাত ১২:১৩
নহে মিথ্যা বলেছেন: সেই রকম বিশাল...
৫| ২১ শে জুন, ২০১৪ ভোর ৪:০১
ডি মুন বলেছেন: অদ্ভুত।
পোস্টে ++++
২১ শে জুন, ২০১৪ সকাল ১০:০২
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
৬| ২১ শে জুন, ২০১৪ সকাল ৭:৩১
স্বরব্যঞ্জ বলেছেন:
২১ শে জুন, ২০১৪ সকাল ১০:০৫
নহে মিথ্যা বলেছেন:
৭| ২১ শে জুন, ২০১৪ সকাল ১০:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইতিপূর্বে পত্রিকায় পড়া থাকলেও নতুন করে পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ, নহে মিথ্যা।
২১ শে জুন, ২০১৪ সকাল ১০:০৭
নহে মিথ্যা বলেছেন: হুম এত বিখ্যাত ব্যাক্তি আর পত্রিকায় তার নাম আসবে না এমনটি কি হতে পারে বলুন???!!!
পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
৮| ২১ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জানিলাম তাহাকে। লম্বুদেরকে আমার আজন্ম হিংসা
বুঝতেই পারছেন কেন
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৪৭
নহে মিথ্যা বলেছেন: ভাই লম্বুদের বুদ্ধি হাটুতে থাকে...
৯| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৮
আছিফুর রহমান বলেছেন: জনাব কি বিয়ে করেছিল
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৪৯
নহে মিথ্যা বলেছেন: না...
১০| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫১
আছিফুর রহমান বলেছেন: জনাব কি বিয়ে করেছিল
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫০
নহে মিথ্যা বলেছেন: না...
১১| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
হাসান মাহবুব বলেছেন: বেচারা!
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫০
নহে মিথ্যা বলেছেন: আসলেই...
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ চমকপদ লম্বা মানুষের তথ্য