নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

হেঁটে বেড়ানো হাঙ্গর

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

হাঙ্গর মাছ, সম্পর্কে কে না জানে? সমুদ্রের সব থেকে ভয়ংকর এই মাছ। সব মিলিয়ে প্রায় ৩৭০ প্রজাতির হাঙর আছে সমুদ্রে। এদের মধ্যে সবচেয়ে বড় আকারের হাঙরটির নাম ‘হোয়েল শার্ক’, যার দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট। আর সবচেয়ে ছোট আকৃতির হলো ‘স্পাইন্ড পিগমি শার্ক’, যেগুলো লম্বায় মাত্র ৬ ইঞ্চি। এখন আপনিই বলেন, এই ৬ ইঞ্চি একটা হাঙরের পক্ষে কি একটা আস্ত মানুষকে কামড়ে খেয়ে ফেলা সম্ভব!

যা হোক, আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব নব্য আবিস্কৃত এক হাঙ্গর প্রজাতির সাতে। নাম তার "বাঁশ হাঙ্গর" (Bamboo Sharks), নামটাও যেমন ভিন্ন তেমনি এই হাঙ্গরের বৈশিষ্ট্য অন্যান্ন হাঙ্গরের তুলনায় ভিন্ন। ভিন্ন কোন দিক দিয়ে এটা ভাবছেন? ভিন্নতা হল এই হাঙ্গর মাছ সমুদ্র পৃষ্ঠে হেঁটে বেড়ায়! অবিশ্বাস্য হলেও সত্যি, এই হাঙ্গর মাছ সাঁতার কাঁটার তুলনায় হেঁটে বেড়াতে বেশি পছন্দ করে।



আকার আকৃতিতে এরা অনেকটা ছোট হয়ে থাকে, এরা সর্বোচ্চ ৪৮ ইঞ্চি পর্যন্ত লম্বায় হয়ে থাকে। এই হাঙ্গর মাছের প্রজাতির নাম "Hemiscyllium halmahera"। এদের গায়ের রঙ বাদামি রঙের হয় আর গায়ে কালো ছোপ ছোপ দাগ থাকে মেরুদন্ড বরাবর এছাড়াও সমস্থ গায়ে কালো কালো ছোট গোল গোল দাগ থাকে। মাথার উপরে হালকা কালো থাকে আর তার উপর গাড়ো কালো গোল গোল দাগ থাকে।

আচ্ছা আমি বললেই হল নাকি যে এই মাছ হাটতে পারে? না মোটেও না। তাহলে আসুন এবার এই মাছের হাটার পদ্ধতির একটা ভিডিও দেখা যাক।


ভিডিওটি ডাউনলোড করুনঃ Click This Link

কি অবাক হয়ে গেলেন ভিডিও দেখে? যে মাছের সাঁতার কেটে বেড়ানোর কথা তা সমুদ্র পৃষ্টে হেঁটে বেড়াচ্ছে? আসলেই অদ্ভুদ এক কান্ড।

এটাতো অনেক নিরীহ হাঙ্গর মাছে আর ভংকর সব হাঙ্গরের সম্পর্কে জানতে "ভয়ংকর যতো হাঙ্গর " লেখাটা পড়তে পারেন।

লেখকঃ জানা অজানার পথিক AKA নহে মিথ্যা

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে কি খবর! অনেকদিন পর ব্লগে দেখলাম আপনাকে! :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

নহে মিথ্যা বলেছেন: লিংক শেয়ার করার জন্য ব্লক খাইছিলাম :/ তাই দূরে ছিলাম... আইজকা হঠাত দেখি safe... ভাবলাম একটা লেখা পোষ্ট মাইরাই দেই :D

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আপনাকে একটি আন্তরিক অনুরোধ করতে চাই, তা হলো,

- ব্যক্তিগত কোন ব্লগ সাইটের লিংক পোষ্টে সংযুক্ত করাকে আমরা ঠিক অনুমোদন করি না। কারন বিগত বেশ কিছু সময়ে আমরা দেখেছি যে ব্যক্তিগত অনেক সাইটেই আপত্তিজনক অনেক কন্টেন্ট থাকে যা হয়ত ঠিক সবার জন্য উপযুক্ত নয় এবং সেখানে ক্লিক করার কারনে অনেক ব্যবহারকারী কিছু সমস্যার মুখোমুখি হয়েছে।

এটার অর্থ এই নয় যে আপনার দেয়া ব্লগ সাইটিতে তেমন আপত্তিজনক কিছু রয়েছে। এটা নিঃসন্দেহে লেখালেখির প্রেক্ষাপট থেকে তৈরী করা একটি চমৎকার সাইট। কিন্তু যখন কোন নীতিমালা আমরা সার্বজনীন ভাবে প্রয়োগ করি, তার আওতায় অনেক সময় অনেক কিছুই পড়ে যায়, তাই আপনার লিংকটিকেও আমরা সরিয়ে দেয়ার ব্যাপারে আন্তরিক অনুরোধ জানাই। আশা করি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি। সহযোগিতার জন্য অগ্রীম ধন্যবাদ রইল। শুভ ব্লগিং।

এটাও আশা করি, আপনি ব্লগে নিয়মিত হবেন এবং আমাদের সাথে আরো ভালো ভালো পোষ্ট শেয়ার করবেন।

ধন্যবাদ। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

নহে মিথ্যা বলেছেন: ভাই vimio এর ভিডিও দিব কিভাবে??

আর আগের বার রাজনৈতিক সংবাদের লিংক দিছিলাম তাই ব্লক খাইছিলাম, সংবাদটা ছিল প্রথম আলোর...

আর লেখায় দরকার না হলে লিংক দেই না... অনেক কথা আছে যে গুলি বুঝানোর জন্য আগের লেখা পড়ে নিতে হয়... আর আমার লেখার সংখ্যা ৮০০+ এত গুলা সামুতে ধারাবাহিক ভাবে কপি করে তোলাও মুশকিলের কাজ...

একটু ছাড় দিলে কি হয় না???

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০

নহে মিথ্যা বলেছেন: Click This Link

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: ভিডিও পাই নাই| যাই হোক| তথ্যসমৃদ্ধ পোস্ট

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

নহে মিথ্যা বলেছেন: ভাই ডাউনলোড লিংক ক্লিক করেন :)

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

হাসান মাহবুব বলেছেন: অদ্ভুত!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

নহে মিথ্যা বলেছেন: বড়ই অদ্ভুত

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট। বরাবরের মতোই চমৎকার পোস্ট।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১০

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.