নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুমান

খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।

শ্যাজা

আমি লিখি আবার লিখি না। আমি শাহজাদী কিন্তু হাতি ঘোড়া নেই। ঘুমোতে ভালবাসি, তবে জেগে জেগে।

শ্যাজা › বিস্তারিত পোস্টঃ

সেক্স এন্ড ফিলসফি ও কলকাতার দর্শক

১৬ ই নভেম্বর, ২০০৬ রাত ১১:২২

চলচ্চিত্র উত্সবের পঞ্চম দিনে নিউ এম্পায়ারেরর শেষ শো ছিল তাজাকিস্তান/ইরান এর সিনেমা "সেক্স এন্ড ফিলসফি' । মসেন মাখমালবাফ এর সিনেমা । কলকাতার সিনেমাপাগল মানুষ যে ঝাপিয়ে পড়বে তাতে অবাক হওয়ার কিছু নেই তার উপর যদি এরকম একখান নাম হয় । সিনেমাটি দু'বার দেখান হল, প্রথমবার পঞ্চম দিনে নিউ এম্পায়ারে আর দ্বিতীয় ও শেষবার ষষ্ট দিন মানে গতকাল নন্দন-১এ। নন্দন-১ এর দর্শক সব ডেলিগেটস কার্ড , গেষ্ট কার্ড আর ভি আই পি কার্ডধারী । আমি ছিলাম নিউ এম্পায়ারের দর্শক, টিকিটধারী! সিনেমা বোদ্ধা বন্ধু আমার রেসের বই ( ফেষ্টিভ্যালের সিনেমার তালিকা ) এ দাগ দিয়ে লিখে দিয়েছিলেন, মাষ্ট । আমি প্রথমবার দেখব মাখমালবাফের সিনেমা সেজন্যে যথেষ্টই উত্সাহ আর আগ্রহ ছিল । হলে বসে সেক্স এন্ড ফিলসফি দেখব সেই নিয়ে একটু উদ্বিগ্নও ছিলাম, বন্ধুটি আশ্বস্ত করলেন, নিশ্চিন্তে যাও, দেখে এসো, মসেন মাখমালবাফের সিনেমা দেখা এক অভিজ্ঞতা । মিস কোর না ।



আগে থাকতে টিকেট করা ছিল, উত্তর কলকাতার ষ্টার থিয়েটার থেকে কালপুরুষ দেখে নিউ এম্পায়ারে যখন পৌঁছুলাম সিনেমা শুরু হতে তখনও দু ঘন্টা দেরী । অপেক্ষার সময় কাটাতে বারিস্তাঁ'তে বসে পড়লাম কফি আর রেসের বই নিয়ে । আধঘন্টা আগে চোখে পড়ল লাইন দিতে শুরু করেছে মানুষ , তো আমিও গুটিগুটি পায়ে লাইনে গিয়ে দাঁড়ালাম । আধ কিলোমিটারেরও বেশি লম্বা লাইন ঘুরে গিয়ে আবার পড়ছে চৌরন্গীর রাস্তায়, এমন সময় গেট খুলে ভেতরে যেতে বললে প্রায় দৌড়ে ভেতরে গিয়ে আগে ভাগে বসে পড়ি সীট নিয়ে, বলা কি যায়, টিকেট হাতে থাকলেও সীট পাবো কীনা ! যা লাইন দেখলাম ! বসে পড়ে নিশ্চিন্তে চাদর গায়ে জড়িয়ে আশ পাশে তাকাতে চোখে পড়ল, নিচে, উপরে ও তারও উপরের টাওয়ারে শুধুই মানুষের মাথা ! বাতি নিভলে চলচ্চিত্র উত্সবের পরিচিতি দেখতে দেখতেই কানে এল চেঁচামেচির আওয়াজ, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখি একদল মানুষের সাথে হাতাহাতি হচ্ছে হলে প্রহরারত লোকের । যাঁদের সাথে হাতাহাতি হচ্ছে তারা সবাই পাসধারী, আর প্রহরীদের বক্তব্য, এখানে আর সীট নেই, কার্ড নিয়ে যাঁরা এসেছেন, তারা এখানে সিনেমা দেখতে পাবেন না! ভিড়টাকে ঠেলে বাইরে নিয়ে যাওয়া হল দেখতে পেলাম, ইতিমধ্যে টাইটেল শুরু হওয়াতে আমি মন দিলাম সিনেমাতে । কিন্তু ঐ ভিড়ের মারমুখী জনতার কি হল জানতে কৌতুহলী চোখ বারে বারেই দরজার দিকে তাকাতে চোখে পড়ল, কিছু একটা রফা করে ঐ ভিড় এসে ঠাঁই নিয়েছে দু'সারি সীটের মাঝের চলাচলের পথের নিউ এম্পায়ারের নোংরা কার্পেটে !



সিনেমার শুরুতেই ম্যাজিক দেখতে পেলাম, হয়ত এই ম্যাজিকের কথাই বলেছিলেন সিনেমাপ্রিয় বন্ধুটি । এক চল্লিশে পা দেওয়া পুরুষ তাঁর জন্মদিনে এক নাচের স্কুলে ডেকেছেন তার বান্ধবীদের । অভিনব তার নিমন্ত্রন পদ্ধতি । ম্যাজিকের এখানেই শুরু । একে একে চারজন । অসাধারণ চার সুন্দরী রমণী একে একে এসে স্কুলের সামনে এক গাছের কোটরে লুকিয়ে রাখা চাবি নিয়ে ঢুকল নাচের স্কুলের ভেতরে, যে এসেছে সে জানে না যে আরও কেউ আসবে । একে একে চারজনের পরে এলেন সেই প্রেমিক, চল্লিশে পা দেওয়া 'জন' । ইতিমধ্যে শুরু হয়েছে নাচ, ব্যালে । হাজির ট্রুপও ।









পরের ভাগে সমাপ্য-

মন্তব্য ১৪ টি রেটিং +১/-১

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৪৫

অনিক বলেছেন: ছুটির দিন। বাজারে যাচ্ছি। এসে পড়বো। আমার লেখাগুলো এখনও পড়ে উঠতে পারিসনি। বুঝতে পারছি। খুব ব্যস্ত সময় যাচ্ছে তোর। ধন্যবাদ তোকে, দেখা সিনেমাগুলো নিয়ে পোস্ট দেবার জন্য। এভাবে সবগুলো এক এক করে দিতে থাকিস। পড়বো। অন্যেরাও পড়ে জানবে কিছু।

২| ১৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:৪৮

মিঃ ডিলিট বলেছেন: আমি আসলে বুঝতে পারি নি যে আপনার লেখাটি সমাপ্ত হয়েছে ? নাকি অসমাপ্ত?
Dont mind

৩| ১৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:৫১

অতিথি বলেছেন: দূর্দান্ত হবার কথা।

৪| ১৭ ই নভেম্বর, ২০০৬ দুপুর ২:২২

অতিথি বলেছেন: অসমাপ্ত মি: ডিলিট। আদ্ধেক লিখে উঠে সিনেমা দেখতে দৌঁড়েছিলাম :-))

৫| ১৭ ই নভেম্বর, ২০০৬ দুপুর ২:৪৮

অতিথি বলেছেন: পরের পোষ্টে লিংক দিতে গিয়ে ছড়িয়ে ছত্রখান :-((((

পরে দেখছি কি করা যায়, এখন আপাতত পোষ্ট গায়েব।

৬| ১৮ ই নভেম্বর, ২০০৬ ভোর ৪:৫৪

অতিথি বলেছেন: একটা এফ এম চ্যানেলে চলচ্চিত্র উৎসব নিয়ে কিছু একটা হচ্ছিল। যা হয় এসব জায়গায়, প্রশ্ন রাখা হয়েছিল.... মানুষ কেন উৎসবে ছবি দেখতে যান ..... বেশিরভাগ উত্তরই ছিল... সেনসর না করা যৌন দৃশ্য দেখার জন্য....
এ থেকে মনে হল... হয় এফ এম শ্রোতারা "ফিল্ম" দেখেন না, যে কোন "মুভি" কেই ফিল্ম ভেবে বসেন ... না হয় তারা হলেন কলকাতার আদি অকৃত্রিম হুজুগে পাবলিক, যারা সবকিছুতেই নাচে আর সবকিছুর-ই নিন্দে করে .... আর এরাই "বই" দেখতে যায় সিনেমা র পর্দায় .... "সিনেমা" প্রেমিক রা কি ভাবছেন... এদের নিয়ে ..?

৭| ১৮ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:০২

অতিথি বলেছেন: একটা এফ এম চ্যানেলে চলচ্চিত্র উৎসব নিয়ে কিছু একটা হচ্ছিল। যা হয় এসব জায়গায়, প্রশ্ন রাখা হয়েছিল.... মানুষ কেন উৎসবে ছবি দেখতে যান ..... বেশিরভাগ উত্তরই ছিল... সেনসর না করা যৌন দৃশ্য দেখার জন্য....
এ থেকে মনে হল... হয় এফ এম শ্রোতারা "ফিল্ম" দেখেন না, যে কোন "মুভি" কেই ফিল্ম ভেবে বসেন ... না হয় তারা হলেন কলকাতার আদি অকৃত্রিম হুজুগে পাবলিক, যারা সবকিছুতেই নাচে আর সবকিছুর-ই নিন্দে করে .... আর এরাই "বই" দেখতে যায় সিনেমা র পর্দায় .... "সিনেমা" প্রেমিক রা কি ভাবছেন... এদের নিয়ে ..?

৮| ১৮ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৩৬

অতিথি বলেছেন: বছর দশেক আগে যখন কোলকাতায় থাকতাম, তখন নন্দনের 3 নম্বর হলে নন্দনের আর্কাইভ শো হতো প্রত্যেক বেস্পতিবার (এখনো হয় মনে হয়) । কোনো ফেস্টিভ্যাল-টেস্টিভ্যাল নয়, টিকিট নেই, মুষ্টিমেয় পাবলিক, আগে এসো - আগে বসো ভিত্তিতে । সিনেমার টানে আমরা হাজির হতাম সেখানে প্রতি সপ্তাহেই । ছোট্টো একটা লাইন পড়তো । লাইনে দাঁড়িয়ে থাকার সময় অফিসফেরৎ বেচুবাবুরা ব্রীফকেস হাতে আসতেন । পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে, কখনো কখনো হাল্কা চোখ মেরে জিগ্যেস করতেন, 'দাদা, কোনো খবর আছে?' মানে হলো কোনো যৌন দৃশ্য আছে কিনা?

আমরা এঁদের বলতাম 'খবর আছে দাদা'।

৯| ১৮ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৬

অতিথি বলেছেন: সে তো এখনও হয় মিচকে। এই যে এত লোক হাজির হল সেক্স এন্ড ফিলসফি দেখতে, তারা কজনে মাখমালবাফের সিনেমা দেখতে গেছে? হলে মারপিট, পুলিশ সে ঐ নামের জন্যে। আর তারপর যার জন্যে এত ভীড়, লাইন, মারপিট সেসাবের কিছুই না পেয়ে খিস্তি-খাস্তা আর উঠে যাওয়া। বেশ মজা।

১০| ১৮ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৯

অতিথি বলেছেন: দাঁড়াও আয়ুধ, েক সিনেমা প্রেমিকেরে জিগাইয়া তোমার কোচ্চেনের উত্তর দিব :-))

১১| ১৮ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:০৩

অতিথি বলেছেন: ছবিগুলা খ্যাত।

১২| ১৮ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:১৫

অতিথি বলেছেন: মাখমালবাফের ম্যাজিক।

১৩| ১৮ ই নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৪৮

অতিথি বলেছেন: বাবা।
এলাহি ব্যপার।

১৪| ২১ শে নভেম্বর, ২০০৬ বিকাল ৪:৪১

অতিথি বলেছেন: এলাহি ব্যাপার বলে তো লিখতেই সাহস পেলাম না। তা তুমিই দাও না দু'পয়সা...

নাহয় একটা পোষ্টোই দিয়ে দাও :-)))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.