![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্কগ কালোপরী
কবিতা পড়ে কি মন ভালহয় নাকি?
হয়ত হয়, হয়ত হয়না।
মনটা ভাল থাকতে চায় তাই শুধু ছল খুজা।
নিঃশ্বাস গাঢ় হলেও কবিতা ভাল লাগতে পারে।
অথবা কবিতা ভাল রাগলে নিঃশ্বাস গাঢ় হতেপারে।
কেউকি বুঝে নিঃশ্বাস গাঢ় কি?
বুঝুক না বুঝুক হ্রদয় বোঝে..,
কবিতা সে আমার একান্ত ব্যাপার যদিও আমারমাঝে সে আমার থাকেনা।
হয়ত আমার সে দিনগুলো অনেক দীর্ঘ, পথের সীমানার ওপারে, আরো দূরে..,
তারপর?
কখন কখন কবিতার আলোচনা ও কবিতা হতেপারে।
-তুমিকি জান?
আজকে আমার জামার বুতাম, দেইশলয়ের কাঠি, মোবাইলের অন-অফ সুইচ
সবই কবিতা।
কারুর ভালরাগুক না লাগুক কবিতা।
কবিতা, সে আমার একান্ত ব্যাপার যদিও আমারমাঝে সে আমার থাকেনা।
হয়ত আমার সে দিনগুলো আবারো অনেক দীর্ঘহবে, আবুলহোসেন থেকেও দীর্ঘ।
গুনের থেকেও দীর্ঘ।
সময়, কাল, নক্ষত্র কুরেকুরে খেয়ে পাগল কবিদের থেকেও দীর্ঘ..
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৮
সৃজনশীলপ্রয়াস বলেছেন: সে আমার একান্ত ব্যাপার যদিও আমারমাঝে সে আমার থাকেনা মাঝমাঝে আপনারও হয়ে যা্য়। তাতে কি?
২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
কালোপরী বলেছেন: আমি কি আপনাকে চিনি?
উৎসর্গ দেখে অবাক হয়েছি
যখন কবিতা লিখেছেন তখন কমেন্ট করার অনুমতি ছিল না
দেরি হওয়ায় দুঃখিত
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
অন্য পুরুষ বলেছেন: কারুর ভালরাগুক না লাগুক কবিতা
নিজের জন্য লিখি কবিতা, কেউ পড়লে পড়ুক বা না পড়ুক, তাতে কি???
++