![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় তো কেবল-
দেখি আয়নার ওপাশেই,
দেখি সেলফিতেই,
দেখি মনের জানালা দিয়ে উঁকি দিয়ে
তবে,
দেখিনি দুচোখ মেলে,
অনেকক্ষণ ধরে।
তোমায় তো কেবল-
দেখি সবুজ বাতির ঘরে
দেখি কথোপকথনের ভিড়ে
দেখি চেনা মুখের মিছিলে
তবে,
দেখিনি আমার পাশে এসে,
একটু ছোঁয়া দিতে।
তোমায় তো কেবল-
শুনি হট্টোগোলের মেলায়
শুনি শব্দহীন চিৎকারের মাঝে
শুনি গিটারের টুং টাং শব্দের টানে
তবে,
শুনিনি কিছুই
তোমার কান্নার সুরে।
তোমায় তো কেবল-
খুঁজে পাই হাজারো মানুষের ভিড়ে
খুঁজে পাই রাত্রির অন্ধকারে
খুঁজে পাই জোছনার ছায়ায়
খুঁজে পাই তপ্ত রোদে ঠায় দাঁড়িয়ে,
তবে,
পাইনি তোমায়
চেয়েছিলাম যেভাবে।
তোমাকে,
শুধু তোমাকে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন। আপনার ভালো লাগা মানে আমার লেখার সার্থকতা।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল সুন্দর কবিতাখানি ।
শুভেচ্ছা রইল ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ রইল আপনার জন্য। লেখার প্রশংসা সব সময়ই উৎসাহ জাগায়।
শুভেচ্ছা।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।