![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
সোভিয়েত জনগন কয়ভাগে বিভক্ত?
- দু’ভাগে। সন্তুষ্ট আর অসন্তুষ্ট। অসন্তুদের নিয়ে ডিল করে কেজিবি আর সন্তুষ্টদের নিয়ে- দুর্নীতি দমন বিভাগ।
২।
- ২০১৬ সাল কেমন হবে?
- মাঝারি রকমের। ২০১৫ থেকে খারাপ, ২০১৭ থেকে ভালো।
৩।
- নিরামিষভোজী- নরখাদকেরা কী খায়?
- সবজী চাষীদের।
৪।
- মিনিমাম খরচে ম্যাক্সিমাম তথ্য বলতে কী বোঝায়?
- মিনিস্কার্ট
- আর ম্যাক্সিমাম খরচে মিনিমাম তথ্য?
- মহাশূন্যে নভোযান উৎক্ষেপণ
৫।
-ঢেঁকুর কি?
-ভুল পথে নির্গত বায়ু।
৬।
- অন্তঃসত্তা বালিকা বলতে কী বোঝায়?
- রসজ্ঞান বর্জিত মেয়ে, একটু ঠাট্টা করলেই যে ফুলে বসে থাকে
৭।
- বহু বিবাহের খারাপ দিক কোনটি?
- বহু শাশুড়ি
৮।
কর্নেল ডেকে পাঠিয়েছেন সৈনিক ইভানভকে। জেরার সুরে প্রশ্ন করলেন-
- শুনলাম, তুমি তোমার সিভিলিয়ান বন্ধুকে বলেছো, আমাদের মেজর গর্দভ?
- জী না স্যার। গোপন সামরিক তথ্য ফাঁস করা নিষেধ, তা স্যার আমি ভালো করেই জানি।
৯।
বনের ভেতর দিয়ে হাঁটছে খেঁকশিয়াল। হঠাত শব্দ ভেসে এলো পাশের ঝোপ থেকে।
- কু-কু-রু-কু!
নির্ঘাত মোরগ। উৎফুল্ল খেঁকশিয়াল ঝাঁপিয়ে পড়লো ঝোপের উপড়। খানিক্ষন ধ্বস্তাধস্তির শব্দ। একটু পরে ঝোপ থেকে বেরিয়ে এল নেকড়ে। মৃত খেঁকশিয়ালকে ধরে রেখেছে মুখে। সেটাকে মাটিতে নামিয়ে তৃপ্তির সুরে বললঃ
- একটা বিদেশী ভাষা জানার কত গুণ!
১০।
টেলিফোন বেজে উঠলো ঘরে। কিন্তু বাসায় কেউ নেই কুকুর ছাড়া। এগিয়ে গিয়ে রিসিভার তুললোঃ
- ঘেউ!
- হ্যালো, কে বলছেন?
- ঘেউ!
- হ্যালো, একটু স্পষ্ট করে বলবেন কি?
- ঘ-য়ে এ-কারে ঘে, আর হ্রস্ব উ।
১১।
মোরগ ভর্তি হতে এসেছে সঙ্গীত বিদ্যালয়ে। শিক্ষক দোয়েল জিজ্ঞেস করলোঃ
- তুমি তো এমনিতেই চমৎকার গাইতে পারো। তোমার তো স্কুলে ভর্তি হবার কারন দেখি না।
- আমারও তো একি কথা। কিন্তু মুরগিরা এখন ডিগ্রী ছাড়া পাত্তাই দিচ্ছে না।
১২।
ঠোঁটে ভয়ংকর পোড়া দাগ নিয়ে উড়ছে মশা। অন্য এক মশা জিজ্ঞেস করলো তাকেঃ
- কী করে ঠোঁট পোড়ালি?
- অন্ধকারে জ্বলন্ত সিগারেটকে জোনাকির বউ ভেবে চুমু খেতে গিয়েছিলাম।
১৩।
দু শজারুর দেখা। একজনের হাতে ব্যান্ডেজ বাঁধা দেখে আরেকজন জিজ্ঞেস করলঃ
- হাতে কী হয়েছে?
- তেমন কিছু না। পিঠ চুলকাতে গিয়েছিলাম শুধু।
১৪।
-মিনি স্কার্ট কি?
- ছোট স্কার্ট
- মিনি কম্পিউটার কি?
- ছোট কম্পিউটার।
- তাহলে সব চেয়ে বড় বিশৃঙ্খলার নাম মিনিস্ট্রি কেন?
১৫।
- রাজতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য কী?
- রাজতন্ত্রে পিতার কাছ থেকে ক্ষমতা পায় পুত্র, আর সমাজ তন্ত্রে- এক দাদু থেকে আরেক দাদু।
বিঃদ্র- সবকটি কৌতুকই 'সোভিয়েত কৌতুকভ' নামক বই থেকে নেয়া। কারো পিডিএফ লাগলে আমি আপলোড করে দিতে পারব
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আর আমি কমেন্ট দেখে ব্যাপক আনন্দিত
২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৮
অগ্নি কল্লোল বলেছেন: মজা পাইলাম!
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫১
মোটা ফ্রেমের চশমা বলেছেন:
৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৫
গেম চেঞ্জার বলেছেন: দেন না পিডিএফ লিংক
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: এই লন ভাই লিঙ্ক
http://50.30.47.15/ebook/bangla/Sovietov_Koutukov.pdf
দুঃখিত। রিপ্লাইয়ে লিঙ্ক অ্যাড করতে পারি নাই। ইউআরএলটা ডিরেক্ট আইডিএম এ অ্যাড করে দিলেই হবে।
৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অস্থির!
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অক্কেরে পুরাই....
৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২২
পুলহ বলেছেন: ৯৫% জোক্স ই সে------ই রকম ! খুবই উইটি
অসাধারণ পোস্টের জন্য প্লাস
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: সোভিয়েত জনগণের রসিকতা বোধ সেই লেভেলের ছিল। বইটা নামিয়ে বাকি গুলোও পড়ে ফেলুন। ভালো সময় যাবে।
৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮
জ্যোস্নার ফুল বলেছেন: কয়েকটা ভাল্লাগছে
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: একটা হাঁড়িতে সব ডিম ভালো হয় না। কয়েকটাই কাফি
৭| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৪
গেম চেঞ্জার বলেছেন: 50.30.47.15
এইটা কি আপনার নিজস্ব সার্ভার?
যদি আপনার হয় তবে ডোমেইন নিচ্ছেন না কেন? আমি তো ডোমেইন দিয়ে পয়েন্ট করিয়ে দিই।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: না ভাই আমার না। আমি এই লিঙ্ক পেয়েছি ফেসবুকের গ্রুপ থেকে। সেখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিলাম আপনাকে
৮| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫
বিজন রয় বলেছেন: হা হা হা হা হা ............
++++
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:০০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মু হা হা হা হা !!
৯| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫
নিরাশ পরশ বলেছেন: ভালো লেগে গেল.............
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: শুকরিয়া
১০| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মজা পাইলাম।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: দিল খুশ হো গায়া ভাই
১১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৪
তাসলিমা আক্তার বলেছেন: হি হি...ছোট্ট কমেন্ট কিন্তু শানদার।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ছোট্ট কমেন্ট কিন্তু মনভালো করা
১২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩
আরণ্যক রাখাল বলেছেন: সবগুলোই মজাদার
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরেহ আরণ্যক রাখাল ভাই! অনেক দিন পরে দেখলাম আপনাকে ব্লগে! আসেন না? নাকি আমিই দেখি নাই?
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬
আরণ্যক রাখাল বলেছেন: অনিয়মিত হয়ে গেছি
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: চেষ্টা করেন আসার ব্যস্ততাকে পাশ কাটিয়ে।
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগসে!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: থেঙ্কু থেঙ্কু
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রিয়তে রাখা পোষ্টটা আবার পড়তে এলাম আবারও সেই লেভেলের মজা পেলাম।
অনেক ধন্যবাদ জোকসগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য। এমন মন্তব্য দেখলে মনটাই ভালো হয়ে যায়।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক বিনুদিত