![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা তুমি
নির্মলেন্দু গুনের স্বঘোষিত স্বাধীনতা পদক।
স্বাধীনতা তুমি
ফেসবুকে আন্দোলন তোলা যুবকের রেশমী চুল।
স্বাধীনতা তুমি
হ্যাশট্যাগের ঝড় তোলা প্রতিবাদী জনতার গর্জন।
স্বাধীনতা তুমি
শিশু হত্যাকারী পিশাচের জল্লাদখানা।
স্বাধীনতা তুমি
লোভের ধ্বংসে চাপা পড়া মৃতদেহের গন্ধ।
স্বাধীনতা তুমি
ভাল-মন্দের ফারাক বুঝে না উঠা-
নিষ্পাপ শিশু।
স্বাধীনতা তুমি
রাতের বেলায় বিপদসঙ্কুল সরু গলি।
স্বাধীনতা তুমি
ধর্ষিতা নারীর রক্ত মাখানো-
কামিজের দাম বিশ হাজার টাকা।
স্বাধীনতা তুমি
কবি নজরুলের-
ভুলে যাওয়া আগুন ঝরা কাব্যের গান।
স্বাধীনতা তুমি
লিঙ্কনের বৃষ্টি ভেজা রাত।
স্বাধীনতা তুমি
বেকার যুবকের মানিব্যাগের হাহাকার।
স্বাধীনতা তুমি
জিপিএ পাঁচ পাওয়ার প্রতিনিয়ত আনন্দ।
স্বাধীনতা তুমি
চায়ের কাপে ক্রিকেটের ছক্কা হাঁকানো-
ছিটকে উঠা বুনো উল্লাস।
স্বাধীনতা তুমি
ভুলে যাওয়া শামসুর রাহমানের-
সত্য রূপের স্বাধীনতা।
স্বাধীনতা তুমি
ভোরের শিশির, সন্ধ্যার তারা
মুক্তির মিছিলে যোগদান করা
মুক্তিকামী সেসব তরুণ-
ফিরবে না আর ঘরে যারা।
২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩
রিপি বলেছেন:
স্বাধীনতার নতুন সঙা !!! একদম সত্য।
বেশ চমৎকার লিখেছেন ভাইয়া।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: হতাশা থেকে লেখা আপুনি.....
খুশি লাগল লেখা ভালো লেগেছে জেনে।
৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪১
এন.আর মাহমুদ বলেছেন: অসাধারন লিখেছেন ভাইয়া।
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: পাঠকের ভালো লাগা মানে আমার লেখার সার্থকতা। না গুনে শেষ করা ধন্যবাদ আপনাকে।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: স্বাধিনতায় দেখা যায় আনন্দ নিরানন্দ সকলেই আছে !
এমন একটা বিষয় দরকার যা দিবে শুধুই
আনন্দ , কোথায় পাব সেটা ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: নিজের ভেতরেই পাবেন। অন্যকারো বা অন্যকিছুতে আনন্দ খুঁজতে গেলে না পাওয়ার সম্ভাবনা পনেরো আনা।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
এই কবিতা ডিসেম্বর এ রিপোষ্ট দিয়েন। ভালই হবে মনে হয়।
২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ আপনাকে। ভেবে দেখবো।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮
বিজন রয় বলেছেন: ++++