![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
দেখতে গিয়ে সবসময়
আমিই কেন ফাঁসি?
কে বলেছে বারে বারে
দিতে ঐ হাসি?
২।
লিখছে সবাই
তোমায় নিয়ে কবিতা
দিলে যখন আপলোড
ফেসবুকে ছবিটা।
৩।
দল বানাবো দল বানাবো
দেবে সবাই ভোট
মার্কা হবে কেবল
তোমার আমার ঠোঁট।
৪।
ছড়া লিখে হতে চেয়েছিলাম
তোমার অনিক খান
কিন্তু তুমি বলে দিলে-
ভাইয়া অফ যান।
৫।
অযথাই দেখিও না আর
গভীর ব্যথার দাগ
সরি বলেছি সরি বলেছি
কোরো না আর রাগ।
৬।
তুমি মার্কায় ভোট দিয়েছি
হওয়ার আগেই ভোটার
পরে টের পেলাম সবাই
লুটে নিয়েছে ভোট যতটুকু লোটার।
৭।
গাল ভর্তি তোমার
মেকাপের দাগে
বলেছি বলে লাল হয়েছ
ক্ষমাহীন রাগে।
৮।
হতে চেয়েছি তোমার
ব্যাগে রাখা টিস্যু
পুরো না হোক
স্পর্শ পাব ঠোঁটের অল্প কিছু
ইন্সট্যান্ট ছড়া-১
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: দুঃখিত। ওয়ার্ড ফাইল থেকে কপি পেস্ট করার সময় সম্ভবত কিছু গোলমাল করে ফেলেছিলাম।
ধন্যবাদ সুমন ভাই ভুল ধরিয়ে দেয়ার জন্য।
২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ছড়া লিখে হতে চেয়েছিলাম
তোমার অনিক খান,
কিন্তু তুমি বলে দিলে-
ভাইয়া অফ যান।" অাহা বেচারা!
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভাই জোনড!
৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
রিপি বলেছেন: আরেহ বাহ চমৎকার হয়েছে ভাইয়া।
এত্তগুলি প্লাস রেখে গেলাম।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরেহ! কত্তগুলি প্লাস! থ্যাঙ্কু থ্যাঙ্কু!
৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭
বন্যলোচন বলেছেন: পানিতে চুবাতে হবে কয় মিনিট?
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অল্প আঁচে জ্বাল দেবেন ১ মিনিট। তাইলেই কেল্লা ফতে
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: আটটি ছড়ার সমাহার
লাগল খুব চমৎকার।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
আসবেন আবার
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩
সুমন কর বলেছেন: শেষ লাইনে .. অল্প কিছ < কিছু হবে।
মোটামুটি লাগল !