![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে পড়ে? স্মৃতি হয়ে যাওয়া দিন গুলো?
তোমার গল্প শুনবো বলে খুঁজতাম কতই ছুতো।
দূর পরবাসে বসে আজ ভাবছি একা একা
বলছো এখন কাকে তোমার মনের যত ব্যাথা?
ফেলে এসেছি সবকিছু ছেড়ে জীবনের খোঁজে,
ছাড়িনি, ছাড়ছি না, ছাড়ব হাল না এত সহজে।
শুধু মাঝে মাঝে মনে পড়ে এলোমেলো সব কথা
লিখছি কিছু না ভেবেই- ছন্নছাড়া সব কবিতা।
চলার পথে থমকে দাড়াই- একি তুমি এখানে?
ভ্রান্তি কাটে মুহুর্তেই, মনে পড়ে যায় রয়ে গেছ ছিলে যেখানে।
অকারনের ভাবনাগুলোর জন্যে ভাবি খুঁজছি আজো তোমায়,
ছায়ামানবী হয়ে পাশে বসে আছ তুমি, অন্ধকার নিরালায়।
কষ্ট গুলো শিকড় থেকে ছড়িয়ে পড়ে পাতায় পাতায়
মনের জানালা খুলে দেখতে চাওনি কি লিখেছিলাম শাদা খাতায়।
ভালো আছি ভালো থেকোর গানের মাঝে থাকবে কেবল তুমি
আমার কাব্যে তুমি নও, থাকবে আজ থেকে সবটুকু আমি।
০৫ ই মে, ২০১৬ রাত ১১:৫৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রথম ভালো লাগা কমেন্ট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:১৫
রাফা বলেছেন: ছায়ামানবী'কে কি এত সহজে কাব্য থেকে বাদ দেওয়া যায়..?
মোটামুটি ভালো লেগেছে,ধন্যবাদ,মো.ফ্রে.চশমা।
০৬ ই মে, ২০১৬ রাত ১২:২১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ছায়ামানবীর জন্যই তো কাব্য। তাকে বাদ দিলে তো কাব্যই থাকে না।
ধন্যবাদ রাফা।
৩| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৬
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। ভালো থাকবেন।
৪| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৮
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে।
০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: Thank You
৫| ০৭ ই মে, ২০১৬ রাত ১২:০৪
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ
০৭ ই মে, ২০১৬ রাত ১২:২১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
৬| ০৭ ই মে, ২০১৬ রাত ১২:৪১
মনিরা সুলতানা বলেছেন: প্রবাস জীবন
০৭ ই মে, ২০১৬ রাত ১:৫৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রবাসেই মনে হয় দেশের প্রতি,মানুষগুলোর প্রতি ভালোবাসাটা বোঝা যায়।
৭| ০৭ ই মে, ২০১৬ রাত ৯:২৪
কালনী নদী বলেছেন: অসাধারণ, প্রিয়তে।
০৮ ই মে, ২০১৬ রাত ১:১৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: খুবই খুশি লাগছে প্রিয়তে যোগ করেছেন বলে। অনেক অনেক ধন্যবাদ কালনী নদী আপনাকে। শুভেচ্ছা রইল।
৮| ০৯ ই মে, ২০১৬ সকাল ৭:১৯
রিপি বলেছেন: ভালো লেগেছে কবিতা।
কষ্ট গুলো শিকড় থেকে ছড়িয়ে পড়ে পাতায় পাতায়
মনের জানালা খুলে দেখতে চাওনি কি লিখেছিলাম শাদা খাতায়।
ভালো আছি ভালো থেকোর গানের মাঝে থাকবে কেবল তুমি
আমার কাব্যে তুমি নও, থাকবে আজ থেকে সবটুকু আমি।
লাইন গুলো একটু বেশি ভালো লেগেছে।
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনার কমেন্টের অপেক্ষায় ছিলাম রিপিপু যদিও সামুতে গোলমাল হওয়ায় উত্তর দিতে কিছুটা দেরি হয়ে গেল।
থ্যাঙ্কু।
৯| ১১ ই মে, ২০১৬ রাত ১০:১০
রিপি বলেছেন: আপনার কমেন্টের অপেক্ষায় ছিলেন !! শুনে আনন্দিত হলাম ভাইয়া।
১২ ই মে, ২০১৬ রাত ২:১২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ইয়ে মানে, ভালো লাগা কমেন্ট দেখতে কার না মন চায়? আমি তো ছোট্ট খাট্ট ব্লগার। অল্পতেই মন ভরে যায়
১০| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:২০
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++
২২ শে মে, ২০১৬ বিকাল ৫:০২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ বিজন দা।
১১| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৩১
সিলা বলেছেন: কষ্ট গুলো শিকড় থেকে ছড়িয়ে পড়ে
পাতায় পাতায়
মনের জানালা খুলে দেখতে চাওনি কি
লিখেছিলাম শাদা খাতায়।
ভালো আছি ভালো থেকোর গানের
মাঝে থাকবে কেবল তুমি
আমার কাব্যে তুমি নও, থাকবে আজ
থেকে সবটুকু আমি।
অনেক গুল ভালোলাগা এই লাইন গুলতে।
কিন্তু মন কেন খারাপ হয়ে জাচ্ছে??!!
২৬ শে মে, ২০১৬ রাত ১:৩১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মন খারাপের দেশের কবিতা। মন, সেতো খারাপ হবেই।
ভালোলাগার জন্য ধন্যবাদ জানবেন সিলা।
১২| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:১৮
রিপি বলেছেন: আরেকবার পড়ে আরেকটা কমেন্ট দিয়ে গেলাম।
২৭ শে মে, ২০১৬ রাত ১১:৫৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ব্লগে ঘুরতে আসবেন আগে বলবেন তো!! খালি মুখে ফিরে গেলেন!
১৩| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪১
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার কাব্যগাথা। ভালো লাগলো খুব। এগিয়ে যান কবি ভাই । শুভাশিস রইল।
০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: কবির কাছ থেকে প্রশংসা! লেখা সার্থক তারমানে! অনেক ধন্যবাদ হাফেজ আহমেদ আপনাকে।
১৪| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: কষ্ট গুলো শিকড় থেকে ছড়িয়ে পড়ে পাতায় পাতায়
মনের জানালা খুলে দেখতে চাওনি কি লিখেছিলাম শাদা খাতায়।
ভালো আছি ভালো থেকোর গানের মাঝে থাকবে কেবল তুমি
আমার কাব্যে তুমি নও, থাকবে আজ থেকে সবটুকু আমি।
১৫| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতিউত্তরের জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি।
০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: শুভকামনা রইল আপনার আর আপনার লেখার জন্য।
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১০
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার কথামালা।অনেক ভাল লাগল।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ রাত ১১:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার কথামালা । একরাশ মুগ্ধতা