![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চোখের ভাষা ছিল না, লেখা হয়নি কোন বিষাদের গল্প
প্রিয় চোখ দুটিতে হাহাকার আর ছিল এক মুঠো অন্ধকার
ছিল নিস্তব্ধ দুপুরের মৃত্যু-শীতল-নিষ্ঠু্রতায় পোড়া নীরবতা
সেদিন ছিল শূন্যতার দিন।
মেলেনি কোন কবির ছন্দ, উপমা হারিয়ে দিশেহারা রবীন্দ্রনাথ
বিদ্রোহের আগুন মিটিমিটি জ্বলে নজরুলের, ছাইচাপা একটুকরো
কাগজে মধ্যে কলমের আঘাতে শব্দের বদলে ওঠে লাল রক্তের দাগ
সেদিন ছিল শূন্যতার দিন।
প্রেমিকরা শোনেনি কোন প্রিয়ার চোখে ডুবে যাওয়ার আহ্বান
কামনার সংঘর্ষে তপ্ত হয়ে উঠেনি দেহ কিংবা ভেজা হয়ে আসা ঠোঁট
মুঠোয় মুঠো শক্ত করে ধরার বদলে ছেড়ে দিয়েছে হতাশ প্রেমিক
সেদিন ছিল শূন্যতার দিন।
সেদিন প্রেমে পড়েনি কোন তরুণ, কারো হাসি দেখে উঠেনি কাঁপুনি
সদ্য সঞ্চয় করা সাহসের ভেলায় ভর করে কিশোরটি বলেনি কিছুই
প্রথমবারের মত দুরুদুরু বুকে হাতে হাত ছুঁইয়ে- ভালোবাসি
সেদিন ছিল শূন্যতার দিন।
বিদায়ের প্রহরে বলতে চাওয়া কথার ভিড়ে বলা হয়নি কিছুই
বুকের মাঝে ভালোবাসার বদলে ছিল কেবল; কেবলই শূন্যতা
থাকবেই বা না কেন? সেদিন তো ছিল অবাক করা শূন্যতার দিন।
শূন্যতার দিন।
০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মুখের চাইতে চোখের ভাষার অর্থ অনেক বেশি অর্থবহ। শব্দহীন, কিন্তু মুখে যা বলা যায় তা চোখে বলা যায়।
ধন্যবাদ প্রশংসার জন্য।
২| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৪১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৪৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৪৯
কালনী নদী বলেছেন: সেদিন প্রেমে পড়েনি কোন তরুণ, কারো হাসি দেখে উঠেনি কাঁপুনি
সদ্য সঞ্চয় করা সাহসের ভেলায় ভর করে কিশোরটি বলেনি কিছুই
প্রথমবারের মত দুরুদুরু বুকে হাতে হাত ছুঁইয়ে- ভালোবাসি
সেদিন ছিল শূন্যতার দিন।
BeautifuL
০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৫৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: Thank You for such beautiful comment
৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫২
মহা সমন্বয় বলেছেন: আরে বাহহ্ আপনি তো দারুণ সুন্দর কবিতা লিখতে পারেন।
০৫ ই জুন, ২০১৬ রাত ১১:২৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ই ই ই ই ই!! থ্যাঙ্কু থ্যাঙ্কু
৫| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৪
অদৃশ্য বলেছেন:
ভালো লাগলো লিখাটি...
শুভকামনা...
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্যও। ভালো থাকুন।
৬| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩২
রিপি বলেছেন: চারিদিকে শুধু শুন্যতা আরা শুন্যতা। পড়তে বেশ ভালোই লেগেছে। প্লাস।
০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ত্যাঙ্কু
অনেক দিন পরে আপনার সাড়া-শব্দ পেলাম আছেন কেমন?
৭| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৫
রিপি বলেছেন: ভালো আছি । আপনি কেমন আছেন? মাঝে মাঝে কিন্তু আসি আর ঢু মেরে যাই আপনার ব্লগে।
০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালোই আছি। তবে হাল্কা ক্ষিদে ক্ষিদে ভাব শুরু হচ্ছে
হাহ হাহ হা। আমিও প্রায়ই আপনার ব্লগে ঢুকে দেখি নতুন কিছু লিখলেন কিনা।
৮| ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:২৬
জেন রসি বলেছেন: শূন্যতার দিন কি কি প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে তার এক চমৎকার কাব্যিক রুপ! শূন্যতার দিনে আসলেই সবকিছু অর্থহীন হয়ে যায়।
০৭ ই জুন, ২০১৬ রাত ১০:০৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: শুন্যতার দিনে প্রিয় মানুষটিকে পাশে পেলে অবশ্য অনেকখানিই কেটে যায়।
আপনার প্রথম কমেন্ট আমার ব্লগে! ওয়েলকাম!
৯| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৪২
সামু পাগলা০০৭ বলেছেন: বিদায়ের প্রহরে বলতে চাওয়া কথার ভিড়ে বলা হয়নি কিছুই
বুকের মাঝে ভালোবাসার বদলে ছিল কেবল; কেবলই শূন্যতা
এ শূন্যতার মধ্যেও যে এক পূর্ণতা ছিল তা বেশ বুঝতে পারছি।
কবিকে ধন্যবাদ এবং শুভকামনা।
১০ ই জুন, ২০১৬ রাত ২:৫২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালোবাসা যখন পুর্ণতা পায়না তখন শূন্যতা ছাড়া কিছুই থাকে না।
আপনার শুভকামনার জন্য ধন্যবাদ আপু।
১০| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:২৪
শায়মা বলেছেন: শূন্যতার দিনেই কবিতাদের জন্ম হয় !!!!!!
পূর্নতার দিনে কবিতারা ব্যাস্ত থাকে পূর্ণ হতে ......
মাঝে মাঝে অকারনেই মন খারাপ হয়........
১০ ই জুন, ২০১৬ রাত ৯:০২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: শূন্যতা থেকেই তো সব কবিতার শুরু। কবিতা শেষে থাকে কখনো শূন্যতা কখনো পুর্ণতা।
আসলেই আপু, মন বোঝে না যে খারাপ হওয়ার জন্য কারন দরকার হয়।
১১| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:১১
শায়মা বলেছেন: মন খারাপ থেকে মানে অকারণ মন খারাপ থেকে রক্ষা পাবার সবচাইতে ভালো উপায় ব্যাস্ত থাকা। মানে নিজেকে ব্যাস্ত রাখা। আর সেটা যদি হয় কোনো সৃজনশীল কাজে তো কথাই নেই। মন খারাপ আর সেইখানে ঢোকার সুযোগই পায়না।
তবে কবিতা লেখাটাও সেই ব্যাস্ততার মারনাস্ত্র হতে পারে ভাইয়া। ওয়ান্স আপন আ টাইম আমিও এক কাউন্সেলর থেকেই এই বাণী পেয়েছিলাম।
যাই হোক তবুও কোনো কোনো সময় কোনো উপদেশ, কোনো বাণীই কাজ করেনা ......
তখন ........
দূরে কোথাও দূরে দূরে
আমার মন বেড়ায় গো ঘুরে .....
১০ ই জুন, ২০১৬ রাত ৯:১৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ঠিক বলেছো। ব্যস্ততার ফাঁকে মনখারাপের দল জায়গাই পায় না। কিন্তু জানো তো, দিনশেষে আমরা একটা সময় একা হয়ে যাই আর তখনি সব কষ্টগুলো চেপে বসে।
আর তখনি কষ্টগুলোকে ব্লগে পোস্ট করে দিয়ে হালকা হয়ে যাই
১২| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:২৩
শায়মা বলেছেন: মোটেই না ব্লগে সব কিছু পোস্ট করে দেবো নাকি!!!!!!!
কখনও না !!!!!!!!
তবে কবিতায় কবিতায় রুপক ছন্দে, দ্বিধা দ্বন্দে লিখে ফেলা যেতে পারে!!!!!!!!
তোমার প্রফেশন কি ভাইয়া? নাকি এখনও ইউনিতেই পড়ছো?
১০ ই জুন, ২০১৬ রাত ৯:৩৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরে পাগল হলে নাকি!!!! সব দিয়ে দিলে নিজের জন্য কি রাখবো?!! কিছু তো আছেই নিজের জন্য।
হ্যা ইউনিতেই পড়ছি। এইটথ সেমিস্টারে আছি বিবিএতে। তোমাদের লেখা দেখে লোভ হওয়াতে ব্লগে ঢুকেছি মার্কেটিং এর স্টুডেন্ট হওয়ার পরেও
১৩| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:২৭
বিজন রয় বলেছেন: শায়মা আপনার বলেছেন-তোমার প্রফেশন কি ভাইয়া? নাকি এখনও ইউনিতেই পড়ছো?
বলেদিন, সব বলে দিন।
১০ ই জুন, ২০১৬ রাত ৯:৩৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: বলেছি। সব বলে দিয়েছি
১৪| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৪০
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আরে পাগল হলে নাকি!!!! সব দিয়ে দিলে নিজের জন্য কি রাখবো?!! কিছু তো আছেই নিজের জন্য।
হ্যা ইউনিতেই পড়ছি। এইটথ সেমিস্টারে আছি বিবিএতে। তোমাদের লেখা দেখে লোভ হওয়াতে ব্লগে ঢুকেছি মার্কেটিং এর স্টুডেন্ট হওয়ার পরেও
হা হা হা সো ইউ আর ভেরি গুড ইন প্রেজেন্টেশন ! বুঝাই যাচ্ছে তাই আবার পরো মোটা ফ্রেমের চশমা!!!!! তার মানে গুড স্টুডেন্ট আর আমার ওই পোস্ট না লিখলে জীবনে আমি জানতামও না যে প্রেজেন্টেশন নিয়ে যে মানুষের মনে একই সুরে একই গীতি বাজে! হাহা
যাইহোক বিজন ভাইয়া বলেছেন-
১৩. ১০ ই জুন, ২০১৬ রাত ৯:২৭ ০
বিজন রয় বলেছেন: শায়মা আপনার বলেছেন-তোমার প্রফেশন কি ভাইয়া? নাকি এখনও ইউনিতেই পড়ছো?
বলেদিন, সব বলে দিন।
তোমার মত ভীতু নাকি সবাই যে বলবেনা ভাইয়া???
১০ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: গুড স্টুডেন্ট! ইয়ে....লজ্জা দিয়ো না! আর মোটা চশমা পড়ি ছোট বেলায় চাচা চৌধুরী আর গল্পের বই বেশি পড়তাম বলে
১৫| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৫১
শায়মা বলেছেন: ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪ ০
লেখক বলেছেন: গুড স্টুডেন্ট! ইয়ে....লজ্জা দিয়ো না! আর মোটা চশমা পড়ি ছোট বেলায় চাচা চৌধুরী আর গল্পের বই বেশি পড়তাম বলে
হা হা ওকে!!!!!!
বুঝলাম !!!!!!!!
১৬| ২১ শে জুন, ২০১৬ সকাল ৭:১৭
বিজন রয় বলেছেন: এই কবিতাটি বার বার পড়ার মতো।
আরো চাই।
২১ শে জুন, ২০১৬ দুপুর ২:০৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: সত্যি? লেখার উৎসাহে ভাটা পড়েছিল, মন্তব্য দেখে উৎসাহ ফিরে আসছে কিছুটা হলেও। অনেক ধন্যবাদ বিজন দা।
১৭| ২১ শে জুন, ২০১৬ দুপুর ২:১৪
বিজন রয় বলেছেন: কেন লেখার উৎসাহে ভাটা পড়বে কেন? লিখলেই ব্লগে পোস্ট করতে হবে এমন নয়। তবে লেখা যেন না বন্ধ হয়। এটাই আমার অনুরোধ থাকল।
শুভকামনা।
২১ শে জুন, ২০১৬ দুপুর ২:৩০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: কথাটা অবশ্য ঠিক বলেছেন। লিখছি টুকটাক। কিন্তু ব্লগে পোস্ট করিনি। আর ব্যস্ততাও বেড়ে গেছে কিছুটা। লেখার জন্য মনের প্রশান্তি ব্যাপারটা অনেক জরুরি। সেটা পাচ্ছি না ঠিকমত।
মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।
১৮| ২১ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর ভাল লাগল
শুভেচ্ছা রইল
২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ ফাতেমা আপু।
১৯| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!
ঈদে নতুন চশমা কেনা হয়েছে!
২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরে শায়মাপু!!
এবার সঅব কেনা হয়েছে। জুতা, টিশার্ট, প্যান্ট। খালি চশমাটা বাদে
ঈদের দিন এবার আপনার ব্লগে ঘুরতে আসব। কিছু রান্না-বান্না করে আপলোড করে রাখবেন কিন্তু!
২০| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
শায়মা বলেছেন: ঈদের দিন কেনো শুধু!
ইফতার খাবেনা!!!!!
নেক্সট উইক রবিবার ইফতারের আগ দিয়ে সব ইফতার সাজিয়ে রাখবো!!!!!
তোমার দাওয়াৎ রইলো ভাইয়ুমনি!!!!!!!!
২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ফেবুতে আপনার কভার ফটো দেখেই পেট থেকে শব্দ আসা শুরু হয়ে গিয়েছিল
মাংসের আইটেম যেন বেশি হয়। আমি আবার মাংস বেশি খাই
২১| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
শায়মা বলেছেন: ওহ আরেকটা কথা!!! আমি কেবলি মমো বা ডাম্পলিং নামিয়েছি গরম গরম!!!!!!!!!!!
সেই মমোও নেক্সট উইকে নিয়ে আসবো ওকে??????
২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: গ্রম গ্রম মমো! উমমম! ক্ষিদে তো আরো বেড়ে গেলো। আরো ১০-১৫ মিনিট!
২২| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসা একদিন শুন্যে পরিণত হয় কখনো কখনো, এটাও প্রকৃতির নিয়ম
২৫ শে জুন, ২০১৬ রাত ৯:২০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আবার সেই শূন্যতা থেকেই জন্ম নেয় নতুন অনুভূতি। এটাও প্রকৃতিরই নিয়ম।
২৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ১:৫০
অপেক্ষা আর আমি বলেছেন: কিছু করতে গিয়েও করতে না পারা,
হাত বাড়িয়ে নিয়েও গুটিয়ে নেয়া,
সেদিন ছিল শূন্যতার দিন।
+++
ভালো হয়েছে দাদা
২৮ শে জুন, ২০১৬ রাত ২:৪৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরে মশাই আপনি!! সেকি!
আপনিও গুটিয়েছিলেন কি হাত বাড়াতে গিয়ে?
ধন্যবাদ। আসবেন বাসায় ঘুরতে।
২৪| ২৮ শে জুন, ২০১৬ রাত ৩:৫৭
অপেক্ষা আর আমি বলেছেন: আরে দাদা, আপনার কথার সাথে তাল মিলিয়ে বসলাম আর কি।
আসব,ঘুরে দেখে জাব,মন ছুয়ে গেলে মন্তব্য করে যাব,
এই আর কি দাদা মশাই।
২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ওহো! সত্যি তাই নাকি? নাকি তালের সাথে তাল মিলিয়ে নিজের কথাটাও বলে ফেললেন?
২৫| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
অপেক্ষা আর আমি বলেছেন: আরে না হে মশাই, সবই কল্পনার জগতের খেলা,আমিও খেলতে থাকি আর লিখতে থাকি।
২৮ শে জুন, ২০১৬ রাত ৮:৪৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ওও আপনি কল্পনার ভেলায় ভেসেছিলেন বুঝি খেলায় অংশ নিয়ে? বাহ বাহ!
২৬| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৯
গেম চেঞ্জার বলেছেন: সুন্দর কবিতা!
০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:৫৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: থ্যাঙ্কু গেমু ভাই। অনেক দিন পরে আপনার মন্তব্য পেলাম।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৪
বিজন রয় বলেছেন: চোখের ভাষা পড়ার মতো মন আছে আপনার, সেজন্য এই রকম মনকাড়া কবিতা লিখতে পারেন।
অনেক ভাল হয়েছে।
++++