নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেরামত চলছিলো !! চলছে !! চলবে !!

তেরোর ব্লগ মানেই হাবিজাবি !!

তেরো

জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম কিন্তু এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। - নির্মলেন্দু গুন

তেরো › বিস্তারিত পোস্টঃ

মেরামত চলা ব্লগের তিন বছর

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আমার স্পষ্ট মনে আছে আমি প্রথম ব্লগের চেহাড়া দেখি পাড়ার সাইবার ক্যাফে তে গিয়ে। আসলে আমার ফ্রেন্ড ব্লগ দেখতে চাচ্ছিলো, আমি তার সাথে ছিলাম। তখন একটা রম্য কবিতা আমরা দুইজন সাইবার ক্যাফে তে বসে আবৃত্তি ও করেছিলাম। আমার কাছের বন্ধুরা লেখালেখি করে। ব্লগিং করতো। আমি তাদের বাসাতে গেলে তারা আমাকে ব্লগ ও দেখাতো। তাদের পরিচিত ব্লগার দের গল্পও পড়তে বলতো। আমি বলতে গেলে ব্লগে আইডি খোলার অনেক আগেই অনেক ব্লগারের নাম জানতাম, গল্প শুনতাম। আমি অনেক ছোটবেলা গল্প লেখেছিলাম। বড় হয়ে স্কুল কলেজে কোনোদিন লেখতে ইচ্ছে করে নি। লেখিও নি।



নেট নেয়ার পর প্রায়ই ব্লগে এসে ঘুরে যেতাম। একদিন আমার অন্যদের লেখাতে কমেন্ট করার জন্য একটা আইডি খোলার ইচ্ছা জাগলো। আমি আসলে কিছুটা অস্থির মানুষ। কখনো এইটা করতে ইচ্ছা করে কখনো ঐটা। কিছুদিন পর বিরক্ত হয়ে যাই, আলসেমী লাগে। তাই তখন মাথায় ঢুকলো আইডি খুলেই ফেলবো। তেমনি একদিন তিন বছর আগে এক রাতে আমি আইডি খুলতে বসলাম। কিন্তু এমন এক নাম দিতে হবে যাতে কেউ না চিনতে পারে এমনকি আমার যে কাছের বন্ধুরা আছে তারাও যাতে না। কারন আমার নিজের লেখা নিজের কাছেই হাস্যকর লাগতো। এই অবস্থায় তারা আমার লেখা পড়ে হাসবে তা ভেবে ভাবলাম লুকায় লুকায়ই আইডি খুলে ফেলি। তাই নিজের নাম বাদ। এখন যেই নাম দেই সেই নাম ই দেখি হয়না। সেই সময় আমি টুইটার বা অন্য সাইটে আইডি খুলতে গিয়ে যে নাম দিবো তা ভ্যালিড না হলে সাথে যেকোনো সংখ্যা দিয়ে দিলে তা ভ্যালিড করতাম। আমি কেনো জানি সংখ্যাটা সবসময়ই নিতাম ১৩। কিন্তু ব্লগে আইডি খুলতে গিয়ে আমি সামনের নামগুলো বাদ দিয়ে দিলাম। দিলাম শুধু তেরো।



এই তেরো নিক কেনো তা নিয়ে আমার এখনো অসংখ্য প্রশ্ন শুনতে হয়। অনেকেই অনেক থিউরী বের করে আমাকে দেয়। মজাই লাগে। কেউ বলে আপনার জন্মদিন তেরো তারিখ ?? রোল কি তেরো ?? আপনার ফার্স্ট নেম তে আর লাস্ট নেম রো দিয়ে শুরু তাই এই নাম ?? আপনি কি আনলাকী ?? আপনার নামে কি তেরোটি অক্ষর ?? একজন একবার মেসেজ দিয়েছিলো যে তেরো নাম্বার লেটার হলো “M” M for Mohammad ?? :| আরেকজন খুব মজার থিউরী দিয়েছিলো যে ১ ৩ = I You = আমি তুমি = হাম তুম ?? এই থিউরী দেখে বেশ মজা পেয়েছিলাম। যাহোক তেরো নিক নেয়া আমার অস্থির মনেরই বহিঃপ্রকাশ। ধুম করে নেয়া নিক।

কিন্তু ব্লগে আইডি খুললেই ত হবে না। অনেক ঝামেলা আছে। সেফ হতে হবে। নইলে কমেন্ট করতে পারবো না। সেফ হতে হলে নিজেরো কিছু লেখতে হবে। এখন কি লেখা যায়। একদিন ভুগিচুগি মেরে কিছু লেখে ফেললাম। লেখে ফেলে ভয়ে ভয়ে কিছুক্ষন পর চেক করে দেখি। প্রথম একজন প্লাস আর কমেন্ট করে গেছে। সে আর কেউ না। আমার সেই কাছের বন্ধুই। সে আমাকে না চিনেই প্লাস দিয়ে গেলো। তাদের অবশ্য আমি এক বছরের মতো ব্লগের কথা বলি নি। পরে বলার পর অবশ্য আমার বেশ বকাঝকা শুনতে হয়েছিলো।



অবশ্য এভাবে আইডি খুলে দুইবার কিছু একটা পোস্ট করে আমি আবার ব্লগে আসা বন্ধ করে দিলাম। আসলেও লগ আউট অবস্থাতেই আসতাম। একদিন কি কারনে জানি লগইন করেছিলাম। পরে একজনের পোস্টে গিয়ে দেখি যে এখন আমি কমেন্ট করতে পারি। বাহ খুশীতে আমাকে পায় কে!! কিন্তু খুশী একটুক্ষনের জন্যই হয়েছিলাম কারণ আবিষ্কার করলাম আমি আসলে ভুগিচুগি মেরে যাও কিছু পোস্ট করতে পারি কিন্তু কমেন্ট করতে গিয়ে পুরা বোকা বোকা লাগে। ক্যামন জানি লাগে। সুন্দর মন মতো কমেন্ট করতে পারি না। তাই কমেন্ট করা থেকে বিরত থাকতাম। এখনো অবশ্য তাই থাকি।



যখন ব্লগে এসেছিলাম তখন মনের অবস্থা জঘন্য ছিলো অনেকটা। খুব রাগ ছিলো চারপাশের প্রতি (এখনো আছে) আমি ভয়াবহ রাগ বিরক্তি নিয়ে ব্লগে এসেছিলাম। উলটা পালটা গল্প ও পোস্ট করতাম। ওরে মেরে ফেলছি, নিজে মরে গেছি এই টাইপ। রম্য গল্প ও লেখতাম একটু আকটু। এভাবেই চলতে লাগলো। ব্লগে আমি সবসময়ই অনিয়মিত। শুধু নিজের ব্লগে এসেই ঘুরে যাই এই রকম। তাও তেরো নামটা কি করে জানি বেশ কাছের হয়ে গেলো।



এতো অনিয়মিত হয়া সত্ত্বেও ব্লগ নিয়ে নানান গল্প আছে। অনেকদিন পর আমি আমার মেইন ফেসবুক আইডিতে একটা গল্প শেয়ার দিয়েছিলাম। তা দেখে আমার এক ফ্রেন্ড আমাকে নক দিয়ে জিজ্ঞেস করেছিলো এই তেরোটা কে? তুই নাকি ? আমি বললাম, হ্যা !! সে এরপর রেগে মেগে বলে যে, ধুর তুই কেন? আমি ভাবলাম কে না কে। আমি তো প্রেমেই পড়ে গেছিলাম। ভাবছিলাম দিস ইজ দ্য ওয়ান।



আমি দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলাম যে, সবই কপাল। এতদিন ফেসবুকিং ব্লগিং করে ছেলে পটাতে না পারলেও আমি গল্প লিখে একটা মেয়ে পটায় ফেলছি।



আরেকবার আমরা সবাই মিলে বসে আছি। হঠাত করে একজন বলা শুরু করলো যে, ব্লগে সে একটা মজার গল্প পড়েছে। এরপর গল্পের কাহিনী বলা শুরু করলো। কিছুক্ষন পর বুঝলাম যে সে আসলে আমার সামনে আমার গল্পেরই বর্ণনা দিচ্ছে। সে ভেবেছিলো গল্পকথক একজন ছেলে। আমি চুপচাপ শুনলাম তার মুখ থেকে গল্প। এরপর বের হয়ে হাসতে হাসতে গড়াগড়ি অবস্থা। তাকে অবশ্য এখনো বলা হয়নি সেজন আমি ই ছিলাম।



অবশ্য এ নিয়ে এক সাবেক বেস্ট ফ্রেন্ডের উপর আমি ভয়াবহ বিরক্ত হয়েছিলাম। আমি একবার প্রথমদিকে তাকে একটা ব্লগ লিখে লিঙ্ক টা দিয়েছিলাম। ব্যাপারটা এমন না যে আমি সবাইকে লিঙ্ক দেই। কেউ ইচ্ছে হলে এমনেই পড়বে না হলে পড়বে না। কিন্তু কাছের বন্ধু মানুষ। তাই এমনেই দিয়ে বললাম যে, পইড়া দেখিস কেমন লাগলো। সে তাচ্ছিল্যের সুরে আমাকে বলেছিলো যে, এইসব ব্লগ পড়ে আমি কি করবো ? এগুলো কি টেক্সট বই? আমার কোনো লাভ হবে? যেটাতে লাভ হবে সেটা দিস। ব্যাপারটা এমন না যে সে খুব নার্ড টাইপ মানুষ। সে ইচ্ছা করেই আমাকে খোঁচা মারলো। আমি খোঁচাটা নিলাম। আমি সহজে ঝগড়া করি না। শুধু মনে রাখলাম আর মনে মনে বললাম যে বন্ধু মনে থাকবে। যা হোক, তার সাথে এখন কথা হয় না। তবে একটা মজার ব্যাপার ঘটেছিলো। সামুর অপরবাস্তবের রম্য সংখ্যাতে আমার একটা উগাবুগা লেখা ক্যামনে ক্যামনে জানি সিলেক্ট হয়ে গিয়েছিলো। সেটা আবার আমার ঐ বন্ধু জানতে পারে। আমার কাছে কেনো জানি মনে হয়েছিলো যে আমার লেখা ছাপাটা তার সেই কথাগুলার জবাব। একটা ছোটখাটো প্রতিশোধ আর কি। মনে অনেক শান্তি পাইছিলাম। আহ ...



ব্লগে আইডি খুলে আসলে অনেক কিছু হয়েছে। অনেক কিছু বদলে গেছে। জীবনে কোনোদিন স্বপ্নেও ভাবিনি গল্প লেখবো। আমি গল্প লেখি এখন মাঝে মধ্যে। সেই গল্পে যখন কমেন্ট পড়ে খুব আনন্দ লাগে। এটা সত্যি ব্লগে আইডি না খুললে হয়তো আমি কোনোদিন গল্প লেখতে বসতাম ই না। তাও আমি এখনো অনিয়মিত ই। চুপচাপ ই। কমেন্ট কম করি। বাস্তব জীবনে কারো সাথে মিশতে পারি না এতো, সেটা ভার্চুয়াল জীবনেও এতো হয়নি। কেউ কেউ মনে করে ভাব মারি। তারপর ও কি করে জানি কারো কারো সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কেউ কেউ আমাকে ভালো পায়। অদ্ভুত ব্যাপার স্যাপার। তবে এখন দেখা যায় যে লেখাগুলা এমনে ব্লগে দিতাম প্রথমদিকে, তা আমি এখনো ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিয়ে দেই। ব্লগে দেয়াই হয় না। ব্লগে শুধু গল্প লেখলে পোস্ট করতে আসি। ব্যাড ব্যাড।



এইবার ইচ্ছা করলো ব্লগের জন্মদিন উপলক্ষ্যে কিছু লেখি বড় সড়। তাই লেখলাম। অস্থির আমি এর হাবিজাবি ব্লগ বাড়ির মেরামত সেই কবে থেকে চলছিলো,চলতেই থাকবে। আবার তিন বছরে আসলে অনেক কিছুই বদলায়নি। আমি এখনো বিরক্ত আছি। রেগে আছি অনেকের উপর। মানুষগুলো বদলে গেছে কিন্তু বিরক্ত রাগ গুলো যায়নি। তবে ব্যাপারটা এমন যে বিরক্ত থাকতে আমার ভালোই লাগে। তবে আমি মাঝে মাঝে নানান কিছু নিয়ে হতাশ থাকলেও যখন হঠাত করে অপরবাস্তব সংখ্যাটা চোখে পড়ে তখন কেনো জানি ভালৈ লাগে।



হঠাত করে ধুম করে তৈরী হয়া নিক তেরো এখন আমার অনেক কাছের জিনিস। কেনো জানি এখনো এই নামের প্রতি বিরক্তি জন্মায়নি। আশা করি আর না জন্মাক। তেরো স্থির থাকুক।





মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:০৭

আনাড়ী লেখক বলেছেন: এগিয়ে যান দিদি :) শুভ কামনা !

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১২

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ। :)

ভালো থাকবেন।

২| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:১৩

শশী হিমু বলেছেন: হেফি বাড্ডে !! B-) B-)

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১৫

তেরো বলেছেন: কি মজা !!! B-)) B-))

৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
এতদিন ফেসবুকিং ব্লগিং করে ছেলে পটাতে না পারলেও আমি গল্প লিখে একটা মেয়ে পটায় ফেলছি। হাহাহ।
আপনার আইডিটা ইউনিক, ভাল্লাগে।
অভিনন্দন তেরো, শুভকামনা ||

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১৫

তেরো বলেছেন: থেঙ্কু !! :)

৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫০

মাক্স বলেছেন: ৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা!

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১৮

তেরো বলেছেন: ধন্যবাদ। :)

৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯

আল - বিরুনী প্রমিথ বলেছেন: তেরো স্থির থাকুক , এটাকেই আসল কথা মনে হয়েছে ।

অফ টপিকঃ বিরক্তির ব্যাপারে তোমার সাথে মিলে গেছে । অনেক কিছু বদলালেও বিরক্তিগুলা বদলায়নাই , সেগুলা স্থির হয়ে আছে ।

২৫ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

তেরো বলেছেন: হ্যা ... ঐটাই মনের ইচ্ছা। তেরো স্থির থাকুক। :)

বিরক্তিগুলো আসলেই বদলায় না।

৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০২

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: হ্যাপ্পি ব্লগিং :P :P :P

২৫ শে জুন, ২০১৩ রাত ১১:২৬

তেরো বলেছেন: থেঙ্কিউ... :D

৭| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:১৭

সায়েম মুন বলেছেন: শোনা হলো তেরো কাহিনী। ব্লগামন এবং নিজের কিছু কথা। বেশ। চলুক তেরো। নিজস্ব গতিতে। সুন্দর সুন্দর লেখা আসুক তেরোর হাত ধরে। :)

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮

তেরো বলেছেন: ভাবলাম ব্লগে নিজের কিছু কথা লেখি। কখনো তো তেমন লেখা হয় না। :)

ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: আপনার ব্লগ নিয়মিত পড়ি। ভালো লাগে। শুভেচ্ছা।

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫৯

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার কমেন্ট অনেক উতসাহ দেয়।

ভালো থাকবেন। :)

৯| ২৬ শে জুন, ২০১৩ রাত ১:২৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: তেরো, শুভকামনা রইলো :)

২৬ শে জুন, ২০১৩ রাত ১:৩৯

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ। :)

১০| ২৬ শে জুন, ২০১৩ রাত ২:৫২

সাদরিল বলেছেন: তেরো -এর ব্লগ তেরো বছর চলুক এই কামনা রইলো।ইদানিং ১ বছর গেলেই মানুষ বিরক্ত হয়ে ব্লগ ছেড়ে দেয়।আমার তো দুই বছর কাটাতেই মনে হচ্ছে দশ বছর কেটে যাচ্ছে।এসব প্রবণতার ভীড়ে তিন বছর অনেক বড় ব্যাপার।

২৬ শে জুন, ২০১৩ রাত ৩:৫৬

তেরো বলেছেন: আমার এখনো তিন বছর মনে হয় না। মাঝে মাঝে মনে হয় এই তো। অবশ্য বিরক্ত না হয়ার কারণ আছে, আমি তো এতো নিয়মিত না। এসে শুধু নিজের ব্লগে ঘুরি, মন চাইলে অনুসরন লিস্টে যাই। তাই হয়তো তিন বছর কাটানো গেছে সহজেই। :)

তেরো বছর ব্লগ ... আসলেই অনেক বড় ব্যাপার হবে। হা হা হা

১১| ২৬ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৯

অ্যামাটার বলেছেন: তিন বছরের শুভেচ্ছা।

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ। :)

১২| ২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৭

আরজু পনি বলেছেন:

শুভেচ্ছা রইল তেরো।।

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:১৭

তেরো বলেছেন: ধন্যবাদ। :)

ভালো থাকবেন। :)

১৩| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো :)

ভালো থাকবেন :)

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:১৮

তেরো বলেছেন: ধন্যবাদ।

আপনিও ভালো থাকবেন। :)

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮

সরলতা বলেছেন: শুভ জন্মদিন তেরো! :)

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

তেরো বলেছেন: থেঙ্কু :)

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪১

সরলতা বলেছেন: তেরো নিকটা দেখেই আমি প্রথম এই ব্লগটাতে আসি। কারণ এক সময় তেরো সংখ্যাটা আমার খুব প্রিয় ছিল। এই আনলাকি থার্টিন নিয়ে আমার একটা গল্প ও আছে। :) কিন্তু একসময় শুধুমাত্র আপনার নিকের জন্য না, আপনার লেখার গুণেই বারবার এই ব্লগটাতে আমাকে আসতে হয়েছে।

ভাল থাকবেন। ভালো থাকুক পৃথিবীর সকল তেরো। :)

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

তেরো বলেছেন: আপনার অই গল্পটা আমারো অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে গল্পটা গিয়ে পড়িও। :)

ভালো থাকবেন। :)

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক শুভেচ্ছা রইল!! পথ চলা সফল হোক।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

তেরো বলেছেন: ধন্যবাদ। :)

ভালো থাকবেন।

১৭| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২

আরিফ রুবেল বলেছেন: শুভেচ্ছা জানাতে দেরী হয়ে গেল সম্ভবত। আসলে আমি নিজেই ব্লগে অনিয়মিত। ব্লগে নিক খোলার কিছু কারণে আপনার সাথে আমারও মিল আছে। আমিও ব্লগে মন্তব্য করার উদ্দেশ্যেই নিক খুলেছিলাম :)

আপনার লেখার প্রথম লিঙ্ক পাই ব্লগার শয়তানের ফেসবুক শেয়ার থেকে। তখন থেকেই অনুসরণ করছি। আজকে তেরো নিকে ইতিহাস পড়লাম।

সুন্দর ব্লগিং এর শুভ কামনা থাকল :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫১

তেরো বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ। :D

ভালো থাকবেন। :)

১৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা থাকলো।।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০২

তেরো বলেছেন: ধন্যবাদ। :)

১৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪

মামুন রশিদ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা । !:#P



আপনি যুগ যুগ ব্লগিং করে যান । কমপক্ষে আরো দশ বছর ।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৩

তেরো বলেছেন: হাহাহাহা......অনেক ধন্যবাদ। :)

২০| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩

তেরো বলেছেন: :)

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

তৌফিক আনজাম বলেছেন: হুম

২২| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

আমি তুমি আমরা বলেছেন: সাড়ে তিন বছর পর এসে তৃতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে গেলাম !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.