নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেরামত চলছিলো !! চলছে !! চলবে !!

তেরোর ব্লগ মানেই হাবিজাবি !!

তেরো

জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম কিন্তু এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। - নির্মলেন্দু গুন

তেরো › বিস্তারিত পোস্টঃ

ব্যথা ...

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

ব্যথাটি সেদিন উড়ে এসে তার কড়ে আঙ্গুলে এসে বসলো যেমন ফড়িং বসে তিরতিরে ঘাসের ডগায়। নিমিষেই ব্যথাটি ডানা ত্যাগ করলো, প্রবেশ করলো তার শরীরে। তীক্ষ্ণ ব্যথা কড়ে আঙ্গুল থেকে ছড়িয়ে পড়লো সবগুলো আঙ্গুলের ডগায়, আস্তে আস্তে পুরো হাত সে দখল করে ফেললো একদিন। লোভী ব্যথাটি এরপর অন্য হাতের দিকে এগিয়ে গেলো নাকি সেই তার হাত ব্যথার জন্য খুলে দিলো তা বুঝা গেলো না। অবশেষে ব্যথাটি তাও দখল করে ফেললো।



কোনো এক অজ্ঞাত কারণে সে ব্যথাটিকে ভালোবাসে। হয়তো এটাই স্বাভাবিক। ব্যথাটি একটা তীক্ষ্ণ সুরের মতো আস্তে আস্তে ছড়িয়ে পড়লো সারা দেহে। সে হয়তো উপভোগ করছে তা।

তাকে ঔষুধ দেয়া হলো, দেয়া হলো উপদেশ। সে ঔষুধ গুলো কৌটোতে জমিয়ে রেখে দিলো। জমানো ঔষুধের সংখ্যা বাড়ার সাথে সাথে ব্যথাও বাড়তে থাকলো।



একদিন যখন সে জানালার পাশে বিছানায় শুয়ে ধূসর আকাশ দেখছিলো তখন ব্যথাটি তাকে জানালো সে চলে যাবে। তার সময় শেষ। সে হতাশ হয়ে বললো থাকা কি যায় না? করুনা করেও না?

ব্যথাটি নতুন ডানা মেলতে মেলতে জানালো না থাকাই যায় না। তোমরা বিরক্তিকর, পানসে, হতাশ, করুণার পাত্র, ভালোবাসার না ।

অবশেষে ব্যথাটি চলে যায়। সে ঘোলাটে দৃষ্টি দিয়ে তার চলে যাওয়া দেখার চেষ্টা করে। জানালার পাশের কার্ণিশে বসে থাকা দাঁড়কাকটা পাখা ঝাপটায়।



হয়তো সে টের পায় না, কিন্তু অন্য কোথাও কেউ ঠিক কড়ে আঙ্গুলে ব্যথা অনুভব করে।





* ৬ মাস আগে এটা এমনেই ফেবুতে পোস্ট করছিলাম। ভাবলাম ব্লগেও রেখে দেই।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার।
এ ধরনের লিখা পড়তে ভাল্লাগে ||

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ। :)

ভালো থাকবেন। :)

২| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮

ইমতিয়াজ ইমন বলেছেন: ++++++

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২

তেরো বলেছেন: :)

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫

সায়েম মুন বলেছেন: এমনিতেই পড়লাম। রুপক লেখা ভালা পাইছি।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

তেরো বলেছেন: এমনেই পড়ার জন্য এমনেই ধন্যবাদ। :)

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

শাহীদুল বলেছেন: অপ্রিয় ভাললাগা
ভাল লাগলো পড়ে। আরো লিখবেন।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২

তেরো বলেছেন: জ্বী ধন্যবাদ।

ভালো থাকবেন।

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

অনির্বাণ প্রহর বলেছেন: ব্যাথা! ব্যাথা চলে গেলে বিষাদ আসে, অতঃপর মৃত্যুর মত কিছু সুখ!
ভাল লাগলো।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

তেরো বলেছেন: ধন্যবাদ। :)

৬| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্যথা নিয়েই মানুষের জীবন। এই ব্যথাকে এড়িয়ে শুধু সুখ নিয়ে যাপিত জীবন কোন জীবনই নয়।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

তেরো বলেছেন: হুম...

৭| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার কনসেপ্ট। খুব ভালো লাগলো।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

তেরো বলেছেন: ধন্যবাদ অনেক। :D

৮| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪

মোমেরমানুষ৭১ বলেছেন: এই ব্যাথাটি যে বারবার আমাকে হাতড়ে বেড়াচ্ছে! আমি কিভাবে বাচতে পারি এই ব্যাথা থেকে? বন্ধুরা অনেক উপদেশ/ঔষধ দেয়। তারপরও ভুলে যাই। ভুলে যাই বললে মিথ্যা হবে। ইচ্ছে করেই ভুলে থাকার চেষ্টা করি। কারন এই ব্যাথাটি যে আমার হৃদয়, মন সব কিছুতে ঝেকে বসেছে। হাজার চেষ্টা করেও ব্যাথাটিকে সরাতে পারি না, এটা জানি এ ব্যাথাটি আমাকে ব্যাক্তিগত জীবেন চরম ভোগাবে, তারপরও ব্যাথাটির কথা স্মরন করে তৃপ্তি পাই

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

তেরো বলেছেন: হুম্মম্ম ......

৯| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এই ব্যথার নাম কি :|

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১

তেরো বলেছেন: লেখছিলাম সেই কবে। ঠিক একটা মনে পড়তাছে না। তয় তখন মনে হয় বেশি হাত পাও ব্যাথা আছিলো তাই দুক্কে লেখছিলাম। এখন অনেকেই সুন্দর সুন্দর অর্থ বলে তাই আমি নীরব আছি। :|

১০| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্যথার কথা ভালো লাগল।

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২

তেরো বলেছেন: ধন্যবাদ :)

১১| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫১

আমিনুর রহমান বলেছেন:




ব্যাথা +++

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২

তেরো বলেছেন: :)

১২| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২

তেরো বলেছেন: :)

১৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো ! ব্যাথা .।.।.।.।.।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

তেরো বলেছেন: ধন্যবাদ :)

১৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৮

বৃতি বলেছেন: চমৎকার লাগলো তেরো! অনেক ভালো লাগা জানবেন । অনেক ছোট লেখাও গভীরভাবে স্পর্শ করে ।

সামান্য টাইপো -
ব্যাথা>ব্যথা

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ। :)

এই বানানটা নিয়ে কনফিউসড ছিলাম । টাইপো ধরিয়ে দেয়ার জন্য আবার ধন্যবাদ।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা বেশ ভালো লাগল।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

তেরো বলেছেন: ধন্যবাদ :)

১৬| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
অসাধারন থিম ++++
ভাল লেগেছে।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ। :)

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: গুড ওয়ান~

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

তেরো বলেছেন: থেঙ্কু !! :)

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৫

বটবৃক্ষ~ বলেছেন: ব্যাথা ব্যাথা পোস্ট!!

খুব দারুন লাগলো! :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

তেরো বলেছেন: থেঙ্কু!! :)

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১

কথক পলাশ বলেছেন: ব্যাথার দান-কাজী নজরুল ইসলাম।
;) ;)

কি অবস্থা ভাই?

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫

তেরো বলেছেন: আছি আর কি ভালোই। আপনে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.