নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেরামত চলছিলো !! চলছে !! চলবে !!

তেরোর ব্লগ মানেই হাবিজাবি !!

তেরো

জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম কিন্তু এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। - নির্মলেন্দু গুন

তেরো › বিস্তারিত পোস্টঃ

জাল...

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫





উঠোনের মাঝ দিয়ে দুটো তার চলে গেছে। কেউ কেউ সেখানে কাপড় শুকোতে দেয়। হঠাৎ হঠাৎ সেখানে ফড়িং রা বিশ্রাম নিতে বসে। কিন্তু এই দুটো তারের মাঝখানেই একটা মাকড়সা জাল বুনে চলেছে। তারটা একটু হের ফের বা নড়ে গেলেই জালটা নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু হচ্ছে না। শেষ বিকেলের আলো মাথায় নিয়ে সে জালটা বুনেই চলছে তো চলছে। তারের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম পিপড়ের ছুটোছুটি। দূর থেকে তার দুটোকে বেশ নিষ্ক্রিয় এবং নীরব মনে হলেও কাছে গেলে হঠাৎ তা যেনো সরব ও কোলাহলপূর্ণ হয়ে উঠে।



সন্ধ্যা পড়ে যাবে যাবে, হিম হিম ভাব। আমাকে এক কাপ চা দেওয়া হয়। গরম চা এ ফুঁ দিতেই ধোঁয়া এবং কুয়াশা একসাথে ঘুরপাক খেতে থাকে। ঘুরপাক খেতে খেতে তা মাকড়সাটাকে ঘিরে ফেলে। বেশ হিংস্র দেখায় তাকে। কানের পাশ দিয়ে ভন ভন করতে করতে একটা মাছি সেখানে আঁটকা পড়ে ছটফট করতে থাকে। হিংস্র আটপেয়ে গুটিগুটি পায়ে সেদিকে এগিয়ে চলে। আমি চাইলেই জালটা নষ্ট করে দিতে পারি, মাছিটা বেঁচে যায়। কিন্তু আমি অলস, আমার আলসেমী লাগে। আমি একান্ত মনে চায়ের কাপে ফুঁ দিতে থাকি।



কতক্ষন কেটে যায়। কুয়াশা চারদিকে ঘুরপাক খেতে থাকে। হঠাৎ আবিষ্কার করি কখন জানি আমিও জালে আঁটকা পড়ে গেছি। ধীরে ধীরে জালটি আমাকে আরো ঘিরে ফেলে। একটু একটু করে দম বন্ধ হয়ে আসতে থাকে। আটপেয়ে হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাঁকিয়ে থাকে। আমি সেখানে বৃথাই করুণা খুঁজতে থাকি।



পিপড়ে গুলো এখনো নির্বিকারচিত্তে হেঁটে চলছে। হঠাৎ মনে হয়, ইশ আমি যদি পিপড়ে হতেম।







*আরেকটি হুদাই ফেসবুক স্ট্যাটাস এবং তা ব্লগে এসে লিপিবদ্ধকরণ। :|

বাই দ্য ওয়ে,ছবিগুলান ও আমি তুলছি। চামে তাও মাইরা দিলাম। B-)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

মামুন রশিদ বলেছেন: পড়তে বেশ লাগলো! ছবিগুলোও সুন্দর হৈছে!


ফেবুতে এত বড় স্ট্যাটাস লিখেন! :|

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

তেরো বলেছেন: থেঙ্কু... :)

হ হুদাই স্ট্যাটাস গুলা বড় বড় হয়ে যায়।

২| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সায়েম মুন বলেছেন: পিঁপড়ারা বেশ পরিশ্রমী প্রাণী।
পরের ছবিটা ভাল হৈছে।

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

তেরো বলেছেন: আমারো পরের ছবিটাই বেশি ভাল্লাগছে। :)

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: স্ট্যাটাসটা অনুগল্প হিসেবে চালানো যায়।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

তেরো বলেছেন: থেঙ্কু... :)

৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!


আরেকটু নিয়মিত পোস্ট দেন /:)

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

তেরো বলেছেন: ধন্যবাদ।


আমি অনিয়মিত ছিলাম, অনিয়মিত আছি আর তাই থাকবো। /:) B-) B-)

৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

প‌্যাপিলন বলেছেন: স্ট্যাটাস কৈ - এটাতো চমতকার একটি অনুগল্প, আর সাথে ফটোগ্রাফ দুটি আরো সমৃদ্ধ করেছে

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ। :)

ভালো থাকবেন। :)

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিসমৃদ্ধ অনুগল্প- ভালো লেগেছে।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

তেরো বলেছেন: ধন্যবাদ অনেক। :)

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

চানাচুর বলেছেন: পিঁপড়ে হতে আমার ইচ্ছা করে না। আমার ইচ্ছা করে মাছি হতে। পিঁপড়ে হয়ে পায়ের নিচে দলা খাওয়ার পসিবিলিটি আছে। অথচ মাছি পুরোই ধরা ছোঁয়ার বাইরে!! :D

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

তেরো বলেছেন: হেহেহে একটা মাছির ছবি দেই তাইলে। কালকে তুলছি।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮

এরিস বলেছেন: আপনাকে অনেকদিন দেখি না!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

তেরো বলেছেন: হেহে আসলেই অনেকদিন। আসতেও আলসেমী লাগে, কিছু নতুন লেখি নি তেমন তাই পোস্ট ও করা হয় না। আপনার কমেন্ট সেদিন দেখে গেলাম ভাবলাম যে একটু পর লগইন করে রিপ্লাই দিবো। বাহ...পরে দেখি বেমালুম ভুলে গেছি।

আপনি ভালো আছেন? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.