![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম কিন্তু এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। - নির্মলেন্দু গুন
বছরের শুরুর দিকে যখন আমি ঘুমের লেনদেন করতে ব্যাংকে গেলাম দেখলাম আমার বিস্তর ঘুম জমে আছে গতবছরের। ব্যাংকের লোকরা মাথা চুলকোতে চুলকোতে বললো "কি ব্যাপার বলুন দেখি মশাই। এত কম ঘুমে জীবন চলবেটা কি করে? আপনার ঘুমের হিসেব মিলেতে গিয়ে দেখি এলাহী কান্ড। আপনি কি আপনার ঘুম নিয়ে কোনো ভবিষ্যত পরিকল্পনা করছেন? ঘুমগুলো কি বিলি করতে চান? নাকি জমা করতে চান পাঁচ-দশ বছরের জন্য। ফেরত যখন পাবেন সাথে পাবেন আরো অনেক ঘুম ইন্টারেস্টসহ। আগ্রহী থাকলে যোগাযোগ করুন"। এ বলে লোকটি আমাকে তার কার্ডটা বাড়িয়ে দিলো। কার্ডটা দেখতে সুন্দর। চারপাশে চারটা মেঘ আঁকা। দেখলেই ঘুম ঘুম পায়। আমি মাথা নেড়ে রেখে দিলাম। আজকাল জীবনে ঘুমের বেশ দাম। একটু ঘুমের জন্য মানুষ কত কি করে ফেলছে। সেখানে কিনা আমি দিব্যি এত তাজা ঘুম বগলদাবা করে ঘুরে বেড়াচ্ছি, সেটা দেখে সবাই হিংসায় তাতিয়ে যাচ্ছে। আমার কিচ্ছুটি করার নেই। এ জন্য আমাকে কম কাঁঠ-খড় পোড়াতে হয়নি। সারা দিন রাত চা-কফি গিলেছি, যতটুকু কমে ঘুমিয়ে পারা যায় তাই ই করেছি। এত কষ্ট তুমি করো বাপু তাহলে তুমিও এত ঘুমের মালিক হবে একদিন।
তবে এত ঘুম বিক্রী করে কিন্তু আমি এখন দিব্যি ধনী হয়ে যেতে পারি এখন। ভেবে একটা প্রশান্তির হাসি দিলাম। কিন্তু তা আমি করছি না, ঘুমগুলো জমিয়েছি একজনকে দেবো বলে। ভেবেছি তাকে সবচেয়ে দামী জিনিসগুলো যখন দিবো সে তখন অনেক খুশী হবে। এত ইউনিক জিনিস কে দিয়েছে আগে! আমার ভালো লাগে তা ভাবতেই। তাকে দেখলেই চলমান গল্প মনে হয়। তাকে আসলে ঘুম দেয়াই যায়। কিন্তু তাকে ঘুমগুলো দিতে সাহসে কুলোচ্ছে না। নাকি আরো ঘুম বাড়িয়ে দেবো? ভাবতে ভাবতে আরো দিন মাস বছর চলে গেলো। চলমান গল্পটি আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। আমি এখনো ঘুমগুলো দিতেই পারলাম না। এভাবে করে পরের বছরের ঘুমের লেনদেন লাইনে আমাকে আবার দাঁড়িয়ে থাকতে দেখা গেলো। ব্যাঙ্কের লোক আবার মাথা চুলকোতে চুলকোতে বললো "এ দেখি এলাহী কান্ড!" আমি বোকার মতো হাসতে লাগলাম।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
তেরো বলেছেন: হ্যা দুইটি ছবি ই আমার ভালো লাগে।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! ভিন্ন স্বাদের গল্প!
ভালই লাগল
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
তেরো বলেছেন: ধন্যবাদ!
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯
রাজসোহান বলেছেন: ভালো লাগছে। ছোট গল্পে ঘুমের অভাব!
সব ঘুম তোমাকে দিলাম
পেতে পারো তুমি আমায়
প্রান্ত বদল যদি হয়
অন্য ঘুমের আঙিনায়!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
তেরো বলেছেন: হাহাহাহাহাহা অনেক ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
সুমন কর বলেছেন: আমারও অনেক ঘুম জমা হয়ে আছে !! ভাবছি ব্যাংকে রেখে দেবো !!
লেখা ভালো হয়েছে।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
তেরো বলেছেন: রেখে দিন। ইন্টারেস্ট সহ আরো ঘুম পাবেন সামনে তাহলে!
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩২
ফেরদৌসা রুহী বলেছেন: ঘুম নিয়ে দেখি এলাহি কান্ড। ঘুম আমার সবচেয়ে প্রিয়। রাতে ৬ ঘন্টা ঘুমাই। সকালে উঠে আবার ঘুম দেই। আর তিন মাস পর পর কিছুদিন প্রতিদিন একটানা ৯/১০ ঘন্টা ঘুমায়।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
তেরো বলেছেন: আমি আসলে রাত জাগি বেশি কিন্তু সকালে আমাকে উঠতেই হয়। সারাদিন টো টো করে পরে রাতে আবার জেগে থাকি। এভাবে করে কত ঘুম যে বাকী পড়ে যায়। তবে মাঝে মাঝে বিশাল ঘুম ও দিয়ে ফেলি। সেই হিসেবে বলতে পারি ঘুমাই আমি ভালোই।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫
হাসান মাহবুব বলেছেন: বেশ!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯
তেরো বলেছেন: হেহে ধন্যবাদ
৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯
ইমরান নিলয় বলেছেন: খাসা হইসে
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯
তেরো বলেছেন: থেঙ্কু!
৮| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭
ফয়সাল রকি বলেছেন: আমার কিছু ঘুম দরকার... কেউ যদি বিক্রি করতো!!!
চমৎকার গল্প।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫
মারুফ রায়হান অনন্য বলেছেন: লেখাটি অনেক অনুপ্রেরণা যোগাবে আমার মত ঘুমসর্বস্ব জনগোষ্ঠীর জন্য
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
বিজন রয় বলেছেন: ছাবিটি অন্যরকম।