নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am only one

দিস ইজ ইব্রাহিম

আমি রক্তে স্নান করতে পারি, আমি নিজের জীবন বিলাতে পারি আমি আমার দেশের জন্য আমরণ লড়াই করতে পারি। তবে... আমি আমার প্রিয় ধর্মকে সবার চাইতে বেশী ভালোবাসি আমি মিথ্যে চেতনার নামে অসভ্যতাকে খুব বেশী ঘৃণা করি। তাই... আমি আমার ধর্মের প্রশ্নে কভু ছাড় নাহি দিতে পারি

দিস ইজ ইব্রাহিম › বিস্তারিত পোস্টঃ

সবাই সাবধান হোন ভারত থেকে ইউরোপ ফেরত নিকৃষ্ট আম আসছে বাংলাদেশের বাজারে

১২ ই মে, ২০১৬ রাত ১১:১৯

সাবধান !! ভারত থেকে আসছে
বিষাক্ত আম, সয়লাব হচ্ছে
বাংলাদেশী বাজার I
বাংলাদেশের মার্কেটগুলো এখন
ভারতীয় বিষাক্ত আমে সয়লাম।
বিষাক্ত উপাদন পাওয়ায় ইউরোপ থেকে
ভারতীয় আম ফেরত দেওয়ায় এখন তা
প্রবেশ করানো হচ্ছে বাংলাদেশী
মার্কেটে। সুন্দরী, গোপাল বাহারসহ
নানা নামে আছে ভারতের এ আমগুলো।
দেশতে খুব সুন্দর ও আকর্ষীয় রংয়ের।
বাংলাদেশীদের আম তাদের
বাজারগুলোতে আসার আগেই তারা
মার্কেট দখল করে ফেলেছে। এ আমগুলো
দিনের পর দিন মার্কেটে থাকছে
কিন্তু নষ্ট হচ্ছে না। অনেক ক্ষেত্রে
মিষ্টি জাতীয় তরল কেমিক্যাল প্রবেশ
করানো হচ্ছে ঐসব ভারতীয় আমের
ভেতরে।
উল্লেখ্য, বাংলাদেশের ব্যাপারে
ভারতের উদ্দেশ্য আগেও ভালো ছিলো
না, এখনো নেই। তারা অবশ্যই অবশ্যই
বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত করে
তাদের ইউরোপ ফেরত আম বাংলাদেশের
বাজারে পাঠিয়েছে, অতিরিক্ত
কেমিক্যাল ব্যবহারের কারণে দিনের
পর দিন আম নষ্ট হচ্ছে না। এ আম
ভক্ষণের কারণে বাংলাদেশীদের
মধ্যে বিশাল গোষ্ঠী যে কিডনী ও
ক্যান্সার সমস্যায় ভুগবে কয়েকদিন পর
তা চোখ বন্ধ করে বলা যায়
নিশ্চিতভাবে।
সবাইকে ধন্যবাদ।
:||

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.