![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্তে স্নান করতে পারি, আমি নিজের জীবন বিলাতে পারি আমি আমার দেশের জন্য আমরণ লড়াই করতে পারি। তবে... আমি আমার প্রিয় ধর্মকে সবার চাইতে বেশী ভালোবাসি আমি মিথ্যে চেতনার নামে অসভ্যতাকে খুব বেশী ঘৃণা করি। তাই... আমি আমার ধর্মের প্রশ্নে কভু ছাড় নাহি দিতে পারি
বাস ভাড়া কমেছে ! কয়জন জানেন ?
অবশ্য খুশি হবেন না , খুশি হবার কারণ
নেই ।
ভাড়া কমেছে লং রুটে ।
কতো , তা কি জানেন ?
৩ পয়সা , কিমি প্রতি মাত্র ৩ পয়সা
। আগে ১.৪৫ ছিল , এখন ১.৪২ ।
সেটা কতো সেই ব্যাপারে বলি একটু ।
সরকারি হিসেবে ঢাকা চট্টগ্রামের ভাড়া
৩৫৯ ছিল আগে , এখন ৩ পয়সা
কমানোতে সেটা হয়েছে ৩৫২ । ঢাকা
রাজশাহীর ক্ষেত্রে ৩৭৫ থেকে হয়েছে
৩৬৮ আর ঢাকা খুলনার ক্ষেত্রে
৪২৩ থেকে ৪১৫ ।
এখন আরও একটু মেজাজ বিগড়ে দেই ,
এই ৭ টাকা ভাড়াটাও কমেনি কোন
রুটেই । কারণ বাস মালিকরা বলছে ,
তারা চার্ট পায়নি ।
এখন আপনি ভাবুন , তেলের দাম ৫
টাকা লিটারে বাড়লে বাসের ভাড়া জন
প্রতি বেড়েছে ৫ টাকা এই ঢাকা শহরে ।
একদিনের ২০ টাকার ভাড়া বেড়ে
হয়েছে ২৫ । তার উপর সিটিং
সার্ভিসের নামে দ্বিগুণ ভাড়া আদায়ের
বিষয়টা তো থেকেই যাচ্ছে । সেই
সিস্টেমে ফেলে আরও বিষদ ভাবে
আমাদের ভরে দিচ্ছে ওরা ।
আর কতো শোষিত হবো আমরা ?
আর কতো ? আর কতো *দা খেলে
আমরা বলবো না গো না , দাদা ! আর
না !
©somewhere in net ltd.