নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am only one

দিস ইজ ইব্রাহিম

আমি রক্তে স্নান করতে পারি, আমি নিজের জীবন বিলাতে পারি আমি আমার দেশের জন্য আমরণ লড়াই করতে পারি। তবে... আমি আমার প্রিয় ধর্মকে সবার চাইতে বেশী ভালোবাসি আমি মিথ্যে চেতনার নামে অসভ্যতাকে খুব বেশী ঘৃণা করি। তাই... আমি আমার ধর্মের প্রশ্নে কভু ছাড় নাহি দিতে পারি

দিস ইজ ইব্রাহিম › বিস্তারিত পোস্টঃ

আরও কিছু ফেলানীর দেখা পেলাম না আমরা !

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

____ গতকাল ফেনীর ফুলগাজি সীমান্তে আমাদের বিজিবি তিন ভারতীয় শিশুকে ধরে আনে। যদি এই ধরনের একটি খবর পত্রিকায় আসে তাহলে অবস্থা হবে চিন্তা করুন তো খানিক! পুরো বাংলাদেশের দাদা সমাজ থেকে শুরু করে সকল সুশীল সমাজের নাকি কান্না শুরু হয়ে যাবে। কিন্তু এই ধরনের কোন ঘটনা বাস্তবে ঘটার সম্ভাবনা নেই। তবে ঘটনা একটা ঘটেছে, কি ছিল পড়ুন নিচে -- ............................................. ..................... ফেনীর ফুলগাজী সীমান্ত থেকে তিন বাংলাদেশী শিশুকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। অবশ্য পরে তাদের ফেরত দেয়া হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার গিতাবাড়িয়ার দক্ষিণ কামল্লা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি'র মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে তিন শিশুকে হস্তান্তর করা হয়। ফেরত দেয়ার সময় ওই শিশুদের কোমরে দড়ি পড়ানো অবস্থায় ছিল। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে উপজেলার গীতা বাড়িয়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ২১৩১ পিলার সংলগ্ন স্থানে খেলা করছিল নাজিম উদ্দিন (৯), বিটু আহম্মেদ (১০) ও ওসমান গণি (৯) নামের তিন শিশু। এ সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। তারা উপজেলার দক্ষিণ কামল্লা গ্রামের বাসিন্দা। এ ঘটানার পর বিজিবি তিন শিশুকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকও হয় বিজিবি'র। পরে সন্ধ্যায় বিজিবি'র কোম্পানি কমান্ডার নাজমুল আহসানের হাতে তিন শিশুকে হস্তান্তর করে বিএসএফ। এ সময় তিন শিশুর কোমরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। বিজিবি পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে। (সুত্রঃ যুগান্তর) সুতরাং বলি কি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এদের কে মেরে যে ফেলেনি এটাই বা কম কি! ধন্যবাদ , ধন্যবাদ সবাইকে ------------------------------ -------------------------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২২

মার্কোপলো বলেছেন:



ভারতীয়রা পড়ালেখা করছে, ওরা ইডিয়ট নয় যে, বিজিবি'র হাতে ধরা পড়বে।

এই শিশুরা যদি খেলেও থাকে, সীমান্তের সবাই জানে কোথায় খেলা যায়, কোথায় খেলা যায় না; আপনি কিছু না বুঝে লিখেছেন; কোন ব্যাপারে আপনার সঠিক ধরণা আছে কিনা সন্দেহ। সীমান্তে শিশুদের ব্যবহার করে চোরাকারবারী করে।

২| ২১ শে জুন, ২০১৬ ভোর ৪:১২

দিস ইজ ইব্রাহিম বলেছেন: তাহলে আপনি বাঙালিদের ইডিয়ট আর মূর্খ বলতেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.